\(x=a, x=b, y=f(x)\) এবং \(y=0\) এ চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে \(n\) সমানভাবে বিভক্ত করলে এবং প্রতিটি ভাগের দূরত্ব \(h\) হলে \(nh=b-a\) হবে। এখন \(nh=b-a\) হলে, \[\lim_{a \rightarrow b}h\{f(a)+f(a+h)+f(a+2h)+f(a+3h)\]\[+..........+f(a+\overline{n-1}.h)\}\] কে নির্দিষ্ট যোগজ বলে। যাকে \(\int_{a}^{b}{f(x)dx}\) প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।
\(\therefore \int_{a}^{b}{f(x)dx}\) \[=\lim_{a \rightarrow b}h\{f(a)+f(a+h)+f(a+2h)+f(a+3h)\]\[+..........+f(a+\overline{n-1}.h)\}\]
ক্ষেত্রফল নির্ণয়
Determine the area
\(y=f(x)\) বক্ররেখা, \(x\) অক্ষরেখা এবং \(x=a, x=b\) রেখত্রয় দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল \(ABCD\) কে \(\int_{a}^{b}{f(x)dx}\) প্রতীক দ্বারা প্রকাশ করা হয় ।
অর্থাৎ \(ABCD\) এর ক্ষেত্রফল \(=\int_{a}^{b}{f(x)dx}\) \(x=f(y)\) বক্ররেখা, \(y\) অক্ষরেখা এবং \(y=a, y=b\) রেখত্রয় দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল \(EFGH\) কে \(\int_{a}^{b}{f(y)dx}\) প্রতীক দ্বারা প্রকাশ করা হয় ।
অর্থাৎ \(EFGH\) এর ক্ষেত্রফল \(=\int_{a}^{b}{f(y)dx}\)
দুইটি বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল
Area bounded by two curves
দুইটি নির্দিষ্ট বক্ররেখা ও দুইটি নির্দিষ্ট কোটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলঃ মনে করি, \(y_{1}=f_{1}(x)\) ও \(y_{2}=f_{2}(x)\) বক্ররেখাদ্বয় ও \(x=a, x=b\) দ্বারা বেষ্টিত ক্ষেত্র \(Q_{1}Q_{2}P_{2}P_{1}\) তাহলে, \(OM=a, ON=b\)
\(\therefore Q_{1}Q_{2}P_{2}P_{1}\) ক্ষেত্রের ক্ষেত্রফল
\(=P_{1}MNP_{2}\) ক্ষেত্রের ক্ষেত্রফল -\(Q_{1}MNQ_{2}\) ক্ষেত্রের ক্ষেত্রফল
\(=\int_{a}^{b}{f_{1}(x)dx}-\int_{a}^{b}{f_{2}(x)dx}\)
\(=\int_{a}^{b}{\{f_{1}(x)-f_{2}(x)\}dx}\)
\(=\int_{a}^{b}{(y_{1}-y_{2})dx}\)
এখানে, \(y_{1}\) এবং \(y_{2}\) যথাক্রমে \(P_{1}P_{2}\) ও \(Q_{1}Q_{2}\) বক্ররেখাদ্বয়ের কোটি নির্দেশ করে।
অনুরূপভাবে,
\(x_{1}=f_{1}(y)\) ও \(x_{2}=f_{2}(y)\) বক্ররেখাদ্বয় ও \(y=c, y=d\) দ্বারা বেষ্টিত ক্ষেত্র \(=\int_{c}^{d}{(x_{1}-x_{2})dy}\)
\(x=a, x=b, y=f(x)\) এবং \(y=0\) এ চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে \(n\) সমানভাবে বিভক্ত করলে এবং প্রতিটি ভাগের দূরত্ব \(h\) হলে \(nh=b-a\) হবে। এখন \(nh=b-a\) হলে, \[\lim_{a \rightarrow b}h\{f(a)+f(a+h)+f(a+2h)+f(a+3h)+..\] \[........+f(a+\overline{n-1}.h)\}\] কে নির্দিষ্ট যোগজ বলে। যাকে \(\int_{a}^{b}{f(x)dx}\) প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।
\(\therefore \int_{a}^{b}{f(x)dx}\) \[=\lim_{a \rightarrow b}h\{f(a)+f(a+h)+f(a+2h)+f(a+3h)+..\] \[........+f(a+\overline{n-1}.h)\}\]
Proof:
ধরি,
\(x=a\) সরলরেখা \(y=f(x)\) বক্ররেখাকে \(B_{0}\) বিন্দুতে এবং \(x\)-অক্ষরেখাকে \(A_{0}\) বিন্দুতে ছেদ করে। এবং \(x=b\) সরলরেখা উক্ত বক্ররেখা এবং \(x\)-অক্ষরেখাকে যথাক্রমে \(B_{n}\) এবং \(A_{n}\) বিন্দুতে ছেদ করে। অতএব, \(y=f(x)\) বক্ররেখা \(x=a, x=b\) এবং \(y=0\) কতৃক গঠিত ক্ষেত্র \(A_{0}A_{n}B_{n}B_{0}\) এবং মনে করি, এর ক্ষেত্রফল \(S\). এখন \(A_{0}A_{n}\) রেখাংশকে \(A_{1} A_{2} A_{3} ......... A_{n}\) বিন্দু দ্বারা সমান \(n\) ভাগে ভাগ করি যেন \(A_{0}A_{n}=nh\) হয়, অর্থাৎ \(b-a=nh\) হয়। \(x=a\) এর সমান্তরাল করে \(A_{1} A_{2} A_{3} ......... A_{n}\) বিন্দুগুলির মধ্যদিয়ে অঙ্কিত রেখাগুলি \(y=f(x)\) বক্ররেখাকে যথাক্রমে \(B_{1} B_{2} B_{3} ......... B_{n}\) বিন্দুতে ছেদ করে।
এখানে,
\(B_{0}\) বিন্দুর ভুজ \(=a\) এবং কটি \(=A_{0}B_{0}=f(a)\).
\(B_{1}\) বিন্দুর ভুজ \(=a+h\) এবং কটি \(A_{1}B_{1}=f(a+h)\).
\(B_{2}\) বিন্দুর ভুজ \(=a+2h\) এবং কটি \(A_{2}B_{2}=f(a+2h)\) ইত্যাদি।
আবার ধরি,
\(S_{n}= A_{0}B_{0}.A_{0}A_{1}+A_{1}B_{1}.A_{1}A_{2}+A_{2}B_{2}.A_{2}A_{3}+ ....... +A_{n-1}B_{n-1}.A_{n-1}A_{n}\)
\(= f(a).h+f(a+h).h+f(a+2h).h+ ....... +f(a+\overline{n-1}.h).h\)
\(=h\{f(a)+f(a+h)+f(a+2h)+ ....... +f(a+\overline{n-1}.h)\}\)
\(h\) অতি ক্ষুদ্র হলে, \(B_{0}A_{0}A_{1}B_{1}, B_{1}A_{1}A_{2}B_{2} ..... \) ক্ষেত্রগুলি আয়তক্ষেত্রের আকার ধারণ করে।
অতএব, \(n\rightarrow\infty\) হলে \(n\rightarrow 0\) হবে এবং এক্ষেত্রে
\(A_{0}A_{n}B_{n}B_{0}\) এর ক্ষেত্রফল \[=\lim_{a \rightarrow b}h\{f(a)+f(a+h)+f(a+2h)+f(a+3h)+ ..........+f(a+\overline{n-1}.h)\}\] হবে।
এ সীমাস্থ মানকে নির্দিষ্ট যোগজ বলে, যাকে \(\int_{a}^{b}{f(x)dx}\) প্রতীক দ্বারা সূচিত করা হয়।
\(\therefore \int_{a}^{b}{f(x)dx}\) \[=\lim_{a \rightarrow b}h\{f(a)+f(a+h)+f(a+2h)+f(a+3h)+ ..........+f(a+\overline{n-1}.h)\}\]
(proved)
উদাহরণসমুহ
\(Ex.(1)\) সরলরেখায় চলন্ত একটি কণার বেগ \(t\) সেকেন্ড পরে \(v=3t^2+4t\) মিটার/সেঃ হলে, \(3\) সেকেন্ড পরে ত্বরণ, চতুর্থ ও পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর। উত্তরঃ ত্বরণ \(=22\) মিটার/সেঃ\(^2\); \(51\) মিটার; \(79\) মিটার;
\(Ex.(2)\) \(x^2+y^2=a^2\) সমীকরণ দ্বারা সূচিত বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\pi{a^2}\) বর্গ একক।
বঃ ২০১৩,২০০১; যঃ ২০০৯; মাঃ ২০০৪; বুয়েটঃ ২০০৪-২০০৫
\(Ex.(3)\) \(x^2+y^2=a^2\) বৃত্তীয়ক্ষেত্রের যে অংশ \(x=\frac{a}{2}\) জ্যা দ্বারা খন্ডিত তার ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{a^2}{12}\left(4\pi-3\sqrt{3}\right)\) বর্গ একক।
\(Ex.(4)\) \(y=\frac{1}{2}x^2+1\) বক্ররেখা এবং তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{2}{3}\) বর্গ একক।
\(Ex.(5)\) \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\) উপবৃত্তীয় ক্ষেত্রের যে অংশ ধনাত্মক, বৃহৎ অক্ষ ও ক্ষুদ্র অক্ষ দ্বারা বেষ্টিত তার ক্ষেত্রফল নির্ণয় কর এবং তা থেকে সমগ্র উপবৃত্তীয় ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(ab\pi\) বর্গ একক।
\(Ex.(6)\) \(x^2+y^2=2ax\) এবং \(y^2=ax\) বক্ররেখাদ্বয় দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(a^2\left(\frac{\pi}{2}-\frac{4}{3}\right)\) বর্গ একক।
\(Ex.(7)\) \(y^2=4ax\) এবং \(x^2=4ay\) পরাবৃত্ত দুইটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{16a^2}{3}\) বর্গ একক।
\(Ex.(8)\) \(\frac{x^2}{36}+\frac{y^2}{25}=1\), \(x=3\); \(f(x)=xe^x\), \(g(x)=(x+1)^3\)
\((a)\) \(\cot{x}=\frac{1}{9}\) হলে, \(\sec{2x}\) এর মাণ নির্ণয় কর।
\((b)\) \(\int_{0}^{3}{\frac{f(x)}{\frac{d}{dx}\{g(x)\}}dx}\) এর মাণ নির্ণয় কর।
\((c)\) উদ্দিপকের উপবৃত্ত এবং সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \((a)\) \(\frac{41}{40}\),
\((b)\) \(\frac{1}{3}\left(\frac{e^3}{4}-1\right)\),
\((c)\) \(5\left(2\pi-\frac{3\sqrt{3}}{2}\right)\) বর্গ একক।
\(Ex.(9)\) \(y=x-x^2\) পরাবৃত্ত এবং \(y=4x\) সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{9}{2}\) বর্গ একক।
\(Ex.(10)\) \(y=x(x-1)^2\) বক্ররেখা, \(y\) অক্ষ এবং \(y=2\) সরলরেখা দ্বারা সীমাবদ্ধ স্থানের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{10}{3}\) বর্গ একক।
\(Ex.(11)\) \(f(x)=\sin{x}\) একটি ত্রিকোণমিতিক ফাংশন।
\((a)\) উদ্দীপকের ফাংশনটির দ্বারা ১ম চতুর্ভাগে উৎপন্ন একটি লুপের ক্ষেত্রফল নির্ণয় কর।
\((b)\) \( 4f(x)[1-\{f(x)\}^2]\) ফাংশনটির \(0\le{x}\le{\frac{\pi}{2}}\) ব্যবধিতে লঘু মাণ ও গুরুমান নির্ণয় কর।
\((c)\) \(\left(0, \frac{\pi}{2}\right)\) ব্যবধিতে \(\int{e^xf(x)dx}\) এর মাণ নির্ণয় কর। উত্তরঃ \((a)\) \(2\) বর্গ একক;
\((b)\) \(0, \frac{8}{3\sqrt{3}}\);
\((c)\) \(\frac{1}{2}\left(e^{\frac{\pi}{2}}+1\right)\).
\(Ex.(12)\) \(x^2+y^2=50\) একটি বৃত্তের সমীকরণ।
\((a)\) \(f(x)=x+\frac{1}{x}\) ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধি পায় এবং কোন ব্যবধিতে হ্রাস পায় তা নির্ণয় কর।
\((b)\) \(y=x\) রেখা উদ্দীপকের বৃত্তকে ১ম চতুর্ভাগে যে বিন্দুতে ছেদ করে উক্ত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
\((c)\) উদ্দীপকের বৃত্তটি \(x\) অক্ষের উপরে যে অংশ আবদ্ধ করে উক্ত অংশের ক্ষেত্রফল যোগজের সাহায্যে নির্ণয় কর। উত্তরঃ \((a)\) \(-1>x\) ও \(x>1\) ব্যবধিতে বৃদ্ধি পায়; \(1>x>-1\) ব্যবধিতে হ্রাস পায়;
\((b)\) \(x+y-10=0\);
\((c)\) \(25\pi\).
\(Ex.(13)\) \(\frac{x}{a}+\frac{y}{b}=1\) রেখা এবং \(x\) অক্ষ ও \(y\) অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{1}{2}ab\) বর্গ একক।
\(Ex.(14)\) \(x^2+y^2=r^2\) বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\pi{r^2}\) বর্গ একক।
রুয়েটঃ ২০০৫-২০০৫; বঃ ২০০১; মাঃ ২০০৪; যঃ ২০০৯
\(Ex.(15)\) দেখাও যে, \(y^2=4x\) প্যারাবোলা এবং \(y=2x-4\) রেখা দ্বারা সীমাবদ্ধ এলাকার ক্ষেত্রফল \(9\) বর্গ একক।
\(Ex.(16)\) দৃশ্যকল্প-১: \(f(x)=x+6\)
দৃশ্যকল্প-২: \(g(x)=x^2\)
\((a)\) \(\int{\frac{1}{e^x+e^{-x}}dx}\) নির্ণয় কর।
\((b)\) \(\int{\frac{xdx}{f(x)\{g(x)+4\}}}\) এর মাণ নির্ণয় কর।
\((c)\) \(g(x)\) বক্ররেখা এবং \(f(x)\) সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \((a)\) \(\tan^{-1}{(e^x)}+c\)
\((b)\) \(-\frac{3}{20}\ln{|x+6|}+\frac{3}{40}\ln{|x^2+4|}+\frac{1}{20}\tan^{-1}{\frac{x}{2}}+c\);
\((c)\) \(\frac{125}{6}\) বর্গ একক।
Read Example
Q.1-এর সংক্ষিপ্ত প্রশ্নসমূহ
\(Q.1.(i)\) \(2x^2+2y^2=64\) দ্বারা প্রথম চতুর্ভাগের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(8\pi\) বর্গ একক।
ঢাঃ ২০১৭
\(Q.1.(ii)\) \(3x+4y=12\) সরলরেখা এবং স্থানাঙ্কের অক্ষদ্বয় দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(6\) বর্গ একক।
মাঃ ২০০৩
\(Q.1.(iii)\) \(x^2+y^2=4\) বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(4\pi\) বর্গ একক।
ঢাঃ ২০০৭
\(Q.1.(iv)\) \(x^2+y^2=16\) বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(16\pi\) বর্গ একক।
\(Q.2.(iii)\) \(\frac{x^2}{36}+\frac{y^2}{25}=1\) উপবৃত্ত এবং \(x=3\) সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(10\pi-\frac{15\sqrt{3}}{2}\) বর্গ একক।
রাঃ ২০১৭
\(Q.2.(iv)\) \(9x^2+16y^2-144=0\) \(x-2=0\) সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(4\pi-3\sqrt{3}\) বর্গ একক।
সিঃ ২০১৭
\(Q.2.(v)\) \(y^2=16x\) পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{128}{3}\) বর্গ একক।
সিঃ ২০০৫
\(Q.2.(vi)\) \(y=x^2\) বক্ররেখা , \(x\) অক্ষ এবং \(x=1\) ও \(x=7\) রেখাদ্বয় দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(114\) বর্গ একক।
কুঃ ২০০২
\(Q.2.(vii)\) \(y=x^3\), \(x\) অক্ষ এবং \(x=2\) ও \(x=3\) রেখাদ্বয় দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{65}{4}\) বর্গ একক।
কুঃ ২০০২
\(Q.2.(viii)\) \(x^2=4ay\) পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{8a^2}{3}\) বর্গ একক।
\(Q.2.(ix)\) \(y=4x^2\) পরাবৃত্ত এবং \(y=4\) সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{16}{3}\) বর্গ একক।
কুঃ ২০০১
\(Q.2.(x)\) \(xy=c^2\), \(x\) অক্ষ এবং \(x=a\), \(x=b\) রেখাদ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(c^2\ln{\left(\frac{b}{a}\right)}\) বর্গ একক।
\(Q.2.(xi)\) \(\sqrt{x}+\sqrt{y}=\sqrt{a}\) এবং \(x\) অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{1}{6}a^2\) বর্গ একক।
সিঃ ২০০৪
\(Q.2.(xii)\) \(y=0, y=x\) এবং \(x=6\) রেখাদ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(18\) বর্গ একক।
Read Board Question2
Q.3-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.3.(i)\) \(y=x^3, y=0, x=1\) এবং \(x=3\) রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(20\) বর্গ একক।
\(Q.3.(ii)\) \(y=x\) এবং \(y=x^2\) দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{1}{6}\) বর্গ একক।
ঢাঃবিঃ ভর্তিঃ ২০১৪-২০১৫
\(Q.3.(iii)\) \(x^2=2y\) বক্ররেখা এবং \(y+x=0\) সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{2}{3}\) বর্গ একক।
\(Q.3.(iv)\) পরাবৃত্ত \(y^2=2x\) এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{2}{3}\) বর্গ একক।
বুয়েটঃ ২০০৭-২০০৮
\(Q.3.(v)\) \(x\) অক্ষের সাথে \(y=\sin{x}\) বক্ররেখা \(x=\frac{\pi}{2}\) সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(1\) বর্গ একক।
চঃ ২০০৫
\(Q.3.(vi)\) \(y=3x\) রেখা, \(x\)-অক্ষ এবং \(x=2\) রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(6\) বর্গ একক।
\(Q.3.(vii)\) \(x^2+y^2=36\) বৃত্ত এবং \(x=5\) রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(2\left(9\pi-\frac{5\sqrt{11}}{2}-18\sin^{-1}{\frac{5}{6}}\right)\) বর্গ একক।
\(Q.3.(viii)\) \(y=2\sin{x}\) বক্ররেখা \(x\) অক্ষ এবং \(x=0\) এর মধ্যে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(4\) বর্গ একক।
\(Q.3.(ix)\) \(x^2=4y\) বক্ররেখা , \(x\) অক্ষ, \(x=2\) এবং \(x=4\) রেখাদ্বয় দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{14}{3}\) বর্গ একক।
\(Q.3.(x)\) \(y^2=x\) এবং \(x^2=y\) বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{1}{3}\) বর্গ একক।
যঃ ২০১০; বুটেক্সঃ ২০০৫-২০০৬
\(Q.3.(xi)\) \(y^2=16x\) পরাবৃত্ত এবং \(y=x\) সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{128}{3}\) বর্গ একক।
কুয়েটঃ ২০১১-২০১২; ঢাঃ ২০০৩; সিঃ ২০০২
\(Q.3.(xii)\) \(y^2=4x\) পরাবৃত্ত এবং \(y=x\) সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{8}{3}\) বর্গ একক।
চঃ,ঢাঃ,কুঃ ২০১৩
Read Board Question3
Q.4-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.4.(i)\) \(y^2=4x\) পরাবৃত্ত এবং \(y=2x\) সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{1}{3}\) বর্গ একক।
চঃ ২০১০
\(Q.4.(ii)\) \(y^2=4x\) পরাবৃত্ত এবং \(2y=x\) সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{64}{3}\) বর্গ একক।
\(Q.4.(iii)\) \(y^2=x-1\) পরাবৃত্ত এবং \(2y=x-1\) সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{4}{3}\) বর্গ একক।
বুয়েটঃ ২০১৪-২০১৫
\(Q.4.(iv)\) \(x-y+2=0\) এবং \(y=x^2\) দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{9}{2}\) বর্গ একক।
সিঃ ২০০৩
\(Q.4.(v)\) \(y^2+x=0\) প্যারাবোলা এবং \(y=x+2\) সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{9}{2}\) বর্গ একক।
\(Q.4.(vi)\) \(x\) এর সাপেক্ষে যোগজীকরণ করে \(x=y^2\) এবং \(y=x-2\) রেখাদ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{9}{2}\) বর্গ একক।
বুয়েটঃ ২০১০-২০১১,২০১২-২০১৩
\(Q.4.(vii)\) \(x^2+y^2=1\) এবং \(y^2=1-x\) দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{\pi}{2}-\frac{4}{3}\) বর্গ একক।
ঢাঃ ২০০১
\(Q.4.(viii)\) \(y^2=4ax\) পরাবৃত্ত এবং \(y=mx\) দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{8a^2}{3m^3}\) বর্গ একক।
রাঃ ২০১৩; সিঃ ২০১৫; বঃ ২০১৪
\(Q.4.(ix)\) \(y^2=4x\) এবং \(x^2=4y\) পরাবৃত্ত দ্বয়ের সাধারণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{16}{3}\) বর্গ একক।
\(Q.4.(x)\) \(y^2=16x\) পরাবৃত্ত এবং \(y=4x\) সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{2}{3}\) বর্গ একক।
ঢাঃবিঃ ভর্তিঃ ২০১১-২০১২
\(Q.4.(xi)\) \(y^2=x^3\) এবং \(x=1\) সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রমাণ নির্ণয় কর। উত্তরঃ \(\frac{4}{5}\) বর্গ একক।
\(Q.4.(xii)\) \(y^2=4x\) পরাবৃত্ত এবং \(y=4\) সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{16}{3}\) বর্গ একক।
Read Board Question4
Q.5-এর সৃজনশীল প্রশ্নসমূহ
\(Q.5.(i)\) \(f(x)=x^2\) একটি কণিকের সমীকরণ।
\((a)\) সমাকলন করঃ \(\int{\ln{x}dx}\).
\((b)\) যোগজ নির্ণয় করঃ \(\int{\frac{dx}{f(x)\left(\sqrt{f(x)}+1\right)}}\).
\((c)\) দেখাও যে, \(f(x)\) এবং \(x-y=0\) রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল \(\frac{1}{6}\) বর্গ একক। উত্তরঃ \((a)\) \(x\ln{x}-x+c\)
\((b)\) \(\ln{|x+1|}-\ln{|x|}-\frac{1}{x}+c\)
সকল বঃ ২০১৮
\(Q.5.(ii)\) দৃশ্যকল্প-I: \(f(x)=\frac{x}{(x-1)(x^2+1)}\)
দৃশ্যকল্প-II: \(2x^2+2y^2=64\)
\((a)\) \(\int{\ln{x}dx}\) নির্ণয় কর।
\((b)\) দৃশ্যকল্প-I হতে \(\int{f(x)dx}\) নির্ণয় কর।
\((c)\) দৃশ্যকল্প-II দ্বারা প্রথম চতুর্ভাগের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \((a)\) \(x\ln{|x|}-x+c\)
\((b)\) \(\ln{|x-1|}-\frac{1}{4}\ln{|1+x^2|}+\frac{1}{2}\tan^{-1}{x}+c\)
\((c)\) \(8\pi\) বর্গ একক।
\(Q.5.(xvii)\) \(y=x^2\) একটি পরাবৃত্তের সমীকরণ।
\((a)\) \(\int{\cos{x^{o}}dx}\) নির্ণয় কর।
\((b)\) উদ্দীপকের পরাবৃত্ত ও \(x-y+2=0\) রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর।
\((c)\) \(\int{\frac{dx}{y(x-2)}}\) এর মাণ নির্ণয় কর। উত্তরঃ \((a)\) \(\frac{180}{\pi}\sin{\left(\frac{\pi{x}}{180}\right)}+c\)
\((b)\) \(\frac{9}{2}\) বর্গ একক।
\((c)\) \(\frac{1}{4}\ln{\left|\frac{x-2}{x}\right|}+\frac{1}{2x}+c\)
\(Q.5.(xviii)\) \(g(x)=cos^{-1}{x}\)
\((a)\) \(\int{\sec{x}(\sec{x}+\tan{x})dx}\) নির্ণয় কর।
\((b)\) \(\int{xg(x^2)dx}\) নির্ণয় কর।
\((c)\) \(y=\cos{\{mg(x)\}}\) হলে প্রমাণ কর যে, \((1-x^2)\frac{d^2y}{dx^2}-x\frac{dy}{dx}+m^2y=0\) উত্তরঃ \((a)\) \(\tan{x}+\sec{x}+c\)
\((b)\) \(\frac{1}{2}(x^2\cos^{-1}{x^2}-\sqrt{1-x^4})+c\)
\(Q.5.(xix)\) \(y^2=16x\) এবং \(x^2=16y\) দুইটি পরাবৃত্তের সমীকরণ।
\((a)\) \(\int{\frac{1}{1-\cos{4x}}dx}\) নির্ণয় কর।
\((b)\) প্রথম পরাবৃত্তের উপরস্থ \((1, 4)\) বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় কর।
\((c)\) পরাবৃত্ত দুইটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \((a)\) \(-\frac{1}{4}\cot{2x}+c\)
\((b)\) \(x+2y=9\)
\((c)\) \(\frac{256}{3}\) বর্গ একক।
\(Q.5.(xx)\) \(f(x)=\frac{5x^2-8x+1}{2x(x-1)^2}\) এবং \(g(x)=e^x\)
\((a)\) \(\int{\frac{\ln{|x|}}{2x}dx}\) নির্ণয় কর।
\((b)\) দেখাও যে, \(\int_{4}^{9}{f(x)dx}=\ln{\left(\frac{32}{3}\right)}-\frac{5}{24}\)
\((c)\) প্রমাণ কর যে, \(\frac{x}{g^{-1}(x)}\) এর ক্ষুদ্রতম মাণ \(e\) উত্তরঃ \((a)\) \(\frac{1}{4}(\ln{|x|})^2+c\)
\(Q.5.(xxi)\) \((1)\) \(y=x\) একটি সরলরেখা এবং \(y^2=4x\) একটি পরাবৃত্ত নির্দেশ করে।
\((2)\) \(f(x)=\cot^{-1}{x}\) একটি বিপরীত ত্রিকোনমিতিক ফাংশন।
\((a)\) \(\int{\sin{x}\cos{x}dx}\) নির্ণয় কর।
\((b)\) \(\int_{1}^{\sqrt{3}}{xf(x)dx}\) নির্ণয় কর।
\((c)\) সরলরেখা এবং পরাবৃত্তটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \((a)\) \(-\frac{1}{4}\cos{2x}+c\)
\((b)\) \(\frac{1}{2}\left(\frac{\pi}{6}+\sqrt{3}-1\right)\)
\((c)\) \(\frac{8}{3}\) বর্গ একক।
\(Q.6.(Liii)\) পরাবৃত্ত \(y^2=2x\) এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{2}{3}\) বর্গ একক।
বুয়েটঃ ২০০৭-২০০৮
\(Q.6.(Liv)\) \(y^2=16x\) পরাবৃত্ত এবং \(y=x\) সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{128}{3}\) বর্গ একক।
কুয়েটঃ ২০১১-২০১২; ঢাঃ ২০০৩; সিঃ ২০০২
\(Q.6.(Lv)\) \(y^2=x-1\) পরাবৃত্ত এবং \(2y=x-1\) সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{4}{3}\) বর্গ একক।
বুয়েটঃ ২০১৪-২০১৫
\(Q.6.(Lvi)\) \(x\)এর সাপেক্ষে যোগজীকরণ করে \(x=y^2\) এবং \(y=x-2\) রেখাদ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর। উত্তরঃ \(\frac{9}{2}\) বর্গ একক।
Email: Golzarrahman1966@gmail.com
Visitors online: 000003