এ অধ্যায়ের পাঠ্যসূচী
- ঐতিহাসিক পটভূমি (Historical Background)
- সরলরেখা (Straight line)
- দুই বা ততোধিক সরলরেখার সমীকরণ (Pair of Straight lines)
- সমমাত্রিক সমীকরণ (Homogeneous equation)
- সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ (Homogeneous Quadratic Equations)
- সমমাত্রিক দ্বিঘাত সমীকরণের এক জোড়া সরলরেখা (Pair of straight lines of Homogeneous quadratic equation)
- সরলরেখা যুগোলের মধ্যবর্তী কোণ (Angle between the pair of straight lines)
- সরলরেখা যুগোলের লম্ব ও সমাপতিত হওয়ার শর্ত (Conditions for a straight line to be perpendicular and concurrent)
- সরলরেখা যুগোলের মধ্যবর্তী কোণসমূহের সমদ্বিখন্ডকদ্বয়ের সমীকরণ (Equation of bisectors of angles between straight lines)
- সাধারণ দ্বিঘাত সমীকরণের এক জোড়া সরলরেখা (A pair of straight lines in the general quadratic equation)
- সাধারণ দ্বিঘাত সমীকরণের সরলরেখাদ্বয়ের ছেদবিন্দু (The intersection of two straight lines by general quadratic equation)
- সাধারণ দ্বিঘাত সমীকরণের সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ (Angle between two straight lines of general quadratic equation)
- সাধারণ দ্বিঘাত সমীকরণের সরলরেখাদ্বয়ের লম্ব, সমান্তরাল ও সমাপতিত হওয়ার শর্ত (Conditions of perpendicularity, parallelism and concurrence of straight lines of general quadratic equation)
- সাধারণ দ্বিঘাত সমীকরণের সরলরেখাদ্বয়ের সমান্তরাল এবং মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ (Equations of straight lines parallel to the general quadratic equation through the origin)
- সাধারণ দ্বিঘাত সমীকরণের সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণসমূহের সমদ্বিখন্ডকদ্বয়ের সমীকরণ (The equation of the bisector of the angles between the straight lines of the general quadratic equation)
- সাধারণ দ্বিঘাত সমীকরণ এবং একটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখাদ্বয়ের সমীকরণ (The equation of two straight lines through the intersection of a General quadratic equation and a line)
- দুই জোড়া সরলরেখার ছেদবিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখার সমীকরণ (Equation of the straight line joining the points of intersection of two pairs of straight lines)
- তিনটি সরলরেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল (Area of triangle formed by three straight lines)
- নির্দিষ্ট বিন্দুগামী এবং একটি সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ (Equation of a straight line through a fixed point and parallel to a straight line)
- নির্দিষ্ট বিন্দুগামী এবং এক জোড়া সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ (Equation of a straight line through a fixed point and parallel to a pair of straight lines)
- মূলবিন্দুগামী এবং একটি সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ (Equation of a straight line through the origin and perpendicular to a straight line)
- মূলবিন্দুগামী এবং এক জোড়া সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ (Equation of a straight line through the origin and perpendicular to a pair of straight lines)
- নির্দিষ্ট বিন্দুগামী এবং একটি সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ (Equation of a straight line through a fixed point and perpendicular to a straight line)
- নির্দিষ্ট বিন্দুগামী এবং এক জোড়া সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ (Equation of a straight line through a fixed point and perpendicular to a pair of straight lines)
- অধ্যায় \(B\)-এর উদাহরণসমুহ
- অধ্যায় \(B\) / \(Q.1\)-এর সংক্ষিপ্ত প্রশ্নসমূহ
- অধ্যায় \(B\) / \(Q.2\)-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
- অধ্যায় \(B\) / \(Q.3\)-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
- অধ্যায় \(B\) / \(Q.4\)-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
ঐতিহাসিক পটভূমি
Historical Background
Blaise Pascal
(1623-1662)
ব্লেজ পাস্কাল ছিলেন একজন ফরাসি গণিতবিদ, পদার্থবিদ, উদ্ভাবক, লেখক এবং ক্যাথলিক ধর্মতত্ত্ববিদ।
প্রাচীন গণিতবিদগণের নিকট সরলরেখা ছিল এমন একটি সোজা বস্তু যার প্রস্ত ও পুরত্ব অতি নগণ্য। সপ্তদশ শতাব্দী পর্যন্ত রেখা সংক্রান্ত ধারণাটি মূলতঃ এইরূপ ছিল। ইউক্লিড ইউক্লিড (৩০০-২৫০ খ্রিষ্টপূর্ব) বিখ্যাত গ্রিক গণিতজ্ঞ। তার লেখা গ্রন্থগুলির মধ্যে মাত্র তিনটির সন্ধান পাওয়া গিয়েছে এগুলো, ডাটা, অপটিক্স ও এলিমেন্টস। এলিমেন্টস বইটি মোট ১৩ খণ্ডে প্রকাশিত হয়েছিল। রেখাকে প্রস্তহীন দৈর্ঘ্য হিসেবে আখ্যায়িত করেন এবং সরলরেখার কয়েকটি অপ্রমাণযোগ্য ধর্মকে প্রস্তাবনা হিসেবে প্রদান করেন। তার এই প্রস্তাবনাসমূহ হতেই তিনি জ্যামিতিশাস্ত্রের উন্মেষ ঘটান। যা বর্তমানে ইউক্লিডীয় জ্যামিতি নামে পরিচিত। পরবর্তীতে এই জ্যামিতিশাস্ত্র আরও আধুনিকতর হয়েছে এবং আরও অনেক ধরণের শাখা প্রশাখা বিস্তার করেছে। কিন্তু জ্যামিতির এই শাখাটি এখনো অনেকটা অবিকৃত অবস্থায় রয়ে গেছে। উনবিংশ শতাব্দীর শেষভাগে অ-ইউক্লিডীয় জ্যামিতি, প্রজেক্টিভ জ্যামিতি ও অ্যাফিন জ্যামিতির উদ্ভবের ফলে সরলরেখার নানা দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা দেওয়ার প্রবণতা পরিলক্ষিত হয়। যেমনঃ বৈশ্লেষিক জ্যামিতিতে একঘাতী সমীকরণ দ্বারা প্রকাশিত জ্যামিতিক চিত্র হিসেবে সরলরেখাকে সংজ্ঞায়িত করা হয়। বৈশ্লেষিক জ্যামিতিতে এই ধারণার সাধারণীকৃত রূপ হিসেবে আমরা বলতে পারি যে, দ্বিঘাত সমীকরণ দ্বারা একজোড়া সরলরেখা প্রকাশিত হতে পারে। বাস্তবক্ষেত্রে দেখা যায় যে, কিছু শর্তসাপেক্ষে এই সাধারণীকরণ প্রযোজ্য হয়। অর্থাৎ সাধারণ দ্বিঘাত সমীকরণ বিশেষ শর্তসাপেক্ষে একজোড়া সরলরেখা প্রকাশ করে। তবে রেনে দেকার্তে প্রখ্যাত ফরাসি দার্শনিক, গণিতবিদ রেনে দেকার্তে আধুনিক ফাংশনের ধারণা দেন । (Rene Descartes) (১৫৯৬-১৬৫০) ও ব্লেজ পাস্কাল ব্লেজ পাস্কাল ছিলেন একজন ফরাসি গণিতবিদ, পদার্থবিদ, উদ্ভাবক, লেখক এবং ক্যাথলিক ধর্মতত্ত্ববিদ। (Blaise Pascal) (১৬২৩-১৬৬২) যুগল সরলরেখাকে অপজাত কণিক (Degenerate Conic) হিসেবে বিবেচনা করেন।
সরলরেখা
Straight line
একটি বিন্দু-সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথ দিক পরিবর্তন না করলে সেই সঞ্চারপথকে সরলরেখা বলে। সঞ্চারপথের সমীকরণকে সরলরেখার সমীকরণ বলে।
সরলরেখার ঢালঃ কোনো সরলরেখা \(X\) অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে রেখাটির ঢাল বলে। ঢালকে সাধারণত \(m\) দ্বারা সূচিত করা হয়। \(AB\) সরলরেখা \(X\) অক্ষের ধনাত্মক দিকের সহিত \(\theta \) কোণ উৎপন্ন করলে, তার ঢাল (Slope or Gradient) \(m=\tan\theta\)
সরলরেখার সমীকরণ চিহ্নিত করণের উপায়ঃ \(x\) এবং \(y\) এর একঘাত সমীকরণ সর্বদা সরলরেখা প্রকাশ করে। যেমনঃ \(ax+by+c=0\) ইহাকে সরলরেখার সাধারণ সমীকরণও বলা হয়ে থাকে।
পরামিতিক সমীকরণঃ যখন একটি সঞ্চারপথের উপর অবস্থিত কোনো বিন্দু \((x, y)\) এর স্থানাঙ্ক শুধুমাত্র একটি চলরাশি (Variable) এর মাধ্যমে প্রকাশিত হয়, তখন ঐ চলরাশিকে পরামিতি বা প্যারামিটার ( Parameter ) এবং উক্ত বিন্দুর স্থানাঙ্ককে পরামিতিক স্থানাঙ্ক বা প্যারামিটার যুক্ত স্থানাঙ্ক বলা হয়। \(x\) ও \(y\) এর মান জ্ঞাপক সমীকরণদ্বয়কে একত্রে ঐ সঞ্চারপথের পরামিতিক বা প্যারামিটারযুক্ত সমীকরণ (Parametric Equation) বলে। পরামিতিকে অপসারণ করে যে সমীকরণ পাওয়া যাবে, তা কার্তেসীয় সমীকরণ হবে। সরলরেখার পরামিতিক সমীকরণকে লিখা হয়ঃ \(x=a+bt\), \(y=c+dt\) যখন \(a, b, c, d\) ধ্রুবক এবং \(t\) পরিবর্তনশীল রাশি। এখানে \(t\) কে পরামিতি বলা হয় ।
সরলরেখার ঢালঃ কোনো সরলরেখা \(X\) অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে রেখাটির ঢাল বলে। ঢালকে সাধারণত \(m\) দ্বারা সূচিত করা হয়। \(AB\) সরলরেখা \(X\) অক্ষের ধনাত্মক দিকের সহিত \(\theta \) কোণ উৎপন্ন করলে, তার ঢাল (Slope or Gradient) \(m=\tan\theta\)
সরলরেখার সমীকরণ চিহ্নিত করণের উপায়ঃ \(x\) এবং \(y\) এর একঘাত সমীকরণ সর্বদা সরলরেখা প্রকাশ করে। যেমনঃ \(ax+by+c=0\) ইহাকে সরলরেখার সাধারণ সমীকরণও বলা হয়ে থাকে।
পরামিতিক সমীকরণঃ যখন একটি সঞ্চারপথের উপর অবস্থিত কোনো বিন্দু \((x, y)\) এর স্থানাঙ্ক শুধুমাত্র একটি চলরাশি (Variable) এর মাধ্যমে প্রকাশিত হয়, তখন ঐ চলরাশিকে পরামিতি বা প্যারামিটার ( Parameter ) এবং উক্ত বিন্দুর স্থানাঙ্ককে পরামিতিক স্থানাঙ্ক বা প্যারামিটার যুক্ত স্থানাঙ্ক বলা হয়। \(x\) ও \(y\) এর মান জ্ঞাপক সমীকরণদ্বয়কে একত্রে ঐ সঞ্চারপথের পরামিতিক বা প্যারামিটারযুক্ত সমীকরণ (Parametric Equation) বলে। পরামিতিকে অপসারণ করে যে সমীকরণ পাওয়া যাবে, তা কার্তেসীয় সমীকরণ হবে। সরলরেখার পরামিতিক সমীকরণকে লিখা হয়ঃ \(x=a+bt\), \(y=c+dt\) যখন \(a, b, c, d\) ধ্রুবক এবং \(t\) পরিবর্তনশীল রাশি। এখানে \(t\) কে পরামিতি বলা হয় ।
দুই বা ততোধিক সরলরেখার সমীকরণ
Pair of Straight lines
দুই বা দুইয়ের অধিক সরলরেখার সমীকরণগুলো একত্রে গুণ করে একক সমীকরণে পরিণত করা যায়।
এবং \(3x-y+3=0\)
একত্রে গুণ করে, \((x+2y-2)(3x-y+3)=0\)
\(\Rightarrow 3x^2+5xy-2y^2-3x+8y-6=0\)
এই সমীকরণটি সিদ্ধ হয় সে সমস্ত বিন্দু দ্বারা যারা \(x+2y-2=0\) অথবা \(3x-y+3=0\)সরলরেখার উপর অবস্থিত।
\(n\)-ঘাত সমীকরণ \(f(x,y)=0\) দ্বারা \(n\)-সংখ্যক সরলরেখা নির্দেশিত হবে যদি \(f(x,y)\) কে \(n\)-সংখ্যক একঘাত উৎপাদকে বিশ্লেষিত করা যায়।
এই সমীকরণ দ্বারা \(n\)-সংখ্যক সরলরেখা নির্দেশিত হয়। সরলরেখাগুলি নিম্নরূপ,
\(a_{1}x+b_{1}y+c_{1}=0 .......(1)\)
\(a_{2}x+b_{2}y+c_{2}=0 .......(2)\)
\(.................................\)
\(.................................\)
\(a_{n}x+b_{n}y+c_{n}=0 .......(n)\)
যেমনঃ
\(x+2y-2=0\)এবং \(3x-y+3=0\)
একত্রে গুণ করে, \((x+2y-2)(3x-y+3)=0\)
\(\Rightarrow 3x^2+5xy-2y^2-3x+8y-6=0\)
এই সমীকরণটি সিদ্ধ হয় সে সমস্ত বিন্দু দ্বারা যারা \(x+2y-2=0\) অথবা \(3x-y+3=0\)সরলরেখার উপর অবস্থিত।
\(n\)-ঘাত সমীকরণ \(f(x,y)=0\) দ্বারা \(n\)-সংখ্যক সরলরেখা নির্দেশিত হবে যদি \(f(x,y)\) কে \(n\)-সংখ্যক একঘাত উৎপাদকে বিশ্লেষিত করা যায়।
যেমনঃ
\(f(x,y)\equiv{(a_{1}x+b_{1}y+c_{1})(a_{2}x+b_{2}y+c_{2})....(a_{n}x+b_{n}y+c_{n})=0}\)এই সমীকরণ দ্বারা \(n\)-সংখ্যক সরলরেখা নির্দেশিত হয়। সরলরেখাগুলি নিম্নরূপ,
\(a_{1}x+b_{1}y+c_{1}=0 .......(1)\)
\(a_{2}x+b_{2}y+c_{2}=0 .......(2)\)
\(.................................\)
\(.................................\)
\(a_{n}x+b_{n}y+c_{n}=0 .......(n)\)
সমমাত্রিক সমীকরণ
Homogeneous equation
কোনো সমীকরণের প্রতিটি পদের চলকের ঘাতের যোগফল সমান হলে সমীকরণটিকে একটি সমমাত্রিক সমীকরণ বলে।
কোনো সমীকরণের প্রতিটি পদের \(x\) ও \(y\) এর ঘাতদ্বয়ের যোগফল সমান হলে সমীকরণটিকে \(x, y\) এর সমমাত্রিক সমীকরণ বলে।
কোনো সমীকরণের প্রতিটি পদের \(x\) ও \(y\) এর ঘাতদ্বয়ের যোগফল \(2\) হলে সমীকরণটিকে \(x, y\) এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ বলে।
কোনো সমীকরণের প্রতিটি পদের চলকের তথা \(x\) ও \(y\) এর ঘাতদ্বয়ের যোগফল একটি নির্দিষ্ট পূর্ণ সংখ্যা \(n\) হলে সমীকরণটিকে \(x, y\) এর একটি সমমাত্রিক \(n\)-ঘাত সমীকরণ বলে।
\((i)\) নং সমীকরণ দ্বারা প্রকাশিত মূলবিন্দুগামী সরলরেখগুলির সমীকরণ নিম্নরূপ।
\(y-m_{1}x=0 .....(1)\)
\(y-m_{2}x=0 .....(2)\)
\(...................\)
\(...................\)
\(y-m_{n}x=0 .....(n)\)
কোনো সমীকরণের প্রতিটি পদের \(x\) ও \(y\) এর ঘাতদ্বয়ের যোগফল সমান হলে সমীকরণটিকে \(x, y\) এর সমমাত্রিক সমীকরণ বলে।
যেমনঃ
\(2x^2-3xy+y^2=0, \ x^3-3x^2y+3xy^2-y^3=0, \ x^4+3x^3y-3x^2y^2+y^4=0, \ ...\)কোনো সমীকরণের প্রতিটি পদের \(x\) ও \(y\) এর ঘাতদ্বয়ের যোগফল \(2\) হলে সমীকরণটিকে \(x, y\) এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ বলে।
যেমনঃ
\(ax^2+2hxy+by^2=0, \ 2x^2-3xy+y^2=0, \ ...\)কোনো সমীকরণের প্রতিটি পদের চলকের তথা \(x\) ও \(y\) এর ঘাতদ্বয়ের যোগফল একটি নির্দিষ্ট পূর্ণ সংখ্যা \(n\) হলে সমীকরণটিকে \(x, y\) এর একটি সমমাত্রিক \(n\)-ঘাত সমীকরণ বলে।
যেমনঃ
\(x^n+x^{n-1}y+x^{n-2}y^2+ ...+xy^{n-1}+y^{n}=0\)অনুসিদ্ধান্তঃ
যে কোনো সমমাত্রিক \(n\)-ঘাত সমীকরণ মূলবিন্দুগামী \(n\)-সংখ্যক সরলরেখা (বাস্তব বা কাল্পনিক ) নির্দেশ করে।যেমনঃ
\(a_{o}x^n+a_{1}x^{n-1}y+a_{2}x^{n-2}y^2+ ...+a_{n-1}xy^{n-1}+a_{n}y^{n}=0 .......(i)\)\((i)\) নং সমীকরণ দ্বারা প্রকাশিত মূলবিন্দুগামী সরলরেখগুলির সমীকরণ নিম্নরূপ।
\(y-m_{1}x=0 .....(1)\)
\(y-m_{2}x=0 .....(2)\)
\(...................\)
\(...................\)
\(y-m_{n}x=0 .....(n)\)
সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ
Homogeneous Quadratic Equations
সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ মূলবিন্দুগামী এক জোড়া সরলরেখা প্রকাশ করে।
অথবা,
\(ax^2+2hxy+by^2=0\) সমীকরণ মূলবিন্দুগামী এক জোড়া সরলরেখা প্রকাশ করে। সমমাত্রিক দ্বিঘাত সমীকরণের এক জোড়া সরলরেখা
Pair of straight lines of Homogeneous quadratic equation
সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয়,
অথবা,
\(ax^2+2hxy+by^2=0\) সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয়,
\(y-m_{1}x=0 .....(1)\)
\(y-m_{2}x=0 .....(2)\)
সে ক্ষেত্রে,
\(m_{1}+m_{2}=-\frac{2h}{b}\) \(m_{1}m_{2}=\frac{a}{b}\)
অথবা,
\(ax^2+2hxy+by^2=0\) সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয়,
\(y-m_{1}x=0 .....(1)\)
\(y-m_{2}x=0 .....(2)\)
সে ক্ষেত্রে,
\(m_{1}+m_{2}=-\frac{2h}{b}\) \(m_{1}m_{2}=\frac{a}{b}\)
অনুসিদ্ধান্তঃ
\(ax^2+2hxy+by^2=0\) সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয়, বাস্তব ও পৃথক হবে, যদি
\(h^2-ab>0\)
বাস্তব ও সমাপতিত হবে, যদি
\(h^2-ab=0\)
কাল্পনিক হবে, যদি
\(0>h^2-ab\)
সরলরেখা যুগোলের মধ্যবর্তী কোণ
Angle between the pair of straight lines
সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখা যুগোলের মধ্যবর্তী কোণ।
\(\theta=\tan^{-1}{\left(\pm{\frac{2\sqrt{h^2-ab}}{a+b}}\right)}\)
অথবা,
\(ax^2+2hxy+by^2=0\) সরলরেখা যুগোলের মধ্যবর্তী কোণ।\(\theta=\tan^{-1}{\left(\pm{\frac{2\sqrt{h^2-ab}}{a+b}}\right)}\)
সরলরেখা যুগোলের লম্ব ও সমাপতিত হওয়ার শর্ত
Conditions for a straight line to be perpendicular and concurrent
সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখা যুগোলের পরস্পর লম্ব ও সমাপতিত হওয়ার শর্ত ।
অথবা,
\(ax^2+2hxy+by^2=0\) সরলরেখা যুগোলের পরস্পর লম্ব ও সমাপতিত হওয়ার শর্ত। লম্ব হওয়ার শর্তঃ
\(a+b=0\)
সমাপতিত হওয়ার শর্তঃ
\(h^2=ab\) সরলরেখা যুগোলের মধ্যবর্তী কোণসমূহের সমদ্বিখন্ডকদ্বয়ের সমীকরণ
Equation of bisectors of angles between straight lines
সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখা যুগোলের মধ্যবর্তী কোণসমূহের সমদ্বিখন্ডকদ্বয়ের সমীকরণ।
\(\frac{x^2-y^2}{a-b}=\frac{xy}{h}\)
দ্রঃ \(ax^2+2hxy+by^2=0\) সরলরেখা যুগোল কাল্পনিক হলেও কোণের সমদ্বিখন্ডক দুইটি বাস্তব হবে।
অথবা,
\(ax^2+2hxy+by^2=0\) সরলরেখা যুগোলের মধ্যবর্তী কোণসমূহের সমদ্বিখন্ডকদ্বয়ের সমীকরণ।\(\frac{x^2-y^2}{a-b}=\frac{xy}{h}\)
অনুসিদ্ধান্তঃ
সমদ্বিখন্ডকদ্বয়ের লম্ব হওয়ার শর্ত
\(a+b=0\)দ্রঃ \(ax^2+2hxy+by^2=0\) সরলরেখা যুগোল কাল্পনিক হলেও কোণের সমদ্বিখন্ডক দুইটি বাস্তব হবে।
সাধারণ দ্বিঘাত সমীকরণের এক জোড়া সরলরেখা
A pair of straight lines in the general quadratic equation
সাধারণ দ্বিঘাত সমীকরণের এক জোড়া সরলরেখা প্রকাশ করার শর্ত।
\(\Delta\equiv{\left|\begin{array}{c}a & h & g\\ h & b & f\\ g & f & c\end{array}\right|=0}\)
অথবা,
\(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) সমীকরণের এক জোড়া সরলরেখা প্রকাশ করার শর্ত।\(\Delta\equiv{\left|\begin{array}{c}a & h & g\\ h & b & f\\ g & f & c\end{array}\right|=0}\)
অথবা,
\(\Delta\equiv{abc+2fgh-af^2-bg^2-ch^2=0}\) সাধারণ দ্বিঘাত সমীকরণের সরলরেখাদ্বয়ের ছেদবিন্দু
The intersection of two straight lines by general quadratic equation
সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয়ের ছেদবিন্দু।
\(\left(\frac{hf-bg}{ab-h^2}, \frac{hg-af}{ab-h^2}\right)\)
অথবা,
\(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয়ের ছেদবিন্দু।\(\left(\frac{hf-bg}{ab-h^2}, \frac{hg-af}{ab-h^2}\right)\)
সাধারণ দ্বিঘাত সমীকরণের সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ
Angle between two straight lines of general quadratic equation
সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ।
\(\theta=\tan^{-1}{\left(\pm{\frac{2\sqrt{h^2-ab}}{a+b}}\right)}\)
অথবা,
\(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ।\(\theta=\tan^{-1}{\left(\pm{\frac{2\sqrt{h^2-ab}}{a+b}}\right)}\)
সাধারণ দ্বিঘাত সমীকরণের সরলরেখাদ্বয়ের লম্ব, সমান্তরাল ও সমাপতিত হওয়ার শর্ত
Conditions of perpendicularity, parallelism and concurrence of straight lines of general quadratic equation
সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখাদ্বয়ের পরস্পর লম্ব, সমান্তরাল ও সমাপতিত হওয়ার শর্ত।
অথবা,
\(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখাদ্বয়ের পরস্পর লম্ব, সমান্তরাল ও সমাপতিত হওয়ার শর্ত। লম্ব হওয়ার শর্তঃ
\(a+b=0\)
সমান্তরাল হওয়ার শর্তঃ
\(\frac{a}{h}=\frac{h}{b}=\frac{g}{f}\)
সমাপতিত হওয়ার শর্তঃ
\(\frac{a}{h}=\frac{h}{b}=\frac{g}{f}=\frac{ch}{f^2}\)
সাধারণ দ্বিঘাত সমীকরণের সরলরেখাদ্বয়ের সমান্তরাল এবং মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ
Equations of straight lines parallel to the general quadratic equation through the origin
যদি \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) সমীকরণ একজোড়া সরলরেখা প্রকাশ করে তবে ঐ রেখা দুইটির সমান্তরাল এবং মূলবিন্দুগামী সরলরেখা দুইটির সমীকরণ হবে।
\(ax^2+2hxy+by^2=0\)
\(ax^2+2hxy+by^2=0\)
সাধারণ দ্বিঘাত সমীকরণের সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণসমূহের সমদ্বিখন্ডকদ্বয়ের সমীকরণ
The equation of the bisector of the angles between the straight lines of the general quadratic equation
সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণসমূহের সমদ্বিখন্ডকদ্বয়ের সমীকরণ।
\(\frac{(x-x_{1})^2-(y-y_{1})^2}{a-b}=\frac{(x-x_{1})(y-y_{1})}{h}\)
অথবা,
\(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণসমূহের সমদ্বিখন্ডকদ্বয়ের সমীকরণ।\(\frac{(x-x_{1})^2-(y-y_{1})^2}{a-b}=\frac{(x-x_{1})(y-y_{1})}{h}\)
সাধারণ দ্বিঘাত সমীকরণ এবং একটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখাদ্বয়ের সমীকরণ
The equation of two straight lines through the intersection of a General quadratic equation and a line
\(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) সমীকরণের সঞ্চারপথ এবং \(lx+my+n=0\) সরলরেখার ছেদবিন্দুদ্বয়ের সাথে মূলবিন্দুর সংযোগকারী সরলরেখাদ্বয়ের সমীকরণ।
\(ax^2+2hxy+by^2-\frac{2(gx+fy)(lx+my)}{n}+\frac{c(lx+my)^2}{n^2}=0\)
অথবা,
\(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) এবং \(lx+my+n=0\) সমীকরণদ্বয় দ্বারা গঠিত সমমাত্রিক সমীকরণ।\(ax^2+2hxy+by^2-\frac{2(gx+fy)(lx+my)}{n}+\frac{c(lx+my)^2}{n^2}=0\)
দুই জোড়া সরলরেখার ছেদবিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখার সমীকরণ
Equation of the straight line joining the points of intersection of two pairs of straight lines
\(\frac{ax+hy+g}{\left|\begin{array}{c}a & h & g\\ a^{\prime} & h^{\prime} & g^{\prime}\\ h^{\prime} & b^{\prime} & f^{\prime}\end{array}\right|}=\frac{ax+hy+g}{\left|\begin{array}{c}h & b & f\\ a^{\prime} & h^{\prime} & g^{\prime}\\ h^{\prime} & b^{\prime} & f^{\prime}\end{array}\right|}\)
তিনটি সরলরেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল
Area of triangle formed by three straight lines
ধরি,
\(a_{1}x+b_{1}y+c_{1}=0 ........(1)\)
\(a_{2}x+b_{2}y+c_{2}=0 ........(2)\)
\(a_{3}x+b_{3}y+c_{3}=0 ........(3)\)
উপরক্ত \((1)\), \((2)\) এবং \((3)\) রেখাগুলি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল
= \(\frac{1}{2} \frac{\Delta^{2}}{C_{1}C_{2}C_{3}}\) যেখানে,\(\Delta=\left|\begin{array}{c}a_{1} \ \ \ \ b_{1} \ \ \ \ c_{1}\\a_{2} \ \ \ \ b_{2} \ \ \ \ c_{2}\\ a_{3} \ \ \ \ b_{3} \ \ \ \ c_{3}\end{array}\right|\) এবং \(C_{1}, C_{2}, C_{3}\) হচ্ছে \(\Delta\) নির্ণায়কটির যথাক্রমে \(c_{1}, c_{2}, c_{3}\) উপাদানের সহ-গুণক।
অর্থাৎ \(C_{1}=(a_{2}b_{3}-a_{3}b_{2}),\) \(C_{2}= -(a_{1}b_{3}-a_{3}b_{1}),\) \(C_{3}=(a_{1}b_{2}-a_{2}b_{1})\)
\(a_{1}x+b_{1}y+c_{1}=0 ........(1)\)
\(a_{2}x+b_{2}y+c_{2}=0 ........(2)\)
\(a_{3}x+b_{3}y+c_{3}=0 ........(3)\)
উপরক্ত \((1)\), \((2)\) এবং \((3)\) রেখাগুলি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল
= \(\frac{1}{2} \frac{\Delta^{2}}{C_{1}C_{2}C_{3}}\) যেখানে,\(\Delta=\left|\begin{array}{c}a_{1} \ \ \ \ b_{1} \ \ \ \ c_{1}\\a_{2} \ \ \ \ b_{2} \ \ \ \ c_{2}\\ a_{3} \ \ \ \ b_{3} \ \ \ \ c_{3}\end{array}\right|\) এবং \(C_{1}, C_{2}, C_{3}\) হচ্ছে \(\Delta\) নির্ণায়কটির যথাক্রমে \(c_{1}, c_{2}, c_{3}\) উপাদানের সহ-গুণক।
অর্থাৎ \(C_{1}=(a_{2}b_{3}-a_{3}b_{2}),\) \(C_{2}= -(a_{1}b_{3}-a_{3}b_{1}),\) \(C_{3}=(a_{1}b_{2}-a_{2}b_{1})\)
নির্দিষ্ট বিন্দুগামী এবং একটি সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ
Equation of a straight line through a fixed point and parallel to a straight line
\(y-mx=0\) রেখার সমান্তরাল এবং \((x_{1}, y_{1})\) বিন্দুগামী সরলরেখার সমীকরণ।
\(y-y_{1}-m(x-x_{1})=0\)
\(y-y_{1}-m(x-x_{1})=0\)
নির্দিষ্ট বিন্দুগামী এবং এক জোড়া সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ
Equation of a straight line through a fixed point and parallel to a pair of straight lines
\(ax^2+2hxy+by^2=0\) রেখাদ্বয়ের সমান্তরাল এবং \((x_{1}, y_{1})\) বিন্দুগামী সরলরেখার সমীকরণ।
\(a(x-x_{1})^2+2h(x-x_{1})(y-y_{1})+b(y-y_{1})^2=0\)
\(a_{o}(x-x_{1})^n+a_{1}(x-x_{1})^{n-1}(y-y_{1})+\) \(a_{2}(x-x_{1})^{n-2}(y-y_{1})^2+ ...+a_{n}(y-y_{1})^{n}=0\)
দ্রঃ \(x\) এর স্থানে \((x-x_{1})\) এবং \(y\) এর স্থানে \((y-y_{1})\) বসানো হয়েছে।
\(a(x-x_{1})^2+2h(x-x_{1})(y-y_{1})+b(y-y_{1})^2=0\)
অনুসিদ্ধান্তঃ
\(a_{o}x^n+a_{1}x^{n-1}y+a_{2}x^{n-2}y^2+ ...+a_{n}y^{n}=0\) রেখাগুলির সমান্তরাল এবং \((x_{1}, y_{1})\) বিন্দুগামী সরলরেখার সমীকরণ। \(a_{o}(x-x_{1})^n+a_{1}(x-x_{1})^{n-1}(y-y_{1})+\) \(a_{2}(x-x_{1})^{n-2}(y-y_{1})^2+ ...+a_{n}(y-y_{1})^{n}=0\)
দ্রঃ \(x\) এর স্থানে \((x-x_{1})\) এবং \(y\) এর স্থানে \((y-y_{1})\) বসানো হয়েছে।
মূলবিন্দুগামী এবং একটি সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ
Equation of a straight line through the origin and perpendicular to a straight line
মূলবিন্দুগামী এবং এক জোড়া সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ
Equation of a straight line through the origin and perpendicular to a pair of straight lines
নির্দিষ্ট বিন্দুগামী এবং একটি সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ
Equation of a straight line through a fixed point and perpendicular to a straight line
\(y-mx=0\) রেখার উপর লম্ব এবং \((x_{1}, y_{1})\) বিন্দুগামী সরলরেখার সমীকরণ।
\((y-y_{1})m+(x-x_{1})=0\)
\((y-y_{1})m+(x-x_{1})=0\)
নির্দিষ্ট বিন্দুগামী এবং এক জোড়া সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ
Equation of a straight line through a fixed point and perpendicular to a pair of straight lines
\(ax^2+2hxy+by^2=0\) রেখাদ্বয়ের উপর লম্ব এবং \((x_{1}, y_{1})\) বিন্দুগামী সরলরেখার সমীকরণ।
\(a(y-y_{1})^2-2h(y-y_{1})(x-x_{1})+b(x-x_{1})^2=0\)
\(a_{o}(y-y_{1})^n-a_{1}(y-y_{1})^{n-1}(x-x_{1})+\) \(a_{2}(y-y_{1})^{n-2}(x-x_{1})^2- ...+(-1)^na_{n}(x-x_{1})^{n}=0\)
দ্রঃ প্রথমে \(x\) এর স্থানে \(-y\) এবং \(y\) এর স্থানে \(x\), অতঃপর \(x\) এর স্থানে \((x-x_{1})\) এবং \(y\) এর স্থানে \((y-y_{1})\) বসানো হয়েছে।
\(a(y-y_{1})^2-2h(y-y_{1})(x-x_{1})+b(x-x_{1})^2=0\)
অনুসিদ্ধান্তঃ
\(a_{o}x^n+a_{1}x^{n-1}y+a_{2}x^{n-2}y^2+ ...+a_{n}y^{n}=0\) রেখাগুলির উপর লম্ব এবং \((x_{1}, y_{1})\) বিন্দুগামী সরলরেখার সমীকরণ। \(a_{o}(y-y_{1})^n-a_{1}(y-y_{1})^{n-1}(x-x_{1})+\) \(a_{2}(y-y_{1})^{n-2}(x-x_{1})^2- ...+(-1)^na_{n}(x-x_{1})^{n}=0\)
দ্রঃ প্রথমে \(x\) এর স্থানে \(-y\) এবং \(y\) এর স্থানে \(x\), অতঃপর \(x\) এর স্থানে \((x-x_{1})\) এবং \(y\) এর স্থানে \((y-y_{1})\) বসানো হয়েছে।
Email: Golzarrahman1966@gmail.com
Visitors online: 000007