সমতলে বৃত্ত
Circle on the plane
barcode
এ অধ্যায়ের পাঠ্যসূচী।
ঐতিহাসিক পটভূমি ( Historical Background )
বৃত্ত
The Circle
straight3
ইউক্লিড
৩০০ খ্রিষ্টপূর্বাব্দে ইউক্লিড তাঁর এলিমেন্ট গ্রন্থের তৃতীয় খন্ডে বৃত্তের বৈশিষ্ট্যসমূহের উপর আলোচনা করেন।
বক্ররেখার মধ্যে বৃত্ত সর্বাধীক পরিচিত এবং গুরুত্বপূর্ণ। স্কুল গণিতে বৃত্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে। কোনো সমতলে একটি চলমান বিন্দু এমনভাবে পরিভ্রমণ করে যে, চলমান বিন্দু হতে ঐ সমতলস্থ কোনো নির্দিষ্ট বিন্দুর দূরত্ব সর্বদা সমান হয়, তবে উক্ত চলমান বিন্দুর সঞ্চারপথটিই বৃত্ত। নির্দিষ্ট দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ এবং নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে। গ্রীক শব্দ 'Kirkos' থেকে বৃত্ত (Circle) শব্দটি এসেছে। 'Kirkos' শব্দটির অর্থ আংটা।
বৃত্ত সম্পর্কে মানুষের ধারণা আক্রিতিক। গ্রিক দার্শনিক ইউক্লিড straight3 ইউক্লিড (৩০০-২৫০ খ্রিষ্টপূর্ব) বিখ্যাত গ্রিক গণিতজ্ঞ। তার লেখা গ্রন্থগুলির মধ্যে মাত্র তিনটির সন্ধান পাওয়া গিয়েছে এগুলো, ডাটা, অপটিক্স ও এলিমেন্টস। এলিমেন্টস বইটি মোট ১৩ খণ্ডে প্রকাশিত হয়েছিল। , প্লেটোর straight3 প্লেটো (Plato) (খ্রিষ্টপূর্ব ৪২৭ - খ্রিষ্টপূর্ব ৩৪৭) বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক। তিনি দার্শনিক সক্রেটিসের ছাত্র ছিলেন এবং দার্শনিক এরিস্টটল তার ছাত্র ছিলেন। এবং আর্কিমিডিস straight3 আর্কিমিডিস (২৮৭-২১২ খ্রিষ্টপূর্ব) একজন গ্রিক গণিতবিদ, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী, জ্যোতির্বিদ ও দার্শনিক। তাঁকে গণিতের জনক বলা হয়। বৃত্তের পরিমার্জন করেন। ১৭০০ খ্রিস্টাব্দে রাইন্ড প্যাপিরাস straight3The late Alexander Henry Rhind was the only surviving son of Josiah Rhind of Sibster, banker in Wick. He was born on the 26th July 1833, and during his earlier years pursued his studies at the Pulteneytown Academy, under the tuition of Mr Andrew Scott, now Professor of Oriental Languages in the University of Aberdeen. He then proceeded to the University of Edinburgh, where he became a student in the class of Natural History in the session of 1848-49, and in the class of Natural Philosophy in the session of 1849-50. ( Rhind Papyrus) বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের একটি পদ্ধতি উদ্ভাবন করেন। গাড়ীর চাকা, চন্দ্র, সূর্য এবং গাছের প্রস্তছেদ প্রভৃতি বস্তু বৃত্তাকার দেখায়। স্থানাংক জ্যামিতিতে, ক্যালকুলাসে, জ্যোতির্বিদ্যায় এবং কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনে বৃত্ত সম্পর্কিত অধ্যয়ন গুরুত্বপূর্ণ। প্রাচীন সভ্যতায় যোগাযোগের মাধ্যম চাকাবৃত্তের ধারণা থেকে সৃষ্ট, যা এই উত্তর আধুনিক সভ্যতায় বিস্ময় এনেছে। উচ্চমাধ্যমিক গণিতে বৃত্তকে সমীকরণের মাধ্যমে উপস্থাপন ও সংশ্লিষ্ট কতিপয় বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে।
বৃত্ত
Circle
সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরত্বে অবস্থিত বিন্দুসমুহের সেট দ্বারা উৎপন্ন জ্যামিতিক চিত্রকে বৃত্ত (Circle) বলা হয়। নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র (Center) এবং স্থির দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ (Radius) বলে।
বৃত্তের সমীকরণ চিহ্নিতকরণের উপায়
Methods of identifying the equation of a circle
\(x\) ও \(y\) এর দ্বিঘাত সমীকরণে \(x^{2}\) ও \(y^{2}\) এর সহগদ্বয় সমান এবং \(xy\) সম্বলিত পদের সহগ শুন্য \((0)\) হলে, তা বৃত্ত প্রকাশ করে।
কেন্দ্র মূলবিন্দু এবং নির্দিষ্ট ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের সমীকরণ
Equation of circle with center origin and fixed radius
কেন্দ্র মূলবিন্দু তথা \(O(0, 0)\) এবং ব্যাসার্ধ \(r \ (r>0)\) বৃত্তের সমীকরণ।
\(x^{2}+y^{2}=r^{2}\)

প্রমাণঃ
ধরি,straight3 সঞ্চারপথের উপর চলমান বিন্দুটি \(P(x, y)\) ।
\(O, P\) যোগ করি। \(P\) বিন্দু হতে \(X\) অক্ষের উপর \(PN\) লম্ব টানি।
এখানে,
\(OP=r\) ➜ বৃত্তের ব্যাসার্ধ
\(ON=x, PN=y\)
\(\triangle OPN\) সমকোণী। \(OP\) ইহার অতিভুজ।
\(\therefore ON^{2}+PN^{2}=OP^{2}\)
\(\Rightarrow x^{2}+y^{2}=r^{2}\)
ইহাই নির্ণেয় বৃত্তের সমীকরণ।
নির্দিষ্ট কেন্দ্র এবং ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের সমীকরণ
Equation of circle with fixed center and radius
কেন্দ্র \(P(h, k)\) এবং ব্যাসার্ধ \(r \ (r>0)\) বৃত্তের সমীকরণ।
\((x-h)^{2}+(y-k)^{2}=r^{2}\)

প্রমাণঃ
দেওয়া আছে,straight3
কেন্দ্র \(C(h, k)\) এবং ব্যাসার্ধ \(r \ (r>0)\)
ধরি,
সঞ্চারপথের উপর চলমান বিন্দুটি \(P(x, y)\) ।
\(C, P\) যোগ করি। \(C\) এবং \(P\) বিন্দু হতে \(X\) অক্ষের উপর যথাক্রমে \(CM\) এবং \(PN\) লম্ব টানি।
এখানে,
\(CP=r\) ➜ বৃত্তের ব্যাসার্ধ
\(ON=x, PN=y, OM=h, CM=k\)
\(CQ=MN=ON-OM=x-h\)
\(PQ=PN-QN=PN-CM=y-k\) ➜ \(\because CM=QN\)
\(\triangle CPQ\) সমকোণী। \(CP\) ইহার অতিভুজ।
\(\therefore CQ^{2}+PQ^{2}=CP^{2}\)
\(\Rightarrow (x-h)^{2}+(y-k)^{2}=r^{2}\)
ইহাই নির্ণেয় বৃত্তের সমীকরণ।
বৃত্তের সাধারণ সমীকরণ
General equation of circle
বৃত্তের সাধারণ সমীকরণ।
\(x^{2}+y^{2}+2gx\)\(+2fy+c=0\)
কেন্দ্রঃ \((-g, -f)\)
ব্যাসার্ধঃ \(=\sqrt{g^{2}+f^{2}-c}\) যখন, \((g^{2}+f^{2}>c)\)

প্রমাণঃ
আমরা জানি,straight3
কেন্দ্র \(C(h, k)\) এবং ব্যাসার্ধ \(r \ (r>0)\) হলে,
বৃত্তের সমীকরণ হয়,
\(\Rightarrow (x-h)^{2}+(y-k)^{2}=r^{2} ..........(1)\)
এখন,
কেন্দ্র \(C(h, k)\Rightarrow c(-g, -f)\)
অর্থাৎ \(h=-g, k=-f\)
এবং ব্যাসার্ধ \(r \Rightarrow \sqrt{g^{2}+f^{2}-c}\) হলে,
\((1)\) সমীকরণ হতে পাই,
\((x+g)^{2}+(y+f)^{2}=(\sqrt{g^{2}+f^{2}-c})^{2}\)
\(\Rightarrow x^{2}+2gx+g^{2}+y^{2}+2fy+f^{2}=g^{2}+f^{2}-c\)
\(\Rightarrow x^{2}+2gx+g^{2}+y^{2}+2fy+f^{2}-g^{2}-f^{2}+c=0\)
\(\Rightarrow x^{2}+y^{2}+2gx+2fy+c=0\)
ইহাই বৃত্তের নির্ণেয় সাধারণ সমীকরণ।
বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্যঃ
\((a)\) এটি \(x, y\) সম্বলিত একটি দ্বিঘাত সমীকরণ।
\((b)\) \(x^{2}\) এবং \(y^{2}\) এর সহগদ্বয় সমান হবে।
\((c)\) \(xy\) সম্বলিত কোনো পদ থাকবে না।
\((d)\) \(g^{2}+f^{2}>c\) হবে।
সাধারণ দ্বিঘাত সমীকরণ
General quadratic equation
\(x, y\) সম্বলিত সধারণ দ্বিঘাত সমীকরণ।
\(ax^{2}+2hxy+by^{2}\)\(+2gx+2fy+c=0\)
সাধারণ দ্বিঘাত সমীকরণের বৃত্ত প্রকাশ করার শর্তাবলীঃ
\((a)\) \(x^{2}\) এবং \(y^{2}\) এর সহগদ্বয় সমান হবে, অর্থাৎ \(a=b\)।straight3
\((b)\) \(xy\) সম্বলিত কোনো পদ থাকবে না, অর্থাৎ \(h=0\)।
\((c)\) \(g^{2}+f^{2}>c\) হবে।
এই ক্ষেত্রে বৃত্তের,
কেন্দ্রঃ \((-g, -f)\)
ব্যাসার্ধঃ \(=\sqrt{g^{2}+f^{2}-c}\) যখন, \((g^{2}+f^{2}>c)\)
নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্র এবং একটি নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সমীকরণ
Equation of a circle with center at a given point and through a given point
কেন্দ্র \((h, k)\) এবং \((\alpha, \beta)\) বিন্দুগামী বৃত্তের সমীকরণ।
\((x-h)^{2}+(y-k)^{2}\)\(=(\alpha-h)^{2}+(\beta-k)^{2}\)
কেন্দ্রঃ \((h, k)\)
ব্যাসার্ধঃ \(=\sqrt{(\alpha-h)^{2}+(\beta-k)^{2}}\)

প্রমাণঃ
আমরা জানি,straight3
কেন্দ্র \(C(h, k)\) এবং ব্যাসার্ধ \(r \ (r>0)\) হলে,
বৃত্তের সমীকরণ হয়,
\(\Rightarrow (x-h)^{2}+(y-k)^{2}=r^{2} ..........(1)\)
\((1)\) নং বৃত্তটি \((\alpha, \beta)\) বিন্দু দিয়ে যায়,
\(\therefore (\alpha-h)^{2}+(\beta-k)^{2}=r^{2}\)
\(\Rightarrow r^{2}=(\alpha-h)^{2}+(\beta-k)^{2}\)
\(r^{2}\) এর এই মান \((1)\) এ বসিয়ে পাই,
\((x-h)^{2}+(y-k)^{2}=(\alpha-h)^{2}+(\beta-k)^{2} \)
ইহাই নির্ণেয় বৃত্তের সমীকরণ।
নির্দিষ্ট দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ
The equation of a circle is the diameter of the line joining two given points
\((x_{1}, y_{1})\) এবং \((x_{2}, y_{2})\) বিন্দু দুইটির সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ।
\((x-x_{1})(x-x_{2})+\)\((y-y_{1})(y-y_{2})=0\)

প্রমাণঃ
মনে করি,straight3
\(A(x_{1}, y_{1})\), \(B(x_{2}, y_{2})\)
এবং বৃত্তের পরিধীর উপর চলমান বিন্দু \(P(x, y)\)
\(A, P\) এবং \(B, P\) যোগ করি।
এখন,
\(\angle APB\) অর্ধবৃত্তস্থ বিধায় এক সমকোণ।
\(\therefore PA\perp PB\)
\(PA\) এর ঢাল \(m_{1}=\frac{y-y_{1}}{x-x_{1}}\)
\(PB\) এর ঢাল \(m_{2}=\frac{y-y_{2}}{x-x_{2}}\)
শর্তমতে,
\(m_{1}\times m_{2}=-1\)
\(\Rightarrow \frac{y-y_{1}}{x-x_{1}}\times \frac{y-y_{2}}{x-x_{2}}=-1\)
\(\Rightarrow \frac{(y-y_{1})(y-y_{2})}{(x-x_{1})(x-x_{2})}=-1\)
\(\Rightarrow (y-y_{1})(y-y_{2})=-(x-x_{1})(x-x_{2})\)
\(\therefore (x-x_{1})(x-x_{2})+(y-y_{1})(y-y_{2})=0\)
ইহাই নির্ণেয় বৃত্তের সমীকরণ।
মূলবিন্দুগামী বৃত্তের সাধারণ সমীকরণ
General equation of the circle passing through the origin
মূলবিন্দুগামী বৃত্তের সাধারণ সমীকরণ
\(x^{2}+y^{2}+2gx+2fy=0\)

প্রমাণঃ
আমরা জানি,straight3
বৃত্তের সাধারণ সমীকরণ,
\(x^{2}+y^{2}+2gx+2fy+c=0 ..........(1)\)
\((1)\) নং বৃত্ত মূলবিন্দু তথা \(O(0, 0)\) দিয়ে যায়,
\(0^{2}+0^{2}+2g.0+2f.0+c=0\)
\(\Rightarrow 0+0+0+0+c=0\)
\(\Rightarrow 0+c=0\)
\(\Rightarrow c=0\)
\(c\) এর এই মান \((1)\) এ বসিয়ে পাই,
\(x^{2}+y^{2}+2gx+2fy+0=0\)
\(\therefore x^{2}+y^{2}+2gx+2fy=0\)
ইহাই নির্ণেয় মূলবিন্দুগামী বৃত্তের সাধারণ সমীকরণ।
বৃত্তের সাধারণ সমীকরণের অক্ষদ্বয়কে স্পর্শ করার শর্ত
The condition of touching two axes of the general equation of a circle
বৃত্তের সাধারণ সমীকরণ \(x^{2}+y^{2}+2gx+2fy+c=0\) এর অক্ষদ্বয়কে স্পর্শ করার শর্ত
\(X\) অক্ষকে স্পর্শ করার শর্তঃ
\(g^{2}=c\)
\(Y\) অক্ষকে স্পর্শ করার শর্তঃ
\(f^{2}=c\)
উভয় অক্ষকে স্পর্শ করার শর্তঃ
\(g^{2}=f^{2}=c\)

প্রমাণঃ
\(X\) অক্ষকে স্পর্শ করার শর্তঃ
আমরা জানি, straight3
বৃত্তের সাধারণ সমীকরণ,
\(x^{2}+y^{2}+2gx+2fy+c=0 ..........(1)\)
কেন্দ্রঃ \((-g, -f)\)
ব্যাসার্ধঃ \(=\sqrt{g^{2}+f^{2}-c}\) যখন, \((g^{2}+f^{2}>c)\)
\((1)\) নং বৃত্ত , যখন \(X\) অক্ষকে স্পর্শ করে তখন কেন্দ্রের \(y\) স্থানাংক ব্যাসার্ধের সমান হয়,
\(\therefore \sqrt{g^{2}+f^{2}-c}=-f\)
\(\Rightarrow g^{2}+f^{2}-c=(-f)^{2}\)
\(\Rightarrow g^{2}+f^{2}-c=f^{2}\)
\(\Rightarrow g^{2}+f^{2}-c-f^{2}=0\)
\(\Rightarrow g^{2}-c=0\)
\(\therefore g^{2}=c\)
ইহাই নির্ণেয় শর্ত।
\(Y\) অক্ষকে স্পর্শ করার শর্তঃ
আমরা জানি, straight3
বৃত্তের সাধারণ সমীকরণ,
\(x^{2}+y^{2}+2gx+2fy+c=0 ..........(1)\)
কেন্দ্রঃ \((-g, -f)\)
ব্যাসার্ধঃ \(=\sqrt{g^{2}+f^{2}-c}\) যখন, \((g^{2}+f^{2}>c)\)
\((1)\) নং বৃত্ত , যখন \(Y\) অক্ষকে স্পর্শ করে তখন কেন্দ্রের \(x\) স্থানাংক ব্যাসার্ধের সমান হয়,
\(\therefore \sqrt{g^{2}+f^{2}-c}=-g\)
\(\Rightarrow g^{2}+f^{2}-c=(-g)^{2}\)
\(\Rightarrow g^{2}+f^{2}-c=g^{2}\)
\(\Rightarrow g^{2}+f^{2}-c-g^{2}=0\)
\(\Rightarrow f^{2}-c=0\)
\(\therefore f^{2}=c\)
ইহাই নির্ণেয় শর্ত।
উভয় অক্ষকে স্পর্শ করার শর্তঃ
আমরা জানি, straight3
বৃত্তের সাধারণ সমীকরণ,
\(x^{2}+y^{2}+2gx+2fy+c=0 ..........(1)\)
কেন্দ্রঃ \((-g, -f)\)
ব্যাসার্ধঃ \(=\sqrt{g^{2}+f^{2}-c}\) যখন, \((g^{2}+f^{2}>c)\)
\((1)\) নং বৃত্তের উভয় অক্ষকে স্পর্শ করার শর্ত,
\((a)\) ও \((b)\) হতে প্রাপ্ত,
\(g^{2}=f^{2}=c\)
ইহাই নির্ণেয় শর্ত।
বৃত্তের সাধারণ সমীকরণ যখন উভয় অক্ষকে ছেদ করে
General equation of the circle when it intersects both axes
বৃত্তের সাধারণ সমীকরণ \(x^{2}+y^{2}+2gx+2fy+c=0\) যখন অক্ষদ্বয়কে ছেদ করে।
\(X\) অক্ষের ছেদিতাংশের পরিমাণঃ
\(=2\sqrt{g^{2}-c}\)
\(Y\) অক্ষের ছেদিতাংশের পরিমাণঃ
\(=2\sqrt{f^{2}-c}\)

প্রমাণঃ
\(X\) অক্ষের ছেদিতাংশ নির্ণয়ঃ
আমরা জানি, straight3
বৃত্তের সাধারণ সমীকরণ,
\(x^{2}+y^{2}+2gx+2fy+c=0 ..........(1)\)
ধরি,
\((1)\) নং বৃত্তটি \(X\) অক্ষকে \(A(x_{1}, 0)\) ও \(B(x_{2}, 0)\) বিন্দুতে ছেদ করে,
সুতরাং, \((1)\) নং সমীকরণে \(y=0\) বসিয়ে পাই,
\(x^{2}+2gx+c=0\) যা \(x\) এর দ্বিঘাত সমীকরণ যার মূলদ্বয় \(x_{1}\) ও \(x_{2}\)।
\(\therefore\) মূলদ্বয়ের যোগফল, \(x_{1}+x_{2}=-2g\)
এবং মূলদ্বয়ের গুনফল, \(x_{1}x_{2}=c\)
সুতরাং, বৃত্তটি দ্বারা \(X\) অক্ষের ছেদিতাংশের পরিমাণ \(=|x_{1}-x_{2}|\)
\(=\sqrt{(x_{1}-x_{2})^{2}}\)
\(=\sqrt{(x_{1}+x_{2})^{2}-4x_{1}x_{2}}\)
\(=\sqrt{(-2g)^{2}-4c}\)
\(=\sqrt{4g^{2}-4c}\)
\(=\sqrt{4(g^{2}-c)}\)
\(=2\sqrt{g^{2}-c}\)
ইহাই নির্ণেয় ছেদিতাংশ ।
\(Y\) অক্ষের ছেদিতাংশ নির্ণয়ঃ
আমরা জানি, straight3
বৃত্তের সাধারণ সমীকরণ,
\(x^{2}+y^{2}+2gx+2fy+c=0 ..........(1)\)
ধরি,
\((1)\) নং বৃত্তটি \(Y\) অক্ষকে \(C(x_{1}, 0)\) ও \(D(x_{2}, 0)\) বিন্দুতে ছেদ করে,
সুতরাং, \((1)\) নং সমীকরণে \(x=0\) বসিয়ে পাই,
\(y^{2}+2fy+c=0\) যা \(y\) এর দ্বিঘাত সমীকরণ যার মূলদ্বয় \(y_{1}\) ও \(y_{2}\)।
\(\therefore\) মূলদ্বয়ের যোগফল, \(y_{1}+y_{2}=-2f\)
এবং মূলদ্বয়ের গুনফল, \(y_{1}y_{2}=c\)
সুতরাং, বৃত্তটি দ্বারা \(Y\) অক্ষের ছেদিতাংশের পরিমাণ \(=|y_{1}-y_{2}|\)
\(=\sqrt{(y_{1}-y_{2})^{2}}\)
\(=\sqrt{(y_{1}+y_{2})^{2}-4y_{1}y_{2}}\)
\(=\sqrt{(-2f)^{2}-4c}\)
\(=\sqrt{4f^{2}-4c}\)
\(=\sqrt{4(f^{2}-c)}\)
\(=2\sqrt{f^{2}-c}\)
ইহাই নির্ণেয় ছেদিতাংশ ।
একটি বৃত্ত ও একটি সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ
Equation of the intersection of a circle and a straight line
\(x^{2}+y^{2}+2gx\)\(+2fy+c=0\) বৃত্ত ও \(ax+by+c_{1}=0\) সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ।
\(x^{2}+y^{2}+2gx+2fy+c+k(ax+by+c_{1})=0\)
\(k\) শুন্য ব্যতীত যে কোনো বাস্তব সংখ্যা (ইচ্ছামূলক ধ্রুবক)।
দুইটি নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সমীকরণ 'খলিফার নিয়ম'
Equation of two circles through fixed points 'Rule of the Caliph'
দুইটি নির্দিষ্ট বিন্দু \((x_{1}, y_{1})\) এবং \((x_{2}, y_{2})\) দিয়ে গমনকারী বৃত্তের সমীকরণ। (খলিফার নিয়ম)
\((x-x_{1})(x-x_{2})+(y-y_{1})(y-y_{2})+\)\(k\{(x-x_{1})(y_{1}-y_{2})-(y-y_{1})(x_{1}-x_{2})\}=0\)

প্রমাণঃ
ধরি,straight3
\(A(x_{1}, y_{1})\) ও \(B(x_{2}, y_{2})\)
\(AB\) কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ,
\((x-x_{1})(x-x_{2})+(y-y_{1})(y-y_{2})=0 ......(1)\)
আবার,
\(AB\) সরলরেখার সমীকরণ,
\(\frac{x-x_{1}}{x_{1}-x_{2}}=\frac{y-y_{1}}{y_{1}-y_{2}}\)
\(\Rightarrow (x-x_{1})(y_{1}-y_{2})=(y-y_{1})(x_{1}-x_{2})\)
\(\Rightarrow (x-x_{1})(y_{1}-y_{2})-(y-y_{1})(x_{1}-x_{2})=0 ....(2)\)
\((1)\) নং বৃত্ত ও \((2)\) নং সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ,
\((x-x_{1})(x-x_{2})+(y-y_{1})(y-y_{2})+\)\(k\{(x-x_{1})(y_{1}-y_{2})-(y-y_{1})(x_{1}-x_{2})\}=0\)
ইহাই নির্ণেয় বৃত্তের সমীকরণ।
বৃত্তের সাপেক্ষে কোনো বিন্দুর আপেক্ষিক অবস্থান
The relative position of a point with respect to a circle
\((x_{1}, y_{1})\) বিন্দুটির \(f(x,y)\equiv x^{2}+y^{2}\)\(+2gx+2fy+c=0\) বৃত্তের সাপেক্ষে আপেক্ষিক অবস্থান।
বাহিরে অবস্থান করার শর্তঃ
\(f(x_{1},y_{1})>0\)
পরিধীর উপরে অবস্থান করার শর্তঃ
\(f(x_{1},y_{1})=0\)
ভিতরে অবস্থান করার শর্তঃ
\(f(x_{1},y_{1})<0 \)

প্রমাণঃ
\(A(x_{1}, y_{1})\) বিন্দু বৃত্তের বাহিরে অবস্থিত।
আমরা জানি, straight3
বৃত্তের সাধারণ সমীকরণ,
\(f(x,y)\equiv x^{2}+y^{2}+2gx+2fy+c=0 ...(1)\)
কেন্দ্রঃ \(C(-g, -f)\)
ব্যাসার্ধঃ \(=\sqrt{g^{2}+f^{2}-c}\) যখন, \((g^{2}+f^{2}>c)\)
\((1)\) হতে \(f(x_{1},y_{1})\equiv x_{1}^{2}+y_{1}^{2}+2gx_{1}+2fy_{1}+c=0 ...(2)\)
\(A, C\) যোগ করি,
\(AC\) রেখা বৃত্তের পরিধীকে \(D\) বিন্দুতে ছেদ করে।
এখানে,
ব্যাসার্ধঃ \(CD=\sqrt{g^{2}+f^{2}-c}\)
\(\because A\) বৃত্তের বাহিরে অবস্থিত,
\(\therefore AC>CD\)
\(\Rightarrow AC^{2}>CD^{2}\)
\(\Rightarrow (x_{1}+g)^{2}+(y_{1}+f)^{2}>(\sqrt{g^{2}+f^{2}-c})^{2}\)
\(\Rightarrow x^{2}_{1}+2x_{1}g+g^{2}+y^{2}_{1}+2y_{1}f+f^{2}>g^{2}+f^{2}-c\)
\(\Rightarrow x^{2}_{1}+2x_{1}g+g^{2}+y^{2}_{1}+2y_{1}f+f^{2}-g^{2}-f^{2}+c>0\)
\(\Rightarrow x^{2}_{1}+y^{2}_{1}+2x_{1}g+2y_{1}f+c>0\)
\(\therefore f(x_{1},y_{1})>0\)
\(\therefore A(x_{1}, y_{1})\) বিন্দু বৃত্তের বাহিরে অবস্থিত হবে যদি,
\(f(x_{1},y_{1})>0\) হয়।
\(A(x_{1}, y_{1})\) বিন্দু বৃত্তের পরিধীর উপর অবস্থিত।
আমরা জানি, straight3
বৃত্তের সাধারণ সমীকরণ,
\(f(x,y)\equiv x^{2}+y^{2}+2gx+2fy+c=0 ...(1)\)
কেন্দ্রঃ \(C(-g, -f)\)
ব্যাসার্ধঃ \(=\sqrt{g^{2}+f^{2}-c}\) যখন, \((g^{2}+f^{2}>c)\)
\((1)\) হতে \(f(x_{1},y_{1})\equiv x_{1}^{2}+y_{1}^{2}+2gx_{1}+2fy_{1}+c...(2)\)
\(A, C\) যোগ করি,
এখানে,
ব্যাসার্ধঃ \(AC=\sqrt{g^{2}+f^{2}-c}\)
\(\because A\) বৃত্তের পরিধীর উপর অবস্থিত,
\(\therefore AC=\sqrt{g^{2}+f^{2}-c}\)
\(\Rightarrow AC^{2}=\sqrt{g^{2}+f^{2}-c}^{2}\)
\(\Rightarrow (x_{1}+g)^{2}+(y_{1}+f)^{2}=(\sqrt{g^{2}+f^{2}-c})^{2}\)
\(\Rightarrow x^{2}_{1}+2x_{1}g+g^{2}+y^{2}_{1}+2y_{1}f+f^{2}=g^{2}+f^{2}-c\)
\(\Rightarrow x^{2}_{1}+2x_{1}g+g^{2}+y^{2}_{1}+2y_{1}f+f^{2}-g^{2}-f^{2}+c=0\)
\(\Rightarrow x^{2}_{1}+y^{2}_{1}+2x_{1}g+2y_{1}f+c=0\)
\(\therefore f(x_{1},y_{1})=0\)
\(\therefore A(x_{1}, y_{1})\) বিন্দু বৃত্তের পরিধীর উপর অবস্থিত হবে যদি,
\(f(x_{1},y_{1})=0\) হয়।
\(A(x_{1}, y_{1})\) বিন্দু বৃত্তের ভিতরে অবস্থিত।
আমরা জানি, straight3
বৃত্তের সাধারণ সমীকরণ,
\(f(x,y)\equiv x^{2}+y^{2}+2gx+2fy+c=0 ...(1)\)
কেন্দ্রঃ \(C(-g, -f)\)
ব্যাসার্ধঃ \(=\sqrt{g^{2}+f^{2}-c}\) যখন, \((g^{2}+f^{2}>c)\)
\((1)\) হতে \(f(x_{1},y_{1})\equiv x_{1}^{2}+y_{1}^{2}+2gx_{1}+2fy_{1}+c=0 ...(2)\)
\(A, C\) যোগ করি,
\(CA\) রেখার বর্ধিতাংশ বৃত্তের পরিধীকে \(D\) বিন্দুতে ছেদ করে।
এখানে,
ব্যাসার্ধঃ \(CD=\sqrt{g^{2}+f^{2}-c}\)
\(\because A\) বৃত্তের ভিতরে অবস্থিত,
\(\therefore CD>AC \)
\(\Rightarrow CD^{2}>AC^{2}\)
\(\Rightarrow (\sqrt{g^{2}+f^{2}-c})^{2}>(x_{1}+g)^{2}+(y_{1}+f)^{2}\)
\(\Rightarrow g^{2}+f^{2}-c>x^{2}_{1}+2x_{1}g+g^{2}+y^{2}_{1}+2y_{1}f+f^{2}\)
\(\Rightarrow x^{2}_{1}+2x_{1}g+g^{2}+y^{2}_{1}+2y_{1}f+f^{2}-g^{2}-f^{2}+c<0\)
\(\Rightarrow x^{2}_{1}+y^{2}_{1}+2x_{1}g+2y_{1}f+c<0\)
\(\therefore f(x_{1},y_{1})<0\)
\(\therefore A(x_{1}, y_{1})\) বিন্দু বৃত্তের ভিতরে অবস্থিত হবে যদি,
\(f(x_{1},y_{1})<0\) হয়।
দুইটি বৃত্তের পরস্পরকে স্পর্শ করার শর্ত
The condition of two circles touching each other
\(S_{1}\equiv x^{2}+y^{2}+2g_{1}x\)\(+2f_{1}y+c_{1}=0 ....(1)\) বৃত্তের,
কেন্দ্রঃ \(C_{1}\)
ব্যাসার্ধঃ \(r_{1}\)
\(S_{2}\equiv x^{2}+y^{2}+2g_{2}x+2f_{2}y+c_{2}=0 ....(2)\) বৃত্তের,
কেন্দ্রঃ \(C_{2}\)
ব্যাসার্ধঃ \(r_{2}\)
কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব \(=C_{1}C_{2}\)
বৃত্তদ্বয় পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করার শর্তঃ
\(C_{1}C_{2}=r_{1}+r_{2}\) straight3
বৃত্তদ্বয় পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করার শর্তঃ
\(C_{1}C_{2}=|r_{1}-r_{2}|\) straight3
দুইটি বৃত্তের সাধারণ জ্যা এর সমীকরণ
Equation of common chord of two circles
\(S_{1}\equiv x^{2}+y^{2}+2g_{1}x+2f_{1}y+c_{1}=0 ....(1)\)
\(S_{2}\equiv x^{2}+y^{2}+2g_{2}x+2f_{2}y+c_{2}=0 ....(2)\)
বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা এর সমীকরণ,
\(S_{1}-S_{2}=0 .....(3)\)straight3
দুইটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ
Equation of the circle to the point of intersection of two circles
\(S_{1}\equiv x^{2}+y^{2}+2g_{1}x+2f_{1}y+c_{1}=0 ....(1)\)
\(S_{2}\equiv x^{2}+y^{2}+2g_{2}x+2f_{2}y+c_{2}=0 ....(2)\)
বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা এর সমীকরণ,
\(S_{1}-S_{2}=0 .....(3)\)
বৃত্তদ্বয়ের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ,
\(S_{1}+k(S_{1}-S_{2})=0\)straight3
\(k\) শুন্য ব্যতীত যে কোনো বাস্তব সংখ্যা (ইচ্ছামূলক ধ্রূবক)।
পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ
Equation of circle in polar coordinates
\(x^{2}+y^{2}=a^{2} ....(1)\)
বৃত্ত \((1)\) এর পোলার সমীকরণ,
\(r=a\)
কেন্দ্রের পোলার স্থানাংক \((0, 0^{o})\)
ব্যাসার্ধ \(=a\)
পরিধিস্থ সাধারণ বিন্দুর পোলার স্থানাংক \((r, \theta)\)
\((x-h)^{2}+(y-k)^{2}=a^{2} ....(2)\)
বৃত্ত \((2)\) এর পোলার সমীকরণ,
\(r^{2}-2rr_{1}\cos(\theta-\theta_{1})+r^{2}_{1}=a^{2}\)
কেন্দ্রের পোলার স্থানাংক \((r_{1}, \theta_{1})\)
ব্যাসার্ধ \(=a\)
পরিধিস্থ সাধারণ বিন্দুর পোলার স্থানাংক \((r, \theta)\)
\(x^{2}+y^{2}+2gx+2fy+c=0 ....(3)\)
বৃত্ত \((3)\) এর পোলার সমীকরণ,
\(r^{2}-2rr_{1}\cos(\theta-\theta_{1})+c=0\)

প্রমাণঃ
বৃত্তের সমীকরণ \(x^{2}+y^{2}=a^{2}\)।
আমরা জানি, straight3
কেন্দ্র মূলবিন্দু তথা \(O(0, 0)\) এবং ব্যাসার্ধ \(a \ (a>0)\) বৃত্তের সমীকরণ
\(x^{2}+y^{2}=a^{2} ........(1)\)
বৃত্তের উপর যে কোনো বিন্দু \(P(x, y)\) এর পোলার স্থানাঙ্ক \(P(r\cos\theta, r\sin\theta)\) হলে,
\(x=r\cos\theta, \ y=r\sin\theta\)
তবে, \( (1)\) হতে পাই,
\((r\cos\theta)^{2}+(r\sin\theta)^{2}=a^{2}\)
\(\Rightarrow r^{2}\cos^{2}\theta+r^{2}\sin^{2}\theta=a^{2}\)
\(\Rightarrow r^{2}(\cos^{2}\theta+\sin^{2}\theta)=a^{2}\)
\(\Rightarrow r^{2}.1=a^{2}\) ➜ \(\because \cos^{2}\theta+\sin^{2}\theta=1\)
\(\Rightarrow r^{2}=a^{2}\)
\(\therefore r=a\)
ইহাই নির্ণেয় পোলার সমীকরণ।
বৃত্তের সমীকরণ \((x-h)^{2}+(y-k)^{2}=a^{2}\)।
আমরা জানি, straight3
কেন্দ্র \(C(h, k)\) ব্যাসার্ধ \(a\)
বৃত্তের সমীকরণ,
\((x-h)^{2}+(y-k)^{2}=a^{2} ....(2)\)
মনে করি,
বৃত্তের উপর যে কোনো বিন্দু \(P(x, y)\) এর পোলার স্থানাঙ্ক \(P(r\cos\theta, r\sin\theta)\)
এবং কেন্দ্র \(C(h, k)\) এর পোলার স্থানাঙ্ক \(P(r_{1}\cos\theta_{1}, r_{1}\sin\theta_{1})\)
তাহলে,
\(x=r\cos\theta, y=r\sin\theta\) এবং \(h=r_{1}\cos\theta_{1}, k=r_{1}\sin\theta_{1}\)
\((2)\) হতে,
\(\Rightarrow (r\cos\theta-r_{1}\cos\theta_{1})^{2}+(r\sin\theta-r_{1}\sin\theta_{1})^{2}=a^{2}\)
\(\Rightarrow r^{2}\cos^{2}\theta+r^{2}_{1}\cos^{2}\theta_{1}-2rr_{1}\cos\theta\cos\theta_{1}+r^{2}\sin^{2}\theta+\)\(r^{2}_{1}\sin^{2}\theta_{1}-2rr_{1}\sin\theta\sin\theta_{1}=a^{2}\)
\(\Rightarrow r^{2}(\cos^{2}\theta+\sin^{2}\theta)-2rr_{1}(\cos\theta\cos\theta_{1}+\sin\theta\sin\theta_{1})\)\(+r^{2}_{1}(\cos^{2}\theta_{1}+\sin^{2}\theta_{1})=a^{2}\)
\(\Rightarrow r^{2}.1-2rr_{1}\cos(\theta-\theta_{1})+r^{2}_{1}.1=a^{2}\)
\(\therefore r^{2}-2rr_{1}\cos(\theta-\theta_{1})+r^{2}_{1}=a^{2}\)
ইহাই নির্ণেয় পোলার সমীকরণ।
বৃত্তের সমীকরণ \(x^{2}+y^{2}+2gx+2fy+c=0\)।
আমরা জানি, straight3
বৃত্তের সাধারণ সমীকরণ,
\(x^{2}+y^{2}+2gx+2fy+c=0 ...(3)\)
কেন্দ্রঃ \(C(-g, -f)\)
ব্যাসার্ধঃ \(=\sqrt{g^{2}+f^{2}-c}\) যখন, \((g^{2}+f^{2}>c)\)
মনে করি,
বৃত্তের উপর যে কোনো বিন্দু \(P(x, y)\) এর পোলার স্থানাঙ্ক \(P(r\cos\theta, r\sin\theta)\)
এবং কেন্দ্র \(C(-g, -f)\) এর পোলার স্থানাঙ্ক \(P(r_{1}\cos\theta_{1}, r_{1}\sin\theta_{1})\)
তাহলে,
\(x=r\cos\theta, y=r\sin\theta\) এবং \(-g=r_{1}\cos\theta_{1}, -f=r_{1}\sin\theta_{1}\)
\((3)\) হতে,
\(x^{2}+y^{2}+2gx+2fy+c=0\)
\(\Rightarrow x^{2}+2gx+g^{2}+y^{2}+2fy+f^{2}-g^{2}-f^{2}+c=0\)
\(\Rightarrow (x+g)^{2}+(y+f)^{2}-g^{2}-f^{2}+c=0\)
\(\Rightarrow \{x-(-g)\}^{2}+\{y-(-f)\}^{2}-(-g)^{2}-(-f)^{2}+c=0\)
\(\Rightarrow (r\cos\theta-r_{1}\cos\theta_{1})^{2}+(r\sin\theta-r_{1}\sin\theta_{1})^{2}-\)\((r_{1}\cos\theta_{1})^{2}-(r_{1}\sin\theta_{1})^{2}+c=0\)
\(\Rightarrow r^{2}\cos^{2}\theta+r^{2}_{1}\cos^{2}\theta_{1}-2rr_{1}\cos\theta\cos\theta_{1}+r^{2}\sin^{2}\theta+\)\(r^{2}_{1}\sin^{2}\theta_{1}\)\(-2rr_{1}\sin\theta\sin\theta_{1}-r^{2}_{1}\cos^{2}\theta_{1}-r^{2}_{1}\sin^{2}\theta_{1}+c=0\)
\(\Rightarrow r^{2}(\cos^{2}\theta+\sin^{2}\theta)-2rr_{1}(\cos\theta\cos\theta_{1}+\)\(\sin\theta\sin\theta_{1})+c=0\)
\(\Rightarrow r^{2}.1-2rr_{1}\cos(\theta-\theta_{1})+c=0\)
\(\therefore r^{2}-2rr_{1}\cos(\theta-\theta_{1})+c=0\)
ইহাই নির্ণেয় পোলার সমীকরণ।
বৃত্তের পরামিতিক সমীকরণ
Parametric equation of circle
\(x^{2}+y^{2}=a^{2} ....(1)\)
বৃত্ত \((1)\) এর পরামিতিক সমীকরণ,
\(x=a\cos{\theta}, \ y=a\sin{\theta}\)
\((x-h)^{2}+(y-k)^{2}=r^{2} ....(2)\)
বৃত্ত \((2)\) এর পরামিতিক সমীকরণ,
\(x=h+r\cos{\theta}, \ y=k+r\sin{\theta}\)
উদাহরণসমুহ
\(Ex.1.\) একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যার কেন্দ্র \((2, -3)\) এবং ব্যাসার্ধ \(5\)।
উত্তরঃ \(x^{2}+y^{2}-4x+6y-12=0\)।

\(Ex.2.\) \(2x^{2}+2y^{2}-2x+6y-15=0\) বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় কর।
উত্তরঃ কেন্দ্র \(\left(\frac{1}{2}, -\frac{3}{2}\right)\); ব্যাসার্ধ \(\sqrt{10}\).

\(Ex.3.\) একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যার কেন্দ্র \((4, -8)\) বিন্দুতে এবং যা \(Y\) অক্ষকে স্পর্শ করে।
উত্তরঃ \(x^{2}+y^{2}-8x+16y+64=0\).
সিঃ ২০০৬; যঃ ২০০৮।

\(Ex.4.\) \((3, 0)\) এবং \((-4, 1)\) বিন্দু দিয়ে যায় এরূপ একটি বৃত্তের কেন্দ্র \(Y\) অক্ষের উপর অবস্থিত। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-8y-9=0\).
চঃ ২০০৫।

\(Ex.5.\) একটি বৃত্ত \((-6, 5)\), \((-3, -4)\) এবং \((2, 1)\) বিন্দুত্রয় দিয়ে অতিক্রম করে। বৃত্তটির সমীকরণ, কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় কর। মূলবিন্দু কি বৃত্তের ভিতরে না বাহিরে অবস্থিত?
উত্তরঃ \(x^{2}+y^{2}+6x-2y-15=0\); কেন্দ্র \((-3, 1)\); ব্যাসার্ধ \(=5\)
মূলবিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থান করে।
বঃ ২০০২; দিঃ ২০০৯।

\(Ex.6.\) \((0, -1)\) ও \((2, 3)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে একটি বৃত্ত অঙ্কন করা হলো। বৃত্তটির সমীকরণ এবং \(X\) অক্ষের ছেদাংশের পরিমাণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-2x-2y-3=0\); \(X\) অক্ষের ছেদাংশ \(=4\)
যঃ ২০১২।

\(Ex.7.\) \(2x-y=3\) রেখার উপর অবস্থিত কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত \((3, -2)\) ও \((-2, 0)\) বিন্দুদ্বয় দিয়ে যায়। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}+3x+12y+2=0\)
ঢাঃ ২০০৮; বঃ ২০১০,২০১২; রাঃ ২০১০,২০১৩।

\(Ex.8.\) এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(X\) অক্ষকে \((4, 0)\) বিন্দুতে স্পর্শ করে এবং যার দ্বারা \(Y\) অক্ষের ছেদাংশের পরিমাণ \(6\) একক। দেখাও যে এরূপ দুইটি বৃত্ত পাওয়া যায়।
উত্তরঃ \(x^{2}+y^{2}-8x\pm10y+16=0\)
বুয়েটঃ ২০১১-২০১২; কুয়েটঃ ২০০৫-২০০৬; বিআইটিঃ ১৯৯৯-২০০০; ঢাঃ ২০০৯; সিঃ ২০১৫,২০১২,২০০৫; কুঃ ২০১০,২০১২; যঃ ২০০৯,২০১১; রাঃ ২০১৪,২০১২,২০০৯; দিঃ ২০১৩; মাঃ ২০১৪।

\(Ex.9.\) একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যার কেন্দ্র \((4, 5)\) এবং যা \(x^{2}+y^{2}+4x-6y-12=0\) বৃত্তের কেন্দ্র দিয়ে যায়।
উত্তরঃ \(x^{2}+y^{2}-8x-10y+1=0\)
ঢাঃ ২০১২; রাঃ ২০১২; কুঃ ২০১২, ২০১৩; চঃ২০১২; সিঃ ২০০৮; যঃ ২০১১

\(Ex.10.\) \(C(1, 2)\) কেন্দ্রবিশিষ্ট বৃত্তটি \(X\) অক্ষকে স্পর্শ করে। এর সমীকরণ নির্ণয় করে ইহা \(Y\) অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-2x-4y+1=0\); \(Y\) অক্ষের ছেদিতাংশের পরিমাণ \(2\sqrt{3}\)
ঢাঃ ২০০৯; রাঃ ২০০৭; কুঃ ২০০৫, বঃ ২০০৭,২০১০,২০১৫; দিঃ২০১১

\(Ex.11.\) \(OA=3\) এবং \(OB=5\) হলে, \(O, A, B\) বিন্দুগামী বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-3x-5y=0\)
ঢাঃ ২০১১; রাঃ ২০১১; কুঃ ২০০৫, বঃ ২০০৮,সিঃ ২০০৭,২০১২; বঃ২০০৮, যঃ ২০০৯, ২০১৩,চঃ২০১২

\(Ex.12.\) একটি বৃত্ত \((1, 2)\) ও \((3, 2)\) বিন্দু দিয়ে যায় এবং \(X\) অক্ষকে স্পর্শ করে। তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(2x^{2}+2y^{2}-8x-5y+8=0\)
ঢাঃ ২০১০, ২০১৩; বঃ ২০০৯; কুঃ ২০০৬, যঃ ২০১০,সিঃ ২০০৯,২০১২; চঃ ২০১১, দিঃ২০১২

\(Ex.13.\) \((4, 3)\) কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(x^{2}+y^{2}=4\) বৃত্তকে বহিঃস্থভাবে স্পর্শ করে।
উত্তরঃ \(x^{2}+y^{2}-8x-6y+16=0\)
বঃ ২০০6; রাঃ ২০০৭, ২০১১ যঃ ২০১৫,ঢাঃ ২০০৮,২০১০

\(Ex.14.\) পোলগামী বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় কর যার কেন্দ্র \((4, 45^{o})\)।
উত্তরঃ \(r^{2}=8r\cos(\theta-45^{o})\)

\(Ex.15.\) এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় যা \(Y\) অক্ষকে \((0, -3)\) বিন্দুতে স্পর্শ করে এবং \(Y\) অক্ষ হতে যার কেন্দ্রের দূরত্ব \(4\) একক।
উত্তরঃ \(x^{2}+y^{2}\pm 8x+6y+9=0\)

\(Ex.16.\)
\(r^{2}-4r(\cos\theta+\sqrt{3}\sin\theta)+7=0....(1)\)
\(3x+4y=12 .....(2)\)
\((a)\) \((x-2)^{2}+(y+3)^{2}=5^{2}\) বৃত্ত দ্বারা \(X\) অক্ষের ছেদাংশ নির্ণয় কর।
\((b)\) \((1)\) নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় কর।
\((c)\) \((2)\) নং সরলরেখা এবং অক্ষ দ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ 8\); \((b)\) কেন্দ্র \((4, 60^{o})\); \((c) \ x^{2}+y^{2}-4x-3y=0\)

\(Ex.17.\) \(3x^{2}+3y^{2}-5x-6y+4=0\) বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় কর।
উত্তরঃ কেন্দ্র \(\left(\frac{5}{6}, 1\right)\); ব্যাসার্ধ \(\frac{\sqrt{13}}{6}\).

\(Ex.18.\) একটি বৃত্ত \((2, 1)\), \((10, 1)\) এবং \((2, -5)\) বিন্দুত্রয় দিয়ে অতিক্রম করে। বৃত্তটির সমীকরণ, কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-12x+4y+15=0\); কেন্দ্র \((6, -2)\); ব্যাসার্ধ \(=5\)

\(Ex.19.\) \((3, -10)\) কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত \((11, -16)\) বিন্দু দিয়ে যায়। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-6x+20y+9=0\)

\(Ex.20.\) একটি বৃত্ত \(Y\) অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে এবং \((3, -4)\) বিন্দু দিয়ে যায়। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(3x^{2}+3y^{2}-25x=0\)

\(Ex.21.\) এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(X\) অক্ষকে \((4, 0)\) বিন্দুতে স্পর্শ করে এবং \(Y\) অক্ষ থেকে \(6\) একক দীর্ঘ একটি জ্যা খণ্ডিত করে।
উত্তরঃ \(x^{2}+y^{2}-8x\pm 10y+16=0\)
ঢাঃ ২০০৯; বঃ ২০১৪; কুঃ ২০১০, যঃ ২০১১, ২০০৯; সিঃ ২০০৫; চঃ২০০৯, রাঃ২০১৪, ২০০৯, ২০০০

\(Ex.22.\) একটি বৃত্ত মূলবিন্দু দিয়ে যায় এবং \(X\) ও \(Y\) অক্ষ দুইটির ধনাত্মক দিক থেকে যথাক্রমে \(h\) ও \(k\) অংশ ছেদ করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-hx-ky=0\)
ঢাঃ ২০১৪; কুঃ ২০১১।

\(Ex.23.\) \(\frac{1}{2}\sqrt{10}\) ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্ত \((1, 1)\) বিন্দু দিয়ে অতিক্রম করে এবং বৃত্তটির কেন্দ্র \(y=3x-7\) রেখার উপর অবস্থিত। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-5x-y+4=0\)
ঢাঃ ২০১১,২০১৪; দিঃ ২০১৫; চঃ ২০০৯; সিঃ ২০১৩,২০০৮,২০০৩; রাঃ ২০০৮,২০০৩; কুঃ ২০১৬,২০০৭,২০০৩; যঃ ২০০৬; মাঃ ২০১০।

\(Ex.24.\) \((4, -2)\) কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত \(x^{2}+y^{2}-2y-15=0\) বৃত্তকে বহিঃস্থভাবে স্পর্শ কর। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-8x+4y+19=0\)

\(Ex.25.\) একটি বৃত্তের কেন্দ্র \((6, \frac{\pi}{4})\) এবং ব্যাসার্ধ \(5\) একক হলে, বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(r^{2}-12r\cos(\theta-\frac{\pi}{4})+11=0\)

\(Ex.26.\) \((1, 2)\) কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত \(X\) অক্ষকে স্পর্শ করে। এর সমীকরণ ও \(Y\) অক্ষ থেকে তা কি পরিমাণ অংশ ছেদ করে তাও নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-2x-4y+1=0\); \(Y\) অক্ষের ছেদাংশ \(2\sqrt{3}\) একক।
ঢাঃ ২০০৯; বঃ ২০১৫, ২০১০;দিঃ ২০১১

\(Ex.27.\) \(x=0\), \(y=0\) এবং \(x=a\) রেখা তিনটিকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(4(x^{2}+y^{2})-4ax\pm 4ay+a^{2}=0\)
কুঃ ২০১১; ২০০৪; বঃ ২০০৭;রাঃ ২০০৫; যঃ ২০০১।

\(Ex.28.\) এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা মূলবিন্দু থেকে \(-4\) একক দূরত্বে \(Y\) অক্ষকে স্পর্শ করে এবং \(X\) অক্ষ থেকে \(6\) একক দীর্ঘ একটি জ্যা খন্ডন করে।
উত্তরঃ \(x^{2}+y^{2}\pm 10x+8y+16=0\)
দিঃ ২০১৬,২০১০; চঃ ২০১৩,২০০৬; রাঃ ২০০৪।

\(Ex.29.\) \(3x+4y=12\) সরলরেখা এবং অক্ষ দ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তঃবৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-4x-3y=0\)
\(x^2+y^2-2x-2y+1=0\)

\(Ex.30.\) কেন্দ্র \((0, 0)\) এবং ব্যাসার্ধ \(\sqrt{2}a\) বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(r=\sqrt{2}a\)

Read Example
Q.1-এর সংক্ষিপ্ত প্রশ্নসমূহ
নিম্নোলিখিত বৃত্তের সমীকরণগুলি পোলার স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ কর।
\(Q.1.(i).(a)\) \(x^{2}+y^{2}=25\)
উত্তরঃ \(r=5\)

নিম্নোলিখিত বৃত্তের সমীকরণগুলি পোলার স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ কর।
\(Q.1.(i).(b)\) \(x^{2}+y^{2}-ax=0\)
উত্তরঃ \(r=a\cos\theta\)

\(Q.1.(i).(c)\) \(x^{2}+y^{2}-by=0\)
উত্তরঃ \(r=b\sin\theta\)

\(Q.1.(i).(d)\) কেন্দ্র \((4, 30^{o})\), ব্যাসার্ধ \(5\)
উত্তরঃ \( r^{2}-8r\cos(\theta-\frac{\pi}{6})-9=0\)

\(Q.1.(i).(e)\) কেন্দ্র \((3, 0^{o})\) এবং পোলগামী
উত্তরঃ \(r=6\cos\theta\)

\(Q.1.(i).(f)\) পোল, \((a, 0^{o})\) এবং \((b, 90^{o})\) বিন্দুগামী।
উত্তরঃ \(r=a\cos\theta+b\sin\theta\)

\(Q.1.(i).(g)\) \(x^{2}+y^{2}-3x=0\)
উত্তরঃ \(r=3\cos\theta\)

\(Q.1.(i).(h)\) \(x^{2}+y^{2}-4x+5y+9=0\)
উত্তরঃ \(r^{2}+r(5\sin{\theta}-4\cos{\theta})+9=0\)

নিম্নোলিখিত বৃত্তের সমীকরণগুলি কার্তেসীয় স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ কর।
\(Q.1.(ii).(a)\) \(r^{2}-12r\cos(\theta-\frac{\pi}{4})+11=0\)
উত্তরঃ \((a) \ \sqrt{2}(x^{2}+y^{2})-(12x+12y)+11\sqrt{2}=0\)

নিম্নোলিখিত বৃত্তের সমীকরণগুলি কার্তেসীয় স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ কর।
\(Q.1.(ii).(b)\) \(r^{2}=8r\cos(\theta-45^{o})\)
উত্তরঃ \(\sqrt{2}(x^{2}+y^{2})-8x-8y=0\)

\(Q.1.(ii).(c)\) \(r=a\)
উত্তরঃ \(x^{2}+y^{2}=a^{2}\)

\(Q.1.(ii).(d)\) \(r^{2}-4r(\cos\theta+\sqrt{3}\sin\theta)+7=0\)
উত্তরঃ \((d) x^{2}+y^{2}-4(x+\sqrt{3}y)+7=0\)

নিম্নোলিখিত বৃত্তগুলির কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় কর।
\(Q.1.(iii).(a)\) \(x^{2}+y^{2}-8x+6y+9=0\)
উত্তরঃ \( (4, -3), 4\)

নিম্নোলিখিত বৃত্তগুলির কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় কর।
\(Q.1.(iii).(b)\) \(4(x^{2}+y^{2})+24x-4y-27=0\)
উত্তরঃ \(\left(-3, \frac{1}{2}\right), 4\)

\(Q.1.(iii).(c)\) \(x^{2}+y^{2}-by=0\)
উত্তরঃ \(\left(0, \frac{b}{2}\right), \frac{b}{2}\)

\(Q.1.(iii).(d)\) \(r^{2}-4\sqrt{3}r\cos\theta-4r\sin\theta+15=0\)
উত্তরঃ \(\left(4, \frac{\pi}{6}\right), 1\)

\(Q.1.(iii).(e)\) \(r=2a\cos\theta\)
উত্তরঃ \((a, 0^{o}), a\)

\(Q.1.(iii).(f)\) \(x^{2}+y^{2}=2gx-2fy\)
উত্তরঃ \((g, -f), \sqrt{g^{2}+f^{2}}\)

\(Q.1.(iii).(g)\) \(2(x^{2}+y^{2})-3x+4y=0\)
উত্তরঃ \((\frac{3}{4}, -1), \frac{5}{4}\)

\(Q.1.(iii).(h)\) \(3(x^2+y^2)-5x+y+1=0\)
উত্তরঃ \(\left(\frac{5}{6}, -\frac{1}{6}\right), \frac{\sqrt{14}}{6} \)
দিঃ ২০১৭

\(Q.1.(iii).(i)\) \(2x^2+2y^2+4x+6y-8=0\)
উত্তরঃ \(\left(-1, -\frac{3}{2}\right), \frac{\sqrt{29}}{2} \)
চঃ ২০১৭

\(Q.1.(iii).(j)\) \(3x^2+3y^2-12x+15y-6=0\)
উত্তরঃ \(\left(2, -\frac{5}{2}\right), \frac{7}{2} \)
বঃ ২০১৭

\(Q.1.(iii).(k)\) \(r=6\cos\theta+4\sin\theta\)
উত্তরঃ \((3, 2), \sqrt{13}\)

\(Q.1.(iii).(l)\) \(r=a\cos\theta\)
উত্তরঃ \((a, 0^{o}), a\)

\(Q.1.(iii).(m)\) \(5(x^{2}+y^{2})+25x-6y-12=0\)
উত্তরঃ \(\left(-\frac{5}{2}, \frac{3}{5}\right), \frac{\sqrt{901}}{10}\)

\(Q.1.(iii).(m)\) \(2x^{2}+2y^{2}-3x+y-1=0\)
উত্তরঃ \(\left(\frac{3}{4}, -\frac{1}{4}\right), \frac{3\sqrt{2}}{4}\)

\(Q.1.(iii).(n)\) \(2x^{2}+2y^{2}+4x+6y+2=0\)
উত্তরঃ \(\left(-1, -\frac{3}{2}\right), \frac{3}{2}\)

\(Q.1.(iii).(O)\) \(r=2\)
উত্তরঃ \((0, 0), 2\)

\(Q.1.(iii).(p)\) \(x^{2}+y^{2}-6x-8y-75=0\)
উত্তরঃ \((3, 4), 10\)

\(Q.1.(iii).(q)\) \(5x^{2}+5y^{2}-8x+6y-15=0\) বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় কর।
উত্তরঃ কেন্দ্র \(\left(\frac{4}{5}, -\frac{3}{5}\right)\); ব্যাসার্ধ \(2\).

\(Q.1.(iii).(r)\) \(3(x^{2}+y^{2})+8x+6y+3=0\)
উত্তরঃ \(\left(-\frac{4}{3}, -1\right), \frac{4}{3}\)

\(Q.1.(iii).(s)\) \(2x^{2}+2y^{2}-x+3y+1=0\)
উত্তরঃ \(\left(\frac{1}{4}, -\frac{3}{4}\right), \frac{1}{2\sqrt{2}}\)

\(Q.1.(iii).(t)\) \(r^2+6r\sin\theta+5=0\)
উত্তরঃ \(\left(3, \frac{3\pi}{2}\right), \ 2\)

নিম্নে প্রদত্ত কেন্দ্র ও ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
\(Q.1.(iv).(a)\) কেন্দ্র \((3, -2)\) এবং ব্যাসার্ধ \(6\) ।
উত্তরঃ \(x^{2}+y^{2}-6x+4y-23=0\)

নিম্নে প্রদত্ত কেন্দ্র ও ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
\(Q.1.(iv).(b)\) কেন্দ্র \((a, b)\) এবং ব্যাসার্ধ \(\sqrt{a^{2}+b^{2}}\)
উত্তরঃ \(x^{2}+y^{2}-2ax-2by=0\)

\(Q.1.(iv).(c)\) কেন্দ্র \((1, 2)\) এবং ব্যাসার্ধ \(3\)
উত্তরঃ \((x-1)^2+(y-2)^2=9\)

\(Q.1.(iv).(d)\) কেন্দ্র \((0, a)\) এবং ব্যাসার্ধ \(a\)
উত্তরঃ কার্তেসীয় সমীকরণ, \(x^2+(y-a)^2=a^2\)
পোলার সমীকরণ, \(r=2a\sin\theta\)

\(Q.1.(iv).(e)\) কেন্দ্র \((2, 0)\) এবং ব্যাসার্ধ \(2\)
উত্তরঃ কার্তেসীয় সমীকরণ, \((x-2)^2+y^2=4\)
পোলার সমীকরণ, \(r=4\cos\theta\)

\(Q.1.(iv).(f)\) কেন্দ্র \((5, 60^{o})\) এবং ব্যাসার্ধ \(3\)
উত্তরঃ কার্তেসীয় সমীকরণ, \(x^2+y^2-5x-5\sqrt{3}y+16=0\)
পোলার সমীকরণ, \(r^2-10r\cos{(\theta-60^{o})}+16=0\)

\(Q.1.(iv).(g)\) কেন্দ্র \((-4, -3)\) এবং ব্যাসার্ধ \(5\)
উত্তরঃ কার্তেসীয় সমীকরণ, \((x+4)^2+(y+3)^2=25\)
পোলার সমীকরণ, \(r+8\cos\theta+6\sin\theta=0\)

\(Q.1.(iv).(h)\) কেন্দ্র \((-3, 4)\) এবং ব্যাস \(12\)
উত্তরঃ কার্তেসীয় সমীকরণ, \((x+3)^2+(y-4)^2=36\)
পোলার সমীকরণ, \(r^2+r(6\cos\theta-8\sin\theta)-11=0\)

\(Q.1.(iv).(i)\) কেন্দ্র মূলবিন্দু এবং ব্যাসার্ধ \(3\)
উত্তরঃ \(x^2+x^2=9\)

\(Q.1.(iv).(j)\) কেন্দ্র \((-2, 4)\) এবং ব্যাসার্ধ \(\sqrt{5}\)
উত্তরঃ \((x+2)^2+(y-4)^2=5\)

নিম্নে প্রদত্ত কেন্দ্র ও নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
\(Q.1.(v).(a)\) কেন্দ্র \((9, 4)\) এবং যা \((1, -2)\) বিন্দুগামী
উত্তরঃ \(x^{2}+y^{2}-18x-8y-3=0\)

নিম্নে প্রদত্ত কেন্দ্র ও নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
\(Q.1.(v).(b)\) কেন্দ্র \((4, -5)\) এবং যা মূলবিন্দুগামী
উত্তরঃ \(x^{2}+y^{2}-8x+10y=0\)

\(Q.1.(v).(c)\) কেন্দ্র \(\left(-3, \frac{5}{2}\right)\) এবং যা \((1, 2)\) বিন্দুগামী
উত্তরঃ \(x^{2}+y^{2}+6x-5y-1=0\)

\(Q.1.(v).(d)\) কেন্দ্র \((3, -10)\) এবং যা \((11, -16)\) বিন্দুগামী
উত্তরঃ \(x^{2}+y^{2}-6x+20y+9=0\)

\(Q.1.(vi)\) একটি বৃত্তের কেন্দ্র \((4, -5)\) এবং এটি মূলবিন্দুগামী। তার সমীকরণ এবং অক্ষ দুইটি থেকে তা কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-8x+10y=0\)
\(x\) অক্ষের ছেদাংশের পরিমান \(=8\) একক।
\(y\) অক্ষের ছেদাংশের পরিমান \(=10\) একক।
সিঃ ২০০৬; যঃ ২০০৮; কুঃ ২০১৪

\(Q.1.(vii)\) একটি বৃত্তের পরামিতিক সমীকরণ \(x^2=1-t^2\) এবং \(y=t\) হলে, বৃত্তটির কেন্দ্র নির্ণয় কর।
উত্তরঃ \((0, 0)\)
ঢাঃ,দিঃ,যঃ,সিঃ ২০১৮।

\(Q.1.(viii).(a)\) \(x^2+y^2-5x-3y-16=0\) বৃত্তের সাপেক্ষে \((1, 2)\) বিন্দুর অবস্থান নির্ণয় কর।
উত্তরঃ ভিতরে অবস্থান করে।

\(Q.1.(viii).(b)\) \(x^2+y^2-8x+7y-3=0\) বৃত্তের সাপেক্ষে \((-1, -1)\) বিন্দুর অবস্থান নির্ণয় কর।
উত্তরঃ বৃত্তের পরিধির উপর অবস্থান করে।

\(Q.1.(viii).(c)\) \(x^2+y^2+2x-4y-9=0\) বৃত্তের সাপেক্ষে \((2, -3)\) বিন্দুর অবস্থান নির্ণয় কর।
উত্তরঃ বৃত্তের বাহিরে অবস্থান করে।

\(Q.1.(viii).(d)\) দেখাও যে, \((7, 6)\) বিন্দুটি \(x^2+y^2=16\) বৃত্তের বাহিরে অবস্থিত।

\(Q.1.(viii).(e)\) দেখাও যে, \((1, 2)\) বিন্দুটি \(x^2+y^2-2x-3y-17=0\) বৃত্তের ভিতরে অবস্থিত।

\(Q.1.(viii).(f)\) দেখাও যে, \((3, 6)\) বিন্দুটি \(x^2+y^2=45\) বৃত্তের পরিধির উপরে অবস্থিত।

\(Q.1.(ix)\) একটি বৃত্তের কেন্দ্রের স্থানাংক \(\left(4, \frac{\pi}{4}\right)\) এবং বৃত্তটি \(x\) অক্ষকে স্পর্শ করে। বৃত্তটির পোলার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(r^2-8r\cos{\left(\theta-\frac{\pi}{4}\right)}+8=0\)

\(Q.1.(x)\) \(x^2+y^2-6x-10y-15=0\) বৃত্তের পরামিতিক সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x=3+7\cos{t}, \ y=5+7\sin{t}\)

\(Q.1.(xi)\) একটি বৃত্তের কেন্দ্র মূলবিন্দু থেকে ঋনাত্মক দিকে \(4\) একক দূরে \(x\) অক্ষের উপর অবস্থিত এবং ব্যাসার্ধ \(3\) একক। বৃত্তটির পোলার ও পরামিতিক সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(r^2+8r\cos{\theta}+7=0; \ x=-4+3\cos{t}, \ y=3\sin{t}\)

\(Q.1.(xii)\) \(x^2+y^2+2x-7y+5=0\) বৃত্ত দ্বারা \(y\) অক্ষের খন্ডিত অংশ নির্ণয় কর এবং বৃত্তটি যে \(x\) অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করে না তার সত্যতা যাচাই কর।
উত্তরঃ \(r^2+8r\cos{\theta}+7=0; \ x=-4+3\cos{t}, \ y=3\sin{t}\)

Read Short Question
Q.2-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.2.(i)\) \(k\) এর কোন মানের জন্য \((x-y+3)^{2}+(kx+2)(y-1)=0\) সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে। উত্তরঃ \(2\)

\(Q.2.(ii)\) \(ax^{2}+2hxy+by^{2}+2gx+2fy+c=0\) সমীকরণটি একটি বৃত্ত সূচিত করার শর্তগুলি লেখ এবং এ থেকে দেখাও যে, \(x^{2}+y^{2}+4x-6y+17=0\) সমীকরণটি কোন বাস্তব বৃত্ত সূচিত করে না।

\(Q.2.(iii).(a)\) এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং \((1, 8)\) বিন্দু দিয়ে যায়।
উত্তরঃ \(x^{2}+y^{2}-10x-10y+25=0\), \(x^{2}+y^{2}-26x-26y+169=0\)
কুঃ ২০১২, সিঃ ২০১৩

\(Q.2.(iii).(b)\) \(\sqrt{5}\) ব্যাসার্ধ বিশিষ্ট এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যার কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এবং উভয় অক্ষকে স্পর্শ করে।
উত্তরঃ \(x^2+y^2+2\sqrt{5}x-2\sqrt{5}y+5=0\)
চুয়েটঃ ২০০৮-২০০৯; কুঃ ২০১২, সিঃ ২০১৩,২০০৯ দিঃ ২০১৩; চঃ ২০০৯; যঃ ২০১১,২০০৯;।

\(Q.2.(iii).(c)\) অক্ষদ্বয়কে মূলবিন্দু থেকে ঋণাত্মক দিকে \(3\) একক দূরত্বে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2+6x+6y+9=0\)

\(Q.2.(iii).(d)\) এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং যার ব্যাসার্ধ \(a\)।
উত্তরঃ \(x^2+y^2+6x+6y+9=0\)

\(Q.2.(iii).(e)\) এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং \((-2, -1)\) বিন্দু দিয়ে অতিক্রম করে।
উত্তরঃ \(x^{2}+y^{2}+10x+10y+25=0;\) \(x^{2}+y^{2}+2x+2y+1=0\)

\(Q.2.(iii).(f)\) উভয় অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর যার কেন্দ্র \(x+2y=6\) রেখার উপর অবস্থিত।
উত্তরঃ \(x^{2}+y^{2}-4x-4y+4=0\)

\(Q.2.(iii).(g)\) একটি বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে যার কেন্দ্র তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। ব্যাসার্ধ \(\sqrt{2}\) হলে,সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2+2\sqrt{2}x+2\sqrt{2}y+2=0\)

\(Q.2.(iv).(a)\) একটি বৃত্ত \((2, 1)\), \((-6, 5)\) এবং \((-3, -4)\) বিন্দুত্রয় দিয়ে অতিক্রম করে । বৃত্তটির সমীকরণ, কেন্দ্র এবং বাসার্ধ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}+6x-2y-15=0, (-3, 1), 5\) একক।
দিঃ ২০০৯।

\(Q.2.(iv).(b)\) একটি বৃত্তের সমীকরণ, কেন্দ্র এবং বাসার্ধ নির্ণয় কর যা \((0, 1)\), \((1, 0)\) এবং \((2, 1)\) বিন্দুত্রয় দিয়ে অতিক্রম করে ।
উত্তরঃ \(x^{2}+y^{2}-2x-2y+1=0, (1, 1), 1\) একক।

\(Q.2.(iv).(c)\) একটি বৃত্ত \((2, 1)\), \((10, 1)\) এবং \((2, -5)\) বিন্দুত্রয় দিয়ে অতিক্রম করে । বৃত্তটির সমীকরণ, কেন্দ্র এবং বাসার্ধ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-12x+4y+15=0, (6, -2), 5\) একক।

\(Q.2.(iv).(d)\) \((1, 0)\), \((2, -2)\) এবং \((3, 1)\) বিন্দুত্রয় দিয়ে অতিক্রমকারী বৃত্তের সমীকরণ, কেন্দ্র এবং বাসার্ধ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-5x+y+4=0, \ \left(\frac{5}{2}, -\frac{1}{2}\right), \ \frac{\sqrt{10}}{2}\) একক।

\(Q.2.(iv).(e)\) \(r\) এর মান কত হলে \(r\) ব্যাসার্ধ বিশিষ্ট শুধুমাত্র একটি বৃত্ত পাওয়া যাবে যা \((6, 7)\) এবং \((12, 13)\) বিন্দুদ্বয় দিয়ে অতিক্রম করে।
উত্তরঃ \(3\sqrt{2}\)
রুয়েটঃ ২০০৭-২০০৮।

\(Q.2.(v).(a)\) একটি বৃত্তের কেন্দ্র \((4, -5)\) এবং তা মূলবিন্দু দিয়ে যায় । বৃত্তটির সমীকরণ নির্ণয় কর এবং বৃত্তটি অক্ষদ্বয় হতে কি পরিমাণ অংশ ছেদ করে তাও নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-8x+10y=0, \ 8, \ 10\)
সিঃ ২০০৬

\(Q.2.(v).(b)\) একটি বৃত্তের কেন্দ্র \((4, -5)\) এবং তা \(7, 2\) দিয়ে যায় । বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-8x+10y=0\)
সিঃ ২০০৬

\(Q.2.(vi)\) মূল নিয়মে প্রমণ কর যে, \((1, 5)\), \((7, -3)\) বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ \((x-1)(x-7)+(y-5)(y+3)=0\) । বৃত্তটির কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় কর।
উত্তরঃ \((4, 1), 5\)

\(Q.2.(vii)\) একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(x^{2}+y^{2}-4x+5y+9=0\) বৃত্তের সহিত এককেন্দ্রিক এবং \((2, -1)\) বিন্দুগামী ।
উত্তরঃ \(x^{2}+y^{2}-4x+5y+8=0 \)
দিঃ ২০১৩; কুঃ ২০০৫; যঃ ২০১০।

\(Q.2.(viii)\) একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যার কেন্দ্র \((7, 2)\) বিন্দুতে অবস্থিত এবং যা \(x^{2}+y^{2}-6x-10y-15=0\) বৃত্তের কেন্দ্র দিয়ে যায়।
উত্তরঃ \(x^{2}+y^{2}-14x-4y+28=0 \)
কুঃ ২০০৫; যঃ ২০০৪।

\(Q.2.(ix).(a)\) একটি বৃত্তের কেন্দ্র \((6, 0)\) এবং তা \(x^{2}+y^{2}-4x=0\) বৃত্ত ও \(x=3\) রেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রম করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-12x+24=0 \)
ঢাঃ ২০০৭; রাঃ ২০১৪,২০০৭; বঃ ২০১২,২০১২; চঃ ২০০৮; মাঃ ২০০৯,২০১৪; যঃ ২০১৩; দিঃ ২০১৪।

\(Q.2.(ix).(b)\) একটি বৃত্তের কেন্দ্র \((0, 3)\) এবং তা \(x^{2}+y^{2}-4y=0\) বৃত্ত ও \(y=2\) রেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রম করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-6y+4=0\)

\(Q.2.(x).(a)\) মূলবিন্দু এবং \(x^{2}+y^{2}-2x-4y-4=0\) বৃত্ত ও \(2x+3y+1=0\) রেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}+6x+8y=0 \)
চঃ ২০১১

\(Q.2.(x).(b)\) এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা মূলবিন্দু এবং \(x^{2}+y^{2}-4x-6y-7=0\) বৃত্ত ও \(2x+3y-12=0\) রেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রম করে।
উত্তরঃ \(12x^{2}+12y^{2}-62x-93y=0 \)

\(Q.2.(x).(c)\) \(x^{2}+y^{2}+6x+8y+21=0\) বৃত্ত ও \(x+y=6\) রেখার ছেদবিন্দুগামী এবং \(x^{2}+y^{2}=9\) বৃত্তের কেন্দ্রগামী বৃত্তটির সমীকরণ এবং বৃত্তটি দ্বারা \(x\) অক্ষ থেকে খন্ডিত জ্যা-এর দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}+6x+8y=0; \ \frac{19}{2}\) একক।
রাঃ ২০১৭।

\(Q.2.(xi).(a)\) মূলবিন্দু বিন্দু দিয়ে যায় এবং \(X\) ও \(Y\) অক্ষদ্বয়ের ধনাত্মক দিক হতে যথাক্রমে \(3\) ও \(5\) একক অংশ ছেদ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-3x-5y=0 \)
সিঃ ২০১৪,২০১২,২০০৭; ঢাঃ ২০১১,২০০৬,২০০৩; রাঃ ২০১১,২০০৬; যঃ ২০১৩, ২০০৯; চঃ ২০১২,২০০৫; দিঃ ২০১৪; বঃ ২০০৮,২০০৪; মাঃ ২০১২।

\(Q.2.(xi).(b)\) এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা প্রত্যেক অক্ষরেখাকে মূলবিন্দু থেকে ধনাত্মক দিকে \(5\) একক দূরত্বে স্পর্শ করে।
উত্তরঃ \(x^{2}+y^{2}-10x-10y+25=0 \)

\(Q.2.(xii).(a)\) \(b\) বাহুবিশিষ্ট \(OABC\) একটি বর্গ । \(OA\) এবং \(OC\) কে অক্ষ ধরে প্রমাণ কর যে, বর্গটির পরিবৃত্তের সমীকরণ হবে \(x^{2}+y^{2}=b(x+y)\)
রাঃ ২০১০, বঃ ২০১৩; ঢাঃ ২০০৫,২০১৫।

\(Q.2.(xii).(b)\) একটি বর্গের পরিবৃত্তের সমীকরণ \(x^{2}+y^{2}-5x+8y-39=0\)। একটি শীর্ষ \((-1, 3)\) হলে, অপর শীর্ষত্রয় নির্ণয় কর।
উত্তরঃ \(\left(\frac{19}{2}, -\frac{1}{2}\right), \ (6, -11), \ \left(-\frac{9}{2}, -\frac{15}{2}\right)\)

\(Q.2.(xii).(c)\) \(4\) একক বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায় তার ক্ষেত্রফল নির্ণয় কর।
উত্তরঃ \(8\pi\) বর্গ একক।
শাবিপ্রবিঃ ২০১২-২০১৩।

\(Q.2.(xiii)\) \(ax^{2}+2bxy-2y^{2}+8x+12y+6=0\) একটি বৃত্ত নির্দেশ করলে, \(a\) ও \(b\) এর মাণ নির্ণয় কর। অতপর বৃত্তটির কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় কর।
উত্তরঃ \(a=-2, b=0; (2, 3); 4\)

\(Q.2.(xiv).(a)\) দেখাও যে, \(x^{2}+y^{2}-8x-6y+16=0\) বৃত্তটি \(X\) অক্ষকে স্পর্শ করে ।

\(Q.2.(xiv).(b)\) \(x^{2}+y^{2}-4x-6y+c=0\) বৃত্তটি \(X\) অক্ষকে স্পর্শ করে। \(c\) এর মান ও স্পর্শবিন্দুর স্থানাংক নির্ণয় কর।
উত্তরঃ \(4, \ (2, 0)\)
ঢাঃ ২০০৭,২০১১; রাঃ ২০১২; যঃ ২০০৮,২০১১,২০১৪; চঃ ২০০৮; দিঃ ২০১৪; মাঃ ২০০৮,২০১৩।

\(Q.2.(xv)\) দেখাও যে, \(x^{2}+y^{2}-4x+6y-12=0\) এবং \(3x^{2}+3y^{2}-12x+18y+28=0\) বৃত্ত দুইটি এককেন্দ্রিক।

\(Q.2.(xvi).(a)\) প্রমণ কর যে, \((-2, 3)\), \((3, -4)\) বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ \((x+2)(x-3)+(y-3)(y+4)=0\)।
বঃ ২০০৩।

\(Q.2.(xvi).(b)\) \((3, 7)\), \((5, 9)\) বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ ।
উত্তরঃ \(x^2+y^2-8x-16y+78=0\)

locus4
\(Q.2.(xvii)\) চিত্রে \(C\) কেন্দ্রবিশীষ্ট বৃত্তটি দ্বারা \(x\) অক্ষের ছেদিতাংশ নির্ণয় কর।
উত্তরঃ \(\sqrt{89}\) একক।
রাঃ ২০১৯।

\(Q.2.(xviii)\) একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \((3, -1)\) বিন্দুগামী এবং \(x^{2}+y^{2}-6x+8y=0\) বৃত্তের সহিত এককেন্দ্রিক ।
উত্তরঃ \(x^{2}+y^{2}-6x+8y+16=0 \)
সিঃ ২০০১।

\(Q.2.(xix).(a)\) \(x^2+y^2+6x-6y-31=0\) বৃত্তটি \(x\) অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় কর।
উত্তরঃ \(4\sqrt{10}\) একক।
ঢাঃ ২০১৯

\(Q.2.(xix).(b)\) \(2x^2+2y^2+8x+4y+2=0\) বৃত্তটি \(y\) অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় কর।
উত্তরঃ \(0\)
মাঃ ২০১৯

\(Q.2.(xix).(c)\) একটি বৃত্ত মূলবিন্দু বিন্দু দিয়ে যায় এবং \(X\) ও \(Y\) অক্ষদ্বয়ের ধনাত্মক দিক হতে যথাক্রমে \(a\) ও \(b\) একক অংশ কর্তন করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-ax-by=0 \)
কুঃ ২০১১

\(Q.2.(xx)\) \((0, 0)\), \((2a, 0)\) এবং \((0, 2b)\) বিন্দু তিনটি দিয়ে অতিক্রমকারী বৃত্তের সমীকরণ, কেন্দ্র ও ব্যসার্ধ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-2ax-2by=0, (a, b), \sqrt{a^{2}+b^{2}}\)

\(Q.2.(xxi)\) তিনটি বিন্দুর স্থানাংক \(A(a, -1)\), \(B(0, -2)\) এবং \(C(-2, -4)\)। \(\triangle{ABC}\) এর ক্ষেত্রফল \(1\) হলে, \(C\) কেন্দ্রবিশিষ্ট এবং \(A\) বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((x+2)^{2}+(y+4)^{2}=25, \ (x+2)^{2}+(y+4)^{2}=13\)
সিঃ ২০১৭।

carte
\(Q.2.(xxii)\) যদি \(OD=3\sqrt{2}\) হয় তবে বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-4x-4y+6=0\)
ঢাঃ,দিঃ,যঃ,সিঃ ২০১৮।

carte
\(Q.2.(xxiii)\) \(A\) ও \(B\) বিন্দুর স্থানাংক নির্ণয় কর।
উত্তরঃ \(A(0 ,\sqrt{5}-3), \ B(0, -\sqrt{5}-3)\)
চঃ ২০১৯।

carte
\(Q.2.(xxiv)\) চিত্র হতে দেখাও যে, বৃত্তের সমীকরণ \(x^2+y^2-10x+6y+9=0\)
ঢাঃ ২০১৭।

carte
\(Q.2.(xxv)\) \(OA=3\) একক এবং \(OB=5\) একক হলে, চিত্রে বর্ণিত বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-3x-5y=0\)
বঃ ২০১৯।

locus4
\(Q.2.(xxvi)\) চিত্রে \(OA=4\) এবং \(OB=3\)। \(AB\parallel{CD}\) হলে, \(F\) ও \(D\) বিন্দুর সংযোজক সরলরেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-3x-5y=0\)
দিঃ ২০১৭।

Read Board Question2
Q.3-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.3.(i)\) \((2, 3)\) কেন্দ্রবিশিষ্ট এবং \(X\) অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর। বৃত্তটি \(Y\) অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-4x-6y+4=0; 2\sqrt{5}\)
বঃ ২০০১, ঢাঃ ২০০২; কুঃ ২০০৯।

\(Q.3.(ii).(a)\) একটি বৃত্তের কেন্দ্র \((-5, 7)\) এবং \(X\) অক্ষকে স্পর্শ করে তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}+10x-14y+25=0 \)
মাঃ ২০০৭।

\(Q.3.(ii).(b)\) একটি বৃত্তের কেন্দ্র \((1, -3)\) এবং \(X\) অক্ষকে স্পর্শ করে তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-2x+6y+1=0 \)

\(Q.3.(ii).(c)\) একটি বৃত্তের কেন্দ্র \((-2, -4)\) এবং \(y\) অক্ষকে স্পর্শ করে তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}+4x+8y+16=0 \)

\(Q.3.(ii).(d)\) \(C(2, -3)\) কেন্দ্র বিশিষ্ট বৃত্ত \(x\) অক্ষকে \((2, 0)\) বিন্দুতে স্পর্শ করে এবং \(y\) অক্ষকে \(A\) ও \(B\) বিন্দুতে ছেদ করে। \(A\) ও \(B\) বিন্দুর স্থানাংক নির্ণয় কর।
উত্তরঃ \(A(0, -3+\sqrt{5}), \ B(0, -3-\sqrt{5})\)
চঃ ২০১৯।

\(Q.3.(iii).(a)\) \(Y\) অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে এবং \(3x-4y+8=0\) রেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-8x=0 \); \(x^{2}+y^{2}+2x=0 \)

\(Q.3.(iii).(b)\) \(2x+3y-5=0\) রেখাটি \((3, 4)\) কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক। বৃত্তটি \(y\) অক্ষের যে অংশ ছেদ করে তার পরিমান নির্ণয় কর।
উত্তরঃ \(4\) একক।
কুঃ ২০১৪।

\(Q.3.(iv).(a)\) একটি বৃত্ত \(X\) অক্ষকে স্পর্শ করে এবং \((1, 2)\) ও \((3, 2)\) বিন্দু দিয়ে যায়। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(2(x^{2}+y^{2})-8x-5y+8=0 \)
দিঃ ২০১২, ঢাঃ ২০১৩

\(Q.3.(iv).(b)\) একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(x^{2}+y^{2}-2x-4y-4=0\) বৃত্তটির কেন্দ্র ও \((3, 2)\) বিন্দু দিয়ে অতিক্রম করে এবং \(X\) অক্ষকে স্পর্শ করে।
উত্তরঃ \(2(x^{2}+y^{2})-8x-5y+8=0 \)
যঃ ২০১৯।

\(Q.3.(v)\) একটি বৃত্ত \(X\) অক্ষকে মূলবিন্দিতে স্পর্শ করে এবং \((1, 3)\) বিন্দু দিয়ে যায়। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(3(x^{2}+y^{2})=10y \)

\(Q.3.(vi).(a)\) এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর যার কেন্দ্রের স্থানাঙ্ক \((3, 4)\) এবং যা \(x^{2}+y^{2}=9\) বৃত্তকে স্পর্শ করে।
উত্তরঃ \(x^{2}+y^{2}-6x-8y+21=0 \); \(x^{2}+y^{2}-6x-8y-39=0 \)
যঃ,চঃ ২০১০; বঃ ২০০৬।

\(Q.3.(vi).(b)\) \((4, 3)\) কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(x^{2}+y^{2}=4\) বৃত্তকে অন্তঃস্থভাবে স্পর্শ করে।
উত্তরঃ \(x^{2}+y^{2}-8x-6y-24=0\)

\(Q.3.(vii).(a)\) \(4\sqrt{2}\) বাহুবিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূলবিন্দুতে এবং এর বিপরীত শীর্ষ \(X\) অক্ষের উপর অবস্থিত। ঐ বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}\pm 8x=0 \)
যঃ ২০১০; ২০০৪।

\(Q.3.(vii).(b)\) \(6\sqrt{2}\) বাহুবিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূলবিন্দুতে এবং এর বিপরীত শীর্ষ \(y\) অক্ষের উপর অবস্থিত। ঐ বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}\pm12y=0 \)
দিঃ ২০১৯।

\(Q.3.(viii).(a)\) এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(y=4\), \(y=10\) এবং \(x=0\) রেখাত্রয়কে স্পর্শ করে।
উত্তরঃ \(x^{2}+y^{2}\pm6x-14y+49=0 \)

\(Q.3.(viii).(b)\) এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(y=2\), \(y=10\) এবং \(x=0\) রেখাত্রয়কে স্পর্শ করে।
উত্তরঃ \(x^2+y^2\pm8x-12y+36=0 \)
দিঃ ২০০৯।

\(Q.3.(viii).(c)\) এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(x=0\), \(y=0\) এবং \(3x-4y=12\) রেখাত্রয়কে স্পর্শ করে এবং কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত।
উত্তরঃ \(x^2+y^2-6x-6y+9=0 \)
দিঃ ২০০৯।

\(Q.3.(viii).(d)\) এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(y=0\), \(x=8\) এবং \(x=14\) রেখাত্রয়কে স্পর্শ করে।
উত্তরঃ \(x^2+y^2-22x\pm6y+121=0\)

\(Q.3.(viii).(e)\) এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(y=2\), \(x=10\) এবং \(x=16\) রেখাত্রয়কে স্পর্শ করে।
উত্তরঃ \(x^2+y^2-26x-10y+185=0,\) \(x^2+y^2-26x+2y+161=0\)

\(Q.3.(viii).(f)\) এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(x=0\), \(y=0\) এবং \(x=6\) রেখাত্রয়কে স্পর্শ করে এবং কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত।
উত্তরঃ \(x^{2}+y^{2}-6x\pm6y+9=0 \)

\(Q.3.(viii).(g)\) এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(x=0\), \(y=0\) এবং \(y=8\) রেখাত্রয়কে স্পর্শ করে এবং কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত।
উত্তরঃ \(x^{2}+y^{2}\pm{8}x-8y+16=0\)

\(Q.3.(viii).(h)\) এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(x=4\), \(x=8\) এবং \(y=0\) রেখাত্রয়কে স্পর্শ করে।
উত্তরঃ \(x^{2}+y^{2}-12x\pm4y+36=0\)
কুঃ ২০১৯।

\(Q.3.(viii).(i)\) এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(y=2\), \(y=8\) এবং \(x=12\) রেখাত্রয়কে স্পর্শ করে।
উত্তরঃ \(x^2+y^2-30x-10y+241=0\)
\(x^2+y^2-18x-10y+97=0\)

\(Q.3.(ix)\) একটি বৃত্তের কেন্দ্র \(x+2=0\) রেখার উপর অবস্থিত এবং তা \((-7, 1)\) ও \((-1, 3)\) বিন্দুগামী । বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}+4x+8y-30=0 \)
চঃ ২০০৭

\(Q.3.(x)\) \((-4, 3)\) ও \((12, -1)\) বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় কর। বৃত্তটি দ্বারা \(Y\) অক্ষের ছেদিতাংশের পরিমাণও নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-8x-2y-51=0; 4\sqrt{13} \)
ঢাঃ ২০১৩; কুঃ ২০০৮; দিঃ ২০১০; বঃ ২০১৬,২০০৪।

\(Q.3.(xi)\) \((0, -1)\) ও \((2, 3)\) বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় কর। বৃত্তটি দ্বারা \(X\) অক্ষের ছেদিতাংশের পরিমাণও নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-2x-2y-3=0; 4 \)
বুয়েটঃ ২০১০-২০১১; চুয়েটঃ ২০১৩-২০১৪; যঃ ২০১২।

\(Q.3.(xii)\) একটি বৃত্ত \(X\) অক্ষকে \((2, 0)\) বিন্দুতে স্পর্শ করে এবং \((-1, 9)\) বিন্দু দিয়ে যায়। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-4x-10y+4=0 \)
যঃ ২০০০; চঃ ২০০৩; কুঃ ২০০৮।

\(Q.3.(xiii)\) একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(Y\) অক্ষকে \((0, \sqrt{3})\) বিন্দুতে স্পর্শ করে এবং \((-1, 0)\) বিন্দু দিয়ে অতিক্রম করে। বৃত্তটির কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}+4x-2\sqrt{3}y+3=0; (-2, \sqrt{3}), 2\)
ঢাঃ ২০০৬; চঃ ২০১০।

\(Q.3.(xiv)\) একটি বৃত্ত \(X\) অক্ষকে \((2, 0)\) বিন্দুতে স্পর্শ করে এবং \((3, -1)\) বিন্দু দিয়ে যায়। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-4x+2y+4=0 \)
কুঃ ২০০৮ ; সিঃ ২০১১; ঢাঃ ২০১২

\(Q.3.(xv).(a)\) \(x+2y+3=0\) রেখার উপর কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত \((-1, -1)\) এবং \((3, 2)\) বিন্দু দুইটি দিয়ে অতিক্রম করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-8x+7y-3=0 \)
কুঃ ২০১৩; সিঃ ২০১০

\(Q.3.(xv).(b)\) \(x+2y-10=0\) রেখার উপর কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত \((3, 5)\) এবং \((6, 4)\) বিন্দু দুইটি দিয়ে অতিক্রম করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-8x-6y+20=0 \)
রাঃ ২০০৮; যঃ ২০১২; চঃ ২০১৫; ঢাঃ ২০০২ ।

\(Q.3.(xv).(c)\) \(x\) অক্ষের উপর কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত \((3, 5)\) এবং \((6, 4)\) বিন্দু দুইটি দিয়ে অতিক্রম করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-6x-16=0 \)
কুঃ,বঃ,রাঃ ২০০৩; দিঃ ২০১০; সিঃ ২০১৪; মাঃ ২০১৫।

\(Q.3.(xv).(d)\) একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যার কেন্দ্র \(x+2y+1=0\) রেখার উপর অবস্থিত এবং যা মূলবিন্দু ও \(x^{2}+y^{2}+3x-5y+6=0\) বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করে।
উত্তরঃ \(x^{2}+y^{2}+4x-y=0 \)
বঃ ২০১৭।

\(Q.3.(xv).(e)\) একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যার কেন্দ্র \(3x-4y+12=0\) রেখার উপর অবস্থিত এবং যা মূলবিন্দু ও \(x^{2}+y^{2}-4x-8y-5=0\) বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করে।
উত্তরঃ \(5x^{2}+5y^{2}+4x-27y=0 \)
সিঃ ২০১৯।

\(Q.3.(xvi)\) \((1, 2)\) কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত \(X\) অক্ষকে স্পর্শ করে; এর সমীকরণসহ \(Y\) অক্ষ হতে তা কি পরিমাণ অংশ ছেদ করে তাও নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-2x-4y+1=0; 2\sqrt{3}\)
বুয়েটঃ ২০০২-২০০৩; দিঃ ২০১১; বঃ ২০০৭,২০১০,২০১৫; ঢাঃ ২০০০,২০০৯; রাঃ ২০০১,২০০৭; কুঃ ২০০৫; সিঃ ২০০৩; যঃ,মাঃ ২০০২।

\(Q.3.(xvii).(a)\) \(Y\) অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে এবং \((3, -4)\) বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(3(x^{2}+y^{2})-25x=0\)
বুয়েটঃ ২০০৭-২০০৮; কুয়েটঃ ২০১০-২০১১;ঢাঃ ২০১০; দিঃ ২০১১

\(Q.3.(xvii).(b)\) একটি বৃত্ত \(X\) অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে এবং \((2, -4)\) বিন্দু দিয়ে যায়। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2+5y=0\)

\(Q.3.(xviii).(a)\) \(Y\) অক্ষকে স্পর্শ করে এবং \((3, 0)\) ও \((7, 0)\) বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-10x\pm2\sqrt{21}y+21=0\)
রাঃ ২০০৬; বঃ ২০১১।

\(Q.3.(xviii).(b)\) একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(Y\) অক্ষকে স্পর্শ করে এবং \((4, 0)\) ও \((16, 0)\) বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত।
উত্তরঃ \(x^{2}+y^{2}-10x\pm2\sqrt{21}y+21=0\)
রাঃ ২০০৬; বঃ ২০১১।

\(Q.3.(xix)\) \(A(2a, 0)\) এবং \(B(-a, 0)\) বিন্দু দুইটি দিয়ে গমনকারী দুইটি রেখা \(y\) অক্ষের উপর \(C\) বিন্দুতে লম্বভাবে ছেদ করে। \(C\) এর স্থানাংক এবং \(ABC\) বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(C(0, \pm\sqrt{2}a); \ x^{2}+y^{2}-ax-2a^2=0\)
রুয়েটঃ ২০১৯-২০২০।

\(Q.3.(xx).(a)\) \(x^{2}+y^{2}-4x+6y-3=0\) বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর।
উত্তরঃ \(12\sqrt{3}\) বর্গ একক।

\(Q.3.(xx).(b)\) \(C\) কেন্দ্রবিশিষ্ট \(x^{2}+y^{2}+6x-4y+4=0\) বৃত্তটি \(x\) অক্ষকে \(A\) ও \(B\) বিন্দুতে ছেদ করে। \(x\) অক্ষের খন্ডিতাংশ এবং \(ABC\) ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর।
উত্তরঃ \(2\sqrt{5}\) একক।
\(2\sqrt{5}\) বর্গ একক।
বুয়েটঃ ২০১৪-২০১৫।

\(Q.3.(xxi).(a)\) \(OAB\) সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষ \(O(0, 0)\) ও \(A(6, 0)\)। \(OAB\) ত্রিভুজটির পরিবৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-6x\pm2\sqrt{3}y=0\)

\(Q.3.(xxi).(b)\) \(ABC\) সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষ \(A(6, -4)\) ও \(B(-3, 8)\)। \(ABC\) ত্রিভুজটির অন্তঃবৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((2x-3-4\sqrt{3})^2+(2y-4-\sqrt{3})^2=75, \ (2x-3+4\sqrt{3})^2+(2y-4+\sqrt{3})^2=75\)

carte
\(Q.3.(xxii)\) চিত্রে \(C\) বৃত্তের কেন্দ্র। \(C, E\) ও \(F\) বিন্দুগামী বৃত্তটির সমীকরণ এবং \((4, -3)\) বিন্দু হতে নির্ণেয় বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-4x-4y=0\)
\(\sqrt{21}\) একক।
যঃ ২০১৭।

carte
\(Q.3.(xxiii)\) চিত্র বর্ণিত বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(2x^{2}+2y^{2}+8x+23y-118=0\)
কুঃ,চঃ,বঃ,রাঃ ২০১৮।

\(Q.3.(xxiv).(a)\) একটি বৃত্ত \(x\) অক্ষকে স্পর্শ করে এবং \((-2, 0)\) ও \((3, -1)\) বিন্দু দিয়ে অতিক্রম করে। বৃত্তের সমীকরণ এবং এর কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় কর।
উত্তরঃ \(2x^{2}+2y^{2}+8x+23y-118=0; \ (-2, -13), \ 13\)
মাঃ ২০১৯।

\(Q.3.(xxiv).(b)\) একটি বৃত্ত \(x\) অক্ষকে \((2, 0)\) বিন্দুতে স্পর্শ করে এবং \((3, -1)\) বিন্দু দিয়ে অতিক্রম করে। বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-4x+2y+4=0\)
সিঃ ২০১১।

\(Q.3.(xxv)\) \(A(5, 3), \ B(-2, 0)\) এবং \(C(1, 1)\) বিন্দু তিনটি একটি বৃত্তের উপর অবস্থিত হলে বৃত্তের কেন্দ্র ও ত্রিভুজ \(ABC\) এর ভরকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\sqrt{6437}}{3}\) একক।
বুয়েটঃ ২০১৭-২০১৮।

\(Q.3.(xxvi)\) \(3x+4y=24\) সরলরেখা এবং অক্ষ দ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তঃবৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-8x-6y=0, \ x^{2}+y^{2}-4x-4y+4=0\)

\(Q.3.(xxvii)\) \(ABC\) ত্রিভুজের শীর্ষতিনটি \(A(1, 0), \ B(0, 4), \ C(2, 5)\)। \(ABC\) ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্বকেন্দ্র নির্ণয় কর।
উত্তরঃ \(\left(\frac{37}{18}, \frac{43}{18}\right), \ (1, 3), \ \left(-\frac{10}{9}, \frac{38}{9}\right)\)

\(Q.3.(xxviii).(a)\) \(y=2x\) যদি \(x^2+y^2-10x=0\) বৃত্তের কোনো জ্যা এর সমীকরণ হয়, তবে উক্ত জ্যাকে ব্যাস ধরে অংকিত বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-2x-4y=0\)
যঃ ২০১০; কুঃ ২০০৮।

\(Q.3.(xxviii).(b)\) \(x-y+2=0\) রেখা \(3x^2+3y^2-29x-19y+56=0\) বৃত্তের যে জ্যা তৈরী করে তার দৈর্ঘ্য নির্ণয় কর। জ্যাটিকে ব্যাস ধরে অংকিত বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(4\sqrt{2}; \ x^2+y^2-6x-10y+26=0\)

\(Q.3.(xxix)\) এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা মূলবিন্দু দিয়ে অতিক্রম করে, \(x+3y-20=0\) রেখাকে স্পর্শ করে এবং যার একটি ব্যাসের সমীকরণ \(y=3x\)।
উত্তরঃ \(x^2+y^2-2x-6y=0\)

Read Board Question3
Q.4-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.4.(i)\) \(x^{2}+y^{2}-4x+6y-36=0\) এবং \(x^{2}+y^{2}-5x+8y-43=0\) দ্বারা নির্দেশিত বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা-এর সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x-2y+7=0 \)

\(Q.4.(ii)\) একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যার কেন্দ্র \(Y\) অক্ষের উপর অবস্থিত এবং যা মূলবিন্দু ও \((p, q)\) বিন্দু দিয়ে যায়।
উত্তরঃ \(q(x^{2}+y^{2})-(p^{2}+q^{2})y=0 \)
ঢাঃ ২০১২; চঃ রাঃ ২০১৩; যঃ২০০৫; সিঃ ২০০৪

\(Q.4.(iii)\) প্রমাণ কর যে, \(x^{2}+y^{2}+2x-8y+8=0\) এবং \(x^{2}+y^{2}+10x-2y+22=0\) বৃত্ত দুইটি পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে। স্পর্শবিন্দুটি নির্ণয় কর।
উত্তরঃ \((-\frac{17}{5}, \frac{11}{5})\)

\(Q.4.(iv)\) \((1, 1)\) এবং \((2, 2)\) বিন্দু দিয়ে গমনকারী বৃত্তের ব্যাসার্ধ \(1\) । বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-4x-2y+4=0\);\(x^{2}+y^{2}-2x-4y+4=0\)
যঃ ২০০৩

\(Q.4.(v).(a)\) এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(X\) অক্ষকে স্পর্শ করে এবং \((1, 1)\) বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র \(x+y=3\) রেখার উপর অবস্থিত।
উত্তরঃ \(x^{2}+y^{2}-4x-2y+4=0\); \(x^2+y^2+4x-10y+4=0\)
বুটেক্সঃ ২০০৭-২০০৮; কুঃ ২০০৮

\(Q.4.(v).(b)\) এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(X\) অক্ষকে স্পর্শ করে এবং \((1, 1)\) বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র \(x+y=3\) রেখার উপর প্রথম চতুর্ভাগে অবস্থিত।
উত্তরঃ \(x^{2}+y^{2}-4x-2y+4=0\)
কুঃ ২০০৮

\(Q.4.(vi)\) \(x^{2}+y^{2}+6x+2y+6=0\) এবং \(x^{2}+y^{2}+8x+y+10=0\) বৃত্তের সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(5(x^{2}+y^{2})+26x+12y+22=0\)
বঃ ২০০৫

\(Q.4.(vii)\) \(x^{2}+y^{2}=9\) এবং \(x^{2}+y^{2}+2x+4y+1=0\) বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা -এর সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ \(x+2y+5=0; 4\)

\(Q.4.(viii).(a)\) একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \((0, 0)\) এবং \((3, -4)\) বিন্দু দিয়ে যায় এবং বৃত্তের কেন্দ্র \(X\) অক্ষের উপর অবস্থিত।
উত্তরঃ \(3(x^{2}+y^{2})=25x\)

\(Q.4.(viii).(b)\) \(X\) অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(x^2+y^2-2x-1=0\) বৃত্তের কেন্দ্র এবং \((3, 0)\) বিন্দু দিয়ে যায়।
উত্তরঃ \(x^2+y^2-4x+3=0\)

\(Q.4.(ix)\) এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা মূলবিন্দু হতে \(2\) একক দূরত্বে \(X\) অক্ষকে দুইটি বিন্দুতে ছেদ করে এবং যার ব্যাসার্ধ \(5\) একক।
উত্তরঃ \(x^{2}+y^{2}\pm 2\sqrt{21}y-4=0\)।
যঃ ২০০৫; বঃ ২০১১

\(Q.4.(x)\) দেখাও যে, \(A(1, 1)\) বিন্দুটি \(x^{2}+y^{2}+4x+6y-12=0\) বৃত্তের উপর অবস্থিত । \(A\) বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((-5, -7)\)
ঢাঃ ২০১০,২০০৪; রাঃ,কুঃ ২০০৯; দিঃ ২০১২; বঃ ২০১৩; যঃ ২০০৭; চঃ ২০১৪,২০০৪।

\(Q.4.(xi)\) এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর, যা \(X\) ও \(Y\) অক্ষরেখা হতে যথাক্রমে \(5\) এবং \(2\) একক দৈর্ঘ্যের সমান অংশ কর্তন করে এবং যার কেন্দ্র \(2x-y=6\) রেখার উপর অবস্থিত।
উত্তরঃ \(x^{2}+y^{2}-5x+2y=0; \ \) \(x^{2}+y^{2}-11x-10y+24=0\)

\(Q.4.(xii)\) সাধারণ জ্যা-এর সমীকরণ নির্ণয় কর যখন বৃত্তদ্বয়ের সমীকরণ \(x^{2}+y^{2}-4x+6y-36=0\) এবং \(x^{2}+y^{2}-5x+8y-43=0\)।
উত্তরঃ \(x-2y+7=0 \)

\(Q.4.(xiii).(a)\) একটি বৃত্ত \((-7, 1)\) ও \((-1, 3)\) বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এর কেন্দ্র \(x+2=0\) রেখার উপর অবস্থিত। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2+4x+8y-30=0\)
চঃ ২০০৭; মাঃ ২০০৫; রাঃ ২০০৩।

\(Q.4.(xiii).(b)\) একটি বৃত্তের কেন্দ্র \(x+y-2=0\) রেখার উপর অবস্থিত এবং তা মূলবিন্দু ও \((2, 1)\) বিন্দু দিয়ে অতিক্রম করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-x-3y=0\)
চঃ ২০০৭; মাঃ ২০০৫; রাঃ ২০০৩।

\(Q.4.(xiv).(a)\) \(x^{2}+y^{2}-8x+6y+21=0\) বৃত্তের বর্ধিত যে ব্যাসটি \((2, 5)\) বিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(4x+y-13=0 \)
কুঃ ২০০১

\(Q.4.(xiv).(b)\) \(x^{2}+y^{2}=b(5x-12y)\) বৃত্তের বর্ধিত যে ব্যাসটি মূলবিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(12x+5y=0 \)
প্র.ভ.পঃ ১৯৮৯,২০০৪

\(Q.4.(xiv).(c)\) \(x^{2}+y^{2}-4x+6y-7=0\) বৃত্তের উপরোস্থ যে বিন্দুটি \(x+2y-11=0\) সরলরেখার নিকটতম তার স্থানাংক নির্ণয় কর।
উত্তরঃ \((4, 1)\)

\(Q.4.(xv)\) একটি বৃত্তের কেন্দ্র \((0, 3)\) এবং তা \(x^{2}+y^{2}-4y=0\) বৃত্ত ও \(y-2=0\) রেখার ছেদবিন্দু দিয়ে যায়। ঐ বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-6y+4=0 \)
চঃ ২০০২

\(Q.4.(xvi)\) \(\frac{1}{a^{2}}+\frac{1}{b^{2}}=\frac{1}{c}\) হলে, দেখাও যে, \(x^{2}+y^{2}+2ax+c=0\) ও \(x^{2}+y^{2}+2by+c=0\) বৃত্ত দুইটি পরস্পরকে স্পর্শ করে ।
মাঃ ২০০৭।

\(Q.4.(xvii)\) একটি বৃত্তের কেন্দ্র \(X\) অক্ষের উপর যা মূলবিন্দু থেকে ধনাত্মক দিকে \(7\) একক দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ \(4\) একক হলে, এর পোলার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(r^{2}-14r\cos\theta+33=0\)

\(Q.4.(xviii).(a)\) একটি বৃত্তের কেন্দ্র \(Y\) অক্ষের উপর যা মূলবিন্দু থেকে ধনাত্মক দিকে \(8\) একক দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ \(5\) একক হলে, এর পোলার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(r^2-16r\sin\theta+39=0\)

\(Q.4.(xix)\) একটি বৃত্তের কেন্দ্র \(Y\) অক্ষের উপর যা মূলবিন্দু থেকে ধনাত্মক দিকে \(6\) একক দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ \(3\) একক হলে, এর পোলার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(r^2-12r\sin\theta+27=0\)

\(Q.4.(xx)\) একটি বৃত্তের কেন্দ্র \(X\) অক্ষের উপর যা মূলবিন্দু থেকে ধনাত্মক দিকে \(8\) একক দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ \(5\) একক হলে, এর পোলার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(r^{2}-16r\cos\theta+39=0\)

\(Q.4.(xxi)\) একটি বৃত্তের কেন্দ্র \((3, 30^{o})\) এবং বৃত্তটি \(X\) অক্ষকে স্পর্শ করে; এর পোলার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(4r^{2}-24r\cos(\theta-30^{o})+27=0\)

\(Q.4.(xxii).(a)\) একটি বৃত্তের কেন্দ্র \(\left(3, \frac{\pi}{6}\right)\) এবং বৃত্তটি \(X\) অক্ষকে স্পর্শ করে; এর পোলার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(4r^2-24r\cos(\theta-30^o)+27=0\)

\(Q.4.(xxiii)\) একটি বৃত্তের কেন্দ্র \(\left(4,\frac{\pi}{3}\right)\) এবং বৃত্তটি \(Y\) অক্ষকে স্পর্শ করে; এর পোলার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(r^2-8r\cos\left(\theta-\frac{\pi}{3}\right)+12=0\)

\(Q.4.(xxiv)\) একটি বৃত্তের কেন্দ্র \(\left(2, \frac{\pi}{6}\right)\) এবং বৃত্তটি \(Y\) অক্ষকে স্পর্শ করে; এর পোলার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(r^2-2r\left(\cos\theta+\sqrt{3}\sin\theta\right)+3=0\)

\(Q.4.(xxv)\) একটি বৃত্তের কেন্দ্র \(\left(4, \frac{\pi}{3}\right)\) এবং ব্যাসার্ধ \(3\) একক হলে; এর পোলার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(r^{2}-4r(\cos\theta+\sqrt{3}\sin\theta)+7=0\)

\(Q.4.(xxvi)\) যদি বৃত্তের উপরস্থ \((4, 1)\) বিন্দুটি \((1+5\cos\theta, -3+5\sin\theta)\) দ্বারা প্রকাশিত হয়, তবে এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((-2, -7)\)

\(Q.4.(xxvii)\) দেখাও যে, \(2x^{2}+2y^{2}-3x-4y+1=0\) এবং \(16x^{2}+16y^{2}-32x-1=0\) বৃত্ত দুইটির প্রতিটির কেন্দ্র, অপরটির পরিধির উপর অবস্থিত ।

\(Q.4.(xxviii).(a)\) একটি বৃত্তের কেন্দ্র \((3,\frac{\pi}{2})\) এবং ব্যাসার্ধ \(2\) একক হলে ; এর পোলার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(r^{2}-6r\sin\theta+5=0\)

\(Q.4.(xxviii).(b)\) একটি বৃত্তের কেন্দ্র \((3,\frac{3\pi}{2})\) এবং ব্যাসার্ধ \(2\) একক হলে ; এর পোলার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(r^{2}+6r\sin\theta+5=0\)

\(Q.4.(xxix).(a)\) \(x=a(\cos\theta-1)\) এবং \(y=a(\sin\theta+1)\) হলে, বৃত্তটির কার্তেসীয় সমীকরণ, ব্যাসার্ধ এবং কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় কর ।
উত্তরঃ \(x^{2}+y^{2}+2ax-2ay+a^{2}=0, (-a, a), a\)

\(Q.4.(xxix).(b)\) \(2x=b(\cos\theta-1)\) এবং \(2y=b(\sin\theta+1)\) হলে, বৃত্তটির কার্তেসীয় সমীকরণ, ব্যাসার্ধ এবং কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় কর ।
উত্তরঃ \(4x^2+4y^2+4bx-4by+b^2=0, \ \left(-\frac{b}{2}, \frac{b}{2}\right), \ \frac{b}{2}\) একক।

\(Q.4.(xxx).(a)\) প্রমাণ কর যে, \(x^{2}+y^{2}-6x+6y-18=0\) এবং \(x^{2}+y^{2}+4x-18y+36=0\) বৃত্ত দুইটি পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে। স্পর্শবিন্দুটি নির্ণয় কর।
উত্তরঃ \(\left(\frac{9}{13}, \frac{33}{13}\right)\)

\(Q.4.(xxx).(b)\) প্রমাণ কর যে, \(x^{2}+y^{2}-6x+6y-18=0\) এবং \(x^{2}+y^{2}-2y=0\) বৃত্ত দুইটি পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে। স্পর্শবিন্দুটি নির্ণয় কর।
উত্তরঃ \(\left(-\frac{3}{5}, \frac{9}{5}\right)\)

\(Q.4.(xxx).(c)\) দেখাও যে, \(x^{2}+y^{2}+6x+8y+21=0\) এবং \(x^{2}+y^{2}=9\) বৃত্ত দুইটি পরস্পরকে \(\left(-\frac{9}{5}, -\frac{12}{5}\right)\) বিন্দুতে বহিঃস্থভাবে স্পর্শ করে।
রাঃ ২০১৭।

\(Q.4.(xxx).(d)\) প্রমাণ কর যে, \(x^{2}+y^{2}-10x+6y+25=0\) এবং \(x^{2}+y^{2}+6x-6y-31=0\) বৃত্ত দুইটি পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে। স্পর্শবিন্দুটি নির্ণয় কর।
উত্তরঃ \(\left(\frac{13}{5}, -\frac{6}{5}\right)\)
ঢাঃ ২০১৯।

\(Q.4.(xxx).(e)\) \(x^{2}+y^{2}-8x-6y+16=0\) এবং \(x^{2}+y^{2}=4\) বৃত্তদ্বয়ের স্পর্শবিন্দুর স্থানাংক নির্ণয় কর।
উত্তরঃ \(\left(\frac{8}{5}, \frac{6}{5}\right)\)
কুঃ ২০১৯।

\(Q.4.(xxx).(f)\) দেখাও যে, \(x^{2}+y^{2}-2x+4y-31=0\) এবং \(x^{2}+y^{2}+4x-4y+7=0\) বৃত্তদ্বয় পরস্পর অন্তঃস্থভাবে স্পর্শ করে। স্পর্শবিন্দু ও সাধারণ স্পর্শক নির্ণয় কর।
উত্তরঃ \(\left(-\frac{13}{5}, \frac{14}{5}\right), \ 3x-4y+19=0\)
বঃ ২০১১।

\(Q.4.(xxxi)\) প্রমাণ কর যে, \(x^{2}+y^{2}-4x+6y+8=0\) এবং \(x^{2}+y^{2}-10x-6y+14=0\) বৃত্ত দুইটি পরস্পরকে \((3, -1)\) বিন্দুতে স্পর্শ করে।

\(Q.4.(xxxii)\) প্রমাণ কর যে, \(x^{2}+y^{2}-2x-2y+1=0\) বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে। এর মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(y=x\)

\(Q.4.(xxxiii)\) দেখাও যে, \((0, 1)\) ও \((a, b)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত \(X\) অক্ষকে এমন বিন্দুতে ছেদ করে যার ভুজ হবে \(x^{2}-ax+b=0\) সমীকরণের মূলদ্বয়।

\(Q.4.(xxxiv)\) \(ABC\) সমবাহু ত্রিভুজের \(A\) ও \(B\) বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে \((1, 0)\) ও \((2, 0)\); \(BC\) বাহুকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(2(x^2+y^2)-7x-\sqrt{3}y+3=0 \)

\(Q.4.(xxxv)\) \(x^{2}+2ax-b^{2}=0\) এর মূলদ্বয় \(A\) ও \(B\) বিন্দুর ভুজ এবং \(x^{2}+2px-q^{2}=0\) এর মূলদ্বয় তাদের কটি হলে \(AB\) ব্যাসবিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}+2ax+2py-b^{2}-q^{2}=0 \)

\(Q.4.(xxxvi)\) \((x-3)^{2}+(y-4)^{2}=25\) বৃত্তের কেন্দ্র হতে \(3\) একক দূরে অবস্থিত জ্যা-এর দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ \(8\) একক।

Read Board Question4
Q.5-এর সৃজনশীল প্রশ্নসমূহ
Read Creative Question
ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
Read Admission Question

Read More

Post List

Mathematics

Geometry 11 and 12 standard
Algebra 11 and 12 standard
Trigonometry 11 and 12 standard
Diff. Calculus 11 and 12 standard
Int. Calculus 11 and 12 standard
Geometry Honours course standard
Vector 11 and 12 standard
Vector Honours course standard
Algebra 9 and 10 standard
    Coming Soon !

Chemistry