শিক্ষা বোর্ড চট্টগ্রাম-2019
উচ্চতর গণিত ( সৃজনশীল )
[ 2019 সালের সিলেবাস অনুযায়ী ]
প্রথম পত্র সৃজনশীল
বিষয় কোডঃ 265
সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট
পূর্ণমান-৫০
[ দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রতিটি বিভাগ হতে কমপক্ষে দুইটি করে প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ]
উচ্চতর গণিত ( সৃজনশীল )
[ 2019 সালের সিলেবাস অনুযায়ী ]
প্রথম পত্র সৃজনশীল
বিষয় কোডঃ 265
সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট
পূর্ণমান-৫০
[ দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রতিটি বিভাগ হতে কমপক্ষে দুইটি করে প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ]
ক বিভাগ-বীজগণিত ও জ্যামিতি
১।\(A=\begin{bmatrix}1 & -2 \\3 & \ \ \ 6 \end{bmatrix}, \ B=\begin{bmatrix}3 & 7 \\2 & 1 \end{bmatrix}, \ C=\begin{bmatrix}0 & 1 \\2 & 8 \end{bmatrix}\)\(M=\begin{bmatrix} x+2y+3z & 2x+y+4z & 3x+2y+z\end{bmatrix}\)
\(N=\begin{bmatrix}-1 & 2 & 3\end{bmatrix}\)
ক. দুইটি ম্যাট্রিক্স সমান হওয়ার শর্তগুলি কি কি? ২
খ. \(AB+B^{T}-2C\) নির্ণয় কর। ৪
গ. \(M=N\) হলে, ক্রেমারের নিয়মে সমাধান কর। ৪
২।
\(AB\) সরলরেখার সমীকরণ, \(y=-\frac{3}{2}x+3\)
ক. \(f(x)=\frac{1}{5x-1}\) ফাংশনটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় কর। ২
খ. \(y=g(x)\) হলে, \(g^{-1}\) এর লেখচিত্র অঙ্কন কর। ৪
গ. \(AB\) ও \(OD\) সরলরেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখন্ডক সরলরেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় কর। ৪

ক. \(f(x)=\frac{1}{5x-1}\) ফাংশনটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় কর। ২
খ. \(y=g(x)\) হলে, \(g^{-1}\) এর লেখচিত্র অঙ্কন কর। ৪
গ. \(AB\) ও \(OD\) সরলরেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখন্ডক সরলরেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় কর। ৪
৩। চিত্রে \(OPQR\) একটি সামান্তরিক।
ক. \(4\hat{i}+2\hat{j}-3\hat{k}\) এবং \(3\hat{i}-4\hat{j}+a\hat{k}\) ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে, \(a\) এর মান কত? ২
খ. \(O\) কেন্দ্রবিশিষ্ট বৃত্তের \(P\) বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় কর। ৪
গ. \(A\) ও \(B\) বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর। ৪

ক. \(4\hat{i}+2\hat{j}-3\hat{k}\) এবং \(3\hat{i}-4\hat{j}+a\hat{k}\) ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে, \(a\) এর মান কত? ২
খ. \(O\) কেন্দ্রবিশিষ্ট বৃত্তের \(P\) বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় কর। ৪
গ. \(A\) ও \(B\) বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর। ৪
৪। দৃশ্যকল্প-১ঃ \('MUAZUL'\) এর জন্ম তারিখ \(24, \ 06, \ 1987.\)
দৃশ্যকল্প-২ঃ\(y=2, \ y=10\) এবং \(x=0\) তিনটি সরলরেখার সমীকরণ।
ক. \(^{n}C_{2}=^{3}P_{1}\) হলে, \(n\) এর মান নির্ণয় কর। ২
খ. প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে জন্ম তারিখে ব্যবহৃত অঙ্কগুলো দ্বারা আট অঙ্কের কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়? ৪
গ. উদ্দদীপকের শব্দটি হতে প্রত্যেকবার চারটি করে অক্ষর নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা নির্ণয় কর। ৪
দৃশ্যকল্প-২ঃ\(y=2, \ y=10\) এবং \(x=0\) তিনটি সরলরেখার সমীকরণ।
ক. \(^{n}C_{2}=^{3}P_{1}\) হলে, \(n\) এর মান নির্ণয় কর। ২
খ. প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে জন্ম তারিখে ব্যবহৃত অঙ্কগুলো দ্বারা আট অঙ্কের কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়? ৪
গ. উদ্দদীপকের শব্দটি হতে প্রত্যেকবার চারটি করে অক্ষর নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা নির্ণয় কর। ৪
খ বিভাগ-ত্রিকোণমিতি ও ক্যালকুলাস
৫। 
ক. \(\sec{x}=-2\) এবং \(\pi\lt{x}\lt{\frac{3\pi}{2}}\) হলে, প্রমাণ কর যে, \(\cos{x}+\tan{x}=\frac{2\sqrt{3}-1}{2}\) ২
খ. চিত্রে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় কর। ৪
গ. \(\theta=40^{o}\) হলে, প্রমাণ কর যে, \(P=\sqrt{3}\) ৪
৬।
ক. প্রমাণ করঃ \(\sin{78^{o}19^{\prime}}\cos{18^{o}19^{\prime}}-\sin{11^{o}41^{\prime}}\sin{18^{o}19^{\prime}}=\frac{\sqrt{3}}{2}\) ২
খ. \(a=\sqrt{b^2+bc+c^2}\) হলে, ত্রিভুজটির সূক্ষ্ণকোণদ্বয়ের সমষ্টি নির্ণয় কর। ৪
গ. ত্রিভুজটির ক্ষেত্রে প্রমাণ কর যে, \(\frac{a-b}{c}cosec \ \frac{A-B}{2}=\sec{\frac{C}{2}}\) ৪

ক. প্রমাণ করঃ \(\sin{78^{o}19^{\prime}}\cos{18^{o}19^{\prime}}-\sin{11^{o}41^{\prime}}\sin{18^{o}19^{\prime}}=\frac{\sqrt{3}}{2}\) ২
খ. \(a=\sqrt{b^2+bc+c^2}\) হলে, ত্রিভুজটির সূক্ষ্ণকোণদ্বয়ের সমষ্টি নির্ণয় কর। ৪
গ. ত্রিভুজটির ক্ষেত্রে প্রমাণ কর যে, \(\frac{a-b}{c}cosec \ \frac{A-B}{2}=\sec{\frac{C}{2}}\) ৪
Email: Golzarrahman1966@gmail.com
Visitors online: 000003