এ অধ্যায়ের পাঠ্যসূচী।
- বৃত্তের স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ (Tangent and Normal of a circle)
- দুইটি বৃত্তের সাধারণ স্পর্শক এবং সাধারণ স্পর্শকের সমীকরণ (Direct and Trans verse Common tangents)
- দুইটি বৃত্তের সাধারণ জ্যা (Common Chord of two circles)
- স্পর্শ জ্যা (Chord of contact)
- একটি বৃত্তে কোনো সরলরেখার স্পর্শক হওয়ার শর্ত (Condition for a straight line to be tangent to a circle)
- বৃত্তের উপরস্থ নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ (Equation of the tangent at a given point on the circle)
- বৃত্তের উপরস্থ নির্দিষ্ট বিন্দুতে অভিলম্বের সমীকরণ (Equation of the normal at a given point on the circle)
- বৃত্তের সাধারণ সমীকরণের উপরস্থ নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ (Equation of the tangent at a given point to the general equation of a circle)
- বৃত্তের সাধারণ সমীকরণের উপরস্থ নির্দিষ্ট বিন্দুতে অভিলম্বের সমীকরণ (Equation of the normal at a given point to the general equation of a circle)
- বৃত্তের বহিঃস্থ কোনো নির্দিষ্ট বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ (Equation of a tangent drawn from a given point outside the circle)
- বৃত্তের বহিঃস্থ কোনো নির্দিষ্ট বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য (The length of a tangent drawn from a fixed point outside the circle)
- বৃত্তের সাধারণ সমীকরণের বহিঃস্থ কোনো নির্দিষ্ট বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য (The length of a tangent drawn from a fixed point outside the general equation of a circle)
- বৃত্তের সাধারণ জ্যা এর সমীকরণ (Equation of common chord of circle)
- বৃত্তের নির্দিষ্ট মধ্যবিন্দুবিশিষ্ট জ্যা এর সমীকরণ (Equation of a chord of a circle with fixed midpoint)
- বৃত্তের সাধারণ সমীকরণের নির্দিষ্ট মধ্যবিন্দুবিশিষ্ট জ্যা এর সমীকরণ (Equation of a chord of the general equation of a circle with fixed midpoint)
- বৃত্তের বহিঃস্থ নির্দিষ্ট বিন্দু হতে অঙ্কিত স্পর্শকদ্বয়ের স্পর্শ জ্যা-এর সমীকরণ (Equation of the chord of contact two tangents drawn from a fixed point outside the circle)
- বৃত্তের সাধারণ সমীকরণের বহিঃস্থ নির্দিষ্ট বিন্দু হতে অঙ্কিত স্পর্শকদ্বয়ের স্পর্শ জ্যা-এর সমীকরণ (Equation of the chord of contact two tangents drawn from a fixed point outside of the general equation of a circle)
- একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি সরলরেখা ও একটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ (Equation of a circle through a fixed point and a point of intersection of a straight line and a circle)
- অধ্যায় \(4B\)-এর উদাহরণসমুহ
- অধ্যায় \(4B\) / \(Q.1\)-এর সংক্ষিপ্ত প্রশ্নসমূহ
- অধ্যায় \(4B\) / \(Q.2\)-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
- অধ্যায় \(4B\) / \(Q.3\)-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
- অধ্যায় \(4B\) / \(Q.4\)-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
- অধ্যায় \(4B\) / \(Q.5\)-এর সৃজনশীল প্রশ্নসমূহ
- অধ্যায় \(4B\) / \(Q.6\)-এর ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
বৃত্তের স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ
Tangent and Normal of a circle

দুইটি বৃত্তের সাধারণ স্পর্শক এবং সাধারণ স্পর্শকের সমীকরণ
Direct and Trans verse Common tangents

ধরি,
বৃত্ত দুইটির সমীকরণ,
\((x-\alpha_1)^2+(y-\beta_1)^2=r^2_1 ........(1)\)
\((x-\alpha_2)^2+(y-\beta_2)^2=r^2_2 ........(1)\)
\((1)\) এর কেন্দ্র \((\alpha_1, \beta_1)\), ব্যাসার্ধ \(r_1\)
\((2)\) এর কেন্দ্র \((\alpha_2, \beta_2)\), ব্যাসার্ধ \(r_2\)
চিত্রে, \(A_1A_2\) ও \(\acute A_1\acute A_2\) স্পর্শকদ্বয় বৃত্তদ্বয়ের সরল সাধারণ স্পর্শক (Direct Common tangents) আর \(B_1B_2\) ও \(\acute B_1\acute B_2\) স্পর্শকদ্বয় তীর্যক সাধারণ স্পর্শক (Trans verse Common tangents) নির্দেশ করে। প্রথম জোড়া \(T_1\) বিদুতে এবং দ্বিতীয় জোড়া \(T_2\) বিন্দুতে ছেদ করেছে। বিন্দু দুইটি বৃত্তদ্বয়ের কেন্দ্রগামী \(C_1C_2\) রেখার উপর অবস্থিত।
যেহেতু, \(A_1C_1T_1\) ও \(A_2C_2T_1\) ত্রিভুজ দুইটি সদৃশ
ফলে \(\frac{C_1T_1}{C_2T_1}=\frac{C_1A_1}{C_2A_2}=\frac{r_1}{r_2}\)
\(\Rightarrow C_1T_1:C_2T_1=r_1:r_2\) ➜Note অর্থাৎ \(C_1C_2\) রেখাংশকে \(T_1\) বিন্দুটি \(r_1:r_2\) অনুপাতে বহিঃর্বিভক্ত করে।
আবার,
\(A_1C_1T_2\) ও \(A_2C_2T_2\) ত্রিভুজ দুইটি সদৃশ
ফলে \(\frac{C_1T_2}{C_2T_2}=\frac{C_1B_1}{C_2B_2}=\frac{r_1}{r_2}\)
\(\Rightarrow C_1T_2:C_2T_2=r_1:r_2\) ➜Note অর্থাৎ \(C_1C_2\) রেখাংশকে \(T_2\) বিন্দুটি \(r_1:r_2\) অনুপাতে অন্তঃর্বিভক্ত করে।
এটা স্পষ্ট যে \(T_1\) ও \(T_2\) বিন্দুদ্বয় \(C_1C_2\) রেখাংশকে যথাক্রমে \(r_1:r_2\) অনুপাতে বহিঃর্বিভক্ত ও অন্তঃর্বিভক্ত করে। \(T_1\) ও \(T_2\) বিন্দুকে সদৃশ কেন্দ্র (Centre of Similitude ) আর \(T_1T_2\) রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তকে সাদৃশ্য বৃত্ত (Circle of similitude) বলে।
সঙ্গাঃ দুইটি বৃত্তের কেন্দ্র সংযোজক রেখাংশকে ব্যাসার্ধদ্বয়ের অনুপাতে বহিঃর্বিভক্ত ও অন্তঃর্বিভক্তকারী বিন্দুদ্বয়কে বৃত্ত দুইটির সাদৃশ্য কেন্দ্র আর সাদৃশ্য কেন্দ্র দুইটির সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তকে সাদৃশ্য বৃত্ত বলে।
\(T_1\) ও \(T_2\) বিন্দুর স্থানাঙ্ক বের করা এবং সাধারণ স্পর্শকগুলির সমীকরণ নির্ণয় করা সহজ। \(T_1(x_1, y_1)\) বহিঃস্থ বিন্দু থেকে কোন বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকদ্বয়ের সমীকরণ নির্ণয়ের সাহায্যে সহজেই সরল সাধারণ স্পর্শক এবং \(T_2(x_2, y_2)\) বিন্দুগামী তীর্যক সাধারণ স্পর্শক নির্ণয় করা সম্ভব।
দুইটি বৃত্তের সাধারণ জ্যা
Common Chord of two circles

যদি,দুইটি বৃত্ত পরস্পরকে দুইটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। তবে ঐ বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে উক্ত বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা বলে।
মনে করি,\(S_1\equiv x^2+y^2+2g_1x+2f_1y+c_1=0\) ও \(S_2\equiv x^2+y^2+2g_2x+2f_2y+c_2=0\) দুইটি বৃত্ত পরস্পরকে \(A\) ও \(B\) দুইটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। তবে \(A,B\) এর সংযোগ রেখাংশকে উক্ত \(S_1, S_2\) বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা বলে।
সাধারণ জ্যা-এর সমীকরণ
\(S_{1} -S_{2}=0\)
স্পর্শ জ্যা
Chord of contact

একটি বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু হতে বৃত্তটিতে দুইটি স্পর্শক অঙ্কিত হলে স্পর্শবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখটিকে ঐ বৃত্তের স্পর্শক জ্যা বলে।
একটি বৃত্তে কোনো সরলরেখার স্পর্শক হওয়ার শর্ত
Condition for a straight line to be tangent to a circle
\(y=mx+c\) রেখাটি \(x^2+y^2=a^2\) বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত
\(c=\pm a\sqrt{1+m^2}\)
স্পর্শকের সমীকরণ
\(y=mx\pm a\sqrt{1+m^2}\)
স্পর্শবিন্দুর স্থানাঙ্ক
\(\left(\frac{ma}{\sqrt{1+m^2}}, -\frac{a}{\sqrt{1+m^2}}\right)\)
\(c=\pm a\sqrt{1+m^2}\)
স্পর্শকের সমীকরণ
\(y=mx\pm a\sqrt{1+m^2}\)
স্পর্শবিন্দুর স্থানাঙ্ক
\(\left(\frac{ma}{\sqrt{1+m^2}}, -\frac{a}{\sqrt{1+m^2}}\right)\)
প্রমাণঃ

ধরি,
বৃত্তের সমীকরণ \(x^2+y^2=a^2 .....(1)\)
এবং সরলরেখার সমীকরণ \(y=mx+c ....(2)\)
\((1)\) ও \((2)\) হতে,
\(x^2+(mx+c)^2=a^2\)
\(\Rightarrow x^2+m^2x^2+2mxc+c^2-a^2=0\)
\(\Rightarrow (1+m^2)x^2+2mxc+(c^2-a^2)=0 ......(3)\)
ইহা স্পষ্ট যে \((3)\) নং \(x\)-এর একটি দ্বিঘাত সমীকরণ, এখানে \(x\) এর দুইটি মান যথাক্রমে \(x_1\) ও \(x_2\) যা \((2)\) নং সরলরেখা \((1)\) নং বৃত্তকে \(P(x_1, y_1)\) ও \(Q(x_2, y_2)\) বিন্দুতে ছেদ করে এমনটি বোঝায়। কিন্তু দেওয়া আছে, \((2)\) নং সরলরেখা \((1)\) নং বৃত্তকে স্পর্শ করে। সে ক্ষেত্রে \(x_1=x_2\) হবে। তাহলে, \((3)\) নং সমীকরণের মূলদ্বয় সমান হবে।
অর্থাৎ, নিশ্চায়ক \(=0\) হবে।
\(\therefore (2mc)^2-4(1+m^2)(c^2-a^2)=0\) ➜Note \(ax^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয় সমাণ হওয়ার শর্ত, \(b^2-4ac=0\)
\(\Rightarrow 4m^2c^2-4(c^2-a^2+m^2c^2-m^2a^2)=0\)
\(\Rightarrow 4\{m^2c^2-(c^2-a^2+m^2c^2-m^2a^2)\}=0\)
\(\Rightarrow m^2c^2-(c^2-a^2+m^2c^2-m^2a^2)=0\)
\(\Rightarrow m^2c^2-c^2+a^2-m^2c^2+m^2a^2=0\)
\(\Rightarrow a^2+m^2a^2=c^2\)
\(\Rightarrow a^2(1+m^2)=c^2\)
\(\Rightarrow c^2=a^2(1+m^2)\)
\(\Rightarrow c=\pm \sqrt{a^2(1+m^2)}\)
\(\Rightarrow c=\pm a\sqrt{1+m^2}\)
ইহাই নির্ণেয় শর্ত।
আবার,
\(c\) এর মান \(2\) এ বসিয়ে,
\(y=mx\pm a\sqrt{1+m^2}\)
যা স্পর্শকের সমীকরণ।
আবার,
ধরি, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক \((x_1, y_1)\)
\(\therefore (x_1, y_1)\) বিন্দুতে \((1)\) নং বৃত্তের স্পর্শকের সমীকরণ \(xx_1+yy_1=a^2 .....(4)\)
\((2)\) হতে,
\(\Rightarrow -mx+y=c ......(5)\)
\((4)\) ও \((5)\) একই সরলরেখা নির্দেশ করে।
\(\frac{x_1}{-m}=\frac{y_1}{1}=\frac{a^2}{c}\)
\(\Rightarrow \frac{x_1}{-m}=\frac{a^2}{c}, \frac{y_1}{1}=\frac{a^2}{c}\)
\(\Rightarrow x_1=-\frac{ma^2}{c}, y_1=\frac{a^2}{c}\)
\(\Rightarrow x_1=-\frac{ma^2}{a\sqrt{1+m^2}}, y_1=\frac{a^2}{a\sqrt{1+m^2}}\)
যখন, \(c=a\sqrt{1+m^2}\)
\(\Rightarrow x_1=-\frac{ma}{\sqrt{1+m^2}}, y_1=\frac{a}{\sqrt{1+m^2}}\)
আবার, যখন, \(c=-a\sqrt{1+m^2}\)
\(\Rightarrow x_1=-\frac{ma^2}{-a\sqrt{1+m^2}}, y_1=\frac{a^2}{-a\sqrt{1+m^2}}\)
\(\Rightarrow x_1=\frac{ma}{a\sqrt{1+m^2}}, y_1=-\frac{a}{\sqrt{1+m^2}}\)
\(\therefore \) স্পর্শবিন্দু \(\left(-\frac{ma}{\sqrt{1+m^2}}, \frac{a}{\sqrt{1+m^2}}\right)\)
অথবা, \(\left(\frac{ma}{\sqrt{1+m^2}}, -\frac{a}{\sqrt{1+m^2}}\right)\)

ধরি,
বৃত্তের সমীকরণ \(x^2+y^2=a^2 .....(1)\)
এবং সরলরেখার সমীকরণ \(y=mx+c ....(2)\)
\((1)\) ও \((2)\) হতে,
\(x^2+(mx+c)^2=a^2\)
\(\Rightarrow x^2+m^2x^2+2mxc+c^2-a^2=0\)
\(\Rightarrow (1+m^2)x^2+2mxc+(c^2-a^2)=0 ......(3)\)
ইহা স্পষ্ট যে \((3)\) নং \(x\)-এর একটি দ্বিঘাত সমীকরণ, এখানে \(x\) এর দুইটি মান যথাক্রমে \(x_1\) ও \(x_2\) যা \((2)\) নং সরলরেখা \((1)\) নং বৃত্তকে \(P(x_1, y_1)\) ও \(Q(x_2, y_2)\) বিন্দুতে ছেদ করে এমনটি বোঝায়। কিন্তু দেওয়া আছে, \((2)\) নং সরলরেখা \((1)\) নং বৃত্তকে স্পর্শ করে। সে ক্ষেত্রে \(x_1=x_2\) হবে। তাহলে, \((3)\) নং সমীকরণের মূলদ্বয় সমান হবে।
অর্থাৎ, নিশ্চায়ক \(=0\) হবে।
\(\therefore (2mc)^2-4(1+m^2)(c^2-a^2)=0\) ➜Note \(ax^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয় সমাণ হওয়ার শর্ত, \(b^2-4ac=0\)
\(\Rightarrow 4m^2c^2-4(c^2-a^2+m^2c^2-m^2a^2)=0\)
\(\Rightarrow 4\{m^2c^2-(c^2-a^2+m^2c^2-m^2a^2)\}=0\)
\(\Rightarrow m^2c^2-(c^2-a^2+m^2c^2-m^2a^2)=0\)
\(\Rightarrow m^2c^2-c^2+a^2-m^2c^2+m^2a^2=0\)
\(\Rightarrow a^2+m^2a^2=c^2\)
\(\Rightarrow a^2(1+m^2)=c^2\)
\(\Rightarrow c^2=a^2(1+m^2)\)
\(\Rightarrow c=\pm \sqrt{a^2(1+m^2)}\)
\(\Rightarrow c=\pm a\sqrt{1+m^2}\)
ইহাই নির্ণেয় শর্ত।
আবার,
\(c\) এর মান \(2\) এ বসিয়ে,
\(y=mx\pm a\sqrt{1+m^2}\)
যা স্পর্শকের সমীকরণ।
আবার,
ধরি, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক \((x_1, y_1)\)
\(\therefore (x_1, y_1)\) বিন্দুতে \((1)\) নং বৃত্তের স্পর্শকের সমীকরণ \(xx_1+yy_1=a^2 .....(4)\)
\((2)\) হতে,
\(\Rightarrow -mx+y=c ......(5)\)
\((4)\) ও \((5)\) একই সরলরেখা নির্দেশ করে।
\(\frac{x_1}{-m}=\frac{y_1}{1}=\frac{a^2}{c}\)
\(\Rightarrow \frac{x_1}{-m}=\frac{a^2}{c}, \frac{y_1}{1}=\frac{a^2}{c}\)
\(\Rightarrow x_1=-\frac{ma^2}{c}, y_1=\frac{a^2}{c}\)
\(\Rightarrow x_1=-\frac{ma^2}{a\sqrt{1+m^2}}, y_1=\frac{a^2}{a\sqrt{1+m^2}}\)
যখন, \(c=a\sqrt{1+m^2}\)
\(\Rightarrow x_1=-\frac{ma}{\sqrt{1+m^2}}, y_1=\frac{a}{\sqrt{1+m^2}}\)
আবার, যখন, \(c=-a\sqrt{1+m^2}\)
\(\Rightarrow x_1=-\frac{ma^2}{-a\sqrt{1+m^2}}, y_1=\frac{a^2}{-a\sqrt{1+m^2}}\)
\(\Rightarrow x_1=\frac{ma}{a\sqrt{1+m^2}}, y_1=-\frac{a}{\sqrt{1+m^2}}\)
\(\therefore \) স্পর্শবিন্দু \(\left(-\frac{ma}{\sqrt{1+m^2}}, \frac{a}{\sqrt{1+m^2}}\right)\)
অথবা, \(\left(\frac{ma}{\sqrt{1+m^2}}, -\frac{a}{\sqrt{1+m^2}}\right)\)
বৃত্তের উপরস্থ নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ
Equation of the tangent at a given point on the circle
\(x^2+y^2=a^2\) বৃত্তের উপরস্থ \((x_1, y_1)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ।
\( xx_1+yy_1=a^2\)
\( xx_1+yy_1=a^2\)
প্রমাণঃ

দেওয়া আছে,
বৃত্তের সমীকরণ \(x^2+y^2=a^2 .....(1)\)
কেন্দ্র \(C(0, 0)\) এবং ব্যাসার্ধ \(a \ (a>0)\)
ধরি,
বৃত্তের উপরস্থ বিন্দু \(P(x_1, y_1)\)
\(\therefore x^2_1+y^2_1=a^2 .....(2)\)
স্পর্শকের উপর যে কোন বিন্দু \(Q(x, y)\)
\(PO\) রেখার ঢাল \(m_1=\frac{y_1-0}{x_1-0}\)
\(=\frac{y_1}{x_1}\)
\(PQ\) রেখার ঢাল \(m_2=\frac{y-y_1}{x-x_1}\)
এখানে,
\(PO\perp PQ\)
\(\therefore m_1\times m_2=-1\)
\(\Rightarrow \frac{y_1}{x_1}\times \frac{y-y_1}{x-x_1}=-1\)
\(\Rightarrow \frac{yy_1-y^2_1}{xx_1-x^2_1}=-1\)
\(\Rightarrow yy_1-y^2_1=-(xx_1-x^2_1)\)
\(\Rightarrow yy_1-y^2_1=-xx_1+x^2_1\)
\(\Rightarrow xx_1+yy_1=x^2_1+y^2_1\)
\(\therefore xx_1+yy_1=a^2\) ➜Note \((2)\) এর সাহায্যে।
ইহাই নির্ণেয় স্পর্শকের সমীকরণ।

দেওয়া আছে,
বৃত্তের সমীকরণ \(x^2+y^2=a^2 .....(1)\)
কেন্দ্র \(C(0, 0)\) এবং ব্যাসার্ধ \(a \ (a>0)\)
ধরি,
বৃত্তের উপরস্থ বিন্দু \(P(x_1, y_1)\)
\(\therefore x^2_1+y^2_1=a^2 .....(2)\)
স্পর্শকের উপর যে কোন বিন্দু \(Q(x, y)\)
\(PO\) রেখার ঢাল \(m_1=\frac{y_1-0}{x_1-0}\)
\(=\frac{y_1}{x_1}\)
\(PQ\) রেখার ঢাল \(m_2=\frac{y-y_1}{x-x_1}\)
এখানে,
\(PO\perp PQ\)
\(\therefore m_1\times m_2=-1\)
\(\Rightarrow \frac{y_1}{x_1}\times \frac{y-y_1}{x-x_1}=-1\)
\(\Rightarrow \frac{yy_1-y^2_1}{xx_1-x^2_1}=-1\)
\(\Rightarrow yy_1-y^2_1=-(xx_1-x^2_1)\)
\(\Rightarrow yy_1-y^2_1=-xx_1+x^2_1\)
\(\Rightarrow xx_1+yy_1=x^2_1+y^2_1\)
\(\therefore xx_1+yy_1=a^2\) ➜Note \((2)\) এর সাহায্যে।
ইহাই নির্ণেয় স্পর্শকের সমীকরণ।
বৃত্তের উপরস্থ নির্দিষ্ট বিন্দুতে অভিলম্বের সমীকরণ
Equation of the normal at a given point on the circle
\(x^2+y^2=a^2\) বৃত্তের উপরস্থ \((x_1, y_1)\) বিন্দুতে অভিলম্বের সমীকরণ।
\(x_1y-y_1x=0\)
\(x_1y-y_1x=0\)
প্রমাণঃ

দেওয়া আছে,
বৃত্তের সমীকরণ \(x^2+y^2=a^2 .....(1)\)
বৃত্তের উপরস্থ \(P(x_1, y_1)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ,
\(xx_1+yy_1=a^2 .......(2)\)
\((2)\) এর উপর লম্ব যে কোন রেখার সমীকরণ,
\(xy_1-yx_1+k=0.......(3)\) ➜Note \(k\) যে কোন বাস্তব সংখ্যা।
\((3)\) নং রেখা \(P(x_1, y_1)\) বিন্দুগামী,
\(\therefore x_1y_1-y_1x_1+k=0\)
\(\Rightarrow 0+k=0\)
\(\therefore k=0\)
\(k\) এর মান \((3)\) এ বসিয়ে,
\(xy_1-yx_1+0=0\)
\(\Rightarrow xy_1-yx_1=0\)
ইহাই নির্ণেয় অভিলম্বের সমীকরণ।

দেওয়া আছে,
বৃত্তের সমীকরণ \(x^2+y^2=a^2 .....(1)\)
বৃত্তের উপরস্থ \(P(x_1, y_1)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ,
\(xx_1+yy_1=a^2 .......(2)\)
\((2)\) এর উপর লম্ব যে কোন রেখার সমীকরণ,
\(xy_1-yx_1+k=0.......(3)\) ➜Note \(k\) যে কোন বাস্তব সংখ্যা।
\((3)\) নং রেখা \(P(x_1, y_1)\) বিন্দুগামী,
\(\therefore x_1y_1-y_1x_1+k=0\)
\(\Rightarrow 0+k=0\)
\(\therefore k=0\)
\(k\) এর মান \((3)\) এ বসিয়ে,
\(xy_1-yx_1+0=0\)
\(\Rightarrow xy_1-yx_1=0\)
ইহাই নির্ণেয় অভিলম্বের সমীকরণ।
বৃত্তের সাধারণ সমীকরণের উপরস্থ নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ
Equation of the tangent at a given point to the general equation of a circle
\(x^2+y^2+2gx+2fy+c=0\) বৃত্তের উপরস্থ \((x_1, y_1)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ।
\(xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c=0\)
\(xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c=0\)
প্রমাণঃ

দেওয়া আছে,
বৃত্তের সমীকরণ \(x^2+y^2+2gx+2fy+c=0 .....(1)\)
\(P(x_1, y_1)\) ও \(Q(x_2, y_2)\) \((1)\) নং বৃত্তের উপরস্থ দুইটি বিন্দু ।
\(PQ\) রেখার ঢাল \(m=\frac{y_1-y_2}{x_1-x_2} ....(2)\)
যেহেতু \(P(x_1, y_1)\) ও \(Q(x_2, y_2)\) \((1)\) নং বৃত্তের উপরস্থ দুইটি বিন্দু ।
\(x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c=0 .....(3)\)
\(x^2_2+y^2_2+2gx_2+2fy_2+c=0 .....(4)\)
\((3)\)-\((4)\) এর সাহায্যে
\(x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c-x^2_2-y^2_2-2gx_2-2fy_2-c=0 \)
\(\Rightarrow x^2_1-x^2_2+y^2_1-y^2_2+2gx_1-2gx_2+2fy_1-2fy_2=0 \)
\(\Rightarrow (x_1-x_2)(x_1+x_2)+(y_1-y_2)(y_1+y_2)+2g(x_1-x_2)+2f(y_1-y_2)=0 \)
\(\Rightarrow (x_1-x_2)(x_1+x_2)+2g(x_1-x_2)+(y_1-y_2)(y_1+y_2)+2f(y_1-y_2)=0 \)
\(\Rightarrow (x_1-x_2)(x_1+x_2+2g)+(y_1-y_2)(y_1+y_2+2f)=0 \)
\(\Rightarrow (y_1-y_2)(y_1+y_2+2f)=-(x_1-x_2)(x_1+x_2+2g) \)
\(\Rightarrow \frac{y_1-y_2}{x_1-x_2}=-\frac{x_1+x_2+2g}{y_1+y_2+2f} \)
\(\Rightarrow m=-\frac{x_1+x_2+2g}{y_1+y_2+2f} \) ➜Note \((2)\) এর সাহায্যে।
এখন ,
\(PQ\) ছেদকটি হবে \(m\) ঢালবিশিষ্ট এবং \(P(x_1, y_1)\) বিন্দুগামী সরলরেখা।
\(\therefore PQ\) এর সমীকরণ,
\(y-y_1=m(x-x_1)\)
\(\Rightarrow y-y_1=-\frac{x_1+x_2+2g}{y_1+y_2+2f}(x-x_1)\)
\(\Rightarrow (y-y_1)(y_1+y_2+2f)=-(x-x_1)(x_1+x_2+2g)\)
\(\Rightarrow (x-x_1)(x_1+x_2+2g)+(y-y_1)(y_1+y_2+2f)=0 ........(5)\)
এখন যদি \(Q\) বিন্দুটি বৃত্তের পরিধির উপর দিয়ে ক্রমশঃ অগ্রসর হয়ে \(P\) বিন্দুর উপর সমাপতিত হয়, তবে \(PQ\) ছেদক \(P\) বিন্দুতে \(PT\) স্পর্শক হবে এবং সীমাস্থ অবস্থায় \(x_2=x_1\) ও \(y_2=y_1\) ।
\((5)\) সমিকরণে \(x_2=x_1, y_2=y_1\) বসিয়ে পাই।
\((x-x_1)(x_1+x_1+2g)+(y-y_1)(y_1+y_1+2f)=0\)
\(\Rightarrow (x-x_1)(2x_1+2g)+(y-y_1)(2y_1+2f)=0\)
\(\Rightarrow 2(x-x_1)(x_1+g)+2(y-y_1)(y_1+f)=0\)
\(\Rightarrow (x-x_1)(x_1+g)+(y-y_1)(y_1+f)=\frac{0}{2}\)
\(\Rightarrow xx_1+gx-x^2_1-gx_1+yy_1+fy-y^2_1-fy_1=0\)
\(\Rightarrow xx_1+yy_1+gx+gx_1+fy+fy_1-x^2_1-y^2_1-2gx_1-2fy_1=0\)
\(\Rightarrow xx_1+yy_1+gx+gx_1+fy+fy_1=x^2_1+y^2_1+2gx_1+2fy_1\)
\(\Rightarrow xx_1+yy_1+gx+gx_1+fy+fy_1+c=x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c\)
\(\Rightarrow xx_1+yy_1+gx+gx_1+fy+fy_1+c=0\) ➜Note \((3)\) এর সাহায্যে।
\(\therefore xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c=0\)
ইহাই নির্ণেয় স্পর্শকের সমীকরণ।

দেওয়া আছে,
বৃত্তের সমীকরণ \(x^2+y^2+2gx+2fy+c=0 .....(1)\)
\(P(x_1, y_1)\) ও \(Q(x_2, y_2)\) \((1)\) নং বৃত্তের উপরস্থ দুইটি বিন্দু ।
\(PQ\) রেখার ঢাল \(m=\frac{y_1-y_2}{x_1-x_2} ....(2)\)
যেহেতু \(P(x_1, y_1)\) ও \(Q(x_2, y_2)\) \((1)\) নং বৃত্তের উপরস্থ দুইটি বিন্দু ।
\(x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c=0 .....(3)\)
\(x^2_2+y^2_2+2gx_2+2fy_2+c=0 .....(4)\)
\((3)\)-\((4)\) এর সাহায্যে
\(x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c-x^2_2-y^2_2-2gx_2-2fy_2-c=0 \)
\(\Rightarrow x^2_1-x^2_2+y^2_1-y^2_2+2gx_1-2gx_2+2fy_1-2fy_2=0 \)
\(\Rightarrow (x_1-x_2)(x_1+x_2)+(y_1-y_2)(y_1+y_2)+2g(x_1-x_2)+2f(y_1-y_2)=0 \)
\(\Rightarrow (x_1-x_2)(x_1+x_2)+2g(x_1-x_2)+(y_1-y_2)(y_1+y_2)+2f(y_1-y_2)=0 \)
\(\Rightarrow (x_1-x_2)(x_1+x_2+2g)+(y_1-y_2)(y_1+y_2+2f)=0 \)
\(\Rightarrow (y_1-y_2)(y_1+y_2+2f)=-(x_1-x_2)(x_1+x_2+2g) \)
\(\Rightarrow \frac{y_1-y_2}{x_1-x_2}=-\frac{x_1+x_2+2g}{y_1+y_2+2f} \)
\(\Rightarrow m=-\frac{x_1+x_2+2g}{y_1+y_2+2f} \) ➜Note \((2)\) এর সাহায্যে।
এখন ,
\(PQ\) ছেদকটি হবে \(m\) ঢালবিশিষ্ট এবং \(P(x_1, y_1)\) বিন্দুগামী সরলরেখা।
\(\therefore PQ\) এর সমীকরণ,
\(y-y_1=m(x-x_1)\)
\(\Rightarrow y-y_1=-\frac{x_1+x_2+2g}{y_1+y_2+2f}(x-x_1)\)
\(\Rightarrow (y-y_1)(y_1+y_2+2f)=-(x-x_1)(x_1+x_2+2g)\)
\(\Rightarrow (x-x_1)(x_1+x_2+2g)+(y-y_1)(y_1+y_2+2f)=0 ........(5)\)
এখন যদি \(Q\) বিন্দুটি বৃত্তের পরিধির উপর দিয়ে ক্রমশঃ অগ্রসর হয়ে \(P\) বিন্দুর উপর সমাপতিত হয়, তবে \(PQ\) ছেদক \(P\) বিন্দুতে \(PT\) স্পর্শক হবে এবং সীমাস্থ অবস্থায় \(x_2=x_1\) ও \(y_2=y_1\) ।
\((5)\) সমিকরণে \(x_2=x_1, y_2=y_1\) বসিয়ে পাই।
\((x-x_1)(x_1+x_1+2g)+(y-y_1)(y_1+y_1+2f)=0\)
\(\Rightarrow (x-x_1)(2x_1+2g)+(y-y_1)(2y_1+2f)=0\)
\(\Rightarrow 2(x-x_1)(x_1+g)+2(y-y_1)(y_1+f)=0\)
\(\Rightarrow (x-x_1)(x_1+g)+(y-y_1)(y_1+f)=\frac{0}{2}\)
\(\Rightarrow xx_1+gx-x^2_1-gx_1+yy_1+fy-y^2_1-fy_1=0\)
\(\Rightarrow xx_1+yy_1+gx+gx_1+fy+fy_1-x^2_1-y^2_1-2gx_1-2fy_1=0\)
\(\Rightarrow xx_1+yy_1+gx+gx_1+fy+fy_1=x^2_1+y^2_1+2gx_1+2fy_1\)
\(\Rightarrow xx_1+yy_1+gx+gx_1+fy+fy_1+c=x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c\)
\(\Rightarrow xx_1+yy_1+gx+gx_1+fy+fy_1+c=0\) ➜Note \((3)\) এর সাহায্যে।
\(\therefore xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c=0\)
ইহাই নির্ণেয় স্পর্শকের সমীকরণ।
বৃত্তের সাধারণ সমীকরণের উপরস্থ নির্দিষ্ট বিন্দুতে অভিলম্বের সমীকরণ
Equation of the normal at a given point to the general equation of a circle
\(x^2+y^2+2gx+2fy+c=0\) বৃত্তের উপরস্থ \((x_1, y_1)\) বিন্দুতে অভিলম্বের সমীকরণ।
\((x_1+g)y-(y_1+f)x+fx_1-gy_1=0\)
\((x_1+g)y-(y_1+f)x+fx_1-gy_1=0\)
প্রমাণঃ

মনে করি,
বৃত্তের সমীকরণ \(x^2+y^2+2gx+2fy+c=0 ......(1)\)
\((1)\) বৃত্তের পরিধীর উপরস্থ \((x_1, y_1)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ।
\(xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c=0\)
\(\Rightarrow xx_1+yy_1+gx+gx_1+fy+fy_1+c=0\)
\(\Rightarrow xx_1+gx+yy_1+fy+gx_1+fy_1+c=0\)
\(\Rightarrow x(x_1+g)+y(y_1+f)=-(gx_1+fy_1+c)\)
\(\Rightarrow y(y_1+f)=-x(x_1+g)-(gx_1+fy_1+c)\)
\(\therefore y=-\frac{x_1+g}{y_1+f}x-\frac{gx_1+fy_1+c}{y_1+f} .......(2)\)
আবার,
\((x_1, y_1)\) বিন্দুগামী যে কোন রেখার সমীকরণ, \(y-y_1=m(x-x_1) .......(3)\)
যদি, \((3)\) নং রেখাটি \(\) বিন্দুতে অভিলম্ব হয়, তবে তা অবশ্যই \((2)\) নং রেখার উপর লম্ব হবে।
\(\therefore -\frac{x_1+g}{y_1+f}\times m=-1\)
\(\Rightarrow \frac{x_1+g}{y_1+f}\times m=1\)
\(\therefore m=\frac{y_1+f}{x_1+g}\)
\(m\) এর মান \((3)\) এ বসিয়ে,
\(y-y_1=\frac{y_1+f}{x_1+g}(x-x_1)\)
\(\Rightarrow y-y_1=\frac{(y_1+f)(x-x_1)}{x_1+g}\)
\(\Rightarrow (y_1+f)(x-x_1)=(y-y_1)(x_1+g)\)
\(\Rightarrow x(y_1+f)-x_1y_1-fx_1=y(x_1+g)-y_1x_1-gy_1\)
\(\therefore x(y_1+f)-y(x_1+g)-fx_1+gy_1=0\)
ইহাই নির্ণেয় অভিলম্বের সমীকরণ।

মনে করি,
বৃত্তের সমীকরণ \(x^2+y^2+2gx+2fy+c=0 ......(1)\)
\((1)\) বৃত্তের পরিধীর উপরস্থ \((x_1, y_1)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ।
\(xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c=0\)
\(\Rightarrow xx_1+yy_1+gx+gx_1+fy+fy_1+c=0\)
\(\Rightarrow xx_1+gx+yy_1+fy+gx_1+fy_1+c=0\)
\(\Rightarrow x(x_1+g)+y(y_1+f)=-(gx_1+fy_1+c)\)
\(\Rightarrow y(y_1+f)=-x(x_1+g)-(gx_1+fy_1+c)\)
\(\therefore y=-\frac{x_1+g}{y_1+f}x-\frac{gx_1+fy_1+c}{y_1+f} .......(2)\)
আবার,
\((x_1, y_1)\) বিন্দুগামী যে কোন রেখার সমীকরণ, \(y-y_1=m(x-x_1) .......(3)\)
যদি, \((3)\) নং রেখাটি \(\) বিন্দুতে অভিলম্ব হয়, তবে তা অবশ্যই \((2)\) নং রেখার উপর লম্ব হবে।
\(\therefore -\frac{x_1+g}{y_1+f}\times m=-1\)
\(\Rightarrow \frac{x_1+g}{y_1+f}\times m=1\)
\(\therefore m=\frac{y_1+f}{x_1+g}\)
\(m\) এর মান \((3)\) এ বসিয়ে,
\(y-y_1=\frac{y_1+f}{x_1+g}(x-x_1)\)
\(\Rightarrow y-y_1=\frac{(y_1+f)(x-x_1)}{x_1+g}\)
\(\Rightarrow (y_1+f)(x-x_1)=(y-y_1)(x_1+g)\)
\(\Rightarrow x(y_1+f)-x_1y_1-fx_1=y(x_1+g)-y_1x_1-gy_1\)
\(\therefore x(y_1+f)-y(x_1+g)-fx_1+gy_1=0\)
ইহাই নির্ণেয় অভিলম্বের সমীকরণ।
বৃত্তের বহিঃস্থ কোনো নির্দিষ্ট বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ
Equation of a tangent drawn from a given point outside the circle
\(x^2+y^2=a^2\) বৃত্তের বহিঃস্থ \((x_1, y_1)\) বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ।
\( (x^2+y^2-a^2)(x^2_1+y^2_1-a^2)=\)\((xx_1+yy_1-a^2)^2\)
\((x^2+y^2+2gx+2fy+c)(x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c)\)\(=\{xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c\}^2\)
\( (x^2+y^2-a^2)(x^2_1+y^2_1-a^2)=\)\((xx_1+yy_1-a^2)^2\)
প্রমাণঃ

দেওয়া আছে,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2=a^2 ..........(1)\)
কেন্দ্র \(O(0, 0)\)
ব্যাসার্ধ \(a\) যখন, \(a\gt{0}\)
\((1)\) নং বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু \((x_1, y_1)\)
ধরি,
\((x_1, y_1)\) বিন্দুগামী সরলরেখার সমীকরণ,
\(y-y_1=m(x-x_1)\)
\(\Rightarrow 0=m(x-x_1)-y+y_1\)
\(\Rightarrow m(x-x_1)-y+y_1=0 .....(2)\)
\(\Rightarrow m(x-x_1)=y-y_1\)
\(\Rightarrow m=\frac{y-y_1}{x-x_1} .......(3)\)
\((2)\) নং রেখাটি \( (1)\) নং বৃত্তকে স্পর্শ করবে যদি কেন্দ্র \(O(0, 0)\) হতে রেখটির উপর অঙ্কিত লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হয়।
\(\therefore \frac{y_1-mx_1}{\sqrt{1+m^2}}=a\) ➜Note \((x_1, y_1)\) বিন্দু হতে \(ax+by+c=0\) এর লম্ব দূরত্ব \(=\frac{|ax_1+by_1+c|}{\sqrt{a^2+b^2}}\)
\(\Rightarrow y_1-mx_1=a\sqrt{1+m^2}\)
\(\Rightarrow (y_1-mx_1)^2=a^2(1+m^2)\)
\(\Rightarrow (y_1-\frac{y-y_1}{x-x_1}x_1)^2=a^2\{1+\left(\frac{y-y_1}{x-x_1}\right)^2\}\) ➜Note \((3)\) এর সাহায্যে।
\(\Rightarrow (y_1-\frac{x_1y-x_1y_1}{x-x_1})^2=a^2\{1+\frac{(y-y_1)^2}{(x-x_1)^2}\}\)
\(\Rightarrow (\frac{xy_1-x_1y_1-x_1y+x_1y_1}{x-x_1})^2=a^2\{\frac{(x-x_1)^2+(y-y_1)^2}{(x-x_1)^2}\}\)
\(\Rightarrow \frac{(xy_1-x_1y)^2}{(x-x_1)^2}=a^2\{\frac{(x-x_1)^2+(y-y_1)^2}{(x-x_1)^2}\}\)
\(\Rightarrow (xy_1-x_1y)^2=a^2\{(x-x_1)^2+(y-y_1)^2\}\)
\(\Rightarrow (xy_1-x_1y)^2=a^2\{(x-x_1)^2+(y-y_1)^2\}\)
\(\therefore (x^2+y^2-a^2)(x^2_1+y^2_1-a^2)=(xx_1+yy_1-a^2)^2\)
ইহাই নির্ণেয় স্পর্শকের সমীকরণ।
অনুরূপভাবে দেখানো যায় যে, বহিঃস্থ কোন বিন্দু \((x_1, y_1)\) হতে \(x^2+y^2+2gx+2fy+c=0\) বৃত্তে অঙ্কিত স্পর্শক দুইটির সমীকরণ,
দেওয়া আছে,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2=a^2 ..........(1)\)
কেন্দ্র \(O(0, 0)\)
ব্যাসার্ধ \(a\) যখন, \(a\gt{0}\)
\((1)\) নং বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু \((x_1, y_1)\)
ধরি,
\((x_1, y_1)\) বিন্দুগামী সরলরেখার সমীকরণ,
\(y-y_1=m(x-x_1)\)
\(\Rightarrow 0=m(x-x_1)-y+y_1\)
\(\Rightarrow m(x-x_1)-y+y_1=0 .....(2)\)
\(\Rightarrow m(x-x_1)=y-y_1\)
\(\Rightarrow m=\frac{y-y_1}{x-x_1} .......(3)\)
\((2)\) নং রেখাটি \( (1)\) নং বৃত্তকে স্পর্শ করবে যদি কেন্দ্র \(O(0, 0)\) হতে রেখটির উপর অঙ্কিত লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হয়।
\(\therefore \frac{y_1-mx_1}{\sqrt{1+m^2}}=a\) ➜Note \((x_1, y_1)\) বিন্দু হতে \(ax+by+c=0\) এর লম্ব দূরত্ব \(=\frac{|ax_1+by_1+c|}{\sqrt{a^2+b^2}}\)
\(\Rightarrow y_1-mx_1=a\sqrt{1+m^2}\)

\(\Rightarrow (y_1-mx_1)^2=a^2(1+m^2)\)
\(\Rightarrow (y_1-\frac{y-y_1}{x-x_1}x_1)^2=a^2\{1+\left(\frac{y-y_1}{x-x_1}\right)^2\}\) ➜Note \((3)\) এর সাহায্যে।
\(\Rightarrow (y_1-\frac{x_1y-x_1y_1}{x-x_1})^2=a^2\{1+\frac{(y-y_1)^2}{(x-x_1)^2}\}\)
\(\Rightarrow (\frac{xy_1-x_1y_1-x_1y+x_1y_1}{x-x_1})^2=a^2\{\frac{(x-x_1)^2+(y-y_1)^2}{(x-x_1)^2}\}\)
\(\Rightarrow \frac{(xy_1-x_1y)^2}{(x-x_1)^2}=a^2\{\frac{(x-x_1)^2+(y-y_1)^2}{(x-x_1)^2}\}\)
\(\Rightarrow (xy_1-x_1y)^2=a^2\{(x-x_1)^2+(y-y_1)^2\}\)
\(\Rightarrow (xy_1-x_1y)^2=a^2\{(x-x_1)^2+(y-y_1)^2\}\)
\(\therefore (x^2+y^2-a^2)(x^2_1+y^2_1-a^2)=(xx_1+yy_1-a^2)^2\)
ইহাই নির্ণেয় স্পর্শকের সমীকরণ।
\((x^2+y^2+2gx+2fy+c)(x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c)\)\(=\{xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c\}^2\)
বৃত্তের বহিঃস্থ কোনো নির্দিষ্ট বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য
The length of a tangent drawn from a fixed point outside the circle
\(x^2+y^2=a^2\) বৃত্তের বহিঃস্থ \((x_1, y_1)\) বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য।
\(PT=\sqrt{x^2_1+y^2_1-a^2}\)
\(PT=\sqrt{x^2_1+y^2_1-a^2}\)
প্রমাণঃ

ধরি,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2=a^2 ..........(1)\)
কেন্দ্র \(O(0, 0)\)
ব্যাসার্ধ \(OT=a\) যখন, \(a\gt{0}\)
\((1)\) নং বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু \(P(x_1, y_1)\) এবং বৃত্তের পরিধির উপরোস্থ বিন্দু \(T\).
এখন,
\(PO=\sqrt{(x_1-0)^2+(y_1-0)^2}\) ➜Note\(A(x_1, y_1)\) এবং \(B(x_2, y_2)\), \(AB=\sqrt{(x_1-x_2)^2+(y_1-y_2)^2}\)
\(\Rightarrow PO=\sqrt{x^2_1+y^2_1}\)
\(\therefore PO^2=x^2_1+y^2_1\)
\((1)\) নং বৃত্তের পরিধির উপরোস্থ বিন্দু \(T\) তে \(PT\) স্পর্শক।
\(\therefore OT\perp PT\)
অতএব,
\(PT^2+OT^2=PO^2\)
\(\Rightarrow PT^2=PO^2-OT^2\)
\(\Rightarrow PT=\sqrt{PO^2-OT^2}\)
\(\therefore PT=\sqrt{x^2_1+y^2_1-a^2}\)
ইহাই স্পর্শকের দৈর্ঘ্য।

ধরি,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2=a^2 ..........(1)\)
কেন্দ্র \(O(0, 0)\)
ব্যাসার্ধ \(OT=a\) যখন, \(a\gt{0}\)
\((1)\) নং বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু \(P(x_1, y_1)\) এবং বৃত্তের পরিধির উপরোস্থ বিন্দু \(T\).
এখন,
\(PO=\sqrt{(x_1-0)^2+(y_1-0)^2}\) ➜Note\(A(x_1, y_1)\) এবং \(B(x_2, y_2)\), \(AB=\sqrt{(x_1-x_2)^2+(y_1-y_2)^2}\)
\(\Rightarrow PO=\sqrt{x^2_1+y^2_1}\)
\(\therefore PO^2=x^2_1+y^2_1\)
\((1)\) নং বৃত্তের পরিধির উপরোস্থ বিন্দু \(T\) তে \(PT\) স্পর্শক।
\(\therefore OT\perp PT\)
অতএব,
\(PT^2+OT^2=PO^2\)
\(\Rightarrow PT^2=PO^2-OT^2\)
\(\Rightarrow PT=\sqrt{PO^2-OT^2}\)
\(\therefore PT=\sqrt{x^2_1+y^2_1-a^2}\)
ইহাই স্পর্শকের দৈর্ঘ্য।
বৃত্তের সাধারণ সমীকরণের বহিঃস্থ কোনো নির্দিষ্ট বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য
The length of a tangent drawn from a fixed point outside the general equation of a circle
\(x^2+y^2+2gx+2fy+c=0\) বৃত্তের বহিঃস্থ \((x_1, y_1)\) বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য।
\( PT=\sqrt{x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c}\)
\( PT=\sqrt{x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c}\)
প্রমাণঃ

ধরি,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2+2gx+2fy+c=0 ..........(1)\)
কেন্দ্র \(O(-g, -f)\)
ব্যাসার্ধ \(OT=\sqrt{g^2+f^2-c}\) যখন, \(g^2+f^2\gt{c}\)
\((1)\) নং বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু \(P(x_1, y_1)\) এবং বৃত্তের পরিধির উপরোস্থ বিন্দু \(T\).
এখন,
\(PO=\sqrt{(x_1+g)^2+(y_1+f)^2}\)
\(\therefore PO^2=(x_1+g)^2+(y_1+f)^2\)
\((1)\) নং বৃত্তের পরিধির উপরোস্থ বিন্দু \(T\) তে \(PT\) স্পর্শক।
\(\therefore OT\perp PT\)
অতএব,
\(PT^2+OT^2=PO^2\)
\(\Rightarrow PT^2=PO^2-OT^2\)
\(\Rightarrow PT=\sqrt{PO^2-OT^2}\)
\(\therefore PT=\sqrt{(x_1+g)^2+(y_1+f)^2-(\sqrt{g^2+f^2-c})^2}\)
\(=\sqrt{(x_1+g)^2+(y_1+f)^2-g^2-f^2+c}\)
\(=\sqrt{x^2_1+2gx_1+g^2+y^2_1+2fy_1+f^2-g^2-f^2+c}\)
\(=\sqrt{x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c}\)
ইহাই স্পর্শকের দৈর্ঘ্য।

ধরি,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2+2gx+2fy+c=0 ..........(1)\)
কেন্দ্র \(O(-g, -f)\)
ব্যাসার্ধ \(OT=\sqrt{g^2+f^2-c}\) যখন, \(g^2+f^2\gt{c}\)
\((1)\) নং বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু \(P(x_1, y_1)\) এবং বৃত্তের পরিধির উপরোস্থ বিন্দু \(T\).
এখন,
\(PO=\sqrt{(x_1+g)^2+(y_1+f)^2}\)
\(\therefore PO^2=(x_1+g)^2+(y_1+f)^2\)
\((1)\) নং বৃত্তের পরিধির উপরোস্থ বিন্দু \(T\) তে \(PT\) স্পর্শক।
\(\therefore OT\perp PT\)
অতএব,
\(PT^2+OT^2=PO^2\)
\(\Rightarrow PT^2=PO^2-OT^2\)
\(\Rightarrow PT=\sqrt{PO^2-OT^2}\)
\(\therefore PT=\sqrt{(x_1+g)^2+(y_1+f)^2-(\sqrt{g^2+f^2-c})^2}\)
\(=\sqrt{(x_1+g)^2+(y_1+f)^2-g^2-f^2+c}\)
\(=\sqrt{x^2_1+2gx_1+g^2+y^2_1+2fy_1+f^2-g^2-f^2+c}\)
\(=\sqrt{x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c}\)
ইহাই স্পর্শকের দৈর্ঘ্য।
বৃত্তের সাধারণ জ্যা এর সমীকরণ
Equation of common chord of circle
\(S_1\equiv x^2+y^2+2g_1x+2f_1y+c_1=0\) ও \(S_2\equiv x^2+y^2+2g_2x+2f_2y+c_2=0\) বৃত্ত দ্বয়ের সাধারণ জ্যা-এর সমীকরণ।
\(2(g_1-g_2)x+2(f_1-f_2)y+c_1-c_2=0\)
\(2(g_1-g_2)x+2(f_1-f_2)y+c_1-c_2=0\)
প্রমাণঃ

ধরি,
বৃত্তদ্বয়ের সমীকরণ,
\(S_1\equiv x^2+y^2+2g_1x+2f_1y+c_1=0 ..........(1)\)
\(S_2\equiv x^2+y^2+2g_2x+2f_2y+c_2=0 ..........(2)\)
\((1)\)-\((2)\) এর সাহায্যে,
\(S_1-S_2\equiv x^2+y^2+2g_1x+2f_1y+c_1-x^2-\)\(y^2-2g_2x-2f_2y-c_2=0 \)
\(\Rightarrow S_1-S_2\equiv 2g_1x+2f_1y+c_1-2g_2x-2f_2y-c_2=0 \)
\(\Rightarrow S_1-S_2\equiv 2(g_1-g_2)x+2(f_1-f_2)y+c_1-c_2=0 \)
\(\therefore 2(g_1-g_2)x+2(f_1-f_2)y+c_1-c_2=0 \)
ইহাই নির্ণেয় সাধারণ জ্যা-এর সমীকরণ।

ধরি,
বৃত্তদ্বয়ের সমীকরণ,
\(S_1\equiv x^2+y^2+2g_1x+2f_1y+c_1=0 ..........(1)\)
\(S_2\equiv x^2+y^2+2g_2x+2f_2y+c_2=0 ..........(2)\)
\((1)\)-\((2)\) এর সাহায্যে,
\(S_1-S_2\equiv x^2+y^2+2g_1x+2f_1y+c_1-x^2-\)\(y^2-2g_2x-2f_2y-c_2=0 \)
\(\Rightarrow S_1-S_2\equiv 2g_1x+2f_1y+c_1-2g_2x-2f_2y-c_2=0 \)
\(\Rightarrow S_1-S_2\equiv 2(g_1-g_2)x+2(f_1-f_2)y+c_1-c_2=0 \)
\(\therefore 2(g_1-g_2)x+2(f_1-f_2)y+c_1-c_2=0 \)
ইহাই নির্ণেয় সাধারণ জ্যা-এর সমীকরণ।
বৃত্তের নির্দিষ্ট মধ্যবিন্দুবিশিষ্ট জ্যা এর সমীকরণ
Equation of a chord of a circle with fixed midpoint
\(x^2+y^2=a^2\) বৃত্তে অঙ্কিত জ্যা-এর মধ্যবিন্দু \((x_1, y_1)\) হলে, জ্যা-এর সমীকরণ।
\(xx_1+yy_1=x^2_1+y^2_1\)
\(xx_1+yy_1=x^2_1+y^2_1\)
প্রমাণঃ

ধরি,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2=a^2 ..........(1)\)
কেন্দ্র \(O(0, 0)\)।
\(AB\) জ্যা-এর মধ্যবিন্দু \(C(x_1, y_1)\)।
কেন্দ্র হতে জ্যা-এর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা জ্যা-এর উপর লম্ব হয়।
\(OC\perp AB\)
\(OC\) এর ঢাল \(m=\frac{0-y_1}{0-x_1}\)
\(=\frac{-y_1}{-x_1}\)
\(=\frac{y_1}{x_1}\)
\(\therefore AB\) জ্যা-এর ঢাল \(=-\frac{1}{m}\)
\(=-\frac{1}{\frac{y_1}{x_1}}\)
\(=-\frac{x_1}{y_1}\)
\(AB\) এর সমীকরণ,
\(y-y_1=-\frac{x_1}{y_1}(x-x_1)\)
\(\Rightarrow y_1(y-y_1)=-x_1(x-x_1)\)
\(\Rightarrow yy_1-y_1^2=-xx_1+x_1^2\)
\(\therefore xx_1+yy_1=x_1^2+y_1^2\)
ইহাই নির্ণেয় জ্যা-এর সমীকরণ।

ধরি,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2=a^2 ..........(1)\)
কেন্দ্র \(O(0, 0)\)।
\(AB\) জ্যা-এর মধ্যবিন্দু \(C(x_1, y_1)\)।
কেন্দ্র হতে জ্যা-এর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা জ্যা-এর উপর লম্ব হয়।
\(OC\perp AB\)
\(OC\) এর ঢাল \(m=\frac{0-y_1}{0-x_1}\)
\(=\frac{-y_1}{-x_1}\)
\(=\frac{y_1}{x_1}\)
\(\therefore AB\) জ্যা-এর ঢাল \(=-\frac{1}{m}\)
\(=-\frac{1}{\frac{y_1}{x_1}}\)
\(=-\frac{x_1}{y_1}\)
\(AB\) এর সমীকরণ,
\(y-y_1=-\frac{x_1}{y_1}(x-x_1)\)
\(\Rightarrow y_1(y-y_1)=-x_1(x-x_1)\)
\(\Rightarrow yy_1-y_1^2=-xx_1+x_1^2\)
\(\therefore xx_1+yy_1=x_1^2+y_1^2\)
ইহাই নির্ণেয় জ্যা-এর সমীকরণ।
বৃত্তের সাধারণ সমীকরণের নির্দিষ্ট মধ্যবিন্দুবিশিষ্ট জ্যা এর সমীকরণ
Equation of a chord of the general equation of a circle with fixed midpoint
\(x^2+y^2+2gx+2fy+c=0\) বৃত্তে অঙ্কিত জ্যা-এর মধ্যবিন্দু \(C(x_1, y_1)\) হলে, জ্যা-এর সমীকরণ।
\(xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)\)=\(x^2_1+y^2_1+2gx_1+2fy_1\)
\(xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)\)=\(x^2_1+y^2_1+2gx_1+2fy_1\)
প্রমাণঃ

ধরি,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2+2gx+2fy+c=0 ..........(1)\)
কেন্দ্র \(O(-g, -f)\)।
\(AB\) জ্যা-এর মধ্যবিন্দু \(C(x_1, y_1)\)।
কেন্দ্র হতে জ্যা-এর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা জ্যা-এর উপর লম্ব হয়।
\(OC\perp AB\)
\(OC\) এর ঢাল \(m=\frac{-f-y_1}{-g-x_1}\)
\(=\frac{-(f+y_1)}{-(g+x_1)}\)
\(=\frac{f+y_1}{g+x_1}\)
\(\therefore AB\) জ্যা-এর ঢাল \(=-\frac{1}{m}\)
\(=-\frac{1}{\frac{f+y_1}{g+x_1}}\)
\(=-\frac{g+x_1}{f+y_1}\)
\(AB\) এর সমীকরণ,
\(y-y_1=-\frac{g+x_1}{f+y_1}(x-x_1)\)
\(\Rightarrow (y-y_1)(f+y_1)=-(x-x_1)(g+x_1)\)
\(\Rightarrow yf+yy_1-y_1f-y^2_1=-(xg+xx_1-x_1g-x^2_1)\)
\(\Rightarrow yf+yy_1-y_1f-y^2_1=-xg-xx_1+x_1g+x^2_1\)
\(\Rightarrow xx_1+yy_1+xg+yf=x^2_1+y^2_1+gx_1+fy_1\)
\(\Rightarrow xx_1+yy_1+xg+gx_1+yf+fy_1+c=x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c\)
\(\therefore xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c=x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c\)
ইহাই নির্ণেয় জ্যা-এর সমীকরণ।

ধরি,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2+2gx+2fy+c=0 ..........(1)\)
কেন্দ্র \(O(-g, -f)\)।
\(AB\) জ্যা-এর মধ্যবিন্দু \(C(x_1, y_1)\)।
কেন্দ্র হতে জ্যা-এর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা জ্যা-এর উপর লম্ব হয়।
\(OC\perp AB\)
\(OC\) এর ঢাল \(m=\frac{-f-y_1}{-g-x_1}\)
\(=\frac{-(f+y_1)}{-(g+x_1)}\)
\(=\frac{f+y_1}{g+x_1}\)
\(\therefore AB\) জ্যা-এর ঢাল \(=-\frac{1}{m}\)
\(=-\frac{1}{\frac{f+y_1}{g+x_1}}\)
\(=-\frac{g+x_1}{f+y_1}\)
\(AB\) এর সমীকরণ,
\(y-y_1=-\frac{g+x_1}{f+y_1}(x-x_1)\)
\(\Rightarrow (y-y_1)(f+y_1)=-(x-x_1)(g+x_1)\)
\(\Rightarrow yf+yy_1-y_1f-y^2_1=-(xg+xx_1-x_1g-x^2_1)\)
\(\Rightarrow yf+yy_1-y_1f-y^2_1=-xg-xx_1+x_1g+x^2_1\)
\(\Rightarrow xx_1+yy_1+xg+yf=x^2_1+y^2_1+gx_1+fy_1\)
\(\Rightarrow xx_1+yy_1+xg+gx_1+yf+fy_1+c=x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c\)
\(\therefore xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c=x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c\)
ইহাই নির্ণেয় জ্যা-এর সমীকরণ।
বৃত্তের বহিঃস্থ নির্দিষ্ট বিন্দু হতে অঙ্কিত স্পর্শকদ্বয়ের স্পর্শ জ্যা-এর সমীকরণ
Equation of the chord of contact two tangents drawn from a fixed point outside the circle
\(x^2+y^2=a^2\) বৃত্তের বহিঃস্থ \((x_1, y_1)\) বিন্দু হতে অঙ্কিত স্পর্শকদ্বয়ের স্পর্শ জ্যা-এর সমীকরণ।
\(xx_1+yy_1=a^2\)
\(xx_1+yy_1=a^2\)
প্রমাণঃ

ধরি,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2=a^2 ..........(1)\)
\((1)\) নং বৃত্তের বহিঃস্থ একটি বিন্দু \(P(x_1, y_1)\)। \(P\) হতে \((1)\) নং বৃত্তে অঙ্কিত স্পর্শকদ্বয় যথাক্রমে \(PA\) ও \(PB\)।
স্পর্শবিন্দুদ্বয় যথাক্রমে \(A(x_2, y_2)\) ও \(B(x_3, y_3)\) ।
এখন,
\((1)\) নং বৃত্তের উপরোস্থ \(A(x_2, y_2)\) ও \(B(x_3, y_3)\) বিন্দুতে স্পর্শকদ্বয়ের সমীকরণ,
\(xx_2+yy_2=a^2 ..........(2)\)
\(xx_3+yy_3=a^2 ..........(3)\)
যেহেতু স্পর্শকদ্বয় \(P(x_1, y_1)\) বিন্দুগামী,
\(x_1x_2+y_1y_2=a^2 ..........(4)\)
\(x_1x_3+y_1y_3=a^2 ..........(5)\)
\((4)\) ও \((5)\) সমীকরণ দুইটি হতে প্রমাণিত হয় যে, \(A(x_2, y_2)\) ও \(B(x_3, y_3)\) বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দ্বারা নিম্নলিখিত সমীকরণটি সিদ্ধ হয়।
\(xx_1+yy_1=a^2 ..........(6)\)
\((6)\) নং সমীকরণটি একটি সরলরেখা সূচিত করে।
অতএব, ইহাই নির্ণেয় স্পর্শ জ্যা-এর সমীকরণ।

ধরি,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2=a^2 ..........(1)\)
\((1)\) নং বৃত্তের বহিঃস্থ একটি বিন্দু \(P(x_1, y_1)\)। \(P\) হতে \((1)\) নং বৃত্তে অঙ্কিত স্পর্শকদ্বয় যথাক্রমে \(PA\) ও \(PB\)।
স্পর্শবিন্দুদ্বয় যথাক্রমে \(A(x_2, y_2)\) ও \(B(x_3, y_3)\) ।
এখন,
\((1)\) নং বৃত্তের উপরোস্থ \(A(x_2, y_2)\) ও \(B(x_3, y_3)\) বিন্দুতে স্পর্শকদ্বয়ের সমীকরণ,
\(xx_2+yy_2=a^2 ..........(2)\)
\(xx_3+yy_3=a^2 ..........(3)\)
যেহেতু স্পর্শকদ্বয় \(P(x_1, y_1)\) বিন্দুগামী,
\(x_1x_2+y_1y_2=a^2 ..........(4)\)
\(x_1x_3+y_1y_3=a^2 ..........(5)\)
\((4)\) ও \((5)\) সমীকরণ দুইটি হতে প্রমাণিত হয় যে, \(A(x_2, y_2)\) ও \(B(x_3, y_3)\) বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দ্বারা নিম্নলিখিত সমীকরণটি সিদ্ধ হয়।
\(xx_1+yy_1=a^2 ..........(6)\)
\((6)\) নং সমীকরণটি একটি সরলরেখা সূচিত করে।
অতএব, ইহাই নির্ণেয় স্পর্শ জ্যা-এর সমীকরণ।
বৃত্তের সাধারণ সমীকরণের বহিঃস্থ নির্দিষ্ট বিন্দু হতে অঙ্কিত স্পর্শকদ্বয়ের স্পর্শ জ্যা-এর সমীকরণ
Equation of the chord of contact two tangents drawn from a fixed point outside of the general equation of a circle
\(x^2+y^2+2gx+2fy+c=0\) বৃত্তের বহিঃস্থ \((x_1, y_1)\) বিন্দু হতে অঙ্কিত স্পর্শকদ্বয়ের স্পর্শ জ্যা-এর সমীকরণ।
\(xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c=0\)
\(xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c=0\)
প্রমাণঃ

ধরি,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2+2gx+2fy+c=0 ..........(1)\)
\((1)\) নং বৃত্তের বহিঃস্থ একটি বিন্দু \(P(x_1, y_1)\)। \(P\) হতে \((1)\) নং বৃত্তে অঙ্কিত স্পর্শকদ্বয় যথাক্রমে \(PA\) ও \(PB\)।
স্পর্শবিন্দুদ্বয় যথাক্রমে \(A(x_2, y_2)\) ও \(B(x_3, y_3)\) ।
এখন,
\((1)\) নং বৃত্তের উপরোস্থ \(A(x_2, y_2)\) ও \(B(x_3, y_3)\) বিন্দুতে স্পর্শকদ্বয়ের সমীকরণ,
\(xx_2+yy_2+g(x+x_2)+f(y+y_2)+c=0 ..........(2)\)
\(xx_3+yy_3+g(x+x_3)+f(y+y_3)+c=0 ..........(3)\)
যেহেতু স্পর্শকদ্বয় \(P(x_1, y_1)\) বিন্দুগামী,
\(x_1x_2+y_1y_2+g(x_1+x_2)+f(y_1+y_2)+c=0 ..........(4)\)
\(x_1x_3+y_1y_3+g(x_1+x_3)+f(y_1+y_3)+c=0 ..........(5)\)
\((4)\) ও \((5)\) সমীকরণ দুইটি হতে প্রমাণিত হয় যে, \(A(x_2, y_2)\) ও \(B(x_3, y_3)\) বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দ্বারা নিম্নলিখিত সমীকরণটি সিদ্ধ হয়।
\(xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c=0 ..........(6)\)
\((6)\) নং সমীকরণটি একটি সরলরেখা সূচিত করে।
অতএব, ইহাই নির্ণেয় স্পর্শ জ্যা-এর সমীকরণ।

ধরি,
বৃত্তের সমীকরণ,
\(x^2+y^2+2gx+2fy+c=0 ..........(1)\)
\((1)\) নং বৃত্তের বহিঃস্থ একটি বিন্দু \(P(x_1, y_1)\)। \(P\) হতে \((1)\) নং বৃত্তে অঙ্কিত স্পর্শকদ্বয় যথাক্রমে \(PA\) ও \(PB\)।
স্পর্শবিন্দুদ্বয় যথাক্রমে \(A(x_2, y_2)\) ও \(B(x_3, y_3)\) ।
এখন,
\((1)\) নং বৃত্তের উপরোস্থ \(A(x_2, y_2)\) ও \(B(x_3, y_3)\) বিন্দুতে স্পর্শকদ্বয়ের সমীকরণ,
\(xx_2+yy_2+g(x+x_2)+f(y+y_2)+c=0 ..........(2)\)
\(xx_3+yy_3+g(x+x_3)+f(y+y_3)+c=0 ..........(3)\)
যেহেতু স্পর্শকদ্বয় \(P(x_1, y_1)\) বিন্দুগামী,
\(x_1x_2+y_1y_2+g(x_1+x_2)+f(y_1+y_2)+c=0 ..........(4)\)
\(x_1x_3+y_1y_3+g(x_1+x_3)+f(y_1+y_3)+c=0 ..........(5)\)
\((4)\) ও \((5)\) সমীকরণ দুইটি হতে প্রমাণিত হয় যে, \(A(x_2, y_2)\) ও \(B(x_3, y_3)\) বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দ্বারা নিম্নলিখিত সমীকরণটি সিদ্ধ হয়।
\(xx_1+yy_1+g(x+x_1)+f(y+y_1)+c=0 ..........(6)\)
\((6)\) নং সমীকরণটি একটি সরলরেখা সূচিত করে।
অতএব, ইহাই নির্ণেয় স্পর্শ জ্যা-এর সমীকরণ।
একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি সরলরেখা ও একটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ
Equation of a circle through a fixed point and a point of intersection of a straight line and a circle
\(A(x_1, y_1)\) বিন্দুগামী এবং \(ax+by+k=0\) রেখা ও \(x^2+y^2+2gx+2fy+c=0\) বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ।
\(\frac{x^2+y^2+2gx+2fy+c}{ax+by+k}=\)\(\frac{x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c}{ax_1+by_1+k}\)
\(\frac{x^2+y^2+2gx+2fy+c}{ax+by+k}=\)\(\frac{x^2_1+y^2_1+2gx_1+2fy_1+c}{ax_1+by_1+k}\)
Email: Golzarrahman1966@gmail.com
Visitors online: 000012