স্থানাঙ্কের রূপান্তর
Transformation of coordinates
barcode
এ অধ্যায়ে আমরা যে বিষয় গুলি আলোচনা করব।
Historical Background
straight3
স্যার আইজ্যাক নিউটন ( ১৬৪২-১৭২৭ )
১৬৬৯ সালে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গণিতের লুকাসিয়ান প্রফেসর হিসাবে যোগদান করেন।
গ্রীক শব্দ Geo এবং Metria এর সমন্বিত রূপ হলো জ্যামিতি (Geometry)। মূলতঃ স্থানিক সম্পর্ক সংক্রান্ত আলোচনাই জ্যামিতির জন্ম দেয়। গণিতশাস্ত্রের দুটি প্রাক আধুনিক শাখার মধ্যে জ্যামিতি অন্যতম। সনাতন জ্যামিতি মূলতঃ রুলার কম্পাস নির্মিত চিত্র নির্ভর। ইউক্লিড straight3 ইউক্লিড (৩০০-২৫০ খ্রিষ্টপূর্ব) বিখ্যাত গ্রিক গণিতজ্ঞ। তার লেখা গ্রন্থগুলির মধ্যে মাত্র তিনটির সন্ধান পাওয়া গিয়েছে এগুলো, ডাটা, অপটিক্স ও এলিমেন্টস। এলিমেন্টস বইটি মোট ১৩ খণ্ডে প্রকাশিত হয়েছিল। (৩০০-২৫০ খ্রিষ্টপূর্ব) গাণিতিক যথাযথতা এবং স্বীকার্যভিত্তিক পদ্ধতি প্রবর্তন করলে জ্যামিতিশাস্ত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। ইউক্লিডের এই ধারণাসমূহ অদ্যাবধি জ্যামিতিতে ব্যবহৃত হয়। খ্রীষ্টপূর্ব ৩০০ অব্দে তার রচিত The Element গ্রন্থটি অদ্যাবধি সর্বকালের সবচেয়ে প্রভাবশালী পাঠ্যপুস্তক হিসেবে পরিগণিত হয়। যা বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত পাশ্চাত্যের সকল শিক্ষিতজনের নিকট এক নামে পরিচিত ছিল। আধুনিক যুগে জ্যামিতিক ধারণা সাধারণীকরণ এর ফলে আরও বেশি বিমূর্ততা ও জটিলতায় পরিপূর্ণ এটি উচ্চ-পর্যায়ে উন্নিত হয়েছে। ক্যালকুলাসের মত গণিতের অন্যান্য অনেক শাখাই জ্যামিতিক ধারণার উপর প্রতিষ্ঠিত। তাই বর্তমানকালের গণিতশাস্ত্রের বহু শাখাকে জ্যামিতিশাস্ত্রের উত্তরসূরী বলে বিবেচনা করা হয়। গ্রীক দার্শনিক ম্যানিসমিউস straight3 ম্যানিসমিউস (৩৮০-৩২০ খ্রিষ্টপূর্ব) কোণক দ্বারা সমতলে বক্ররেখার ছেদাংশের বিভিন্ন অংশকে পরাবৃত্ত, উপবৃত্ত ও অধিবৃত্ত নামকরণ করেন। (৩০০-২৫০ খ্রিষ্টপূর্ব) এমন কিছু গাণিতিক সমস্যা সমাধান করেন। এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে তিনি এমন একটি পদ্ধতি ব্যবহার করেন যা বর্তমান সময়ের স্থানাঙ্ক ব্যবস্থার অনুরূপ। স্থানাঙ্কের অনুরূপ এই পদ্ধতিটি ব্যবহার করে তিনি কয়েকটি উপপাদ্যেরও প্রমাণ করেন। তাই ম্যানিসমিউসকে প্রায়শঃই স্থানাঙ্ক ব্যবস্থার প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয়। কোনো সরলরেখার অন্তর্গত কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে যেয়ে অ্যাপোলোনিয়াস straight3 পের্গার অ্যাপোলোনিয়াস ছিলেন গ্রীক জিওমিটার এবং জ্যোতির্বিজ্ঞানী, যেটি শঙ্কু বিভাগের বিষয়ে তত্ত্বগুলির জন্য পরিচিত ছিল। এই বিষয়ে ইউক্লিড এবং আর্কিমিডিসের তত্ত্বগুলি থেকে শুরু করে, তিনি বিশ্লেষণাত্মক জ্যামিতির আবিষ্কারের ঠিক আগে তারা তাদের সেই অবস্থায় নিয়ে এসেছিলেন। একটি অনুপাত-নির্ভর স্থানাঙ্ক পদ্ধতি বর্ণনা করেন। এই পদ্ধতিটির মাধ্যমেই এক-মাত্রিক স্থানাঙ্ক পদ্ধতির সূত্রপাত ঘটে। একাদশ শতাব্দীতে পারস্যের গণিতবিদ ওমর খৈয়াম বীজগণিত ও জ্যামিতির মধ্যে যোগসূত্র স্থাপন করেন। বৈশ্লেষিক জ্যামিতির বিকাসে মূল অবদানটি রেনে দেকার্তে straight3প্রখ্যাত ফরাসি দার্শনিক, গণিতবিদ রেনে দেকার্তে আধুনিক ফাংশনের ধারণা দেন । (Rene Descartes) (১৫৯৬-১৬৫০) এর। ১৬৩৭ সালে তার প্রকাশিত তিনটি রচনা হতেই মূলতঃ আধুনিক বৈশ্লেষিক জ্যামিতির সূচনা লাভ করে। যদিও ফরাসী ভাষায় লেখা এই রচনাগুলো যুক্তির কমতি ও জটিল সমীকরণের ব্যবহারের কারণে তৎকালীন সময়ে সাদরে গৃহীত হয়নি। পরবর্তীতে এই রচনাগুলো ল্যাটিন ভাষায় অনুবাদ করা হলে এবং ১৬৪৯ সাল হতে পরবর্তী কয়েকটি লেখায় ভ্যান স্কুটেন straight3 ফ্রান্সিস্কাস ভ্যান শুটেন ছিলেন একজন ডাচ গণিতবিদ যিনি রেনা ডেসকার্টসের বিশ্লেষণাত্মক জ্যামিতি জনপ্রিয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত। (Van Schooten) (১৬১৫-১৬৬০) কতৃক ব্যাখ্যা সংযোজনের ফলে সেগুলো সর্বজনস্বীকৃত হয়।
স্যার আইজ্যাক নিউটন straight3 ১৬৮৭ সালে স্যার আইজ্যাক নিউটনের বিশ্ব নন্দিত গ্রন্থ প্রকাশিত হয়, যেখানে তিনি সর্বজনীন মহাকর্ষ সূত্র সহ গতির তিনটি সূত্র প্রদান করেন। তিনি বলবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন। আলোকবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপবিজ্ঞানসহ পদার্থবিজ্ঞানের সকল মৌলিক শাখায় তাঁর অবদান অনস্বীকার্য। বৈজ্ঞানিক পর্যবেক্ষন ও পরীক্ষণের তিনি উদ্ভাবিত তত্ত্বকে যাচাই ও পরীক্ষা নিরীক্ষার জন্য পরীক্ষণের ব্যবস্থা করতেন। ১৬৬৯ সালে নিউটন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গণিতের লুকাসিয়ান প্রফেসর হিসাবে যোগদান করেন। (Sir Isaac Newton) ( ১৬৪২-১৭২৭ ) দ্বিমাত্রিক কার্তেসীয় সমতলকে বর্তমানে বহুল প্রচলিত চারটি চতুর্ভাগে বিভক্ত করেন।
straight3
রেনে দেকার্তে (১৫৯৬-১৬৫০)
প্রখ্যাত ফরাসি দার্শনিক, গণিতবিদ রেনে দেকার্তে আধুনিক ফাংশনের ধারণা দেন ।
বৈশ্লেষিক জ্যামিতির ক্রমবিকাশের অপর একজন অগ্রদূত পিয়ারে ফার্মা straight3 পিয়েরে ডি ফার্মাট ছিলেন ফ্রান্সের টালুউজের পার্লামেন্টে ফরাসী আইনজীবী এবং একজন গণিতবিদ যিনি প্রাথমিক পর্যায়ে বিকাশের জন্য কৃতিত্ব লাভ করেছিলেন যার ফলে তার যথেষ্ট যোগ্যতার কৌশল সহ অনন্য ক্যালকুলাসের জন্ম হয়েছিল। (Pierre Fermat) (১৬০৭-১৬৬৫) । ১৬৩৭ সালে রেনে দেকার্তের রচনাগুলো প্রকাশের কিছুদিন পূর্বে এবং ফার্মার মৃত্যুর কিছুদিন পর ফার্মার রচিত Introductiion to Plane and Solid Loci শিরোনামের একটি অপ্রকাশিত পাণ্ডুলিপির কথা সমগ্র প্যারিস জুড়ে প্রচারিত হতে থাকে। যা অত্যান্ত সুলিখিত এবং সহজবোধ্য। দেকার্তে এবং ফার্মার গবেষণাকর্মের পার্থক্য মূলতঃ দৃষ্টিভঙ্গিগত। দেকার্তে জ্যামিতিক চিত্র হতে তার বীজগাণিতিক সমীকরণসহ অন্যান্য ধর্ম নির্ণয় করেন, পক্ষান্তরে ফার্মা কোনো বক্ররেখার বীজগাণিতিক সমীকরণ হতে তার চিত্র অঙ্কন করেন। পোলার স্থানাঙ্কের ইতিহাস অতি সুপ্রাচীন। আদিযুগ হতেই কোণ ও ব্যাসার্ধের ধারণা প্রচলিত ছিল। গ্রীক জোতির্বিদ হিপ্পার্কাস straight3 নিকিয়ার হিপ্পার্কাস ছিলেন একজন গ্রীক জ্যোতির্বিদ, ভূগোলবিদ এবং গণিতবিদ। তাকে ত্রিকোণমিতির প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয় তবে তিনি বিষুবোধগুলির প্রিভিসেশন সম্পর্কিত ঘটনাগত আবিষ্কারের জন্য সবচেয়ে বিখ্যাত। হিপ্পার্কাসের জন্ম বিথিনিয়ার নাইসিয়ায় হয়েছিল এবং সম্ভবত তিনি গ্রিসের রোডস দ্বীপে মারা গেছেন। (Hipparchus) (১৯০-১২০ খ্রিষ্টপূর্ব) বিভিন্ন পরিমাপের কোণের বিপরীতে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের একটি সারণী প্রস্তুত করেন। আর্কিমিডিস তার On Spirals নামক গ্রন্থে এক ধরণের শঙ্খবৃত্ত (Spiral) এর কথা উল্লেখ করেন যার ব্যসার্ধ কোণ বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়। এই শঙ্খবৃত্তটি আর্কিমিডিয়ান শঙ্খবৃত্ত (Archimedean Spiral) নামেও পরিচিত। অষ্টম শতাব্দীতে পৃথিবীর বিভিন্ন স্থান হতে কাবা শরীফের দিক এবং দূরত্ব নির্ণয়ের একটি পদ্ধতি আবিষ্কার করেন। অনেক গণিতবিদের মতে তাদের এই পদ্ধতির মধ্যেই পোলার স্থানাঙ্কের ধারণা লুকায়িত ছিল। জ্যাকব বার্নোলীই straight3 জেকব বার্নৌল্লি ছিলেন বার্নৌল্লি পরিবারের অনেক বিশিষ্ট গণিতবিদদের মধ্যে একজন। তিনি লাইবনিজিয়ান ক্যালকুলাসের প্রারম্ভিক প্রবক্তা ছিলেন এবং লাইবনিজ-নিউটনের ক্যালকুলাস বিতর্কের সময় গটফ্রাইড উইলহেলাম লাইবনিজের পক্ষে ছিলেন। (Jacob Bernoulli) (1655–1705) সম্ভবত প্রথম গণিতবিদ যিনি বিভিন্ন ফাংশনের লেখচিত্র অঙ্কনের জন্য পোলার স্থানাঙ্ক পদ্ধতি ব্যবহার করেন। স্থনাংক পদ্ধতি সংক্রান্ত বিভিন্ন আলোচনায় জন ওয়ালিস straight3 জন ওয়ালিস ছিলেন একজন ইংরেজ ধর্মযাজক এবং গণিতবিদ যিনি অনন্য ক্যালকুলাসের বিকাশের জন্য আংশিক কৃতিত্ব দেওয়া হয়। ১৬৪৩ থেকে ১৬৮৯ এর মধ্যে তিনি সংসদের প্রধান ক্রিপ্টোগ্রাফার এবং পরে রাজদরবারের দায়িত্ব পালন করেন। অনন্তের ধারণাকে উপস্থাপন করার জন্য \(\infty\) প্রতীকটি পরিচয় করিয়ে দেওয়ার কৃতিত্ব তাঁর। (John Wallis) (১৬১৬-১৭০৩), জেমস গ্রেগরি straight3 জেমস গ্রেগরি এফ আরএস ছিলেন একজন স্কটিশ গণিতবিদ এবং জ্যোতির্বিদ। তাঁর উপনামটি কখনও কখনও গ্রেগরি হিসাবে বানান হয়, মূল স্কটিশ বানান। (James Gregory) (১৬৩৮-১৬৭৫), আইজ্যাক ব্যারো straight3 আইজাক ব্যারো ছিলেন একজন ইংরেজ খ্রিস্টান ধর্মতত্ত্ববিদ এবং গণিতবিদ যিনি সাধারণত অনন্য ক্যালকুলাসের বিকাশে তাঁর প্রাথমিক ভূমিকার জন্য কৃতিত্ব লাভ করেন; বিশেষত, ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য আবিষ্কারের জন্য। (Isaac Barrow) (1630–1677) প্রমূখের নাম বিশেষ উল্লেখযোগ্য।
স্থানাংকঃ
বিন্দুর অবস্থান অঙ্কের সাহায্যে প্রকাশ করা হলে, ঐ অংকগুলিকে বিন্দুর স্থানাঙ্ক বলে। যেমনঃ \(A(3, -7)\), \(B(3, 2)\)...........\(P(x, y)\). এখানে \(x\) এবং \(y\) যে কোন বাস্তব সংখ্যা। carte
কার্তেসীয় স্থানাংক এবং পোলার স্থানাংকঃ
এখানে, দ্বিমাত্রিক জ্যামিতিতে বিন্দুর দুই প্রকারের স্থানাংক আলোচনা করা হয়েছে। যেমনঃ কার্তেসীয় স্থানাংক এবং পোলার স্থানাংক।
কার্তেসীয় স্থানাংকঃ পরস্পর সমকোণে ছেদকৃত একজোড়া সরলরেখার সাপেক্ষে কোন বিন্দুর স্থানাঙ্ককে আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্ক বলাহয়। সরলরেখাদ্বয়কে অক্ষরেখা যাদের একটি X-অক্ষ অপরটি Y-অক্ষ এবং তাদের ছেদবিন্দুকে মূল বিন্দু বলা হয়।
cartesian
carte
পোলার স্থানাংকঃ কার্তেসীয় স্থানাঙ্কের মূল বিন্দু হতে সরাসরি দূরত্ব এবং ঐ দূরত্ব রেখা X- অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণ উৎপন্ন করে এই দুইয়ের সমন্বয়ে কোন বিন্দুর অবস্থান প্রকাশ করার পদ্ধতিকে পোলার স্থানাঙ্ক বলে।
cartesian
polar
পোলার ও কার্তেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক ।
\(1.\) পোলার স্থানাঙ্ক হতে কার্তেসীয় স্থানাঙ্কে রূপান্তরঃ
\(x=r\cos\theta\)
\(y=r\sin\theta\)
\(2.\) কার্তেসীয় স্থানাঙ্ক হতে পোলার স্থানাঙ্কে রূপান্তরঃ
\(r=\sqrt{x^{2}+y^{2}}\)
\(\theta=tan^{-1}\frac{y}{x}\)
কার্তেসীয় স্থানাঙ্কে দূরত্বঃ
\(3.\) কোন সমতলের উপর \(P(x_{1}, y_{1})\) ও \(P(x_{2}, y_{2})\) যে কোন দুইটি বিন্দু এদের মধ্যবর্তী দূরত্ব হবে।
\(PQ=\sqrt{(x_{1}-x_{2})^{2}+(y_{1}-y_{2})^{2}}\)
পোলার স্থানাঙ্কে দূরত্বঃ
\(4.\) কোন সমতলের উপর \(P(r_{1}, \theta_{1})\) ও \(Q(r_{2}, \theta_{2})\) যে কোন দুইটি বিন্দু এদের মধ্যবর্তী দূরত্ব হবে।
\(PQ=\sqrt{r_{1}^{2}+r_{2}^{2}-2r_{1}r_{2}\cos(\theta_{1}-\theta_{2})}\)
অনুসিদ্ধান্তঃ
\(P(x_{1}, y_{1})\) এবং মূলবিন্দুর মধ্যবর্তী দূরত্ব
\(=\sqrt{(x_{1}-0)^{2}+(y_{1}-0)^{2}}\)
\(=\sqrt{x_{1}^{2}+y_{1}^{2}}\)।
\(P(x_{1}, \beta)\) ও \(P(x_{2}, \beta)\) বিন্দুর মধ্যবর্তী দূরত্ব
\(=\sqrt{(x_{1}-x_{2})^{2}+(\beta-\beta)^{2}}\)
\(=\sqrt{(x_{1}-x_{2})^{2}}\)
\(=\mid (x_{1}-x_{2} \mid\)।
\(P(\alpha, y_{1})\) ও \((\alpha, y_{2})\) বিন্দুর মধ্যবর্তী দূরত্ব
\(=\sqrt{(\alpha-\alpha)^{2}+(y_{1}-y_{2})^{2}}\)
\(=\sqrt{(y_{1}-y_{2})^{2}}\) \(=\mid (y_{1}-y_{2} \mid\)।
বিভক্তিকরণ সূত্র (Section Formulae)
অন্তর্বিভক্তিকরণ সূত্রঃ
\(5.\) কোন সমতলে \(P(x_{1}, y_{1})\) এবং \(Q(x_{2}, y_{2})\) দুইটি নির্দিষ্ট বিন্দু \(R(x, y)\) বিন্দু \(PQ\) কে \(m:n\) অনুপাতে অন্তর্বিভক্ত করে। তবে, এর স্থানাঙ্ক হবে,
\(R\left(\frac{mx_{2}+nx_{1}}{m+n}, \frac{my_{2}+ny_{1}}{m+n}\right)\)
বহির্বিভক্তিকরণ সূত্রঃ
\(6.\) কোন সমতলে \(P(x_{1}, y_{1})\) এবং \(Q(x_{2}, y_{2})\) দুইটি নির্দিষ্ট বিন্দু \(R(x, y)\) বিন্দু \(PQ\) কে \(m:n\) অনুপাতে বহির্বিভক্ত করে। তবে, এর স্থানাঙ্ক হবে,
\(R\left(\frac{mx_{2}-nx_{1}}{m-n}, \frac{my_{2}-ny_{1}}{m-n}\right)\)
মধ্যবিন্দুর সূত্রঃ
\(7.\) কোন সমতলে \(P(x_{1}, y_{1})\) এবং \(Q(x_{2}, y_{2})\) দুইটি নির্দিষ্ট বিন্দু \(R(x, y)\) বিন্দু \(PQ\) এর মধ্যবিন্দু হলে, এর স্থানাঙ্ক হবে,
\(R\left(\frac{x_{1}+x_{2}}{2}, \frac{y_{1}+y_{2}}{2}\right)\)
ত্রিভুজের ভরকেন্দ্রঃ
\(8.\) কোন সমতলে \(A(x_{1}, y_{1})\), \(B(x_{2}, y_{2})\) এবং \(C(x_{3}, y_{3})\) কোন ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু হলে, \(\triangle ABC\) এর ভরকেন্দ্রের স্থনাংক হবে,
\(G\left(\frac{x_{1}+x_{2}+x_{3}}{3}, \frac{y_{1}+y_{2}+y_{3}}{3}\right)\)
ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রঃ
\(9.\) কোন সমতলে \(A(x_{1}, y_{1})\), \(B(x_{2}, y_{2})\) এবং \(C(x_{3}, y_{3})\) বিন্দুতিনটি \(\triangle ABC\) এর শীর্ষবিন্দু হলে,
area1
\(\triangle ABC=\frac{1}{2}\left|\begin{array}{c}x_{1} \ \ y_{1} \ \ 1\\x_{2} \ \ y_{2} \ \ 1\\x_{3} \ \ y_{3} \ \ 1\end{array}\right|\)
\(\triangle ABC=\frac{1}{2}\{(x_{1}y_{2}+x_{2}y_{3}+x_{3}y_{1})-(y_{1}x_{2}+y_{2}x_{3}+y_{3}x_{1})\}\)
অনুসিদ্ধান্তঃ
তীর্যক অক্ষের সাপেক্ষে কোন সমতলে \(A(x_{1}, y_{1})\), \(B(x_{2}, y_{2})\) এবং \(C(x_{3}, y_{3})\) বিন্দুতিনটি \(\triangle ABC\) এর শীর্ষবিন্দু হলে,
\(\triangle ABC=\frac{1}{2}\sin{\omega}\left|\begin{array}{c}x_{1} \ \ y_{1} \ \ 1\\x_{2} \ \ y_{2} \ \ 1\\x_{3} \ \ y_{3} \ \ 1\end{array}\right|\)
\(\triangle ABC=\frac{1}{2}\sin{\omega}\{(x_{1}y_{2}+x_{2}y_{3}+x_{3}y_{1})-(y_{1}x_{2}+y_{2}x_{3}+y_{3}x_{1})\}\)
যেখানে,
\(\omega\) অক্ষদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ
কোন সমতলে \(A(r_{1}, \theta_{1})\), \(B(r_{2}, \theta_{2})\) এবং \(C(r_{3}, \theta_{3})\) বিন্দু তিনটি \(\triangle ABC\) এর শীর্ষবিন্দু হলে,
\(\triangle ABC=\frac{1}{2}\{r_{1}r_{2}\sin{(\theta_{2}-\theta_{1})}+r_{2}r_{3}\sin{(\theta_{3}-\theta_{2})}+r_{3}r_{1}\sin{(\theta_{1}-\theta_{3})}\}\)
চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রঃ
\(10.\) কোন সমতলে \(A(x_{1}, y_{1})\), \(B(x_{2}, y_{2})\), \(C(x_{3}, y_{3})\) এবং \(D(x_{4}, y_{4})\) বিন্দুচারটি \(\Box ABCD\) এর শীর্ষবিন্দু হলে,
area1
\(\Box ABCD=\frac{1}{2}\{(x_{1}y_{2}+x_{2}y_{3}+x_{3}y_{4}+x_{4}y_{1})-(y_{1}x_{2}+y_{2}x_{3}+y_{3}x_{4}+y_{4}x_{1})\}\)
অনুসিদ্ধান্তঃ
তীর্যক অক্ষের সাপেক্ষে কোন সমতলে \(A(x_{1}, y_{1})\), \(B(x_{2}, y_{2})\), \(C(x_{3}, y_{3})\) এবং \(D(x_{4}, y_{4})\) বিন্দুচারটি \(\Box ABCD\) এর শীর্ষবিন্দু হলে,
\(\Box ABCD=\frac{1}{2}\sin{\omega}\{(x_{1}y_{2}+x_{2}y_{3}+x_{3}y_{4}+x_{4}y_{1})-(y_{1}x_{2}+y_{2}x_{3}+y_{3}x_{4}+y_{4}x_{1})\}\)
যেখানে,
\(\omega\) অক্ষদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ
কোন সমতলে \(A(r_{1}, \theta_{1})\), \(B(r_{2}, \theta_{2})\), \(C(r_{3}, \theta_{3})\) এবং \(D(r_{4}, \theta_{4})\) বিন্দু চারটি \(\Box ABCD\) এর শীর্ষবিন্দু হলে,
\(\Box ABCD=\frac{1}{2}\{r_{1}r_{2}\sin{(\theta_{2}-\theta_{1})}+r_{2}r_{3}\sin{(\theta_{3}-\theta_{2})}+r_{3}r_{4}\sin{(\theta_{4}-\theta_{3})}+r_{4}r_{1}\sin{(\theta_{1}-\theta_{4})}\}\)
অনুরূপভাবে যে কোন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব।
বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রঃ
কোন সমতলে \((x_{1}, y_{1})\), \((x_{2}, y_{2})\), \((x_{3}, y_{3})\)...... \((x_{n}, y_{n})\) বিন্দুগুলি কোন বহুভুজের শীর্ষবিন্দু হলে,
area1
বহুভুজের ক্ষেত্রফল \(=\frac{1}{2}\{(x_{1}y_{2}+x_{2}y_{3}+x_{3}y_{4}\)+...+\(x_{n}y_{1})-(y_{1}x_{2}+y_{2}x_{3}+y_{3}x_{4}\)+...+\(y_{n}x_{1})\}\)
অনুসিদ্ধান্তঃ
তীর্যক অক্ষের সাপেক্ষে কোন সমতলে \((x_{1}, y_{1})\), \((x_{2}, y_{2})\), \((x_{3}, y_{3})\)...... \((x_{n}, y_{n})\) বিন্দুগুলি কোন বহুভুজের শীর্ষবিন্দু হলে,
বহুভুজের ক্ষেত্রফল \(=\frac{1}{2}\sin{\omega}\{(x_{1}y_{2}+x_{2}y_{3}+x_{3}y_{4}\)+...+\(x_{n}y_{1})-(y_{1}x_{2}+y_{2}x_{3}+y_{3}x_{4}\)+...+\(y_{n}x_{1})\}\)
যেখানে,
\(\omega\) অক্ষদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ
কোন সমতলে \(P_{1}(r_{1}, \theta_{1})\), \(P_{2}(r_{2}, \theta_{2})\), \(P_{3}(r_{3}, \theta_{3})\)....\(P_{n}(r_{n}, \theta_{n})\) বিন্দু গুলি কোনো বহুভুজের শীর্ষবিন্দু হলে,
বহুভুজের ক্ষেত্রফল \(=\frac{1}{2}\{r_{1}r_{2}\sin{(\theta_{2}-\theta_{1})}+r_{2}r_{3}\sin{(\theta_{3}-\theta_{2})}+r_{3}r_{4}\sin{(\theta_{4}-\theta_{3})}\)+....+\(r_{n}r_{1}\sin{(\theta_{1}-\theta_{n})}\}\)
\(11.\) মূলবিন্দুগামী সরলরেখার সাধারণ সমীকরণ
\(y=mx\).
এখানে, \(m\) সরলরেখাটির ঢাল।
\(12(a).\) \(Y\) অক্ষের ছেদিতাংশ \((c)\) এবং ঢাল \((m)\) দেওয়া থাকিলে সরলরেখার সমীকরণ
\(y=mx+c\).
\(12(b).\) তীর্যক অক্ষের প্রেক্ষিতে \(y=mx+c\) আকার সমীকরণের \(m\) এর ব্যাখ্যা
\(y=\frac{\sin{\theta}}{\sin{(\omega-\theta)}}x+c\).
যেখানে,
\(\theta\) রেখাটির নতি
\(\omega\) অক্ষদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ
\(13.\) উভয় অক্ষের ছেদিতাংশ \((a, b)\) দেওয়া থাকিলে সরলরেখার সমীকরণ
\(\frac{x}{a}+\frac{y}{b}=1\).
\(14.\) একটি নির্দিষ্ট বিন্দু \((x_{1}, y_{1})\) দিয়ে গমনকারী এবং তার ঢাল \((m)\) দেওয়া থাকিলে সরলরেখার সমীকরণ
\(y-y_{1}=m(x-x_{1})\).
\(15.\) দুইটি নির্দিষ্ট বিন্দু \((x_{1}, y_{1})\) এবং \((x_{2}, y_{2})\) দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ
\(\frac{x-x_{1}}{x_{1}-x_{2}}=\frac{y-y_{1}}{y_{1}-y_{2}}\).
\(16.\) মূলবিন্দু হতে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য \(P\) এবং লম্বটি \(X\) অক্ষের ধনাত্মক দিকের সহিত \(\alpha \) কোণ উৎপন্ন করলে, সরলরেখাটির সমীকরণ
\(x\cos\alpha+y\sin\alpha=p\).
\(17.\) একটি নির্দিষ্ট বিন্দু \((x_{1}, y_{1})\) দিয়ে গমনকারী এবং \(X\) অক্ষের ধনাত্মক দিকের সহিত \(\theta \) কোণ উৎপন্ন করলে, সরলরেখাটির সমীকরণ
\(\frac{x-x_{1}}{\cos\theta}=\frac{y-y_{1}}{\sin\theta}=r\).
যেখানে, \((x, y)\) বিন্দু হতে \((x_{1}, y_{1})\) বিন্দুর দূরত্ব=\(r\).
দুইটি অসমান্তরাল সরলরেখার মধ্যবর্তী কোণ
\(18(a).\) দুইটি অসমান্তরাল সরলরেখা উভয়ই \(Y\) অক্ষের অসমান্তরাল হলে, তাদের মধ্যবর্তী কোণঃ
ধরি,
\(y=m_{1}x+c_{1} ........(1)\)
\(y=m_{2}x+c_{2} ........(2)\)
\((1)\) ও \((2)\) সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণঃ
\(\theta=tan^{-1}\left(\pm \frac{m_{1}-m_{2}}{1+m_{1}m_{2}}\right)\).
এখানে,
\((1)\) নং সরলরেখার ঢাল \(=m_{1}\)
\((2)\) নং সরলরেখার ঢাল \(=m_{2}\)
সরলরেখাদ্বয়ের আকার সাধারণ হলে
অর্থাৎ রেখাদ্বয়,
\(a_{1}x+b_{1}y+c_{1}=0 ........(1)\)
\(a_{2}x+b_{2}y+c_{2}=0 ........(2)\)
\((1)\) ও \((2)\) সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণঃ
\(\theta=tan^{-1}\left(\pm \frac{a_{1}b_{2}-a_{2}b_{1}}{a_{1}a_{2}+b_{1}b_{2}}\right)\).
এখানে,
\((1)\) নং সরলরেখার ঢাল \(=-\frac{a_{1}}{b_{1}}\)
\((2)\) নং সরলরেখার ঢাল \(=-\frac{a_{2}}{b_{2}}\)
\(18(b).\) তীর্যক অক্ষের সাপেক্ষে দুইটি অসমান্তরাল সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ঃ
ধরি,
\(y=m_{1}x+c_{1} ........(1)\)
\(y=m_{2}x+c_{2} ........(2)\)
\((1)\) ও \((2)\) সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণঃ
\(\theta=tan^{-1}\left\{\pm \frac{(m_{1}-m_{2})\sin{\omega}}{1+(m_{1}+m_{2})\sin{\omega}+m_{1}m_{2}}\right\}\).
যেখানে,
\(\omega\) অক্ষদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ
\((1)\) নং সরলরেখার ঢাল \(=m_{1}\)
\((2)\) নং সরলরেখার ঢাল \(=m_{2}\)
অনুসিদ্ধান্তঃ
সরলরেখাদ্বয়ের আকার সাধারণ হলে
অর্থাৎ রেখাদ্বয়,
\(a_{1}x+b_{1}y+c_{1}=0 ........(1)\)
\(a_{2}x+b_{2}y+c_{2}=0 ........(2)\)
\((1)\) ও \((2)\) সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণঃ
\(\theta=tan^{-1}\left(\pm \frac{(a_{1}b_{2}-a_{2}b_{1})\sin{\omega}}{a_{1}a_{2}+b_{1}b_{2}-(a_{1}b_{2}+a_{2}b_{1})\cos{\omega}}\right)\).
এখানে,
\((1)\) নং সরলরেখার ঢাল \(=-\frac{a_{1}}{b_{1}}\)
\((2)\) নং সরলরেখার ঢাল \(=-\frac{a_{2}}{b_{2}}\)
অনুসিদ্ধান্তঃ
\((1)\) ও \((2)\) সরলরেখাদ্বয়ের পরস্পর সমান্তরাল হওয়ার শর্তঃ
\(a_{1}b_{2}-a_{2}b_{1}=0\).
\((1)\) ও \((2)\) সরলরেখাদ্বয়ের পরস্পর লম্ব হওয়ার শর্তঃ
\(a_{1}a_{2}+b_{1}b_{2}-(a_{1}b_{2}+a_{2}b_{1})\cos{\omega}=0\).
\(19.\) তিনটি সরলরেখার সমবিন্দু তথা এক বিন্দুতে মিলিত হওয়ার শর্ত
ধরি, সরলরেখা তিনটি ,
\(a_{1}x+b_{1}y+c_{1}=0 ........(1)\)
\(a_{2}x+b_{2}y+c_{2}=0 ........(2)\)
\(a_{3}x+b_{3}y+c_{3}=0 ........(3)\)
\((1)\) , \((2)\) , \((3)\) নং সরলরেখাত্রয় সমবিন্দু হবে যদি , \(\left|\begin{array}{c}a_{1} \ \ \ \ b_{1} \ \ \ \ c_{1}\\a_{2} \ \ \ \ b_{2} \ \ \ \ c_{2}\\a_{3} \ \ \ \ b_{3} \ \ \ \ c_{3}\end{array}\right|=0\) হয় ।
\((20)\) তিনটি সরলরেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলঃ
ধরি,
\(a_{1}x+b_{1}y+c_{1}=0 ........(1)\)
\(a_{2}x+b_{2}y+c_{2}=0 ........(2)\)
\(a_{3}x+b_{3}y+c_{3}=0 ........(3)\)
উপরক্ত \((1)\), \((2)\) এবং \((3)\) রেখাগুলি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল
= \(\frac{1}{2} \frac{\Delta^{2}}{C_{1}C_{2}C_{3}}\)
যেখানে,\(\Delta=\left|\begin{array}{c}a_{1} \ \ \ \ b_{1} \ \ \ \ c_{1}\\a_{2} \ \ \ \ b_{2} \ \ \ \ c_{2}\\ a_{3} \ \ \ \ b_{3} \ \ \ \ c_{3}\end{array}\right|\) এবং \(C_{1}, C_{2}, C_{3}\) হচ্ছে \(\Delta\) নির্ণায়কটির যথাক্রমে \(c_{1}, c_{2}, c_{3}\) উপাদানের সহ-গুণক।
অর্থাৎ \(C_{1}=(a_{2}b_{3}-a_{3}b_{2}),\) \(C_{2}= -(a_{1}b_{3}-a_{3}b_{1}),\) \(C_{3}=(a_{1}b_{2}-a_{2}b_{1})\)
অনুসিদ্ধান্তঃ
যদি অক্ষদ্বয় তীর্যক হয় তবে \((1)\), \((2)\) এবং \((3)\) রেখাগুলি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল
= \(\frac{1}{2}\frac{\Delta^{2}\sin{\omega}}{C_{1}C_{2}C_{3}}\)
যেখানে,
\(\omega\) অক্ষদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ
লম্ব দূরত্ব
\(21.\) একটি বিন্দু হতে একটি সরলরেখার লম্ব দূরত্ব।
\((x_{1}, y_{1})\) বিন্দু থেকে \(ax+by+c=0\) সরলরেখার লম্ব দূরত্ব,
straight3
\(d=\frac{\left|ax_{1}+by_{1}+c\right|}{\sqrt{a^{2}+b^{2}}}\)
অনুসিদ্ধান্তঃ
তীর্যক অক্ষের সাপেক্ষে \((x_{1}, y_{1})\) বিন্দু থেকে \(ax+by+c=0\) সরলরেখার লম্ব দূরত্ব,
\(d=\frac{\left|(ax_{1}+by_{1}+c)\sin{\omega}\right|}{\sqrt{a^{2}+b^{2}-2ab\cos{\omega}}}\)
যেখানে,
\(\omega\) অক্ষদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ
\(22.\) মূলবিন্দু হতে একটি সরলরেখার লম্ব দূরত্ব।
মূলবিন্দু তথা \(O(0, 0)\) বিন্দু থেকে \(ax+by+c=0\) সরলরেখার লম্ব দূরত্ব,
\(d=\frac{\left|c \right|}{\sqrt{a^{2}+b^{2}}}\)straight3
অনুসিদ্ধান্তঃ
তীর্যক অক্ষের সাপেক্ষে মূলবিন্দু তথা \(O(0, 0)\) বিন্দু থেকে \(ax+by+c=0\) সরলরেখার লম্ব দূরত্ব,
\(d=\frac{\left|c\sin{\omega}\right|}{\sqrt{a^{2}+b^{2}-2ab\cos{\omega}}}\)
যেখানে,
\(\omega\) অক্ষদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ
অনুসিদ্ধান্তঃ
মূলবিন্দু তথা \(O(0, 0)\) বিন্দু থেকে \(ax+by+c=0; \ (b>0)\) সরলরেখার ওপর অংকিত লম্বের বীজগাণিতিক দৈর্ঘ্য \(d=-\frac{c}{\sqrt{a^{2}+b^{2}}}\)
\(0>c\) হলে \(d>0;\)
অতএব লম্বটি প্রথম অথবা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হবে যদি \(x\) এর সহগ \(a\) ধনাত্মক অথবা ঋনাত্মক হয়।
\(c>0\) হলে \(0>d;\)
কাজেই লম্বটি তৃতীয় অথবা চতুর্থ চতুর্ভাগে থাকবে যদি \(a\) ধনাত্মক অথবা ঋনাত্মক হয়।
\(23.\) দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব।
\(ax+by+c_{1}=0\) ও \(ax+by+c_{2}=0\) সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব,
\(d=\frac{\left|c_{1}-c_{2}\right|}{\sqrt{a^{2}+b^{2}}}\)straight3
\(24.\) দুইটি পরস্পরছেদী সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখন্ডক সরলরেখাদ্বয়ের সমীকরণ।
\(a_{1}x+b_{1}y+c_{1}=0 ........(1)\)
\(a_{2}x+b_{2}y+c_{2}=0 ........(2)\)
\((1)\) ও \((2)\) এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখন্ডক সরলরেখাদ্বয়ের সমীকরণ,
\(\frac{a_{1}x+b_{1}y+c_{1}}{\sqrt{a_1^{2}+b_1^{2}}}=\pm \frac{a_{2}x+b_{2}y+c_{2}}{\sqrt{a_2^{2}+b_2^{2}}}\).straight3
\(25.\) একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি এবং বাহুগুলির মাধ্যমে ত্রিভুজটির অন্তঃকেন্দ্র নির্ণয়।
\(\triangle ABC\) এর শীর্ষবিন্দু তিনটি \((x_{1}, y_{1})\), \((x_{2}, y_{2})\) এবং \((x_{3}, y_{3})\) এবং বাহুগুলি \(BC=a, \ CA=b, \ AB=c \) হলে, এর অন্তঃকেন্দ্র,
\(I(\frac{ax_{1}+bx_{2}+cx_{3}}{a+b+c}, \frac{ay_{1}+by_{2}+cy_{3}}{a+b+c})\).straight3
\(26.\) \(ax+by+c=0\) সরলরেখার সমান্তরাল এবং \(d\) একক দূরবর্তী সরলরেখার সমীকরণঃ
\(ax+by+c\pm d\sqrt{a^{2}+b^{2}}=0\).straight3
\((27.)\) অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দু \(O(0,0)\) কে \(O^{\prime}(\alpha, \beta)\) বিন্দুতে স্থানান্তর করলে, নুতন অক্ষের সাপেক্ষে
কোনো বিন্দু \((x, y)\) এর রূপান্তরিত স্থানাঙ্কঃ
\((x^{\prime}, y^{\prime})\Rightarrow (x-\alpha, y-\beta)\) \((x, y)\Rightarrow (x^{\prime}+\alpha, y^{\prime}+\beta)\)
\(f(x, y)=0\) সমীকরণের রূপান্তরিত সমীকরণঃ
\(f(x^{\prime}+\alpha, y^{\prime}+\beta)=0\)
\((28.)\) মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে \(\theta\) কোণে আবর্তন করলে, নুতন অক্ষের সাপেক্ষে
কোনো বিন্দু \((x, y)\) এর রূপান্তরিত স্থানাঙ্কঃ
\((x^{\prime}, y^{\prime})\Rightarrow (x\cos{\theta}+y\sin{\theta}, -x\sin{\theta}+y\cos{\theta})\)
\((x, y)\Rightarrow (x^{\prime}\cos{\theta}-y^{\prime}\sin{\theta}, x^{\prime}\sin{\theta}+y^{\prime}\cos{\theta})\)
\(f(x, y)=0\) সমীকরণের রূপান্তরিত সমীকরণঃ
\(f(x^{\prime}\cos{\theta}-y^{\prime}\sin{\theta}, x^{\prime}\sin{\theta}+y^{\prime}\cos{\theta})=0\)
\((29.)\) অক্ষদ্বয়কে \(\theta\) কোণে আবর্তন করলে এবং মূলবিন্দু \(O(0,0)\) কে \(O^{\prime}(\alpha, \beta)\) বিন্দুতে স্থানান্তর করলে, নুতন অক্ষের সাপেক্ষে
কোনো বিন্দু \((x, y)\) এর রূপান্তরিত স্থানাঙ্কঃ
\((x^{\prime}, y^{\prime})\Rightarrow \{(x-\alpha)\cos{\theta}+(y-\beta)\sin{\theta}, -(x-\alpha)\sin{\theta}+(y-\beta)\cos{\theta}\}\)
\((x, y)\Rightarrow \{\alpha+x^{\prime}\cos{\theta}-y^{\prime}\sin{\theta}, \beta+x^{\prime}\sin{\theta}+y^{\prime}\cos{\theta}\}\)
\(f(x, y)=0\) সমীকরণের রূপান্তরিত সমীকরণঃ
\(f(\alpha+x^{\prime}\cos{\theta}-y^{\prime}\sin{\theta}, \beta+x^{\prime}\sin{\theta}+y^{\prime}\cos{\theta})=0\)
\((30.)\) যদি \(OX, \ OY\) এবং \(O^{\prime}X^{\prime}, \ O^{\prime}Y^{\prime}\) দুইজোড়া ভিন্ন ভিন্ন অক্ষ হয় এবং \(OX, \ OY\) অক্ষ সাপেক্ষে \(O^{\prime}X^{\prime},\) এবং \( O^{\prime}Y^{\prime}\) এর সমীকরণদ্বয় যথাক্রমে \(ax+by+c=0\) ও \(bx-ay+d=0\) হয় তবে, নুতন অক্ষের সাপেক্ষে
কোনো বিন্দু \((x, y)\) এর রূপান্তরিত স্থানাঙ্কঃ
\((x^{\prime}, y^{\prime})\Rightarrow \left(\frac{bx-ay+d}{\sqrt{a^2+b^2}}, \frac{ax+by+c}{\sqrt{a^2+a^2}}\right)\)
\((x, y)\Rightarrow \left(\frac{bx^{\prime}+ay^{\prime}}{\sqrt{a^2+b^2}}-\frac{ac+bd}{a^2+b^2}, -\frac{ax^{\prime}-by^{\prime}}{\sqrt{a^2+b^2}}-\frac{bc-ad}{a^2+b^2}\right)\)
\(f(x, y)=0\) সমীকরণের রূপান্তরিত সমীকরণঃ
\(f\left(\frac{bx^{\prime}+ay^{\prime}}{\sqrt{a^2+b^2}}-\frac{ac+bd}{a^2+b^2}, -\frac{ax^{\prime}-by^{\prime}}{\sqrt{a^2+b^2}}-\frac{bc-ad}{a^2+b^2}\right)=0\)
\((31.)\) মূলবিন্দু ও \(x\) অক্ষকে স্থির রেখে তীর্যক অক্ষদ্বয়কে আয়তাকার অক্ষদবয়ে রূপান্তর করলে
কোনো বিন্দু \((x, y)\) এর রূপান্তরিত স্থানাঙ্কঃ
\((x^{\prime}, y^{\prime})\Rightarrow (x+y\cos{\omega}, y\sin{\omega})\)
\((x, y)\Rightarrow (x^{\prime}-y^{\prime}\cot{\omega}, y^{\prime} \ cosec \ {\omega})\)
\(f(x, y)=0\) সমীকরণের রূপান্তরিত সমীকরণঃ
\(f(x^{\prime}-y^{\prime}\cot{\omega}, y^{\prime} \ cosec{\omega})=0\)
যেখানে, \(\omega\) তীর্যক অক্ষদ্বয়ের মধ্যবর্তী কোণ।
\((32.)\) মূলবিন্দুকে স্থির রেখে প্রদত্ত কোনো তীর্যক অক্ষদ্বয়কে অন্য কোনো তীর্যক অক্ষদ্বয়ে রূপান্তর করলে
রূপান্তর সূত্রঃ
\(x=\frac{x^{\prime}\sin{(\omega-\theta)}}{\sin{\omega}}+\frac{y^{\prime}\sin{(\omega-\omega^{\prime}-\theta)}}{\sin{\omega}}\) \(y=\frac{x^{\prime}\sin{\theta}}{\sin{\omega}}+\frac{y^{\prime}\sin{(\omega^{\prime}+\theta)}}{\sin{\omega}}\)
যেখানে, \(\omega\) আদি তীর্যক অক্ষদ্বয়ের মধ্যবর্তী কোণ।
\(\omega^{\prime}\) নুতন তীর্যক অক্ষদ্বয়ের মধ্যবর্তী কোণ।
\((33.)\) সাধারণ দ্বিঘাত সমীকরণ হতে এক ঘাত পদগুলো অর্থাৎ \(x\) ও \(y\) সম্বলিত পদ অপসারণ
অথবা,
\(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) সমীকরণ হতে এক ঘাত পদগুলো অর্থাৎ \(x\) ও \(y\) সম্বলিত পদ অপসারণ
রূপান্তরিত সমীকরণঃ
\(a{x^{\prime}}^2+2hx^{\prime}y^{\prime}+b{y^{\prime}}^2+c^{\prime}=0\)
যেখানে, \((\alpha,\beta)\Rightarrow \left(\frac{fh-bg}{ab-h^2}, \frac{gh-af}{ab-h^2}\right)\) নুতন মূলবিন্দু
\(c^{\prime}=g\alpha+f\beta+c\) নুতন ধ্রুবক
অথবা
\(a{x^{\prime}}^2+2hx^{\prime}y^{\prime}+b{y^{\prime}}^2+\frac{\Delta}{ab-h^2}=0\)
যেখানে, \((\alpha,\beta)\Rightarrow \left(\frac{fh-bg}{ab-h^2}, \frac{gh-af}{ab-h^2}\right)\) নুতন মূলবিন্দু
\(c^{\prime}=\frac{\Delta}{ab-h^2}\) নুতন ধ্রুবক

দ্রষ্টব্যঃ সমীকরণ \((1)\) থেকে এটা স্পষ্ট যে অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দুকে ওপর কোনো বিন্দুতে স্থানান্তরিত করলে সাধারণ দ্বিঘাত সমীকরণের \(x^2, \ y^2, \ xy\) এর সহগগুলি অর্থাৎ \(a, \ b, \ h\) সহগগুলি অপরিবর্তিত থাকে কিন্তু \(x, \ y\) এর সহগ \(g, \ f\) এবং ধ্রুবক পদ \(c\) এরা বদলিয়ে যায়। সুতরাং রূপান্তরিত দ্বিঘাত সমীকরণটি দাঁড়ায়
\(a{x^{\prime}}^2+2hx^{\prime}y^{\prime}+b{y^{\prime}}^2+c^{\prime}=0\)
\((34.)\) সাধারণ দ্বিঘাত সমীকরণ হতে \(xy\) সম্বলিত পদ অপসারণ
অথবা,
\(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) সমীকরণ হতে \(xy\) সম্বলিত পদ অপসারণ
রূপান্তরিত সমীকরণঃ
\(a^{\prime}{x^{\prime}}^2+b^{\prime}{y^{\prime}}^2+2g^{\prime}x^{\prime}+2f^{\prime}y^{\prime}+c=0\)
যেখানে,
\(a^{\prime}=a\cos^2{\theta}+2h\sin{\theta}\cos{\theta}+b\sin^2{\theta}\)
\(b^{\prime}=a\sin^2{\theta}-2h\sin{\theta}\cos{\theta}+b\cos^2{\theta}\)
\(g^{\prime}=g\cos{\theta}+f\sin{\theta}\)
\(f^{\prime}=f\cos{\theta}-g\sin{\theta}\)
\(\theta=\frac{1}{2}\tan^{-1}{\left(\frac{2h}{a-b}\right)}\)

দ্রষ্টব্যঃ মূল সমীকরণ এবং রূপান্তরিত সমীকরণ উভয়ের একই ধ্রুবক পদ। অতএব, মূলবিন্দুতে আয়তাকার অক্ষদ্বয়কে কোনো কোণে ঘুরালে সমীকরণের ধ্রুবক পদ অপরিবর্তিত থেকে যায়।
\((35.)\) মূলবিন্দু অপরিবর্তিত রেখে আয়তাকার অক্ষদ্বয়কে \(\frac{1}{2}\tan^{-1}\frac{2h}{a-b}\) কোণে আবর্তন করায় \(ax^2+2hxy+by^2+c=0\) সমীকরণের পরিবর্তিত রূপ \(a^{\prime}x^2+b^{\prime}y^2+c=0\) হওয়ার শর্তঃ
\(a^{\prime}+b^{\prime}=a+b\) \(a^{\prime}b^{\prime}=ab-h^2\)
\((36.)\) মূলবিন্দু অপরিবর্তিত রেখে আয়তাকার অক্ষদ্বয়কে কোনো নির্দিষ্ট কোণে আবর্তন করায় \(ax^2+2hxy+by^2=0\) সমীকরণের পরিবর্তিত রূপ \(a^{\prime}x^2+2h^{\prime}xy+b^{\prime}y^2=0\) হওয়ার শর্তঃ
\(a^{\prime}+b^{\prime}=a+b\) \(a^{\prime}b^{\prime}-{h^{\prime}}^2=ab-h^2\)

দ্রষ্টব্যঃ এখানে, \(a+b\) এবং \(ab-h^2\) কে অপরিবর্তক বলা হয়।
অধ্যায় \(3\)-এর উদাহরণসমুহ
উদাহরণ \(1.\) প্রমাণ কর যে ত্রিভুজের মধ্যমাগুলো এক বিন্দুতে মিলিত হয়।

উদাহরণ \(2.\) \((-2, 3)\) ও \((3, 4)\) বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশটি \(X\) অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়। বিভক্তকারী বিন্দুর ভুজ কত?
উত্তরঃ \(3:4;\) অনুপাতে বহির্বিভক্ত করে। ভুজ \(=-17\)

উদাহরণ \(3.\) আয়তাকার অক্ষের সাপেক্ষে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক \((a\cos{\alpha}, b\sin{\alpha}), \ (a\cos{\beta}, b\sin{\beta}), \ (a\cos{\gamma}, b\sin{\gamma})\) ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর।
উত্তরঃ \(2ab\sin{\frac{\beta-\gamma}{2}}\sin{\frac{\gamma-\alpha}{2}}\sin{\frac{\alpha-\beta}{2}}\)

উদাহরণ \(4.\) নিম্নলিখিত বিন্দুগুলোর পোলার স্থনাংক নির্ণয় কর।
\((i) \ (\sqrt{3}, -1)\)
\((ii) \ (4, 5)\)
\((iii) \ (-1, -1)\)
উত্তরঃ \((i) \ \left(2, \frac{11\pi}{6}\right); \ (ii) \left(\sqrt{41}, \tan^{-1}{\frac{5}{4}}\right);\) \((iii) \left(\sqrt{2}, \frac{5\pi}{4}\right) \)

উদাহরণ \(5.\) নিম্নলিখিত বিন্দুগুলোর কার্তেসীয় স্থনাংক নির্ণয় কর।
\((i) \ \left(-5, \frac{\pi}{3}\right)\)
\((ii) \ \left(2\sqrt{2}, \frac{5\pi}{4}\right)\)
\((iii) \ \left(\sqrt{3}, \frac{\pi}{4}\right)\)
\((iv) \ \left(\sqrt{2}, -\frac{\pi}{4}\right)\)
উত্তরঃ \((i) \ \left(-\frac{5}{2},-\sqrt{5\frac{3}{2}}\right); \ (ii) (-2,-2);\) \((iii) (); \ (iv) (1, -1) \)

উদাহরণ \(6.\) সমীকরণটিকে কার্তেসীয় সমীকরণে রূপান্তরিত কর।
\((i) \ r^2=a^2\cos{2\theta}\)
\((ii) \ r\cos{(\theta-\alpha)}=p\)
উত্তরঃ \((i) \ (x^2+y^2)^2=a^2(x^2-y^2); \ (ii) \ x\cos{\alpha}+y\sin{\alpha}=p\)

উদাহরণ \(7.\) পোলার সমীকরণে রূপান্তরিত কর।
\((i) \ x^3=y^2(2a-x)\)
\((ii) \ y=x\log{x}\)
\((iii) \ x^2-3y^2=1\)
\((iv) \ x\cos{\alpha}+y\sin{\alpha}=p\)
উত্তরঃ \((i) \ r\cos{\theta}=2a\sin^2{\theta}; \ (ii) \ r\cos{\theta}=e^{\tan{\theta}};\)
\((iii) \ r^2(1-4\sin^2{\theta})=1; \ (iv) \ r\cos{(\theta-\alpha)}=p\)

উদাহরণ \(8.\) একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর পোলার স্থানাঙ্ক \((1, 30^{o}); \ (2, 60^{o}); \ (3, 90^{o})\) ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{1}{4}\left(8-3\sqrt{3}\right)\)

উদাহরণ \(9.\) \(x\) অক্ষের ধনাত্মক দিকের সহিত \(60^{o}\) কোণ বরাবর \((-1,2)\) বিন্দু থেকে \(2x+y-4=0\) রেখাটির দূরত্ব নির্ণয় কর।
উত্তরঃ \(8(2-\sqrt{3})\)

উদাহরণ \(10.\) \(4x-3y-18=0\) কে লম্ব আকারে প্রকাশ করে মূলবিন্দু হতে রেখাটির উপর লম্বের অবস্থান নির্দেশ কর।
উত্তরঃ মূলবিন্দু হতে লম্ব দূরত্ব \(=\frac{18}{5};\) লম্বটি চতুর্থ চুতুর্ভাগে অবস্থিত।

উদাহরণ \(11.\) \(2x-4y+7=0\) রেখার প্রেক্ষিতে \((5,6)\) বিদুর অবস্থান নির্ণয় কর।
উত্তরঃ বিন্দুটি রেখাটির ধনাত্মক পার্শে অবস্থিত।

উদাহরণ \(12.\) \((4, -1)\) বিদুগামী যে রেখা দুইটি \(3x-2y+7=0\) রেখার যথাক্রমে সমান্তরাল ও লম্ব তাদের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(3x-2y-14=0; \ 2x+3y-5=0\)

উদাহরণ \(13.\) \((x^{\prime}, y^{\prime})\) বিদুগামী দুইটি সরলরেখার প্রত্যাক্যে \(y=mx+c\) রেখার সাথে \(\alpha\) কোণে নত থাকে। রেখা দুইটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(y-y^{\prime}=\frac{m+\tan{\alpha}}{1-m\tan{\alpha}}(x-x^{\prime}); \ y-y^{\prime}=\frac{m-\tan{\alpha}}{1+m\tan{\alpha}}(x-x^{\prime})\)

উদাহরণ \(14.\) অক্ষ দুইটি তীর্যক হলে দেখাও যে, \(ax+by+c=0\) এর উপর লম্ব যে রেখাটি \((x^{\prime}, y^{\prime})\) বিদুগামী তার সমীকরণ \(\frac{x-x^{\prime}}{a-b\cos{\omega}}=\frac{y-y^{\prime}}{b-a\cos{\omega}}\)

উদাহরণ \(15.\) অক্ষদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ \(120^{o}\) হলে \((1, 1)\) বিদু থেকে \(3x+4y+5=0\) রেখার লম্ব দূরত্ব নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{6\sqrt{3}}{\sqrt{37}}\)

উদাহরণ \(16.\) \((h, k)\) বিদু থেকে \(\omega\) কোণ ধারণকারী তীর্যক অক্ষদ্বয়ের ওপর দুইটি লম্ব টানা হলো। লম্ব দুইটির পাদবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার সমীকরণ বের কর এবং দেখাও যে, \((h, k)\) বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব \(\frac{hk\sin^2{\omega}}{\sqrt{h^2+k^2+2hk\cos{\omega}}}\)

উদাহরণ \(17.\) আয়তাকার অক্ষের সাপেক্ষে কোনো সামান্তরিকের বাহু চারটির সমীকরণ যথাক্রমে
\(ax+by+c=0 ....(1)\)
\(a^{\prime}x+b^{\prime}y+c=0 ....(2)\)
\(ax+by+c^{\prime}=0 ....(3)\)
\(a^{\prime}x+b^{\prime}y+c^{\prime}=0 ....(4)\)
দেখাও যে সামান্তরিকটির কর্ণ দুইটি পরস্পর লম্ব হবে যদি \(a^2+b^2={a^{\prime}}^2+{b^{\prime}}^2\) হয়।

উদাহরণ \(18.\) দেখাও যে একটি ত্রিভুজের শীর্ষগুলো হতে বিপরীত বাহুগুলোর ওপর অঙ্কিত লম্ব তিনটি একবিন্দুতে মিলিত হয়।

উদাহরণ \(19.\) আয়তাকার অক্ষের সাপেক্ষে একটি ত্রিভুজের বাহুগুলোর সমীকরণ
\(x+y+2=0\)
\(2x-y-3=0\)
\(3x+2y-5=0\)
ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{338}{21}\) বর্গ একক।

উদাহরণ \(20.\) আয়তাকার অক্ষের সাপেক্ষে \(12x+5y-4=0\) ও \(3x+4y+7=0\) রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণগুলোর সম দ্বি খন্ডক রেখা দুইটির সমীকরণ বের কর এবং মূলবিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখন্ডকটি সনাক্ত কর।
উত্তরঃ \(7x-9y-37=0\)
\(99x+77y+71=0\)
মূলবিন্দু অন্তর্ধারী কোণের সমদ্বিখন্ডকটি
\(99x+77y+71=0\)

উদাহরণ \(21.\) দেখাও যে একটি ত্রিভুজের
\((i)\) কোণগুলোর অন্তঃদ্বিখন্ডক রেখা তিনটি একবিন্দুতে মিলিত হয়।
\((ii)\) যে কোনো দুইটি কোণের বহিঃদ্বিখন্ডক রেখা দুইটি এবং তৃতীয় কোণটির অন্তঃদ্বিখন্ডক রেখাটি একবিন্দুতে মিলিত হয়।

উদাহরণ \(22.\) আয়তাকার অক্ষের সাপেক্ষে একটি ত্রিভুজের বাহুগুলোর সমীকরণ
\(y-2x=0=0\)
\(x+2y-4=0\)
\(x-2y-2=0\)
ত্রিভুজটির অন্তঃকেন্দ্র নির্ণয় কর।
উত্তরঃ \(\left(\frac{7}{6}, \frac{1}{2}\right)\)

উদাহরণ \(23.\) \((a)\) \(\frac{l}{r}=\cos{\theta}+e\cos{(\theta+\alpha)}\) রেখাটি মূলরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় কর।
উত্তরঃ \(\theta=\tan^{-1}{\left(\frac{1+e\cos{\alpha}}{e\sin{\alpha}}\right)}\)

\((b)\) একটি রেখা \((\sqrt{3}, 45^{o})\) বিন্দুগামী এবং \(r(2\cos{\theta}+3\sin{\theta})+7=0\) রেখার ওপর লম্ব। রেখাটির পোলার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(r(3\cos{\theta}-2\sin{\theta})-1=0\)

উদাহরণ \(24.\) দুইটি নির্দিষ্ট সরলরেখা এবং একটি নির্দিষ্ট বিন্দু \(O\) দেওয়া আছে। \(O\) বিন্দু দিয়ে একটি সরলরেখা টানা হলো যা প্রদত্ত রেখা দুইটিকে \(R_{1}\) ও \(R_{2}\) বিন্দুতে ছেদ করে। \(OR_{1}R_{2}\) রেখাটির ওপর \(R\) এরূপ একটি বিন্দু যে \(\frac{2}{OR}=\frac{1}{OR_{1}}+\frac{1}{OR_{2}}\)
দেখাও যে \(R\) বিন্দুর সঞ্চারপথ একটি সরলরেখা।

উদাহরণ \(25.\) অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দুকে \((-2, 3)\) বিন্দুতে স্থানান্তরিত করা হলো। \(4x^2+8xy+3y^2=0\) সমীকরণটির পরিবর্তিত রূপ কি হবে?
উত্তরঃ \(4x^2+8xy+3y^2+8x+2y-5=0\)

উদাহরণ \(26.\) মূলবিন্দুকে \((1, -2)\) বিন্দুতে স্থানান্তরিত করে অক্ষদ্বয়কে \(60^{o}\) কোণে ঘুরালে \(x^2+4xy+y^2+6x-3=0\) সমীকরণটির পরিবর্তিত রূপ কি হবে?
উত্তরঃ \((1+\sqrt{3})x^2-2xy+(1-\sqrt{3})y^2=0\)

উদাহরণ \(27.\) \(30^{o}\) কোণ ধারণকারী তীর্যক অক্ষদ্বয়কে আয়তাকার অক্ষে রূপান্তরিত করা হলো যেন মূলবিন্দু ও \(x\) অক্ষ অপরিবর্তিত থাকে। এই পরিবর্তনের ফলে \(2x^2+\sqrt{3}xy+3y^2=2\) সমীকরণের পরিবর্তিত রূপ কি দাঁড়াবে?
উত্তরঃ \(x^2-\sqrt{3}xy+6y^2-1=0\)

উদাহরণ \(28.\) মূলবিন্দু ঠিক রেখে আয়তাকার অক্ষদ্বয়কে \(2\alpha\) কোণ ধারণকারী অক্ষে রূপান্তরিত করা হলে যেন নুতন \(x\) অক্ষটি মূল \(x\) অক্ষের সাথে \(-\alpha\) কোণে নত থাকে। অক্ষদ্বয়ের এই পরিবর্তনের ফলে \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1\) সমীকরণের পরিবর্তিত রূপ কি হবে ? যদি \(\sin{\alpha}=\frac{b}{\sqrt{a^2+b^2}}\) হয়।
উত্তরঃ \(xy=\frac{1}{4}(a^2+b^2)\)

উদাহরণ \(29.\) \(x-2y+1=0\) ও \(2x+y-8=0\) রেখা দুইটিকে যথাক্রমে নুতন আয়তাকার \(x\) অক্ষ ও \(y\) অক্ষ ধরে এদের প্রেক্ষিতে \(11x^2-4xy+14y^2-48x-44y+126=0\) সমীকরণটিকে রূপান্তরিত কর।
উত্তরঃ \(2x^2+3y^2=1\)

উদাহরণ \(30.\) বিন্দু \((\alpha, \beta)\) এর স্থানাঙ্ক নির্ণয় কর যেন, অক্ষদ্বয়কে সমান্তরালভাবে এই বিন্দুতে স্থানান্তরিত করা হলে \(2x^2+y^2-xy-5x-4y+11=0\) সমীকরণের পরিবর্তীতরূপে শুধুমাত্র দ্বিঘাত পদগুলো থাকবে।
উত্তরঃ \(2x^2-xy+y^2=0\)

উদাহরণ \(31.\) আয়তাকার অক্ষদ্বয়ের যথাযথ রূপান্তর করে \(x^2-3xy+3y^2+7x-18y+10=0\) সমীকরণ থেকে \(x\) পদ \(y\) পদ এবং \(xy\) পদ অপসারণ কর।
উত্তরঃ \(\frac{4+\sqrt{13}}{2}x^2+\frac{4-\sqrt{13}}{2}y^2-36=0\)

উদাহরণ \(32.\) \((2, 3)\) বিন্দুগামী দুইটি নুতন আয়তাকার অক্ষের প্রেক্ষিতে \(3x^2+2xy+3y^2-18x-22y+50=0\) সমীকরণটি \(4x^2+2y^2=1\) সমীকরণে রূপান্তরিত হলে নুতন অক্ষগুলো মূল অক্ষগুলোর সাথে কত ডিগ্রী কোণ উৎপন্ন করে?
উত্তরঃ \(45^{o}\)

উদাহরণ \(33.\) যদি একই মূলবিন্দু বিশিষ্ট দুই দল তীর্যক অক্ষের সাপেক্ষে একই বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে \((x, y)\) ও \((x^{\prime}, y^{\prime})\) হয় এবং স্থানাঙ্কের রূপান্তর সমীকরণগুলো \(x=mx^{\prime}+ny^{\prime}, \ y=m^{\prime}x^{\prime}+n^{\prime}y^{\prime}\) হয় তবে প্রমাণ কর যে,
\(\frac{m^2+{m^{\prime}}^2-1}{n^2+{n^{\prime}}^2-1}=\frac{mm^{\prime}}{nn^{\prime}}\)

উদাহরণ \(34.\) আয়তাকার অক্ষদ্বয়ের রূপান্তরের ফলে যদি \(\frac{X^2}{p}+\frac{Y^2}{q}\) রাশিটি \(ax^2+2hxy+by^2\) রাশিটিতে পরিবর্তিত হয় তবে দেখাও যে, \(\frac{X^2}{p-\lambda}+\frac{Y^2}{q-\lambda}\) এর পরিবর্তিত রূপ হবে, \(\frac{ax^2+2hxy+by^2-\lambda(ab-h^2)(x^2+y^2)}{1-(a+b)\lambda+(ab-h^2)\lambda^2}\)

উদাহরণ \(35.\) যদি অক্ষদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ \(\omega\) হয় তবে, রূপান্তর পদ্ধতি প্রয়োগ করে
\((i)\) \(a_{1}x+b_{1}y+c_{1}=0, \ a_{2}x+b_{2}y+c_{2}=0,\) রেখা দুইটির পরস্পর লম্ব হওয়ার শর্ত নির্ণয় কর।
\((ii)\) \(x_{1}, y_{1}\) বিন্দু থেকে \(ax+by+c=0\) রেখার ওপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ \((i), \ a_{1}a_{2}+b_{1}b_{2}-(a_{1}b_{2}+a_{2}b_{1})\cos{\omega}\)
\((ii), \ \frac{(ax_{1}+by_{1}+c)\sin{\omega}}{\sqrt{a^2-2ab\cos{\omega}+b^2}}\)

উদাহরণ \(36.\) অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে, মূলবিন্দুকে \((3, 4)\) বিন্দুতে স্থানান্তর করলে \((-1, -2)\) বিন্দুটির রূপান্তরিত স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((-4, -6)\)

উদাহরণ \(37.\) অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে, মূলবিন্দুকে \((1, -1)\) বিন্দুতে স্থানান্তর করলে পরিবর্তিত অক্ষদ্বয় সাপেক্ষে \(ax^2+by+c=0\) সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(ax^2+by+2ax+(a-b+c)=0 \)

উদাহরণ \(38.\) অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে, মূলবিন্দুকে \((2, 3)\) বিন্দুতে স্থানান্তর করলে পরিবর্তিত অক্ষদ্বয় সাপেক্ষে \(2x^2+y^2-xy-5x-4y+11=0\) সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(2x^2+y^2-xy=0 \)

উদাহরণ \(39.\) যদি মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে \(45^{o}\) কোণে আবর্তন করা হয় তবে \((\sqrt{2}, 2\sqrt{2})\) বিন্দুটির রূপান্তরিত স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((3, 1)\)

উদাহরণ \(40.\) মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে \(90^{o}\) কোণে আবর্তন করলে \(x^4+y^4+6x^2y^2+3x+2y+1=0\) সমীকরণটির রূপান্তরিত সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^4+y^4+6x^2y^2+2x-3y+1=0\)

উদাহরণ \(41.\) আদি অক্ষের সাপেক্ষে \(45^{o}\) কোণে আনত অক্ষের ক্ষেত্রে \(x^2-y^2=5\) সমীকরণের পরবর্তিত সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(2xy+5=0\)

উদাহরণ \(42.\) মূলবিন্দুকে স্থানান্তর না করে অক্ষদ্বয়কে \(\theta=45^{o}\) কোণে আবর্তন করে \(x^2-2xy+y^2+2x-4y+3=0\) সমীকরণকে রূপান্তর কর।
উত্তরঃ \(2y^2-\sqrt{2}x-3\sqrt{2}y+3=0\)

উদাহরণ \(43.\) মূলবিন্দুকে স্থির রেখে অক্ষদ্বয়কে \(\tan^{-1}{\left(-\frac{4}{3}\right)}\) কোণে আবর্তন করলে \(11x^2+24xy+4y^2-20x-40y-5=0\) সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2-4y^2-4x+8y+1=0\)

উদাহরণ \(44.\) মূলবিন্দুকে \((1,2)\) বিন্দুতে স্থানান্তর করে এবং আদি অক্ষদ্বয়কে \(90^{o}\) কোণে আবর্তন করে \((3, 4\)) বিন্দুর রূপান্তরিত স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((2, -2)\)

উদাহরণ \(45.\) মূলবিন্দুকে \((2,3)\) বিন্দুতে স্থানান্তর করে অক্ষদ্বয়কে \(45^{o}\) কোণে আবর্তন করলে তখন \(3x^2+2xy+3y^2-18x-22y+50=0\) সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(4x^2+2y^2=1\)

উদাহরণ \(46.\) \(3x+4y+1=0\) এবং \(-4x+3y+1=0\) সরলরেখদ্বয়কে যথাক্রমে \(X\) ও \(Y\) অক্ষ বিবেচনা করে \((1, 3)\) বিন্দুটির রূপান্তরিত স্থানাংক নির্ণয় কর।
উত্তরঃ \(\left(\frac{6}{5}, \frac{16}{5}\right)\)

উদাহরণ \(47.\) পরস্পরের সহিত লম্ব \(x-2y+1=0\) এবং \(2x+y-8=0\) সরলরেখদ্বয়কে যথাক্রমে \(X\) ও \(Y\) অক্ষ বিবেচনা করে নুতন অক্ষ সাপেক্ষে \(11x^2-4xy+14y^2-58x-44y+126=0\) সমীকরণের পরিবর্তিত আকার নির্ণয় কর।
উত্তরঃ \(2x^2+3y^2=1\)

উদাহরণ \(48.\) \(x^2+2xy+3y^2+2x-4y-1=0\) সমীকরণ থেকে একঘাত বিশিষ্ট পদগুলি অপসারণ কর।
উত্তরঃ \(x^2+2xy+3y^2=\frac{13}{2}\)

উদাহরণ \(49.\) \(2x^2-3xy+4y^2+10x-19y+1=0\) সমীকরণ থেকে একঘাত বিশিষ্ট পদগুলি অপসারণ কর।
উত্তরঃ \(2x^2-3xy+4y^2-23=0\)

উদাহরণ \(50.\) যে মূলবিন্দু সাপেক্ষে \(x^2+4y^2-4x-24y+36=0\) সমীকরণ থেকে একঘাত বিশিষ্ট পদগুলি অপসারণ হয় তা নির্ণয় কর।
উত্তরঃ \((2, 3)\)

উদাহরণ \(51.\) \(4x^2+2\sqrt{3}xy+2y^2-1=0\) সমীকরণ হতে \(xy\) পদ অপসারণের জন্য অক্ষদ্বয়কে যে কোণে আবর্তন করতে হবে তা নির্ণয় কর এবং রূপান্তরিত সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(30^{o}; \ 5x^2+y^2=1\)

উদাহরণ \(52.\) \(17x^2+18xy-7y^2-16x-32y-18=0\) সমীকরণ হতে \(x, \ y\) এবং \(xy\) যুক্ত পদগুলি অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(2x^2-y^2=1\)

উদাহরণ \(53.\) \(19x^2+5xy+7y^2-13=0\) সমীকরণ হতে \(xy\) পদ অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(3x^2+y^2=2\)

উদাহরণ \(54.\) মূলবিন্দুকে ঠিক রেখে আয়তাকার অক্ষকে যে কোনো কোণে আবর্তন করলে প্রমাণ কর যে, \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) সমীকরণের ক্ষেত্রে \(a+b, \ g^2+f^2\) এবং \(ab-h^2\) অচ্যুত রাশি বা অপরিবর্তক।

উদাহরণ \(55.\) মূলবিন্দুকে স্থির রেখে আয়তাকার অক্ষকে আবর্তনের ফলে \(ax^2+2hxy+by^2\) রাশিটির পরিবর্তিত আকার \(a^{\prime}x^2+2h^{\prime}xy+b^{\prime}y^2\) হলে প্রমাণ কর যে,
\((i)\) \(a+b=a^{\prime}+b^{\prime}\)
\((ii)\) \(ab-h^2=a^{\prime}b^{\prime}-{h^{\prime}}^2\)

উদাহরণ \(56.\) মূলবিন্দুকে \((2, 3)\) বিন্দুতে স্থানান্তর করে আয়তাকার অক্ষকে পূর্বের অক্ষের সহিত কত কোণে আবর্তন করলে \(3x^2+2xy+3y^2-18x-22y+50=0\) সমীকরণটি \(4x^2+2y^2=1\) আকারে পরিণত হবে।
উত্তরঃ \(45^{o}\)

উদাহরণ \(57.\) মূলবিন্দুকে স্থির রেখে অক্ষদ্বয়কে \(\alpha\) কোণে আবর্তন করলে দেখাও যে, \(x\cos{\alpha}+y\sin{\alpha}=p\) সমীকরণের পরিবর্তিত আকার \(x=p\) হবে।

উদাহরণ \(58.\) পরস্পরের সহিত লম্ব \(ax+by+c=0\) এবং \(bx-ay+d=0\) সরলরেখদ্বয়কে যথাক্রমে \(X\) ও \(Y\) অক্ষ বিবেচনা করে নুতন অক্ষ সাপেক্ষে \((ax+by+c)(bx-ay+d)=a^2+b^2\) সমীকরণের পরিবর্তিত আকার নির্ণয় কর।
উত্তরঃ \(xy=1\)

উদাহরণ \(59.\) পরস্পরের সহিত লম্ব \(ax+by+c=0\) এবং \(bx-ay+d=0\) সরলরেখদ্বয়কে যথাক্রমে \(X\) ও \(Y\) অক্ষ বিবেচনা করে নুতন অক্ষ সাপেক্ষে \((a^2+b^2)(x^2+y^2)+2(ac+bd)x+\)\(2(bc-ad)y+(c^2+d^2)=(a^2+b^2)r^2\) সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2=r^2\)

উদাহরণ \(60.\) আয়তাকার অক্ষের যে পরিবর্তন দ্বারা \(\frac{X^2}{P}+\frac{Y^2}{Q}\) রাশিটি \(ax^2+2hxy+by^2\) আকার ধারণ করে, দেখাও যে, ঐ একই পরিবর্তন দ্বারা \(\frac{X^2}{P-\alpha}+\frac{Y^2}{Q-\alpha}\) রাশিটি নিম্নের আকার ধারণ করে।
\(\frac{(ax^2+2hxy+by^2)-\alpha(ab-h^2)(x^2+y^2)}{1-(a+b)\alpha+(ab-h^2)\alpha^2}\)

উদাহরণ \(61.\) অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দুকে স্থানান্তর করলে দুইটি বিন্দুর স্থানাঙ্ক \((h, k)\) এবং \((-h, -k)\) হয় যাদের আদি স্থানাঙ্ক যথাক্রমে \((5, -13)\) এবং \((-3, 11)\) মূলবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়।
উত্তরঃ \((1,-1)\)

অধ্যায় \(3\) / \(Q.1\)-এর অতিসংক্ষিপ্ত প্রশ্নসমূহ
\(Q.1.(i)\) জ্যামিতির জনক কে?

\(Q.1.(ii)\) স্থানাঙ্ক বলতে কি বুঝ?

\(Q.1.(iii)\) স্থানাঙ্ক সমতল বলতে কি বুঝ?

\(Q.1.(iv)\) স্থানাঙ্ক জ্যামিতি বলতে কি বুঝ?
অথবা,
বৈশ্লেষিক জ্যামিতি বলতে কি বুঝ?

\(Q.1.(v)\) স্থানাঙ্ক পদ্ধতি বলতে কি বুঝ?

\(Q.1.(vi)\) পোলার স্থানাঙ্ক পদ্ধতির বর্ণনা দাও।

\(Q.1.(vii)\) ব্যাসার্ধ ভেক্টরের সংজ্ঞা দাও।

\(Q.1.(viii)\) ভেক্টর কোণের সংজ্ঞা দাও।

\(Q.1.(ix)\) পোলার এবং কার্তেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক লিখ।

\(Q.1.(x)\) একটি বিন্দুর কার্তেসীয় স্থানাঙ্ক \((0, 1)\) হলে, ইহার পোলার স্থানাঙ্ক নির্ণয় কর।

\(Q.1.(xi)\) একটি বিন্দুর কার্তেসীয় স্থানাঙ্ক \((1, 1)\) হলে, ইহার পোলার স্থানাঙ্ক নির্ণয় কর।

\(Q.1.(xii)\) \((-1, -1)\) বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় কর।

\(Q.1.(xiii)\) একটি বিন্দুর পোলার স্থানাঙ্ক \((2, \pi)\) হলে, ইহার কার্তেসীয় স্থানাঙ্ক নির্ণয় কর।

\(Q.1.(xiv)\) \(x^2-3y^2=1\) সমীকরণটির পোলার সমীকরণ লিখ।

\(Q.1.(xv)\) \(x^2+3y^2=1\) সমীকরণটির পোলার সমীকরণে রূপান্তর কর।

\(Q.1.(xvi)\) \(x^2+y^2=4\) সমীকরণটির পোলার আকার নির্ণয় কর।

\(Q.1.(xvii)\) স্থানাঙ্ক রূপান্তর বলতে কি বুঝ?

\(Q.1.(xviii)\) স্থানাঙ্ক রূপান্তরের পদ্ধতিসমূহ কি কি?

\(Q.1.(xix)\) অক্ষের স্থানান্তর কি?

\(Q.1.(xx)\) অক্ষের আবর্তন বলতে কি বুঝ?

\(Q.1.(xxi)\) \((\alpha, \beta)\) বিন্দুতে অক্ষের স্থানান্তর করলে \((x, y)\) বিন্দুর পরিবর্তিত স্থানাঙ্ক কত হবে?

\(Q.1.(xxii)\) \((2, -3)\) বিন্দুতে অক্ষের স্থানান্তর করলে \((5, 1)\) বিন্দুর পরিবর্তিত স্থানাঙ্ক নির্ণয় কর।

\(Q.1.(xxiii)\) \((\alpha, \beta)\) বিন্দুতে অক্ষের স্থানান্তর করলে \(f(x,y)=0\) সমীকরণের পরিবর্তিত সমীকরণ কত হবে?

\(Q.1.(xxiv)\) \((1, 2)\) বিন্দুতে অক্ষের স্থানান্তর করলে \(x+y=5\) সমীকরণের পরিবর্তিত সমীকরণ নির্ণয় কর।

\(Q.1.(xxv)\) \(\theta\) কোণে অক্ষের আবর্তন করলে \((x, y)\) বিন্দুর পরিবর্তিত স্থানাংক কত হবে?

\(Q.1.(xxvi)\) \(90^{o}\) কোণে অক্ষের আবর্তন করলে \((2, 2)\) বিন্দুর পরিবর্তিত স্থানাংক নির্ণয় কর।

\(Q.1.(xxvii)\) \(\theta\) কোণে অক্ষের আবর্তন করলে \((x, y)\) বিন্দুর পরিবর্তিত স্থানাংক \((x^{\prime}, y^{\prime})\)

\(Q.1.(xxvii)\) একটি বিন্দুর স্থানাঙ্কের পরিবর্তন বের কর, যখন অক্ষদ্বয়ের দিককে \(\theta\) কোণে আবর্তন করানো হয়, যেখানে মূলবিন্দুর অবস্থান একই থাকে।

\(Q.1.(xxviii)\) \(\theta\) কোণে অক্ষের আবর্তন করলে \(f(x,y)=0\) সমীকরণের পরিবর্তিত সমীকরণ কত হবে?

\(Q.1.(xxix)\) \((\alpha, \beta)\) বিন্দুতে অক্ষের স্থানান্তর এবং \(\theta\) কোণে অক্ষের আবর্তন করলে \((x, y)\) বিন্দুর পরিবর্তিত স্থানাংক কত হবে?

\(Q.1.(xxx)\) \((\alpha, \beta)\) বিন্দুতে অক্ষের স্থানান্তর এবং \(\theta\) কোণে অক্ষের আবর্তন করলে \(f(x,y)=0\) সমীকরণের পরিবর্তিত সমীকরণ কত হবে?

\(Q.1.(xxxi)\) কি প্রক্রিয়ায় \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) সমীকরণের একঘাত বিশিষ্ট পদ অপসারিত হবে?

\(Q.1.(xxxii)\) অক্ষদ্বয়কে কত কোণে আবর্তন করলে \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) সমীকরণের পরিবর্তিত সমীকরণে \(xy\) বিশিষ্ট পদ অপসারিত হবে?

\(Q.1.(xxxiii)\) অক্ষদ্বয়কে কত কোণে আবর্তন করলে \(x^2+2\sqrt{3}xy-y^2-2a^2=0\) সমীকরণের পরিবর্তিত সমীকরণে \(xy\) বিশিষ্ট পদ অপসারিত হবে?

\(Q.1.(xxxiv)\) \(3x^2+4xy-3y^2=0\) সমীকরণ হতে \(xy\) বিশিষ্ট পদ অপসারণের জন্য অক্ষদ্বয়কে কত কোণে আবর্তন করতে হবে?

\(Q.1.(xxxv)\) অক্ষদ্বয়ের দিক পরিবর্তন না করে মূলবিন্দুকে কোন বিন্দুতে স্থানান্তর করলে \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) সমীকরণটি \(ax^2+2hxy+by^2+c^{\prime}=0\) আকারে রূপান্তরিত হবে?

\(Q.1.(xxxvi)\) অপরিবর্তক বলতে কি বুঝ?

অধ্যায় \(3\) / \(Q.2\)-এর সংক্ষিপ্ত প্রশ্নসমূহ
অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দুকে \((1,-2)\) বিন্দুতে স্থানান্তরিত করে নিম্নের সমীকরণগুলোর পরিবর্তিত রূপ নির্ণয় কর।
\(Q.2.(i)(a)\) \(x^2+4xy-4y-1=0\)
উত্তরঃ \(x^2+4xy-6x=0\)

\(Q.2.(i)(b)\) \(2x^2+y^2-4y+4y=0\)
উত্তরঃ \(2x^2+y^2=6\)

\(Q.2.(ii)\) আয়তাকার অক্ষদ্বয়কে \(\tan^{-1}{2}\) কোণে ঘুরালে \(4xy-3x^2=a^2\) সমীকরণের পরিবর্তিত রূপ কি হবে?
উত্তরঃ \(x^2-4y^2=a^2\)

\(Q.2.(iii)\) অক্ষদ্বয়কে কত কোণে আবর্তন করলে \(x^2-y^2=a^2\) এর পরিবর্তিত রূপ হবে \(2x^{\prime}y^{\prime}+a^2=0\)?
উত্তরঃ \(45^{o}\)

\(Q.2.(iv)\) মূলবিন্দু ঠিক রেখে আয়তাকার অক্ষদ্বয়কে \(45^{o}\) কোণে আবর্তন করলে \(x^4+y^4+6x^2y^2=2\) এর পরিবর্তিত রূপ নির্ণয় কর।
উত্তরঃ \(x^4+y^4=1\)

\(Q.2.(v)\) যে কোণে অক্ষদ্বয়কে আবর্তন করলে \(ax+by+c=0\) এর পরিবর্তিত রূপ হবে \(x^{\prime}=\)ধ্রুবক তা নির্ণয় কর। ধ্রুবকটিও নির্ণয় কর।
উত্তরঃ \(\tan^{-1}{\frac{b}{a}}, \ -\frac{c}{\sqrt{a^2+b^2}}\)

\(Q.2.(vi)\) দেখাও যে সঠিকভাবে নির্বাচিত একটি বিন্দু \((h, k)\) তে অক্ষদ্বয়ের সমান্তরাল স্থানান্তরের দ্বারা \(2x^2+4xy+5y^2-4x-22y+29=0\) সমীকরণকে কেবলমাত্র দ্বিঘাত পদবিশিষ্ট একটি সমীকরণে পরিণত করা যাবে।
উত্তরঃ \((-2,3)\)

\(Q.2.(vii)\)আদি অক্ষদ্বয়ের সাথে \(\tan^{-1}{\left(-\frac{4}{3}\right)}\) কোণে নত এবং \((2, -1)\) বিন্দুগামী দুইটি আয়ত অক্ষের সাপাক্ষে \(11x^2+24xy+4y^2-20x-40y-5=0\) সমীকরণটিকে রূপান্তরিত কর।
উত্তরঃ \(x^2-4y^2+1=0\)

\(Q.2.(viii)\) \(17x^2+18xy-7y^2-16x-22y-18=0\) সমীকরণটিকে এমন একটি সমীকরণে পরিবর্তিত কর যার মধ্যে \(x, \ y\) এবং \(xy\) যুক্ত পদগুলি অনুপস্থিত।
উত্তরঃ \((1, -1); \ \frac{1}{2}\tan^{-1}{\left(\frac{3}{4}\right)}; \ 2x^2-y^2=1\)

\(Q.2.(ix)\) মূলবিন্দু এবং \(x\) অক্ষকে অপরিবর্তিত রেখে আয়তাকার অক্ষদ্বয়কে \(\alpha\) কোণ ধারণকারী দুইটি তীর্যক অক্ষে রূপান্তরিত করা হলো; \(y^2+4y\cot{\alpha}-4x=0\) সমীকরণের পরিবর্তিত রূপ কি হবে?
উত্তরঃ \(y^2=4x \ cosec^{2}{\alpha}\)

\(Q.2.(x)\) \((2, 3)\) বিন্দুগামী একটি আয়তাকার অক্ষের প্রেক্ষিতে \(3x^2+2xy+3y^2-18x-22y+50=0\) সমীকরণটি \(4x^2+2y^2=1\) সমীকরণে পরিবর্তিত হয়। আদি আয়তাকার অক্ষদ্বয়ের সাথে নুতন অক্ষদ্বয়ের নতি নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{\pi}{4}\)

\(Q.2.(xi)\) অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দুকে \((\alpha, \beta)\) বিন্দুতে স্থানান্তর করলে নুতন অক্ষ সাপেক্ষে \((a, b)\) বিন্দুটির রূপান্তরিত স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((a-\alpha, b-\beta)\)

\(Q.2.(xii)\) অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দুকে \((1, 1)\) বিন্দুতে স্থানান্তর করলে পরিবর্তিত অক্ষদ্বয় সাপেক্ষে \(x^2+y^2+xy-3x-3y+3=0\) সমীকরণের পরিবর্তিত সমীকরণ \(x^2+xy+y^2=0\)

\(Q.2.(xiii)\) \((\alpha, \beta)\) বিন্দুর সুবিধামত মান গ্রহণ করে \(12x^2-10xy+2y^2+11x-5y+2=0\) সমীকরণকে রূপান্তর কর যাহাতে \(x\) ও \(y\) পদ না থাকে।
উত্তরঃ \(\left(-\frac{3}{2}, -\frac{5}{2}\right); \ 6x^2-5xy+y^2=0\)

\(Q.2.(xiv)\) মূলবিন্দুকে কোন বিন্দুতে পরিবর্তন করলে \(x^2+xy+2y^2-7x-5y+12=0\) সমীকরণ হতে একঘাত বিশিষ্ট পদ অপসারিত হবে?
উত্তরঃ \(\left(\frac{23}{7}, \frac{3}{7}\right)\)

\(Q.2.(xv)\) মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে \(90^{o}\) কোণে আবর্তন করলে \((a, b)\) বিন্দুটির রূপান্তরিত স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((b, -a)\)

\(Q.2.(xvi)\) মূলবিন্দুকে ঠিক রেখে অক্ষদ্বয়কে \(\tan^{-1}{2} \) কোণে আবর্তন করলে প্রমাণ কর যে, \(4xy-3x^2=a^2\) সমীকরণের পরিবর্তিত সমীকরণ \(x^2-4y^2=a^2\)

\(Q.2.(xvii)\) অক্ষদ্বয়কে \(\frac{\pi}{4}\) কোণে আবর্তন করলে \(5x^2+4xy+5y^2-10=0\) সমীকরণের পরিবর্তিত সমীকরণ \(xy\) পদমুক্ত একটি সমীকরণে রূপান্তরিত হবে-সত্যতা যাচাই কর।

\(Q.2.(xviii)\) \(3x^2+5xy-2y^2-16x+3y+5=0\) সমীকরণ হতে একঘাত বিশিষ্ট পদগুলি অপসারণ কর।
উত্তরঃ \(3x^2+5xy-2y^2=0\)

\(Q.2.(xix)\) \(x^2+2\sqrt{3}xy-y^2=16\) সমীকরণ হতে \(xy\) পদ অপসারণের জন্য অক্ষদ্বয়কে যে কোণে আবর্তন করতে হবে তা নির্ণয় কর এবং রূপান্তরিত সমীকরণও নির্ণয় কর।
উত্তরঃ \(30^{o}, \ x^2-y^2=8\)

\(Q.2.(xx)\) প্রমাণ কর যে, \(3x^2+14xy-24y^2-22x+110y-121=0\) সমীকরণের রূপান্তরিত সমীকরণ \(3x^2+14xy-24y^2=0\) যখন অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত থাকে এবং মূলবিন্দুটি \((-1, 2)\) বিন্দুতে স্থানান্তরিত হয়।

\(Q.2.(xxi)\) যদি মূলবিন্দুর অবস্থান ঠিক রেখে অক্ষদ্বয়কে \(30^{o}\) কোণে আবর্তন করানো হয় তাহলে \(x^2+2\sqrt{3}xy-y^2-2a^2=0\) এর রূপান্তরিত সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2-y^2=a^2\)
জাঃসঃ১৯৯৯

\(Q.2.(xxii)\) প্রমাণ কর যে, মূলবিন্দুর অবস্থান ঠিক রেখে অক্ষদ্বয়কে \(60^{o}\) কোণে আবর্তন করানো হয় তাহলে \(x^2-2xy+y^2+2x-4y+3=0\) এর রূপান্তরিত সমীকরণ \((2-\sqrt{3})x^2+2xy+(2+\sqrt{3})y^2+\)\(2(1-2\sqrt{3})x-2(2+\sqrt{3}y)+6=0\) হবে।

\(Q.2.(xxiii)\) মূলবিন্দুকে \((4, \sqrt{2})\) বিন্দুতে স্থানান্তর করে এবং আদি অক্ষকে \(45^{o}\) কোণে আবর্তন করে \((4, 2\sqrt{2})\) বিন্দুর রূপান্তরিত স্থানাঙ্ক নির্ণয় কর।
উত্তরঃ \((1, 1)\)

\(Q.2.(xxiv)\) \((1, -2)\) কে মূলবিন্দু ধরে আদি অক্ষদ্বয়কে \(\tan^{-1}{\left(-\frac{1}{2}\right)}\) কোণে আবর্তন করলে, প্রমাণ কর যে \(14x^2-4xy+11y^2-36x+48y+41=0\) সমীকরণটির রূপান্তরিত সমীকরণ \(3x^2+2y^2=5\) হবে।

\(Q.2.(xxv)\) প্রমাণ কর যে, \(2x^2+5y^2-12x+10y-7=0\) সমীকরণ হতে একঘাত বিশিষ্ট পদগুলি অপসারণ করলে উহার পরিবর্তিত আকার \(2x^2+5y^2=30\) হয়।

\(Q.2.(xxvi)\) অক্ষদ্বয়কে সমান্তরাল রেখে যদি মূলবিন্দুকে \(\left(-\frac{3}{2}, -\frac{5}{2}\right)\) বিন্দুতে স্থানান্তর করা হয়, তবে প্রমাণ কর যে এর জন্য \(12x^2-10xy+2y^2+11x-5y+2=0\) সমীকরণের রূপান্তরিত সমীকরণটি একঘাত পদ বর্জিত হয়।

\(Q.2.(xxvii)\) \(7x^2-6\sqrt{3}xy+13y^2=16\) সমীকরণ থেকে \(xy\) পদ অপসারণের জন্য অক্ষদ্বয়কে কত কোণে আবর্তন করতে হবে তা নির্ণয় কর এবং রূপান্তরিত সমীকরণও নির্ণয় কর।
উত্তরঃ \(30^{o}; \ x^2+4y^2=4\)

\(Q.2.(xxviii)\) \(3x^2+2\sqrt{3}xy+5y^2+4x-2y+10=0\) সমীকরণ হতে \(xy\) পদ অপসারণের জন্য অক্ষদ্বয়কে কত কোণে আবর্তন করতে হবে তা নির্ণয় কর এবং রূপান্তরিত সমীকরণও নির্ণয় কর।
উত্তরঃ \(60^{o}; \ 6x^2+2y^2+(2-\sqrt{3})x-(1+2\sqrt{3})y+10=0\)
রাঃ সঃ ১৯৮৪

অনুশীলনী \(3.E\) / \(Q.3\)-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(ax+by+c=0\) ও \(bx-ay+d=0\) কে যথাক্রমে \(x\) অক্ষ ও \(y\) অক্ষ ধরে এদের প্রেক্ষিতে নিম্নলিখিত সমীকরণ দুইটির পরিবর্তিত রূপ নির্ণয় করঃ
\(Q.3.(i)(a)\) \((ax+by+c)(bx-ay+d)=a^2+b^2\)
উত্তরঃ \(xy=1\)

\(Q.3.(i)(b)\) \((a^2+b^2)(x^2+y^2)+2(ac+bd)x+\)\(2(bc-ad)y+(c^2+d^2)=(a^2+b^2)r^2\)
উত্তরঃ \({x^{\prime}}^2+{y^{\prime}}^2=r^2\)

\(Q.3.(ii)\) \(60^{o}\) কোণ ধারণকারী তীর্যক অক্ষদ্বয়ের সাপেক্ষে \(x^2+y^2=a^2\) সমীকরণটি দেওয়া আছে। মূলবিন্দু ও \(x\) অক্ষ অপরিবর্তিত রেখে তীর্যক অক্ষ দুইটিকে আয়তাকার অক্ষে রূপান্তরিত করা হলো। সমীকরণটির পরিবর্তিত রূপ কি হবে?
উত্তরঃ \(3x^2-2\sqrt{3}xy+5y^2=3a^2\)

\(Q.3.(iii) \) দেখাও যে, দুইটি বিন্দু \((x_{1}, y_{1})\) ও \((x_{2}, y_{2})\) এর মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তিত থাকে যখন
\((a)\) মূলবিন্দুর পরিবর্তন হয়।
\((b)\) অক্ষদ্বয়কে মূলবিন্দুতে একটি কোণে আবর্তন করা হয়।

\(Q.3.(iv) \) অক্ষদ্বয়ের দিক ঠিক রেখে মূলবিন্দুকে কোনো বিন্দুতে স্থানান্তরিত করলে \((2, -3)\) ও \((-10, 13)\) বিন্দুদ্বয়ের স্থানাঙ্কের পরিবর্তিত রূপ যথাক্রমে \((m, n)\) ও \((-m, -n)\) হবে।
উত্তরঃ \((-4, 5)\)

\(Q.3.(v) \) মূলবিন্দুতে আয়তাকার অক্ষদ্বয়ের কোনো কোণে আবর্তনের ফলে যদি \(ax+by\) রাশিটি, \(a^{\prime}x^{\prime}+b^{\prime}y^{\prime}\) রাশিতে পরিবর্তিত হয় তবে দেখাও যে \(a^{2}+b^{2}={a^{\prime}}^2+{b^{\prime}}^2\)

\(Q.3.(vi) \) দেখাও যে, মূলবিন্দু অপরিবর্তিত রেখে আয়তাকার অক্ষদ্বয়ের আবর্তন করা হলে \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c\) রাশিমালায় \(g^2+f^2\) এবং \(\left|\begin{array}{c}a & h & g\\ h & b & f\\ g & f & c \end{array}\right|\) রাশিদুইটি অপরিবর্তিত থাকে।

\(Q.3.(vii) \) যদি একই মূলবিন্দুবিশিষ্ট দুই দল অক্ষের সাপেক্ষে একই বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে \((x, y)\) ও \((x^{\prime}, y^{\prime})\) হয় এবং \(ux+vy\) এর পরিবর্তিত রূপ \(u^{\prime}x^{\prime}+v^{\prime}y^{\prime}\) হয় তবে দেখাও যে, \(\frac{u^2-2uv\cos{\omega}+v^2}{\sin^2{\omega}}=\frac{{u^{\prime}}^2-2u^{\prime}v^{\prime}\cos{\omega}+{v^{\prime}}^2}{\sin^2{\omega^{\prime}}}\)
যেখানে, \(\omega\) ও \(\omega^{\prime}\) দুই অক্ষদলে অক্ষদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্দেশ করে।

\(Q.3.(viii) \) অক্ষদ্বয়ের যে কোনো রূপান্তরের ফলে যদি \(ax^2+2hxy+by^2=0\) এবং \(a^{\prime}x^2+2h^{\prime}xy+b^{\prime}y^2=0\) সমীকরণ দুইটি পরিবর্তিত হয় তবে দেখাও যে, \(\frac{ab^{\prime}+a^{\prime}b-2hh^{\prime}}{\sin^2{\omega}}\) রাশিটি অপরিবর্তিত থাকে।

\(Q.3.(ix) \) আয়তাকার অক্ষদ্বয়কে \((2, -1)\) বিন্দুতে আদি অক্ষের সাপেক্ষে \(\tan^{-1}{\frac{3}{4}}\) কোণে আবর্তন করলে \(11x^2+24xy+4y^2-20x-40y-5=0\) সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(4x^2-y^2=1\)

\(Q.3.(x)\) পরস্পরের সহিত লম্ব \(2x-3y-8=0\) এবং \(3x+2y+1=0\) সরলরেখা দুইটিকে যথাক্রমে \(x\) অক্ষ ও \(y\) অক্ষ ধরে \(x^2+y^2+xy+3y+3=0\) সমীকরণের পরিবর্তিত আকার নির্ণয় কর।
উত্তরঃ \(19x^2+7y^2-5xy=0\)

\(Q.3.(xi)\) \(5x^2-24xy-5y^2+4x+58y-59=0\) সমীকরণ হতে \(x, \ y\) এবং \(xy\) পদগুলি অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2-y^2=2\)

\(Q.3.(xii)\) \(x-y=1\) এবং \(x+y=1\) সরলরেখা দুইটিকে যথাক্রমে \(x\) অক্ষ ও \(y\) অক্ষ বিবেচনা করলে প্রমাণ কর যে, \((-1, 1)\) বিন্দু্র রূপান্তরিত স্থানাঙ্ক \(\left(-\frac{1}{\sqrt{2}}, -\frac{3}{\sqrt{2}}\right)\) হয়।

\(Q.3.(xiii)\) মূলবিন্দুকে স্থির রেখে আয়তাকার অক্ষকে আবর্তনের ফলে \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c\) রাশিটির পরিবর্তিত আকার \(a^{\prime}x^2+2h^{\prime}xy+b^{\prime}y^2+2g^{\prime}x+2f^{\prime}y+c^{\prime}\) হলে প্রমাণ কর যে,
\(g^2+f^2={g^{\prime}}^2+{f^{\prime}}^2\)

\(Q.3.(xiv)\) আয়তাকার অক্ষদ্বয় পূর্বের অবস্থানের সাথে কত কোণে আনত হলে \(9x^2-2\sqrt{3}xy+7y^2=10\) সমীকরণটির পরিবর্তিত আকার \(3x^2+5y^2=5\) হবে।
উত্তরঃ \(60^{o}\)

\(Q.3.(xv)\) মূলবিন্দুকে স্থির রেখে লম্বিক পরিবর্তনের ফলে \(ax^2+2hxy+by^2=c\) সমীকরণ হতে \(xy\) পদ অপসারণ করলে, প্রমাণ কর যে, রূপান্তরিত সমীকরণটি \((a+b+\lambda)x^2+(a+b-\lambda)y^2=2c\) হবে।
যেখানে, \(\lambda=\sqrt{(a-b)^2+4h^2}\)

Related Post

Post List

Multiple Choise

Mathematics
Geometry 11 and 12 standard
Algebra 11 and 12 standard
Trigonometry 11 and 12 standard
    Coming Soon !
Statistics 11 and 12 standard
    Coming Soon !
Calculus 11 and 12 standard
    Coming Soon !
Geometry Honours course standard
    Coming Soon !
Vector 11 and 12 standard
    Coming Soon !
Vector Honours course standard
    Coming Soon !
Algebra 9 and 10 standard
    Coming Soon !