এ অধ্যায়ের পাঠ্যসূচী
- আদর্শ যোগজ সম্পর্কিত সূত্রসমূহ (Standard Integration formulas)
- \(\int{f\{g(x)\}g^{\prime}(x)dx}=\int{f(t)dz}\)
- \(\int{\{f(x)\}^{n}f^{\prime}(x)dx}=\frac{\{f(x)\}^{n+1}}{n+1}+c\)
- \(\int{e^{f(x)}f^{\prime}(x)dx}=e^{f(x)}+c\)
- \(\int{\frac{f^{\prime}(x)}{\sqrt{f(x)}}dx}=2\sqrt{f(x)}+c\)
- \(\int{\frac{f^{\prime}(x)}{f(x)}dx}=\ln{|f(x)|}+c\)
- \(\int{\tan{x}dx}=\ln{|\sec{x}|}+c\)
- \(\int{\cot{x}dx}=\ln{|\sin{x}|}+c\)
- \(\int{\sec{x}dx}=\ln{|\sec{x}+\tan{x}|}+c\)\(=\ln{|\tan{\left(\frac{\pi}{4}+\frac{x}{2}\right)}|}+c\)
- \(\int{cosec \ {x}dx}=\ln{|cosec \ {x}-\cot{x}|}+c\)\(=\ln{|\tan{\frac{x}{2}}|}+c\)
- \(\int{\tan{(ax+b)}dx}=\frac{1}{a}\ln{|\sec{(ax+b)}|}+c\)
- \(\int{\cot{(ax+b)}dx}=\frac{1}{a}\ln{|\sin{(ax+b)}|}+c\)
- \(\int{\sec{(ax+b)}dx}\)\(=\frac{1}{a}\ln{|\sec{(ax+b)}+\tan{(ax+b)}|}+c\)\(=\frac{1}{a}\ln{|\tan{\left\{\frac{\pi}{4}+\frac{(ax+b)}{2}\right\}}|}+c\)
- \(\int{cosec \ {(ax+b)}dx}\)\(=\frac{1}{a}\ln{|cosec \ {(ax+b)}-\cot{(ax+b)}|}+c\)\(=\frac{1}{a}\ln{|\tan{\frac{(ax+b)}{2}}|}+c\)
- বিশেষ আকারের যোগজ (Special shaped Integration)
- \(\int{\sin^{m}{x}\cos^{n}{x}dx}\) আকারের যোগজ
- \(\int{\sin^{n}{x}dx}\) আকারের যোগজ
- \(\int{\cos^{n}{x}dx}\) আকারের যোগজ
- অধ্যায় \(x.C\)-এর উদাহরণসমুহ
- অধ্যায় \(x.C\) / \(Q.1\)-এর সংক্ষিপ্ত প্রশ্নসমূহ
- অধ্যায় \(x.C\) / \(Q.2\)-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
- অধ্যায় \(x.C\) / \(Q.3\)-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
- অধ্যায় \(x.C\) / \(Q.4\)-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
আদর্শ যোগজ সম্পর্কিত সূত্রসমূহ
Standard Integration formulas
\(e^{f(x)}f^{\prime}(x)\) এবং \(\frac{f^{\prime}(x)}{\sqrt{f(x)}}\) এর যোগজীকরণ
Interpretation of \(e^{f(x)}f^{\prime}(x)\) and \(\frac{f^{\prime}(x)}{\sqrt{f(x)}}\)
\(\frac{f^{\prime}(x)}{f(x)}\) এবং \(\tan{x}\) এর যোগজীকরণ
Interpretation of \(\frac{f^{\prime}(x)}{f(x)}\) and \(\tan{x}\)
\(\cot{x}\) এবং \(\sec{x}\) এর যোগজীকরণ
Interpretation of \(\cot{x}\) and \(\sec{x}\)
\(cosec \ {x}\) এবং \(\tan{(ax+b)}\) এর যোগজীকরণ
Interpretation of \(cosec \ {x}\) and \(\tan{(ax+b)}\)
\(\cot{(ax+b)}\) এবং \(\sec{(ax+b)}\) এর যোগজীকরণ
Interpretation of \(\cot{(ax+b)}\) and \(\sec{(ax+b)}\)
\(cosec \ {(ax+b)}\) এর যোগজীকরণ
Interpretation of \(cosec \ {(ax+b)}\)
যোগজীকরণের সূত্র
\(\int{cosec \ {(ax+b)}dx}\)\(=\frac{1}{a}\ln{|cosec \ {(ax+b)}-\cot{(ax+b)}|}+c\)\(=\frac{1}{a}\ln{|\tan{\frac{(ax+b)}{2}}|}+c\)
\(\int{cosec \ {(ax+b)}dx}\)\(=\frac{1}{a}\ln{|cosec \ {(ax+b)}-\cot{(ax+b)}|}+c\)\(=\frac{1}{a}\ln{|\tan{\frac{(ax+b)}{2}}|}+c\)
বিশেষ আকারের যোগজ
Special shaped Integration
\(\int{\sin^{m}{x}\cos^{n}{x}dx}\) আকারের যোগজের ক্ষেত্রে।
যদি, \(m\) অথবা \(n\) বিজোড় সংখ্যা হয় তবে,\(m\) বিজোড় সংখ্যা হলে, \(\cos{x}=t\)
এবং
\(n\) বিজোড় সংখ্যা হলে, \(\sin{x}=t\)
ধরে সরলীকরণ করার পর যোগজ নির্ণয় করতে হয়।
যেমনঃ
\(\int{\sin^{5}{x}\cos^{4}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।যদি, \(m\) এবং \(n\) উভয়ে বিজোড় সংখ্যা হয় তবে,
\(\sin{x}=t\) ধরে সরলীকরণ করার পর যোগজ নির্ণয় করতে হয়।
যেমনঃ
\(\int{\sin^{5}{x}\cos^{3}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।যদি, \(m\) এবং \(n\) উভয়ে জোড় সংখ্যা হয় তবে,
এই ক্ষেত্রটি উচ্চমাধ্যমিক গণিতে আলোচনা করা হয়নি। পরবর্তি উচ্চতর শ্রেণীতে এর যথেষ্ট আলোচনা আছে।
\(\sin^{n}{x}\) এর যোগজীকরণ
Interpretation of \(\sin^{n}{x}\)
\(\int{\sin^{n}{x}dx}\) আকারের যোগজের ক্ষেত্রে।
যদি, \(n\) বিজোড় সংখ্যা হয় তবে,\(\cos{x}=t\) ধরে সরলীকরণ করার পর যোগজ নির্ণয় করতে হয়।
যেমনঃ
\(\int{\sin^{7}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।যদি, \(n\) জোড় সংখ্যা হয় তবে,
ইন্টিগ্র্যান্ডকে গুণিতক কোণে প্রকাশ করার পর যোগজীকরণ করতে হয়।
যেমনঃ
\(\int{\sin^{6}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর। \(\cos^{n}{x}\) এর যোগজীকরণ
Interpretation of \(\cos^{n}{x}\)
\(\int{\cos^{n}{x}dx}\) আকারের যোগজের ক্ষেত্রে।
যদি, \(n\) বিজোড় সংখ্যা হয় তবে,\(\sin{x}=t\) ধরে সরলীকরণ করার পর যোগজ নির্ণয় করতে হয়।
যেমনঃ
\(\int{\cos^{5}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।যদি, \(n\) জোড় সংখ্যা হয় তবে,
ইন্টিগ্র্যান্ডকে গুণিতক কোণে প্রকাশ করার পর যোগজীকরণ করতে হয়।
যেমনঃ
\(\int{\cos^{4}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
Email: Golzarrahman1966@gmail.com
Visitors online: 000004