শিক্ষা বোর্ড যশোর - 2022
উচ্চতর গণিত ( বহুনির্বাচনি )
[2022 সালের সিলেবাস অনুযায়ী ]
দ্বিতীয় পত্র বহুনির্বাচনি
বিষয় কোডঃ 266
সময়-২৫ মিনিট
পূর্ণমান-২৫
[ দ্রষ্টব্যঃ সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমুহ হতে সিঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়ন্ট কলম দ্বারা সম্পুর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মাণ ১। প্রশ্নপত্রে কোন প্রকার দাগ/ চিহ্ন দেওয়া যাবে না। ]
১। \(19.6\) মিটার উঁচু দালানের ছাদ থেকে একটি পাথর ছেড়ে দিলে ভূমিতে পড়তে কত সময় লাগবে?
\(1 \ sec\)
\(2 \ sec\)
\(1.41 \ sec\)
\(2.82 \ sec\)
\(S=\frac{1}{2}gt^2\)
\(\Rightarrow \frac{1}{2}gt^2=S\)
\(\Rightarrow \frac{1}{2}\times9.8t^2=19.6\)
\(\Rightarrow t^2=\frac{19.6\times2}{9.8}\)
\(\Rightarrow t^2=2\times2\)
\(\Rightarrow t^2=4\)
\(\Rightarrow t=\sqrt{4}\)
\(\therefore t=2 \ sec\)
উত্তরঃ (গ)

২। \(10N\) এবং \(5N\) দুইটি সদৃশ সমান্তরাল বল \(15\) মিটার লম্বা একটি হালকা দন্ডের দুই প্রান্তে কার্যকর হলে, ক্ষুদ্রতম বল থেকে লব্ধি কত দূরে ক্রিয়া করবে?
\(5\) মিটার
\(15\) মিটার
\(10\) মিটার
\(30\) মিটার
ধরি, \(AB\) দন্ডের \(A\) ও \(B\) বিন্দুতে যথাক্রমে \(10N\) এবং \(5N\) দুইটি সদৃশ সমান্তরাল বল ক্রিয়ারত। লব্ধি \(AB\) এর উপরোস্থ \(C\) বিন্দুতে ক্রিয়ারত।
question
তাহলে, \(AC.10=BC.5\)
\(\Rightarrow (AB-BC)10=5BC\)
\(\Rightarrow 10AB-10BC=5BC\)
\(\Rightarrow 10AB=5BC+10BC\)
\(\Rightarrow 10AB=15BC\)
\(\Rightarrow 15BC=10AB\)
\(\Rightarrow BC=\frac{10\times15}{15}\)
\(\therefore BC=10\) মিটার
উত্তরঃ (খ)

৩। \(z=x+iy\) হলে, \(|z|=5\) সমীকরণটি প্রকাশ করে-
সরলরেখা
পরাবৃত্ত
বৃত্ত
উপবৃত্ত
\(z=x+iy\) এবং \(|z|=5\)
\(\Rightarrow |x+iy|=5\)
\(\Rightarrow \sqrt{x^2+y^2}=5\)
\(\therefore x^2+y^2=5^2\) যা একটি বৃত্তের সমীকরণ।
উত্তরঃ (খ)

৪। \(y^2=16x\) পরাবৃত্তের উপরোস্থ \((4, 8)\) বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত?
\(20\)
\(12\)
\(16\)
\(8\)
\(y^2=16x\)
এখানে, \(4a=16\)
\(\Rightarrow a=4\)
\((4, 8)\) বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব \(=a+|x|\)
\(=4+|4|\)
\(=4+4\)
\(=8\)
উত্তরঃ (ঘ)

৫। \(\tan{\theta}+1=0\) এর সাধারণ সমাধান কোনটি?
\((4n-1)\frac{\pi}{4}, \ n\in{\mathbb{Z}}\)
\((8n-1)\frac{\pi}{4}, \ n\in{\mathbb{Z}}\)
\((4n+1)\frac{\pi}{4}, \ n\in{\mathbb{Z}}\)
\((8n+1)\frac{\pi}{4}, \ n\in{\mathbb{Z}}\)
\(\tan{\theta}+1=0\)
\(\Rightarrow \tan{\theta}=-1\)
\(\Rightarrow \tan{\theta}=-\tan{\frac{\pi}{4}}\)
\(\Rightarrow \tan{\theta}=\tan{\left(-\frac{\pi}{4}\right)}\)
\(\Rightarrow \theta=n\pi-\frac{\pi}{4}, \ n\in{\mathbb{Z}}\)
\(\therefore \theta=(4n-1)\frac{\pi}{4}, \ n\in{\mathbb{Z}}\)
উত্তরঃ (ক)

৬। স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে একটি কণা \(2\) সেকেন্ডে \(6\) মিটার অতিক্রম করলে তৃতীয় সেকেন্ডে কত পথ অতিক্রম করবে?
\(4.5\) মিটার
\(13.5\) মিটার
\(7.5\) মিটার
\(15\) মিটার
সমত্বরণ \(f\) হলে,
\(\Rightarrow \frac{1}{2}f\times2^2=6\)
\(\Rightarrow \frac{1}{2}f\times4=6\)
\(\Rightarrow 2f=6\)
\(\therefore f=3\)
এখন, \(S_{3}=\frac{1}{2}f(2\times3-1)\)
\(=\frac{1}{2}\times3(6-1)\)
\(=\frac{1}{2}\times3(5)\)
\(=\frac{1}{2}\times15\)
\(=\frac{15}{2}\)
\(=7.5\) মিটার
উত্তরঃ (খ)

৭। \(9.8 \ ms^{-1}\) আদিবেগে ভূমির সাথে \(30^{o}\) কোণে একটি বস্তুকণা নিক্ষেপ করা হলো। কণাটির সর্বোচ্চ উচ্চতা কত?
\(0.25 \ m\)
\(2.45 \ m\)
\(1.225 \ m\)
\(4.9 \ m\)
এখানে, \(u=9.8 \ ms^{-1}, \ \alpha=30^{o}\)
তাহলে সর্বোচ্চ উচ্চতা , \(H=\frac{u^2\sin^2{\alpha}}{2g}\)
\(=\frac{(9.8)^2\sin^2{30^{o}}}{2\times9.8}\)
\(=\frac{9.8\times\left(\frac{1}{2}\right)^2}{2}\)
\(=4.9\times\frac{1}{4}\)
\(=1.225 \ m\)
উত্তরঃ (খ)

৮। \(2y^2-x^2=1\) অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কোনটি?
\(\sqrt{\frac{3}{2}}\)
\(\frac{3}{2}\)
\(\sqrt{3}\)
\(3\)
\(2y^2-x^2=1\)
\(\Rightarrow \frac{y^2}{\frac{1}{2}}-\frac{x^2}{1}=1\)
এখানে, \(a^2=1, \ b^2=\frac{1}{2}\)
অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা, \(e=\sqrt{1+\frac{a^2}{b^2}}\)
\(=\sqrt{1+\frac{1}{\frac{1}{2}}}\)
\(=\sqrt{1+2}\)
\(=\sqrt{3}\)
উত্তরঃ (খ)

৯। একটি কণার উপর \(3 \ ms^{-1}, \ 4 \ ms^{-1}\) এবং \(5 \ ms^{-1}\) বেগ তিনটি ক্রিয়া করায় কণাটি সাম্যাবস্থায় আছে। ক্ষুদ্রতম বেগ দুইটির মধ্যবর্তী কোণ কত?
\(0^{o}\)
\(90^{o}\)
\(60^{o}\)
\(120^{o}\)
মধ্যবর্তী কোণ \(\alpha\) হলে,
\(3^2+4^2+2.3.4\cos{\alpha}=5^2\)
\(\Rightarrow 9+16+24\cos{\alpha}=25\)
\(\Rightarrow 25+24\cos{\alpha}=25\)
\(\Rightarrow 24\cos{\alpha}=25-25\)
\(\Rightarrow 24\cos{\alpha}=0\)
\(\Rightarrow \cos{\alpha}=0\)
\(\Rightarrow \cos{\alpha}=\cos{90^{o}}\)
\(\therefore \alpha=90^{o}\)
উত্তরঃ (গ)

১০। \(\sqrt{2}\sin{\theta}+1=0\) এর সাধারণ সমাধান কোনটি?
\(n\pi+(-1)^{n}\frac{\pi}{6}, \ n\in{\mathbb{Z}}\)
\(2n\pi\pm\frac{\pi}{3}, \ n\in{\mathbb{Z}}\)
\(n\pi-(-1)^{n}\frac{\pi}{4}, \ n\in{\mathbb{Z}}\)
\(2n\pi\pm\frac{2\pi}{3}, \ n\in{\mathbb{Z}}\)
\(\sqrt{2}\sin{\theta}+1=0\)
\(\Rightarrow \sqrt{2}\sin{\theta}=-1\)
\(\Rightarrow \sin{\theta}=-\frac{1}{\sqrt{2}}\)
\(\Rightarrow \sin{\theta}=-\sin{\frac{\pi}{4}}\)
\(\Rightarrow \sin{\theta}=\sin{\left(-\frac{\pi}{4}\right)}\)
\(\therefore \theta=n\pi-(-1)^{n}\frac{\pi}{4}, \ n\in{\mathbb{Z}}\)
উত্তরঃ (খ)

নিচের তথ্যের আলোকে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাওঃ
\(P(x)=x^2-kx+9\) একটি দ্বিঘাত বহুপদী, যেখানে \(k\) একটি ধ্রুবক।
১১। \(k=2\) হলে, \(P(x)\) এর ক্ষুদ্রতম মান কত?
\(-10\)
\(8\)
\(-8\)
\(10\)
\(P(x)=x^2-2x+9, \ \because k=2\)
এখানে, \(a=1, \ b=-2, \ c=9\)
\(ax^2+bx+c\) এর ক্ষুদ্রতম মান \(=c-\frac{b^2}{4a}\)
\(\therefore P(x)\) এর ক্ষুদ্রতম মান \(=9-\frac{(-2)^2}{4\times1}\)
\(=9-\frac{4}{4}\)
\(=9-1\)
\(=8\)
উত্তরঃ (গ)

১২। \(P(x)=0\) সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে যদি-
\(k\gt{6}\)
\(k=\pm6i\)
\(k\lt{6}\)
\(k=\pm6\)
\(P(x)=x^2-kx+9, \ P(x)=0\)
\(\Rightarrow x^2-kx+9=0\)
এখানে, \(a=1, \ b=-k, \ c=9\)
সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে যদি, \(b^2-4ac=0\)
\(\Rightarrow (-k)^2-4.1.9=0\)
\(\Rightarrow k^2-36=0\)
\(\Rightarrow k^2=36\)
\(\Rightarrow k=\pm\sqrt{36}\)
\(\therefore k=\pm6\)
উত্তরঃ (ঘ)

১৩। \(\cos{(\cot^{-1}{2})}\) এর মান কত?
\(\frac{1}{2}\)
\(\frac{\sqrt{5}}{2}\)
\(\frac{2}{\sqrt{5}}\)
\(\frac{1}{\sqrt{5}}\)
\(\cos{(\cot^{-1}{2})}\)
এখানে, ভূমি\(=2\) এবং লম্ব \(=1\)
\(\therefore\) অতিভুজ \(=\sqrt{2^2+1^2}\)
\(=\sqrt{4+1}\)
\(=\sqrt{5}\)
প্রদত্ত রাশি, \(=\cos{(\cos^{-1}{\frac{2}{\sqrt{5}}})}\)
\(=\frac{2}{\sqrt{5}}\)
উত্তরঃ (খ)

১৪। \(3x^3-6x+8=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, \(\sum{\alpha}\) এর মান কত?
\(-6\)
\(0\)
\(-2\)
\(2\)
\(3x^3-6x+8=0 \Rightarrow 3x^3+0.x^2-6x+8=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\)
\(\Rightarrow \alpha+\beta+\gamma=-\frac{0}{3}\)
\(\Rightarrow \sum{\alpha}=0\)
উত্তরঃ (গ)

১৫। \(-\sqrt{3}-i\) এর মূখ্য আর্গুমেন্ট কত?
\(-\frac{\pi}{6}\)
\(-\frac{5\pi}{6}\)
\(\frac{\pi}{6}\)
\(\frac{7\pi}{6}\)
\(-\sqrt{3}-i\)
এখানে, \(x=-\sqrt{3}, \ y=-1; \ x+iy\) এর সাথে তুলুনা করে।
আর্গুমেন্ট \(\theta=\tan^{-1}{\frac{y}{x}}\)
\(=\tan^{-1}{\frac{-1}{-\sqrt{3}}}\)
\(=\tan^{-1}{\frac{1}{\sqrt{3}}}-\pi\)
\(=\tan^{-1}{\tan{\frac{\pi}{6}}}-\pi\)
\(=\frac{\pi}{6}-\pi\)
\(=\frac{\pi-6\pi}{6}\)
\(=-\frac{5\pi}{6}\) যেহেতু ইহা \(-\pi\) এবং \(\pi\) এর মধ্যে অবস্থিত, ইহাই মূখ্য আর্গুমেন্ট।
উত্তরঃ (গ)

১৬। \(4x^2+y^2=4\) উপবৃত্তের ক্ষেত্রে-
\(i.\) বৃহৎ অক্ষের দৈর্ঘ্য \(4\)
\(ii.\) উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(1\)
\(iii.\)উপকেন্দ্রদ্বয়ের স্থানাংক \((0, \pm{\sqrt{2}})\)
নিচের কোনটি সঠিক?
\(i.\) ও \(ii.\)
\(ii.\) ও \(iii.\)
\(i.\) ও \(iii.\)
\(i.\), \(ii.\) ও \(iii.\)
\(4x^2+y^2=4\)
\(\Rightarrow \frac{4x^2}{4}+\frac{y^2}{4}=1\)
\(\Rightarrow \frac{x^2}{1}+\frac{y^2}{4}=1\)
এখানে, \(a^2=1, \ b^2=4\)
\(\Rightarrow a=1, \ b=2; \ a\lt{b}\)
বৃহৎ অক্ষের দৈর্ঘ্য \(=|2b|\)
\(=|2\times2|\)
\(=4\)
\(\therefore (i).\) বাক্যটি সত্য।
এখানে, \(a^2=1, \ b^2=4\)
\(\Rightarrow a=1, \ b=2; \ a\lt{b}\)
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(=\left|\frac{2a^2}{b}\right|\)
\(=\left|\frac{2\times1}{2}\right|\)
\(=1\)
\(\therefore (ii).\) বাক্যটি সত্য।
এখানে, \(a^2=1, \ b^2=4\)
\(\Rightarrow a=1, \ b=2; \ a\lt{b}\)
উৎকেন্দ্রিকতা \(e=\sqrt{1-\frac{a^2}{b^2}}\)
\(=\sqrt{1-\frac{1}{4}}\)
\(=\sqrt{\frac{4-1}{4}}\)
\(=\sqrt{\frac{3}{4}}\)
\(=\frac{\sqrt{3}}{2}\)
উপকেন্দ্রদ্বয়ের স্থানাংক \((0, \pm{be})\)
\(\Rightarrow (0, \pm{2\times\frac{\sqrt{3}}{2}})\)
\(\Rightarrow (0, \pm{\sqrt{3}})\)
\(\therefore (iii).\) বাক্যটি সত্য নয়।
উত্তরঃ (ক)

নিচের তথ্যের আলোকে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
\(2N\) ও \(3N\) মানের বলদ্বয় \(60^{o}\) কোণে একটি বিন্দুতে ক্রিয়ারত।
১৭। বলদ্বয়ের লব্ধির মান কত?
\(\sqrt{7}N\)
\(7N\)
\(\sqrt{19}N\)
\(19N\)
\(2N\) ও \(3N\) মানের বলদ্বয় \(60^{o}\) কোণে একটি বিন্দুতে ক্রিয়ারত।
লব্ধি \(=\sqrt{2^2+3^2+2.2.3\cos{60^{o}}}\)
\(=\sqrt{4+9+12\times\frac{1}{2}}\)
\(=\sqrt{13+6}\)
\(=\sqrt{19}N\)
উত্তরঃ (খ)

১৮। লব্ধি বলের ক্রিয়ারেখা ক্ষুদ্রতম বলের সাথে কত কোণ তৈরী করবে?
\(\tan^{-1}{\left(\frac{\sqrt{3}}{4}\right)}\)
\(\tan^{-1}{\left(\frac{3}{4+3\sqrt{3}}\right)}\)
\(\tan^{-1}{\left(\frac{3\sqrt{3}}{7}\right)}\)
\(\tan^{-1}{\left(\frac{1}{3+\sqrt{3}}\right)}\)
ধরি, লব্ধি ক্ষুদ্রতম বলের সাথে \(\theta\) কোণ করে।
তাহলে, \(\theta=\tan^{-1}{\left(\frac{3\sin{60^{o}}}{2+3\cos{60^{o}}}\right)}\)
\(=\tan^{-1}{\left(\frac{3\times\frac{\sqrt{3}}{2}}{2+3\times\frac{1}{2}}\right)}\)
\(=\tan^{-1}{\left(\frac{\frac{3\sqrt{3}}{2}}{2+\frac{3}{2}}\right)}\)
\(=\tan^{-1}{\left(\frac{\frac{3\sqrt{3}}{2}}{\frac{4+3}{2}}\right)}\)
\(=\tan^{-1}{\left(\frac{\frac{3\sqrt{3}}{2}}{\frac{7}{2}}\right)}\)
\(=\tan^{-1}{\left(\frac{3\sqrt{3}}{2}\times\frac{2}{7}\right)}\)
\(=\tan^{-1}{\left(\frac{3\sqrt{3}}{7}\right)}\)
উত্তরঃ (খ)

১৯। \(\tan^{-1}{2}+\tan^{-1}{3}\) এর মান কত?
\(-\frac{\pi}{4}\)
\(-\frac{3\pi}{4}\)
\(\frac{\pi}{4}\)
\(\frac{5\pi}{4}\)
\(\tan^{-1}{2}+\tan^{-1}{3}\)
\(=\tan^{-1}{\left(\frac{2+3}{1-2\times3}\right)}\)
\(=\tan^{-1}{\left(\frac{5}{1-6}\right)}\)
\(=\tan^{-1}{\left(\frac{5}{-5}\right)}\)
\(=\tan^{-1}{\left(-1\right)}\)
\(=\tan^{-1}{\tan{\left(-\frac{\pi}{4}\right)}}\)
\(=-\frac{\pi}{4}\)
উত্তরঃ (ক)

২০। \(i^2=-1\) হলে, \(i^{-39}\) এর মান-
\(-1\)
\(-i\)
\(1\)
\(i\)
\(i^{-39}\)
\(=\frac{1}{i^{39}}\)
\(=\frac{1}{(i^{2})^{19}.i}\)
\(=\frac{1}{(-1)^{19}.i}\)
\(=\frac{1}{-i}\)
\(=\frac{i}{-i^2}\)
\(=\frac{i}{-(-1)}\)
\(=\frac{i}{1}\)
\(=i\)
উত্তরঃ (ঘ)

২১। \(1-\sqrt{-3}\) মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি?
\(x^2-2x-4=0\)
\(x^2+2x-4=0\)
\(x^2-2x+4=0\)
\(x^2+2x+4=0\)
দ্বিঘাত সমীকরণের একটি মূল \((1-\sqrt{-3})\) হলে অপর মূলটি হবে \((1+\sqrt{-3})\)
সমীকরণ, \(x^2-(1-\sqrt{-3}+1+\sqrt{-3})x+(1-\sqrt{-3})(1+\sqrt{-3})=0\)
\(\Rightarrow x^2-(2)x+\{1^2-(\sqrt{-3})^2\}=0\)
\(\Rightarrow x^2-2x+\{1-(-3)\}=0\)
\(\Rightarrow x^2-2x+\{1+3\}=0\)
\(\therefore x^2-2x+4=0\)
উত্তরঃ (খ)

২২। \(z=i-1\) হলে-
\(i.\) \(\overline{z}=-i-1\)
\(ii.\) \(|z|=\sqrt{2}\)
\(iii.\) \(z\) এর পোলার আকার \(\cos{\left(\frac{\pi}{4}\right)}-i\sin{\left(\frac{\pi}{4}\right)}\)
নিচের কোনটি সঠিক?
\(i.\) ও \(ii.\)
\(ii.\) ও \(iii.\)
\(i.\) ও \(iii.\)
\(i.\), \(ii.\) ও \(iii.\)
\(z=i-1\)
\(\Rightarrow \overline{z}=\overline{i-1}\)
\(=-i-1\) যেহেতু \(\overline{x+iy}=x-iy\)
\(\therefore (i).\) বাক্যটি সত্য।
\(|z|=|i-1|=\sqrt{1^2+(-1)^2}\) যেহেতু \(|x+iy|=\sqrt{x^2+y^2}\)
\(=\sqrt{1+1}\)
\(=\sqrt{2}\)
\(\therefore (ii).\) বাক্যটি সত্য।
এখানে, \(x=-1, \ y=1\)
তাহলে, \(r=\sqrt{x^2+y^2}, \ \theta=\tan^{-1}{\frac{y}{x}}\)
\(\Rightarrow r=\sqrt{(-1)^2+1^2}, \ \theta=\tan^{-1}{\frac{1}{-1}}\)
\(\Rightarrow r=\sqrt{1+1}, \ \theta=\tan^{-1}{(-1)}\)
\(\Rightarrow r=\sqrt{2}, \ \theta=-\frac{\pi}{4}\)
\(z=i-1\) এর পোলার আকার \(=\sqrt{2}\cos{\left(-\frac{\pi}{4}\right)}+i\sqrt{2}\sin{\left(-\frac{\pi}{4}\right)}\)
\(=\sqrt{2}\cos{\left(\frac{\pi}{4}\right)}-i\sqrt{2}\sin{\left(\frac{\pi}{4}\right)}\)
\(\therefore (iii).\) বাক্যটি সত্য নয়।
উত্তরঃ (ক)

নিচের তথ্যের আলোকে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
\(y^2=1-x\) একটি পরাবৃত্তের সমীকরণ।
২৩। পরাবৃত্তটির শীর্ষবিন্দু কোনটি?
\((-1, 0)\)
\((0, -1)\)
\((1, 0)\)
\((0, 1)\)
\(y^2=1-x\)
\(\Rightarrow y^2=-1(x-1)\)
পরাবৃত্তটির শীর্ষবিন্দুতে, \(x-1=0, \ y=0\)
\(\Rightarrow x=1, \ y=0\)
\(\therefore\) শীর্ষবিন্দু \((1, 0)\)
উত্তরঃ (খ)

২৪। পরাবৃত্তটির নিয়ামক রেখা কোনটি?
\(x=0\)
\(4x-3=0\)
\(x-2=0\)
\(4x-5=0\)
\(y^2=1-x\)
\(\Rightarrow y^2=-1(x-1)\)
এখানে, \(4a=-1\)
\(\Rightarrow a=-\frac{1}{4}\)
পরাবৃত্তটির নিয়ামক রেখার সমীকরণ, \(x-1=-a\)
\(\Rightarrow x-1=\frac{1}{4}\)
\(\Rightarrow 4x-4=1\)
\(\Rightarrow 4x-4-1=\)
\(\therefore 4x-5=\)
উত্তরঃ (ঘ)

২৫। একটি বিন্দুতে একই সময় ক্রিয়ারত নিচের কোন বলত্রয়কে তাদের সাম্যাবস্থার জন্য একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে মানে ও দিকে প্রকাশ করা সম্ভব নয়?
\(1N, \ 2N, \ 3N\)
\(3N, \ 4N, \ 5N\)
\(2N, \ 3N, \ 4N\)
\(3N, \ 5N, \ 7N\)
\(1N, \ 2N, \ 3N\)
এখানে, প্রথম দুইটি বলের যোগফল তৃতীয় বলটির সমান। ফলে একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে মানে ও দিকে প্রকাশ করা সম্ভব নয়।
উত্তরঃ (ক)