নির্দিষ্ট যোগজীকরণ
Definite Integration
barcode
এ অধ্যায়ের পাঠ্যসূচী
নির্দিষ্ট যোগজীকরণ
Definite Integration
নির্দিষ্ট যোগজীকরণঃ আমরা জেনেছি, যোগজীকরণ হলো অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। এখন, আমরা একে সমষ্টিকরণের পদ্ধতি হিসেবে সংজ্ঞায়িত করব। প্রকৃতপক্ষে যোগজীকরণের উৎপত্তিই হলো বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের উদ্দেশ্য নিয়ে। এক্ষেত্রে ক্ষেত্রটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে, ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রের সমষ্টি থেকেই মূল ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা হয়।
নির্দিষ্ট যোগজের বৈশিষ্ট্য
Characteristic of Definite Integration
\(\int_{a}^{b}{f(x)dx}=\int_{a}^{b}{f(t)dt}\)
যেমনঃ
\(\int_{0}^{1}{x^2dx}=\int_{0}^{1}{t^2dt}\)
\(\int_{a}^{b}{f(x)dx}=-\int_{b}^{a}{f(x)dx}\)
যেমনঃ
\(\int_{0}^{\frac{\pi}{2}}{\sin{x}dx}=-\int_{\frac{\pi}{2}}^{0}{\sin{x}dx}\)
যেহেতু,
\(\int_{0}^{\frac{\pi}{2}}{\sin{x}dx}\)
\(=\left[-\cos{x}\right]_{0}^{\frac{\pi}{2}}\)
\(=-\left[\cos{x}\right]_{0}^{\frac{\pi}{2}}\)
\(=-\left[\cos{\frac{\pi}{2}}-\cos{0}\right]\)
\(=-\left[0-1\right]\) ➜ \(\because \cos{\frac{\pi}{2}}=0, \cos{0}=1\)
\(=-\left[-1\right]\)
\(=1\)
এবং
\(-\int_{\frac{\pi}{2}}^{0}{\sin{x}dx}\)
\(=-\left[-\cos{x}\right]_{\frac{\pi}{2}}^{0}\)
\(=\left[\cos{x}\right]_{\frac{\pi}{2}}^{0}\)
\(=\left[\cos{0}-\cos{\frac{\pi}{2}}\right]\)
\(=\left[1-0\right]\) ➜ \(\because \cos{0}=1, \cos{\frac{\pi}{2}}=0\)
\(=1\)
\(\therefore \int_{0}^{\frac{\pi}{2}}{\sin{x}dx}=-\int_{\frac{\pi}{2}}^{0}{\sin{x}dx}\)
\(\int_{0}^{a}{f(x)dx}=\int_{0}^{a}{f(a-x)dx}\)
যেমনঃ
\(\int_{0}^{2}{x^3dx}=\int_{0}^{2}{(2-x)^3dx}\);
\(\int_{0}^{\frac{\pi}{2}}{\sin{x}dx}=\int_{0}^{\frac{\pi}{2}}{\sin{\left(\frac{\pi}{2}-x\right)}dx}\)
ইত্যাদি।
নির্দিষ্ট যোগজ ও এর প্রয়োগ
Definite Integration and their applications
নির্দিষ্ট যোগজের সাহায্যে আমরা কোনো সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। বক্ররেখার দৈর্ঘ্য, বক্ররেখা দ্বারা পরিবেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল, কোনো বস্তুর আয়তন এবং গতিবেগ ইত্যাদি নির্ণয়ে নির্দিষ্ট যোগজ বিশেষ ভূমিকা পালন করে।
ক্ষেত্রফল থেকে যোগজের ধারণা
Concept of Integration from area
\(x=a, x=b, y=f(x)\) এবং \(y=0\) এ চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে \(n\) সমানভাবে বিভক্ত করলে এবং প্রতিটি ভাগের দূরত্ব \(h\) হলে \(nh=b-a\) হবে। এখন \(nh=b-a\) হলে, \[\lim_{a \rightarrow b}h\{f(a)+f(a+h)+f(a+2h)+f(a+3h)\]\[+ ..........+f(a+\overline{n-1}.h)\}\] কে নির্দিষ্ট যোগজ বলে। যাকে \(\int_{a}^{b}{f(x)dx}\) প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।
\(\therefore \int_{a}^{b}{f(x)dx}\) \[=\lim_{a \rightarrow b}h\{f(a)+f(a+h)+f(a+2h)+f(a+3h)\]\[+ ..........+f(a+\overline{n-1}.h)\}\]
উর্ধসীমা ও নিম্নসীমা
Upper limit and Lower limit
উর্ধসীমা ও নিম্নসীমাঃ যদি \(f(x)\) ফাংশনের অনির্দিষ্ট যোগজ \(F(x)\) হয়, অর্থাৎ \(\int{f(x)dx}=F(x)\) হয়, তবে \([a, b]\) বদ্ধ ব্যবধিতে \(F(b)-F(a)\) কে \(f(x)\) ফাংশনের নির্দিষ্ট যোগজের মান বলা হয়, যাকে \(\int_{a}^{b}{f(x)dx}\) প্রতীক দ্বারা প্রকাশ করা হয় ।
গাণিতিকভাবে, যদি \(f(x)\) এর যোগজ \(F(x)\) হয়
অর্থাৎ \(\int{f(x)dx}=F(x)\) হয় তবে \(\int_{a}^{b}{f(x)dx}=\left[F(x)\right]_{a}^{b}=F(b)-F(a)\).
এখানে \(a\) কে নিম্নসীমা (lower limit) , \(b\) কে উর্ধসীমা (upper limit) এবং \([ a, b]\) ব্যবধিকে যোগজের রেঞ্জ বলে।
মন্তব্যঃ
স্বাধীন চলরাশি \(x\) এর মান পরিবর্তিত হলে, অনির্দিষ্ট যোগজটির মান যে নির্দিষ্ট পরিমাণ পার্থক্য সৃষ্টি হয়, তা হলো নির্দিষ্ট যোজিতফল বা নির্দিষ্ট যোগজ।
নির্দিষ্ট যোগজীকরণে ধ্রুবক \( c\)-এর অপ্রয়োজনীয়তা
Redundancy of the constant \( c\) in definite summation
ব্যাখ্যাঃ \(\int{f(x)dx}=F(x)\) হয় তবে \(\int_{a}^{b}{f(x)dx}=\left[F(x)\right]_{a}^{b}=F(b)-F(a) ......(1)\)
আবার,
\(\int{f(x)dx}=F(x)+c\) হয় তবে \(\int_{a}^{b}{f(x)dx}=\left[F(x)+c\right]_{a}^{b}=F(b)+c-F(a)-c\)\(=F(b)-F(a) ......(2)\)
অর্থাৎ নির্দিষ্ট যোগজে ধ্রুবক \(c\) সংযুক্ত করলে উর্ধবপ্রান্ত এবং নিম্নপ্রান্ত প্রয়োগের ফলে তা অপসারিত হয়।
\((1)\) ও \((2)\) থেকে ইহা স্পষ্ট যে, \(\int_{a}^{b}{f(x)dx}\) এর যোজিতফল \(F(x)\) এর সাথে \(c\) ব্যবহার না করলেও ফলাফল যা, ব্যবহার করেও ফলাফল একই থাকে। কাজেই \(\int_{a}^{b}{f(x)dx}\) এর মান ধ্রুবক \(c\) এর উপর নির্ভরশীল নয়। তাই নির্দিষ্ট যোগজে ধ্রুবক \(c\) এর ব্যবহার অপ্রয়োজনীয়।
নির্দিষ্ট যোগজীকরণে জ্যামিতিক ব্যাখ্যা
Geometric interpretation of Definite Integration
int-image \(y=f(x)\) বক্ররেখা এবং \(y=0, x=a\) এবং \(x=b\) রেখত্রয় দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল \(ABCD\) কে \(\int_{a}^{b}{f(x)dx}\) প্রতীক দ্বারা প্রকাশ করা হয় ।
অর্থাৎ \(ABCD\) এর ক্ষেত্রফল \(=\int_{a}^{b}{f(x)dx}\)
নির্দিষ্ট যোগজ নির্ণয়ের ধাপসমুহ
Steps in determining the Definite Integration
নির্দিষ্ট যোগজ নির্ণয়ের কতগুলি কৌশল অবলম্বন করা হয়। এই কৌশলের ধাপসমুহ নিম্নরূপঃ
প্রদত্ত ফাংশনের অনির্দিষ্ট যোগজ নির্ণয় করতে হয়। অর্থাৎ \(\int{f(x)dx}\) এর অনির্দিষ্ট যোগজ \(F(x)\) হলে, \(F(x)\) বের করতে হয়।
\(F(x)\) এ \(x\) এর পরিবর্তে যথাক্রমে উর্ধবপ্রান্ত \(b\) এবং নিম্নপ্রান্ত \(a\) বসিয়ে \(F(b)\) থেকে \(F(a)\) বিয়োগ করতে হয়। এ বিয়োগফলই অর্থাৎ \(F(b)-F(a)\) হচ্ছে \(a\) এবং \(b\) সীমার মধ্যে \(f(x)\) এর যোজিতফল অর্থাৎ \(\int_{a}^{b}{f(x)dx}\) এর মান।
প্রতিস্থাপন পদ্ধতিতে নির্দিষ্ট যোগজ নির্ণয়ের ধাপসমুহ
Steps in determining the Definite Integration in the substitution method
নির্দিষ্ট যোগজ নির্ণয়ের ক্ষেত্রে প্রতিস্থাপন পদ্ধতি একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রক্রিয়া। এর ধাপসমুহ নিম্নরূপঃ
যোজ্য ফাংশনকে নতুন চলরাশিতে প্রকাশ করা।
অন্তরজ \(dx\) কে নতুন চলরাশির অন্তরজে রূপান্তর করা।
নতুন চলরাশির সীমার মান নির্ণয় করা।
উদাহরণসমুহ
\(Ex.(1)\) \(\int_{1}^{2}{\frac{(x^2-1)^2}{x^2}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{5}{6}\)

\(Ex.(2)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\cos^2{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{4}\)

\(Ex.(3)\) \(\int_{1}^{3}{\frac{2x}{1+x^2}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{5}\)

\(Ex.(4)\) \(\int_{1}^{3}{\frac{1}{x}\cos{(\ln{|x|})}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\sin{(\ln{3})}\)

\(Ex.(5)\) \(\int_{0}^{1}{\frac{1}{\sqrt{2x-x^2}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{2}\)

\(Ex.(6)\) \(\int_{0}^{1}{\ln{|1+x|}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(2\ln{2}-1\)

\(Ex.(7)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{e^x(\sin{x}+\cos{x})dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(e^{\frac{\pi}{2}}\)

\(Ex.(8)\) \(\int_{0}^{4}{y\sqrt{4-y}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{128}{15}\)

\(Ex.(9)\) \(\int_{0}^{3}{(3-2x+x^2)dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(9\)

\(Ex.(10)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\frac{\sin{x}}{\sin{x}+\cos{x}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{4}\)

\(Ex.(11)\) \(\int_{-\frac{\pi}{2}}^{\frac{\pi}{2}}{|\sin{x}|dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(2\)

\(Ex.(12)\) \(\int_{2}^{8}{|x-5|dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(9\)

\(Ex.(13)\) \(\int_{0}^{3}{\sqrt{9-x^2}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{9\pi}{4}\)

Read Example
Q.1-এর সংক্ষিপ্ত প্রশ্নসমূহ
\(Q.1.(i)\) \(\int_{0}^{3}{(3-2x+x^2)dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(9\)
কুঃ ২০০৭,২০০৬; বঃ ২০০৪

\(Q.1.(ii)\) \(\int_{0}^{1}{x(1-\sqrt{x})^2dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{30}\)

\(Q.1.(iii)\) \(\int_{-1}^{1}{|x|dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(1\)

\(Q.1.(iv)\) \(\int_{0}^{4}{\left(\sqrt{x}+\frac{1}{\sqrt{x}}\right)dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{28}{3}\)

\(Q.1.(v)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{(\sin{\theta}+\cos{\theta})d\theta}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(2\)
চঃ ২০০৪

\(Q.1.(vi)\) \(\int_{0}^{\frac{\pi}{4}}{\frac{1-\cos{2\theta}}{1+\cos{2\theta}}d\theta}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(1-\frac{\pi}{4}\)
চঃ ২০১৪; রাঃ ২০০৩

\(Q.1.(vii)\) \(\int_{0}^{\frac{\pi}{4}}{\frac{1}{1+\cos{2x}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}\)
চঃ ২০০৭; ঢাঃ ২০০৬; কুঃ ২০০৩

\(Q.1.(viii)\) \(\int_{\frac{\pi}{6}}^{\frac{\pi}{4}}{\frac{1}{1-\cos{2x}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}(\sqrt{3}-1)\)
দিঃ,চঃ ২০১২

\(Q.1.(ix)\) \(\int_{0}^{\frac{\pi}{3}}{\frac{dx}{1-\sin{x}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\sqrt{3}+1\)
ঢাঃ ২০১৩,২০০৯,২০০৮; রাঃ ২০১৩; সিঃ ২০১০; কুঃ,যঃ ২০০৯

\(Q.1.(x)\) \(\int_{0}^{\frac{\pi}{4}}{\frac{dx}{1+\sin{x}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(2-\sqrt{2}\)
বঃ ২০১৪,২০১২,২০০৯,২০০৬,২০০৩; দিঃ ২০১৪,২০১০; সিঃ ২০১৪,২০০৮,২০০৪; কুঃ ২০১৪,২০০৫; ঢাঃ ২০১২,২০১০; রাঃ ২০১০,২০০৮; চঃ ২০০৮,২০০৬; যঃ ২০০৮,২০০৩

\(Q.1.(xi)\) \(\int_{-\frac{\pi}{2}}^{\frac{\pi}{2}}{\frac{\sec{x}+1}{\sec{x}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\pi+2\)
যঃ ২০১৩,২০০৬,২০০৩

\(Q.1.(xii)\) \(\int_{0}^{\frac{\pi}{4}}{\frac{\cos{2x}}{\cos^2{x}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{2}-1\)
বঃ ২০১১; চঃ ২০০৪; রাঃ ২০০৯,২০০৫; সিঃ ২০১১

\(Q.1.(xiii)\) \(\int_{0}^{\frac{\pi}{4}}{\tan^2{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(1-\frac{\pi}{4}\)
বঃ ২০১১; কুঃ ২০০৯

\(Q.1.(xiv)\) \(\int_{0}^{1}{\frac{dx}{\sqrt{x+1}+\sqrt{x}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{4}{3}(\sqrt{2}-1)\)

\(Q.1.(xv)\) \(\int_{0}^{4}{\frac{dx}{\sqrt{2x+1}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(2\)

\(Q.1.(xvi)\) \(\int_{1}^{4}{\frac{dx}{(2+3x)^2}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{3}{70}\)
যঃ ২০০৭

\(Q.1.(xvii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\cos{4x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(0\)
রাঃ ২০০৪; কুঃ ২০০৬

\(Q.1.(xviii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\frac{dx}{1+\cos{x}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(1\)
ঢাঃ ২০১১; বঃ ২০০৮

\(Q.1.(xix)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\sqrt{1+\cos{x}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(2\)

\(Q.1.(xx)\) \(\int_{0}^{\pi}{3\sqrt{1-\cos{x}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(6\sqrt{2}\)
কুঃ ২০০৮

\(Q.1.(xxi)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\sqrt{1+\sin{x}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(2\)
বঃ ২০১১

\(Q.1.(xxii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\sqrt{1+\sin{\theta}}d\theta}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(2\)
বঃ ২০১৭

\(Q.1.(xxiii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\sin^2{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{4}\)
সিঃ ২০০৫

\(Q.1.(xxiv)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\cos^2{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{4}\)
রাঃ ২০০৯,২০০৫; সিঃ ২০১১; চঃ ২০০৪

\(Q.1.(xxv)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\sin^2{2\theta}d\theta}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{4}\)
মাঃ ২০০৯

\(Q.1.(xxvi)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\cos^3{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{2}{3}\)
যঃ ২০১৩,২০০৯,২০০৭; দিঃ ২০১৩; বঃ ২০০৮; সিঃ ২০১২,২০০৬,২০০৫

\(Q.1.(xxvii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\sin^3{\theta}d\theta}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{2}{3}\)

\(Q.1.(xxviii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{(a\cos^2{x}+b\sin^2{x})dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{4}(a+b)\pi\)
চঃ ২০০৩

\(Q.1.(xxix)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\cos^4{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{3\pi}{16}\)
যঃ ২০০৪

\(Q.1.(xxx)\) \(\int_{0}^{\frac{\pi}{4}}{\sin^4{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{3\pi-8}{32}\)
চঃ ২০০৩

\(Q.1.(xxxi)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\sin{x}\sin{2x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{2}{3}\)
রাঃ ২০০৮; দিঃ ২০১৩; যঃ ২০০৮; চঃ ২০০৬; বঃ ২০০৬,২০০৪

\(Q.1.(xxxii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\sin{2x}\cos{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{2}{3}\)
যঃ ২০০৫

\(Q.1.(xxxiii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\cos{3\theta}\cos{2\theta}d\theta}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{3}{5}\)
ঢাঃ ২০১৪; চঃ ২০০৩

\(Q.1.(xxxiv)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\sin^2{x}\sin{3x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{2}{15}\)
সিঃ ২০০৩; বঃ ২০০৫; যঃ ২০১৪; রাঃ ২০০৮; মাঃ ২০০৩,২০০৫

\(Q.1.(xxxv)\) \(\int_{1}^{4}{\frac{dx}{(2x+3)^2}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{3}{55}\)

\(Q.1.(xxxvi)\) \(\int_{3}^{1}{\frac{2x}{1+x^2}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(-\ln{(5)}\)
কুঃ ২০০৩; সিঃ ২০০৬

\(Q.1.(xxxvii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\sin^5{\theta}\cos{\theta}d\theta}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{6}\)
বুয়েটঃ ২০০৭-২০০৮

\(Q.1.(xxxviii)\) \(\int_{2}^{5}{\frac{7x}{\sqrt{x^2+3}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(7\sqrt{7}\)

\(Q.1.(xxxix)\) \(\int_{0}^{\frac{\pi}{6}}{\frac{\cos{x}}{\sqrt{12+\sin{x}}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(5\sqrt{2}-4\sqrt{3}\)
সাস্টঃ ২০০৭-২০০৮

\(Q.1.(xL)\) \(\int_{-\frac{\pi}{4}}^{0}{\tan{\left(\frac{\pi}{4}+x\right)}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}\ln{(2)}\)

\(Q.1.(xLi)\) \(\int_{0}^{\frac{\pi}{4}}{\frac{\cos{2\theta}}{\cos^2{\theta}}d\theta}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{2}-1\)
বঃ ২০১১; চঃ ২০০৪; রাঃ ২০০৯,২০০৫; সিঃ ২০১১

\(Q.1.(xLii)\) \(\int_{\frac{1}{4}}^{1}{|2x-1|dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{5}{16}\)

Read Short Question
Q.2-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.2.(i)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{|\cos{2x}|dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(1\)

\(Q.2.(ii)\) \(\int_{-\pi}^{\pi}{|\cos{x}|dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(4\)

\(Q.2.(iii)\) \(\int_{1}^{4}{\frac{(2-x)^2}{\sqrt{x}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(1\frac{11}{15}\)

\(Q.2.(iv)\) \(\int_{0}^{4}{\frac{dx}{(2x+3)^2}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{4}{33}\)

\(Q.2.(v)\) \(\int_{1}^{3}{\frac{1}{x}\cos{(\ln{|x|})}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\sin{(\ln{3})}\)
ঢাঃ ২০১২,২০০৮; দিঃ ২০১১; বুয়েটঃ ২০০৯; চঃ ২০১৩; কুঃ ২০১৪,২০০৮; বঃ ২০১২

\(Q.2.(vi)\) \(\int_{1}^{2}{\frac{1}{z}\cos{(\ln{|z|})}dz}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\sin{(\ln{2})}\)
দিঃ ২০১৭

\(Q.2.(vii)\) \(\int_{0}^{1}{x^3\sqrt{1+3x^4}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{7}{18}\)
রাঃ ২০০৯,২০০৭,২০০৫; কুঃ ২০১০,২০০৭; চঃ ২০০৮,২০০৫; সিঃ ২০০৮,২০১২; যঃ ২০১২; বঃ ২০০৯,২০০৪; মাঃ ২০১১

\(Q.2.(viii)\) \(\int_{0}^{\pi}{3\sqrt{1-\cos{x}}\sin{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(4\sqrt{2}\)
কুঃ ২০৪

\(Q.2.(ix)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\frac{\cos{\theta}}{(1+\sin{\theta})^3}d\theta}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{3}{8}\)

\(Q.2.(x)\) \(\int_{0}^{\frac{\pi}{4}}{\tan^2{x}\sec^2{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{3}\)
ঢাঃ ২০১৩,২০০৫,২০০৩; চঃ ২০১১,২০০৪; রাঃ ২০০৫; কুঃ ২০০৬,২০০৪

\(Q.2.(xi)\) \(\int_{0}^{\frac{\pi}{4}}{\tan^3{x}\sec^2{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{4}\)
সিঃ ২০১৩

\(Q.2.(xii)\) \(\int_{0}^{\frac{\pi}{4}}{4\tan^3{x}\sec^2{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(1\)
ঢাঃ ২০১১; কুঃ ২০০৯; দিঃ ২০০৯; যঃ ২০০৬; সিঃ ২০১৩,২০০৯; বঃ ২০১১

\(Q.2.(xiii)\) \(\int_{0}^{\frac{\pi}{4}}{(\tan^3{x}+\tan{x})dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}\)
কুঃ ২০০৮; যঃ ২০০৫

\(Q.2.(xiv)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{(1+\cos{x})^2\sin{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{7}{3}\)
চঃ ২০১১; সিঃ ২০০৫; বুয়েটঃ ২০০৮-২০০৯

\(Q.2.(xv)\) \(\int_{0}^{1}{\frac{\sin^{-1}{x}}{\sqrt{1-x^2}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi^2}{8}\)
দিঃ ২০০৯; সিঃ ২০০৭; যঃ ২০০৪; বঃ ২০০৮; মাঃ ২০১২

\(Q.2.(xvi)\) \(\int_{0}^{1}{\frac{(\cos^{-1}{x})^3}{\sqrt{1-x^2}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi^4}{64}\)
রাঃ,যঃ ২০০৩

\(Q.2.(xvii)\) \(\int_{0}^{1}{\frac{(\sin^{-1}{x})^2}{\sqrt{1-x^2}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi^3}{24}\)
রাঃ ২০১১; কুঃ ২০০৬,২০০৩; ঢাঃ ২০০৪

\(Q.2.(xviii)\) \(\int_{0}^{1}{\frac{(\tan^{-1}{x})^2}{1+x^2}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi^3}{192}\)
ঢাঃ ২০১১,২০০৫; কুঃ ২০১১,২০০৮; রাঃ ২০০৭; সিঃ ২০১০,২০০৬; চঃ,যঃ ২০১৩,২০১০; বঃ ২০১২,২০০৬,২০০৩

\(Q.2.(xix)\) \(\int_{0}^{1}{\frac{\tan^{-1}{x}}{1+x^2}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi^2}{32}\)
মাঃ ২০১২; দিঃ ২০০৯; বঃ ২০০৮; সিঃ ২০০৭; যঃ ২০০৪

\(Q.2.(xx)\) \(\int_{0}^{1}{\frac{2x(\tan^{-1}{x^2})^3}{1+x^4}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi^4}{1024}\)

\(Q.2.(xxi)\) \(\int_{1}^{e^{2}}{\frac{\ln{|x|}}{x}dx}+\int_{1}^{2}{e^xdx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(2+e^2-e\)
দিঃ ২০১৭

\(Q.2.(xxii)\) \(\int_{1}^{e^{2}}{\frac{dx}{x(1+\ln{|x|})^2}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{2}{3}\)
ঢাঃ ২০১৪,২০০৮,২০০৬; রাঃ ২০১৩,২০০৯; কুঃ ২০০৯; যঃ ২০১২,২০১০,২০০৬; চঃ ২০১৩,২০০৭,২০০৫; দিঃ ২০১৪; সিঃ ২০১০,২০০৪; মাঃ ২০১৪,২০১০

\(Q.2.(xxiii)\) \(\int_{\frac{\pi}{3}}^{\frac{\pi}{2}}{\frac{\cos^5{x}}{\sin^7{x}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{162}\)
ঢাঃ ২০১২; রাঃ ২০০৭; যঃ ২০০৫; চঃ ২০০৮; দিঃ ২০১১

\(Q.2.(xxiv)\) \(\int_{0}^{\frac{\pi}{4}}{\sin^3{\theta}\cos{\theta}d\theta}\) যোগজটির মান নির্ণয় কর।

উত্তরঃ \(\frac{1}{16}\)
ঢাঃ ২০১১; কুঃ,দিঃ ২০০৯; যঃ ২০০৬; সিঃ ২০১৩,২০০৯; বঃ ২০১১

\(Q.2.(xxv)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\sin^6{x}\cos{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{7}\)
সিঃ ২০১৭

\(Q.2.(xxvi)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\cos^5{x}\sin{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{6}\)
দিঃ ২০১০; যঃ ২০১১

\(Q.2.(xxvii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\cos^2{\theta}\sin{\theta}d\theta}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{3}\)
দিঃ ২০১০; যঃ ২০১১; ঢাঃ ২০০৩

\(Q.2.(xxviii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\sin^5{\theta}\cos^4{\theta}d\theta}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{8}{315}\)

\(Q.2.(xxix)\) \(\int_{0}^{1}{xe^{x^2}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}(e-1)\)
ঢাঃ ২০১৩,২০০৯,২০০৫; কুঃ ২০১৩,২০১২; যঃ ২০১৩,২০০৮,২০০৬; চঃ ২০১২,২০০৬,২০০৪,২০০৩; সিঃ ২০১০,২০০৭,২০০৩; বঃ ২০০৫; দিঃ ২০১২

\(Q.2.(xxx)\) \(\int_{1}^{2}{x^2e^{x^3}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{3}e(e^7-1)\)
ঢাঃ ২০০৯ বঃ ২০১০; রাঃ ২০০৬,২০০৪

\(Q.2.(xxxi)\) \(\int_{0}^{1}{\frac{e^{\sqrt{x}}}{\sqrt{x}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(2(e-1)\)

\(Q.2.(xxxii)\) \(\int_{4}^{8}{\frac{xdx}{\sqrt{x^2-15}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(6\)

\(Q.2.(xxxiii)\) \(\int_{0}^{1}{\frac{xdx}{\sqrt{1-x^2}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(1\)
ঢাঃ ২০০৭; রাঃ ২০১২; যঃ ২০০৭

\(Q.2.(xxxiv)\) \(\int_{0}^{2}{\frac{xdx}{\sqrt{9-2x^2}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(1\)
ঢাঃ ২০১৫; রাঃ ২০১২; সিঃ,চঃ ২০১৪; দিঃ ২০১৩

\(Q.2.(xxxv)\) \(\int_{0}^{1}{\frac{xdx}{\sqrt{4-x^2}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(2-\sqrt{3}\)
ঢাঃ, রাঃ ২০১০; কুঃ ২০১০,২০০৫; দিঃ ২০১৩

\(Q.2.(xxxvi)\) \(\int_{0}^{\ln{2}}{\frac{e^x}{1+e^x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{\left(\frac{3}{2}\right)}\)
ঢাঃ ২০১০,২০০৭; রাঃ ২০১০,২০০৬,২০০৪; কুঃ ২০১৭,২০১৩,২০১০,২০০৭,২০০৫; যঃ ২০১৪,২০১১,২০০৯,২০০৭; দিঃ ২০০৯; চঃ ২০১১,২০০৯,২০০৫; সিঃ ২০১২,২০০৮; বঃ ২০১৪,২০১১,২০০৬; মাঃ ২০১৪,২০১১

\(Q.2.(xxxvii)\) \(\int_{1}^{e^{2}}{\frac{dx}{x(1+\ln{|x|})}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{3}\)
দিঃ ২০১১; বঃ ২০৭,২০০৪

\(Q.2.(xxxviii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\frac{dx}{1+\cot{x}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{4}\)

\(Q.2.(xxxix)\) \(\int_{0}^{1}{\frac{dx}{1+x^2}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{4}\)

\(Q.2.(xL)\) \(\int_{0}^{1}{\frac{dx}{\sqrt{1-x^2}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{2}\)

\(Q.2.(xLi)\) \(\int_{0}^{1}{\frac{dx}{\sqrt{4-3x^2}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{3\sqrt{3}}\)
ঢাঃ ২০০৩

\(Q.2.(xLii)\) \(\int_{3}^{4}{\frac{dx}{25-x^2}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{5}\ln{\left(\frac{3}{2}\right)}\)
বঃ ২০১৩

Read Board Question2
Q.3-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.3.(i)\) \(\int_{0}^{3}{\frac{dx}{\sqrt{3x-x^2}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\pi\)
চঃ ২০১০

\(Q.3.(ii)\) \(\int_{0}^{1}{\frac{1+x}{1+x^2}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{4}+\frac{1}{2}\ln{2}\)
সিঃ ২০১২,২০০৫; কুঃ ২০১২; রাঃ ২০০৯,২০০৬,২০০৪; ঢাঃ ২০০৯; বঃ ২০০৭; দিঃ,চঃ,যঃ ২০১১

\(Q.3.(iii)\) \(\int_{0}^{1}{\frac{xdx}{1+x^4}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{8}\)
রাঃ ২০১১

\(Q.3.(iv)\) \(\int_{0}^{1}{\frac{dx}{e^x+e^{-x}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\tan^{-1}{e}-\frac{\pi}{4}\)
রাঃ ২০১২,২০০৩; কুঃ ২০০৮; বঃ ২০১৩; সিঃ ২০০৭,২০০৪; মাঃ ২০১০

\(Q.3.(v)\) \(\int_{0}^{\pi}{\frac{\sin{x}}{1+\cos^2{x}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{2}\)
ঢাঃ ২০০৭

\(Q.3.(vi)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\frac{\cos{x}}{1+\sin^2{x}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{4}\)
রাঃ,সিঃ ২০১৩

\(Q.3.(vii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\frac{\cos{\theta}}{\sqrt{4-\sin^2{\theta}}}d\theta}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{6}\)
রাঃ,সিঃ ২০১৩

\(Q.3.(viii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\frac{\cos{x}}{9-\sin^2{x}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{6}\ln{2}\)
ঢাঃ ২০০৫; কুঃ ২০১০; দিঃ ২০১৩; চঃ ২০০৯; সিঃ ২০১৩,২০০৯; বঃ ২০১০

\(Q.3.(ix)\) \(\int_{0}^{\frac{\pi}{4}}{\frac{\sin{2x}}{\cos^4{x}+\sin^4{x}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{4}\)
বুয়েটঃ ২০০৮-২০০৯

\(Q.3.(x)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\frac{dx}{a^2\cos^2{x}+b^2\sin^2{x}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{2ab}\)
রুয়েটঃ ২০১১-২০১২

\(Q.3.(xi)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\frac{d\theta}{a\sin^2{\theta}+b\cos^2{\theta}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{2\sqrt{ab}}\)
রাঃ ২০১১

\(Q.3.(xii)\) \(\int_{0}^{1}{\frac{\ln{|x+1|}}{x+1}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}(\ln{2})^2\)
ঢাঃবিঃ ২০১৪-২০১৫

\(Q.3.(xiii)\) \(\int_{1}^{e^2}{\frac{1+\ln{|x|}}{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(4\)

\(Q.3.(xiv)\) \(\int_{0}^{1}{\frac{dx}{\sqrt{x-x^2}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\pi\)

\(Q.3.(xv)\) \(\int_{2}^{5}{\frac{dx}{x^2-4x+13}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{12}\)

\(Q.3.(xvi)\) \(\int_{0}^{1}{\frac{dx}{\sqrt{2x-x^2}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{2}\)
ঢাঃবিঃ ২০০৮-২০০৯

\(Q.3.(xvii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\frac{\cos{x}}{\sqrt{4-\sin^2{x}}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{6}\)

\(Q.3.(xviii)\) \(\int_{2}^{3}{\frac{dx}{9x^2-16}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{24}\ln{\left(\frac{25}{13}\right)}\)

\(Q.3.(xix)\) \(\int_{0}^{4}{\sqrt{16-x^2}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(4\pi\)
সিঃ ২০১৩,২০১১,২০০৯,২০০৬,২০০৩; কুঃ ২০১১,২০০৩; রাঃ ২০০৯,২০০৬,২০০৩; যঃ ২০০৮; বঃ ২০০৭; চঃ ২০০৬

\(Q.3.(xx)\) \(\int_{0}^{5}{\sqrt{25-x^2}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{25\pi}{4}\)
রাঃ ২০০১১,২০০৩

\(Q.3.(xxi)\) \(\int_{-a}^{a}{\sqrt{a^2-x^2}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{a^2\pi}{2}\)
রাঃ ২০০১১,২০০৩

\(Q.3.(xxii)\) \(\int_{-1}^{1}{x^2\sqrt{4-x^2}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{2\pi}{3}-\frac{\sqrt{3}}{2}\)
ঢাঃ ২০০৮; চঃ ২০০৩; যঃ ২০০৯,২০০৫;বঃ ২০০৮

\(Q.3.(xxiii)\) \(\int_{0}^{2a}{\sqrt{2ax-x^2}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{a^2\pi}{2}\)
রাঃ ২০০১১,২০০৩

\(Q.3.(xxiv)\) \(\int_{-1}^{1}{\sqrt{\frac{1-x}{1+x}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\pi\)

\(Q.3.(xxv)\) \(\int_{0}^{a}{\sqrt{\frac{a+x}{a-x}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{a(\pi+2)}{2}\)

\(Q.3.(xxvi)\) \(\int_{1}^{4}{\ln{|x|}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(8\ln{(2)}-3\)
কুঃ ২০০৪

\(Q.3.(xxvii)\) \(\int_{0}^{1}{\ln{(x^2+1)}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{2}+\frac{\pi}{2}-2\)
ঢাঃ ২০০৭

\(Q.3.(xxviii)\) \(\int_{1}^{4}{\frac{\ln{|x|}}{\sqrt{x}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{2}-4\)
ঢাঃ ২০১২

\(Q.3.(xxix)\) \(\int_{1}^{e}{\ln{|x|}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(1\)
বুয়েটঃ ২০০৫-২০০৬

\(Q.3.(xxx)\) \(\int_{1}^{\sqrt{e}}{x\ln{|x|}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{4}\)
রাঃ ২০১৪; যঃ ২০০৪

\(Q.3.(xxxi)\) \(\int_{2}^{4}{\ln{|2x|}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(8\ln{2}-2\)
বঃ ২০০৯

\(Q.3.(xxxii)\) \(\int_{0}^{1}{\ln{|x|}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(-1\)
রাঃ ২০১৭

\(Q.3.(xxxiii)\) \(\int_{0}^{3}{\frac{xe^x}{3(x+1)^2}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{3}\left(\frac{e^2}{4}-1\right)\)
রাঃ ২০১৭

\(Q.3.(xxxiv)\) \(\int_{0}^{1}{\frac{xe^x}{(x+1)^2}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{e}{2}-1\)
যঃ ২০১৭

\(Q.3.(xxxv)\) \(\int_{0}^{1}{2x^3e^{-x^2}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(1-\frac{2}{e}\)

\(Q.3.(xxxvi)\) \(\int_{0}^{1}{xe^{-3x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{9}(1-4e^{-3})\)
দিঃ ২০১০; সিঃ ২০০৩

\(Q.3.(xxxvii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{x^2\cos{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi^2}{4}-2\)
চঃ ২০০৭; ঢাঃ ২০০৬; কুঃ ২০০৪

\(Q.3.(xxxviii)\) \(\int_{0}^{\pi}{x^2\sin{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\pi^2+4\)

\(Q.3.(xxxix)\) \(\int_{0}^{1}{\sin^{-1}{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{2}-1\)

\(Q.3.(xL)\) \(\int_{1}^{\sqrt{3}}{x\tan^{-1}{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{12}(5\pi-6\sqrt{3}+6)\)
বঃ ২০১৩; রাঃ,চঃ ২০১২,২০০৮; দিঃ ২০১২; যঃ ২০১১

Read Board Question3
Q.4-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.4.(i)\) \(\int_{0}^{2}{(x-2)\tan^{-1}{(x-2)}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{5}{2}\tan^{-1}{(2)}-1\)
সিঃ ২০১৭

\(Q.4.(ii)\) \(\int_{1}^{\sqrt{3}}{x\cot^{-1}{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{12}(\pi+6\sqrt{3}-6)\)
বুয়েটঃ ২০০৯

\(Q.4.(iii)\) \(\int_{\frac{\pi}{3}}^{\frac{\pi}{2}}{\frac{dx}{1+\sin{x}-\cos{x}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{\left(\frac{\sqrt{3}+1}{2}\right)}\)
বুয়েটঃ ২০১১-২০১২

\(Q.4.(iv)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\frac{dx}{\sin{x}+\cos{x}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(-\sqrt{2}\ln{(\sqrt{2}-1)}\)
কুয়েটঃ ২০১৩-২০১৪; বুটেক্সঃ ২০০১-২০০২

\(Q.4.(v)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\sin^3{x}\sqrt{\cos{x}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{8}{21}\)
চঃ ২০১৩,২০০৯; বঃ,সিঃ ২০১৩; যঃ ২০১০; রাঃ ২০০৮

\(Q.4.(vi)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\cos^3{x}\sqrt{\sin{x}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{8}{21}\)
ঢাঃ ২০১৪,২০০৬,২০০৪; রাঃ ২০১৪; কুঃ ২০১৩,২০১১,২০০৭; দিঃ ২০১১; চঃ ২০০৭,২০০৩; সিঃ ২০১১,২০০৮,২০০৪; যঃ ২০১২; বঃ ২০১১,২০০৯,২০০৭,২০০৫

\(Q.4.(vii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\cos^3{\theta}\sqrt[3]{\sin{\theta}}d\theta}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{9}{20}\)
বঃ ২০১৭

\(Q.4.(viii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\frac{\cos^3{\theta}}{\sqrt{\sin{\theta}}}d\theta}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{8}{5}\)
রাঃ ২০১২; চঃ,বঃ ২০১০

\(Q.4.(ix)\) \(\int_{0}^{\pi}{\frac{xdx}{1+\sin{x}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\pi\)

\(Q.4.(x)\) \(\int_{8}^{15}{\frac{dx}{(x-3)\sqrt{x+1}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}\ln{\left(\frac{5}{3}\right)}\)

\(Q.4.(xi)\) \(\int_{\frac{1}{2}}^{1}{\frac{dx}{x\sqrt{4x^2-1}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{3}\)
বুয়েটঃ ২০০৪

\(Q.4.(xii)\) \(\int_{1}^{2}{\frac{dx}{x^2\sqrt{4-x^2}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\sqrt{3}}{4}\)
বুয়েটঃ ২০০৪

\(Q.4.(xiii)\) \(\int_{0}^{\frac{\pi}{6}}{\frac{dx}{1-\tan^2{x}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{12}+\frac{1}{4}\ln{(2+\sqrt{3})}\)
বুয়েটঃ ২০০৮; বঃ ২০১৫

\(Q.4.(xiv)\) \(\int_{0}^{\infty}{e^{-2x}\cos{4x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{10}\)
কুয়েটঃ ২০১৩-২০১৪

\(Q.4.(xv)\) \(\int_{2}^{3}{\frac{dx}{2(x-1)\sqrt{x^2-2x}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{6}\)
বুয়েটঃ ২০০১-২০০২,২০০৩-২০০৪

\(Q.4.(xvi)\) \(\int_{2}^{e}{\left\{\frac{1}{\ln{|x|}}-\frac{1}{(\ln{|x|})^2}\right\}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(e-\frac{2}{\ln{2}}\)
বুয়েটঃ ২০০৩-২০০৪; বিআইটিঃ ১৯৯৮-১৯৯৫

\(Q.4.(xvii)\) \(\int_{0}^{a}{\frac{a^2-x^2}{(a^2+x^2)^2}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2a}\)
বুয়েটঃ ২০০০-২০০১

\(Q.4.(xviii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\frac{\cos{x}}{(1+\sin{x})(2+\sin{x})}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{\left(\frac{4}{3}\right)}\)
কুয়েটঃ ২০০৯-২০১০; বিআইটিঃ ১৯৯৭-১৯৯৮

\(Q.4.(xix)\) \(\int_{0}^{\pi}{x\sin^2{x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi^2}{4}\)
বুয়েটঃ ২০০৫

\(Q.4.(xx)\) \(\int_{0}^{a}{\sqrt{a^2-x^2}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{4}\pi{a^2}\)
ঢাঃ ২০১১; চঃ ২০১২

\(Q.4.(xxi)\) \(\int_{-\frac{\pi}{2}}^{\frac{\pi}{2}}{(\sin{x}+\cos{x})^2dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\pi\)

\(Q.4.(xxii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{(\sin{\theta}+\cos{\theta})d\theta}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(2\)
চঃ ২০০৪

\(Q.4.(xxiii)\) \(\int_{\frac{\pi}{2}}^{\pi}{(1+\sin{2\theta})d\theta}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{2}-1\)

\(Q.4.(xxiv)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\frac{\cos{x}}{(1+\sin{x})^3}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{3}{8}\)
দিঃ ২০১৪

\(Q.4.(xxv)\) \(\int_{0}^{\frac{1}{2}}{\frac{dx}{(1-2x^2)\sqrt{1-x^2}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2}\ln{(2+\sqrt{3})}\)

\(Q.4.(xxvi)\) \(\int_{0}^{\frac{\pi}{4}}{\sec{x}\sqrt{\frac{1-\sin{x}}{1+\sin{x}}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(2-\sqrt{2}\)

\(Q.4.(xxvii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\frac{\sqrt{\sin{x}}}{\sqrt{\sin{x}}+\sqrt{\cos{x}}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{4}\)

\(Q.4.(xxviii)\) \(\int_{0}^{\frac{\pi}{2}}{\frac{dx}{1+\tan{x}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{4}\)

\(Q.4.(xxix)\) \(\int_{8}^{27}{\frac{dx}{x-x^{\frac{1}{3}}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{3}{2}\ln{\left(\frac{8}{3}\right)}\)
যঃ ২০১৪

\(Q.4.(xxx)\) \(\int_{0}^{4}{f(x)dx}=5\) হয় তবে \(\int_{1}^{5}{f(x-1)dx}\) এর মাণ কত?
উত্তরঃ \(5\)
ঢাঃবিঃ ২০০৭-২০০৮

\(Q.4.(xxxi)\) \(\int_{0}^{1}{\frac{1-x}{1+x}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{\left(\frac{4}{e}\right)}\)
যঃ ২০০৪; বঃ ২০০৪,২০০৩; মাঃ ২০১০

\(Q.4.(xxxii)\) \(\int_{0}^{16}{\frac{x^{\frac{1}{4}}}{1+x^{\frac{1}{2}}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(4\left(\frac{2}{3}+\tan^{-1}{(2)}\right)\)

\(Q.4.(xxxiii)\) \(\int_{1}^{3}{\frac{x-3}{x^3+x^2}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(4\ln{\left(\frac{3}{2}\right)}-2\)

\(Q.4.(xxxiv)\) \(\int_{0}^{2}{\frac{x^4+1}{x^2+1}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{2}{3}+2\tan^{-1}{(2)}\)

\(Q.4.(xxxv)\) \(\int_{0}^{3}{\frac{dx}{(2+x^2)^{\frac{3}{2}}}}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{3\sqrt{11}}{22}\)

\(Q.4.(xxxvi)\) দেখাও যে, \(\int_{0}^{\frac{\pi}{2}}{\frac{d\theta}{a^2\sin^2{\theta}+b^2\cos^2{\theta}}}=\frac{\pi}{2ab}\)
রাঃ ২০১১

\(Q.4.(xxxvii)\) দেখাও যে, \(\int_{0}^{\frac{\pi}{2}}{(a\cos^2{\theta}+b\sin^2{\theta})d\theta}=\frac{1}{4}(a+b)\pi\)
চঃ ২০০৩

\(Q.4.(xxxviii)\) \(\int_{0}^{\sqrt{2}}{\frac{x^2}{(4-x^2)^{\frac{3}{2}}}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(1-\frac{\pi}{4}\)

\(Q.4.(xxxix)\) \(\int_{1}^{15}{\frac{x+2}{(x+1)(x+3)}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\ln{(6)}\)

\(Q.4.(xL)\) \(\int_{0}^{\frac{a}{2}}{\frac{1}{a^2-x^2}dx}\) যোগজটির মান নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{2a}\ln{3}\)

Read Board Question4
Q.5-এর সৃজনশীল প্রশ্নসমূহ
Read Creative Question
ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
Read Admission Question

Read More

Post List

Mathematics

Geometry 11 and 12 standard
Algebra 11 and 12 standard
Trigonometry 11 and 12 standard
Diff. Calculus 11 and 12 standard
Int. Calculus 11 and 12 standard
Geometry Honours course standard
Vector 11 and 12 standard
Vector Honours course standard
Statics 11 and 12 standard
Dynamics 11 and 12 standard
    Coming Soon !

Chemistry