রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক
The coordinates of the line dividing point
barcode
এ অধ্যায়ের পাঠ্যসূচী।
বিভক্তিকরণ সূত্র
Section Formulae
অন্তর্বিভক্তিকরণ সূত্র
Internal section Formulae
অন্তর্বিভক্তিকরণঃ কোন সমতলে \(P(x_{1}, y_{1})\) এবং \(Q(x_{2}, y_{2})\) দুইটি নির্দিষ্ট বিন্দু \(R(x, y)\) বিন্দু \(PQ\) কে \(m:n\) অনুপাতে অন্তর্বিভক্ত করে। তবে, এর স্থানাঙ্ক হবে,
\(R\left(\frac{mx_{2}+nx_{1}}{m+n}, \frac{my_{2}+ny_{1}}{m+n}\right)\)

প্রমাণঃ
মনে করি, \(XY\) সমতলে \(P(x_{1}, y_{1})\) এবং \(Q(x_{2}, y_{2})\) দুইটি নির্দিষ্ট বিন্দু। \(P\), \(Q\) যোগ করি। \(R(x, y)\) বিন্দু \(PQ\) রেখাংশকে এরূপভাবে অন্তর্বিভক্ত করেছে যে, \(PR:RQ=m:n\).
\(P, Q, R\) হতে \(OX\) এর উপর যথাক্রমে \(PM\), \(QN\) ও \(RS\) লম্ব টানি। আবার \(P\) হতে \(RS\) এর উপর \(PL\) এবং \(R\) হতে \(QN\) এর উপর \(RT\) লম্ব টানি।
স্পষ্টতঃ \(\ OM=x_{1}, \ OS=x, \ ON=x_{2}\) এবং \( \ PM=y_{1}, \ RS=y, \ QN=y_{2}, \ PR=m, \ RQ=n\)
এখন,
\(\ PL=MS=OS-OM=x-x_{1}\)carte
\(\ RT=SN=ON-OS=x_{2}-x\)
\(\ RL=RS-SL=RS-PM=y-y_{1}\) ➜ \(\because SL=PM\)
\(\ QT=QN-TN=QN-RS=y_{2}-y\) ➜ \(\because TN=RS\)
এখন, \(QTR\) ও \(RLP\) সদৃশ ত্রিভুজ সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। হতে পাই,
\(\frac{PL}{RT}=\frac{RL}{QT}=\frac{PR}{RQ}=\frac{m}{n}\)
\(\Rightarrow \frac{PL}{RT}=\frac{m}{n}\)
\(\Rightarrow \frac{x-x_{1}}{x_{2}-x}=\frac{m}{n}\)
\(\Rightarrow nx-nx_{1}=mx_{2}-mx\)
\(\Rightarrow mx+nx=mx_{2}+nx_{1}\)
\(\Rightarrow x(m+n)=mx_{2}+nx_{1}\)
\(\therefore x=\frac{mx_{2}+nx_{1}}{(m+n)}\)
আবার,
\(\Rightarrow \frac{RL}{QT}=\frac{m}{n}\)
\(\Rightarrow \frac{y-y_{1}}{y_{2}-y}=\frac{m}{n}\)
\(\Rightarrow ny-ny_{1}=my_{2}-my\)
\(\Rightarrow my+ny=my_{2}+ny_{1}\)
\(\Rightarrow y(m+n)=my_{2}+ny_{1}\)
\(\therefore y=\frac{my_{2}+ny_{1}}{(m+n)}\)
\(\therefore R\) বিন্দুর স্থানাঙ্ক,\((\frac{mx_{2}+nx_{1}}{m+n}, \frac{my_{2}+ny_{1}}{m+n})\)
বহির্বিভক্তিকরণ সূত্র
External section Formulae
বহির্বিভক্তিকরণঃ কোন সমতলে \(P(x_{1}, y_{1})\) এবং \(Q(x_{2}, y_{2})\) দুইটি নির্দিষ্ট বিন্দু \(R(x, y)\) বিন্দু \(PQ\) কে \(m:n\) অনুপাতে বহির্বিভক্ত করে। তবে, এর স্থানাঙ্ক হবে,
\(R\left(\frac{mx_{2}-nx_{1}}{m-n}, \frac{my_{2}-ny_{1}}{m-n}\right)\)

প্রমাণঃ
মনে করি, \(XY\) সমতলে \(P(x_{1}, y_{1})\) এবং \(Q(x_{2}, y_{2})\) দুইটি নির্দিষ্ট বিন্দু। \(P\), \(Q\) যোগ করে বর্ধিত করি। ধরি, \(PQ\) এর বর্ধিতাংশের উপর \(R(x, y)\) এমন একটি বিন্দু যেন, \(PR:RQ=m:n\).
অর্থাৎ \(R(x, y)\) বিন্দু \(PQ\) কে \(m:n\) অনুপাতে বহির্বিভক্ত করে।
\(P, Q, R\) হতে \(OX\) এর উপর যথাক্রমে \(PM\), \(QN\) ও \(RS\) লম্ব টানি। আবার \(P\) হতে \(RS\) এর উপর \(PL\) এবং \(Q\) হতে \(RS\) এর উপর \(QT\) লম্ব টানি।
স্পষ্টতঃ \(\ OM=x_{1}, \ OS=x, \ ON=x_{2}\) এবং \( \ PM=y_{1}, \ RS=y, \ QN=y_{2}, \ PR=m, \ RQ=n\)
\(\ PL=MS=OS-OM=x-x_{1}\)
\(\ QT=NS=OS-ON=x-x_{2}\)
\(\ RL=RS-LS=RS-PM=y-y_{1}\) ➜ \(\because SL=PM\)
\(\ RT=RS-TS=RS-QN=y-y_{2}\) ➜ \(\because TS=QN\)
এখন, \(RLP\) ও \(RTQ\) সদৃশ ত্রিভুজ সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। হতে পাই,
\(\frac{PL}{QT}=\frac{RL}{RT}=\frac{PR}{RQ}=\frac{m}{n}\)carte
\(\Rightarrow \frac{PL}{QT}=\frac{m}{n}\)
\(\Rightarrow \frac{x-x_{1}}{x-x_{2}}=\frac{m}{n}\)
\(\Rightarrow nx-nx_{1}=mx-mx_{2}\)
\(\Rightarrow mx-mx_{2}=nx-nx_{1}\)
\(\Rightarrow mx-nx=mx_{2}-nx_{1}\)
\(\Rightarrow x(m-n)=mx_{2}-nx_{1}\)
\(\therefore x=\frac{mx_{2}-nx_{1}}{(m-n)}\)
আবার,
\(\Rightarrow \frac{RL}{RT}=\frac{m}{n}\)
\(\Rightarrow \frac{y-y_{1}}{y-y_{2}}=\frac{m}{n}\)
\(\Rightarrow ny-ny_{1}=my-my_{2}\)
\(\Rightarrow my-my_{2}=ny-ny_{1}\)
\(\Rightarrow my-ny=my_{2}-ny_{1}\)
\(\Rightarrow y(m-n)=my_{2}-ny_{1}\)
\(\therefore y=\frac{my_{2}-ny_{1}}{(m-n)}\)
\(\therefore R\) বিন্দুর স্থানাঙ্ক,\((\frac{mx_{2}-nx_{1}}{m-n}, \frac{my_{2}-ny_{1}}{m-n})\)
মধ্যবিন্দু
Midpoint
মধ্যবিন্দুঃ কোন সমতলে \(P(x_{1}, y_{1})\) এবং \(Q(x_{2}, y_{2})\) দুইটি নির্দিষ্ট বিন্দু \(R(x, y)\) বিন্দু \(PQ\) এর মধ্যবিন্দু হলে, এর স্থানাঙ্ক হবে,
\(R\left(\frac{x_{1}+x_{2}}{2}, \frac{y_{1}+y_{2}}{2}\right)\)

প্রমাণঃ
মনে করি, carte
\(XY\) সমতলে \(P(x_{1}, y_{1})\) এবং \(Q(x_{2}, y_{2})\) দুইটি নির্দিষ্ট বিন্দু \(R(x, y)\) বিন্দু \(PQ\) এর মধ্যবিন্দু হলে, \(m=n\) হবে। সে ক্ষেত্রে \(R\) বিন্দুর স্থানাঙ্ক, \(R(\frac{mx_{2}+mx_{1}}{m+m}, \frac{my_{2}+my_{1}}{m+m})\)
\(\Rightarrow R(\frac{m(x_{2}+x_{1})}{2m}, \frac{m(y_{2}+y_{1})}{2m})\)
\(\Rightarrow R(\frac{x_{2}+x_{1}}{2}, \frac{y_{2}+y_{1}}{2})\)
\(\Rightarrow R(\frac{x_{1}+x_{2}}{2}, \frac{y_{1}+y_{2}}{2})\)
\(\therefore \) মধ্যবিন্দুর স্থানাঙ্ক \(R(\frac{x_{1}+x_{2}}{2}, \frac{y_{1}+y_{2}}{2})\)
ত্রিভুজের ভরকেন্দ্র
Center of mass of triangle
ত্রিভুজের ভরকেন্দ্রঃ কোন সমতলে \(A(x_{1}, y_{1})\), \(B(x_{2}, y_{2})\) এবং \(C(x_{3}, y_{3})\) কোন ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু হলে, \(\triangle ABC\) এর ভরকেন্দ্রের স্থনাংক হবে,
\(G\left(\frac{x_{1}+x_{2}+x_{3}}{3}, \frac{y_{1}+y_{2}+y_{3}}{3}\right)\)

প্রমাণঃ
মনে করি, কোন সমতলে \(A(x_{1}, y_{1})\), \(B(x_{2}, y_{2})\) এবং \(C(x_{3}, y_{3})\) কোন ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, \(\triangle ABC\) এর ভরকেন্দ্রের \(G\).carte
\(BC\) এর মধ্যবিন্দু \(D\), তাহলে \(AD\) হবে একটি মধ্যমা। \(AD\) এর উপর ভরকেন্দ্র \(G\) অবস্থান করবে। অর্থাৎ মধ্যমাগুলির ছেদবিন্দুই হবে ত্রিভুজের ভরকেন্দ্র।
ধরি, \(G(x, y)\).
এখন,
\(D\), \(BC\) এর মধ্যবিন্দু \(\therefore D(\frac{x_{2}+x_{3}}{2}, \frac{y_{2}+y_{3}}{2})\).
আবার,
\(AG:GD=2:1\) ➜ ত্রিভুজের মধ্যমাগুলি পরস্পরকে \(2:1\) অনুপাতে অন্তর্বিভক্ত করে।
\(\therefore G(\frac{2\times \frac{x_{2}+x_{3}}{2}+1\times x_{1}}{2+1}, \frac{2\times \frac{y_{2}+y_{3}}{2}+1\times y_{1}}{2+1})\)
\(\Rightarrow G(\frac{x_{2}+x_{3}+x_{1}}{3}, \frac{y_{2}+y_{3}+y_{1}}{3})\)
\(\therefore G(\frac{x_{1}+x_{2}+x_{3}}{3}, \frac{y_{1}+y_{2}+y_{3}}{3})\)
\(\therefore \) \(\triangle ABC\) এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক \((\frac{x_{1}+x_{2}+x_{3}}{3}, \frac{y_{1}+y_{2}+y_{3}}{3})\)
শর্টকাট টেকনিক
Shortcut Technique
কোন সমতলে \(A(x_{1}, y_{1})\) এবং \(B(x_{2}, y_{2})\) বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ-
\(x\) অক্ষ দ্বারা \(|y_{1}|:|y_{2}|\) অনুপাতে অন্তর্বিভক্ত হয়।
\(y\) অক্ষ দ্বারা \(|x_{1}|:|x_{2}|\) অনুপাতে অন্তর্বিভক্ত হয়।
উদাহরণঃ \((3, 4),\) \((-5, -7)\) বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে \(x\) অক্ষ \((|4|:|-7|)\Rightarrow (4:7) \) অনুপাতে অন্তর্বিভক্ত করে এবং \(y\) অক্ষ \((|3|:|-5|) \Rightarrow (3:5)\) অনুপাতে অন্তর্বিভক্ত করে।
কোন সমতলে \(A(x_{1}, y_{1})\) এবং \(B(x_{2}, y_{2})\) বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে \(C(x_{3}, y_{3})\) বিন্দুটি \(m:n\) অনুপাতে অন্তর্বিভক্ত করলে,
\(m:n=|x_{1}-x_{3}|:|x_{2}-x_{3}|\)
উদাহরণঃ \((-3, 4)\) এবং \((8, -7)\) বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে \((2, -5)\) বিন্দুটি \(m:n\) অনুপাতে অন্তর্বিভক্ত করলে,
\(m:n=|-3-2|:|8-2| \)
\(\Rightarrow m:n=|-5|:|6| \)
\(\therefore m:n=5:6 \)
কোন সমতলে বর্গ অথবা, রম্বস অথবা, সামান্তরিক অথবা, আয়তক্ষেত্রের একটি কর্ণের দুইটি প্রান্তবিন্দু \(A(x_{1}, y_{1}), \ B(x_{2}, y_{2})\) এবং তৃতীয় শীর্ষবিন্দু \(C(x_{3}, y_{3})\) হলে, চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাংক
\((x_{1}+x_{2}-x_{3}, \ y_{1}+y_{2}-y_{3})\)
উদাহরণঃ \(ABCD\) বর্গের তিনটি শীর্ষবিন্দু \(A(8, -7), \ B(-3, 5)\) এবং \(C(7, -9)\) হলে, চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাংক
\((8-3-7, -7+5+9)\)
\(\Rightarrow (8-10, -7+14)\)
\(\therefore (-2, 7)\)
কোন সমতলে, কোনো ত্রিভুজের তিনটি বাহুর মধ্যবিন্দুর স্থানাংক যথাক্রমে \(A(x_{1}, y_{1}), \ B(x_{2}, y_{2})\) এবং \(C(x_{3}, y_{3})\) হলে, ত্রিভুজের শীর্ষত্রয়ের স্থানাংক
\((x_{2}+x_{3}-x_{1}, \ y_{2}+y_{3}-y_{1}),\)\((x_{3}+x_{1}-x_{2}, \ y_{3}+y_{1}-y_{2})\)\((x_{1}+x_{2}-x_{3}, \ y_{1}+y_{2}-y_{3})\)
উদাহরণঃ \(ABC\) ত্রিভুজের \(BC, \ CA, \ AB\) বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাংক যথাক্রমে \(A(8, -7), \ B(-3, 5)\) এবং \(C(7, -9)\) হলে, ত্রিভুজের শীর্ষত্রয়ের স্থানাংক
\(A(-3+7-8, \ 5-9+7),\)\(B(7+8+3, \ -9-7+7),\)\(C(8-3-7, \ -7+5+9)\)
\(\Rightarrow A(-11+7, 12-9),\)\(B(18, -16+7),\)\(C(8-10, -7+14)\)
\(\therefore A(-4, 3),\)\(B(18, -9),\)\(C(-2, 7)\)
উদাহরণসমুহ
\(Ex.1.(a)\) \((1, 4)\) ও \((9, -12)\) বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখা যে বিন্দুতে \(5:3\) অনুপাতে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত করে তাদের স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ অন্তর্বিভক্তিকরণ বিন্দু \(C(6, -6)\)
বহির্বিভক্তিকরণ বিন্দু \(C(21, -36)\)

\(Ex.1.(b)\) \((1, 4)\) ও \((9, -12)\) বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখা যে বিন্দুতে \(3:4\) অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ বহির্বিভক্তিকরণ বিন্দু \(C(-23, 52)\)

\(Ex.2.\) \((7, 7)\) ও \((-5, -10)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে \(X\)-অক্ষরেখা যে অনুপাতে অন্তর্বিভক্ত করে তা বের কর; বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় কর।
উত্তরঃ নির্ণেয় অনুপাত \(7:10;\) ভুজ\(=\frac{35}{17}\)।
ঢাঃ ২০১২, রাঃ ২০১২, সিঃ ২০১১, বঃ ২০১৩, দিঃ ২০১৪

\(Ex.3.\) \(A\) ও \(B\) বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে \((-2, 4)\) ও \((4, -5)\)। \(AB\) রেখা \(C\) বিন্দু পর্যন্ত এমনভাবে বর্দ্ধিত করা হল যেন \(AB=3BC\) হয়। \(C\) বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \(C(6, -8)\)।
ঢাঃ ২০০৮, রাঃ ২০১৩, কুঃ২০০৯, চঃ ২০১১, সিঃ ২০১০, দিঃ ২০১৫,২০১২,২০১০

\(Ex.4.\) কোন সামান্তরিকের একটি কর্ণের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক \((3, -4)\) এবং \((-6, 5)\)। এর তৃতীয় শীর্ষ \((-2, -1)\) হলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((-1, 2)\)।
ঢাঃ ২০০৭, রাঃ ২০১৪, কুঃ ২০০৭, চঃ ২০১৪, সিঃ ২০১৪, বঃ ২০০৮, যঃ ২০১১, মাঃ ২০০৪,২০০৬

\(Ex.5.(a)\) \(P(1, -1)\) ও \(Q(8, 6)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে যে বিন্দুটি \((3:4)\) অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \(R(4, 2)\)।

\(Ex.5.(b)\) \((3, 5)\) ও \((-2, -1)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে যে বিন্দুটি \((2:4)\) অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \(\left(\frac{4}{3}, 3\right)\)।

\(Ex.5.(c)\) \((3, 7)\) ও \((6, 10)\) বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখা যে বিন্দুতে \(2:1\) অনুপাতে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত করে তাদের স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ অন্তর্বিভক্তিকরণ বিন্দু \(C(5, 9)\)

\(Ex.6.\) \(P(3, 4)\) ও \(Q(5, 9)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে যে বিন্দুটি \((2:3)\) অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \(R(-1, -6)\)।

\(Ex.7.\) একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক \((2, 0)\)। এর দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \((1, 2)\) ও \((3, -1)\) হলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \(C(2, -1)\)।

\(Ex.8.\) যদি \(A(2, 5)\), \(B(5, 9)\) এবং \(D(6, 8)\) বিন্দুত্রয় \(ABCD\) রম্বসের শীর্ষ বিন্দু হয়, তাহলে \(C\) এর স্থানাঙ্ক এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয় কর।
উত্তরঃ \(C(9, 12); \ 7\) বর্গ একক।
ঢাঃ ২০১০, ২০০৫, সিঃ ২০০৯, বঃ ২০০৯

\(Ex.9.\) \(P(4, -5)\) ও \(Q(6, 8)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে যে বিন্দুটি \((4:3)\) অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \(R(12, 47)\)।

\(Ex.10.\) \(P(3, 2)\) ও \(Q(6, 8)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের \((a)\) সমদ্বিখন্ডন বিন্দু এবং \((b)\) সমত্রিখন্ডন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((a)\) সমদ্বিখন্ডন বিন্দু \((\frac{9}{2}, 5)\).
\((b)\) প্রথম সমত্রিখন্ডন বিন্দু \((4, 4)\)
দ্বিতীয় সমত্রিখন্ডন বিন্দু \((5, 6)\)

\(Ex.11.\) \(\triangle{ABC}\) এর ভরকেন্দ্র \((2, 2)\) এবং \(AB\) এর মধ্যবিন্দু \(\left(\frac{3}{2}, 0\right)\)। \(AB\) রেখাংশ \(\left(0, \frac{17}{4}\right)\) বিন্দুতে \(3:1\) অনুপাতে অন্তর্বিভক্ত হলে শীর্ষত্রয়ের স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \(A(3, 8), \ B(-1, 3), C(4, -5)\).

Read Example
Q.1-এর সংক্ষিপ্ত প্রশ্নসমূহ
নিম্নলিখিত বিন্দু দুইটির সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করঃ
\(Q.1.(i).(a)\) \((-3, 4)\) এবং \((7, 6)\)
উত্তরঃ \((2, 5)\).

নিম্নলিখিত বিন্দু দুইটির সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করঃ
\(Q.1.(i).(b)\) \((-2, -8)\) এবং \((2, 8)\)
উত্তরঃ \((0, 0)\).

\(Q.1.(i).(c)\) \((t+2, -t+4)\) এবং \((t, 3t)\)
উত্তরঃ \((t+1, t+2)\)

\(Q.1.(i).(d)\) \((a+b, -a-b)\) এবং \((a-b, a+b)\)
উত্তরঃ \((a, 0)\).

\(Q.1.(i).(e)\) \((a+b, b-a)\) এবং \((a-b, b+a)\)
উত্তরঃ \((a, b)\).

\(Q.1.(i).(f)\) \((9, 12)\) এবং \((7, 8)\)
উত্তরঃ \((8, 10)\).

\(Q.1.(i).(g)\) \((7, 7)\) এবং \((3, 5)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে সমদ্বিখন্ডিত করে এরূপ বিন্দুর স্থানাংক নির্ণয় কর।
উত্তরঃ \((5, 6)\).

\(Q.1.(i).(h)\) \(A\) ও \(B\) বিন্দু দুইটির পোলার স্থানাংক যথাক্রমে \(\left(5\sqrt{2}, \frac{\pi}{4}\right)\) এবং \((5\sqrt{2}, 0)\)। \(D,\) \(AB\) এর মধ্যবিন্দু। \(D\) এর পোলার স্থানাংক কত?
উত্তরঃ \(\left\{\frac{5}{2}\sqrt{4+2\sqrt{2}}, \ \tan^{-1}\left(\frac{1}{1+\sqrt{2}}\right)\right\}\).
শাবিপ্রবিঃ ২০১৮-২০১৯ ।

\(Q.1.(ii)\) \((3, 1)\) বিন্দুটি \((1, -3)\) ও \((6, 7)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে যে অনুপাতে অন্তর্বিভক্ত করে তা নির্ণয় কর।
উত্তরঃ \(2:3\)

\(Q.1.(iii)\) \((7, -8)\) বিন্দুটি \((3, -2)\) ও \((-3, 7)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে যে অনুপাতে বহির্বিভক্ত করে তা নির্ণয় কর।
উত্তরঃ \(2:5\)

\(Q.1.(iv)\) \((1, 4)\) ও \((9, -12)\) বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখা \((6, -6)\) বিন্দুতে যে অনুপাতে অন্তর্বিভক্ত হয় তা নির্ণয় কর।
উত্তরঃ \( 5:3 \)

\(Q.1.(v).(a)\) \((-1, 2)\) ও \((4, -5)\) বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখা \((-11, 16)\) বিন্দুতে যে অনুপাতে বহির্বিভক্ত হয় তা নির্ণয় কর।
উত্তরঃ \(2:3 \)

\(Q.1.(v).(b)\) \((2, 3)\) ও \((5, 6)\) বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখা \((7, 8)\) বিন্দুতে যে অনুপাতে বহির্বিভক্ত হয় তা নির্ণয় কর।
উত্তরঃ \(5:2 \)

\(Q.1.(v).(c)\) \((-1, 2)\) ও \((4, -5)\) বিন্দুদ্বয়ের সংযোগরেখাকে যে বিন্দুটি \(2:3\) অনুপাতে বহির্বিভক্ত করে এর স্থানাংক নির্ণয় কর।
উত্তরঃ \((-11, 16)\)

\(Q.1.(vi)\) \((1, 2)\) ও \((6, 7)\) বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখাংশকে \((3, 4)\) বিন্দুটি যে অনুপাতে অন্তর্বিভক্ত করে তা নির্ণয় কর।
উত্তরঃ \(2:3 \)

\(Q.1.(vii).(a)\) \((1, 2)\) ও \((4, 7)\) বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখা \((3:5)\) অনুপাতে যে বিন্দুতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাংক নির্ণয় কর।
উত্তরঃ \(\left(\frac{17}{8}, \frac{31}{8}\right)\)

\(Q.1.(vii).(b)\) \((1, 2)\) ও \((3, 6)\) বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখা \((2:3)\) অনুপাতে যে বিন্দুতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাংক নির্ণয় কর।
উত্তরঃ \(\left(\frac{9}{5}, \frac{18}{5}\right)\)

\(Q.1.(vii).(c)\) \((-6, 2)\) ও \((-7, 5)\) বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখা \((2:3)\) অনুপাতে যে বিন্দুতে বহির্বিভক্ত হয় তার স্থানাংক নির্ণয় কর।
উত্তরঃ \((-4, -4)\)

\(Q.1.(vii).(d)\) \((a, 2)\) ও \((b, 2)\) বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখা \(a:b, \ (a\ne{b})\) অনুপাতে যে বিন্দুতে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত হয় তার স্থানাংক নির্ণয় কর।
উত্তরঃ অন্তবিভক্তকারী বিন্দু \(\left(\frac{2ab}{a+b}, 2\right)\); বহিবিভক্তকারী বিন্দু \((0, 2)\)

\(Q.1.(vii).(e)\) \((3, 4)\) ও \((5, 9)\) বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখা \((2:3)\) অনুপাতে যে বিন্দুতে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত হয় তা নির্ণয় কর।
উত্তরঃ অন্তবিভক্তকারী বিন্দু \((\frac{19}{5}, 6)\); বহিবিভক্তকারী বিন্দু \((-1, -6)\)

\(Q.1.(vii).(f)\) \((2, 0)\) ও \((7, 5)\) বিন্দুদ্বয়ের সংযোগকারী রেখাংশকে যে বিন্দু \((2:3)\) অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাংক নির্ণয় কর।
উত্তরঃ \((4, 2) \)

\(Q.1.(vii).(g)\) একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর, যা \((-2, 3)\) ও \((6, -8)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে \((1:2)\) অনুপাতে বহির্বিভক্ত করে।
উত্তরঃ \( (-10, 14) \)

\(Q.1.(vii).(h)\) একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর, যা \((-3, 4)\) ও \((7, 9)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে \((3:2)\) অনুপাতে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত করে।
উত্তরঃ \( (3, 7), (-23, -6) \)

\(Q.1.(vii).(i)\) \((1, 2)\) ও \((3, 1)\) বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখা \((1:2)\) অনুপাতে যে বিন্দুতে বহির্বিভক্ত হয় তার স্থানাংক নির্ণয় কর।
উত্তরঃ \((-1, 3)\)

\(Q.1.(vii).(j)\) \((-4, 3)\) ও \((1, -2)\) বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখা \((2:3)\) অনুপাতে যে বিন্দুতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাংক নির্ণয় কর।
উত্তরঃ \((-2, 1)\)

\(Q.1.(vii).(k)\) \(A(0, 0)\) ও \(C(x, y)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে \(B\) এবং \(D\) বিন্দু দুইটি \((k:1)\) অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত করলে প্রমাণ কর যে, \(\frac{1}{AB}+\frac{1}{AD}=\frac{2}{AC}\)

\(Q.1.(viii).(a)\) \(A\) ও \(B\) বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে \((7, 3)\) এবং \((-1, -5)\)। \(AB\) রেখা \(C\) পর্যন্ত বর্দ্ধিত করা হল যেন, \(AC=2AB\) হয় । \(C\) বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \( C(-9, -13)\)

\(Q.1.(viii).(b)\) \(A\) ও \(B\) বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে \((-5, 4)\) এবং \((3, -2)\)। \(AB\) রেখা \(C\) পর্যন্ত বর্দ্ধিত করা হল যেন, \(3AB=2BC\) হয় । \(C\) বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \( C(15, -11)\)

\(Q.1.(ix).(a)\) \((7, 10)\) ও \((10, 16)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমত্রিখন্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা।
উত্তরঃ \( (8, 12); (9, 14) \)
রাঃ ২০০৯,২০১১; বঃ ২০০৫

\(Q.1.(ix).(b)\) \((7, 5)\) ও \((-2, -1)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমত্রিখন্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা।
উত্তরঃ \( (4, 3); (1, 1) \)
রাঃ ২০০৯,২০১১

\(Q.1.(x)\) \(AB\) সরলরেখাটি \(P(3, 3)\) ও \(Q(8, 5)\) বিন্দু দুটি দ্বারা সমত্রিখন্ডিত করা হয়; \(A\) ও \(B\) এর স্থানাঙ্ক নির্ণয়।
উত্তরঃ \( A(-2, 1); B(13, 7)\)

\(Q.1.(xi)\) \(PQ\) রেখাংশের মধ্যবিন্দু \((2, 3)\) এবং \(Q\) বিন্দুর স্থানাঙ্ক \((-1, 6)\) হলে, \(P\) বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \(P(5, 0)\)

Read Short Question
Q.2-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.2.(i).(a)\) \(A\) ও \(B\) বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে \((-3, -1)\) এবং \((2, 2)\)। \(AB\) রেখাংশকে \(C\) পর্যন্ত বর্দ্ধিত করা হল যেন, \(AB=2BC\) হয় । \(C\) বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \(\left(\frac{9}{2}, \frac{7}{2}\right)\)

\(Q.2.(i).(b)\) \(A\) ও \(B\) বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে \((-2, 4)\) এবং \((4, -5)\)। \(AB\) রেখাংশকে \(C\) পর্যন্ত বর্দ্ধিত করা হল যেন, \((1)\) \(AB=2BC\), \((2)\) \(AB=3BC\) হয় । \(C\) বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((1)\) \((7, -\frac{19}{2})\), \((2)\) \((6, -8)\)
কুঃ ২০০৯, চঃ ২০১১, সিঃ ২০১০, রাঃ ২০১৩, ঢাঃ ২০১৪ দিঃ ২০১২, ২০১৫

\(Q.2.(ii)\) দেখাও যে, \((2, -2)\) এবং \((-1, 4)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ অক্ষদ্বয়দ্বারা সমান তিনভাগে বিভক্ত হয়। বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \(C(1, 0); D(0, 2)\)
কুঃ ২০১৫,সিঃ ২০১৩,২০০৫, বঃ ২০০৭

\(Q.2.(iii)\) দেখাও যে, মূলবিন্দু \((-3, -2)\) এবং \((6, 4)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখার একটি সমত্রিখন্ডন বিন্দু, অপর সমত্রিখন্ডন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((3, 2)\)
ঢাঃ ২০০৬, সিঃ ২০০৮, যঃ ২০১৩, ২০০৯

\(Q.2.(iv)\) \((2, -4)\) এবং \((-3, 6)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে অক্ষদ্বয় যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় কর।
উত্তরঃ \(2:3; 2:3 \)
ঢাঃ ২০০৯, রাঃ ২০০৮, যঃ ২০০২

\(Q.2.(v).(a)\) \(P(4, 3)\) এবং \(Q(-8, -5)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে \(X\) অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় কর।
উত্তরঃ\(3:5\)
রাঃ ২০১৯ ।

\(Q.2.(v).(b)\) \((2, -5)\) এবং \((2, 3)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে \(X\) অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় কর। ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ\(5:3; (2, 0)\)

\(Q.2.(v).(c)\) \(A(4, 3)\) এবং \(B(3, -2)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে \(Y\) অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় কর।
উত্তরঃ\(4:3\)

\(Q.2.(v).(d)\) \((-6, 4)\) এবং \((8, -10)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে \(Y\) অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় কর এবং বিভাজন বিন্দুর কটি নির্ণয় কর।
উত্তরঃ\(3:4; \ -2\)

\(Q.2.(vi)\) \((7, 7)\) এবং \((-5, 10)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে \(X\) অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় কর। ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ\(7:10\) অন্তর্বিভক্ত করে; \(\left(\frac{35}{17}, 0\right)\)
ঢাঃ ২০১২, রাঃ ২০১২, সিঃ ২০১১, বঃ ২০১৩, দিঃ ২০১৪

\(Q.2.(vii).(a)\) \((2, -4)\) এবং \((-4, 6)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে \(X\) এবং \(Y\) অক্ষরেখা যে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় কর।
উত্তরঃ\(2:3; \ 1:2\)

\(Q.2.(vii).(b)\) \((-2, 3)\) এবং \((4, -7)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে \(X\) এবং \(Y\) অক্ষরেখা যে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় কর।
উত্তরঃ\(3:7; \ 1:2\)
চঃ, মাঃ ২০০৭

\(Q.2.(vii).(c)\) \((-3, -1)\) এবং \((2, 5)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে \(X\) এবং \(Y\) অক্ষরেখা যে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় কর।
উত্তরঃ\(1:5; \ 3:2\)

\(Q.2.(viii)\) \((-1, 2)\) এবং \((3, -4)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে \(X\) এবং \(Y\) অক্ষরেখা যে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় কর।
উত্তরঃ\(1:2; \ 1:3\)

\(Q.2.(ix)\) \(A(8, 10)\) এবং \(B(18, 20)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে \(Q\) এবং \(R\) বিন্দু দুইটি \(2:3\) অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত করে। \(Q\) এবং \(R\) এর স্থানাঙ্ক নির্ণয় কর এবং \(P\) বিন্দু \(AB\) এর মধ্যবিন্দু হলে দেখাও যে,\(PQ\times{PR}=PB^{2}\)।
উত্তরঃ\(Q(12, 14)\); \(R(-12, -10)\)
কুঃ ২০১৪

\(Q.2.(x)\) \((8, 3)\) এবং \((2, -9)\) বিন্দু দুইটি যে বৃত্তের একটি ব্যাসের প্রান্ত বিন্দু তার কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় কর।
উত্তরঃ কেন্দ্র \((5, -3)\) ; ব্যসার্ধ \(=3\sqrt{5}\)

\(Q.2.(xi)\) মূলবিন্দুটি \((x, y)\) এবং \((r\cos\theta, r\sin\theta)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দু। প্রমাণ কর যে, \(x^{2}+y^{2}=r^{2}\)।

\(Q.2.(xii)\) \((-6, 8)\) এবং \((8, -6)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে সমান চারভাগে বিভক্ত করা হয়। বিভাজন বিন্দুগুলির স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \(C\left(-\frac{5}{2}, \frac{9}{2}\right)\), \(D(1, 1)\) এবং \(E(\frac{9}{2}, -\frac{5}{2})\).

\(Q.2.(xiii)\) যদি, \(A(a\cos{\alpha}, a\sin{\alpha})\) ও \(B(b\cos{\beta}, b\sin{\beta})\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে \(C(x, y)\) বিন্দু পর্যন্ত বর্দ্ধিত করা হল যেন, \(AC:CB=a:b\) হয় তবে দেখাও যে, \(x+y\tan{\left(\frac{\alpha+\beta}{2}\right)}=0\)

\(Q.2.(xiv)\) \(A(1, 2)\) ও \(B(3, 5)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে \(C(7, 11)\) বিন্দুটি যে অনুপাতে বহির্বিভক্ত করে তা নির্ণয় কর।
উত্তরঃ \(3:2\).

Read Board Question2
Q.3-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.3.(i)\) একটি ত্রিভুজের ভরকেন্দ্র \(X\) অক্ষে মূলবিন্দু হতে \(2\) একক দূরে অবস্থিত। ত্রিভুজটির দুইটি কৌনিক বিন্দু \((-3, 5)\) এবং \((12, 4)\) হলে তৃতীয় কৌনিক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ\(C(-3, -9)\)

\(Q.3.(ii)\) একটি ত্রিভুজের শীর্ষবিন্দুত্রয়ের স্থানাঙ্ক যথাক্রমে \((at_{1}^{2}, 2at_{1})\), \((at_{2}^{2}, 2at_{2})\) এবং \((at_{3}^{2}, 2at_{3})\)। এর ভরকেন্দ্র \(X\) অক্ষের উপর অবস্থিত হলে দেখাও যে, \(t_{1}+t_{2}+t_{3}=0\)
কুঃ ২০০৬, সিঃ ২০০৫, যঃ ২০০৯, বঃ ২০১৪

\(Q.3.(iii)\) \(A(1, 1)\), \(B(2, 3)\) এবং \(C(-2, 2)\); \(ABC\) ত্রিভুজের শীর্ষবিন্দুত্রয়। দেখাও যে \(AB\) ও \(AC\) বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাটি তৃতীয় বাহুর অর্ধেক।

\(Q.3.(iv)\) \(ABC\) ত্রিভুজের শীর্ষবিন্দুত্রয়ের স্থানাঙ্ক যথাক্রমে \(A(5, 6)\), \(B(-3, 2)\), \(C(-8, -5)\) এবং \(D\), \(BC\) এর মধ্যবিন্দু; \(G\) বিন্দু \(AD\) রেখাকে এমনভাবে অন্তর্বিভক্ত করে যেন \(AG:GD=2:1\) হয়। \(G\) এর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ\(G(-2, 1)\)

\(Q.3.(v).(a)\) দেখাও যে, \(A(1, -1)\), \(B(-1, 1)\) এবং \(C(\sqrt{3}, \sqrt{3})\) বিন্দুত্রয় একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঐ ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় কর।
উত্তরঃ ভরকেন্দ্র \(G\left(\frac{1}{\sqrt{3}}, \frac{1}{\sqrt{3}}\right)\)

\(Q.3.(v).(b)\) একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে \((3, 5)\), \((7, -1)\) এবং \((11, 2)\) হলে, ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় কর।
উত্তরঃ ভরকেন্দ্র \((7, 2)\)
দিঃ ২০১৯

\(Q.3.(vi)\) একটি ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে \((2, 7)\), \((6, 1)\) এবং এর ভরকেন্দ্র \((6, 4)\); তৃতীয় শীর্ষবিন্দু নির্ণয় কর।
উত্তরঃ \(C(10, 4)\)
কুঃ ২০০১; ঢাঃ ২০০৩; সিঃ ২০০৪,২০১২; বঃ ২০১০,২০১২; চঃ ২০১২

\(Q.3.(vii)\) \(ABC\) ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক \((7, 2)\)। \(A\) ও \(B\) শীর্ষবিন্দু দুইটির স্থানাঙ্ক \((3, 5)\) এবং \((7, -1)\) । \(C\) বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ\((11, 2)\)

\(Q.3.(viii)\) \(ABC\) ত্রিভুজের \(BC\), \(CA\) এবং \(AB\) বাহুর মধ্যবিন্দু যথাক্রমে \((3, -5)\), \((5, -2)\) এবং \((-2, -1)\) হলে, \((a)\) \(A, \ B, \ C\) শীর্ষত্রয়ের স্থানাঙ্ক নির্ণয় কর। \((b)\) ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ\((a) A(0, 2), B(-4, -4), C(10, -6)\); \((b) G(2, -\frac{8}{3})\)

\(Q.3.(ix)\) \(ABC\) ত্রিভুজের \(BC\), \(CA\) এবং \(AB\) বাহুর মধ্যবিন্দু যথাক্রমে \((2, 4)\), \((5, 0)\) এবং \((4, -2)\) হলে, \((a)\) \(A, \ B, \ C\) শীর্ষত্রয়ের স্থানাঙ্ক নির্ণয় কর। \((b)\) ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \(A(7, -6), B(1, 2), C(3, 6)\) এবং ভরকেন্দ্র \(G\left(\frac{11}{3}, \frac{2}{3}\right)\)

\(Q.3.(x)\) \(ABC\) ত্রিভুজের শীর্ষত্রয় \(A(10, 20)\), \(B(20, 30)\) এবং \(C(30, 10)\)। \(ABC\) ত্রিভুজের ভরকেন্দ্র \(G\) হলে \(GBC\) ত্রিভুজের \(GD\) মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃমধ্যমার দৈর্ঘ্য \(5\) একক।

\(Q.3.(xi)\) স্থানাঙ্কের সাহায্যে প্রমাণ কর যে, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা এর তৃতীয় বাহুর অর্ধেক।

carte
\(Q.3.(xii)\) চিত্রে \(G, \ \triangle{ABC}\) এর ভরকেন্দ্র; \(D, \ BC\) এর মধ্যবিন্দু এবং \(EB\perp{BC}\)। দেখাও যে, \(G\) বিন্দুটি \(AD\) রেখাকে \(2:1\) অনুপাতে অন্তর্বিভক্ত করে।
যঃ ২০১৭

Read Board Question3
Q.4-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.4.(i)\) \(ABCD\) সামান্তরিকের \(A, \ B, \ C\) এর স্থানাঙ্ক যথাক্রমে \((-2, -1)\), \((1, 3)\) এবং \((1, 6)\) হলে, \(D\) বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ\((-2, 2)\)

\(Q.4.(ii)\) \(ABCD\) রম্বসের \(A, \ B, \ C\) এর স্থানাঙ্ক যথাক্রমে \((-2, -1)\), \((1, 3)\) এবং \((5, 6)\) হলে, \(D\) বিন্দুর স্থানাঙ্ক এবং রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় কর।
উত্তরঃ\(D(2, 2)\)

\(Q.4.(iii)\) \(ABCD\) বর্গক্ষেত্রের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে \(A(8, 8)\), \(B(9, -5)\) এবং \(C(-4, -6)\) হলে, এর চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এবং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় কর।
উত্তরঃ \((-5, 7)\); \(170\) বর্গ একক।
রাঃ ২০০৩; কুঃ ২০১৩; রুয়েটঃ ২০০৬-২০০৭।

\(Q.4.(iv)\) \(ABCD\) আয়তক্ষেত্রের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে \((3, 2)\), \((2, -1)\) এবং \((8, -3)\)। এর চতুর্থ শীর্ষবিন্দু \(D\) এর স্থানাঙ্ক এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর।
উত্তরঃ\((9, 0)\); \(20\) বর্গ একক।
ঢাঃ ২০০৩, চঃ ২০০৬, বঃ ২০১৪

\(Q.4.(v)\) যদি \(A(2, 5)\), \(B(5, 9)\) এবং \(D(6, 8)\) বিন্দু তিনটি \(ABCD\) রম্বসের শীর্ষবিন্দু হয়, তাহলে চতুর্থ শীর্ষবিন্দু \(C\) এর স্থানাঙ্ক এবং রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় কর।
উত্তরঃ\(C(9, 12); \ 7\) বর্গ একক।
ঢাঃ ২০১০, ২০০৫, সিঃ ২০০৯, বঃ ২০০৯

\(Q.4.(vi)\) কোন সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দু দুইটির স্থানাঙ্ক \((3, -4)\) এবং \((-6, 5)\)। এর তৃতীয় শীর্ষবিন্দু \((-2, -1)\) হলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণিয় কর।
উত্তরঃ চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \((-1, 2)\).
ঢাঃ ২০০৭, রাঃ ২০১৪, চঃ ২০১৪, সিঃ ২০১৪, যঃ ২০১১, বঃ ২০০৮উত্তরঃ

\(Q.4.(vii)\) \(ABCD\) রম্বসের \(A(1, 2), \ C(5, 6)\) এবং \(B\) শীর্ষ \(x\) অক্ষের উপর অবস্থিত। \(B\) ও \(D\) শীর্ষের স্থানাংক নির্ণয় কর। প্রমাণ কর যে এটি বর্গ নয়।
উত্তরঃ\(B(7, 0), \ D(-1, 8)\)

\(Q.4.(viii)\) একটি আয়তক্ষেত্রের একটি বাহুর প্রান্তবিন্দু \((2, 1), \ (6, 5)\) এবং কর্ণের দৈর্ঘ্য \(8\) একক। অপর কর্ণের প্রান্তদ্বয় নির্ণয় কর।
উত্তরঃ\((10, 1), \ (6, -3)\) অথবা \((2, 9), \ (-2, 5)\)

\(Q.4.(ix)\) বর্গের একটি কর্ণের প্রান্তবিন্দু \((5, 0), \ (9, 4)\) হলে, অপর কর্ণের প্রান্তদ্বয় নির্ণয় কর।
উত্তরঃ\((5, 4)\) ও \((9, 0)\)

\(Q.4.(x)\) একটি বৃত্তের কেন্দ্রের স্থানাংক \((4, 3)\)। বৃত্তটির একটি ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয়ের একটির স্থানাংক \((4, 6)\) হলে, অপর প্রান্ত বিন্দুর স্থনাংক নির্ণয় কর।
উত্তরঃ\((4, 0)\)

\(Q.4.(xi)\) \(A(5, 3), \ B(-2, 0)\) এবং \(C(1, 1)\) বিন্দু তিনটি একটি বৃত্তের উপর অবস্থিত হলে, বৃত্তের কেন্দ্র ও ত্রিভুজ \(ABC\) এর ভরকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর।
উত্তরঃ\(26.74\) একক (প্রায়)

Read Board Question4
Q.5-এর সৃজনশীল প্রশ্নসমূহ
Read Creative Question
ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
Read Admission Question

Read More

Post List

Mathematics

Geometry 11 and 12 standard
Algebra 11 and 12 standard
Trigonometry 11 and 12 standard
Diff. Calculus 11 and 12 standard
Int. Calculus 11 and 12 standard
Geometry Honours course standard
Vector 11 and 12 standard
Vector Honours course standard
Algebra 9 and 10 standard
    Coming Soon !

Chemistry