বিশেষ আকারের যোগজীকরণ
Integration Of special form
barcode
এ অধ্যায়ের পাঠ্যসূচী
আদর্শ যোগজ সম্পর্কিত সূত্রসমূহ
Standard Integration formulas
যোগজীকরণের সূত্র
\(\int{f\{g(x)\}g^{\prime}(x)dx}=\int{f(t)dz}\)
যোগজীকরণের সূত্র
\(\int{\{f(x)\}^{n}f^{\prime}(x)dx}=\frac{\{f(x)\}^{n+1}}{n+1}+c\)

\(e^{f(x)}f^{\prime}(x)\) এবং \(\frac{f^{\prime}(x)}{\sqrt{f(x)}}\) এর যোগজীকরণ
Interpretation of \(e^{f(x)}f^{\prime}(x)\) and \(\frac{f^{\prime}(x)}{\sqrt{f(x)}}\)
যোগজীকরণের সূত্র
\(\int{e^{f(x)}f^{\prime}(x)dx}=e^{f(x)}+c\)
যোগজীকরণের সূত্র
\(\int{\frac{f^{\prime}(x)}{\sqrt{f(x)}}dx}=2\sqrt{f(x)}+c\)

\(\frac{f^{\prime}(x)}{f(x)}\) এবং \(\tan{x}\) এর যোগজীকরণ
Interpretation of \(\frac{f^{\prime}(x)}{f(x)}\) and \(\tan{x}\)
যোগজীকরণের সূত্র
\(\int{\frac{f^{\prime}(x)}{f(x)}dx}=\ln{|f(x)|}+c\)
যোগজীকরণের সূত্র
\(\int{\tan{x}dx}=\ln{|\sec{x}|}+c\)

\(\cot{x}\) এবং \(\sec{x}\) এর যোগজীকরণ
Interpretation of \(\cot{x}\) and \(\sec{x}\)
যোগজীকরণের সূত্র
\(\int{\cot{x}dx}=\ln{|\sin{x}|}+c\)
যোগজীকরণের সূত্র
\(\int{\sec{x}dx}=\ln{|\sec{x}+\tan{x}|}+c\)\(=\ln{|\tan{\left(\frac{\pi}{4}+\frac{x}{2}\right)}|}+c\)

\(cosec \ {x}\) এবং \(\tan{(ax+b)}\) এর যোগজীকরণ
Interpretation of \(cosec \ {x}\) and \(\tan{(ax+b)}\)
যোগজীকরণের সূত্র
\(\int{cosec \ {x}dx}=\ln{|cosec \ {x}-\cot{x}|}+c\)\(=\ln{|\tan{\frac{x}{2}}|}+c\)
যোগজীকরণের সূত্র
\(\int{\tan{(ax+b)}dx}=\frac{1}{a}\ln{|\sec{(ax+b)}|}+c\)

\(\cot{(ax+b)}\) এবং \(\sec{(ax+b)}\) এর যোগজীকরণ
Interpretation of \(\cot{(ax+b)}\) and \(\sec{(ax+b)}\)
যোগজীকরণের সূত্র
\(\int{\cot{(ax+b)}dx}=\frac{1}{a}\ln{|\sin{(ax+b)}|}+c\)
যোগজীকরণের সূত্র
\(\int{\sec{(ax+b)}dx}\)\(=\frac{1}{a}\ln{|\sec{(ax+b)}+\tan{(ax+b)}|}+c\)\(=\frac{1}{a}\ln{|\tan{\left\{\frac{\pi}{4}+\frac{(ax+b)}{2}\right\}}|}+c\)

\(cosec \ {(ax+b)}\) এর যোগজীকরণ
Interpretation of \(cosec \ {(ax+b)}\)
যোগজীকরণের সূত্র
\(\int{cosec \ {(ax+b)}dx}\)\(=\frac{1}{a}\ln{|cosec \ {(ax+b)}-\cot{(ax+b)}|}+c\)\(=\frac{1}{a}\ln{|\tan{\frac{(ax+b)}{2}}|}+c\)
বিশেষ আকারের যোগজ
Special shaped Integration
\(\int{\sin^{m}{x}\cos^{n}{x}dx}\) আকারের যোগজের ক্ষেত্রে।
যদি, \(m\) অথবা \(n\) বিজোড় সংখ্যা হয় তবে,
\(m\) বিজোড় সংখ্যা হলে, \(\cos{x}=t\)
এবং
\(n\) বিজোড় সংখ্যা হলে, \(\sin{x}=t\)
ধরে সরলীকরণ করার পর যোগজ নির্ণয় করতে হয়।
যেমনঃ
\(\int{\sin^{5}{x}\cos^{4}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
যদি, \(m\) এবং \(n\) উভয়ে বিজোড় সংখ্যা হয় তবে,
\(\sin{x}=t\) ধরে সরলীকরণ করার পর যোগজ নির্ণয় করতে হয়।
যেমনঃ
\(\int{\sin^{5}{x}\cos^{3}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।

যদি, \(m\) এবং \(n\) উভয়ে জোড় সংখ্যা হয় তবে,
এই ক্ষেত্রটি উচ্চমাধ্যমিক গণিতে আলোচনা করা হয়নি। পরবর্তি উচ্চতর শ্রেণীতে এর যথেষ্ট আলোচনা আছে।
\(\sin^{n}{x}\) এর যোগজীকরণ
Interpretation of \(\sin^{n}{x}\)
\(\int{\sin^{n}{x}dx}\) আকারের যোগজের ক্ষেত্রে।
যদি, \(n\) বিজোড় সংখ্যা হয় তবে,
\(\cos{x}=t\) ধরে সরলীকরণ করার পর যোগজ নির্ণয় করতে হয়।
যেমনঃ
\(\int{\sin^{7}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।

যদি, \(n\) জোড় সংখ্যা হয় তবে,
ইন্টিগ্র্যান্ডকে গুণিতক কোণে প্রকাশ করার পর যোগজীকরণ করতে হয়।
যেমনঃ
\(\int{\sin^{6}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।

\(\cos^{n}{x}\) এর যোগজীকরণ
Interpretation of \(\cos^{n}{x}\)
\(\int{\cos^{n}{x}dx}\) আকারের যোগজের ক্ষেত্রে।
যদি, \(n\) বিজোড় সংখ্যা হয় তবে,
\(\sin{x}=t\) ধরে সরলীকরণ করার পর যোগজ নির্ণয় করতে হয়।
যেমনঃ
\(\int{\cos^{5}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।

যদি, \(n\) জোড় সংখ্যা হয় তবে,
ইন্টিগ্র্যান্ডকে গুণিতক কোণে প্রকাশ করার পর যোগজীকরণ করতে হয়।
যেমনঃ
\(\int{\cos^{4}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।

উদাহরণসমুহ
\(Ex.(1)\) \(\int{x^2(3-2x^3)^4dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{30}(3-2x^3)^{5}+c\)

\(Ex.(2)\) \(\int{cosec^2 \ {x}e^{\cot{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-e^{\cot{x}}+c\)

\(Ex.(3)\) \(\int{\sec{x}\tan{x}e^{\sec{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^{\sec{x}}+c\)

\(Ex.(4)\) \(\int{cosec \ {x}\cot{x}e^{cosec \ {x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-e^{cosec \ {x}}+c\)

\(Ex.(5)\) \(\int{\frac{\sec{x}}{\ln{|\sec{x}+\tan{x}|}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{(\ln{|\sec{x}+\tan{x}|})}+c\)

\(Ex.(6)\) \(\int{\frac{cosec \ {x}}{\ln{|cosec \ {x}-\cot{x}|}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{(\ln{|cosec \ {x}-\cot{x}|})}+c\)

\(Ex.(7)\) \(\int{\frac{xdx}{\sqrt{1-x}}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{2}{3}(1-x)^{\frac{3}{2}}-2\sqrt{1-x}+c\)

\(Ex.(8)\) \(\int{\tan^3{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}\tan^2{x}-\ln{|\sec{x}|}+c\)

\(Ex.(9)\) \(\int{\frac{\sin{2x}}{a+b\sin^2{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{b}\ln{|a+b\sin^2{x}|}+c\)

\(Ex.(10)\) \(\int{\frac{\sin{(\tan^{-1}{x})}}{1+x^2}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{\sqrt{1+x^2}}+c\)

\(Ex.(11)\) \(\int{\frac{\cos{(\tan^{-1}{x})}}{1+x^2}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{x}{\sqrt{1+x^2}}+c\)

\(Ex.(12)\) \(\int{\frac{\sec{(\cot^{-1}{x})}}{1+x^2}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\ln{\left|\frac{x^2+2}{x}\right|}+c\)

\(Ex.(13)\) \(\int{\frac{2x\tan^{-1}{x^2}}{1+x^4}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}\left(\tan^{-1}{x^2}\right)^2+c\)

\(Ex.(14)\) \(\int{\frac{\tan^{-1}{\sqrt{x}}}{\sqrt{x}(1+x)}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \((\tan^{-1}{\sqrt{x}})^2+c\)

\(Ex.(15)\) \(\int{\frac{\tan^{-1}{\sqrt[3]{x}}}{\sqrt[3]{x^2}(1+\sqrt[3]{x^2})}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{3}{2}(\tan^{-1}{\sqrt[3]{x}})^2+c\)

\(Ex.(16)\) \(\int{\frac{\sec^{-1}{(\sqrt{x})}}{x\sqrt{x-1}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\{\sec^{-1}{(\sqrt{x})}\}^2+c\)

\(Ex.(17)\) \(\int{\frac{cosec^{-1}{(\sqrt{x})}}{x\sqrt{x-1}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\{cosec^{-1}{(\sqrt{x})}\}^2+c\)

Read Example
Q.1-এর সংক্ষিপ্ত প্রশ্নসমূহ
\(Q.1.(i)\) \(\int{x\sin{x^2}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{2}\cos{x^2}+c\)

\(Q.1.(ii)\) \(\int{x^2\cos{x^3}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{3}\sin{x^3}+c\)

\(Q.1.(iii)\) \(\int{\frac{\sin{\frac{1}{x}}}{x^2}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\cos{\frac{1}{x}}+c\)
যঃ ২০০৭; ঢাঃ ২০০৪

\(Q.1.(iv)\) \(\int{\frac{\sec{\sqrt{x}}}{\sqrt{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(2\ln{|\sec{\sqrt{x}}+\tan{\sqrt{x}}|}+c\)

\(Q.1.(v)\) \(\int{\frac{\cos{\sqrt{x}}}{\sqrt{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(2\sin{\sqrt{x}}+c\)

\(Q.1.(vi)\) \(\int{e^x\cos{e^x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\sin{e^x}+c\)

\(Q.1.(vii)\) \(\int{e^x\tan{e^x}\sec{e^x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\sec{e^x}+c\)
কুঃ ২০০৩

\(Q.1.(viii)\) \(\int{e^{2x}\tan{e^{2x}}\sec{e^{2x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}\sec{e^{2x}}+c\)
চঃ ২০০৭

\(Q.1.(ix)\) \(\int{\frac{e^{x}(1+x)dx}{\cos^2{(xe^x)}}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\tan{(xe^{x})}+c\)
রুয়েটঃ ২০১১-২০১২

\(Q.1.(x)\) \(\int{\frac{\cos{(\ln{|x|})}}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\sin{(\ln{|x|})}+c\)

\(Q.1.(xi)\) \(\int{\frac{\tan^2{(\ln{|x|})}}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\tan{(\ln{|x|})}-\ln{|x|}+c\)
বঃ ২০০২

\(Q.1.(xii)\) \(\int{\frac{\tan{(\ln{|x|})}}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{\{\sec{(\ln{|x|})}\}}+c\)

\(Q.1.(xiii)\) \(\int{\frac{\tan{(\sin^{-1}{x})}}{\sqrt{1-x^2}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{\{|\sec{(\sin^{-1}{x})}|\}}+c\)
বঃ ২০১১,২০০৭; যঃ ২০০৯; কুঃ ২০০৭,২০০৪; সিঃ ২০০৬; রাঃ ২০০৫; ঢাঃ ২০০৩; মাঃ ২০১১,২০০৭

\(Q.1.(xiv)\) \(\int{(2x+3)\sqrt{x^2+3x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{2}{3}(x^2+3x)^{\frac{3}{2}}+c\)

\(Q.1.(xv)\) \(\int{x^2\sqrt(1-x^3)dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{2}{9}(1-x^3)^{\frac{3}{2}}+c\)

\(Q.1.(xvi)\) \(\int{\frac{e^{-x}dx}{(5+e^{-x})^2}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{5+e^{-x}}+c\)

\(Q.1.(xvii)\) \(\int{\left(e^x+\frac{1}{x}\right)(e^x+\ln{|x|})dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}(e^x+\ln{|x|})^2+c\)

\(Q.1.(xviii)\) \(\int{\frac{(\ln{|x|})^2}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{3}(\ln{|x|})^3+c\)

\(Q.1.(xix)\) \(\int{\frac{\ln{|x|}}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}(\ln{|x|})^2+c\)

\(Q.1.(xx)\) \(\int{\frac{1}{x(\ln{|x|})^2}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{\ln{|x|}}+c\)

\(Q.1.(xxi)\) \(\int{\frac{\sqrt{1+\ln{|x|}}}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{2}{3}(1+\ln{|x|})^{\frac{3}{2}}+c\)

\(Q.1.(xxii)\) \(\int{\frac{1}{x(1+\ln{|x|})^3}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{2(1+\ln{|x|})^2}+c\)
ঢাঃ ২০০১

\(Q.1.(xxiii)\) \(\int{(1+\cos{x})^3\sin{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{4}(1+\cos{x})^4+c\)
কুঃ ২০০৩

\(Q.1.(xxiv)\) \(\int{\sqrt{1-\sin{x}}\cos{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{2}{3}(1-\sin{x})^{\frac{3}{2}}+c\)
সিঃ ২০০১

\(Q.1.(xxv)\) \(\int{\frac{\cos{x}dx}{(1-\sin{x})^2}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{1-\sin{x}}+c\)
কুঃ ২০০৬; বঃ ২০১১

\(Q.1.(xxvi)\) \(\int{\tan^3{x}\sec^2{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{4}\tan^4{x}+c\)

\(Q.1.(xxvii)\) \(\int{\frac{1+\tan^2{x}}{(1+\tan{x})^2}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{1+\tan{x}}+c\)
কুয়েটঃ ২০১৩-২০১৪

\(Q.1.(xxviii)\) \(\int{\frac{\sin^{-1}{x}}{\sqrt{1-x^2}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}(\sin^{-1}{x})^2+c\)

\(Q.1.(xxix)\) \(\int{\frac{2x\sin^{-1}{x^2}}{\sqrt{1-x^4}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}(\sin^{-1}{x^2})^2+c\)

\(Q.1.(xxx)\) \(\int{\frac{x^2\tan^{-1}{x^3}}{1+x^6}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{6}(\tan^{-1}{x^3})^2+c\)
কুঃ ২০১৫,২০০৮; যঃ ২০০৬; চঃ ২০০৭; মাঃ ২০০৮

Read Short Question
Q.2-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.2.(i)\) \(\int{x7^{x^2}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{7^{x^2}}{2\ln{7}}+c\)

\(Q.2.(ii)\) \(\int{\frac{\tan{\sqrt{x}}\sec^2{\sqrt{x}}}{\sqrt{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\tan^2{\sqrt{x}}+c\)

\(Q.2.(iii)\) \(\int{\tan^2{x}\sec^2{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{3}\tan^3{x}+c\)

\(Q.2.(iv)\) \(\int{\tan^4{x}\sec^2{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{5}\tan^5{x}+c\)

\(Q.2.(v)\) \(\int{\cos{x}\cos{(\sin{x})}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\sin{(\sin{x})}+c\)

\(Q.2.(vi)\) \(\int{\sin{x}\sin{(\cos{x})}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\cos{(\cos{x})}+c\)

\(Q.2.(vii)\) \(\int{\frac{(\sec^{-1}{x})^4}{x\sqrt{x^2-1}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{5}(\sec^{-1}{x})^5+c\)

\(Q.2.(viii)\) \(\int{\frac{\cos{2x}}{(\sqrt{2+\sin{2x}})^3}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{\sqrt{2+\sin{2x}}}+c\)

\(Q.2.(ix)\) \(\int{\sqrt{1+\sec{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(2\sin^{-1}{\left(\sqrt{2}\sin{\frac{x}{2}}\right)}+c\)

\(Q.2.(x)\) \(\int{\frac{\sin{(2+3\ln{|x|})}}{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{3}\cos{(2+3\ln{|x|})}+c\)

\(Q.2.(xi)\) \(\int{\sin^3{x}\cos{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{4}\sin^4{x}+c\)

\(Q.2.(xii)\) \(\int{\sin^2{x}\cos{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{3}\sin^3{x}+c\)
ঢাঃ ২০০২]

\(Q.2.(xiii)\) \(\int{\sin^2{\frac{x}{2}}\cos{\frac{x}{2}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{2}{3}\sin^3{\frac{x}{2}}+c\)
কুঃ ২০০৩

\(Q.2.(xiv)\) \(\int{\sin^3{x}\cos^4{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{7}\cos^7{x}-\frac{1}{5}\cos^5{x}+c\)
রাঃ ২০০১

\(Q.2.(xv)\) \(\int{\sin^3{x}\cos^3{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{4}\sin^4{x}-\frac{1}{6}\sin^6{x}+c\)
যঃ ২০০৬

\(Q.2.(xvi)\) \(\int{\sin^5{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\cos{x}+\frac{2}{3}\cos^3{x}-\frac{1}{5}\cos^5{x}+c\)
রুয়েটঃ ২০১০-২০১১

\(Q.2.(xvii)\) \(\int{xe^{x^2}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}e^{x^2}+c\)
বঃ ২০০৩

\(Q.2.(xviii)\) \(\int{x^2a^{x^3}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{a^{x^3}}{3\ln{a}}+c\)
মাঃ ২০০৯

\(Q.2.(xix)\) \(\int{\frac{e^{\sqrt{x}}}{5\sqrt{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{2}{5}e^{\sqrt{x}}+c\)

\(Q.2.(xx)\) \(\int{\left(1-\frac{1}{x^2}\right)e^{x+\frac{1}{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^{x+\frac{1}{x}}+c\)
বিআইটিঃ ২০০১-২০০২

\(Q.2.(xxi)\) \(\int{\cos{x}e^{\sin{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^{\sin{x}}+c\)
ঢাঃ ২০১১; রাঃ ২০০৮

\(Q.2.(xxii)\) \(\int{\sec^2{x}e^{\tan{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^{\tan{x}}+c\)

\(Q.2.(xxiii)\) \(\int{\frac{e^{\sin^{-1}{x}}}{\sqrt{1-x^2}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^{\sin^{-1}{x}}+c\)
বুয়েটঃ ২০০৬; বুটেক্সঃ ২০১০-২০১১; কুয়েটঃ ২০০৬-২০০৭; চঃ ২০১১

\(Q.2.(xxiv)\) \(\int{e^{a\sin^{-1}{x}}.\frac{dx}{\sqrt{1-x^2}}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{a}e^{a\sin^{-1}{x}}+c\)

\(Q.2.(xxv)\) \(\int{e^{\tan^{-1}{x}}.\frac{dx}{1+x^2}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(e^{\tan^{-1}{x}}+c\)
ঢাঃ ২০০৯; মাঃ ২০১২,২০১৪

\(Q.2.(xxvi)\) \(\int{e^{a\tan^{-1}{x}}.\frac{dx}{1+x^2}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{a}e^{a\tan^{-1}{x}}+c\)

\(Q.2.(xxvii)\) \(\int{\sin^5{\theta}\cos{\theta}d\theta}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{6}\sin^6{\theta}+c\)

\(Q.2.(xxviii)\) \(\int{\cos^3{x}\sqrt{\sin{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{2}{3}\sin^{\frac{3}{2}}{x}-\frac{2}{7}\sin^{\frac{7}{2}}{x}+c\)

\(Q.2.(xxix)\) \(\int{\sin^2{x}\cos^2{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{8}x-\frac{1}{8}\sin{4x}+c\)

\(Q.2.(xxx)\) \(\int{\sin^2{x}\cos{2x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{16}(4\sin{2x}-4x-\sin{4x})+c\)

Read Board Question2
Q.3-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.3.(i)\) \(\int{\sin^4{x}\cos^4{x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{1024}(24x-8\sin{4x}+\sin{8x})+c\)

\(Q.3.(ii)\) \(\int{\frac{\sin{4x}}{\sin^4{x}+\cos^4{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-ln{|\sin^4{x}+\cos^4{x}|}+c\)

\(Q.3.(iii)\) \(\int{\frac{\tan{x}dx}{1+\cos^2{x}}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}ln{|2+\tan^2{x}|}+c\)

\(Q.3.(iv)\) \(\int{\frac{\sin{x}}{\sin{(x+a)}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(x\cos{a}-\sin{a}\ln{|\sin{(x+a)}|}+c\)

\(Q.3.(v)\) \(\int{(\sqrt{\tan{x}}+\sqrt{\cot{x}})dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\sqrt{2}\sin^{-1}{\sin{x}-\cos{x}}+c\)

\(Q.3.(vi)\) \(\int{\frac{dx}{\sin{x}\cos^3{x}}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}\tan^2{x}+\ln{|\tan{x}|}+c\)

\(Q.3.(vii)\) \(\int{\cos^2{x}\sin{2x}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{2}\cos^{4}{x}+c\)

\(Q.3.(viii)\) \(\int{\frac{x}{\sqrt{1-x^2}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\sqrt{1-x^2}+c\)
ঢাঃ ২০১৪; দিঃ ২০১১

\(Q.3.(ix)\) \(\int{\frac{x^3dx}{\sqrt{1-2x^4}}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{4}\sqrt{1-2x^4}+c\)
চঃ ২০১০

\(Q.3.(x)\) \(\int{\frac{dx}{x\sqrt{1+\ln{|x|}}}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(2\sqrt{1+\ln{|x|}}+c\)
কুঃ ২০০৩

\(Q.3.(xi)\) \(\int{\frac{\cos{x}}{\sqrt{\sin{x}}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(2\sqrt{\sin{x}}+c\)
রাঃ ২০১০; কুঃ ২০০৫

\(Q.3.(xii)\) \(\int{\frac{dx}{\cos^2{x}\sqrt{\tan{x}-1}}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(2\sqrt{\tan{x}-1}+c\)
সিঃ ২০০২

\(Q.3.(xiii)\) \(\int{\frac{\sqrt{\tan{x}}}{\sin{x}\cos{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(2\sqrt{\tan{x}}+c\)
দিঃ ২০১৪; রাঃ,কুঃ ২০০৯; সিঃ ২০০৭

\(Q.3.(xiv)\) \(\int{\frac{dx}{\sqrt{\sin^{-1}{x}}\sqrt{1-x^2}}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(2\sqrt{\sin^{-1}{x}}+c\)

\(Q.3.(xv)\) \(\int{\frac{dx}{(1+x^2)\sqrt{\tan^{-1}{x}+3}}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(2\sqrt{\tan^{-1}{x}+3}+c\)

\(Q.3.(xvi)\) \(\int{\frac{2x}{1+x^2}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{(1+x^2)}+c\)

\(Q.3.(xvii)\) \(\int{\frac{e^{3x}}{e^{3x}-1}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{3}\ln{|e^{3x}-1|}+c\)

\(Q.3.(xviii)\) \(\int{\frac{e^{x}-e^{-x}}{e^{x}+e^{-x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{(e^{x}+e^{-x})}+c\)
দিঃ ২০১০

\(Q.3.(xix)\) \(\int{\frac{1}{e^{x}+1}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\ln{(1+e^{-x})}+c\)
বঃ ২০১৭; যঃ ২০১০

\(Q.3.(xx)\) \(\int{\frac{1}{x\ln{|x|}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{\ln{|x|}}+c\)

\(Q.3.(xxi)\) \(\int{\frac{1}{x(1+\ln{|x|})}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{(|1+\ln{|x|}|)}+c\)
বঃ ২০০৯

\(Q.3.(xxii)\) \(\int{\frac{\tan{x}}{\ln{|\cos{x}|}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\ln{(\ln{|\cos{x}|})}+c\)
রাঃ ২০০৯ ; কুঃ ২০০৯,২০০১; সিঃ ২০০৯,২০০৭; দিঃ ২০০৯; যঃ ২০০৮,২০০৪; চঃ,বঃ ২০০৬

\(Q.3.(xxiii)\) \(\int{\frac{\sin{x}}{1+\cos{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\ln{|1+\cos{x}|}+c\)

\(Q.3.(xxiv)\) \(\int{\frac{\sin{x}}{4-\cos{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{|4-\cos{x}|}+c\)

\(Q.3.(xxv)\) \(\int{\frac{\sin{x}}{3+4\cos{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{4}\ln{|3+4\cos{x}|}+c\)
ঢাঃ ২০১৫,২০০৭; বঃ ২০১৩

\(Q.3.(xxvi)\) \(\int{\frac{\sin{x}}{1+2\cos{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{2}\ln{|1+2\cos{x}|}+c\)
রাঃ ২০০৩

\(Q.3.(xxvii)\) \(\int{\frac{1+\cos{x}}{x+\sin{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{|x+\sin{x}|}+c\)
যঃ ২০০৪

\(Q.3.(xxviii)\) \(\int{\frac{1-\tan{x}}{1+\tan{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{|\sin{x}+\cos{x}|}+c\)

\(Q.3.(xxix)\) \(\int{\frac{\sec^2{x}}{3-4\tan{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{4}\ln{|3-4\tan{x}|}+c\)
দিঃ ২০১১

\(Q.3.(xxx)\) \(\int{\frac{\sec{x}dx}{\ln{(|\sec{x}+\tan{x}|)}}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{\{\ln{(|\sec{x}+\tan{x}|)}\}}+c\)

Read Board Question3
Q.4-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.4.(i)\) \(\int{\frac{dx}{(1+x^2)\tan^{-1}{x}}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{|\tan^{-1}{x}|}+c\)
সিঃ ২০১১; চঃ ২০১০; বঃ ২০০৪

\(Q.4.(ii)\) \(\int{\frac{dx}{x(x^4-1)}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{4}\ln{\left|1-\frac{1}{x^4}\right|}+c\)
চুয়েটঃ ২০০৭-২০০৮

\(Q.4.(iii)\) \(\int{cosec \ {\frac{x}{2}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(2\ln{\left|cosec \ {\frac{x}{2}}-\cot{\frac{x}{2}}\right|}+c\)

\(Q.4.(iv)\) \(\int{\sec{\frac{x}{2}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(2\ln{\left|\sec{\frac{x}{2}}+\tan{\frac{x}{2}}\right|}+c\)

\(Q.4.(v)\) \(\int{\frac{\sin{x}}{a+b\cos{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{b}\ln{|a+b\cos{x}|}+c\)

\(Q.4.(vi)\) \(\int{\frac{\sin{2x}}{a\sin^2{x}+b\cos^2{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{a-b}\ln{|a\sin^2{x}+b\cos^2{x}|}+c\)

\(Q.4.(vii)\) \(\int{\frac{\sin{2x}}{3+5\cos^2{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{5}\ln{|3+5\cos^2{x}|}+c\)

\(Q.4.(viii)\) \(\int{\frac{\sin{x}}{\sin{x}+\cos{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}x-\frac{1}{2}\ln{|\sin{x}+\cos{x}|}+c\)

\(Q.4.(ix)\) \(\int{\frac{\cos{x}}{\sin{x}+\cos{x}}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}x+\frac{1}{2}\ln{|\sin{x}+\cos{x}|}+c\)

\(Q.4.(x)\) \(\int{\frac{dx}{1+\tan{x}}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}x+\frac{1}{2}\ln{|\sin{x}+\cos{x}|}+c\)
ঢাঃ ২০১০; কুঃ ২০১০; সিঃ ২০১৪,২০১০; বঃ ২০১৪; যঃ ২০১২; দিঃ ২০১১

\(Q.4.(xi)\) \(\int{\frac{\cos{x}dx}{(5-2\sin{x})^2}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2(5-2\sin{x})}+c\)

\(Q.4.(xii)\) \(\int{\frac{\sec^2{(\cot^{-1}{x})}}{1+x^2}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{x}+c\)
বুয়েটঃ ২০১০-২০১১

\(Q.4.(xiii)\) \(\int{\frac{dx}{(e^x-1)^2}dx}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{1-e^{-x}}-\ln{|1-e^{-x}|}+c\)

\(Q.4.(xiv)\) \(\int{\frac{dx}{1+e^{-x}}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{(e^x+1)}+c\)

\(Q.4.(xv)\) \(\int{\frac{dx}{\sqrt{x}+x}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(2\ln{(1+\sqrt{x})}+c\)

\(Q.4.(xvi)\) \(\int{\frac{dx}{x^{\frac{1}{2}}-x^{\frac{1}{4}}}}\) এর যোজিত ফল নির্ণয় কর।
উত্তরঃ \(2\sqrt{x}+4\sqrt[4]{x}+4\ln{|\sqrt[4]{x}-1|}+c\)

Read Board Question4
Q.5-এর সৃজনশীল প্রশ্নসমূহ
Read Creative Question
ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
Read Admission Question

Read More

Post List

Mathematics

Geometry 11 and 12 standard
Algebra 11 and 12 standard
Trigonometry 11 and 12 standard
Diff. Calculus 11 and 12 standard
Int. Calculus 11 and 12 standard
Geometry Honours course standard
Vector 11 and 12 standard
Vector Honours course standard
Algebra 9 and 10 standard
    Coming Soon !

Chemistry