বৃত্ত, জ্যা, স্পর্শক এবং অভিলম্ব
Circle, chord, tangent and normal
barcode
এ অধ্যায়ের পাঠ্যসূচী।
বৃত্তের স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ
Tangent and Normal of a circle
straight3 মনে করি, একটি সরলরেখা কোনো বৃত্তকে \(P\) ও \(Q\) বিন্দুতে ছেদ করে। এখন \(Q\) বিন্দুটি বৃত্তের পরিধির উপর দিয়ে ঘুরে \(P\) এর সন্নিকটবর্তী হলে অর্থাৎ \(P\) এর উপর \(Q\) সমপতিত হলে, ছেদক রেখাটিকে \(P\) বিন্দুতে প্রদত্ত বৃত্তের স্পর্শক বলা হয়। এখানে \(PT\) হলো স্পর্শক এবং \(P\) কে স্পর্শবিন্দু বলে। \(PT\) এবং বৃত্ত উভয়ে একই সমতলে অবস্থান করে। কোনো বৃত্তের স্পর্শবিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্বরেখাকে ঐ বিন্দুতে বৃত্তের অভিলম্ব (Normal) বলে। বৃত্তের অভিলম্ব সর্বদা বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে।
দুইটি বৃত্তের সাধারণ স্পর্শক এবং সাধারণ স্পর্শকের সমীকরণ
Direct and Trans verse Common tangents
straight3
ধরি,
বৃত্ত দুইটির সমীকরণ,
\((x-\alpha_1)^2+(y-\beta_1)^2=r^2_1 ........(1)\)
\((x-\alpha_2)^2+(y-\beta_2)^2=r^2_2 ........(1)\)
\((1)\) এর কেন্দ্র \((\alpha_1, \beta_1)\), ব্যাসার্ধ \(r_1\)
\((2)\) এর কেন্দ্র \((\alpha_2, \beta_2)\), ব্যাসার্ধ \(r_2\)
চিত্রে, \(A_1A_2\) ও \(\acute A_1\acute A_2\) স্পর্শকদ্বয় বৃত্তদ্বয়ের সরল সাধারণ স্পর্শক (Direct Common tangents) আর \(B_1B_2\) ও \(\acute B_1\acute B_2\) স্পর্শকদ্বয় তীর্যক সাধারণ স্পর্শক (Trans verse Common tangents) নির্দেশ করে। প্রথম জোড়া \(T_1\) বিদুতে এবং দ্বিতীয় জোড়া \(T_2\) বিন্দুতে ছেদ করেছে। বিন্দু দুইটি বৃত্তদ্বয়ের কেন্দ্রগামী \(C_1C_2\) রেখার উপর অবস্থিত।
যেহেতু, \(A_1C_1T_1\) ও \(A_2C_2T_1\) ত্রিভুজ দুইটি সদৃশ
ফলে \(\frac{C_1T_1}{C_2T_1}=\frac{C_1A_1}{C_2A_2}=\frac{r_1}{r_2}\)
\(\Rightarrow C_1T_1:C_2T_1=r_1:r_2\) ➜Note অর্থাৎ \(C_1C_2\) রেখাংশকে \(T_1\) বিন্দুটি \(r_1:r_2\) অনুপাতে বহিঃর্বিভক্ত করে।
আবার,
\(A_1C_1T_2\) ও \(A_2C_2T_2\) ত্রিভুজ দুইটি সদৃশ
ফলে \(\frac{C_1T_2}{C_2T_2}=\frac{C_1B_1}{C_2B_2}=\frac{r_1}{r_2}\)
\(\Rightarrow C_1T_2:C_2T_2=r_1:r_2\) ➜Note অর্থাৎ \(C_1C_2\) রেখাংশকে \(T_2\) বিন্দুটি \(r_1:r_2\) অনুপাতে অন্তঃর্বিভক্ত করে।
এটা স্পষ্ট যে \(T_1\) ও \(T_2\) বিন্দুদ্বয় \(C_1C_2\) রেখাংশকে যথাক্রমে \(r_1:r_2\) অনুপাতে বহিঃর্বিভক্ত ও অন্তঃর্বিভক্ত করে। \(T_1\) ও \(T_2\) বিন্দুকে সদৃশ কেন্দ্র (Centre of Similitude ) আর \(T_1T_2\) রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তকে সাদৃশ্য বৃত্ত (Circle of similitude) বলে।
সঙ্গাঃ দুইটি বৃত্তের কেন্দ্র সংযোজক রেখাংশকে ব্যাসার্ধদ্বয়ের অনুপাতে বহিঃর্বিভক্ত ও অন্তঃর্বিভক্তকারী বিন্দুদ্বয়কে বৃত্ত দুইটির সাদৃশ্য কেন্দ্র আর সাদৃশ্য কেন্দ্র দুইটির সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তকে সাদৃশ্য বৃত্ত বলে।
\(T_1\) ও \(T_2\) বিন্দুর স্থানাঙ্ক বের করা এবং সাধারণ স্পর্শকগুলির সমীকরণ নির্ণয় করা সহজ। \(T_1(x_1, y_1)\) বহিঃস্থ বিন্দু থেকে কোন বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকদ্বয়ের সমীকরণ নির্ণয়ের সাহায্যে সহজেই সরল সাধারণ স্পর্শক এবং \(T_2(x_2, y_2)\) বিন্দুগামী তীর্যক সাধারণ স্পর্শক নির্ণয় করা সম্ভব।
দুইটি বৃত্তের সাধারণ জ্যা
Common Chord of two circles
straight3
যদি,দুইটি বৃত্ত পরস্পরকে দুইটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। তবে ঐ বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে উক্ত বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা বলে।
মনে করি,\(S_1\equiv x^2+y^2+2g_1x+2f_1y+c_1=0\) ও \(S_2\equiv x^2+y^2+2g_2x+2f_2y+c_2=0\) দুইটি বৃত্ত পরস্পরকে \(A\) ও \(B\) দুইটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। তবে \(A,B\) এর সংযোগ রেখাংশকে উক্ত \(S_1, S_2\) বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা বলে।
সাধারণ জ্যা-এর সমীকরণ
\(S_{1} -S_{2}=0\)
স্পর্শ জ্যা
Chord of contact
straight3
একটি বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু হতে বৃত্তটিতে দুইটি স্পর্শক অঙ্কিত হলে স্পর্শবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখটিকে ঐ বৃত্তের স্পর্শক জ্যা বলে।
একটি বৃত্তে কোনো সরলরেখার স্পর্শক হওয়ার শর্ত
Condition for a straight line to be tangent to a circle
\(y=mx+c\) রেখাটি \(x^2+y^2=a^2\) বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত
\(c=\pm a\sqrt{1+m^2}\)
স্পর্শকের সমীকরণ
\(y=mx\pm a\sqrt{1+m^2}\)
স্পর্শবিন্দুর স্থানাঙ্ক
\(\left(\frac{ma}{\sqrt{1+m^2}}, -\frac{a}{\sqrt{1+m^2}}\right)\)

প্রমাণঃ
straight3
ধরি,
বৃত্তের সমীকরণ \(x^2+y^2=a^2 .....(1)\)
এবং সরলরেখার সমীকরণ \(y=mx+c ....(2)\)
\((1)\) ও \((2)\) হতে,
\(x^2+(mx+c)^2=a^2\)
\(\Rightarrow x^2+m^2x^2+2mxc+c^2-a^2=0\)
\(\Rightarrow (1+m^2)x^2+2mxc+(c^2-a^2)=0 ......(3)\)
ইহা স্পষ্ট যে \((3)\) নং \(x\)-এর একটি দ্বিঘাত সমীকরণ, এখানে \(x\) এর দুইটি মান যথাক্রমে \(x_1\) ও \(x_2\) যা \((2)\) নং সরলরেখা \((1)\) নং বৃত্তকে \(P(x_1, y_1)\) ও \(Q(x_2, y_2)\) বিন্দুতে ছেদ করে এমনটি বোঝায়। কিন্তু দেওয়া আছে, \((2)\) নং সরলরেখা \((1)\) নং বৃত্তকে স্পর্শ করে। সে ক্ষেত্রে \(x_1=x_2\) হবে। তাহলে, \((3)\) নং সমীকরণের মূলদ্বয় সমান হবে।
অর্থাৎ, নিশ্চায়ক \(=0\) হবে।
\(\therefore (2mc)^2-4(1+m^2)(c^2-a^2)=0\) ➜Note \(ax^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয় সমাণ হওয়ার শর্ত, \(b^2-4ac=0\)
\(\Rightarrow 4m^2c^2-4(c^2-a^2+m^2c^2-m^2a^2)=0\)
\(\Rightarrow 4\{m^2c^2-(c^2-a^2+m^2c^2-m^2a^2)\}=0\)
\(\Rightarrow m^2c^2-(c^2-a^2+m^2c^2-m^2a^2)=0\)
\(\Rightarrow m^2c^2-c^2+a^2-m^2c^2+m^2a^2=0\)
\(\Rightarrow a^2+m^2a^2=c^2\)
\(\Rightarrow a^2(1+m^2)=c^2\)
\(\Rightarrow c^2=a^2(1+m^2)\)
\(\Rightarrow c=\pm \sqrt{a^2(1+m^2)}\)
\(\Rightarrow c=\pm a\sqrt{1+m^2}\)
ইহাই নির্ণেয় শর্ত।
আবার,
\(c\) এর মান \(2\) এ বসিয়ে,
\(y=mx\pm a\sqrt{1+m^2}\)
যা স্পর্শকের সমীকরণ।
আবার,
ধরি, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক \((x_1, y_1)\)
\(\therefore (x_1, y_1)\) বিন্দুতে \((1)\) নং বৃত্তের স্পর্শকের সমীকরণ \(xx_1+yy_1=a^2 .....(4)\)
\((2)\) হতে,
\(\Rightarrow -mx+y=c ......(5)\)
\((4)\) ও \((5)\) একই সরলরেখা নির্দেশ করে।
\(\frac{x_1}{-m}=\frac{y_1}{1}=\frac{a^2}{c}\)
\(\Rightarrow \frac{x_1}{-m}=\frac{a^2}{c}, \frac{y_1}{1}=\frac{a^2}{c}\)
\(\Rightarrow x_1=-\frac{ma^2}{c}, y_1=\frac{a^2}{c}\)
\(\Rightarrow x_1=-\frac{ma^2}{a\sqrt{1+m^2}}, y_1=\frac{a^2}{a\sqrt{1+m^2}}\)
যখন, \(c=a\sqrt{1+m^2}\)
\(\Rightarrow x_1=-\frac{ma}{\sqrt{1+m^2}}, y_1=\frac{a}{\sqrt{1+m^2}}\)
আবার, যখন, \(c=-a\sqrt{1+m^2}\)
\(\Rightarrow x_1=-\frac{ma^2}{-a\sqrt{1+m^2}}, y_1=\frac{a^2}{-a\sqrt{1+m^2}}\)
\(\Rightarrow x_1=\frac{ma}{a\sqrt{1+m^2}}, y_1=-\frac{a}{\sqrt{1+m^2}}\)
\(\therefore \) স্পর্শবিন্দু \(\left(-\frac{ma}{\sqrt{1+m^2}}, \frac{a}{\sqrt{1+m^2}}\right)\)
অথবা, \(\left(\frac{ma}{\sqrt{1+m^2}}, -\frac{a}{\sqrt{1+m^2}}\right)\)
বৃত্তের উপরস্থ নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ
Equation of the tangent at a given point on the circle
\(x^2+y^2=a^2\) বৃত্তের উপরস্থ \((x_1, y_1)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ।
\( xx_1+yy_1=a^2\)

প্রমাণঃ
straight3
দেওয়া আছে,
বৃত্তের সমীকরণ \(x^2+y^2=a^2 .....(1)\)
কেন্দ্র \(C(0, 0)\) এবং ব্যাসার্ধ \(a \ (a>0)\)
ধরি,
বৃত্তের উপরস্থ বিন্দু \(P(x_1, y_1)\)
\(\therefore x^2_1+y^2_1=a^2 .....(2)\)
স্পর্শকের উপর যে কোন বিন্দু \(Q(x, y)\)
\(PO\) রেখার ঢাল \(m_1=\frac{y_1-0}{x_1-0}\)
\(=\frac{y_1}{x_1}\)
\(PQ\) রেখার ঢাল \(m_2=\frac{y-y_1}{x-x_1}\)
এখানে,
\(PO\perp PQ\)
\(\therefore m_1\times m_2=-1\)
\(\Rightarrow \frac{y_1}{x_1}\times \frac{y-y_1}{x-x_1}=-1\)
\(\Rightarrow \frac{yy_1-y^2_1}{xx_1-x^2_1}=-1\)
\(\Rightarrow yy_1-y^2_1=-(xx_1-x^2_1)\)
\(\Rightarrow yy_1-y^2_1=-xx_1+x^2_1\)
\(\Rightarrow xx_1+yy_1=x^2_1+y^2_1\)
\(\therefore xx_1+yy_1=a^2\) ➜Note \((2)\) এর সাহায্যে।
ইহাই নির্ণেয় স্পর্শকের সমীকরণ।
বৃত্তের উপরস্থ নির্দিষ্ট বিন্দুতে অভিলম্বের সমীকরণ
Equation of the normal at a given point on the circle
\(x^2+y^2=a^2\) বৃত্তের উপরস্থ \((x_1, y_1)\) বিন্দুতে অভিলম্বের সমীকরণ।
\(x_1y-y_1x=0\)

প্রমাণঃ
straight3
দেওয়া আছে,
বৃত্তের সমীকরণ \(x^2+y^2=a^2 .....(1)\)
বৃত্তের উপরস্থ \(P(x_1, y_1)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ,
\(xx_1+yy_1=a^2 .......(2)\)
\((2)\) এর উপর লম্ব যে কোন রেখার সমীকরণ,
\(xy_1-yx_1+k=0.......(3)\) ➜Note \(k\) যে কোন বাস্তব সংখ্যা।
\((3)\) নং রেখা \(P(x_1, y_1)\) বিন্দুগামী,
\(\therefore x_1y_1-y_1x_1+k=0\)
\(\Rightarrow 0+k=0\)
\(\therefore k=0\)
\(k\) এর মান \((3)\) এ বসিয়ে,
\(xy_1-yx_1+0=0\)
\(\Rightarrow xy_1-yx_1=0\)
ইহাই নির্ণেয় অভিলম্বের সমীকরণ।
বৃত্তের সাধারণ সমীকরণের উপরস্থ নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ
Equation of the tangent at a given point to the general equation of a circle
\(x^2+y^2+2gx+2fy+c=0\) বৃত্তের উপরস্থ \((x_1, y_1)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ।
\(xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c=0\)

প্রমাণঃ
straight3
দেওয়া আছে,
বৃত্তের সমীকরণ \(x^2+y^2+2gx+2fy+c=0 .....(1)\)
\(P(x_1, y_1)\) ও \(Q(x_2, y_2)\) \((1)\) নং বৃত্তের উপরস্থ দুইটি বিন্দু ।
\(PQ\) রেখার ঢাল \(m=\frac{y_1-y_2}{x_1-x_2} ....(2)\)
যেহেতু \(P(x_1, y_1)\) ও \(Q(x_2, y_2)\) \((1)\) নং বৃত্তের উপরস্থ দুইটি বিন্দু ।
\(x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c=0 .....(3)\)
\(x^2_2+y^2_2+2gx_2+2fy_2+c=0 .....(4)\)
\((3)\)-\((4)\) এর সাহায্যে
\(x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c-x^2_2-y^2_2-2gx_2-2fy_2-c=0 \)
\(\Rightarrow x^2_1-x^2_2+y^2_1-y^2_2+2gx_1-2gx_2+2fy_1-2fy_2=0 \)
\(\Rightarrow (x_1-x_2)(x_1+x_2)+(y_1-y_2)(y_1+y_2)+2g(x_1-x_2)+2f(y_1-y_2)=0 \)
\(\Rightarrow (x_1-x_2)(x_1+x_2)+2g(x_1-x_2)+(y_1-y_2)(y_1+y_2)+2f(y_1-y_2)=0 \)
\(\Rightarrow (x_1-x_2)(x_1+x_2+2g)+(y_1-y_2)(y_1+y_2+2f)=0 \)
\(\Rightarrow (y_1-y_2)(y_1+y_2+2f)=-(x_1-x_2)(x_1+x_2+2g) \)
\(\Rightarrow \frac{y_1-y_2}{x_1-x_2}=-\frac{x_1+x_2+2g}{y_1+y_2+2f} \)
\(\Rightarrow m=-\frac{x_1+x_2+2g}{y_1+y_2+2f} \) ➜Note \((2)\) এর সাহায্যে।
এখন ,
\(PQ\) ছেদকটি হবে \(m\) ঢালবিশিষ্ট এবং \(P(x_1, y_1)\) বিন্দুগামী সরলরেখা।
\(\therefore PQ\) এর সমীকরণ,
\(y-y_1=m(x-x_1)\)
\(\Rightarrow y-y_1=-\frac{x_1+x_2+2g}{y_1+y_2+2f}(x-x_1)\)
\(\Rightarrow (y-y_1)(y_1+y_2+2f)=-(x-x_1)(x_1+x_2+2g)\)
\(\Rightarrow (x-x_1)(x_1+x_2+2g)+(y-y_1)(y_1+y_2+2f)=0 ........(5)\)
এখন যদি \(Q\) বিন্দুটি বৃত্তের পরিধির উপর দিয়ে ক্রমশঃ অগ্রসর হয়ে \(P\) বিন্দুর উপর সমাপতিত হয়, তবে \(PQ\) ছেদক \(P\) বিন্দুতে \(PT\) স্পর্শক হবে এবং সীমাস্থ অবস্থায় \(x_2=x_1\) ও \(y_2=y_1\) ।
\((5)\) সমিকরণে \(x_2=x_1, y_2=y_1\) বসিয়ে পাই।
\((x-x_1)(x_1+x_1+2g)+(y-y_1)(y_1+y_1+2f)=0\)
\(\Rightarrow (x-x_1)(2x_1+2g)+(y-y_1)(2y_1+2f)=0\)
\(\Rightarrow 2(x-x_1)(x_1+g)+2(y-y_1)(y_1+f)=0\)
\(\Rightarrow (x-x_1)(x_1+g)+(y-y_1)(y_1+f)=\frac{0}{2}\)
\(\Rightarrow xx_1+gx-x^2_1-gx_1+yy_1+fy-y^2_1-fy_1=0\)
\(\Rightarrow xx_1+yy_1+gx+gx_1+fy+fy_1-x^2_1-y^2_1-2gx_1-2fy_1=0\)
\(\Rightarrow xx_1+yy_1+gx+gx_1+fy+fy_1=x^2_1+y^2_1+2gx_1+2fy_1\)
\(\Rightarrow xx_1+yy_1+gx+gx_1+fy+fy_1+c=x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c\)
\(\Rightarrow xx_1+yy_1+gx+gx_1+fy+fy_1+c=0\) ➜Note \((3)\) এর সাহায্যে।
\(\therefore xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c=0\)
ইহাই নির্ণেয় স্পর্শকের সমীকরণ।
বৃত্তের সাধারণ সমীকরণের উপরস্থ নির্দিষ্ট বিন্দুতে অভিলম্বের সমীকরণ
Equation of the normal at a given point to the general equation of a circle
\(x^2+y^2+2gx+2fy+c=0\) বৃত্তের উপরস্থ \((x_1, y_1)\) বিন্দুতে অভিলম্বের সমীকরণ।
\((x_1+g)y-(y_1+f)x+fx_1-gy_1=0\)

প্রমাণঃ
straight3
মনে করি,
বৃত্তের সমীকরণ \(x^2+y^2+2gx+2fy+c=0 ......(1)\)
\((1)\) বৃত্তের পরিধীর উপরস্থ \((x_1, y_1)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ।
\(xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c=0\)
\(\Rightarrow xx_1+yy_1+gx+gx_1+fy+fy_1+c=0\)
\(\Rightarrow xx_1+gx+yy_1+fy+gx_1+fy_1+c=0\)
\(\Rightarrow x(x_1+g)+y(y_1+f)=-(gx_1+fy_1+c)\)
\(\Rightarrow y(y_1+f)=-x(x_1+g)-(gx_1+fy_1+c)\)
\(\therefore y=-\frac{x_1+g}{y_1+f}x-\frac{gx_1+fy_1+c}{y_1+f} .......(2)\)
আবার,
\((x_1, y_1)\) বিন্দুগামী যে কোন রেখার সমীকরণ, \(y-y_1=m(x-x_1) .......(3)\)
যদি, \((3)\) নং রেখাটি \(\) বিন্দুতে অভিলম্ব হয়, তবে তা অবশ্যই \((2)\) নং রেখার উপর লম্ব হবে।
\(\therefore -\frac{x_1+g}{y_1+f}\times m=-1\)
\(\Rightarrow \frac{x_1+g}{y_1+f}\times m=1\)
\(\therefore m=\frac{y_1+f}{x_1+g}\)
\(m\) এর মান \((3)\) এ বসিয়ে,
\(y-y_1=\frac{y_1+f}{x_1+g}(x-x_1)\)
\(\Rightarrow y-y_1=\frac{(y_1+f)(x-x_1)}{x_1+g}\)
\(\Rightarrow (y_1+f)(x-x_1)=(y-y_1)(x_1+g)\)
\(\Rightarrow x(y_1+f)-x_1y_1-fx_1=y(x_1+g)-y_1x_1-gy_1\)
\(\therefore x(y_1+f)-y(x_1+g)-fx_1+gy_1=0\)
ইহাই নির্ণেয় অভিলম্বের সমীকরণ।
বৃত্তের বহিঃস্থ কোনো নির্দিষ্ট বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ
Equation of a tangent drawn from a given point outside the circle
\(x^2+y^2=a^2\) বৃত্তের বহিঃস্থ \((x_1, y_1)\) বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ।
\( (x^2+y^2-a^2)(x^2_1+y^2_1-a^2)=\)\((xx_1+yy_1-a^2)^2\)

প্রমাণঃ
straight3
দেওয়া আছে,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2=a^2 ..........(1)\)
কেন্দ্র \(O(0, 0)\)
ব্যাসার্ধ \(a\) যখন, \(a\gt{0}\)
\((1)\) নং বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু \((x_1, y_1)\)
ধরি,
\((x_1, y_1)\) বিন্দুগামী সরলরেখার সমীকরণ,
\(y-y_1=m(x-x_1)\)
\(\Rightarrow 0=m(x-x_1)-y+y_1\)
\(\Rightarrow m(x-x_1)-y+y_1=0 .....(2)\)
\(\Rightarrow m(x-x_1)=y-y_1\)
\(\Rightarrow m=\frac{y-y_1}{x-x_1} .......(3)\)
\((2)\) নং রেখাটি \( (1)\) নং বৃত্তকে স্পর্শ করবে যদি কেন্দ্র \(O(0, 0)\) হতে রেখটির উপর অঙ্কিত লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হয়।
\(\therefore \frac{y_1-mx_1}{\sqrt{1+m^2}}=a\) ➜Note \((x_1, y_1)\) বিন্দু হতে \(ax+by+c=0\) এর লম্ব দূরত্ব \(=\frac{|ax_1+by_1+c|}{\sqrt{a^2+b^2}}\)
\(\Rightarrow y_1-mx_1=a\sqrt{1+m^2}\)straight3
\(\Rightarrow (y_1-mx_1)^2=a^2(1+m^2)\)
\(\Rightarrow (y_1-\frac{y-y_1}{x-x_1}x_1)^2=a^2\{1+\left(\frac{y-y_1}{x-x_1}\right)^2\}\) ➜Note \((3)\) এর সাহায্যে।
\(\Rightarrow (y_1-\frac{x_1y-x_1y_1}{x-x_1})^2=a^2\{1+\frac{(y-y_1)^2}{(x-x_1)^2}\}\)
\(\Rightarrow (\frac{xy_1-x_1y_1-x_1y+x_1y_1}{x-x_1})^2=a^2\{\frac{(x-x_1)^2+(y-y_1)^2}{(x-x_1)^2}\}\)
\(\Rightarrow \frac{(xy_1-x_1y)^2}{(x-x_1)^2}=a^2\{\frac{(x-x_1)^2+(y-y_1)^2}{(x-x_1)^2}\}\)
\(\Rightarrow (xy_1-x_1y)^2=a^2\{(x-x_1)^2+(y-y_1)^2\}\)
\(\Rightarrow (xy_1-x_1y)^2=a^2\{(x-x_1)^2+(y-y_1)^2\}\)
\(\therefore (x^2+y^2-a^2)(x^2_1+y^2_1-a^2)=(xx_1+yy_1-a^2)^2\)
ইহাই নির্ণেয় স্পর্শকের সমীকরণ।
অনুরূপভাবে দেখানো যায় যে, বহিঃস্থ কোন বিন্দু \((x_1, y_1)\) হতে \(x^2+y^2+2gx+2fy+c=0\) বৃত্তে অঙ্কিত স্পর্শক দুইটির সমীকরণ,
\((x^2+y^2+2gx+2fy+c)(x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c)\)\(=\{xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c\}^2\)
বৃত্তের বহিঃস্থ কোনো নির্দিষ্ট বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য
The length of a tangent drawn from a fixed point outside the circle
\(x^2+y^2=a^2\) বৃত্তের বহিঃস্থ \((x_1, y_1)\) বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য।
\(PT=\sqrt{x^2_1+y^2_1-a^2}\)

প্রমাণঃ
straight3
ধরি,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2=a^2 ..........(1)\)
কেন্দ্র \(O(0, 0)\)
ব্যাসার্ধ \(OT=a\) যখন, \(a\gt{0}\)
\((1)\) নং বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু \(P(x_1, y_1)\) এবং বৃত্তের পরিধির উপরোস্থ বিন্দু \(T\).
এখন,
\(PO=\sqrt{(x_1-0)^2+(y_1-0)^2}\) ➜Note\(A(x_1, y_1)\) এবং \(B(x_2, y_2)\), \(AB=\sqrt{(x_1-x_2)^2+(y_1-y_2)^2}\)
\(\Rightarrow PO=\sqrt{x^2_1+y^2_1}\)
\(\therefore PO^2=x^2_1+y^2_1\)
\((1)\) নং বৃত্তের পরিধির উপরোস্থ বিন্দু \(T\) তে \(PT\) স্পর্শক।
\(\therefore OT\perp PT\)
অতএব,
\(PT^2+OT^2=PO^2\)
\(\Rightarrow PT^2=PO^2-OT^2\)
\(\Rightarrow PT=\sqrt{PO^2-OT^2}\)
\(\therefore PT=\sqrt{x^2_1+y^2_1-a^2}\)
ইহাই স্পর্শকের দৈর্ঘ্য।
বৃত্তের সাধারণ সমীকরণের বহিঃস্থ কোনো নির্দিষ্ট বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য
The length of a tangent drawn from a fixed point outside the general equation of a circle
\(x^2+y^2+2gx+2fy+c=0\) বৃত্তের বহিঃস্থ \((x_1, y_1)\) বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য।
\( PT=\sqrt{x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c}\)

প্রমাণঃ
straight3
ধরি,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2+2gx+2fy+c=0 ..........(1)\)
কেন্দ্র \(O(-g, -f)\)
ব্যাসার্ধ \(OT=\sqrt{g^2+f^2-c}\) যখন, \(g^2+f^2\gt{c}\)
\((1)\) নং বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু \(P(x_1, y_1)\) এবং বৃত্তের পরিধির উপরোস্থ বিন্দু \(T\).
এখন,
\(PO=\sqrt{(x_1+g)^2+(y_1+f)^2}\)
\(\therefore PO^2=(x_1+g)^2+(y_1+f)^2\)
\((1)\) নং বৃত্তের পরিধির উপরোস্থ বিন্দু \(T\) তে \(PT\) স্পর্শক।
\(\therefore OT\perp PT\)
অতএব,
\(PT^2+OT^2=PO^2\)
\(\Rightarrow PT^2=PO^2-OT^2\)
\(\Rightarrow PT=\sqrt{PO^2-OT^2}\)
\(\therefore PT=\sqrt{(x_1+g)^2+(y_1+f)^2-(\sqrt{g^2+f^2-c})^2}\)
\(=\sqrt{(x_1+g)^2+(y_1+f)^2-g^2-f^2+c}\)
\(=\sqrt{x^2_1+2gx_1+g^2+y^2_1+2fy_1+f^2-g^2-f^2+c}\)
\(=\sqrt{x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c}\)
ইহাই স্পর্শকের দৈর্ঘ্য।
বৃত্তের সাধারণ জ্যা এর সমীকরণ
Equation of common chord of circle
\(S_1\equiv x^2+y^2+2g_1x+2f_1y+c_1=0\) ও \(S_2\equiv x^2+y^2+2g_2x+2f_2y+c_2=0\) বৃত্ত দ্বয়ের সাধারণ জ্যা-এর সমীকরণ।
\(2(g_1-g_2)x+2(f_1-f_2)y+c_1-c_2=0\)

প্রমাণঃ
straight3
ধরি,
বৃত্তদ্বয়ের সমীকরণ,
\(S_1\equiv x^2+y^2+2g_1x+2f_1y+c_1=0 ..........(1)\)
\(S_2\equiv x^2+y^2+2g_2x+2f_2y+c_2=0 ..........(2)\)
\((1)\)-\((2)\) এর সাহায্যে,
\(S_1-S_2\equiv x^2+y^2+2g_1x+2f_1y+c_1-x^2-\)\(y^2-2g_2x-2f_2y-c_2=0 \)
\(\Rightarrow S_1-S_2\equiv 2g_1x+2f_1y+c_1-2g_2x-2f_2y-c_2=0 \)
\(\Rightarrow S_1-S_2\equiv 2(g_1-g_2)x+2(f_1-f_2)y+c_1-c_2=0 \)
\(\therefore 2(g_1-g_2)x+2(f_1-f_2)y+c_1-c_2=0 \)
ইহাই নির্ণেয় সাধারণ জ্যা-এর সমীকরণ।
বৃত্তের নির্দিষ্ট মধ্যবিন্দুবিশিষ্ট জ্যা এর সমীকরণ
Equation of a chord of a circle with fixed midpoint
\(x^2+y^2=a^2\) বৃত্তে অঙ্কিত জ্যা-এর মধ্যবিন্দু \((x_1, y_1)\) হলে, জ্যা-এর সমীকরণ।
\(xx_1+yy_1=x^2_1+y^2_1\)

প্রমাণঃ
straight3
ধরি,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2=a^2 ..........(1)\)
কেন্দ্র \(O(0, 0)\)।
\(AB\) জ্যা-এর মধ্যবিন্দু \(C(x_1, y_1)\)।
কেন্দ্র হতে জ্যা-এর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা জ্যা-এর উপর লম্ব হয়।
\(OC\perp AB\)
\(OC\) এর ঢাল \(m=\frac{0-y_1}{0-x_1}\)
\(=\frac{-y_1}{-x_1}\)
\(=\frac{y_1}{x_1}\)
\(\therefore AB\) জ্যা-এর ঢাল \(=-\frac{1}{m}\)
\(=-\frac{1}{\frac{y_1}{x_1}}\)
\(=-\frac{x_1}{y_1}\)
\(AB\) এর সমীকরণ,
\(y-y_1=-\frac{x_1}{y_1}(x-x_1)\)
\(\Rightarrow y_1(y-y_1)=-x_1(x-x_1)\)
\(\Rightarrow yy_1-y_1^2=-xx_1+x_1^2\)
\(\therefore xx_1+yy_1=x_1^2+y_1^2\)
ইহাই নির্ণেয় জ্যা-এর সমীকরণ।
বৃত্তের সাধারণ সমীকরণের নির্দিষ্ট মধ্যবিন্দুবিশিষ্ট জ্যা এর সমীকরণ
Equation of a chord of the general equation of a circle with fixed midpoint
\(x^2+y^2+2gx+2fy+c=0\) বৃত্তে অঙ্কিত জ্যা-এর মধ্যবিন্দু \(C(x_1, y_1)\) হলে, জ্যা-এর সমীকরণ।
\(xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)\)=\(x^2_1+y^2_1+2gx_1+2fy_1\)

প্রমাণঃ
straight3
ধরি,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2+2gx+2fy+c=0 ..........(1)\)
কেন্দ্র \(O(-g, -f)\)।
\(AB\) জ্যা-এর মধ্যবিন্দু \(C(x_1, y_1)\)।
কেন্দ্র হতে জ্যা-এর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা জ্যা-এর উপর লম্ব হয়।
\(OC\perp AB\)
\(OC\) এর ঢাল \(m=\frac{-f-y_1}{-g-x_1}\)
\(=\frac{-(f+y_1)}{-(g+x_1)}\)
\(=\frac{f+y_1}{g+x_1}\)
\(\therefore AB\) জ্যা-এর ঢাল \(=-\frac{1}{m}\)
\(=-\frac{1}{\frac{f+y_1}{g+x_1}}\)
\(=-\frac{g+x_1}{f+y_1}\)
\(AB\) এর সমীকরণ,
\(y-y_1=-\frac{g+x_1}{f+y_1}(x-x_1)\)
\(\Rightarrow (y-y_1)(f+y_1)=-(x-x_1)(g+x_1)\)
\(\Rightarrow yf+yy_1-y_1f-y^2_1=-(xg+xx_1-x_1g-x^2_1)\)
\(\Rightarrow yf+yy_1-y_1f-y^2_1=-xg-xx_1+x_1g+x^2_1\)
\(\Rightarrow xx_1+yy_1+xg+yf=x^2_1+y^2_1+gx_1+fy_1\)
\(\Rightarrow xx_1+yy_1+xg+gx_1+yf+fy_1+c=x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c\)
\(\therefore xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c=x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c\)
ইহাই নির্ণেয় জ্যা-এর সমীকরণ।
বৃত্তের বহিঃস্থ নির্দিষ্ট বিন্দু হতে অঙ্কিত স্পর্শকদ্বয়ের স্পর্শ জ্যা-এর সমীকরণ
Equation of the chord of contact two tangents drawn from a fixed point outside the circle
\(x^2+y^2=a^2\) বৃত্তের বহিঃস্থ \((x_1, y_1)\) বিন্দু হতে অঙ্কিত স্পর্শকদ্বয়ের স্পর্শ জ্যা-এর সমীকরণ।
\(xx_1+yy_1=a^2\)

প্রমাণঃ
straight3
ধরি,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2=a^2 ..........(1)\)
\((1)\) নং বৃত্তের বহিঃস্থ একটি বিন্দু \(P(x_1, y_1)\)। \(P\) হতে \((1)\) নং বৃত্তে অঙ্কিত স্পর্শকদ্বয় যথাক্রমে \(PA\) ও \(PB\)।
স্পর্শবিন্দুদ্বয় যথাক্রমে \(A(x_2, y_2)\) ও \(B(x_3, y_3)\) ।
এখন,
\((1)\) নং বৃত্তের উপরোস্থ \(A(x_2, y_2)\) ও \(B(x_3, y_3)\) বিন্দুতে স্পর্শকদ্বয়ের সমীকরণ,
\(xx_2+yy_2=a^2 ..........(2)\)
\(xx_3+yy_3=a^2 ..........(3)\)
যেহেতু স্পর্শকদ্বয় \(P(x_1, y_1)\) বিন্দুগামী,
\(x_1x_2+y_1y_2=a^2 ..........(4)\)
\(x_1x_3+y_1y_3=a^2 ..........(5)\)
\((4)\) ও \((5)\) সমীকরণ দুইটি হতে প্রমাণিত হয় যে, \(A(x_2, y_2)\) ও \(B(x_3, y_3)\) বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দ্বারা নিম্নলিখিত সমীকরণটি সিদ্ধ হয়।
\(xx_1+yy_1=a^2 ..........(6)\)
\((6)\) নং সমীকরণটি একটি সরলরেখা সূচিত করে।
অতএব, ইহাই নির্ণেয় স্পর্শ জ্যা-এর সমীকরণ।
বৃত্তের সাধারণ সমীকরণের বহিঃস্থ নির্দিষ্ট বিন্দু হতে অঙ্কিত স্পর্শকদ্বয়ের স্পর্শ জ্যা-এর সমীকরণ
Equation of the chord of contact two tangents drawn from a fixed point outside of the general equation of a circle
\(x^2+y^2+2gx+2fy+c=0\) বৃত্তের বহিঃস্থ \((x_1, y_1)\) বিন্দু হতে অঙ্কিত স্পর্শকদ্বয়ের স্পর্শ জ্যা-এর সমীকরণ।
\(xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c=0\)

প্রমাণঃ
straight3
ধরি,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2+2gx+2fy+c=0 ..........(1)\)
\((1)\) নং বৃত্তের বহিঃস্থ একটি বিন্দু \(P(x_1, y_1)\)। \(P\) হতে \((1)\) নং বৃত্তে অঙ্কিত স্পর্শকদ্বয় যথাক্রমে \(PA\) ও \(PB\)।
স্পর্শবিন্দুদ্বয় যথাক্রমে \(A(x_2, y_2)\) ও \(B(x_3, y_3)\) ।
এখন,
\((1)\) নং বৃত্তের উপরোস্থ \(A(x_2, y_2)\) ও \(B(x_3, y_3)\) বিন্দুতে স্পর্শকদ্বয়ের সমীকরণ,
\(xx_2+yy_2+g(x+x_2)+f(y+y_2)+c=0 ..........(2)\)
\(xx_3+yy_3+g(x+x_3)+f(y+y_3)+c=0 ..........(3)\)
যেহেতু স্পর্শকদ্বয় \(P(x_1, y_1)\) বিন্দুগামী,
\(x_1x_2+y_1y_2+g(x_1+x_2)+f(y_1+y_2)+c=0 ..........(4)\)
\(x_1x_3+y_1y_3+g(x_1+x_3)+f(y_1+y_3)+c=0 ..........(5)\)
\((4)\) ও \((5)\) সমীকরণ দুইটি হতে প্রমাণিত হয় যে, \(A(x_2, y_2)\) ও \(B(x_3, y_3)\) বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দ্বারা নিম্নলিখিত সমীকরণটি সিদ্ধ হয়।
\(xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c=0 ..........(6)\)
\((6)\) নং সমীকরণটি একটি সরলরেখা সূচিত করে।
অতএব, ইহাই নির্ণেয় স্পর্শ জ্যা-এর সমীকরণ।
একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি সরলরেখা ও একটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ
Equation of a circle through a fixed point and a point of intersection of a straight line and a circle
\(A(x_1, y_1)\) বিন্দুগামী এবং \(ax+by+k=0\) রেখা ও \(x^2+y^2+2gx+2fy+c=0\) বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ।
\(\frac{x^2+y^2+2gx+2fy+c}{ax+by+k}=\)\(\frac{x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c}{ax_1+by_1+k}\)
উদাহরণসমুহ
\(Ex.1.\) \(x^{2}+y^{2}-2x-4y-4=0\) বৃত্তে অঙ্কিত স্পর্শক, \(3x-4y-1=0\) রেখার সমান্তরাল। স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(3x-4y+20=0; \ 3x-4y-10=0\)
সিঃ ২০০১।

\(Ex.2.\) \(k\) এর মান কত হলে, \(3x+4y=k\) রেখাটি \(x^2+y^2=10x\) বৃত্তকে স্পর্শ করবে?
উত্তরঃ \(40; \ -10\)
কুয়েটঃ ২০০৩-২০০৪; যঃ ২০০১; বঃ ২০০৩,২০০৭; রাঃ ২০০৬; সিঃ ২০১২।

\(Ex.3.\) \((4, -2)\) কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত \(x^2+y^2-2y-15=0\) বৃত্তটিকে বহিঃস্থভাবে স্পর্শ করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-8x+4y+19=0\)

\(Ex.4.\) \(x^2+y^2=144\) বৃত্তের যে জ্যা \((4, -6)\) বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(2x-3y-26=0\)
চঃ ২০০৯; সিঃ ২০১১; যঃ ২০০৬; ঢাঃ ২০০৭; দিঃ ২০০৯,২০১১;কুঃ ২০১০; রাঃ,বঃ ২০১৪

\(Ex.5.\) \(x^2+y^2+4x-8y+2=0\) বৃত্তের স্পর্শক অক্ষদ্বয় থেকে একই চিহ্নবিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x+y+4=0; \ x+y-8=0\)
ঢাঃ ২০০৯; যঃ ২০০৭; কুঃ ২০১১; বঃ ২০১৩; দিঃ ২০১৪।

\(Ex.6.\) \(x^2+y^2+2x+3y+1=0\) ও \(x^2+y^2+4x+3y+2=0\) বৃত্ত দুইটির সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(2x^2+2y^2+2x+6y+1=0\)
ঢাঃ ২০১৪।

\(Ex.7.\) \(y=mx\) রেখাটি \(x^2+y^2+2gx+c=0\) বৃত্তের স্পর্শক হলে, \(m\)-এর মান নির্ণয় কর এবং এর সাহায্যে মূলবিন্দু থেকে \(x^2+y^2-10x+20=0\) বৃত্তে অঙ্কিত স্পর্শক দুইটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(m=\pm\sqrt{\frac{g^2-c}{c}}, \ 2y\pm x=0\)
ঢাঃ ২০১১।

\(Ex.8.\) \(x^2+y^2-3x+10y-15=0\) বৃত্তের \((4, -11)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(5x-12y-152=0\)
ঢাঃ ২০১৪; সিঃ ২০১০, ২০০২; রাঃ ২০০৯।

\(Ex.9.\) \(x^2+y^2=b(5x-12y)\) বৃত্তের একটি ব্যাস মূলবিন্দু দিয়ে যায়। এই ব্যাসের সমীকরণ এবং মূলবিন্দুতে অঙ্কিত স্পর্শকটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(5x-12y=0\)
ঢঃ ২০০৪, কুয়েটঃ ২০০৪-২০০৫; বিআইটিঃ ১৯৯৭-১৯৯৮

\(Ex.10.\) \(3x+by-1=0\) রেখাটি \(x^2+y^2-8x-2y+4=0\) বৃত্তকে স্পর্শ করে। \(b\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(b=2, -\frac{1}{6}\)
ঢাঃ ২০০২, ২০০০; রাঃ ২০১৪, ২০১২; কুঃ ২০১০, ২০০৪; বঃ ২০১২,২০০৯; চঃ ২০১১ ; যঃ ২০১০; সিঃ ২০০৮; মাঃ ২০১২, ২০০৫।

\(Ex.11.\) মূলবিন্দু থেকে \((1, 2)\) কেন্দ্রবিশিষ্ট বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য \(2\) একক। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-2x-4y+4=0\)
ঢঃ ২০১০; রাঃ ২০০৬; চঃ ২০০৭,২০০৪; বঃ ২০০৬; সিঃ ২০০৭; যঃ ২০০৪; রাঃ ২০০০।

\(Ex.12.\) \(X\) অক্ষকে \((4, 0)\) বিন্দুতে স্পর্শ করে এবং \(Y\) অক্ষ হতে \(6\) একক দৈর্ঘ্যের জ্যা কর্তন করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-8x\pm10y+16=0\)
ঢঃ ২০০৯; কুঃ ২০১০, যঃ ২০১১, ২০০৯; সিঃ ২০০৫; চঃ ২০১১,২০০৯; রাঃ২০০৯।

\(Ex.13.\) মূলবিন্দু থেকে \(x^{2}+y^{2}-10x+20=0\) বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুইটির সমীকরণ এবং দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ \(x+2y=0, x-2y=0; \ 2\sqrt{5}\) একক।

\(Ex.14.\) \(x^2+y^2-4x+6y-36=0\) ও \(x^2+y^2-5x+8y-43=0\) বৃত্ত দুইটির সাধারণ জ্যা-এর সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x-2y+7=0\)
প্র.ভ.পঃ ২০০৫-২০০৬।

\(Ex.15.\) \(x^{2}+y^{2}-8x-10y=8\) বৃত্তে অঙ্কিত স্পর্শক, \(5x-12y-9=0\) রেখার সমান্তরাল। স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(5x-12y+131=0; \ 5x-12y-51=0\)
যঃ ২০০৬; কুঃ ২০০৭,২০১৪; সিঃ ২০১১;চঃ ২০১২;ঢাঃ ২০১৪।

\(Ex.16.\) \(x^2+y^2=81\) বৃত্তের একটি জ্যা \((-2, 3)\) বিন্দুতে সমদ্বিখন্ডিত হয়। ঐ জ্যা-এর সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(2x-3y+13=0\)
বুয়েটঃ ২০১৮-২০১৯; কুঃ ২০০৬; বঃ২০০৮,২০১০;সিঃ ২০০৮; যঃ ২০০৯,২০১৩;চঃ ২০০৬,২০১২,২০১৫; রাঃ ২০০৬,২০১১; দিঃ ২০১৩;মাঃ ২০০৬,২০০৭।

\(Ex.17.\)
\(x^2+y^2+2x+3y+1=0 .........(1)\)
\(x^2+y^2+4x+3y+2=0 .........(2)\)
\(x^2+y^2-4x+6y-7=0 .........(3)\)
\((a)\) \((3, 2)\) বিন্দু হতে \((2)\) নং বৃত্তে অঙ্কিত স্পর্শ জ্যা-এর সমীকরণ নির্ণয় কর।
\((b)\) \((1)\) ও \((2)\) নং বৃত্ত দুইটির সাধারণ জ্যা যে বৃত্তের ব্যস তার সমীকরণ নির্ণয় কর।
\((c)\) \(x+2y=11\) সরলরেখা হতে \((3)\) নং বৃত্তের উপর যে বিন্দুটির দূরত্ব ক্ষুদ্রতম তার স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ 10x+7y+22=0\)
\((b) \ 2x^2+2y^2+2x+6y+1=0\)
\((c) \ A(4, 1)\)

\(Ex.18.\) \(x^2+y^2=25\) বৃত্তের স্পর্শক দুইটি \(X\) অক্ষের সাথে \(60^o\) কোণ উৎপন্ন করলে তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(y=\sqrt{3}x\pm 10\)

\(Ex.19.\) \(x^2+y^2-6x+4y+3=0\) বৃত্তের \((2, 1)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x-3y+1=0\)

\(Ex.20.\) \((4, 7)\) বিন্দু থেকে \(2x^{2}+2y^{2}-8x-14y+11=0\) বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ \(\sqrt{\frac{11}{2}}\)

\(Ex.21.\) \(x^2+y^2=r^2\) বৃত্তে অঙ্কিত স্পর্শক দুইটি লম্বভাবে ছেদ করলে ছেদবিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2=2r^2\)

\(Ex.22.\) \((1, -3)\) কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত \(2x-y-4=0\) রেখাকে স্পর্শ করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(5x^2+5y^2-10x+30y+49=0\)
কুয়েটঃ ২০০৭-২০০৮; বঃ ২০০৩; সিঃ ২০০৯; দিঃ ২০১০; যঃ ২০১২।

\(Ex.23.\) \(x^{2}+y^{2}-4x-6y+c=0\) বৃত্তটি \(X\) অক্ষকে স্পর্শ করে। \(c\) এর মান এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((2, 0)\)

\(Ex.24.\) \(y=2x \) যদি \(x^2+y^2=10x\) বৃত্তের কোন জ্যা-এর সমীকরণ হয়, তবে উক্ত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-2x-4y=0\)
দিঃ ২০০৯; যঃ ২০১০; চঃ ২০০৩; কুঃ ২০০৪।

\(Ex.25.\) \((1, -1)\) বিন্দু থেকে \(2x^{2}+2y^{2}-x+3y+1=0\) বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{\sqrt{2}}\) একক।
কুঃ ২০১৩; চঃ ২০১১।

\(Ex.26.\) \(x^2+y^2=20\) বৃত্তের \(2\) ভুজবিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x\pm2y=10\)
রাঃ ২০১০; বঃ ২০০৫; সিঃ ২০০৯; দিঃ ২০১১; মাঃ ২০১০।

\(Ex.27.\) \(x^2+y^2=16\) ও \(x^2+y^2+6x-8y=0\) বৃত্ত দুইটির সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(15x^2+24xy+8y^2+24x-32y-400=0\)

\(Ex.28.\) \(x^2+y^2-4x-2y+4=0\) ও \(x^2+y^2+4x+2y-4=0\) বৃত্ত দুইটির তীর্যক সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \( x-1=0\) এবং \(3x+4y-5=0 \)।

\(Ex.29.\) \(x^2+y^2-3x+10y-15=0\) বৃত্তের \((4, -11)\) বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \( 12x+5y+7=0 \)।
সিঃ ২০১০, ২০০২; রাঃ ২০০৯।

\(Ex.30.\) \(x^2+y^2+4x-10y+28=0\) বৃত্তের \((-2, 4)\) বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(y-4=0; \ x+2=0\)
কুয়েটঃ২০১৯-২০২০; বুটেক্সঃ ২০০২-২০০৩।

\(Ex.31.\) \((3, 4)\) বিন্দুতে \(x^2+y^2-6x+10y+2=0\) বৃত্তে অংকিত স্পর্শ জ্যা-এর সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(9y+13=0\)

\(Ex.32.\) \(x+2y=11\) সরলরেখা হতে \(x^2+y^2-4x+6y-7=0\) বৃত্তের উপর যে বিন্দুটির দূরত্ব ক্ষুদ্রতম তার স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((4, 1)\)

locus4
\(Ex.33.\) \(N(4, 5)\) বিন্দুটি \(LM\) জ্যা এর মধ্যবিন্দু এবং বৃত্তটির সমীকরণ \(x^2+y^2-6x-8y+9=0\)
\((a)\) \(r=a\sin{\theta}\) বা \(r^2=ar\sin{\theta}\) বৃত্তের কেন্দ্রের স্থানাংক নির্ণয় কর।
\((b)\) \(N\) কেন্দ্রবিশিষ্ট যে বৃত্ত \(y\) অক্ষকে স্পর্শ করে উহার এবং প্রদত্ত বৃত্তের সাধারণ জ্যা-এর সমীকরণ নির্ণয় কর।
\((c)\) উদ্দীপকের বৃত্তে \(LM\) জ্যা-এর সমান্তরাল স্পর্শকের সমীকরণ নির্ণয় কর ।
উত্তরঃ \((a) \left(0, \frac{a}{2}\right)\)
\((b) \ x+y-8=0;\)
\((c) \ x+y-7\pm4\sqrt{2}=0\)

locus4
\(Ex.34.\)
\((a)\) \(A\) বিন্দু হতে \(x^2+y^2-6x+4y+5=0\) বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় কর।
\((b)\) এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় কর যা \(AB\) রেখার উপর লম্ব এবং \(y=2x\) রেখা \(AB\) কে যে বিন্দুতে ছেদ করে উক্ত বিন্দুগামী।
\((c)\) \(AB\) রেখাকে \(2:5\) অনুপাতে অন্তর্বিভক্ত করে এমন বিন্দুতে কেন্দ্র এবং \(x^2+y^2-6x+8y+14=0\) বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর ।
উত্তরঃ \((a) \ 2\sqrt{3}\) একক।
\((b) \ 133x-95y+105=0.\)
\((c) \ 7x^2+7y^2-70x-20y-45=0\)

\(Ex.35.\) \(x^2+y^2=9\) ও \(x^2+y^2-16x+2y+49=0\) বৃত্ত দুইটির সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ সরল সাধারণ স্পর্শকদ্বয়, \(y-3=0, \ 16x+63y+195=0\)
তীর্যক সাধারণ স্পর্শকদ্বয়, \(12x+5y-39=0, \ 4x-3y-15=0\)

carte
\(Ex.36.\) দৃশ্যকল্প-১ঃ
দৃশ্যকল্প-২ঃ \(3x+4y=2.\)
\((a)\) \(r=6\cos{\theta}+4\sin{\theta}\) বৃত্তটির কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় কর।
\((b)\) দৃশ্যকল্প-১ঃ হতে বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
\((c)\) নির্ণেয় বৃত্তের এরূপ দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় কর যারা দৃশ্যকল্প-২ঃ রেখার উপর লম্ব।
উত্তরঃ \((a) \ (3, 2), \ \sqrt{13}\) একক।
\((b) \ x^2+y^2-10x+6y+9=0\)
\((c) \ 4x-3y-4=0, \ 4x-3y-54=0\)

\(Ex.37.\) \(f(x,y)=x^2+y^2-10x+6y+25\)
\(g(x,y)=x^2+y^2+6x-6y-31\)
\(h(x,y)=3x-4y+5\)
\((a)\) \(g(x,y)=0\) বৃত্তটি \(x\) অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় কর।
\((b)\) দেখাও যে, \(f(x,y)=0\) ও \(g(x,y)=0\) বৃত্তদ্বয় পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে।
\((c)\) \(f(x,y)=0\) বৃত্তের এরূপ দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় কর যারা \(h(x,y)=0\) রেখার উপর লম্ব।
উত্তরঃ \((a) \ 4\sqrt{10}\) একক।
\((c) \ 4x+3y+4=0, \ 4x+3y-26=0\)

\(Ex.38.\) \(12\) একক দৈর্ঘ্য ও \(5\) একক প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের একটি কর্ণের দুই পাশে দুইটি বৃত্ত রাখলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
উত্তরঃ \(\sqrt{65}\) একক।
বুয়েটঃ ২০১৫-২০১৬।

Read Example
Q.1-এর সংক্ষিপ্ত প্রশ্নসমূহ
\(Q.1.(i).(a)\) প্রমাণ কর যে, \(3x+4y-38=0\) রেখাটি \(x^2+y^2-6x-2y=15\) বৃত্তকে স্পর্শ করে। স্পর্শবিন্দুটি নির্ণয় কর।
উত্তরঃ \((6, 5)\) .

\(Q.1.(i).(b)\) দেখাও যে, \(x=1\) ও \(y=2\) রেখাটি দুইটির প্রত্যেকটি \(x^2+y^2-4x-2y+4=0\) বৃত্তকে স্পর্শ করে এবং স্পর্শবিন্দুদ্বয়ের স্থানাংক নির্ণয় কর।
উত্তরঃ \((1, 1), \ (2, 2)\) .

\(Q.1.(ii)\) \(x-5y+2=0\) রেখাটি \(x^2+y^2-ax+2y+1=0\) বৃত্তের একটি ব্যাস হলে, \(a\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(a=-14\)

\(Q.1.(iii)\) \(2x^2+2y^2-4x+12y-5=0\) বৃত্তের একটি ব্যাসের সমীকরণ নির্ণয় কর যা,
\((a)\) \(6x+8y=11\) রেখার উপর লম্ব।
\((b)\) \(6x+8y=11\) রেখার সমান্তরাল।
উত্তরঃ \((a) 4x-3y-13=0; \ (b) 3x+4y+9=0\)।

\(Q.1.(iv).(a)\) প্রমাণ কর যে, \(x-3y=5\) রেখাটি \(x^2+y^2-6x+8y+15=0\) বৃত্তকে স্পর্শ করে। স্পর্শবিন্দুগামী ব্যাসের সমীকরণও নির্ণয় কর।
উত্তরঃ \(3x+y=5\)।
যঃ ২০০৯; চঃ ২০০৭; মাঃ ২০০৩,২০০৯।

\(Q.1.(iv).(b)\) প্রমাণ কর যে, \(x+y=2+\sqrt{2}\) রেখাটি \(x^2+y^2-2x-2y+1=0\) বৃত্তকে স্পর্শ করে।

\(Q.1.(v).(a)\) মূলবিন্দু হতে \(x^2+y^2-10x+20=0\) বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় কর। স্পর্শ জ্যা এর সমীকরণও নির্ণয় কর।
উত্তরঃ \(x-2y=0, x+2y=0, \ x-4=0\)।
ঢাঃ ২০০৮,২০১১; বঃ ২০১২; রাঃ ২০১০,২০১৩; চঃ ২০০৯,২০১৩; সিঃ ২০১০।

\(Q.1.(v).(b)\) \(C(-3, 4)\) হতে \(x^2+y^2-6x-8y+9=0\) বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(y-4=\pm\frac{2}{\sqrt{5}}(x+3)\)।
কুঃ,চঃ,বঃ,রাঃ ২০১৮।

\(Q.1.(vi).(a)\) \((1, -3)\) কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত \(2x-y-4=0\) রেখাকে স্পর্শ করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(5x^2+5y^2-10x+30y+49=0\)।
যঃ ২০১২

\(Q.1.(vi).(b)\) একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যার কেন্দ্রের স্থানাংক \((2, 3)\) এবং \(x+y-2=0\) রেখাকে স্পর্শ করে।
উত্তরঃ \(5x^2+5y^2-10x+30y+49=0\)।
ঢাবিঃ ২০০৯-২০১০

\(Q.1.(vii)\) একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যার কেন্দ্র \((4, 3)\) এবং যা \(5x-12y+3=0\) সরলরেখাকে স্পর্শ করে।
উত্তরঃ \(x^2+y^2-8x-6y+24=0\)।

\(Q.1.(viii)\) \(2x+3y-5=0\) রেখাটি \((3, 4)\) কেন্দ্রবিশিষ্ট বৃত্তের স্পর্শক। বৃত্তটি \(Y\) অক্ষের যে অংশ ছেদ করে তার পরিমাণ নির্ণয় কর।
উত্তরঃ \(4\)।
যঃ ২০০৪; কুঃ ২০০৭,২০১৪।

\(Q.1.(ix)\) একটি বৃত্তের সমীকরণ নীর্ণয় কর যার কেন্দ্র \((0, -3)\) এবং একটি স্পর্শক \(5x-12y+3=0\)।
উত্তরঃ \(x^2+y^2+6y=0\)।

\(Q.1.(x)\) \(x^2+y^2-3x+10y=15\) বৃত্তের \((4, -11)\) বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(5x-12y=152\)।
সিঃ ২০১০; চঃ ২০১৪।

\(Q.1.(xi)\) \((p, q)\) কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত মূলবিন্দুগামী। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর। দেখাও যে মূলবিন্দুতে বৃত্তটির স্পর্শক \(px+qy=0\)।
উত্তরঃ \(x^{2}+y^{2}-2px-2qy=0 \)।
যঃ ২০০৭; দিঃ ২০১৩

\(Q.1.(xii)\) \(px+qy=1\) রেখাটি \(x^{2}+y^{2}=a^2\) বৃত্তকে স্পর্শ করে। দেখাও যে, \((p, q)\) বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত।
ঢাঃ ২০০৬; বঃ ২০০৮; যঃ ২০০৬,২০১২; রাঃ ২০০৫,২০১৩।

\(Q.1.(xiii).(a)\) \(x^2+y^2=4\) বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় কর যা \(x-2y+7=0\) রেখার উপর লম্ব হবে।
উত্তরঃ \(2x+y\pm2\sqrt{5}=0 \)।

\(Q.1.(xiii).(b)\) \(x^2+y^2-2x-3=0\) বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় কর যা \(3x+4y=13\) রেখার উপর লম্ব হবে।
উত্তরঃ \(4x-3y+6=0, \ 4x-3y-14=0\)।

\(Q.1.(xiii).(c)\) \(x^2+y^2-10x+6y+9=0\) বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় কর যা \(3x+4y=2\) রেখার উপর লম্ব হবে।
উত্তরঃ \(4x-3y-4=0, \ 4x-3y-54=0\)।
যঃ ২০০৯; ঢাঃ ২০০৯,২০১৭।

\(Q.1.(xiv).(a)\) \(x^{2}+y^{2}-2x-4y-4=0\) বৃত্তে অঙ্কিত যে স্পর্শক \(3x-4y+5=0\) রেখার উপর লম্ব তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(4x+3y+5=0, \ 4x+3y-25=0\)।
ঢাঃ ২০১২; সিঃ ২০১৩; রাঃ ২০০৭

\(Q.1.(xiv).(b)\) \(x^{2}+y^{2}-10x+6y+25=0\) বৃত্তের দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় কর যা \(3x-4y+5=0\) রেখার উপর লম্ব।
উত্তরঃ \(4x+3y+4=0, \ 4x+3y-26=0\)।
ঢাঃ, সিঃ ২০১৯

\(Q.1.(xiv).(c)\) \(x^{2}+y^{2}-2x-4y-4=0\) বৃত্তের দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় কর যা \(3x-4y-1=0\) রেখার উপর লম্ব।
উত্তরঃ \(4x+3y+5=0, \ 4x+3y-25=0\)।
সিঃ ২০১৯

\(Q.1.(xiv).(d)\) \(x^{2}+y^{2}+2x-4y-4=0\) বৃত্তের দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় কর যা \(3x-4y+5=0\) রেখার উপর লম্ব।
উত্তরঃ \(4x+3y+13=0, \ 4x+3y-17=0\)।
মাঃ ২০১৯

\(Q.1.(xiv).(e)\) \(x^{2}+y^{2}-6x+8y-24=0\) বৃত্তের \(x\) অক্ষের সমান্তরাল স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(y-3=0, \ y+11=0\)।

carte
\(Q.1.(xv)\) \(O\) কেন্দ্রবিশিষ্ট বৃত্তের \(P\) বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x+\sqrt{3}y=4, \ \sqrt{3}x-y=0\)।
চঃ ২০১৯।

\(Q.1.(xvi).(a)\) দেখাও যে, \(3x+4y+10=0\) রেখাটি \(x^2+y^2-2x+4y+4=0\) বৃত্তটিকে স্পর্শ করে। স্পর্শ বিন্দুটি নির্ণয় কর এবং এ রেখার সমান্তরাল অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(\left(\frac{2}{5}, -\frac{14}{5}\right), \ 3x+4y=0\)।

\(Q.1.(xvi).(b)\) \(x^2+y^2-10x-16y+64=0\) বৃত্তটিকে \(3x-4y-8=0\) রেখাটি স্পর্শ করবে কিনা যাছাই করে স্পর্শ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তের স্থানাংক নির্ণয় কর।
উত্তরঃ \((2, 12)\)।
চঃ ২০১৭।

\(Q.1.(xvi).(c)\) \(x^2+y^2-10x-16y+64=0\) বৃত্তটিকে \(3x-4y-8=0\) রেখাটি স্পর্শ করবে কিনা যাছাই করে স্পর্শ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তের স্থানাংক নির্ণয় কর।
উত্তরঃ \((2, 12)\)।
চঃ ২০১৭।

\(Q.1.(xvi).(d)\) একটি রিক্সার সামনের চাকা \(x^2+y^2-2x-1=0\) সমীকরণ দ্বারা সূচিত। রিক্সাটির চাকার একটি স্পর্শক \(x+y+1=0\) হবে কিনা যাছাই করে স্পর্শ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তের স্থানাংক নির্ণয় কর।
উত্তরঃ \((2, 1)\)।
কুঃ ২০১৭।

\(Q.1.(xvi).(e)\) একটি রিক্সার সামনের চাকা \(x^2+y^2-2x-1=0\) সমীকরণ দ্বারা সূচিত। \((-1, -1)\) ও \((3, 0)\) বিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যার কেন্দ্র চাকাটির \((2, 1)\) বিন্দুতে অংকিত স্পর্শকের উপর অবস্থিত।
উত্তরঃ \(3(x^2+y^2)-x-17y-24=0\)।
কুঃ ২০১৭।

\(Q.1.(xvi).(f)\) \((-1, -1)\) ও \((3, 0)\) বিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যার কেন্দ্র \(x^2+y^2-2x-1=0\) বৃত্তের \((2, 1)\) বিন্দুতে অংকিত স্পর্শকের উপর অবস্থিত।
উত্তরঃ \(3(x^2+y^2)-x-17y-24=0\)।

\(Q.1.(xvi).(g)\) \(2x-3y-9=0\) রেখাটি \(x^2+y^2-2x-4y-c=0\) বৃত্তের একটি স্পর্শক হলে, \(c\) এর মাণ নির্ণয় কর।
উত্তরঃ \(c=8\)।
চঃ ২০০৩।

\(Q.1.(xvi).(h)\) \(x^2+y^2-2x+6y-58=0\) বৃত্তের যে বিন্দুতে স্পর্শক \(x+4y-7=0\) রেখার সমান্তরাল তার স্থানাংক নির্ণয় কর।
উত্তরঃ \((3, 5)\) এবং \((-1, -11)\)
চঃ ২০০৩।

carte
\(Q.1.(xvii)\) \(OA=3\) একক এবং \(OB=5\) একক। \(O\) যদি একটি ব্যাসের একটি প্রান্তবিন্দু হয়, তবে ঐ ব্যাসের অপর প্রান্ত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(3x+5y-34=0\)।
বঃ ২০১৯।

\(Q.1.(xviii)\) একটি বৃত্ত \((-1, -1)\) ও \((3, 2)\) বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এর কেন্দ্র \(x^2+y^2-6x-4y-7=0\) বৃত্তের \((1, -2)\) বিন্দুতে অংকিত স্পর্শকের উপর অবস্থিত। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-8x+7y-3=0\)।
বুয়েটঃ ২০১৯-২০২০।

Read Short Question
Q.2-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.2.(i)\) দেখাও যে, \(3x+4y-9=0\) রেখাটি \(x^{2}+y^{2}-2x+2y=2\) বৃত্তের একটি স্পর্শক। এমন দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় কর যারা উক্ত স্পর্শকটির উপর লম্ব।
উত্তরঃ \(4x-3y+3=0, 4x-3y-17=0 \)।
দিঃ ২০১২

\(Q.2.(ii).(a)\) \(x^{2}+y^{2}-2x-4y-4=0\) বৃত্তের স্পর্শকদ্বয়ের সমীকরণ নির্ণয় কর যারা \(3x-4y-1=0\) রেখার সমান্তরাল।
উত্তরঃ \(3x-4y-10=0; 3x-4y+20=0\)।

\(Q.2.(ii).(b)\) \(x^{2}+y^{2}-4x-2y+4=0\) বৃত্তের স্পর্শকদ্বয়ের সমীকরণ নির্ণয় কর যারা \(4x-3y=0\) রেখার সমান্তরাল।
উত্তরঃ \(4x-3y=0, \ 4x-3y-10=0\)।

\(Q.2.(iii)\) \(x^{2}+y^{2}-8x-10y-8=0\) বৃত্তে অঙ্কিত স্পর্শক \(5x-12y=9\) রেখার সমান্তরাল । স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(5x-12y+131=0; \ 5x-12y-51=0 \)।
বঃ ২০০৬; কুঃ ২০০৭,২০১৪; মাঃ ২০০৯,২০১৩; ঢাঃ ২০১৪; চঃ ২০১২, সিঃ২০১১

\(Q.2.(iv)\) \(x^{2}+y^{2}-10x-10y=0\) বৃত্তের উপর দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় কর যারা \(y=x\) রেখার সমান্তরাল হবে।
উত্তরঃ \(x-y\pm10=0 \)।

\(Q.2.(v).(a)\) \(x^{2}+y^{2}+6x-8y+21=0\) বৃত্তের যে স্পর্শক \(Y\) অক্ষের সমান্তরাল; ঐ স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x+1=0, x+5=0\)।

\(Q.2.(v).(b)\) \(x^{2}+y^{2}+2x+6y-6=0\) বৃত্তের যে স্পর্শক \(Y\) অক্ষের সমান্তরাল; ঐ স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x-3=0, \ x+5=0\)।

\(Q.2.(vi)\) \(x^{2}+y^{2}-6x+8y+21=0\) বৃত্তের যে স্পর্শক \(X\) অক্ষের সমান্তরাল; তাদের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(y+6=0, y+2=0\)।

\(Q.2.(vii)\) দেখাও যে, \(y-3x=10\) রেখাটি \(x^{2}+y^{2}=10\) বৃত্তটিকে সমাপতিত বিন্দুতে ছেদ করে। বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((-3, 1)\)

\(Q.2.(viii)\) দেখাও যে, \(4x-3y=25\) রেখাটি \(x^{2}+y^{2}=25\) বৃত্তটিকে স্পর্শ করে। স্পর্শ বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((4, -3)\)

\(Q.2.(ix)\) দেখাও যে, \(4x+3y-3=0\) ও \(12x+5y-13=0\) রেখা দুইটি \((-2, -3)\) কেন্দ্র ও \(4\) ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের স্পর্শক।

\(Q.2.(x)\) \(x^2+y^2=a^2\) বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় কর যা
\((a)\) অক্ষ দুইটির সাথে \(a^2\) ক্ষেত্রফলবিশিষ্ট একটি ত্রিভুজ গঠন করে।
\((b)\) \(x^2+y^2=20\) বৃত্তের \(2\) ভুজবিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ \pm{x}+\pm{y}=a\sqrt{2}\); \((b)x+2y=10, x-2y=10\).
দিঃ ২০১১; রাঃ ২০১০; সিঃ ২০০৯; বঃ ২০০৫; কুঃ ২০০২; মাঃ ২০১০, ২০০৮

\(Q.2.(x).(c)\) \(x^2+y^2=16\) বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় কর যা অক্ষ দুইটির সাথে \(16\) একক ক্ষেত্রফলবিশিষ্ট একটি ত্রিভুজ গঠন করে।
উত্তরঃ \(\pm{x}+\pm{y}=4\sqrt{2}\)

\(Q.2.(xi)\) দেখাও যে, \(X\) অক্ষ, \(x^2+y^2-4x-5y+4=0\) বৃত্তকে স্পর্শ করে। মূলবিন্দু দিয়ে অতিক্রমকারী অপর স্পর্শকটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(40x+9y=0\)।

\(Q.2.(xii)\) \((4, 1)\) বিন্দু দিয়ে অতিক্রমকারী বৃত্ত \(3x+4y-1=0\) ও \(x-3=0\) রেখা দুইটিকে স্পর্শ করে। \(r\) বৃত্তটির ব্যাসার্ধ হলে দেখাও যে, \(r^2-20r+40=0\)।

\(Q.2.(xiii)\) মূলবিন্দু হতে \(x^2+y^2-6x-4y+9=0\) বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুইটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় কর।
উত্তরঃ \(\tan^{-1}(\frac{12}{5})\)।
ঢাঃ ২০১১; বঃ ২০১২; রাঃ,চঃ ২০১৩

\(Q.2.(xiv).(a)\) \(x^2+y^2+10x=0\) বৃত্তের উপর \((-2, 4)\) বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(3x+4y-10=0, 4x-3y+20=0\)।

\(Q.2.(xiv).(b)\) \((x+5)^2+y^2=25\) বৃত্তের উপর \((-2, 4)\) বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(3x+4y-10=0, 4x-3y+20=0\)।

\(Q.2.(xv)\) যে বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে এবং \(2x+\sqrt{5}y-1=0\) রেখাকে স্পর্শ করে। তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(9x^2+9y^2=1\)।

carte
\(Q.2.(xvi)\) নির্ণেয় বৃত্তের এরূপ দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় কর যারা \(3x+4y=2\) রেখার উপর লম্ব।
উত্তরঃ \(4x-3y-4=0, \ 4x-3y-54=0\)
ঢাঃ ২০১৭।

carte
\(Q.2.(xvii)\) চিত্রে \(C\) বৃত্তের কেন্দ্র। বৃত্তটির \(AB\) স্পর্শকের সমান্তরাল অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(3x+4y-48=0\)
যঃ ২০১৭।

locus4
\(Q.2.(xviii)\) চিত্রে \(OA=4\) এবং \(OB=3\)। প্রদত্ত বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(25(x^2+y^2-6x-6y)+369=0\)
দিঃ ২০১৭।

\(Q.2.(xix).(a)\) একটি বৃত্তের কেন্দ্র \((0, -1)\) যা \(4x+3y+8=0\) রেখাকে স্পর্শ করে।
উত্তরঃ \(x^2+y^2+2y=0\)
চঃ ২০১৭।

\(Q.2.(xix).(b)\) একটি বৃত্তের কেন্দ্র \((0, -1)\) যা \(4x+3y+8=0\) রেখাকে স্পর্শ করে। সেই বৃত্তের \((1, -1)\) বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় কর।
উত্তরঃ নির্ণয়যোগ্য নয়।
চঃ ২০১৭।

Read Board Question2
Q.3-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.3.(i)\) একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের একটি \((2, -4)\) এবং অপরটি মূলবিন্দু; বৃত্তটির সমীকরণ নির্ণয় কর। এ বৃত্তে যে স্পর্শকদ্বয় প্রদত্ত ব্যাসের সমান্তরাল তাদের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-2x+4y=0; 2x+y\pm 5=0\)।

\(Q.3.(ii).(a)\) \((-4, 3)\) এবং \((8, -2)\) বিন্দু দুইটি কোন বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু হলে বৃত্তের সমীকরণ নির্ণয় কর। ঐ বৃত্তের একটি জ্যা-এর সমীকরণ নির্ণয় কর যার মধ্যবিন্দু মূলবিন্দুতে অবস্থিত।
উত্তরঃ \(x^2+y^2-4x-y-38=0, \ 4x+y=0 \)।

\(Q.3.(ii).(b)\) \((4, -6)\) এবং \((-2, 2)\) বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে ব্যাস ধরে একটি বৃত্ত অংকিত হয়েছে। দেখাও যে, \(3x+4y+30=0\) সরলরেখাটি ঐ বৃত্তের একটি স্পর্শক।

\(Q.3.(iii)\) \((2, -5)\) কেন্দ্রবিশিষ্ট বৃত্তটি মূ্লবিন্দুগামী। ঐ বৃত্তটির সমীকরণ নির্ণয় কর। প্রমণ কর যে, মূলবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ \(2x-5y=0\)।
উত্তরঃ \(x^{2}+y^{2}-4x+10y=0 \)।

\(Q.3.(iv)\) \((1, 2)\) কেন্দ্রবিশিষ্ট যে বৃত্তটি \(2x+y=9\) রেখাকে স্পর্শ করে তার সমীকরণ নির্ণয় কর। প্রমাণ কর যে প্রদত্ত রেখাটি \(4(x^2+y^2)-4x-24y+17=0\) বৃত্তেরও একটি স্পর্শক।
উত্তরঃ \(x^{2}+y^{2}-2x-4y=0 \)।

\(Q.3.(v)\) \(x^2+y^2=81\) বৃত্তের একটি জ্যা-এর মধ্যবিন্দু \((-2, 3)\) ঐ জ্যা-এর সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(2x-3y+13=0 \)।
রাঃ ২০১১; চঃ ২০১২; যঃ, দিঃ ২০১৩

\(Q.3.(vi).(a)\) \(x^{2}+y^{2}=16\) বৃত্তের জ্যা \((-2, 3)\) বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। ঐ জ্যা-এর সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(2x-3y+13=0\)।
যঃ ২০০০।

\(Q.3.(vi).(b)\) \(x^{2}+y^{2}=9\) বৃত্তের একটি জ্যা এর সমীকরণ নির্ণয় কর যাকে \((1, 2)\) বিন্দু \(1:2\) অনুপাতে অন্তর্বিভক্ত করে।
উত্তরঃ \(x+y=3, \ x+7y=15\)।

\(Q.3.(vii)\) \(y=2x\) যদি \(x^2+y^2-10x=0\) বৃত্তের কোন জ্যা-এর সমীকরণ হয়, তবে উক্ত জ্যা কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-2x-4y=0 \)।
কুঃ ২০০৮; যঃ ২০১০

\(Q.3.(viii)\) \(3x-4y=k\) রেখাটি \(x^2+y^2-8x=0\) বৃত্তকে স্পর্শ করলে \(k\) এর মাণ নির্ণয় কর।
উত্তরঃ \( 32, -8 \)।

\(Q.3.(ix)\) \(x^2+y^2-4x-6y+c=0\) বৃত্তটি \(X\) অক্ষকে স্পর্শ করে। \(c\) এর মাণ ও স্পর্শবিন্দু নির্ণয় কর।
উত্তরঃ \(c=4, (2, 0) \)।
ঢাঃ, যঃ ২০১১ ; রাঃ ২০১২

\(Q.3.(x)\) \(3x+cy=1\) রেখাটি \(x^2+y^2-8x-2y+4=0\) বৃত্তকে স্পর্শ করে। \(c\) এর মাণ নির্ণয় কর।
উত্তরঃ \(c=2, -\frac{1}{6} \)।
বঃ ২০১২

\(Q.3.(xi)\) দেখাও যে, \(lx+my=1\) রেখাটি \(x^2+y^2-2ax=0\) বৃত্তকে স্পর্শ করবে যদি \(a^2m^2+2al=1 \) হয়।
চঃ ২০০৮,২০১০; কুঃ ২০০৬,২০০৮,২০১৩; রাঃ ২০১১,২০১৩; বঃ ২০০৯,২০১৪; ঢাঃ ২০০৮; দিঃ ২০০৯; যঃ ২০১১,২০১৪; সিঃ ২০১৪।

\(Q.3.(xii)\) \(x^2+y^2=20\) বৃত্তের \(x=2\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \( x+2y=10, x-2y=10 \)।
রাঃ ২০১০; দিঃ ২০১১

\(Q.3.(xiii)\) \(x^2+y^2=13\) বৃত্তের যে বিন্দুতে কটি \(2\), উক্ত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \( 2y\pm3x=13 \)।
যঃ ২০০৮

\(Q.3.(xiv)\) \(x^2+y^2-4x+6y-12=0\) বৃত্তের পরিধিস্থ \((6, -6)\) বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(4x-3y-42=0, 3x+4y+6=0 \)।

\(Q.3.(xv)\) মূলবিন্দু হতে \((1, 2)\) কেন্দ্রবিশিষ্ট বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য \(2\), বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-2x-4y+4=0 \)।
ঢাঃ ২০০৬, ২০১০;চঃ ২০১৩,২০০৭,২০০৪; যঃ ২০১৫,২০১৩,২০০৪; সিঃ ২০০৭; বঃ ২০০৬

\(Q.3.(xvi)\) \((1, -2)\) বিন্দু থেকে \(x^2+y^2-4x=0\) বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ \(y+2=0, 4x+3y+2=0; 1 \)।

\(Q.3.(xvii)\) দেখাও যে, \(12x+5y-4=0\) রেখাটি \(x^2+y^2-6x-8y+9=0\)বৃত্তের একটি স্পর্শক; এ বৃত্তের যে ব্যাসটি স্পর্শবিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(5x-12y+33=0 \)।

\(Q.3.(xviii)\) মূলবিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যার একটি ব্যাস \(2y=3x\) এবং একটি স্পর্শক \(2x+3y+13=0\)
উত্তরঃ \(x^{2}+y^{2}+2x+3y=0 \)।

\(Q.3.(xix)\) \(2x+3y-5=0\) রেখাটি \((3, 4)\) কেন্দ্রবিশিষ্ট বৃত্তের স্পর্শক। বৃত্তটি \(Y\) অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে তার পরিমাণ নির্ণয় কর।
উত্তরঃ \( 4 \)।
যঃ ২০০৪; কুঃ ২০০৭

\(Q.3.(xx).(a)\) \((3, -1)\) বিন্দু দিয়ে গমনকারী বৃত্ত \(X\) অক্ষকে \((2, 0)\) বিন্দুতে স্পর্শ করে । বৃত্তটির সমীকরণ নির্ণয় কর। মূলবিন্দু দিয়ে গমনকারী অপর স্পর্শকটির সমীকরণও নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-4x+2y+4=0; 4x+3y=0 \)।
ঢাঃ ২০০৫, ২০১২; কুঃ ২০০৮, ২০১২; সিঃ ২০১১

\(Q.3.(xx).(b)\) \((3, -1)\) বিন্দু দিয়ে গমনকারী বৃত্ত \(3x+y=10\) রেখাকে \((3, 1)\) বিন্দুতে স্পর্শ করে । বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2=10 \)।

\(Q.3.(xxi)\) \(x^2+y^2=45\) বৃত্তের \((6, -3)\) বিন্দুতে অঙ্কিত স্পর্শক \(x^2+y^2-4x+2y-35=0\) বৃত্তকে \(A\) ও \(B\) বিন্দুতে ছেদ করে। দেখাও যে, \(A\) ও \(B\) বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পর লম্ব ।

\(Q.3.(xxii)\) এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা মূলবিন্দু দিয়ে অতিক্রম করে, \(x+3y-20=0\) রেখাকে স্পর্শ করে এবং যার একটি ব্যাসের সমীকরণ \(y=3x\)।
উত্তরঃ \(x^2+y^2-2x-6y=0\)
বুয়েটঃ ১৯৯৭-১৯৯৮।

\(Q.3.(xxiii)\) \(A, \ B\) এবং \(C\) বিন্দুর স্থানাংক যথাক্রমে \((2, 1)\), \((-2, 0)\) এবং \((-2, -2)\) হলে, \((5, 4)\) বিন্দু থেকে \(\triangle{ABC}\) এর পরিবৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\sqrt{159}}{2}\) একক।
কুঃ ২০১৯।

\(Q.3.(xxiv).(a)\) \((1, 3)\) বিন্দু থেকে \(2x^{2}+2y^{2}=9\) বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ \(\sqrt{\frac{11}{2}}\)

\(Q.3.(xxiv).(b)\) \((5, -5)\) বিন্দু থেকে \(2x^{2}+2y^{2}-x+3y+1=0\) বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ \(\sqrt{\frac{81}{2}}\)

Read Board Question3
Q.4-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.4.(i).\) \((3, 7)\) এবং \((9, 1)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর এবং প্রমাণ কর যে, \(x+y=4\) রেখাটি ঐ বৃত্তের একটি স্পর্শক। স্পর্শবিন্দুটি নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-12x-8y+34=0; (3, 1)\)।
দিঃ ২০১২; কুঃ ২০১৫; চঃ ২০০৫।

\(Q.4.(ii)\) \((b, 0)\) বিন্দু হতে \(x^2+y^2=a^2\) বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর সঞ্চারপথ নির্ণয় কর।
উত্তরঃ \((x^{2}+y^{2}-bx)^2=a^2\{y^2+(b-x)^2\} \)।
ঢাঃ ২০০৮।

\(Q.4.(iii).(a)\) \(x^2+y^2=25\) বৃত্তের একটি স্পর্শক \(X\) অক্ষের সাথে \(60^o\) কোণ উৎপন্ন করে। স্পর্শকটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(y=\sqrt{3}x\pm 10\)।

\(Q.4.(iii).(b)\) \((x-3)^2+(y-4)^2=25\) বৃত্তের একটি জ্যা \(AB\) কেন্দ্রে \(60^o\) কোণ উৎপন্ন করলে জ্যা এর দৈর্ঘ্য ও \(B\) বিন্দুর স্থানাংক নির্ণয় কর যখন \(A(8, 4)\)।
উত্তরঃ \(5; \ B\left(\frac{11}{2}, 4\pm{\frac{5\sqrt{3}}{2}}\right)\)।

\(Q.4.(iii).(c)\) \(x^2+y^2-4x-6y-3=0\) বৃত্তের সাথে \(x+y-9=0\) রেখার ছেদবিন্দু এবং বৃত্ত দ্বারা খন্ডিত জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ \((6, 3), \ (2, 7), \ 4\sqrt{2}\) একক।

\(Q.4.(iv).(a)\) \(x^2+y^2=16\) বৃত্তের একটি স্পর্শক \(X\) অক্ষের সাথে \(30^o\) কোণ উৎপন্ন করে। স্পর্শকটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(\sqrt{3}y=x\pm8\)।
চঃ ২০১০; বঃ ২০১১; কুঃ,যঃ ২০১২।

\(Q.4.(iv).(b)\) \(x^2+y^2=a^2\) বৃত্তের একটি স্পর্শক \(X\) অক্ষের সাথে \(\tan^{-1}\left(\frac{2}{5}\right)\) কোণ উৎপন্ন করে। স্পর্শকটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(2x-5y\pm\sqrt{29}a=0\)।

\(Q.4.(iv).(c)\) \(x^2+y^2=36\) বৃত্তের একটি স্পর্শক \(X\) অক্ষের সাথে \(60^o\) কোণ উৎপন্ন করে। স্পর্শকটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(y=\sqrt{3}x\pm12\)।

\(Q.4.(v)\) \(x^2+y^2=(3x-4y)\) বৃত্তের একটি ব্যাস মূলবিন্দু দিয়ে যায়। ব্যাসটির সমীকরণ এবং মূলবিন্দুতে অঙ্কিত স্পর্শকটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(4x+3y=0, 3x-4y=0\)।

\(Q.4.(vi)\) \(x^2+y^2=b(5x-12y)\) বৃত্তের একটি ব্যাস মূলবিন্দু দিয়ে যায়। ব্যাসটির সমীকরণ এবং মূলবিন্দুতে অঙ্কিত স্পর্শকটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(12x+5y=0, 5x-12y=0\)।
ঢাঃ ২০০৪ কুয়েটঃ ২০০৪-২০০৫; বিআইটিঃ ১৯৯৭-১৯৯৮

\(Q.4.(vii)\) দেখাও যে, \(x-2y+1=0\) রেখাটি \(x^{2}+y^{2}-6x+6y-2=0\) বৃত্তের একটি স্পর্শক। এ বৃত্তের যে ব্যাসটি স্পর্শবিন্দুগামী তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(2x+y-3=0\)।

\(Q.4.(viii).(a)\) দেখাও যে, \(x^2+y^2-2x+4y-31=0\) এবং \(x^2+y^2+4x-4y+7=0\) বৃত্ত দুইটি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে। সাধারণ স্পর্শক ও স্পর্শবিন্দু নির্ণয় কর।
উত্তরঃ \(3x-4y+19=0, (-\frac{13}{5}, \frac{14}{5}) \)।
বঃ ২০১১

\(Q.4.(viii).(b)\) \(x^2+y^2-22x+4y+100=0\) ও \(x^2+y^2+22x-4y-100=0\) বৃত্ত দুইটির সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ সরল সাধারণ স্পর্শকদ্বয়, \(3x+4y-50=0, \ 7x-24y-250=0\)
তীর্যক সাধারণ স্পর্শকদ্বয়, \(24x+7y-125=0, \ 4x-3y-25=0\)

\(Q.4.(ix)\) দেখাও যে, \(X\) অক্ষ \(x^2+y^2-6x-10y+9=0\) বৃত্তের একটি স্পর্শক। মূলবিন্দুগামী অপর স্পর্শকটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(15x+8y=0\)।

\(Q.4.(x)\) \((-5, 4)\) বিন্দু থেকে \(x^{2}+y^{2}-2x-4y+1=0\) বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(y-4=0, 3x+4y-1=0 \)।
ঢাঃ ২০১৩,২০০৫; যঃ ২০০১।

\(Q.4.(xi)\) দেখাও যে, \(y=3x+10\) রেখাটি \(x^{2}+y^{2}=10\) বৃত্তকে স্পর্শ করে। স্পর্শবিন্দুটি নির্ণয় কর।
উত্তরঃ \((-3, 1)\)।
বঃ ২০০১।

\(Q.4.(xii)\) \((-2, 3)\) বিন্দু হতে \(2x^{2}+2y^{2}=3\) বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ \(\sqrt{\frac{23}{2}} \)।

\(Q.4.(xiii)\) \(3x+by-1=0\) রেখাটি \(x^2+y^2-8x-2y+4=0\) বৃত্তকে স্পর্শ করে। \(b\)এর মাণ নির্ণয় কর।
উত্তরঃ \(b=2, -\frac{1}{6}\)।
চঃ ২০১১; রাঃ ২০১২,২০১৪; ঢাঃ ২০১৩; কুঃ ২০১০; যঃ ২০১০; বঃ ২০১২; মাঃ ২০১০,২০১২,২০১৫।

\(Q.4.(xiv)\) \(ax+2y-1=0\) রেখাটি \(x^2+y^2-8x-2y+4=0\) বৃত্তকে স্পর্শ করে। \(a\) এর মাণ নির্ণয় কর।
উত্তরঃ \(a=3, \ -\frac{17}{3}\)।
রাঃ ২০০৪

\(Q.4.(xv)\) দেখাও যে, \(x+2y=17\) রেখাটি \(x^2+y^2-2x-6y=10\) বৃত্তের একটি স্পর্শক এবং এ বৃত্তের যে ব্যাসটি স্পর্শবিন্দু দিয়ে অতিক্রম তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(2x-y+1=0\)।
রাঃ ২০০২, চঃ ২০০৭।

\(Q.4.(xvi)\) \((1, -1)\) বিন্দু থেকে \(2x^{2}+2y^{2}-x+3y+1=0\) বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{\sqrt{2}}\)।
চঃ ২০১১, কুঃ ২০১৩

\(Q.4.(xvii).(a)\) \(\sqrt{2}\) ব্যাসার্ধবিশিষ্ট দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যারা \(x+y+1=0\) রেখাকে স্পর্শ করে এবং যাদের কেন্দ্র \(X\) অক্ষের উপর অবস্থিত।
উত্তরঃ \(x^{2}+y^{2}-2x-1=0\);\(x^{2}+y^{2}+6x+7=0\)।
সিঃ ২০১১,২০১৩; ঢাঃ ২০১৫।

\(Q.4.(xvii).(b)\) \(\sqrt{5}\) ব্যাসার্ধবিশিষ্ট দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যারা \(2x+y+1=0\) রেখাকে স্পর্শ করে। এবং যাদের কেন্দ্র \(y\) অক্ষের উপর অবস্থিত।
উত্তরঃ \(x^2+y^2-8y+11=0, \ x^2+y^2+12y+31=0\).

\(Q.4.(xvii).(c)\) \(2\sqrt{10}\) ব্যাসার্ধবিশিষ্ট দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যারা \(3x-y=6\) রেখাকে \((1, -3)\) বিন্দুতে স্পর্শ করে।
উত্তরঃ \(x^{2}+y^{2}-14x+10y+34=0\); \(x^{2}+y^{2}+10x+2y-14=0\).

\(Q.4.(xvii).(d)\) \(5\) ব্যাসার্ধবিশিষ্ট দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যারা \(3x-4y+8=0\) রেখাকে স্পর্শ করে। এবং যাদের কেন্দ্র \(3x+4y-1=0\) রেখার উপর অবস্থিত।
উত্তরঃ \((x-3)^2+(y+2)^2=25, \ \left(x+\frac{16}{3}\right)^2+\left(y-\frac{17}{4}\right)^2=25\).

\(Q.4.(xviii).(a)\) একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা মূলবিন্দু এবং \(x^{2}+y^{2}-2x-4y-4=0\) বৃত্ত ও \(2x+3y+1=0\) সরলরেখার সাধারণ বিন্দু দিয়ে যায়।
উত্তরঃ \(x^{2}+y^{2}+6x+8y=0\)।
চঃ ২০১১।

\(Q.4.(xviii).(b)\) \(x^{2}+y^{2}+2x+3y+1=0\) এবং \(x^{2}+y^{2}+4x+3y+2=0\) বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(2x^{2}+2y^{2}+2x+6y+1=0\)।
কুঃ ২০১৬,২০১৩ ; বঃ ২০১৩; সিঃ ২০১৬,২০১৩,২০০৫; ঢাঃ ২০১৪।

\(Q.4.(xix)\) \(3\) ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র \(y=x-1\) রেখার উপর অবস্থিত এবং এটি \((7, 3)\) বিন্দুদিয়ে অতিক্রম করে। তার সমীকরণ নির্ণয় কর। দেখাও যে, এরূপ দুইটি বৃত্ত পাওয়া যায় এবং এদের একটি \(X\) অক্ষকে স্পর্শ করে।
উত্তরঃ \((x-4)^2+(y-3)^2=9; \ (x-7)^2+(y-6)^2=9\).

\(Q.4.(xx)\) \(x^2+y^2+4x-2y+3=0\) ও \(x^2+y^2-4x+6y-21=0\) বৃত্ত দুইটির সাধারণ জ্যা-এর সমীকরণ এবং দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ \(x-y+3=0; 2\sqrt{2}\)।

\(Q.4.(xxi)\) নীচের বৃত্ত দুইটির সাধারণ জ্যা-এর সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় করঃ
\(x^2+y^2-12x+16y-69=0\)
\(x^2+y^2-9x+12y-59=0\)
উত্তরঃ \(3x-4y+10=0, \ 10\)।

\(Q.4.(xxii)\) \((3, -3)\) বিন্দু থেকে \(x^{2}+y^{2}+8x+4y-5=0\) বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ এবং দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ \(3x-4y=21, 4x+3y=3, 5\) একক।

\(Q.4.(xxiii)\) \(b\) ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্ত যার কেন্দ্রের ভুজ ও কটি উভয়ই ধনাত্মক , \(X\) অক্ষ এবং \(3y=4x\) সরলরেখাকে স্পর্শ করে। তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-4bx-2by+4b^2=0\)।

\(Q.4.(xxiv).(a)\) \(x^{2}+y^{2}-6x+10y-21=0\) বৃত্তের একটি জ্যা-এর সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় কর যার মধ্যবিন্দু \((1, -2)\) বিন্দুতে অবস্থিত।
উত্তরঃ \(2x-3y-8=0, 2\sqrt{42}\)।

\(Q.4.(xxiv).(b)\) \(x^{2}+y^{2}+3x-5y+6=0\) বৃত্তের যে জ্যাটি \((-2, 3)\) বিন্দুতে সমদ্বিখন্ডিত হয় তার সমান্তরাল এবং \((1, 2)\) বিন্দু হতে \(5\frac{1}{2}\) একক দূরে অবস্থিত রেখাগুলির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(\sqrt{2}x-\sqrt{2}y\pm11+\sqrt{2}=0\)।
বঃ ২০১৭।

\(Q.4.(xxiv).(c)\) \(x^2+y^2=64\) বৃত্তের একটি জ্যা \((3, 4)\) বিন্দুতে সমদ্বিখন্ডিত হয়। ঐ জ্যা-এর সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(3x+4y-25=0\)
বুয়েটঃ ২০১৮-২০১৯

\(Q.4.(xxv).(a)\) \(x^{2}+y^{2}+6x+2y+6=0\) এবং \(x^{2}+y^{2}+8x+y+10=0\) বৃত্তের সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(5(x^{2}+y^{2})+26x+12y+22=0\)।
বঃ ২০০৫

\(Q.4.(xxv).(b)\) \((2, 3)\) বিন্দু এবং এ বিন্দু হতে \(x^{2}+y^{2}+6x+2y+6=0\) বৃত্তে অংকিত স্পর্শকের স্পর্শবিন্দু দিয়ে অতিক্রম করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}+x-2y-9=0\)।

\(Q.4.(xxvi)\) \((x-p)^2+(y-q)^2=r^2\) ও \((x-q)^2+(y-p)^2=r^2\) বৃত্ত দুইটির সাধারণ জ্যা-এর দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ \(\sqrt{4r^2-2(p-q)^2}\)।

\(Q.4.(xxvii)\) \(x^2+y^2-4x+6y-36=0\) ও \(x^2+y^2-5x+8y-43=0\) বৃত্ত দুইটির সাধারণ জ্যা-এর সমীকরণ এবং দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ \(x-2y+7=0; \ 4\)।

\(Q.4.(xxviii)\) দেখাও যে, \(x^2+y^2+2gx+2fy+c=0\) বৃত্তের উপরস্থ যে কোন বিন্দু হতে \(x^2+y^2+2gx+2fy+c^{\prime}=0\) বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য \(\sqrt{c^{\prime}-c}\)।

\(Q.4.(xxix).(a)\) \(x=0\), \(y=0\) এবং \(x=a\) রেখা তিনটিকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-ax\pm ay+\frac{1}{4}a^2=0\)
রাঃ ২০০৫; কুঃ ২০১১

\(Q.4.(xxix).(b)\) এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \(x=0\), \(y=0\) এবং \(3x-4y=12\) রেখাত্রয়কে স্পর্শ করে এবং কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত।
উত্তরঃ \(x^2+y^2-6x-6y+9=0 \)
দিঃ ২০০৯।

\(Q.4.(xxx)\) \(\sqrt{2}\) ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং যার কেন্দ্র তৃতীয় চতুর্ভাগে অবস্থিত ।
উত্তরঃ \(x^2+y^2+2\sqrt{2}x+2\sqrt{2}y+2=0\)
প্র.ভ.পঃ ২০০৪।

\(Q.4.(xxxi)\) \((-5, -6)\) বিন্দুগামী একটি বৃত্ত \(3x+4y-11=0\) রেখাকে \((1, 2)\) বিন্দুতে স্পর্শ করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2+4x+4y-17=0\)

\(Q.4.(xxxii)\) \(12x+5y=212\) সরলরেখা হতে \(x^2+y^2-2x-2y=167\) বৃত্তের উপর যে বিন্দুটির দূরত্ব ক্ষুদ্রতম তার স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((13, 6)\) .

\(Q.4.(xxxiii)\) \(x^2+y^2=r^2\) বৃত্তের যেসব জ্যা \((\alpha, \beta)\) বিন্দুগামী তাদের মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x(x-\alpha)+y(y-\beta)=0\) .

\(Q.4.(xxxiv)\) \((h, k)\) বিন্দু থেকে \(x^2+y^2=12\) বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য \(x^2+y^2+5x+5y=0\) বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যের দ্বিগুণ। \((h, k)\) বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(3x^2+3y^2+20x+20y+12=0\)।

\(Q.4.(xxxv)\) যেসব বিন্দু থেকে \(x^2+y^2=a^2\) বৃত্তে অঙ্কিত স্পর্শক দুইটি পরস্পর লম্ব হয় তাদের সঞ্চারপথের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2=2a^2\)।
প্র.ভ.পঃ ২০০৪।

\(Q.4.(xxxvi)\) \(3x-y-1=0\) সরলরেখা \((x-2)^2+y^2=5\) বৃত্তকে যে সূক্ষ্ণকোণে ছেদ করে তা নির্ণয় কর।
উত্তরঃ \(45^o\)।

\(Q.4.(xxxvii)\) দেখাও যে, \(P(h, k)\) বিন্দু থেকে মূলবিন্দুগামী সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর সঞ্চারপথ একটি বৃত্ত।

\(Q.4.(xxxviii).(a)\) \((2, 3)\) বিন্দু হতে \(x^2+y^2+4x+3y+2=0\) বৃত্তে অংকিত স্পর্শ জ্যা-এর সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(8x+9y+21=0\)

\(Q.4.(xxxviii).(b)\) দেখাও যে, \(x^2+y^2-2ax-2ay+a^2=0\) বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে। স্পর্শ জ্যা-এর দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x+y=a, \sqrt{2}a\)

\(Q.4.(xxxix)\) \(y=2x \) যদি \(x^2+y^2=10x\) বৃত্তের কোন জ্যা-এর সমীকরণ হয়, তবে উক্ত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের \(2, 4\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x+2y-10=0\)

\(Q.4.(xL)\) \(x-y+2=0\) রেখা \(3x^2+3y^2-29x-19y+56=0\) বৃত্তের যে জ্যা তৈরী করে তার দৈর্ঘ্য নির্ণয় কর। জ্যাটিকে ব্যাস ধরে অংকিত বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(4\sqrt{2}; \ x^2+y^2-6x-10y+26=0\)

\(Q.4.(xLi)\) \(x^2+y^2-8x-6y+16=0\) ও \(x^2+y^2=4\) বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরী করে তার ক্ষেত্রফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{25}{6}\) বর্গ একক
কুঃ ২০১৯।

\(Q.4.(xLii)\) নির্দিষ্ট বিন্দু \(P(-3, 1)\) হতে \(x^2+y^2-6x-8y+16=0\) বৃত্তে অংকিত \(PQ\) ও \(PR\) স্পর্শক। \(PQ\) এর দৈর্ঘ্য নির্ণয় কর। \(QR\) জ্যা দ্বারা বৃত্তের কেন্দ্রে \(2\theta\) কোণ তৈরী করে তবে দেখাও যে, \(\theta=\tan^{-1}(2)\)।
উত্তরঃ \(6\) একক

Read Board Question4
Q.5-এর সৃজনশীল প্রশ্নসমূহ
\(Q.5.(i)\) কোন বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দু দুইটির স্থানাঙ্ক \((1, 5)\) \((7, -3)\)
\((a)\) অর্ধবৃত্তস্থ কোণ একসমকোণ এটা প্রয়োগ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
\((b)\) অপর একটি ব্যাসের সমীকরণ নির্ণয় কর যা, উল্লেখিত ব্যাসের উপর লম্ব।
\((c)\) মূলবিন্দু দিয়ে যায় এবং \(X\) ও \(Y\) অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে \(3\) ও \(5\) একক অংশ ছেদ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((a) x^2+y^2-8x-2y-8=0 ;\) \((b) \ 3x-4y-8=0;\) \((c) \ x^2+y^2-3x-5y=0 \) ।

\(Q.5.(ii)\) একটি বৃত্তের সমীকরণ \(x^2+y^2+4x-6y-12=0\)
\((a)\) দেখাও যে, \(x^2+y^2-8x-6y+16=0\) এবং \(x^2+y^2=4\) বৃত্ত দুইটি পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে।
\((b)\) \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) সমীকরণটি কি শর্তে একটি বাস্তব বৃত্ত সূচিত করে?
\((c)\) এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যার কেন্দ্রের স্থানাঙ্ক \((4, 5)\) এবং প্রদত্ত বৃত্তের কেন্দ্রগামী ।
উত্তরঃ \((c) \ x^2+y^2-8x-10y+1=0 \) ।

\(Q.5.(iii)\) একটি বৃত্তের সমীকরণ \(x^2+y^2-4x-4y+4=0\) এবং একটি সরলরেখার সমীকরণ \(3x+4y=9\) ।
\((a)\) দেখাও যে, বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে।
\((b)\) \(2x-3y-9=0\) রেখাটি \(x^2+y^2-2x-4y+c=0\) বৃত্তের একটি স্পর্শক হলে, \(c\) এর মাণ নির্ণয় কর।
\((c)\) উদ্দীপকে উল্লেখিত বৃত্তের দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় কর যা প্রদত্ত রেখাটির উপর লম্ব ।
উত্তরঃ \((b) -8\) । \((c) 4x-3y+8=0, 4x-3y-12=0\) ।

\(Q.5.(iv)\) একটি বৃত্তের সমীকরণ \(x^2+y^2+4x+6y-12=0\)।
\((a)\) দেখাও যে, \(A(1, 1)\) বিন্দুটি প্রদত্ত বৃত্তের উপর অবস্থিত।
\((b)\) \(A\) বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
\((c)\) দেখাও যে, \(lx+my=1\) রেখাটি \(x^2y^2-2ax=0\) বৃত্তকে স্পর্শ করবে যদি \(a^2m^2+2al=1\) হয় ।
উত্তরঃ \((b) (-5, -7) \)।

\(Q.5.(v)\) \(x^{2}+y^{2}+2gx+2fy+c=0\) বৃত্তের সাধারণ সমীকরণ।
\((a)\) বৃত্তটি দ্বারা অক্ষদ্বয়ের খন্ডিতাংশের পরিমাণ নির্ণয়ের সূত্রটি প্রতিষ্ঠা কর।
\((b)\) বৃত্তটির \(X\) ও \(Y\) অক্ষদ্বয়কে স্পর্শ করার শর্ত নির্ণয় কর ।
\((c)\) \(x^2+y^2=16\) বৃত্তের স্পর্শক \(X\) অক্ষের সহিত \(30^o\) কোণ উৎপন্ন করে। স্পর্শকটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((c) \sqrt{3}y=x\pm 8 \)।

carte
\(Q.5.(vi)\) চিত্রটি লক্ষণীয়,
\(x^2+y^2-12x-2y+12=0\) বৃত্তে \(AB\) একটি জ্যা যার মধ্যবিন্দু \(D(2, 3)\)।
\((a)\) বৃত্তটির কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় কর।
\((b)\) এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা প্রদত্ত বৃত্তের সাথে এককেন্দ্রিক এবং \(D(2, 3)\) বিন্দু দিয়ে যায়।
\((c)\) \(AB\) জ্যা-এর সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ (6, 1), 5\) একক। \((b) \ x^2+y^2-12x-2y+17=0\) \((c) \ 2x-y-1=0\)।

carte
\(Q.5.(vii)\) চিত্রটি লক্ষণীয়,
\(M\) বিন্দুটি \(AB\) জ্যা-এর মধ্যবিন্দু এবং \(PQ\) রেখার সমীকরণ \(x+y-6=0\)।
\((a)\) \(OM\) রেখার সমীকরণ নির্ণয় কর।
\((b)\) \(OACB\) বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
\((c)\) \(PQ\) যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ 3x-4y=0 \) ; \((b) \ x^2+y^2-4x-3y=0\) \((c) \ 2x^2+2y^2-13x-11y+30=0\)।

\(Q.5.(viii)\)
\(2x-y=0\) রেখাটি \(x^{2}+y^{2}=10x\) বৃত্তটির একটি জ্যা।
\((a)\) বৃত্তটি দ্বারা \(X\) অক্ষ থেকে খন্ডিতাংশের পরিমাণ নির্ণয় কর।
\((b)\) উক্ত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় কর ।
\((c)\) এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যার কেন্দ্র \((5, 10)\) এবং প্রদত্ত বৃত্তকে বহিঃস্থভাবে স্পর্শ করে।
উত্তরঃ \((a) \ 10 \) একক। \((b) \ x^2+y^2-2x-4y=0\) \((c) \ x^2+y^2-10x-20y+100=0\)।

carte
\(Q.5.(ix)\) চিত্রটি লক্ষণীয়,
\(C\) কেন্দ্রবিশীষ্ট বৃত্তে \(AB\) একটি ব্যাস।
\((a)\) বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
\((b)\) বৃত্তটি দ্বারা \(X\) ও \(Y\) অক্ষ থেকে খন্ডিতাংশের পরিমাণ নির্ণয় কর।
\((c)\) \(A, B\) এবং মূলবিন্দুগামী বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ x^2+y^2-8x-2y-51=0 \) ; \((b) \ 2\sqrt{67}, 4\sqrt{13}\) \((c) \ 16x^2+16y^2-230x-440y=0\)।

carte
\(Q.5.(x)\) চিত্রটি লক্ষণীয়,
\(2x-y=3\) রেখার উপর কেন্দ্রবিশীষ্ট একটি বৃত্ত \((3, -2)\) ও \((-2, 0)\) বিন্দুগামী।
\((a)\) বৃত্তটির কেন্দ্র \(h, k\) হলে, \(h\) ও \(k\) এর মধ্যে সম্পর্ক নির্ণয় কর।
\((b)\) কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় কর।
\((c)\) বৃত্তটি দ্বারা \(Y\) অক্ষ থেকে খন্ডিতাংশের পরিমাণ নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ k=2h-3 \) ; \((b) \ \left(-\frac{3}{2}, -6\right)\) \((c) \ 2\sqrt{34}\) একক।

\(Q.5.(xi)\)
\(x^2+y^2+4x+10y+c=0\) বৃত্তটি \(X\) অক্ষকে স্পর্শ করে।
\((a)\) বৃত্তটির কেন্দ্র ও \(c\) এর মাণ নির্ণয় কর।
\((b)\) স্পর্শবিন্দু ও বৃত্তটি দ্বারা \(Y\) অক্ষ থেকে খন্ডিতাংশের পরিমাণ নির্ণয় কর। ।
\((c)\) দেখাও যে, \(A(-6, -2)\) বিন্দুটি বৃত্তটির উপর অবস্থিত। \(A\) বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ (-2, -5), c=4 \) ; \((b) \ (-2, 0), \sqrt{21}\) একক। \((c) (2, -8)\)।

\(Q.5.(xii)\)
\(y=2x\) রেখাটি \(x^{2}+y^{2}=10x\) বৃত্তটির একটি জ্যা।
\((a)\) বৃত্তটির কেন্দ্র ও ব্যসার্ধ নির্ণয় কর।
\((b)\) উক্ত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় কর ।
\((c)\) এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যার কেন্দ্র \((5, 10)\) এবং প্রদত্ত বৃত্তকে বহিঃস্থভাবে স্পর্শ করে।
উত্তরঃ \((a) \ (5, 0), \ 5 \) একক। \((b) \ x^2+y^2-2x-4y=0\)। \((c) \ x^2+y^2-10x-20y+100=0\)।

\(Q.5.(xiii)\)
\(x^2+y^2-2x+2y=2\) বৃত্তের একটি স্পর্শক \(3x+4y-9=0\)।
\((a)\) দেখাও যে, স্পর্শক থেকে কেন্দ্রের দূরত্ব বৃত্তটির ব্যাসার্ধের সমান।
\((b)\) এরূপ দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় কর যা উল্লেখিত রেখার উপর লম্ব হবে।
\((c)\) \((4, -3)\) বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এবং সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((b) \ 4x-3y+3=0, 4x-3y-17=0\)। \((c) \ 3, \ 12x+5y-33=0, \ y+3=0\)।

carte
\(Q.5.(xiv)\) চিত্রটি লক্ষণীয়,
\((a)\) \(OC\) এর দৈর্ঘ্য নির্ণয় কর।
\((b)\) \(OP\) স্পর্শকটির সমীকরণ নির্ণয় কর।
\((c)\) বৃত্তটির যে জ্যা \(\left(1, \frac{3}{2}\right)\) বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ \sqrt{5} \) একক। \((b) \ 3x-4y=0\) \((c) \ 2y-3=0\)।

\(Q.5.(xv)\)
\(x^2+y^2+2x+3y+1=0\) এবং \(x^2+y^2+4x+3y+3=0\) বৃত্তদ্বয় পরস্পরকে ছেদ করে।
\((a)\) সাধারণ জ্যা-এর সমীকরণ নির্ণয় কর ।
\((b)\) বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা-কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
\((c)\) এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা মূলবিন্দু ও প্রদত্ত বৃত্তদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যাবে।
উত্তরঃ \((a) \ x+1=0\)। \((b) \ x^2+y^2+2x+3y+1=0\)। \((c) \ x^2+y^2+x+3y=0\)।

\(Q.5.(xvi)\)
দৃশ্যকল্পঃ \(x^2+y^2-10x-16y+64=0\) একটি বৃত্ত এবং \(4x+3y+8=0\) একটি রেখা।
\((a)\) \(2x^2+2y^2+4x+6y+4=0\) বৃত্তের কেন্দ্র ও ব্যসার্ধ নির্ণয় কর।
\((b)\) দেখাও যে দৃশ্যকল্পের বৃত্তটিকে, \(3x-4y-8=0\) রেখাটি স্পর্শ করে এবং স্পর্শবিন্দু নির্ণয় কর।
\((c)\) \((0, -1)\) কেন্দ্রবিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা দৃশ্যকল্পের রেখাকে স্পর্শ করে।
উত্তরঃ \((a) \left(-1, -\frac{3}{2}\right), \frac{\sqrt{5}}{2} ;\)
\((b) \ (8, 4) ;\)
\((c) \ x^2+y^2+2y=0 \)

locus4
\(Q.5.(xvii)\) চিত্রটি লক্ষণীয়,
\((a)\) \(3(x^2+y^2)-5x+y+1=0\) বৃত্তের কেন্দ্র ও ব্যসার্ধ নির্ণয় কর।
\((b)\) \(OA=4\) এবং \(OB=3\) হলে, চিত্রে প্রদত্ত বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
\((c)\) \(AB\parallel CD\) হলে, \(F\) ও \(D\) বিন্দুর সংযোজক রেখাকে ব্যস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় কর ।
উত্তরঃ \((a) \left(\frac{5}{6}, -\frac{1}{6}\right), \frac{\sqrt{14}}{6} ;\)
\((b) \ 25x^2+25y^2-150x-150y+369=0;\)
\((c) \ 25x^2+25y^2-352x-111y+1020=0 \)

\(Q.5.(xviii)\) কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্ত বিন্দু দুইটির স্থানাঙ্ক \((2, -4)\) এবং \((-3, 1)\) ।
\((a)\) ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় কর।
\((b)\) বৃত্তটি অক্ষদ্বয় হতে যে পরিমাণ অংশ কর্তন করে তা নির্ণয় কর।
\((c)\) উদ্দীপকের বৃত্তটির সাপেক্ষে \((1, -3)\) এবং \((2, 3)\) বিন্দু দুইটির অবস্থান এবং প্রথমোক্ত বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((a) 5\sqrt{2}\) একক। \((b) \sqrt{41}\) একক; \(7\) একক।
\((c) (1, -3)\) বিন্দু বৃত্তের ভিতরে। \((2, 3)\) বিন্দু বৃত্তের বাহিরে এবং ব্যাসের সমীকরণ \(x+y+2=0\)

\(Q.5.(xix)\) একটি বৃত্ত \((3, 5)\) ও \((6, 4)\) বিন্দু দিয়ে যায় এবং এর কেন্দ্র,
\((a)\) \(x+2y-10=0\) রেখার উপর অবস্থিত।
\((b)\) \(X\) অক্ষের উপর অবস্থিত।
\((c)\) \(Y\) অক্ষের উপর অবস্থিত।
বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
[ঢাঃ ২০০২; দিঃ ২০১০ ]
উত্তরঃ \((a) x^{2}+y^{2}-8x-6y+20=0 \);
\((b) x^{2}+y^{2}-6x-16=0 \);
\((c) x^2+y^2+18y-124=0 \)

\(Q.5.(xx)\) \(x^{2}+y^{2}-8x+4y+4=0\) এবং \(x^{2}+y^{2}+10x+4y+4=0\) বৃত্ত দুইটি পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে।
\((a)\) বৃত্ত দুইটির কেন্দ্র ও ব্যসার্ধ নির্ণয় কর।
\((b)\) বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখার সমীকরণ নির্ণয় কর।
\((c)\) স্পর্শবিন্দুটি নির্ণয় কর।
উত্তরঃ \((a)\) কেন্দ্র \((4, -2)\), \((-5, -2)\) এবং ব্যাসার্ধ \(4\) একক, \(5\) একক।
\((b) y+2=0 \); \((c) (0, -2) \)

\(Q.5.(xxi)\) একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুদ্বয় \((-1, 3)\) এবং \((4, 2)\) ।
\((a)\) \((0, 3)\) কেন্দ্র ও \(3\) ব্যসার্ধবিশিষ্ট বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় কর।
\((b)\) বৃত্তটির সমীকরণ নির্ণয় করে \(Y\) অক্ষ হতে কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় কর।
\((c)\) এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যার কেন্দ্র \(\left(\frac{1}{2}, \frac{1}{2}\right)\) এবং প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়।
উত্তরঃ \((a) \ r=6\sin\theta \) \((b) \ \sqrt{17} \);
\((c) \ 2x^2+2y^2-2x-2y-9=0 \)

\(Q.5.(xxii)\) দৃশ্যকল্প-১ঃ \(x^2+y^2+3x-5y+6=0; \ x+2y+1=0\)
দৃশ্যকল্প-২ঃ \(4x-3y-7=0\)
\((a)\) \(3x^2+3y^2-12x+15y-6=0\) বৃত্তের কেন্দ্র ও ব্যসার্ধ নির্ণয় কর।
\((b)\) একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যার কেন্দ্র দৃশ্যকল্প-১ দ্বারা প্রকাশিত রেখার উপর অবস্থিত এবং যা মূলবিন্দু ও দৃশ্যকল্প-১ দ্বারা প্রকাশিত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়।
\((c)\) দৃশ্যকল্প-২ দ্বারা বর্ণিত রেখাটির সমান্তরাল রেখাগুলোর সমীকরণ নির্ণয় কর যাদের দূরত্ব \((1, 2)\) বিন্দু হতে \(5\frac{1}{2}\) একক।
উত্তরঃ \((a) \ \left(2, -\frac{5}{2}\right), \ \frac{7}{2}\)
\((b) \ x^2+y^2+4x-y=0\)
\((c) \ 8x-6y+59=0, \ 8x-6y-51=0\)

Read Creative Question
ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
\(Q.6.(i)\) \(C\) কেন্দ্রবিশিষ্ট \(x^2+y^2+6x-4y+4=0\) বৃত্তটি \(X\) অক্ষকে \(A\) ও \(B\) বিন্দুতে ছেদ করে। \(X\) অক্ষের খন্ডিতাংশ \(AB\) এবং \(ABC\) ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর।
উত্তরঃ \(2\sqrt{5}, 2\sqrt{5}\) বর্গ একক।
বুয়েটঃ ২০১৪-২০১৫

\(Q.6.(ii)\) একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা, \(y=2\) রেখাকে \((3, 2)\) বিন্দুতে স্পর্শ করে এবং \((1, 4)\) বিন্দু দিয়ে যায়।
উত্তরঃ \((x-3)^{2}+(y-4)^{2}=4 \)।
বুয়েটঃ ২০১৩-২০১৪, ২০০৭-২০০৮

\(Q.6.(iii)\) একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা, \(X\) অক্ষকে \((4, 0)\) বিন্দুতে স্পর্শ করে এবং \(Y\) অক্ষ হতে \(6\) একক দীর্ঘ একটি জ্যা খণ্ডিত করে।
উত্তরঃ \(x^2+y^2-8x+10y+16=0,\)
\(x^2+y^2-8x-10y+16=0\)।
বুয়েটঃ ২০১১-২০১২, ২০০২-২০০৩

\(Q.6.(iv)\) \(x^2+y^2=45\) বৃত্তের \((6, -3)\) বিন্দুতে অঙ্কিত স্পর্শক \(x^2+y^2-4x+2y-35=0\) বৃত্তকে \(A\)ও \(B\) বিন্দুতে ছেদ করে । দেখাও যে, \(A\) ও \(B\) বিন্দুতে স্পর্শকদ্বয় পরস্পর লম্ব।
বুয়েটঃ ২০০০-২০০১

\(Q.6.(v)\) \(x^2+y^2=9\) বৃত্তের স্পর্শক \(X\) অক্ষের সাথে \(45^o\) কোণ উৎপন্ন করে, স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x-y\pm 3\sqrt{2}=0\)।
বুটেক্সঃ ২০১১-২০১২

\(Q.6.(vi)\) বৃত্ত \(x^2+y^2+4x-8y+2=0\) এর স্পর্শক গুলির সমীকরণ নির্ণয় কর যারা অক্ষদ্বয়কে সমান ও বিপরীত চিহ্নে খণ্ডিত করে।
উত্তরঃ \(x-y=0, x-y+12=0\)।
রুয়েটঃ ২০০৯-২০১০; ঢাঃ ২০০৯; বঃ ২০১৩; রাঃ ২০০৮; কুঃ ২০১১; যঃ ২০০৭; দিঃ ২০১৪।

\(Q.6.(vii)\) \(2x^2+2y^2-3x-4y+1=0\) এবং \(16x^2+16y^2-32x-1=0\) দুইটি বৃত্ত। দেখাও যে, তাদের একটির কেন্দ্র অপরটির পরিধির উপর অবস্থিত।
বুয়েটঃ ২০০৮-২০০৯

\(Q.6.(viii)\) \(Y\) অক্ষকে স্পর্শ করে এবং \((3, 0)\) ও \((7, 0)\) বিন্দুদ্বয় দিয়ে গমনকারী বৃত্তগুলির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-10x\pm 2\sqrt{21}y+21=0\) ।
বুয়েটঃ ২০০৭-২০০৮

\(Q.6.(ix)\) \(r\)-এর মাণ কত হলে, \(r\) ব্যাসার্ধবিশিষ্ট শুধুমাত্র একটিই বৃত্ত পাওয়া যাবে যা, \((6, 7)\) ও \((12, 13)\) বিন্দু দিয়ে অতিক্রম করে।
উত্তরঃ \(3\sqrt{2}\) ।
বুয়েটঃ ২০০৬-২০০৭

\(Q.6.(x)\) \(X\) অক্ষকে \((4, 0)\) বিন্দুতে স্পর্শ করে এবং \(Y\) অক্ষ হতে \(6\) একক দৈর্ঘ্যের জ্যা কর্তন করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-8x\pm 10y+16=0\) ।
বুয়েটঃ ২০০৫-২০০৬

\(Q.6.(xi)\) \(x^2+y^2=b(5x-12y)\) বৃত্তের অঙ্কিত ব্যাস মূলবিন্দু দিয়ে অতিক্রম করে। এ ব্যাসের সমীকরণ নির্ণয় কর এবং মূলবিন্দুতে অঙ্কিত স্পর্শকটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(12x+5y=0, 5x-12y=0\) ।
বুয়েটঃ ২০০৪-২০০৫, কুয়েটঃ ২০০৪-২০০৫; বিআইটিঃ ১৯৯৭-১৯৯৮

\(Q.6.(xii)\) \(x^2+y^2-4x-6y+c=0\) বৃত্তটি \(X\) অক্ষকে স্পর্শ করলে \(c\)-এর মাণ এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \(4, (2, 0)\) ।
বুয়েটঃ ২০০৩-২০০৪

\(Q.6.(xiii)\) এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং \((1, 8)\) বিন্দু দিয়ে গমন করে ।
উত্তরঃ \((x-5)^{2}+(y-5)^{2}=25\) ।
বুয়েটঃ ২০০৮-২০০৯

\(Q.6.(xiv)\) \(x^2+y^2=a^2\) বৃত্তের এমন দুইটি স্পর্শকের ছেদবিন্দুর সঞ্চারপথ নির্ণয় কর যারা পরস্পর লম্ব।
উত্তরঃ \(x^{2}+x^{2}=2a^2\) ।
বুয়েটঃ ২০০৪-২০০৫

\(Q.6.(xv)\) \(x^2+y^2=81\) বৃত্তের একটি জ্যা \((-2, 3)\) বিন্দুতে সমদ্বিখন্ডিত হয়। ঐ জ্যা-এর সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(2x-3y+13=0\)
বুয়েটঃ ২০১৮-২০১৯;

\(Q.6.(xvi)\) \(12\) একক দৈর্ঘ্য ও \(5\) একক প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের একটি কর্ণের দুই পাশে দুইটি বৃত্ত রাখলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
উত্তরঃ \(\sqrt{65}\) একক।
বুয়েটঃ ২০১৫-২০১৬।

\(Q.6.(xvii)\) একটি বৃত্ত \((-1, -1)\) ও \((3, 2)\) বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এর কেন্দ্র \(x^2+y^2-6x-4y-7=0\) বৃত্তের \((1, -2)\) বিন্দুতে অংকিত স্পর্শকের উপর অবস্থিত। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2-8x+7y-3=0\)।
বুয়েটঃ ২০১৯-২০২০।

\(Q.6.(xviii)\) এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা মূলবিন্দু দিয়ে অতিক্রম করে, \(x+3y-20=0\) রেখাকে স্পর্শ করে এবং যার একটি ব্যাসের সমীকরণ \(y=3x\)।
উত্তরঃ \(x^2+y^2-2x-6y=0\)
বুয়েটঃ ১৯৯৭-১৯৯৮।

\(Q.6.(xix)\) \(x^2+y^2=64\) বৃত্তের একটি জ্যা \((3, 4)\) বিন্দুতে সমদ্বিখন্ডিত হয়। ঐ জ্যা-এর সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(3x+4y-25=0\)
বুয়েটঃ ২০১৮-২০১৯

\(Q.6.(xx)\) \(k\) এর মান কত হলে, \(3x+4y=k\) রেখাটি \(x^2+y^2=10x\) বৃত্তকে স্পর্শ করবে?
উত্তরঃ \(40; \ -10\)
কুয়েটঃ ২০০৩-২০০৪; যঃ ২০০১; বঃ ২০০৩,২০০৭; রাঃ ২০০৬; সিঃ ২০১২।

\(Q.6.(xxi)\) \((1, -3)\) কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত \(2x-y-4=0\) রেখাকে স্পর্শ করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(5x^2+5y^2-10x+30y+49=0\)
কুয়েটঃ ২০০৭-২০০৮।

\(Q.6.(xxii)\) \(x^2+y^2+4x-10y+28=0\) বৃত্তের \((-2, 4)\) বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(y-4=0; \ x+2=0\)
কুয়েটঃ ২০১৯-২০২০; বুটেক্সঃ ২০০২-২০০৩।

Read Admission Question

Read More

Post List

Mathematics

Geometry 11 and 12 standard
Algebra 11 and 12 standard
Trigonometry 11 and 12 standard
Diff. Calculus 11 and 12 standard
Int. Calculus 11 and 12 standard
Geometry Honours course standard
Vector 11 and 12 standard
Vector Honours course standard
Algebra 9 and 10 standard
    Coming Soon !

Chemistry