দ্বিপদী বিস্তৃতি
Binomial Expansions
barcode
এ অধ্যায়ের পাঠ্যসূচী।
ঐতিহাসিক পটভূমি
Historical Background
straight3
ব্লেইজ প্যাসকেল
Blaise Pascal
(১৬২৩ খ্রিস্টাব্দ-১৬৬২ খ্রিস্টাব্দ)
ফরাসি গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও দার্শনিক।
দুই পদবিশিষ্ট যে কোনো রাশিকে দ্বিপদী রাশি বলে। যেমনঃ \(3x+7, \ 5x-7y, \ ax+b, \ px^3-qy^4\) ইত্যাদি প্রত্যেকটি এক একটি দ্বিপদী রাশি, কারণ প্রত্যেকটি রাশি দুইটি পদ দ্বারা গঠিত। দ্বিপদী বিস্তৃতি (Binomial Expansions) মূলত একটি বিতরণমূলক কিংবা শ্রেণিকরণ প্রক্রিয়া যা গাণিতিক আরোহ বিধি ব্যাখ্যা করে। একটি সাধারণ সূত্রের সাহায্যে দ্বিপদী রাশির মান নির্ণয় করা হয়ে থাকে, যা দ্বিপদী বিস্তৃতি নামে পরিচিত। বিজ্ঞানের অগ্রগতির সাথে তাল মিলিয়ে গণিত জগতের পরিসরও ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে।
গাণিতিক জগতে প্রায়শই বিভিন্ন দ্বিপদী রাশির দুই বা ততোধিক শক্তির মান নির্ণয় করা প্রয়োজন হয়। শক্তিমাত্রা ছোট হলে গুণের মাধ্যমে তা নির্ণয় করা সম্ভব হয়। কিন্তু বড় হলে সেটা কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। যেমনঃ \(a+b\) এর বর্গ বা ঘন অর্থাৎ \((a+b)^2\) বা \((a+b)^3\) সহজেই সরাসরি গুণের মাধ্যমে নির্ণয় করা যায়। কিন্তু \((a+b)^{60}\) বা \((a+b)^n\) (যেখানে, \(n\) এর মান যেকোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা ) এর মান সরাসরি গুণের মাধ্যমে নির্ণয় করা শ্রমসাধ্য। তাছাড়া চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, আগামী \(15\) বা \(20\) বছরের জনসংখ্যার বৃদ্ধির হার ইত্যাদি জাতীয় দ্বিপদী রাশির মান একটি সাধারণ সূত্রের সাহায্যে নির্ণয় করা করা হয়ে থাকে যা দ্বিপদী বিস্তৃতি নামে পরিচিত।
সুতরাং যে বীজগাণিতিক সূত্রের সাহায্যে কোনো দ্বিপদী রাশির যেকোনো শক্তিকে একটি ধারার আকারে প্রকাশ করা যায় তাকে দ্বিপদী উপপাদ্য এবং ধারাটিকে দ্বিপদী রাশির বিস্তৃতি বলা হয়। সূত্রটি প্রথমে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন straight3 ১৬৮৭ সালে স্যার আইজ্যাক নিউটনের বিশ্ব নন্দিত গ্রন্থ প্রকাশিত হয়, যেখানে তিনি সর্বজনীন মহাকর্ষ সূত্র সহ গতির তিনটি সূত্র প্রদান করেন। তিনি বলবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন। আলোকবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপবিজ্ঞানসহ পদার্থবিজ্ঞানের সকল মৌলিক শাখায় তাঁর অবদান অনস্বীকার্য। বৈজ্ঞানিক পর্যবেক্ষন ও পরীক্ষণের তিনি উদ্ভাবিত তত্ত্বকে যাচাই ও পরীক্ষা নিরীক্ষার জন্য পরীক্ষণের ব্যবস্থা করতেন। ১৬৬৯ সালে নিউটন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গণিতের লুকাসিয়ান প্রফেসর হিসাবে যোগদান করেন। উদ্ভাবন করেন।
ব্লেইজ প্যাসকেল এর পূর্বেও বহু গণিতবিদ দ্বিপদী উপপাদ্য নিয়ে গবেষণা করেন। যেমনঃ খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে গ্রিক গণিতবিদ ইউক্লিড দ্বিতীয় ক্রমের এবং খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকে ভারতীয় গণিতবিদ পিনগালা উচ্চ ক্রমের দ্বিপদী রাশির ব্যবহার করেন। তাছাড়া দশম শতকে ভারতীয় গণিতবিদ হালায়উধা একাদশ শতকে পারস্যের গণিতবিদ ওমর খৈয়াম এবং ত্রয়োদশ শতকে চীনের গণিতবিদ ইয়াং হাই ও প্যাসকেলের ন্যায় একই ফলাফল আবিষ্কার করেছিলেন। দ্বিপদী উপপাদ্য ক্যালকুলাস, সম্ভাবনা তত্ত্বে, বিভিন্ন সূক্ষ্ণ ও জটিল হিসাব নিকাশে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। দ্বিপদী উপপাদ্যের মূল প্রয়োগ হলো কোনো তত্ত্ব, উপাত্ত ও সিদ্ধান্তকে সাধারণ রূপ দান করা।
দ্বিপদী বিস্তৃতি
Binomial Expansions
দ্বিপদী বিস্তৃতি (Binomial Expansions) মূলত একটি বিতরণমূলক কিংবা শ্রেণিকরণ প্রক্রিয়া যা গাণিতিক আরোহ বিধি ব্যাখ্যা করে। একটি সাধারণ সূত্রের সাহায্যে দ্বিপদী রাশির মান নির্ণয় করা হয়ে থাকে, যা দ্বিপদী বিস্তৃতি নামে পরিচিত। দুই পদবিশিষ্ট যে কোনো রাশিকে দ্বিপদী রাশি বলে। যেমনঃ \(3x+7, \ 5x-7y, \ ax+b, \ px^3-qy^4\) ইত্যাদি প্রত্যেকটি এক একটি দ্বিপদী রাশি, কারণ প্রত্যেকটি রাশি দুইটি পদ দ্বারা গঠিত।
আরোহ বিধি ও আরোহ পদ্ধতি
Principle of induction and method of induction
আরোহ বিধিঃ স্বাভাবিক সংখ্যার চলরাশি সম্বলিত গাণিতিক বাক্যের সত্যতা প্রমাণ করতে গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহৃত হয়। তাছাড়া বহু গাণিতিক সূত্রাবলি রয়েছে যেগুলি প্রত্যক্ষ পদ্ধতিতে প্রমাণ করা কষ্টসাধ্য, কিন্তু গাণিতিক আরোহ পদ্ধতিতে সহজেই প্রমাণ করা যায়।
বর্ণনাঃ মনে করি \(P(n)\) একটি স্বাভাবিক চলরাশি সম্বলিত গাণিতিক বাক্য এবং \(n=1\) এর জন্য \(P(n)\) সত্য। \(n\) এর একটি নির্দিষ্ট মান \(m\) অর্থাৎ \(n=m\) এর জন্য \(P(n)\) বাক্যটিকে সত্য ধরে নিয়ে যদি দেখানো যায় \(n=m+1\) এর জন্য \(P(n)\) সত্য তাহলে সকল \(n\in{\mathbb{N}}\) এর জন্য \(P(n)\) বাক্যটি সত্য। অর্থাৎ \(P(n)\) এর সত্যতা প্রমাণের জন্য দুইটি ধাপ প্রমাণ করাই যথেষ্ট।
প্রথম ধাপ (ভিত্তি): \(P(1)\) সত্য
দ্বিতীয় ধাপ (আরোহ ধাপ): \(P(m)\) সত্য ধরে \(P(m+1)\) সত্য যেখানে, \(m\in{\mathbb{N}}\)
ব্যাখ্যাঃ প্রথম \(n\) সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি \(n^2\) বা \(1+3+5+......+(2n-1)=n^2; \ n\in{\mathbb{N}}\) বাক্যটিকে \(P(n)\) দ্বারা সূচিত করা যাক। যেখানে \(P(n)\) এর জন্য প্রথম ও দ্বিতীয় ধাপ প্রমাণ করা যায়।
যেহেতু \(n=1\) এর জন্য বাক্যটি সত্য অর্থাৎ \(P(1)\) সত্য।
তাহলে দ্বিতীয় ধাপ অনুযায়ী \(P(1)\) সত্য হলে \(P(1+1)\) বা \(P(2)\) সত্য একইভাবে \(P(2)\) সত্য হলে \(P(2+1)\) বা \(P(3)\) সত্য। এভাবে যেকোনো \(n\in{\mathbb{N}}\) এর জন্য \(P(n)\) বাক্যটি সত্য হবে।
অতএব, স্বাভাবিক চলরাশি সম্বলিত কোনো উক্তি সকল \(n\in{\mathbb{N}}\) এর জন্য সত্য হবে যদি উক্তিটি \(n=1\) এর জন্য সত্য হয় এবং \(n=m\) এর জন্য সত্য ধরলে তা \(n=m+1\) এর জন্য সত্য হয়, যেখানে \(m\in{\mathbb{N}}.\)
উদাহরণঃ গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রমাণ কর যে, \(1+2+3+.........+n=\frac{1}{2}n(n+1)\) যেখানে \(n\in{\mathbb{N}}\)

প্রমাণঃ
ধরি, \(1+2+3+.........+n=\frac{1}{2}n(n+1) ......(1)\) যা একটি গাণিতিক উক্তি।
\(n=1\) হলে \((1)\) নং এর বামপক্ষ\(=1\)
এবং ডানপক্ষ\(=\frac{1.2}{2}=1\)
সুতরাং বামপক্ষ\(=\)ডানপক্ষ\(=1\)
অতএব, উক্তিটি \(n=1\) এর জন্য সত্য।
এখন, \(n=m\) হলে উক্তিটি সত্য।
অর্থাৎ \(1+2+3+.........+m=\frac{1}{2}m(m+1) ........(2)\)
এখন, \((1)\) নং উক্তিটি \(n=m+1\) এর জন্য সত্য হবে যদি
\(1+2+3+.........+(m+1)=\frac{1}{2}(m+1)(m+2) ........(3)\) সত্য হয়।
এখন, \((2)\) নং এর উভয় পক্ষে \((m+1)\) যোগ করে পাই,
\(1+2+3+.........+m+(m+1)=\frac{1}{2}m(m+1)+(m+1)\)
\(\Rightarrow 1+2+3+.........+(m+1)=\frac{1}{2}(m+1)(m+2)\)
অতএব, \((3)\) নং বাক্যটি সত্য।
সুতরাং, গাণিতিক আরোহ পদ্ধতিতে সকল \(n\in{\mathbb{N}}\) এর জন্য \((1)\) নং বাক্যটি সত্য।
দ্বিপদী উপপাদ্য
Binomial Theorem
বর্ণনাঃ সকল \(n\in{\mathbb{N}}\) এর জন্য,
\((a+x)^n=a^n+^nC_{1}a^{n-1}x+^nC_{2}a^{n-2}x^2+ ......\)\(...+^nC_{r}a^{n-r}x^r+......+x^n\)

প্রমাণঃ
ধরি, \((a+x)^n=a^n+^nC_{1}a^{n-1}x+^nC_{2}a^{n-2}x^2+ .........+^nC_{r}a^{n-r}x^r+......+x^n ......(1)\) যা একটি গাণিতিক উক্তি।
\(n=1\) হলে \((1)\) নং এর বামপক্ষ\(=(a+x)^1=a+x\)
এবং ডানপক্ষ\(=a^1+^1C_{1}a^{1-1}x=a+1.a^0.x=a+x\)
সুতরাং বামপক্ষ\(=\)ডানপক্ষ\(=1\)
অতএব, উক্তিটি \(n=1\) এর জন্য সত্য।
এখন, \(n=m\) হলে উক্তিটি সত্য।
অর্থাৎ \((a+x)^m=a^m+^mC_{1}a^{m-1}x+^mC_{2}a^{m-2}x^2+ .....+^mC_{r}a^{m-r}x^r+....+x^m ......(2)\)
এখন, \((1)\) নং উক্তিটি \(n=m+1\) এর জন্য সত্য হবে যদি
\((a+x)^{m+1}=a^{m+1}+^{m+1}C_{1}a^{m}x+^{m+1}C_{2}a^{m+1}x^2+ ....+^{m+1}C_{r}a^{m+1-r}x^r+ ....+x^{m+1} ....(3)\) সত্য হয়।
এখন, \((2)\) নং এর উভয় পক্ষে \((a+x)\) গুণ করে পাই,
\((a+x)^m(a+x)=(a+x)\{a^m+^mC_{1}a^{m-1}x+^mC_{2}a^{m-2}x^2+ .....+^mC_{r-1}a^{m+1-r}x^r+^mC_{r}a^{m-r}x^r+....+x^m\}\)
\(\Rightarrow (a+x)^{m+1}=a^{m+1}+^mC_{1}a^{m}x+^mC_{2}a^{m-1}x^2+ .....+^mC_{r-1}a^{m+2-r}x^{r-1}+^mC_{r}a^{m+1-r}x^r+....+ax^m\)\(+a^mx+^mC_{1}a^{m-1}x^2+^mC_{2}a^{m-2}x^3+ .....+^mC_{r-1}a^{m+1-r}x^{r}+^mC_{r}a^{m-r}x^{r+1}+....+x^{m+1}\)
\(\Rightarrow (a+x)^{m+1}=a^{m+1}+ax^m+^mC_{1}a^{m}x+^mC_{1}a^{m-1}x^2+^mC_{2}a^{m-1}x^2+ .....+^mC_{r-1}a^{m+1-r}x^{r}+^mC_{r}a^{m+1-r}x^r+.......+x^{m+1}\)
\(\Rightarrow (a+x)^{m+1}=a^{m+1}+\left(1+^mC_{1}\right)a^{m}x+\left(^mC_{1}+^mC_{2}\right)a^{m-1}x^2+ .....+\left(^mC_{r-1}+^mC_{r}\right)a^{m+1-r}x^r+.......+x^{m+1}\)
\(\Rightarrow (a+x)^{m+1}=a^{m+1}+\left(^mC_{0}+^mC_{1}\right)a^{m}x+\left(^mC_{1}+^mC_{2}\right)a^{m-1}x^2+ .....+\left(^mC_{r-1}+^mC_{r}\right)a^{m+1-r}x^r+.......+x^{m+1}\) ➜ \(\because 1=\ ^mC_{0}\)

\(\Rightarrow (a+x)^{m+1}=a^{m+1}+^{m+1}C_{1}a^{m}x+^{m+1}C_{2}a^{m+1}x^2+ ....+^{m+1}C_{r}a^{m+1-r}x^r+ ....+x^{m+1}\) ➜ \(\because \ ^mC_{0}+^mC_{1}=\ ^{m+1}C_{1}\)
\(^mC_{1}+^mC_{2}=\ ^{m+1}C_{2}\)
এবং \(^mC_{r-1}+^mC_{r}=\ ^{m+1}C_{r}\)

অতএব, \((3)\) নং বাক্যটি সত্য।
সুতরাং, গাণিতিক আরোহ পদ্ধতিতে সকল \(n\in{\mathbb{N}}\) এর জন্য \((1)\) নং বাক্যটি সত্য।
অর্থাৎ, সকল \(n\in{\mathbb{N}}\) এর জন্য, \((a+x)^n=a^n+^nC_{1}a^{n-1}x+^nC_{2}a^{n-2}x^2+ .........+^nC_{r}a^{n-r}x^r+......+x^n\)
\((a+x)^n=a^n+\ ^nC_{1}a^{n-1}x+\ ^nC_{2}a^{n-2}x^2+ ......\)\(+\ ^nC_{r}a^{n-r}x^r+......+x^n\)
সকল \(n\in{\mathbb{N}}\) এর জন্য,
\((a+x)^n=a^n+\ ^nC_{1}a^{n-1}x+\ ^nC_{2}a^{n-2}x^2+ ....\)\(.....+\ ^nC_{r}a^{n-r}x^r+......+x^n ....(1)\)
অনুসিদ্ধান্ত-I: \((1)\) নং এ \(x\) এর পরিবর্তে \((-x)\) বসিয়ে,
\((a-x)^n=a^n-\ ^nC_{1}a^{n-1}x+\ ^nC_{2}a^{n-2}x^2- ....\)\(...+(-1)^{r}\ ^nC_{r}a^{n-r}x^r......+(-1)^{n}x^n\)
\((a-x)^n=a^n-\ ^nC_{1}a^{n-1}x+\ ^nC_{2}a^{n-2}x^2- ...\)\(...+(-1)^{r}\ ^nC_{r}a^{n-r}x^r......+(-1)^{n}x^n\)
অনুসিদ্ধান্ত-II: \((1)\) নং এ \(a=1\) বসিয়ে,
\((1+x)^n=1+\ ^nC_{1}x+\ ^nC_{2}x^2+ .....\)\(....+\ ^nC_{r}x^r+......+x^n\)
\((1+x)^n=1+\ ^nC_{1}x+\ ^nC_{2}x^2+ ......\)\(...+\ ^nC_{r}x^r+......+x^n\)
অনুসিদ্ধান্ত-III: অনুসিদ্ধান্ত-II এ \(x\) এর পরিবর্তে \((-x)\) বসিয়ে,
\((1-x)^n=1-\ ^nC_{1}x+\ ^nC_{2}x^2- ......\)\(...+(-1)^r\ ^nC_{r}x^r ......+(-1)^{n}x^n\)
\((1-x)^n=1-\ ^nC_{1}x+\ ^nC_{2}x^2- .......\)\(..+(-1)^r\ ^nC_{r}x^r ......+(-1)^{n}x^n\)
\((a+x)^n\) এর বিস্তৃতিতে পদসংখ্যাঃ \((a+x)^n\) এর বিস্তৃতিতে দেখা যায় যে, প্রথম পদে \(x\) এর ঘাত শূন্য এবং পরবর্তী পদগুলিতে \(x\) এর ঘাত ধারাবাহিকভাবে বৃদ্ধি পায় এবং শেষ পদে \(x\) এর ঘাত \(n\) হয়। তাই \(x\) এর ঘাত জ্ঞাপক সংখ্যা \(r\) হলে \(r\) এর মান \(0, 1, 2, 3, ...., n\) পর্যন্ত অর্থাৎ \(r\) এর মান সংখ্যা \((n+1)\);
সুতরাং \((a+x)^n\) এর বিস্তৃতিতে মোট পদসংখ্যা \((n+1)\)।
প্যাসকেলের ত্রিভুজ
Pascal's triangle
\((a+x)\) দ্বিপদী রাশিটিকে একই রাশি দিয়ে বারবার গুণ করতে থাকলে পর্যায়ক্রমে
\((a+x)^2, \ (a+x)^3, \ (a+x)^4, \ (a+x)^5, \ (a+x)^6 ...\)\( ...\) ইত্যাদি পাওয়া যাবে।
এক্ষেত্রে, \((a+x)^2=(a+x)(a+x)=a^2+2ax+x^2\)
\((a+x)^3=(a+x)(a+x)^2=(a+x)(a^2+2ax+x^2)=a^3+3a^2x+3ax^2+x^3\), এভাবে দীর্ঘ গুণ প্রক্রিয়ার সাহায্যে \((a+x)^4, \ (a+x)^5, \ (a+x)^6 ... ...\) ইত্যাদি রাশিগুলির বিস্তৃতি বের করা যায়। কিন্তু \((a+x)^n\) আকারের রাশির বিস্তৃতি একটি বিশেষ ছাঁচে (pattern) নিচের মত করে সাজানো যায়-
\begin{matrix}n\text{ এর মান}&&(a+x)^n\text{ এর বিস্তৃতি}&&\text{ পদ সংখ্যা}\\n=0&&1&&1\\n=1&&a+x&&2\\n=2&&a^2+2ax+x^2&&3\\n=3 &&a^3+3a^2x+3ax^2+x^3&&4\\n=4&&a^4+4a^3x+6a^2x^2+4ax^3+x^4&&5\\n=5&&a^5+5a^4x+10a^3x^2+10a^2x^3+5ax^4+x^5&&6\\n=6&&a^6+6a^5x+15a^4x^2+20a^3x^3+15a^2x^4+6ax^5+x^6&&7 \\...&&... ... ... ... ... ... ... ... ... ... &&...\end{matrix}
উপরের বিস্তৃতিগুলি লক্ষ করে বলা যায়, \((a+x)^n\) এর বিস্তৃতিতে
\((n+1)\) সংখ্যক পদ থাকবে।
প্রথম পদে \(a\) এর ঘাত \(n\) ও \(x\) এর ঘাত শূন্য হবে, পরবর্তী প্রতিটি পদে পর্যায়ক্রমে \(a\) এর ঘাত \(1\) কমবে ও \(x\) এর ঘাত \(1\) বৃদ্ধি পাবে। এভাবে শেষপদে \(a\) এর ঘাত শূন্য ও \(x\) এর ঘাত \(n\) হবে।
আবার উপরের প্রতিটি দ্বিপদী বিস্তৃতির জন্য এদের সহগগুলিকে নিম্নোক্ত ত্রিভুজ আকারে প্রকাশ করা যায়।
\(\begin{matrix}n=0&&&&&&&&&1\\n=1&&&&&&&&1&&1\\n=2&&&&&&&1&&2&&1\\n=3 &&&&&&1&&3&&3&&1\\n=4&&&&&1&&4&&6&&4&&1\\n=5&&&&1&&5&&10&&10&&5&&1\\n=6&&&1&&6&&15&&20&&15&&6&&1\\n=7&&1&&7&&21&&35&&35&&21&&7&&1\\n=8&1&&8&&28&&56&&70&&56&&28&&8&&1\end{matrix}\)
প্যাসকেলের ত্রিভুজ
দ্বিপদী সহগগুলির উল্লেখিত ত্রিভুজাকার সজ্জাকে প্যাসকেলের ত্রিভুজ বলে। এই ত্রিভুজের প্রথম সারির উপাদান \(1;\) দ্বিতীয় সারির উপাদান \(1 \ \ 1;\) তৃতীয় সারি থেকে পরবর্তী সকল সারির প্রান্তিক উপাদান \(1, \ 1\) এবং কোনো সারির ১ম ও ২য় উপাদানের যোগফল হবে পরবর্তী সারির ২য় উপাদান, ২য় ও ৩য় উপাদানের যোগফল হবে পরবর্তী সারির ৩য় উপাদান। এভাবে যে কোনো সারি হতে পরবর্তী সারির উপাদানগুলি নির্ণয় করা যায়।
\(n=6\) এর জন্য
\((a+x)^6=a^6+6a^5x+15a^4x^2+20a^3x^3+\)\(15a^2x^4+6ax^5+x^6\)
দ্বিপদী বিস্তৃতিতে সাধারণ পদ, মধ্য পদ ও সমদূরবর্তী পদসমুহ
Common terms, middle terms and equidistant terms in binomial expansion
সাধারণ পদ বা \((r+1)\) তম পদ বা \(T_{r+1}\)
সকল \(n\in{\mathbb{N}}\) এর জন্য,
\((a+x)^n=a^n+^nC_{1}a^{n-1}x+^nC_{2}a^{n-2}x^2+ .....\)\(....+^nC_{r}a^{n-r}x^r+......+x^n .........(1)\)
\((1)\) এর ডানপক্ষের পদগুলিকে যথাক্রমে \(T_{1}, \ T_{2}, \ T_{3}, ....., T_{r}, \ T_{r+1}, ....\) ইত্যাদি দ্বারা সূচিত করে পাই,
\(T_{1}=\ ^nC_{0}a^{n-0}x^0=a^n\)
\(T_{2}=\ ^nC_{1}a^{n-1}x\)
\(T_{3}=\ ^nC_{2}a^{n-2}x^2\)
\(... ... ... ... ... ... ...\)
\(T_{r}=\ ^nC_{r-1}a^{n-r+1}x^{r-1}\)
\(T_{r+1}=\ ^nC_{r}a^{n-r}x^{r}\)
\(T_{r+1}\) বা \((r+1)\) তম পদকে \((a+x)^n\) এর বিস্তৃতিতে সাধারণ পদ বলে।
\((a+x)^n\) এর বিস্তৃতিতে সাধারণ পদ,
\(T_{r+1}=\ ^nC_{r}a^{n-r}x^{r}=\frac{n!}{r!(n-r)!}a^{n-r}x^{r}\)
\((a-x)^n\) এর বিস্তৃতিতে সাধারণ পদ,
\(T_{r+1}=(-1)^r\ ^nC_{r}a^{n-r}x^{r}=(-1)^r\frac{n!}{r!(n-r)!}a^{n-r}x^{r}\)
\((1+x)^n\) এর বিস্তৃতিতে সাধারণ পদ,
\(T_{r+1}=\ ^nC_{r}x^{r}=\frac{n!}{r!(n-r)!}x^{r}\)
\((1-x)^n\) এর বিস্তৃতিতে সাধারণ পদ,
\(T_{r+1}=(-1)^r\ ^nC_{r}x^{r}=(-1)^r\frac{n!}{r!(n-r)!}x^{r}\)
\((ax^p+bx^q)^n\) এর বিস্তৃতিতে সাধারণ পদ বা \((r+1)\) তম পদ \(x^m\) সম্বলিত হলে \(r=\frac{np-mq}{p-q}\) এবং \(x^m\) এর সহগ \(=\ ^nC_{r}a^{n-r}b^r\) যেখানে \(m, \ n\in{\mathbb{N}}.\)
মধ্যপদ (Middle Term):
দুই বা ততোধিক পদবিশিষ্ট বহুপদীর যে পদটির বা পদদ্বয়ের উভয় পাশে সমান সংখ্যক পদ থাকে তাকে বা তাদেরকে মধ্যপদ বলে। বিজোড় সংখ্যক পদবিশিষ্ট বহুপদে মধ্যপদের সংখ্যা একটি। জোড় সংখ্যক পদবিশিষ্ট বহুপদে মধ্যপদের সংখ্যা দুইটি।
\((a+x)^n\) এর বিস্তৃতিতে যখন \(n\) একটি জোড় সংখ্যা তখন পদসংখ্যা \((n+1)\) বিজোড়। সে ক্ষেত্রে মধ্যপদ হয় একটি এবং তা \(\left(\frac{n}{2}+1\right)\) তম পদ।
মধ্যপদ \(=\ ^nC_{\frac{n}{2}}a^{\frac{n}{2}}x^{\frac{n}{2}}\)
মধ্যপদ \(=\ ^nC_{\frac{n}{2}}a^{\frac{n}{2}}x^{\frac{n}{2}}\)
যেমনঃ \((a+x)^2=a^2+2ax+x^2\) এখানে, \(n=2\) যা জোড় সংখ্যা এবং পদসংখ্যা \(n+1=2+1=3\) যা বিজোড় এবং মধ্যপদ \(=2ax\)
আবার সূত্রমতে মধ্যপদ \(=\ ^2C_{\frac{2}{2}}a^{\frac{2}{2}}x^{\frac{2}{2}}\)
\(=\ ^2C_{1}a^{1}x^{1}\)
\(=\frac{2!}{1!(2-1)!}ax\)
\(=\frac{2\times1}{1\times1}ax\)
\(=2ax\)
\((a+x)^n\) এর বিস্তৃতিতে যখন \(n\) একটি বিজোড় সংখ্যা তখন পদসংখ্যা \((n+1)\) জোড়। সে ক্ষেত্রে মধ্যপদ হয় দুইটি, সেগুলি যথাক্রমে \(\left(\frac{n-1}{2}+1\right)\) এবং \(\left(\frac{n+1}{2}+1\right)\) তম পদ।
১ম মধ্যপদ \(=\ ^nC_{\frac{n-1}{2}}a^{\frac{n+1}{2}}x^{\frac{n-1}{2}}\)
১ম মধ্যপদ \(=\ ^nC_{\frac{n-1}{2}}a^{\frac{n+1}{2}}x^{\frac{n-1}{2}}\)
২য় মধ্যপদ \(=\ ^nC_{\frac{n+1}{2}}a^{\frac{n-1}{2}}x^{\frac{n+1}{2}}\)
২য় মধ্যপদ \(=\ ^nC_{\frac{n+1}{2}}a^{\frac{n-1}{2}}x^{\frac{n+1}{2}}\)
যেমনঃ \((a+x)^3=a^3+3a^2x+3ax^2+x^3\) এখানে, \(n=3\) যা বিজোড় সংখ্যা এবং পদসংখ্যা \(n+1=3+1=4\) যা জোড় এবং ১ম মধ্যপদ \(=3a^2x\), ২য় মধ্যপদ \(=3ax^2\)
আবার সূত্রমতে ১ম মধ্যপদ \(=\ ^3C_{\frac{3-1}{2}}a^{\frac{3+1}{2}}x^{\frac{3-1}{2}}\)
\(=\ ^3C_{1}a^{2}x^{1}\)
\(=\frac{3!}{1!(3-1)!}a^2x\)
\(=\frac{3\times2!}{1\times2!}a^2x\)
\(=3a^2x\)
২য় মধ্যপদ \(=\ ^3C_{\frac{3+1}{2}}a^{\frac{3-1}{2}}x^{\frac{3+1}{2}}\)
\(=\ ^3C_{2}a^{1}x^{2}\)
\(=\frac{3!}{2!(3-2)!}ax^2\)
\(=\frac{3\times2!}{2!\times1}ax^2\)
\(=3ax^2\)
সমদূরবর্তী পদ (Equidistant Terms):
সকল \(n\in{\mathbb{N}}\) এর জন্য, \((a+x)^n\) বা \((1+x)^n\) এর বিস্তৃতির প্রথম ও শেষ হতে সমান দূরের পদগুলির সহগ সমান। অর্থাৎ প্রথম পদ হতে ডানদিকে এবং শেষ পদ হতে বামদিকে সমান দূরের পদগুলির সহগ সমান।
\((a+x)^n\) বা \((1+x)^n\) এর বিস্তৃতিতে \((n+1)\) সংখ্যক পদ আছে। প্রথম থেকে \((r+1)\) তম পদের সহগ \(^nC_{r}\), শেষ থেকে \((r+1)\) তম পদটি প্রথম থেকে \(\{(n+1)-r\}=(n-r+1)\) তম পদ।
অতএব এই পদের সহগ \(=\ ^nC_{n-r}\)
এখন, \(^nC_{n-r}=\frac{n!}{(n-r)!\{n-(n-r)\}!}\)
\(=\frac{n!}{(n-r)!\{n-n+r\}!}\)
\(=\frac{n!}{(n-r)!r!}\)
\(=\frac{n!}{r!(n-r)!}\)
\(=\ ^nC_{r}\)
অতএব \((a+x)^n\) বা \((1+x)^n\) এর বিস্তৃতির প্রথম ও শেষ হতে \((r+1)\) তম পদের সহগ সমান।
দ্বিপদী রাশির সহগসমুহের গুণাবলী
Properties of binomial coefficients
\((1+x)^n\) এর বিস্তৃতির দ্বিপদী সহগগুলি যথাক্রমে \(\ ^nC_{0}, \ ^nC_{1}, \ ^nC_{2}, \ ^nC_{3} ... ... \ ^nC_{r} ... ..., \ ^nC_{n}\)।
\(\ ^nC_{0}=\frac{n!}{0!(n-0)!}\)
\(=\frac{n!}{1.n!}, \ \because 0!=1\)
\(=1\)
\(\ ^nC_{0}=1\)
\(\ ^nC_{1}=\frac{n!}{1!(n-1)!}\)
\(=\frac{n(n-1)!}{1.(n-1)!}, \ \because 1!=1\)
\(=n\)
\(\ ^nC_{1}=n\)
\(\ ^nC_{2}=\frac{n!}{2!(n-2)!}\)
\(=\frac{n(n-1)(n-2)!}{2!(n-2)!}\)
\(=\frac{n(n-1)}{2!}\)
\(\ ^nC_{2}=\frac{n(n-1)}{2!}\)
\(\ ^nC_{3}=\frac{n!}{3!(n-3)!}\)
\(=\frac{n(n-1)(n-2)(n-3)!}{3!(n-3)!}\)
\(=\frac{n(n-1)(n-3)}{3!}\)
\(\ ^nC_{3}=\frac{n(n-1)(n-3)}{3!}\)
\(... ... ... ... ... ... ... ... ... ... ... ...\)
\(\ ^nC_{r}=\frac{n!}{r!(n-r)!}\)
\(=\frac{n(n-1)(n-2) ... ... (n-r+1)(n-r)!}{r!(n-r)!}\)
\(=\frac{n(n-1)(n-2) ... ... (n-r+1)}{r!}\)
\(\ ^nC_{r}=\frac{n(n-1)(n-2) ... ... (n-r+1)}{r!}\)
\(\frac{^nC_{r}}{^nC_{r-1}}=\frac{\frac{n!}{r!(n-r)!}}{\frac{n!}{(r-1)!(n-r+1)!}}\)
\(=\frac{n!}{r!(n-r)!}\times\frac{(r-1)!(n-r+1)!}{n!}\)
\(=\frac{n!}{r(r-1)!(n-r)!}\times\frac{(r-1)!(n-r+1)(n-r)!}{n!}\)
\(=\frac{n-r+1}{r}\)
\(\frac{^nC_{r}}{^nC_{r-1}}=\frac{n-r+1}{r}\)
\(t_{r+1}=\ ^nC_{r}, \ t_{r}=\ ^nC_{r-1}\)
\(\frac{t_{r+1}}{t_{r}}=\frac{n-r+1}{r}\)
আবার,
\((1+x)^n\) এর বিস্তৃতির দ্বিপদী সহগগুলি যথাক্রমে \(^nC_{0}, ^nC_{1}, ^nC_{2} ......., ^nC_{n}\)। এদেরকে যথাক্রমে \(C_{0}, C_{1}, C_{2} ......., C_{n}\) দ্বারা সূচিত করা হয়। তাহলে, \((1+x)^n=1+^nC_{1}x+^nC_{2}x^2+.........\)\(+^nC_{r}x^r+......+x^n\)
\(=\ ^nC_{0}+^nC_{1}x+^nC_{2}x^2+ ... +^nC_{n}x^n\) ➜ \(\because 1=\ ^nC_{0}, \ 1=\ ^nC_{n}\)

\(=C_{0}+C_{1}x+C_{2}x^2+ .........+C_{n}x^n\) ➜ \(\because ^nC_{0}, ^nC_{1}, ^nC_{2} ......., ^nC_{n}\) এর
পরিবর্তিত রূপ \(C_{0}, C_{1}, C_{2} ......., C_{n}\)

\(\therefore (1+x)^n=C_{0}+C_{1}x+C_{2}x^2+ .........+C_{n}x^n\)
\((1+x)^n=C_{0}+C_{1}x+C_{2}x^2+ .........+C_{n}x^n\)
উপরোক্ত বিস্তৃতিতে \(x\) এর পরিবর্তে \((-x)\) বসিয়ে,
\(\therefore (1-x)^n=C_{0}-C_{1}x+C_{2}x^2- ......\)\(...+(-1)^n\ C_{n}x^n\)
\((1-x)^n=C_{0}-C_{1}x+C_{2}x^2- .........+(-1)^n\ C_{n}x^n\)
সকল \(n\in{\mathbb{N}}\) এর জন্য, \((1+x)^n\) এর বিস্তৃতির দ্বিপদী সহগগুলি যথাক্রমে \(^nC_{0}, ^nC_{1}, ^nC_{2} ......., ^nC_{n}\)। এদেরকে যথাক্রমে \(C_{0}, C_{1}, C_{2} ......., C_{n}\) দ্বারা সূচিত করা হয়।
তাহলে, \((1+x)^n=C_{0}+C_{1}x+C_{2}x^2+ .........+C_{n}x^n\) সে ক্ষেত্রে,
\(C_{0}+C_{1}+C_{2}+ .......+C_{n}=2^n\)
\(C_{0}+C_{2}+C_{4}+ .......=C_{1}+C_{3}+C_{5}+ ....\)\(...=2^{n-1}\)

প্রমাণঃ
ধরি, \((1+x)^n=C_{0}+C_{1}x+C_{2}x^2+ .........+C_{n}x^n ......(1)\)
\(x=1\) হলে \((1)\) নং হতে,
\((1+1)^n=C_{0}+C_{1}.1+C_{2}.1^2+ .........+C_{n}.1^n\)
\(\Rightarrow 2^n=C_{0}+C_{1}+C_{2}+ .........+C_{n}\)
\(\therefore C_{0}+C_{1}+C_{2}+ .........+C_{n}=2^n\)
আবার,
আমরা জানি, \((1+x)^n=C_{0}+C_{1}x+C_{2}x^2+ .........+C_{n}x^n\)
\(\Rightarrow (1+x)^n=C_{0}+C_{1}x+C_{2}x^2+C_{3}x^3+C_{4}x^4+C_{5}x^5+ ...... (2)\)
এবং \(C_{0}+C_{1}+C_{2}+ .........+C_{n}=2^n\)
\(\Rightarrow C_{0}+C_{1}+C_{2}+C_{3}+C_{4}+C_{5}+ .........=2^n ......(3)\)
\(x=-1\) হলে \((2)\) নং হতে,
\((1-1)^n=C_{0}+C_{1}(-1)+C_{2}(-1)^2+C_{3}(-1)^3+C_{4}(-1)^4+C_{5}(-1)^5+ .........\)
\(\Rightarrow 0^n=C_{0}-C_{1}+C_{2}-C_{3}+C_{4}-C_{5}+ .........\)
\(\Rightarrow 0=C_{0}-C_{1}+C_{2}-C_{3}+C_{4}-C_{5}+ .........\)
\(\therefore C_{0}-C_{1}+C_{2}-C_{3}+C_{4}-C_{5}+ .........=0 .......(4)\)
\((3)+(4)\) এর সাহায্যে,
\(2C_{0}+2C_{2}+2C_{4}+ .........=2^n+0\)
\(\Rightarrow 2(C_{0}+C_{2}+C_{4}+ .........)=2^n\)
\(\Rightarrow C_{0}+C_{2}+C_{4}+ ......... =\frac{2^n}{2}\)
\(\therefore C_{0}+C_{2}+C_{4}+ ......... =2^{n-1} .......(5)\)
আবার,\((3)-(4)\) এর সাহায্যে,
\(2C_{1}+2C_{3}+2C_{5}+ .........=2^n-0\)
\(\Rightarrow 2(C_{1}+C_{3}+C_{5}+ .........)=2^n\)
\(\Rightarrow C_{1}+C_{3}+C_{5}+ ......... =\frac{2^n}{2}\)
\(\therefore C_{1}+C_{3}+C_{5}+ ......... =2^{n-1} .......(6)\)
\((5)\) ও \((6)\) এর সাহায্যে,
\(C_{0}+C_{2}+C_{4}+ ......... =C_{1}+C_{3}+C_{5}+ ......... =2^{n-1}\)
বৃহত্তম সহগ
Greatest Coefficient
\((a+x)^n\) অথবা \((1+x)^n\) এর বিস্তৃতিতে বৃহত্তম সহগ নির্ণয় করতে হবে, যখন \(n\) একটি যোগবোধক পূর্ণ সংখ্যা।
ধরি, বৃহত্তম সহগটি \((r+1)\) তম পদে আছে। কিন্তু এদের যে কোনো বিস্তৃতিতে এই পদের সহগ \(^nC_{r}.\)
এখন, \(r\) এর কোন মানের জন্য \(^nC_{r}\) বৃহত্তম তা নির্ণয় করতে হবে।
সমাবেশ অধ্যায়ের \(^nC_{r}\) এর বৃহত্তম মান আলোচনা থেকে আমরা জানি, \(n\) জোড় সংখ্যা হলে, \(^nC_{r}\) এর মান বৃহত্তম হবে যদি \(r=\frac{n}{2}\) হয়।
\(n\) বিজোড় সংখ্যা হলে, \(^nC_{r}\) এর মান বৃহত্তম হবে যদি \(r=\frac{1}{2}(n-1)\) অথবা \(r=\frac{1}{2}(n+1)\) হয়।
অতএব, যখন \(n\) জোড় সংখ্যা, \((a+x)^n\) অথবা \((1+x)^n\) এর বিস্তৃতিতে বৃহত্তম সহগ হবে \(\ ^nC_{\frac{n}{2}}\)
আবার, যখন \(n\) বিজোড় সংখ্যা, \((a+x)^n\) অথবা \((1+x)^n\) এর বিস্তৃতিতে বৃহত্তম সহগ হবে \(\ ^nC_{\frac{1}{2}(n-1)}\) অথবা \(\ ^nC_{\frac{1}{2}(n+1)}\)
বৃহত্তম পদ
Greatest Term
\((a+x)^n\) এর বিস্তৃতিতে সংখ্যা সূচক বৃহত্তম পদটি নির্ণয় করতে হবে, যখন \(n\) একটি যোগবোধক পূর্ণ সংখ্যা।
পদসমূহের সংখ্যা সূচক মানের জন্য কেবল \(x\) এর যোগবোধক মান সমূহ বিবেচনা করি।
ধরি, \(t_{r},\) \((a+x)^n\) এর বিস্তৃতিতে \(r\) তম পদ প্রকাশ করে।
তাহলে, \(t_{r+1}=\frac{n(n-1)(n-2) ... .... (n-r+2)(n-r+1)}{r!}a^{n-r}x^r\)
এবং \(t_{r}=\frac{n(n-1)(n-2) ... .... (n-r+2)}{(r-1)!}a^{n-r+1}x^{r-1}\)
\(\therefore \frac{t_{r+1}}{t_{r}}=\frac{\frac{n(n-1)(n-2) ... ... (n-r+2)(n-r+1)}{r!}a^{n-r}x^r}{\frac{n(n-1)(n-2) ... ... (n-r+2)}{(r-1)!}a^{n-r+1}x^{r-1}}\)
\(=\frac{\frac{n(n-1)(n-2) ... ... (n-r+2)(n-r+1)}{r!}x}{\frac{n(n-1)(n-2) ... ... (n-r+2)}{(r-1)!}a}\)
\(=\frac{n(n-1)(n-2) ... ... (n-r+2)(n-r+1)}{r!}\times\)\(\frac{(r-1)!}{n(n-1)(n-2) ... ... (n-r+2)}.\frac{x}{a}\)
\(=\frac{n(n-1)(n-2) ... ... (n-r+2)(n-r+1)}{r(r-1)!}\times\)\(\frac{(r-1)!}{n(n-1)(n-2) ... ... (n-r+2)}.\frac{x}{a}\)
\(=\frac{n-r+1}{r}.\frac{x}{a}\)
\(=\frac{(n-r+1)x}{ar}\)
এখন যদি, \(t_{r+1}\gt{t_{r}}\) অথবা \(t_{r+1}=t_{r}\) অথবা \(t_{r+1}\lt{t_{r}}\) হয়।
তাহলে, \((n-r+1)x\gt{ar}\) অথবা \((n-r+1)x=ar\) অথবা \((n-r+1)x\lt{ar}\) হবে।
\(\Rightarrow nx-rx+x\gt{ar}\) অথবা \(nx-rx+x=ar\) অথবা \(nx-rx+x\lt{ar}\)
\(\Rightarrow nx+x\gt{ar+rx}\) অথবা \(nx+x=ar+rx\) অথবা \(nx+x\lt{ar+rx}\)
\(\Rightarrow (n+1)x\gt{(a+x)r}\) অথবা \((n+1)x=(a+x)r\) অথবা \((n+1)x\lt{(a+x)r}\)
\(\Rightarrow (a+x)r\lt{(n+1)x}\) অথবা \((a+x)r=(n+1)x\) অথবা \((a+x)r\gt{(n+1)x}\)
\(\therefore r\lt{\frac{(n+1)}{a+x}x}\) অথবা \(r=\frac{(n+1)}{a+x}x\) অথবা \(r\gt{\frac{(n+1)}{a+x}x}\)
\((i)\) যদি, \(\frac{(n+1)}{a+x}x\) একটি পূর্ণ সংখ্যা হয়, তবে ধরি, \(\frac{(n+1)}{a+x}x=p\)
তাহলে, যতক্ষণ পর্যন্ত \(r\lt{p}, \ t_{r+1}\gt{t_{r}}\) এবং পদগুলি বৃদ্ধি পেতে থাকে।
যখন \(r=p, \ t_{r+1}=t_{r}\)
\(\Rightarrow t_{p+1}=t_{p}\)
আবার, যখন \(r\gt{p}, \ t_{r+1}\lt{t_{r}}\) এবং পদগুলি হ্রাস পায়।
সুতরাং, \(t_{p+1}=t_{p}\) এবং অন্য যে কোনো পদ হতে এদের মান বৃহত্তর।
\((ii)\) যদি, \(\frac{(n+1)}{a+x}x=p+f\) যেখানে \(f\) একটি প্রকৃত ভগ্নাংশ।
এইক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত \(r\lt{p+f}, \ t_{r+1}\gt{t_{r}}\) এবং
যখন \(r\gt{p+f}, \ t_{r+1}\lt{t_{r}},\)
অতএব, \(r\le{p}\) এর জন্য পদসমূহ বৃদ্ধি পেতে থাকে, \(t_{p+1}\) পদটি, \(t_{p}\) এবং সকল পূর্ব্বর্তী পদসমূহ অপেক্ষা বৃহত্তর।
\(r\ge{p+1}\) এর জন্য \(t_{r+1}\lt{t_{r}}\) এর পদসমূহ হ্রাস পায়।
অতএব, \(t_{p+1}\) পদটি বৃহত্তম।
উদাহরণসমুহ
\(Ex.1.\) গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রমাণ কর যে,
\[\sum_{r=1}^n\frac{1}{r(r+1)}=\frac{1}{1.2}+\frac{1}{2.3}+\frac{1}{3.4}+ .... ....+\frac{1}{n(n+1)}\]\[=\frac{n}{n+1},\] যখন \(n\in{\mathbb{N}}\)
যঃ ২০১০; ঢাঃ ২০০৬; রাঃ ২০০৪; বঃ ২০০৫,২০০৯; কুঃ ২০০৫,২০০৭; চঃ,সিঃ,দিঃ,মাঃ ২০০৯; দিঃ ২০১২।

\(Ex.2.(a)\) \(\left(x^2-2+\frac{1}{x^2}\right)^3\) দ্বিপদী রাশিটিকে বিস্তৃত কর।
উত্তরঃ \(x^6-6x^{4}+15x^{2}-20+\frac{15}{x^2}-\frac{6}{x^4}+\frac{1}{x^6}\)

\(Ex.2.(b)\) \(\left(x-\frac{1}{x}\right)^5\) দ্বিপদী রাশিটিকে বিস্তৃত কর।
উত্তরঃ \(x^5-5x^{3}+10x-\frac{10}{x}+\frac{5}{x^4}-\frac{1}{x^5}\)

\(Ex.2.(c)\) \(\left(\frac{3x}{4}-\frac{4}{3x}\right)^5\) দ্বিপদী রাশিটিকে বিস্তৃত কর।
উত্তরঃ \(\frac{1024}{243}x^5-\frac{135}{64}x^2+\frac{15}{2}x-\frac{40}{3x}+\frac{320}{27x^3}-\frac{1024}{243x^5}\)

\(Ex.2.(d)\) \((a-2b)^7\) দ্বিপদী রাশিটিকে বিস্তৃত কর।
উত্তরঃ \(a^7-14a^{6}b+84a^{5}b^2-280a^{4}b^3+560a^{3}b^4-672a^{2}b^5\)\(+448ab^6-128b^7\)

\(Ex.3.(a)\) প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে \(\left(x-\frac{1}{x}\right)^6\) এর বিস্তৃত নির্ণয় কর।
উত্তরঃ \(\left(x-\frac{1}{x}\right)^6=x^6-6x^4+15x^2-20+\frac{15}{x^2}-\frac{6}{x^{4}}+\frac{1}{x^{6}}\)

\(Ex.3.(b)\) প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে \((1-ax)^7\) এর বিস্তৃত নির্ণয় কর এবং \(a\) এর কোন মানের জন্য এর তৃতীয় পদের সহগ \(84\) হবে?
উত্তরঃ \(1-7ax+21a^2x^2-35a^3x^3+35a^4x^4-21a^5x^5\)\(+7a^6x^6-a^7x^7;\) \(a=\pm{2}\)

\(Ex.4.(a)\) \(\left(2x+\frac{1}{6x}\right)^{10}\) এর বিস্তৃতিতে \(x\) বর্জিত পদ বা ধ্রুবক পদ বা \(x^0\) যুক্ত পদ বের করে এর মান নির্ণয় কর।
উত্তরঃ ষষ্ঠ পদটি \(x\) বর্জিত। এর মান \(\frac{28}{27}\)
রাঃ ২০০০,২০০৮; ঢাঃ ২০০১; বঃ ২০০২,২০১০; চঃ ২০০৫,২০১৪; যঃ ২০১২,২০১৪; মাঃ ২০১১,২০১৪।

\(Ex.4.(b)\) \(\left(2x+\frac{1}{3x^2}\right)^{9}\) এর বিস্তৃতিতে \(x\) বর্জিত পদ বা ধ্রুবক পদ বা \(x^0\) যুক্ত পদ বের করে এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(4\)তম পদটি \(x\) বর্জিত। এর মান \(\frac{1792}{9}\)

\(Ex.5.\) \(p\) ও \(q\) ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, \((1+x)^p\left(1+\frac{1}{x}\right)^q\) এর বিস্তৃতিতে \(x\) বর্জিত পদ বা ধ্রুবক পদ বা \(x^0\) যুক্ত পদ বের করে এর মান নির্ণয় কর।
উত্তরঃ \((q+1)\) তম পদটি \(x\) বর্জিত। এর মান \(^{p+q}C_{q}\)
রাঃ ২০০৩,২০১১; ঢাঃ ২০০৪,২০১২; যঃ ২০০৪; চঃ ২০০৬,২০১১ কুঃ ২০০৭; সিঃ ২০১০।

\(Ex.6.\) \(\left(3+\frac{x}{2}\right)^n\) এর বিস্তৃতিতে \(x^7\) এবং \(x^8\) এর সহগদ্বয় পরস্পর সমান হলে \(n\in{\mathbb{N}}\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(n=55\)
ঢাঃ ২০০৩,২০১১,২০১৯; কুঃ ২০০৪; বঃ ২০০৭; যঃ ২০০৮,২০১০; সিঃ ২০১২; বুয়েটঃ ২০০৬-২০০৭।

\(Ex.7.(a)\) \((1+x)^{14}\) এর বিস্তৃতিতে \((r+1)\) এবং \((3r-1)\) তম পদের সহগদ্বয় পরস্পর সমান হলে \(r\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(r=4\)
চঃ,কুঃ ২০০৩।

\(Ex.7.(b)\) \((1+x)^{14}\) এর বিস্তৃতিতে \((r+1)\) এবং \((r-1)\) তম পদের সহগদ্বয় পরস্পর সমান হলে \(r\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(r=8\)
চঃ ২০০৩।

\(Ex.8.\) \((1+x)^{44}\) এর বিস্তৃতিতে \(21\) এবং \(22\) তম পদ দুইটি পরস্পর সমান হলে \(x\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(x=\frac{7}{8}\)
রাঃ ২০০৫; ঢাঃ ২০০১,২০১০; কুঃ ২০০৩,২০০৫; সিঃ ৩০০৪,২০০৭,২০১৪; চঃ ২০০৫,২০০৮,২০১২,২০১৪; বঃ ২০০৫,২০০৮,২০১১; দিঃ ২০০৯ ।

\(Ex.9.\) \((1+x)^{n}\) এর বিস্তৃতিতে \(6\)ষ্ঠ, \(7\)ম, \(8\)ম এবং \(9\)ম পদগুলি যথাক্রমে \(a, \ b, \ c\) এবং \(d\)হয়, তবে দেখাও যে, \(3c(b^2-ac)=4a(c^2-bd)\)
ঢাঃ ২০০৪; বঃ ২০০৩ ।

\(Ex.10.(a)\) দেখাও যে, \(\left(x-\frac{1}{x}\right)^{2n}\) এর বিস্তৃতিতে মধ্যপদ \(\frac{1.3.5.....(2n-1)}{n!}(-2)^n\)
চঃ ২০০৪,২০১০; রাঃ ২০১৭,২০১০; ঢাঃ ২০০৮; যঃ ২০০৯; কুঃ,দিঃ ২০১৪।

\(Ex.10.(b)\) \(\left(\frac{a}{x}-bx\right)^{12}\) এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় কর।
উত্তরঃ \(\ ^{12}C_{6}a^{6}b^6\)

\(Ex.10.(c)\) \(\left(3x-\frac{x^3}{6}\right)^{9}\) এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{189}{8}x^{17}, \ -\frac{21}{16}x^{19}\)

\(Ex.10.(d)\) \(\left(x-\frac{1}{x}\right)^{16}\) রাশিটির বিস্তৃতিতে মদ্যপদের মান নির্ণয় কর।
উত্তরঃ \(12870\)

\(Ex.11.(a)\) \(\left(1-\frac{1}{x}\right)^{10}\) এর বিস্তৃতিতে শেষ হতে বামদিকে \(5\)ম পদ নির্ণয় কর।
উত্তরঃ \(^{10}C_{6}.\frac{1}{x^6}\)

\(Ex.11.(b)\) \((y+4x)^{30}\) এর বিস্তৃতিতে \(11\) তম পদ নির্ণয় কর।
উত্তরঃ \(4^{10}\ ^{30}C_{10}x^{10}y^{20}\)

\(Ex.12.\) \(n\in{\mathbb{N}}\) এবং \((1+x)^n=C_{0}+C_{1}x+C_{2}x^2+C_{3}x^3+ ... ... +C_{n}x^n\) হলে প্রমাণ কর যে, \(C_{0}+C_{2}+C_{4}+....=C_{1}+C_{3}+C_{5}+ .....=2^{n-1}\)

\(Ex.12.\) \(x=\frac{5}{6}\) হলে, \((2-3x)^{10}\) এর বিস্তৃতিতে বৃহত্তম পদটি কত?
উত্তরঃ \(\ ^{10}C_{6}\times\frac{5^6}{4}\)

\(Ex.13.\) \(x=\frac{1}{3}\) হয় তবে, \((2+5x)^{10}\) এর বিস্তৃতিতে বৃহত্তম পদটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\ ^{10}C_{4}\times\frac{2^{6}5^4}{3^4}\)

\(Ex.14.\) \(\left(1-\frac{3}{5}x\right)^{8}\) এর বিস্তৃতিতে সংখ্যা সূচক বৃহত্তম সহগটি নির্ণয় কর।
উত্তরঃ \(\ ^{8}C_{3}\left(\frac{3}{5}\right)^3\)

Read Example
Q.1-এর সংক্ষিপ্ত প্রশ্নসমূহ
গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে প্রমাণ কর যে, সকল \(n\in{\mathbb{N}}\) এর জন্য,
\(Q.1.(i).(a)\) \(10^{n}+3.4^{n+2}+5, \ 9\) দ্বারা বিভাজ্য।

গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে প্রমাণ কর যে, সকল \(n\in{\mathbb{N}}\) এর জন্য,
\(Q.1.(i).(b)\) \(2n(4n^2+20), \ 48\) দ্বারা বিভাজ্য।

\(Q.1.(i).(c)\) প্রত্যেক স্বাভাবিক সংখ্যা \(n\) এর জন্য \(x^n-y^n\) রাশিটি \((x-y)\) দ্বারা বিভাজ্য।

\(Q.1.(i).(d)\) \(1^2+2^2+3^2+4^2+ ... ... ... +n^2=\frac{1}{6}n(n+1)(2n+1)\)
ঢাঃ ২০০১; বঃ ২০১০; সিঃ ২০১২।

\(Q.1.(i).(e)\) \(1^3+2^3+3^3+4^3+ ... ... ... +n^3=\frac{1}{4}n^2(n+1)^2\)
কুঃ ২০১২; ঢাঃ ২০০৯; বঃ ২০১১; রাঃ ২০১২; চঃ ২০১০; দিঃ ২০১১।

\(Q.1.(i).(f)\) \(1.2+2.3+3.4+... ... ... +n(n+1)=\frac{1}{3}n(n+1)(n+2)\)
ঢাঃ ২০১২; বঃ ২০০২; যঃ ২০১১।

\(Q.1.(i).(g)\) \[\sum_{r=1}^n\frac{1}{4r^2-1}=\frac{1}{1.3}+\frac{1}{3.5}+\frac{1}{5.7}+ ... .... +\frac{1}{(2n-1)(2n+1)}\]\[=\frac{n}{2n+1}\]
চঃ ২০০৬,২০১১; ঢাঃ ২০০৮,২০১০; কুঃ ২০০৯।

\(Q.1.(ii).\) \(\left(y^2-2+\frac{1}{y^2}\right)^8\) এর পদসংখ্যা কত?
উত্তরঃ \(17\)
যঃ ২০১৯।

\(Q.1.(iii).\) \((a+x)^4\) এর বিস্তৃতিতে \(x^3\) এর সহগ \(16\) হলে, \(a\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(a=4\)
রাঃ ২০১৯।

নিম্নের দ্বিপদী রাশিগুলিকে বিস্তৃত করঃ
\(Q.1.(iv).(a)\) \((x+3y)^4\)
উত্তরঃ \(x^4+12x^3y+54x^2y^2+108xy^3+81y^4\)

নিম্নের দ্বিপদী রাশিগুলিকে বিস্তৃত করঃ
\(Q.1.(iv).(b)\) \((x+x^2-2x^3)^4\)
উত্তরঃ \(x^4(1+4x-2x^2-20x^3+x^4+40x^5-8x^6\)\(-32x^7+16x^8)\)

\(Q.1.(iv).(c)\) \((1-ax)^6\)
উত্তরঃ \(1-6ax+15a^2x^2-20a^3x^3+15a^4x^4\)\(-6a^5x^5+a^6x^6\)

\(Q.1.(iv).(d)\) \(\left(\frac{x}{3}+\frac{2}{y}\right)^4\)
উত্তরঃ \(\frac{x^4}{81}+\frac{8x^3}{27y}+\frac{8x^2}{3y^2}+\frac{32x}{3y^3}+\frac{16}{y^4}\)

\(Q.1.(iv).(e)\) \(\left(\frac{a^2}{2}-2b\right)^6\)
উত্তরঃ \(\frac{1}{64}a^{12}-\frac{3}{8}a^{10}b^2+\frac{15}{4}a^8b^2-20a^6b^3+60a^4b^4\)\(-96a^2b^5+64b^6\)

\(Q.1.(iv).(f)\) \(\left(x-\frac{1}{x}\right)^6\)
উত্তরঃ \(x^6-6x^{4}+15x^{2}-20+\frac{15}{x^2}-\frac{6}{x^4}+\frac{1}{x^6}\)

\(Q.1.(iv).(g)\) \((1-x+x^2)^4\)
উত্তরঃ \(1-4x+10x^2-16x^3+19x^4-16x^5+10x^6\)\(-x^7+x^8\)

\(Q.1.(iv).(h)\) \((x+2y)^4\)
উত্তরঃ \(x^4+8x^{3}y+24x^{2}y^2+32xy^3+16y^4\)

\(Q.1.(iv).(i)\) \((1+2x-x^2)^4\)
উত্তরঃ \(1+8x+20x^2+8x^3-26x^4-8x^5+20x^6\)\(-8x^7+x^8\)

\(Q.1.(v).(a)\) \((1-x)^8(1+x)^7\) এর বিস্তৃতিতে \(x^7\) এর সহগ নির্ণয় কর।
উত্তরঃ \(35\)
যঃ ২০০৬।

\(Q.1.(v).(b)\) দেখাও যে, \((1+3x)^4(1-x)^3\) এর বিস্তৃতিতে \(x^5\) এর সহগ \(27\)

\(Q.1.(v).(c)\) দেখাও যে, \((1+x)^4(1+x^2)^5\) এর বিস্তৃতিতে \(x^5\) এর সহগ \(60\)

\(Q.1.(v).(d)\) \((1+x+x^3)^9\) এর বিস্তৃতিতে \(x^5\) এর সহগ নির্ণয় কর।
উত্তরঃ \(378\)
যঃ ২০০৬।

\(Q.1.(v).(e)\) \((1+x+x^3)^{10}\) এর বিস্তৃতিতে \(x^7\) এর সহগ নির্ণয় কর।
উত্তরঃ \(1740\)
যঃ ২০০৬।

\(Q.1.(vi).\) যদি \((1+x)(a-bx)^{12}\) এর বিস্তৃতিতে \(x^8\) এর সহগ শূন্য হয়, তবে \(\frac{a}{b}\) অনুপাতের মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{5}{8}\)
কুয়েটঃ ২০০৫-২০০৬,২০১২-২০১৩; চুয়েটঃ ২০১৪-২০১৫।

\(Q.1.(vii).\) \(n\in{\mathbb{N}}\) হলে প্রমাণ কর যে,
\(\left\{1+n+\frac{n(n-1)}{2!}+\frac{n(n-1)(n-2)}{3!}+ ... ...\right\}\times\)\(\left\{1+2n+\frac{2n(2n-1)}{2!}+\frac{2n(2n-1)(2n-2)}{3!}+ ... ...\right\}\)\(=\left\{1+3n+\frac{3n(3n-1)}{2!}+\frac{3n(3n-1)(3n-2)}{3!}+ ... ...\right\}\)

\(Q.1.(viii).\) \(x\) এর ঘাতের উর্ধবক্রম অনুসারে \((1+x^2)(1+x)^n\) এর বিস্তৃতিতে \(x^3\) এর সহগ \(x\) এর সহগের ছয়গুণ। \(n\in{\mathbb{N}}\) এর মান নির্ণয় কর এবং এই মানের জন্য \(x^4\) এর সহগের মান নির্ণয় কর।
উত্তরঃ \(n=7, \ 56\)

\(Q.1.(ix).(a)\) \((a+3x)^n\) এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে \(b, \ \frac{21}{2}bx\) এবং \(\frac{189}{4}bx^2\) হলে, \(a, \ b\) এবং \(n\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(a=2, \ b=2^7, \ n=7\)
ঢঃ ২০০৬; রাঃ ২০১২; বঃ ২০০৫; চঃ ২০০৬; সিঃ ২০০৮; যঃ ২০১১; কুঃ ২০১২।

\(Q.1.(ix).(b)\) \((x+a)^n\) এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে \(729, \ 7290\) এবং \(30375\) হলে, \(a\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(a=5\)
বুয়েটঃ ২০১২-২০১৩; বুটেক্সঃ ২০১৯-২০২০।

\(Q.1.(ix).(c)\) \(f(x)=a+bx, \ b=2\) এর জন্য \(\{f(x)\}^m\) এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে \(k, \ \frac{10}{3}kx\) এবং \(\frac{40}{9}kx^2\) হলে, \(a, \ k\) এবং \(m\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(a=3, \ k=3^5, \ m=5\)

\(Q.1.(ix).(d)\) \((a+2x)^n\) এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে \(b, \ \frac{10}{3}bx, \ \frac{40}{9}bx^2\) হলে, \(a, \ b, \ n\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(a=3, \ b=3^5, \ n=5\)

\(Q.1.(ix).(e)\) \((1+x)^n\) এর বিস্তৃতিতে যদি \(a, \ b, \ c, \ d\) যথাক্রমে ষষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম পদ হয়, তবে প্রমাণ কর যে, \(\frac{b^2-ac}{c^2-bd}=\frac{4a}{3c}\)

\(Q.1.(ix).(f)\) \((p+2x)^5\) এর বিস্তৃতিতে \(x^3\) এর সহগ \(320\) হলে, \(p\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(p=\pm{2}\)
ঢাঃ ২০০৫।

\(Q.1.(x).\) \(n\in{\mathbb{N}}\) এর জন্য প্রমাণ কর যে, \((x^2+2x+2)^n\) এর বিস্তৃতিতে \(x^2\) এবং \(x^3\) এর সহগ দুইটি যথাক্রমে \(2^{n-1}n^2\) এবং \(\frac{2^{n-1}}{3}n(n^2-1)\)

Read Short Question
Q.2-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.2.(i).(a)\) \(n=4\) এর জন্য প্যাসকেলের ত্রিভুজ আঁক।
ঢাঃ ২০১৭।

\(Q.2.(i).(b)\) প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে বিস্তার করে দেখাও যে, \((1-x)^3=1-3x+3x^2-x^3\)
কুঃ ২০১৯।

\(Q.2.(i).(c)\) \((3-y)^5\) বিস্তৃতির প্যাসকেলের ত্রিভুজ তৈরি কর।
উত্তরঃ \(243-405y+270y^2-90y^3+15y^4-y^5\)
ঢাঃ ২০১৯।

\(Q.2.(i).(d)\) প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে \(\left(x^2-2+\frac{1}{x^2}\right)^3\) এর বিস্তৃতি নির্ণয় কর।
উত্তরঃ \(x^6-6x^{4}+15x^{2}-20+\frac{15}{x^2}-\frac{6}{x^4}+\frac{1}{x^6}\)

\(Q.2.(i).(e)\) প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে \((3-x)^5\) এর বিস্তৃতি নির্ণয় কর।
উত্তরঃ \(243-405x+270x^2-90x^3+15x^4-x^5\)

\(Q.2.(i).(f)\) প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে \((2+x^2)^5\) এর বিস্তৃতি নির্ণয় কর।
উত্তরঃ \(32+80x^2+80x^4+40x^6+10x^8+x^{10}\)

\(Q.2.(i).(g)\) প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে \(\left(3x-\frac{y}{4}\right)^4\) এর বিস্তৃতি নির্ণয় কর।
উত্তরঃ \(81x^4-27x^3y+\frac{27}{8}x^2y^2-\frac{3}{16}xy^3+\frac{y^4}{256}\)

\(Q.2.(i).(h)\) প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে \(\left(\frac{1}{2}x^2-2y\right)^6\) এর বিস্তৃতি নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{64}x^12-\frac{3}{8}x^{10}y+\frac{15}{4}x^8y^2-20x^6y^3+60x^4y^4-96x^2y^5+64y^6\)

\(Q.2.(i).(i)\) প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে \((a+x)^8\) এর বিস্তৃতি নির্ণয় কর।
উত্তরঃ \(a^8+8a^{7}x+28a^{6}x^2+56a^{5}x^3+70a^{4}x^4+56a^{3}x^5\)\(+28a^{2}x^6+8ax^7+x^8\)

\(Q.2.(i).(j)\) \((x-y)^7\) বিস্তৃতির প্যাসকেলের ত্রিভুজ তৈরি কর।
উত্তরঃ \(x^7-7x^{6}y+21x^{5}y^2-35x^{4}y^3+35x^{3}y^4-21x^{2}y^5+7xy^6-y^7\)

\(Q.2.(i).(k)\) প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে \(\left(x-\frac{1}{x}\right)^6\) এর বিস্তৃতি নির্ণয় কর।
উত্তরঃ \(x^6-6x^{4}+15x^{2}-20+\frac{15}{x^2}-\frac{6}{x^4}+\frac{1}{x^6}\)

\(Q.2.(i).(l)\) প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে \(\left(x^2+\frac{1}{x^2}\right)^5\) এর বিস্তৃতি নির্ণয় কর।
উত্তরঃ \(x^{10}+5x^{6}+10x^{2}+\frac{10}{x^2}+\frac{5}{x^6}+\frac{1}{x^{10}}\)

\(Q.2.(ii).(a)\) \(\left(1-\frac{1}{x}\right)^{10}\) এর বিস্তৃতিতে \(7\)ম পদ নির্ণয় কর।
উত্তরঃ \(^{10}C_{6}\frac{1}{x^6}\)

\(Q.2.(ii).(b)\) \(\left(2x^{\frac{1}{2}}-y^{\frac{1}{3}}\right)^{20}\) এর বিস্তৃতিতে \(19\)ম পদ নির্ণয় কর।
উত্তরঃ \(760xy^6\)

\(Q.2.(ii).(c)\) \(\left(\frac{4x}{5}-\frac{5}{2x}\right)^{9}\) এর বিস্তৃতিতে \(7\)ম পদ নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{10500}{x^3}\)

\(Q.2.(ii).(d)\) \(\left(\frac{3x}{4}+\frac{4}{3x}\right)^{12}\) এর বিস্তৃতিতে \(5\)ম পদ নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{40095x^{4}}{256}\)

\(Q.2.(ii).(e)\) \(\left(x-\frac{1}{x^2}\right)^{3n}\) এর বিস্তৃতিতে শেষের \(n\)তম পদ নির্ণয় কর।
উত্তরঃ \((-1)^{n-1}\frac{(3n)!}{(n-1)!(2n+1)!}x^{3}\)

\(Q.2.(ii).(f)\) \(\left(\frac{4x}{5}-\frac{5}{2x}\right)^{8}\) এর বিস্তৃতিতে শেষের \(3\)য় পদ নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{40095x^{4}}{256}\)

\(Q.2.(ii).(g)\) \(\left(2a^{\frac{1}{2}}-b^{\frac{1}{3}}\right)^{20}\) এর বিস্তৃতিতে \(19\) তম পদ নির্ণয় কর।
উত্তরঃ \(760ab^{6}\)

নিম্নের বিস্তৃতিতে \(x\) মুক্ত বা \(x\) বর্জিত বা ধ্রুবক পদটি এবং এর মান নির্ণয় করঃ
\(Q.2.(iii).(a)\) \(\left(2x-\frac{1}{4x^2}\right)^{12}\)
উত্তরঃ ৫ম পদ, মান \(=495\)

নিম্নের বিস্তৃতিতে \(x\) মুক্ত বা \(x\) বর্জিত বা ধ্রুবক পদটি এবং এর মান নির্ণয় করঃ
\(Q.2.(iii).(b)\) \(\left(2x^3-\frac{1}{x}\right)^{12}\)
উত্তরঃ \(10\)ম পদ, মান \(=-1760\)
ঢাঃ ২০০২; দিঃ ২০১০।

\(Q.2.(iii).(c)\) \(\left(2x^3-\frac{2}{x^3}\right)^{10}\)
উত্তরঃ \(6\)ষ্ঠ পদ, মান \(=-258048\)
দিঃ ২০১৯।

\(Q.2.(iii).(d)\) \(\left(2-\frac{3}{x}\right)^{15}\)
উত্তরঃ \(1\)ম পদ, মান \(=32768\)
দিঃ ২০১৯।

\(Q.2.(iii).(e)\) \(\left(\frac{1}{x^2}-x\right)^{18}\)
উত্তরঃ \(13\)ম পদ, মান \(=18564\)
চঃ ২০০০; ঢাঃ ২০০৩; রাঃ,কুঃ ২০০৫।

\(Q.2.(iii).(f)\) \((1+4x)^p\left(1+\frac{1}{4x}\right)^q\) যেখানে \(p, \ q\in{\mathbb{N}}\)
উত্তরঃ \((q+1)\) তম পদ, মান \(=\ ^{p+q}C_{q}\)

\(Q.2.(iii).(g)\) \(\left(x^2-2+\frac{1}{x^2}\right)^6\)
উত্তরঃ \(7\)ম পদ, মান \(=924\)
যঃ ২০০৭,২০১৩; বুয়েটঃ ২০১৭-২০১৮।

\(Q.2.(iii).(h)\) \(\left(2x^2-\frac{1}{2x^3}\right)^{10}\)
উত্তরঃ \(5\)ম পদ, মান \(=840\)
ঢাঃ ২০০৯; বঃ ২০১৪; চুয়েটঃ ২০০৮-২০০৯; বুটেক্সঃ ২০১২-২০১৩।

\(Q.2.(iii).(i)\) \(\left(x^3+\frac{1}{x^6}\right)^{15}\)
উত্তরঃ \(6\)ষ্ঠ পদ, মান \(=3003\)
টেক্সটাঃ ২০১১-২০১২।

\(Q.2.(iii).(j)\) \(\left(x-\frac{1}{x}\right)^{2n}\) যেখানে \(n\in{\mathbb{N}}\)
উত্তরঃ \((n+1)\) তম পদ, মান \(=(-1)^n\ ^{2n}C_{n}\)

\(Q.2.(iii).(k)\) \(\left(x+2+\frac{1}{x}\right)^{n}\) যেখানে \(n\in{\mathbb{N}}\)
উত্তরঃ \((n+1)\) তম পদ, মান \(=\ ^{2n}C_{n}\)

\(Q.2.(iii).(l)\) \(\left(3x-\frac{2}{x^2}\right)^{15}\)
উত্তরঃ \(6\) তম পদ, মান \(=-\ ^{15}C_{5}3^{10}2^5\)

\(Q.2.(iv).(a)\) \(z=2x+3y\) এবং \(y=-\frac{1}{x^2}\) হলে, \(z^{12}\) এর বিস্তৃতিতে \(x\) বর্জিত পদটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(5\)ম পদ, মান \(=10264320\)
রাঃ ২০১৯।

\(Q.2.(iv).(b)\) \(a=x^3\) হলে, \(\left(2a-\frac{2}{a}\right)^{10}\) এর বিস্তৃতিতে \(x\) বর্জিত পদটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(6\)তম পদ, মান \(=-258048\)
দিঃ ২০১৯।

\(Q.2.(iv).(c)\) \(\beta=0\) এবং \(\alpha^5\) ও \(\alpha^{15}\) এর সহগ পরস্পর সমান হলে, \(\left(2z^2+\frac{R}{z^3}\right)^{10}\) এর বিস্তৃতি থেকে \(R\) এর মান নির্ণয় কর। যেখানে \(\alpha\) ও \(\beta\) বাস্তব সংখ্যা এবং \(z=\alpha+i\beta.\)
উত্তরঃ \(R=\pm{\frac{1}{\sqrt{3}}}\)
কুঃ ২০১৭।

\(Q.2.(v).(a)\) \(\left(\frac{y^4}{x^3}+\frac{x^2}{2y}\right)^{10}\) এর বিস্তৃতিতে \(x\) বর্জিত পদ বের করে এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(7\)ম পদ, মান \(=\frac{105}{32}y^{10}\)
যঃ ২০০৩; বুটেক্সঃ ২০১৮-২০১৯।

\(Q.2.(v).(b)\) \(\left(\frac{x^4}{y^3}+\frac{y^2}{2x}\right)^{10}\) এর বিস্তৃতিতে \(y\) মুক্ত পদ নির্ণয় কর।
উত্তরঃ \(7\)ম পদ, মান \(=\frac{105}{32}x^{10}\)
যঃ ২০০৩; বুটেক্সঃ ২০১৮-২০১৯।

\(Q.2.(vi).(a)\) \(n\in{\mathbb{N}}\) হলে, দেখাও যে, \(\left(x^p+\frac{1}{x^{2p}}\right)^{3n}\) এর বিস্তৃতিতে সর্বদা \(x\) বর্জিত পদ থাকবে। \(n=4\) হলে ঐ পদের মান নির্ণয় কর।
উত্তরঃ \(495\)

\(Q.2.(vi).(b)\) \(n\in{\mathbb{N}}\) হলে, দেখাও যে, \(\left(x^p+\frac{1}{x^{p}}\right)^{2n}\) এর বিস্তৃতিতে সর্বদা \(x\) বর্জিত পদ থাকবে। \(n=5\) হলে ঐ পদের মান নির্ণয় কর।
উত্তরঃ \(252\)
টেক্সটাঃ ২০০৮-২০০৯।

\(Q.2.(vi).(c)\) \(\left(\sqrt{x}-\frac{\sqrt{m}}{x^2}\right)^{10}\) এর বিস্তৃতিতে \(x\) বর্জিত পদের মান \(405\) হলে \(m\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(m=9\)
বুয়েটঃ ২০০৭-২০০৮।

\(Q.2.(vi).(d)\) \(\left(\sqrt{x}-\frac{k}{x^2}\right)^{10}\) এর বিস্তৃতিতে \(x\) বর্জিত পদের মান \(405\) হলে \(k\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(k=\pm{3}\)

\(Q.2.(vii).(a)\) \(\left(x^2+\frac{2y}{x}\right)^{10}\) এর বিস্তৃতিতে \(x^8\) এর সহগ নির্ণয় কর।
উত্তরঃ \(3360y^4\)
চঃ ২০০১; যঃ ২০০২।

\(Q.2.(vii).(b)\) \(\left(2x^2-\frac{3}{x}\right)^{11}\) এর বিস্তৃতিতে \(x^{10}\) এর সহগ নির্ণয় কর।
উত্তরঃ \(^{11}C_{4}2^7.3^4\)
কুঃ ২০০৮; চঃ ২০০৩,২০০৭; সিঃ ২০০৫; রাঃ ২০০৬; দিঃ ২০১১; মাঃ ২০১৯।

\(Q.2.(vii).(c)\) \(\left(2x^2-\frac{3}{x}\right)^{15}\) এর বিস্তৃতিতে \(x^{18}\) এর সহগ নির্ণয় কর।
উত্তরঃ \(^{15}C_{4}2^{11}.3^4\)
রাঃ ২০০১; কুঃ ২০১০।

\(Q.2.(vii).(d)\) \(\left(2x^3-\frac{1}{x}\right)^{20}\) এর বিস্তৃতিতে \(x^{12}\) সম্বলিত পদের সহগ বের কর।
উত্তরঃ \(^{20}C_{12}2^{8}\)
ঢাঃ,দিঃ,যঃ,সিঃ ২০১৮।

\(Q.2.(vii).(e)\) \(\left(3x^2-\frac{1}{3x}\right)^{5}\) এর বিস্তৃতিতে \(x\) এর সহগ নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{10}{3}\)
রুয়েটঃ ২০১৩-২০১৪।

\(Q.2.(vii).(f)\) \(P=\left(2b^2-\frac{3}{b}\right)^{11}\) এর বিস্তৃতিতে \(b^{10}\) এর সহগ নির্ণয় কর।
উত্তরঃ \(^{11}C_{4}2^73^4\)
মাঃ ২০১৯।

\(Q.2.(vii).(g)\) \(\left(x^3-\frac{1}{x^4}\right)^{15}\) এর বিস্তৃতিতে \(x^{-18}\) এর সহগ নির্ণয় কর।
উত্তরঃ \(-5005\)
মাঃ ২০১৯।

\(Q.2.(vii).(h)\) \(n\in{\mathbb{N}}\) হলে, \(\left(1-x^2\right)^{n}\) এর বিস্তৃতিতে \(x^{2r}\) এর সহগ নির্ণয় কর।
উত্তরঃ \((-1)^r\frac{n!}{r!(n-r)!}\)

\(Q.2.(vii).(i)\) \(\left(x^2+\frac{3a}{x}\right)^{15}\) এর বিস্তৃতিতে \(x^{18}\) এর সহগ নির্ণয় কর।
উত্তরঃ \(110565a^4\)

\(Q.2.(vii).(j)\) \(\left(2x^2-\frac{1}{x}\right)^{20}\) এর বিস্তৃতিতে \(x^{10}\) এর সহগ নির্ণয় কর।
উত্তরঃ \(110565a^4\)

\(Q.2.(vii).(k)\) \(\left(2x-\frac{1}{x^2\sqrt{3}}\right)^{10}\) এর বিস্তৃতিতে \(x^{-2}\) এর সহগ নির্ণয় কর।
উত্তরঃ \(110565a^4\)

\(Q.2.(vii).(l)\) \(\left(2x-\frac{1}{4x^2}\right)^{12}\) এর বিস্তৃতিতে \(x^3\) এর সহগ নির্ণয় কর।
উত্তরঃ \(-1760\)
বুটেক্সঃ২০০৪-২০০৫; ঢাবিঃ ২০১৫-২০১৬; দিঃ ২০১৬,২০১২; ঢাঃ ২০১৫,২০১৪,২০০৭; বঃ ২০১২; সিঃ ২০১১।

\(Q.2.(vii).(m)\) \((x^2-2x)^{10}\) এর বিস্তৃতিতে \(x^{16}\) এর সহগ নির্ণয় কর।
উত্তরঃ \(3360\)

\(Q.2.(vii).(n)\) \(\left(x^2+\frac{3a}{x}\right)^{15}\) এর বিস্তৃতিতে সাধারণ পদটি নির্ণয় করে \(x^{21}\) এর সহগ নির্ণয় কর।
উত্তরঃ \(\ ^{15}C_{r}3^ra^rx^{30-3r}; \ 12285a^3\)

\(Q.2.(viii).(a)\) \((a+2x)^{5}\) এর বিস্তৃতিতে \(x^{3}\) এর সহগ \(320\) হলে \(a\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(a=\pm{2}\)
ঢাঃ২০০৫; চুয়েটঃ ২০০৯-২০১০।

\(Q.2.(viii).(b)\) \((a+x)^{4}\) এর বিস্তৃতিতে \(x^{3}\) এর সহগ \(16\) হলে \(a\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(a=4\)
রাঃ ২০১৯।

\(Q.2.(viii).(c)\) \(a\) এর মান কত হলে \((1+ax)^{7}\) এর বিস্তৃতিতে \(x^{3}\) এবং \(x^{4}\) এর সহগ সমান হবে?
উত্তরঃ \(a=1\)

\(Q.2.(viii).(d)\) \((2+ax)^{3}\) এর বিস্তৃতিতে \(x^{2}\) এর সহগ \(54\) হলে \(a\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(a=\pm{3}\)

\(Q.2.(viii).(e)\) \((2-x)(3+ax)^{3}\) এর বিস্তৃতিতে \(x^{2}\) এর সহগ \(45\) হলে \(a\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(a=-1, \ \frac{5}{2}\)

\(Q.2.(viii).(f)\) \((2+x)(3-ax)^{4}\) এর বিস্তৃতিতে \(x^{3}\) এর সহগ \(30\) হলে \(a\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(a=1, \ \frac{5\pm{\sqrt{105}}}{8}\)

\(Q.2.(viii).(g)\) \((2-x)(3+x)^{4}=a+bx+cx^2,\) যেখানে \(x^{3}\) এবং উচ্চতর ঘাতগুলি বর্জনযোগ্য। \(a, \ b, \ c\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(a=162, \ b=135, \ c=0\)

\(Q.2.(viii).(h)\) \((1+ax)^{8}\) এর বিস্তৃতিতে \(x^{3}\) এবং \(x^{4}\) এর সহগ সমান হলে, \(a\) এর মান কত?
উত্তরঃ \(a=\frac{4}{5}\)

\(Q.2.(ix).\) যদি \(\left(2x^2+\frac{k}{x^3}\right)^{10}\) এর বিস্তৃতিতে \(x^{5}\) এবং \(x^{15}\) এর সহগ দুইটি সমান হয়, তাহলে \(k\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(k=\pm{\frac{1}{\sqrt{3}}}\)
বুয়েটঃ ২০১৬-২০১৭; টেক্সটাঃ ২০০১-২০০২; কুয়েটঃ ২০১০-২০১১; কুঃ ২০১৭।

\(Q.2.(x).(a)\) \((1+2x)^{20}\) এর বিস্তৃতিতে \(x^{r-1}\) এর সহগ \(C_{r}\) হলে এবং \(C_{r+2}=4C_{r}\) হলে, \(r\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(r=10\)
বুয়েটঃ ২০১৯-২০২০।

\(Q.2.(x).(b)\) \(y\) এর ঘাতের উর্ধক্রম অনুসারে \((2y+1)^{10}\) এর বিস্তৃতিতে \(y^{r-1}\) এর সহগ \(C_{r}\) এবং \(C_{r+2}=4C_{r}\) হলে, \(r\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(r=5\)

\(Q.2.(xi).\) \(m, \ n\in{\mathbb{N}}\) হলে দেখাও যে, \((1+x)^{m+n}\) এর বিস্তৃতিতে \(x^{m}\) এবং \(x^{n}\) এর সহগ সমান হবে।

\(Q.2.(xii).\) \(\left(x^2+\frac{1}{\sqrt{x}}\right)^{n}\) এর বিস্তৃতিতে \(x^{r}\) এর সহগ নির্ণয় কর এবং যে শর্ত সাপেক্ষে এরূপ একটি পদ থাকবে তা নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{n!}{\left(\frac{4n-2r}{5}\right)!\left(\frac{n+2r}{5}\right)!}\)

Read Board Question2
Q.3-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.3.(i).(a)\) \((1+x)^{n}\) এর বিস্তৃতিতে \((r+1)\) তম পদের সহগ \((r+3)\) তম পদের সহগের সমান হলে দেখাও যে, \(2r=n-2\) \((n\in{\mathbb{N}})\)
কুঃ ২০০৬ ।

\(Q.3.(i).(b)\) \(r\) এর কোন মানের জন্য \(\left(2x^2+\frac{3}{x}\right)^{19}\) এর বিস্তৃতিতে \((r+1)\) তম পদের সহগ এবং \((r+2)\) তম পদের সহগ সমান হবে?
উত্তরঃ \(r=11\)
কুয়েটঃ ২০০৮-২০০৯ ।

\(Q.3.(i).(c)\) \((1+x)^{20}\) এর বিস্তৃতিতে \((2r+1)\) তম পদের সহগ \((r+3)\) তম পদের সহগের সমান হলে \(r\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(r=6\)

\(Q.3.(i).(d)\) \(f(x)=\left(x^2+\frac{3}{x}\right)^{11}\) এর বিস্তৃতিতে \((r+1)\) তম পদের সহগ \((r+2)\) তম পদের সহগের সমান হলে \(r\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(r=8\)
চঃ ২০১৭ ।

\(Q.3.(i).(e)\) \((1+x)^{10}\) এর বিস্তৃতিতে \((4r+5)\) তম পদের সহগ \((2r+1)\) তম পদের সহগের সমান হলে \(r\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(r=1\)

\(Q.3.(i).(f)\) \((1+x)^{20}\) এর বিস্তৃতিতে \(r\) তম পদের সহগ \((r+4)\) তম পদের সহগের সমান হলে \(r\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(r=9\)

\(Q.3.(i).(g)\) \(\left(2x^2+\frac{3}{x}\right)^{19}\) এর বিস্তৃতিতে \(x^{38-3r}\) এবং \(x^{35-3r}\) এর সহগ দুইটি পরস্পর সমান হলে, \(r\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(r=11\)

\(Q.3.(i).(h)\) \((x+3)^{15}\) এর বিস্তৃতিতে \(x^{r}\) এবং \(x^{r+1}\) এর সহগ দুইটি পরস্পর সমান হলে, \(r\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(r=3\)

\(Q.3.(i).(i)\) যদি \((1+x)^{20}\) এর বিস্তৃতিতে \(x^{r}\) এর সহগ \(x^{r-1}\) এর সহগের দ্বিগুণ হয়, তাহলে \(r\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(r=7\)

\(Q.3.(i).(j)\) যদি \((1+x)^{2n+1}\) এর বিস্তৃতিতে \(x^{r}\) এবং \(x^{r+1}\) এর সহগ দুইটি পরস্পর সমান হলে, \(r\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(r=n\)

\(Q.3.(i).(i)\) যদি \((1+x)^{18}\) এর বিস্তৃতিতে \((2r+4)\) তম পদের সহগ ও \((r-2)\) তম পদের সহগ সমান হলে, \(r\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(r=6\)

\(Q.3.(ii).(a)\) \(n\in{\mathbb{N}}\) হলে, \(\left(x^p-\frac{1}{x^p}\right)^{2n}\) এর বিস্তৃতিতে শেষ প্রান্ত হতে \((n+1)\) তম পদ নির্ণয় কর।
উত্তরঃ \((-1)^n\frac{(2n)!}{(n!)^2}\)

\(Q.3.(ii).(b)\) \(\left(x-\frac{1}{x}\right)^{12}\) এর বিস্তৃতিতে শেষ হতে বামদিকে ৪র্থ পদ নির্ণয় কর।
উত্তরঃ \(-220x^{-6}\)

\(Q.3.(iii).(a)\) \(n\) এর মান কত হলে, \((1+x)^{n}\) এর বিস্তৃতিতে \(x, \ x^2\) এবং \(x^3\) এর সহগগুলি একটি সমান্তর প্রগমন ভুক্ত হবে?
উত্তরঃ \(n=7\)

\(Q.3.(iii).(b)\) \((1+x)^{n}\) এর বিস্তৃতিতে \(x^{r-1}, \ x^r\) এবং \(x^{r+1}\) এর সহগগুলি যদি সমান্তর প্রগমনে থাকে তবে প্রমাণ কর যে, \(n^2-n(4r+1)+4r^2-2=0\)

\(Q.3.(iv).\) দেখাও যে, \((1+x)^{n+1}\) এর বিস্তৃতিতে \((r+1)\) তম পদের সহগ \((1+x)^{n}\) এর বিস্তৃতিতে \(r\) তম এবং \(r+1\) তম পদের সহগ দুইটির যোগফলের সমান।

\(Q.3.(v).\) \((1+x)^{n}\) এর বিস্তৃতিতে তিনটি ক্রমিক পদের সহগের অনুপাত \(1:7:42\) হলে, \(n\) এর মান নির্ণয় কর; যেখানে \(n\in{\mathbb{N}}\)
উত্তরঃ \(n=55\)
রাঃ ২০১৪ ।

\(Q.3.(vi).\) \((4x+3)^{34}\) এর বিস্তৃতিতে দুইটি ক্রমিক পদের সহগ সমান হলে, এ পদ দুইটির \(x\) এর ঘাত নির্ণয় কর।
উত্তরঃ \(19, \ 20\)
যঃ ২০০৫; দিঃ ২০১৭ ।

\(Q.3.(vii).\) \((1+x)^{24}\) এর বিস্তৃতিতে দুইটি ক্রমিক পদ নির্ণয় কর যাদের সহগের অনুপাত \(4:1\) হবে।
উত্তরঃ \(5\)ম ও \(6\)ষ্ঠ পদ বা \(20\)তম ও \(21\)তম পদ

\(Q.3.(viii).\) \(m=20\) হলে \((1+2y)^{m}\) রাশিটির বিস্তৃতিতে দুইটি ক্রমিক পদের সহগের অনুপাত \(11:20\) হয়। পদ দুইটি নির্ণয় কর।
উত্তরঃ \(2^{10}\ ^{20}C_{10}y^{10}\) ও \(2^{11}\ ^{20}C_{11}y^{11}\)
সিঃ ২০১৭ ।

Read Board Question3
Q.4-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
নিম্নের বিস্তৃতিতে মধ্যপদ (মধ্যপদসমূহ) নির্ণয় করঃ
\(Q.4.(i).(a)\) \(\left(\frac{a}{x}+\frac{x}{a}\right)^{2n+1}\)
উত্তরঃ \((n+1)\) তম পদ, \(^{2n+1}C_{n}\frac{a}{x};\) \((n+2)\) তম পদ, \(^{2n+1}C_{n+1}\frac{x}{a}.\)
চঃ ২০০২; সিঃ ২০০৯ ।

নিম্নের বিস্তৃতিতে মধ্যপদ (মধ্যপদসমূহ) নির্ণয় করঃ
\(Q.4.(i).(b)\) \(\left(3x^2-\frac{1}{2x}\right)^{10}\)
উত্তরঃ \(6\)ষ্ঠ পদ, \(-\ ^{10}C_{5}\left(\frac{3x}{2}\right)^5\)
কুঃ ২০০৮ ।

\(Q.4.(i).(c)\) \(\left(\frac{x}{y}+\frac{y}{x}\right)^{21}\)
উত্তরঃ \(11\) তম পদ, \(^{21}C_{10}\frac{x}{y};\) \(12\) তম পদ, \(^{21}C_{11}\frac{y}{x}.\)
কুয়েটঃ ২০০৪-২০০৫ ।

\(Q.4.(i).(d)\) \(\left(x^2-2+\frac{1}{x^2}\right)^{n};\) যেখানে \(n\in{\mathbb{N}}\)
উত্তরঃ \((n+1)\) তম পদ, \((-1)^n\ ^{2n}C_{n}\)

\(Q.4.(i).(e)\) \(\left(2x^2-\frac{3}{x}\right)^{12}\)
উত্তরঃ \(7\)ম পদ, \(^{12}C_{6}(6x)^6\)
দিঃ ২০১৭ ।

\(Q.4.(i).(f)\) \(\left(3x^2-\frac{1}{2x}\right)^{8}\)
উত্তরঃ \(5\)ম পদ, \(^{8}C_{4}\left(\frac{3x}{2}\right)^{4}\)
মাঃ ২০১৯ ।

\(Q.4.(i).(g)\) \(\left(x^2+\frac{a}{x}\right)^{15}\)
উত্তরঃ \(8\)ম পদ, \(9\)ম পদ। \(\ ^{15}C_{7}a^{7}x^{9}; \ \ ^{15}C_{8}a^{8}x^{6}\)

\(Q.4.(i).(h)\) \(\left(x^3-\frac{b}{x^4}\right)^{16}\)
উত্তরঃ \(9\)ম পদ, \(\ ^{16}C_{8}\frac{b^{8}}{x^{8}}\)

\(Q.4.(i).(i)\) \(\left(5x-\frac{7}{x^2}\right)^{10}\)
উত্তরঃ \(6\) তম পদ, \(-\ ^{10}C_{5}\frac{5^{5}7^{5}}{x^{5}}\)
বঃ ২০১৯ ।

\(Q.4.(i).(j)\) \(\left(x-\frac{1}{x}\right)^{17}\)
উত্তরঃ \(9\) তম পদ, \(10\) তম পদ, \(\ ^{17}C_{8}x, \ -\ ^{17}C_{9}\frac{1}{x}\)

\(Q.4.(i).(k)\) \(\left(x^2+2+\frac{1}{x^2}\right)^n\)
উত্তরঃ \((n+1)\) তম পদ, \(\frac{(2n)!}{(n!)^2}\)

\(Q.4.(i).(l)\) \((1+2x+x^2)^{n}\)
উত্তরঃ \((n+1)\) তম পদ, \(\frac{1.3.5 ... .... (2n-1)}{n!}.(2x)^{n}\)

\(Q.4.(ii).(a)\) \(f(x)=\left(2-\frac{3}{x}\right)^{15}\) এর বিস্তৃতিতে মদ্যপদ দুইটির পার্থক্য নির্ণয় কর যখন \(x=1.\)
উত্তরঃ \(5\ ^{15}C_{7}2^7.3^7\)
ঢাঃ ২০১৭; কুঃ,চঃ,বঃ,রাঃ ২০১৮ ।

\(Q.4.(ii).(b)\) যদি \(k\) যে কোনো বাস্তব সংখ্যা হয় এবং \(\left(\frac{k}{2}+2\right)^{8}\) এর বিস্তৃতিতে মদ্যপদ \(1120\) হয়, তবে \(k\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(k=\pm{2}\)

\(Q.4.(ii).(c)\) প্রমাণ কর যে, \(\left(x+\frac{2}{x}\right)^{8}\) এর বিস্তৃতিতে মধ্যপদটি \(x\) বর্জিত। মধ্যপদের মান নির্ণয় কর।
উত্তরঃ \(1120\)

\(Q.4.(iii).\) \(n\) এর জন্য কোন শর্ত আরোপ করলে \(A=\left(\frac{2}{x}+\frac{x}{2}\right)^{n}\) এর বিস্তৃতিতে একটি মদ্যপদ থাকবে? \(n=21\) হলে মধ্যপদ বা (পদসমূহের) মান নির্ণয় কর।
উত্তরঃ \(^{21}C_{10}.\frac{2}{x}, \ ^{21}C_{11}.\frac{x}{2}\)
রাঃ ২০১৭ ।

\(Q.4.(iv).(a)\) দেখাও যে, \((1+x)^{2n}\) রাশিটির বিস্তৃতিতে মদ্যপদের মান \(\frac{1.3.5 ... ... (2n-1)}{n!}.2^{n}x^n.\) যেখানে \(n\in{\mathbb{N}}\)
সিঃ ২০১৭ ।

\(Q.4.(iv).(b)\) দেখাও যে, \(\left(x+\frac{1}{2x}\right)^{2n}\) রাশিটির বিস্তৃতিতে মদ্যপদের মান \(\frac{1.3.5 ... ... (2n-1)}{n!}\) যেখানে \(n\in{\mathbb{N}}\)
সিঃ ২০১৭ ।

\(Q.4.(iv).(c)\) দেখাও যে, \(\left(x+\frac{1}{x}\right)^{2n}\) রাশিটির বিস্তৃতিতে মদ্যপদের মান \(\frac{1.3.5 ... ... (2n-1)}{n!}.2^n\) যেখানে \(n\in{\mathbb{N}}\)

\(Q.4.(iv).(d)\) \(m=2n, \ n\in{\mathbb{Z}}\) হলে দেখাও যে \((1+2y)^{m}\) রাশিটির বিস্তৃতিতে মদ্যপদের মান \(\frac{1.3.5 ... ... (2n-1)}{n!}.2^{2n}y^n.\)
সিঃ ২০১৭ ।

\(Q.4.(iv).(e)\) দেখাও যে, \(\left(x-\frac{1}{x}\right)^{2n}\) রাশিটির বিস্তৃতিতে মদ্যপদের মান \(\frac{1.3.5 ... ... (2n-1)}{n!}.2^n\) যেখানে \(n\in{\mathbb{N}}\)

\(Q.4.(v).\) \(h(x)=1-3x+3x^2-x^3\) হলে \(\{h(x)\}^3\) এর বিস্তৃতিতে মদ্যপদ / মধ্যপদসমূহ নির্ণয় কর।
উত্তরঃ \(126x^4, \ -126x^5\)
কুঃ ২০১৯ ।

\(Q.4.(vi).\) \(n=9\) ও \(n=12\) এর জন্য \(\left(3x^2-\frac{1}{x}\right)^n\) এর বিস্তৃতিতে মদ্যপদের মান নির্ণয় কর।
উত্তরঃ \(30618x^6, \ -10206x^3, \ 673596x^6\)
বঃ ২০১৯ ।

\(Q.4.(vii).\) দেখাও যে, \((1+3y)^{2n},\) যেখানে \(n\in{\mathbb{Z}}\) এর বিস্তৃতিতে মদ্যপদটি হবে \(\frac{1.3.5 ... ... (2n-1)}{n!}6^{n}y^n.\)
চঃ ২০১৯ ।

\(Q.4.(viii).\) \(f(x)=a+bx. \ a=1, \ b=-2\) হলে, \(\{f(x)\}^{2m}\) এর বিস্তৃতিতে মদ্যপদ নির্ণয় কর যেখানে \(m\in{\mathbb{N}}.\)
উত্তরঃ \(\frac{1.3.5 ... ... (2m-1)}{m!}(-4)^{m}x^m, \ m\in{\mathbb{N}}\)
যঃ ২০১৯ ।

\(Q.4.(ix).\) যদি \((1+x)^n\) এর বিস্তৃতিতে \(S_{1}\) এবং \(S_{2}\) যথাক্রমে বিজোড় ও জোড় স্থানের পদগুলির সমষ্টি হয়, তবে দেখাও যে, \((1-x^2)^n=S_{1}^2-S_{2}^2\) যেখানে \(n\in{\mathbb{N}}.\)

\(Q.4.(x).(a)\) \(n\in{\mathbb{N}}\) এবং \((1+x)^n=C_{0}+C_{1}x+C_{2}x^2+C_{3}x^3+ ... ... +C_{n}x^n\) হলে প্রমাণ কর যে, \(C_{0}+C_{2}+C_{4}+ ... ... =C_{1}+C_{3}+C_{5}+ ... ...=2^{n-1}\)

\(Q.4.(x).(b)\) \(n\in{\mathbb{N}}\) এবং \((1+x)^n=C_{0}+C_{1}x+C_{2}x^2+C_{3}x^3+ ... ... +C_{n}x^n\) হলে প্রমাণ কর যে,
\((i) \ C_{0}^2+C_{1}^2+C_{2}^2+C_{3}^2+ ... ... +C_{n}^2=\frac{(2n)!}{(n!)^2}\)
\((ii) \ C_{0}C_{n}+C_{1}C_{n-1}+C_{2}C_{n-2}+ ... ... +C_{n}C_{0}=\frac{(2n)!}{(n!)^2}\)

\(Q.4.(xi).(a)\) প্রমাণ কর যে, \(C_{1}+2C_{2}+3C_{3}+ ... ... +nC_{n}=n.2^{n-1}\)

\(Q.4.(xi).(b)\) প্রমাণ কর যে, \(C_{0}+2C_{1}+3C_{2}+ ... ... +(n+1)C_{n}=2^n+n.2^{n-1}\)

\(Q.4.(xi).(c)\) প্রমাণ কর যে, \(C_{0}+3C_{1}+5C_{2}+ ... ... +(2n+1)C_{n}=(n+1)2^{n}\)

\(Q.4.(xi).(d)\) প্রমাণ কর যে, \(C_{0}+4C_{1}+7C_{2}+ ... ... +(3n+1)C_{n}=(3n+2)2^{n-1}\)

\(Q.4.(xi).(e)\) \(n\in{\mathbb{N}}\) এবং \((1+x)^n=C_{0}+C_{1}x+C_{2}x^2+C_{3}x^3+ ... ... +C_{n}x^n\) হলে প্রমাণ কর যে, \(\frac{C_{0}}{1}+\frac{C_{2}}{3}+\frac{C_{4}}{5}+ ... ... =\frac{2^n}{n+1}\)

\(Q.4.(xi).(f)\) \(n\in{\mathbb{N}}\) এবং \((1+x)^n=C_{0}+C_{1}x+C_{2}x^2+C_{3}x^3+ ... ... +C_{n}x^n\) হলে প্রমাণ কর যে, \(C_{0}-\frac{C_{1}}{2}+\frac{C_{2}}{3}+ ... ...+(-1)^n\frac{C_{n}}{n+1}=\frac{1}{n+1}\)

\(Q.4.(xii).\) \(\left(1-\frac{x}{10}\right)^6\) রাশিটির বিস্তৃতিতে প্রথম চারটি পদ লিখ। রাশিটিতে \(x\) এর একটি উপযুক্ত মান বসিয়ে \((0.99)^6\) এর মান নির্ণয় কর। ক্যালকুলেটর ব্যাবহার করে উত্তরের সঠিকতা যাচাই কর।
উত্তরঃ \(1-0.6x+0.15x^2-0.02x^3; \ 0.94148\)

\(Q.4.(xiii).\) \(\left(1-\frac{3}{2}x\right)^p\) এর বিস্তৃতিতে \(x\) এর সহগ \(-24\) হলে-
\((a)\) \(p\) এর কত?
\((b)\) \(x^2\) এর সহগ নির্ণয় কর।
\((c)\) \(x^3\) এর সহগ নির্ণয় কর।
উত্তরঃ \((a). \ p=16\)
\((b). \ 270\)
\((c). \ -1890\)

\(Q.4.(xiv).\) প্রমাণ কর যে, \(n\) একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, \(1+n+\frac{n(n-1)}{2!}+\frac{n(n-1)(n-2)}{3!}+ ... ... +(n+1)=2^n\) বামপক্ষের রাশিটির চিহ্নগুলি পর্যায়ক্রমে ধনাত্মক এবং ঋণাত্মক হলে এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(0\)

Read Board Question4
Q.5-এর সৃজনশীল প্রশ্নসমূহ
Read Creative Question
ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
Read Admission Question

Read More

Post List

Mathematics

Geometry 11 and 12 standard
Algebra 11 and 12 standard
Trigonometry 11 and 12 standard
Diff. Calculus 11 and 12 standard
Int. Calculus 11 and 12 standard
Geometry Honours course standard
Vector 11 and 12 standard
Vector Honours course standard
Algebra 9 and 10 standard
    Coming Soon !

Chemistry