এ অধ্যায়ে আমরা যে বিষয় গুলি আলোচনা করব।
- ঐতিহাসিক পটভূমি
- জ্যামিতি (Geometry)
- সমতলে বিন্দুর স্থানাঙ্ক।
- সমতলে কার্তেসীয় এবং পোলার স্থানাঙ্কের ধারণা।
- কার্তেসীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা।
- বিন্দু (Point)
- সমাধানকৃত উদাহরণমালা
- সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর
- বর্ণনামূলক প্রশ্ন-উত্তর

Historical Background
জ্যামিতি (Geometry)


বিন্দু (Point)


স্থানাংকঃ
বিন্দুর অবস্থান অঙ্কের সাহায্যে প্রকাশ করা হলে, ঐ অংকগুলিকে বিন্দুর স্থানাঙ্ক বলে। যেমনঃ \(A(3, -7)\), \(B(3, 2)\)...........\(P(x, y)\). এখানে \(x\) এবং \(y\) যে কোন বাস্তব সংখ্যা।

কার্তেসীয় স্থানাংক এবং পোলার স্থানাংকঃ
এখানে, দ্বিমাত্রিক জ্যামিতিতে বিন্দুর দুই প্রকারের স্থানাংক আলোচনা করা হয়েছে। যেমনঃ কার্তেসীয় স্থানাংক এবং পোলার স্থানাংক।
১। কার্তেসীয় স্থানাংকঃ পরস্পর সমকোণে ছেদকৃত একজোড়া সরলরেখার সাপেক্ষে কোন বিন্দুর স্থানাঙ্ককে আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্ক বলাহয়। সরলরেখাদ্বয়কে অক্ষরেখা যাদের একটি X-অক্ষ অপরটি Y-অক্ষ এবং তাদের ছেদবিন্দুকে মূল বিন্দু বলা হয়।


২। পোলার স্থানাংকঃ কার্তেসীয় স্থানাঙ্কের মূল বিন্দু হতে সরাসরি দূরত্ব এবং ঐ দূরত্ব রেখা X- অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণ উৎপন্ন করে এই দুইয়ের সমন্বয়ে কোন বিন্দুর অবস্থান প্রকাশ করার পদ্ধতিকে পোলার স্থানাঙ্ক বলে।


অনুশীলনী \(3.A(i)\) উদাহরণসমুহ
উদাহরণ \(1.\) P বিন্দুর ভূজ 4. X-অক্ষ হতে P বিন্দুর দূরত্ব Y-অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ হলে, P বন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((4, 8)\) অথবা \((4, -8)\)
উদাহরণ \(2.\) \((-1, -\sqrt{3})\) কার্তেসীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে এবং \((4, \frac{\pi}{4})\) পোলার স্থানাঙ্ককে কার্তেসীয় স্থানাঙ্কে প্রকাশ কর।
উত্তরঃ \((2\sqrt{2}, 2\sqrt{2})\)
উদাহরণ \(3.\) \(r(1+\cos\theta) = 2\) পোলার সমীকরণকে কার্তেসীয় সমীকরণে প্রকাশ কর।
উত্তরঃ \(y^{2}=4-4x\).
উদাহরণ \(4.\) কোন বিন্দুর কার্তেসীয় স্থানাঙ্ক \((-1, \sqrt{3})\) হলে , বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((2, \frac{2\pi}{3}\pm2n\pi)\) অথবা \(\{-2, \frac{2\pi}{3}\pm(2n+1\}\pi)\), \(n\in Z\)
উত্তরঃ \((4, 8)\) অথবা \((4, -8)\)
উদাহরণ \(2.\) \((-1, -\sqrt{3})\) কার্তেসীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে এবং \((4, \frac{\pi}{4})\) পোলার স্থানাঙ্ককে কার্তেসীয় স্থানাঙ্কে প্রকাশ কর।
উত্তরঃ \((2\sqrt{2}, 2\sqrt{2})\)
উদাহরণ \(3.\) \(r(1+\cos\theta) = 2\) পোলার সমীকরণকে কার্তেসীয় সমীকরণে প্রকাশ কর।
উত্তরঃ \(y^{2}=4-4x\).
উদাহরণ \(4.\) কোন বিন্দুর কার্তেসীয় স্থানাঙ্ক \((-1, \sqrt{3})\) হলে , বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((2, \frac{2\pi}{3}\pm2n\pi)\) অথবা \(\{-2, \frac{2\pi}{3}\pm(2n+1\}\pi)\), \(n\in Z\)
উদাহরণ \(5.\) কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক \((3, 90^{o})\) হলে , বিন্দুটির কার্তেসীয় স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((0, 3)\)
উদাহরণ \(6.\) \(x^{2}+y^{2}-2ax=0\) কার্তেসীয় সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ কর।
উত্তরঃ \(r=2a\cos\theta\).
উদাহরণ \(7.\) \(r=2a\cos\theta\) পোলার সমীকরণকে কার্তেসীয় সমীকরণে প্রকাশ কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-2ax=0\).
উত্তরঃ \((0, 3)\)
উদাহরণ \(6.\) \(x^{2}+y^{2}-2ax=0\) কার্তেসীয় সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ কর।
উত্তরঃ \(r=2a\cos\theta\).
উদাহরণ \(7.\) \(r=2a\cos\theta\) পোলার সমীকরণকে কার্তেসীয় সমীকরণে প্রকাশ কর।
উত্তরঃ \(x^{2}+y^{2}-2ax=0\).
অনুশীলনী \(3.A(i)\) / \(Q.1\)-এর সংক্ষিপ্ত প্রশ্নসমূহ
কার্তেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তরিত কর।
\(Q.1.(i)\) \((0, 1)\)উত্তরঃ \((1, \frac{\pi}{2}\pm2n\pi)\) অথবা \(\{-1, \frac{\pi}{2}\pm(2n+1)\pi\}\), \(n\in Z\)
\(Q.1.(iii)\) \((1, 1)\)
উত্তরঃ \((\sqrt{2}, \frac{\pi}{4}\pm2n\pi)\) অথবা \(\{-\sqrt{2} \frac{\pi}{4}\pm(2n+1)\pi\}\), \(n\in Z\)
\(Q.1.(v)\) \((-3, \sqrt{3})\)
উত্তরঃ \((2\sqrt{3}, \frac{5\pi}{6}\pm2n\pi)\) অথবা \(\{-2\sqrt{3}\frac{5\pi}{6}\pm(2n+1)\pi\}\), \(n\in Z\)
\(Q.1.(ii)\) \((-1, -\sqrt{3})\)
উত্তরঃ \((2, \frac{4\pi}{3}\pm2n\pi)\) অথবা \(\{-2, \frac{4\pi}{3}\pm(2n+1)\pi\}\), \(n\in Z\)
\(Q.1.(iv)\) \((\sqrt{3}, 1)\)
উত্তরঃ \((2, \frac{\pi}{6}\pm2n\pi)\) অথবা \(\{-2, \frac{\pi}{6}\pm(2n+1)\pi\}\), \(n\in Z\)
উত্তরঃ \((2, \frac{4\pi}{3}\pm2n\pi)\) অথবা \(\{-2, \frac{4\pi}{3}\pm(2n+1)\pi\}\), \(n\in Z\)
\(Q.1.(iv)\) \((\sqrt{3}, 1)\)
উত্তরঃ \((2, \frac{\pi}{6}\pm2n\pi)\) অথবা \(\{-2, \frac{\pi}{6}\pm(2n+1)\pi\}\), \(n\in Z\)
অনুশীলনী \(3.A(i)\) / \(Q.2\)-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
পোলার স্থানাঙ্ক থেকে কার্তেসীয় স্থানাঙ্কে রূপান্তরিত কর।
\(Q.2.(i)\) \((\sqrt{2}, \frac{5\pi}{4})\)উত্তরঃ \((-1, -1)\)
\(Q.2.(iii)\) \((\sqrt{2}, -\frac{\pi}{4})\)
উত্তরঃ \((1, -1)\)
\(Q.2.(v)\) \((4, \frac{\pi}{4})\)
উত্তরঃ \((2\sqrt{2}, 2\sqrt{2})\)
\(Q.2.(vii)\) \((1, 225^{o})\)
উত্তরঃ \((-\frac{1}{\sqrt{2}}, -\frac{1}{\sqrt{2}})\)
\(Q.2.(ix)\) \((4, \frac{\pi}{3})\)
উত্তরঃ \((2, 2\sqrt{3})\)
\(Q.2.(ii)\) \((-2, 120^{o})\)
উত্তরঃ \((1, -\sqrt{3})\)
\(Q.2.(iv)\) \((2, \frac{\pi}{3})\)
উত্তরঃ \((1, \sqrt{3})\)
\(Q.2.(vi)\) \((3, 150^{o})\)
উত্তরঃ \((-\frac{3\sqrt{3}}{2}, \frac{3}{2})\)
\(Q.2.(viii)\) \((2, 270^{o})\)
উত্তরঃ \((0, -1)\)
উত্তরঃ \((1, -\sqrt{3})\)
\(Q.2.(iv)\) \((2, \frac{\pi}{3})\)
উত্তরঃ \((1, \sqrt{3})\)
\(Q.2.(vi)\) \((3, 150^{o})\)
উত্তরঃ \((-\frac{3\sqrt{3}}{2}, \frac{3}{2})\)
\(Q.2.(viii)\) \((2, 270^{o})\)
উত্তরঃ \((0, -1)\)
Email: Golzarrahman1966@gmail.com
Visitors online: 000008