সাধারণ দ্বিঘাত সমীকরণ
General equation of second degree
barcode
এ অধ্যায়ে আমরা যে বিষয় গুলি আলোচনা করব।
Historical Background
straight3
পিথাগোরাস ( ৫৭০ খ্রিষ্টপূর্ব-৪৯৫ খ্রিষ্টপূর্ব )
পিথাগোরাস ছিলেন একজন আয়োনীয় গ্রিক দার্শনিক, গণিতবিদ এবং পিথাগোরাসবাদী ভ্রাতৃত্বের জনক।
সিমন স্টেভিন straight3 সিমন স্টেভিন (১৫৪৮-১৬২০) যাকে কখনও কখনও স্টেভিনাস বলা হত, তিনি ছিলেন ফ্লেমিশ গণিতবিদ, পদার্থবিদ এবং সামরিক প্রকৌশলী। তিনি তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় ক্ষেত্রেই বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছিলেন। ১৫৯৫ সালে দ্বিঘাত সমীকরণ সমাধানের জন্য এমন একটি সূত্র প্রদান করেন যা সকল ক্ষেত্রে কার্যকরী। আধুনিক যুগে ব্যবহৃত দ্বিঘাত সমীকরণ সমাধানের সাধারণ সূত্রটি ১৮৯৬ সালে প্রকাশিত হেনরি হিটনের (১৮৪৬-১৯২৭ ) straight3 ১৮৭৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত হিটন অ্যানালিস্ট এবং আমেরিকান ম্যাথমেটিক্যাল মাসিক পত্রিকায় গাণিতিক সমস্যার প্রায় একশত সমাধান প্রকাশ করেছিলেন। চতুর্ভুজ সমীকরণের সমাধানের পরিচিত রূপ হিসাবে 1896 সালে প্রথমবারের জন্য তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় অবদান ছিল। একটি গবেষণাপত্র হতে উদ্ভূত হয়। খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দের পূর্ব হতেই ব্যাবিলনীয় গণিতবিদ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও বাহুদ্বয় সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধানের উপায় সম্পর্কে জ্ঞান রাখত। এই কাজে তারা যে পদ্ধতি ব্যবহার করত তা বর্তমান সময়ে প্রচলিত দ্বিঘাত সমীকরণ সমাধানের পদ্ধতির অনুরূপ না হলেও তাদের হাত ধরে দ্বিঘাত সমীকরণের যাত্রা শুরু হয়েছে বলে স্বীকার করে নেওয়া হয়েছে। খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন ভারতীয়রা জ্যামিতিক পদ্ধতিতে \(ax^2=c\) এবং \(ax^2+bx+c=0\) আকারের দ্বিঘাত সমীকরণ সমসধান করেন। পরবর্তীতে খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দে ব্যবলনীয়রা এবং ২০০ অব্দে চৈনিক গণিতবিদগণ জ্যামিতিক উপায়ে দ্বিঘাত সমীকরণ সমাধানের চেষ্টা অব্যাহত রাখলেও দ্বিঘাত সমীকরণ সমাধানের কোনোরূপ ব্যক্ত সূত্র প্রতিষ্টা করতে পারেননি। এছাড়াও ইউক্লিড, straight3 ইউক্লিড (৩০০-২৫০ খ্রিষ্টপূর্ব) বিখ্যাত গ্রিক গণিতজ্ঞ। তার লেখা গ্রন্থগুলির মধ্যে মাত্র তিনটির সন্ধান পাওয়া গিয়েছে এগুলো, ডাটা, অপটিক্স ও এলিমেন্টস। এলিমেন্টস বইটি মোট ১৩ খণ্ডে প্রকাশিত হয়েছিল। পিথাগোরাস straight3 পিথাগোরাস ছিলেন একজন আয়োনীয় গ্রিক দার্শনিক, গণিতবিদ এবং পিথাগোরাসবাদী ভ্রাতৃত্বের জনক যার প্রকৃতি ধর্মীয় হলেও তা এমন সব নীতির উদ্ভব ঘটিয়েছিল যা পরবর্তীতে প্লেটো এবং এরিস্টটলের মত দার্শনিকদের প্রভাবিত করেছে। তিনি এজিয়ান সাগরের পূর্ব উপকূল অর্থাৎ বর্তমান তুরস্কের কাছাকাছি অবস্থিত সামোস দ্বীপে জন্মেছিলেন। ( ৫৭০ খ্রিষ্টপূর্ব-৪৯৫ খ্রিষ্টপূর্ব ), ডিওফ্যান্টাস straight3 আলেকজান্দ্রিয়ার ডিওফ্যান্টাস ছিলেন আলেকজান্দ্রীয় হেলেনিস্টিক গণিতবিদ এবং অ্যারিথমেটিকা ​​নামক একাধিক বইয়ের লেখক, যার অনেকগুলি এখন হারিয়ে গেছে। তাঁর পাঠ্য বইগুলিতে বীজগণিত সমীকরণগুলি সমাধান করার বিষয়ে আলোচনা করা হয়েছে। মত বিশিষ্ট গণিতবিদগণও জ্যামিতিক উপায়ে দ্বিঘাত সমীকরণ সমাধানের চেষ্টা অব্যাহত রাখেন। ৬২৮ খ্রিষ্টাব্দে ভারতীয় গণিতবিদ ব্রহ্মগুপ্ত straight3 ব্রহ্মগুপ্ত ছিলেন একজন ভারতীয় গণিতবিদ এবং জ্যোতির্বিদ। তিনি গণিত ও জ্যোতির্বিদ্যার প্রথম তিনটি গ্রন্থের লেখক: ব্রহ্মসফুসিসিদ্ধন্ত, একটি তাত্ত্বিক গ্রন্থ এবং খড়খাদিক একটি আরও ব্যবহারিক গ্রন্থ। ব্রহ্মগুপ্ত প্রথম শূন্যের সাথে গণনা করার নিয়ম দিয়েছিলেন। সর্বপ্রথম দ্বিঘাত সমীকরণ সমাধানের ব্যক্ত সূত্র প্রদান করেন। তবে ব্রহ্মগুপ্তের এই সূত্র কিছু ক্ষেত্রে সমাধান নির্ণয়ে অকার্যকর বলে প্রতীয়মান হয়।
straight3
অ্যাপোলোনিয়াস (২৬২ খ্রিষ্টপূর্ব-১৯০ খ্রিষ্টপূর্ব)
পের্গার অ্যাপোলোনিয়াস ছিলেন গ্রীক জিওমিটার এবং জ্যোতির্বিজ্ঞানী, যেটি শঙ্কু বিভাগের বিষয়ে তত্ত্বগুলির জন্য পরিচিত ছিল।
খ্রিষ্টপূর্ব ৩২০ অব্দের নিকটবর্তী সময়ে কোণোক কর্তন করে বিভিন্ন প্রকার কণিক প্রাপ্তির ধারণার সূত্রপাত ঘটান প্রাচীন গ্রীক দার্শনিক ও জ্যমিতিবেত্তা ম্যানিসমিউস straight3 ম্যানিসমিউস (৩৮০-৩২০ খ্রিষ্টপূর্ব) কোণক দ্বারা সমতলে বক্ররেখার ছেদাংশের বিভিন্ন অংশকে পরাবৃত্ত, উপবৃত্ত ও অধিবৃত্ত নামকরণ করেন। পরবর্তীতে ইউক্লিড straight3 ইউক্লিড (৩০০-২৫০ খ্রিষ্টপূর্ব) বিখ্যাত গ্রিক গণিতজ্ঞ। তার লেখা গ্রন্থগুলির মধ্যে মাত্র তিনটির সন্ধান পাওয়া গিয়েছে এগুলো, ডাটা, অপটিক্স ও এলিমেন্টস। এলিমেন্টস বইটি মোট ১৩ খণ্ডে প্রকাশিত হয়েছিল। কণিক সংক্রান্ত চারটি পুস্তক রচনা করেন যার সবকটিই কালের অতল গর্ভে বিলিন হয়ে গেছে। আর্কিমিডিস straight3 আর্কিমিডিস (২৮৭-২১২ খ্রিষ্টপূর্ব) একজন গ্রিক গণিতবিদ, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী, জ্যোতির্বিদ ও দার্শনিক। তাঁকে গণিতের জনক বলা হয়। কণিক নিয়ে গবেষ্ণা করেছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। তিনি পরাবৃত্ত ও উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের উপায় উদ্ভাবন করেন। গ্রীক দার্শনিক অ্যাপোলোনিয়াস straight3 পের্গার অ্যাপোলোনিয়াস ছিলেন গ্রীক জিওমিটার এবং জ্যোতির্বিজ্ঞানী, যেটি শঙ্কু বিভাগের বিষয়ে তত্ত্বগুলির জন্য পরিচিত ছিল। এই বিষয়ে ইউক্লিড এবং আর্কিমিডিসের তত্ত্বগুলি থেকে শুরু করে, তিনি বিশ্লেষণাত্মক জ্যামিতির আবিষ্কারের ঠিক আগে তারা তাদের সেই অবস্থায় নিয়ে এসেছিলেন। তৎকালীন সময়ে প্রচলিত ধারণাসমূহ সংকলন করেন এবং তার প্রচলিত জ্ঞানসমূহের সম্প্রসারণ হিসেবে স্ব-উদ্ভাবিত কিছু ধারণা যুক্ত করেন। পাপ্পাস straight3 আলেকজান্দ্রিয়ার প্যাপস ছিলেন প্রাচীন প্রাচীন গ্রীক গণিতবিদদের মধ্যে অন্যতম, তিনি তাঁর সিনাগেজ বা সংগ্রহের জন্য এবং পাপ্পাসের ষড়ভুজ উপপাদ্যকে প্রজেক্টিভ জ্যামিতিতে জেনেছিলেন। কণিকের উপকেন্দ্রের গুরুত্ব অনুধাবন করেন। ১০০০ সালে আল-কুহি (940 AD-1000 AD)straight3 আবাহ সাহল ওয়াজান ইবনে রুস্তম আল-কাহি ছিলেন একজন পার্সিয়ান গণিতবিদ, পদার্থবিদ এবং জ্যোতির্বিদ। তিনি আমোলের তাবারিস্তানের কুহ থেকে আগত এবং দশম শতাব্দীতে বাগদাদে বিকাশ লাভ করেছিলেন। তাঁকে গণিত ও জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত অনেকগুলি লেখাই সর্বশ্রেষ্ঠ মুসলিম জিওমিটার হিসাবে বিবেচনা করা হয়। কণিকের চিত্র অঙ্কন করার সরঞ্জাম উদ্ভাবন করেন। পারস্যের বিখ্যাত কবি ও গণিতবিদ ওমর খৈয়াম straight3 ওমর খৈয়াম ছিলেন পার্সিয়ান গণিতবিদ, জ্যোতির্বিদ, দার্শনিক এবং কবি। তিনি উত্তর-পূর্ব ইরানের নীশাবরে জন্মগ্রহণ করেছিলেন এবং তাঁর বেশিরভাগ জীবন কারাখানিদ ও সেলজাক শাসকদের দরবারের নিকটে কাটিয়েছিলেন যা প্রথম ক্রুসেডের সাক্ষী ছিল। ( ১০৪৮-১১৩১ ) কণিক ব্যবহার করে বীজগাণিতিক সমীকরণ সমাধান করেন। রেনে দেকার্তে straight3প্রখ্যাত ফরাসি দার্শনিক, গণিতবিদ রেনে দেকার্তে (১৫৯৬-১৬৫০) আধুনিক ফাংশনের ধারণা দেন । (১৫৯৬-১৬৫০) কণিকের ধর্ম ও বৈশিষ্ট নির্ণয়ে তার নব উদ্ভাবিত বৈশ্লেষিক জ্যামিতি ব্যবহার করেন। তার এই অবদানের ফলে কণিকের ধর্ম ও বৈশিষ্ট নির্ণয়ের জ্যামিতিক সমস্যাগুলো বীজগাণিতিক সমস্যায় রূপান্তরিত হয় যা অধিকতর সহজবোধ্য।
কনিকের গঠনগত ব্যাখ্যা
Stractural explanation of Conics
straight3 কনিক (Conics): কোন কার্তেসীয় সমতলে একটি বিন্দু যদি এমনভাবে চলে যে ঐ সমতলস্থিত একটি স্থির বিন্দু থেকে দূরত্ব এবং একটি নির্দিষ্ট রেখা থেকে লম্বদূরত্বের অনুপাত একটি স্থির রাশি , তবে ঐ বিন্দুর সঞ্চারপথকে কনিক বলা হয়। স্থির বিন্দুটিকে কনিকের উপকেন্দ্র (Focus), নির্দিষ্ট সরলরেখাটিকে এর নিয়ামক রেখা (Directrix) এবং ঐ স্থির রাশিকে উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা (Eccentricity) বলাহয়। জ্যামিতিক ব্যাখ্যাঃ মনে করি, কোন সমতলে \(S\) একটি স্থির বিন্দু এবং \(CD\) একটি স্থির সরলরেখা। একটি চলমান বিন্দু \(P(x, y)\) যা সমতলের উপর অবস্থিত। \(P\) বিন্দু হতে \(S\) বিন্দুর দূরত্ব \(PS\) এবং \(P\) বিন্দু হতে \(CD\) এর উপর লম্ব-দূরত্ব \(PM\) এর অনুপাত সর্বদা স্থির হয়, তাহলে \(P\) এর সঞ্চারপথকে কনিক বলে। স্থির রাশিটিকে \(e\) দ্বারা প্রকাশ করলে \(\frac{PS}{PM}=e\) হয়। এখানে \(e\) কে উৎকেন্দ্রিকতা (Eccentricity) বলে। সুতরাং \(PS=e.PM\) কনিকের সমীকরণ প্রকাশ করে।
সংজ্ঞাসমূহ
Definitions
অক্ষরেখা, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামকরেখা, উৎকেন্দ্রিকতা,নিয়ামকরেখার পাদবিন্দু , উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক জ্যা ও উপকেন্দ্রিক লম্ব।
Axis, Vertex, Focus, Directrix, Eccentricity, Foot point, Focal distance, Focal chord and Latus rectum.
অক্ষরেখা (Axis): উপকেন্দ্রের মধ্যদিয়ে নিয়ামকরেখার উপর অঙ্কিত লম্ব রেখাটিকে (AX) পরাবৃত্তের অক্ষরেখা বা অক্ষ বলা হয়।
শীর্ষবিন্দু (Vertex): পরাবৃত্ত ও অক্ষরেখার ছেদবিন্দুকে (A) পরাবৃত্তের শীর্ষবিন্দু বলে।
উপকেন্দ্র (Focus): পরাবৃত্তের সংজ্ঞানুসারে নির্দিষ্ট বিন্দুটিকে (S) পরাবৃত্তের উপকেন্দ্র বলে।
নিয়ামকরেখা (Directrix): পরাবৃত্তের সংজ্ঞানুসারে নির্দিষ্ট সরলরেখাটিকে (CD) পরাবৃত্তের নিয়ামকরেখা বলে।
উৎকেন্দ্রিকতা (Eccentricity): পরাবৃত্তের সংজ্ঞানুসারে স্থির অনুপাতটিকে \((e)\) পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা বলে।
নিয়ামকরেখার পাদবিন্দু (Foot point): নিয়ামকরেখা ও অক্ষরেখার ছেদবিন্দুকে (Z) নিয়ামকরেখার পাদবিন্দু বলে।
উপকেন্দ্রিক দূরত্ব (Focal distance): উপকেন্দ্র থেকে পরাবৃত্তের যে কোন বিন্দুর দূরত্বকে উপকেন্দ্রিক দূরত্ব বলে।
উপকেন্দ্রিক জ্যা (Focal chord): পরাবৃত্তের যে জ্যা পরাবৃত্তের উপকেন্দ্র দিয়ে গমন করে তাকে উপকেন্দ্রিক জ্যা বলে।
উপকেন্দ্রিক লম্ব (Latus rectum): উপকেন্দ্রিক জ্যা অক্ষের উপর লম্ব হলে \(L\acute L\) তাকে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব বলে।
বিভিন্ন প্রকৃতির কনিক
Different types of Conic
বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এবং যুগল সরলরেখা।
Circle, Parabola, Ellipse, Hyperbola and Pair of Straight Lines
\(e\) এর বিভিন্ন মানের জন্য সঞ্চারপথের আকৃতি বিভিন্ন হয়, যা নিম্নরূপঃ
বৃত্ত (Circle): \(e=0\) হলে, সঞ্চারপথকে বৃত্ত (Circle) বলা হয়। অতএব বৃত্ত হলো উপবৃত্তের একটি সীমায়িত অবস্থান যার বিকেন্দ্রিকতা শুন্য এবং যার নিয়ামক অসীমে থাকে। আবার একটি বৃত্ত বিন্দুতে পরিণত হতে পারে যখন এর ব্যাসার্ধ শুন্য হয়।
পরাবৃত্ত (Parabola): \(e=1\) হলে, সঞ্চারপথকে পরাবৃত্ত (Parabola) বলা হয়। অতএব, পরাবৃত্তস্থ প্রত্যেকটি বিন্দু উপকেন্দ্র ও নিয়ামকরেখা থেকে সমান দূরে অবস্থিত।
উপবৃত্ত (Ellipse): \(1>e>0\) হলে, সঞ্চারপথকে উপবৃত্ত (Ellipse) বলা হয়। উপবৃত্তস্থ প্রত্যেকটি বিন্দু থেকে উপকেন্দ্র ও নিয়ামকরেখার দূরত্বের অনুপাত একটি স্থির রাশি যার মাণ শুন্য অপেক্ষা বড় এবং \(1\) অপেক্ষা ছোট।
অধিবৃত্ত (Hyperbola): \(e>1\) হলে, সঞ্চারপথকে অধিবৃত্ত (Hyperbola) বলা হয়। অধিবৃত্তস্থ প্রত্যেকটি বিন্দু থেকে উপকেন্দ্র ও নিয়ামকরেখার দূরত্বের অনুপাত একটি স্থির রাশি যার মাণ \(1\) অপেক্ষা বড় ।
যুগল সরলরেখা (Pair of Straight Lines): \(e>1\) এবং উপকেন্দ্র নিয়ামকের উপর অবস্থিত হলে, সঞ্চারপথকে যুগল সরলরেখা (Pair of Straight Lines) বলা হয়। অতএব এক্ষেত্রে কনিকটি দুইটি বাস্তব ও ভিন্ন সরলরেখা নির্দেশ করে।
চিত্রের সাহায্যে কনিক উপস্থাপন
Representation of Conic by diagram
কোনো কনিকের উপকেন্দ্র \(S\) নিয়ামক রেখা \(MZ\acute M\) ( পরাবৃত্তের ক্ষেত্রে ) এবং \(MZ\) ও \(\acute M\acute Z\) ( উপবৃত্ত ও অধিবৃত্তের ক্ষেত্রে ) উৎকেন্দ্রিকতা \(e\) এবং উক্ত কনিকের উপরস্থ যে কোনো বিন্দু \(P(x, y)\) হলে উক্ত কনিকের সমীকরণ \(\frac{PS}{PM}=e\)।
straight3
কনিকটি একটি পরাবৃত্ত (Parabola) প্রকাশ করে; যখন \(e=1\) এবং \(SP=PM\)।
straight3
কনিকটি একটি উপবৃত্ত (Ellipse) প্রকাশ করে; যখন \(1 > e > 0\) এবং \(SP=e.PM\)।
straight3
কনিকটি একটি অধিবৃত্ত (Hyperbola) প্রকাশ করে; যখন \(e>1\) এবং \(SP=e.PM\)।
কোনোকের এবং সমতলের ছেদবিন্দুর সঞ্চারপথই যে কনিক তা চিত্রের সাহায্যে প্রকাশ
Conic which representing the locus of intersection of cone and a plane by diagram
straight3 কোণ থেকে কনিকের উৎপত্তি। একটি নির্দিষ্ট সরলরেখা কোনো নির্দিষ্ট বিন্দুতে অপর একটি সরলরেখার এক প্রান্ত বেধে রেখে যদি রেখাটিকে ঐ নির্দিষ্ট রেখার চারিদিকে সূক্ষ্ণকোণে আবর্তন করানো হয়, তবে একটি বৃত্তীয় কোণ উৎপন্ন হয়। নির্দিষ্ট রেখাটি \((AO)\) ভূমির সহিত লম্ব অর্থাৎ \(\angle AOB=90^o\) হলে একটি সমবৃত্তীয় কোণ উৎপন্ন হয়। নির্দিষ্ট বিন্দুটিকে কোণের শীর্ষবিন্দু, নির্দিষ্ট সরলরেখাকে অক্ষ এবং ঘূর্নায়মান রেখাকে কারিক রেখা (Generating line) বলা হয়।
চিত্রে, \(AO\) অক্ষ (Axis) \(AB\) কারিক রেখা (Generating line) এবং \(\angle OAB\) কে অর্ধশীর্ষ কোণ বলা হয়ে থাকে।
সমতল দ্বারা কোণের ছেদন বা কর্তনের ফলে কনিক উৎপন্ন হয়। যেমনঃ বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এবং যুগল সরলরেখা।
ভূমির সমান্তরাল কিন্তু শীর্ষবিন্দুগামী নয় এরূপ কোনো সমতল দ্বারা যদি সমবৃত্তীয় কোনোককে সম্পূর্ণরূপে ছেদ করা হয় তবে ছেদক রেখাটি একটি বৃত্ত (Circle) উৎপন্ন করে।
straight3
কারিক রেখার সমান্তরাল কিন্তু শীর্ষবিন্দুগামী নয় এরূপ কোনো সমতল দ্বারা যদি সমবৃত্তীয় কোনোককে ছেদ বা কর্তন করা হয়, তবে ছেদক রেখাটি একটি পরাবৃত্ত (parabola) উৎপন্ন করে।
straight3
কারিক রেখা ও ভূমির সমান্তরাল নয় এবং শীর্ষবিন্দুগামীও নয় এরূপ কোনো সমতল দ্বারা যদি সমবৃত্তীয় কোনোককে সম্পূর্ণরূপে ছেদ করা হয় তবে ছেদক রেখাটি একটি উপবৃত্ত (Ellipse) উৎপন্ন করে।
straight3
শীর্ষবিন্দুগামী নয় এরূপ কোনো সমতল দ্বারা যদি কোনো দ্বিকোণকে এমনভাবে ছেদ করা হয় যেন তা উভয় কোণকে ছেদ করে, তবে ছেদক রেখাটি একটি অধিবৃত্ত (Hyperbola) উৎপন্ন করে।
straight3
শীর্ষবিন্দুগামী এবং ভূমির সহিত লম্ব এরূপ কোনো সমতল দ্বারা যদি সমবৃত্তীয় কোনোককে সম্পূর্ণরূপে ছেদ করা হয় তবে ছেদক রেখাটি একজোড়া সরলরেখা ( Pair of straight line) উৎপন্ন করে।
straight3
পরাবৃত্তের সমীকরণ সনাক্তকরণঃ
পরাবৃত্তের সমীকরণে \(x^2\) অথবা, \(y^2\) যুক্ত পদ বিদ্যমান। \(x\) ও \(y\) যুক্ত পদ থাকতেও পারে নাও থাকতে পারে।
প্রয়োজনীয় এবং স্মরণীয় সূত্রসমূহ।
মূলবিন্দুগামী পরাবৃত্তের আদর্শ সমীকরণ ও বিভিন্ন অংশের বিবরণ।
\(1.\) পরাবৃত্তের সমীকরণ \(y^2=4ax \ (a\gt{0})\)
straight3
  • শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \(A(0, 0)\)
  • উপকেন্দ্রের স্থানাঙ্ক \(S(a, 0)\)
  • নিয়ামক রেখার সমীকরণ \(x=-a\)
  • অক্ষরেখার সমীকরণ \(y=0\)
  • উপকেন্দ্রিক লম্বের সমীকরণ \(x=a\)
  • উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(=|4a|\)
  • শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ \(x=0\)
  • নিয়ামকরেখার পাদবিন্দুর স্থানাঙ্ক \(Z(-a, 0)\)
  • \(P(x, y)\) বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব \(=a+|x|\)
\(2.\) পরাবৃত্তের সমীকরণ \(x^2=4ay \ (a\gt{0})\)
straight3
  • শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \(A(0, 0)\)
  • উপকেন্দ্রের স্থানাঙ্ক \(S(0, a)\)
  • নিয়ামক রেখার সমীকরণ \(y=-a\)
  • অক্ষরেখার সমীকরণ \(x=0\)
  • উপকেন্দ্রিক লম্বের সমীকরণ \(y=a\)
  • উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(=|4a|\)
  • শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ \(y=0\)
  • নিয়ামকরেখার পাদবিন্দুর স্থানাঙ্ক \(Z(0, -a)\)
  • \(P(x, y)\) বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব \(=a+|y|\)
\(3.\) পরাবৃত্তের সমীকরণ \(y^2=-4ax \ (a\gt{0})\)
straight3
  • শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \(A(0, 0)\)
  • উপকেন্দ্রের স্থানাঙ্ক \(S(-a, 0)\)
  • নিয়ামক রেখার সমীকরণ \(x=a\)
  • অক্ষরেখার সমীকরণ \(y=0\)
  • উপকেন্দ্রিক লম্বের সমীকরণ \(x=-a\)
  • উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(=|4a|\)
  • শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ \(x=0\)
  • নিয়ামকরেখার পাদবিন্দুর স্থানাঙ্ক \(Z(a, 0)\)
  • \(P(x, y)\) বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব \(=a+|x|\)
\(4.\) পরাবৃত্তের সমীকরণ \(x^2=-4ay \ (a\gt{0})\)
straight3
  • শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \(A(0, 0)\)
  • উপকেন্দ্রের স্থানাঙ্ক \(S(0, -a)\)
  • নিয়ামক রেখার সমীকরণ \(y=a\)
  • অক্ষরেখার সমীকরণ \(x=0\)
  • উপকেন্দ্রিক লম্বের সমীকরণ \(y=-a\)
  • উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(=|4a|\)
  • শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ \(y=0\)
  • নিয়ামকরেখার পাদবিন্দুর স্থানাঙ্ক \(Z(0, a)\)
  • \(P(x, y)\) বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব \(=a+|y|\)
\(5.\) মূলবিন্দুকে উপকেন্দ্রক ধরে পরাবৃত্তের সমীকরণ \(y^2=4a(x+a) \ (a\gt{0})\)
straight3
  • শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \(A(-a, 0)\)
  • উপকেন্দ্রের স্থানাঙ্ক \(S(0, 0)\)
  • নিয়ামক রেখার সমীকরণ \(x+2a=0\)
  • অক্ষরেখার সমীকরণ \(y=0\)
  • উপকেন্দ্রিক লম্বের সমীকরণ \(x=0\)
  • উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(=|4a|\)
  • শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ \(x+a=0\)
  • নিয়ামকরেখার পাদবিন্দুর স্থানাঙ্ক \(Z(-2a, 0)\)
\(6.\) \(Y\)-অক্ষকে নিয়ামকরেখা এবং \(X\)-অক্ষকে অক্ষরেখা ধরে পরাবৃত্তের সমীকরণ \(y^2=4a(x-a) \ (a\gt{0})\)
straight3
  • শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \(A(a, 0)\)
  • উপকেন্দ্রের স্থানাঙ্ক \(S(2a, 0)\)
  • নিয়ামক রেখার সমীকরণ \(x=0\)
  • অক্ষরেখার সমীকরণ \(y=0\)
  • উপকেন্দ্রিক লম্বের সমীকরণ \(x-2a=0\)
  • উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(=|4a|\)
  • শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ \(x-a=0\)
  • নিয়ামকরেখার পাদবিন্দুর স্থানাঙ্ক \(Z(0, 0)\)
\(7.\) পরাবৃত্তের সমীকরণ \(x=ay^2+by+c\)
straight3
  • অক্ষরেখা \(X\) অক্ষের সমান্তরাল।
  • শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \(A\left(-\frac{b^2-4ac}{4a}, -\frac{b}{2a}\right)\)
  • উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(=|\frac{1}{a}|\)
উপরোক্ত পরাবৃত্তের সমীকরণের বিকল্পরূপ \((y-\beta)^2=4a(x-\alpha)\)
  • অক্ষরেখা \(X\) অক্ষের সমান্তরাল।
  • শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \(A(\alpha, \beta)\)
  • উপকেন্দ্রের স্থানাঙ্ক \(S(a+\alpha, \beta)\)
\(8.\) পরাবৃত্তের সমীকরণ \(y=ax^2+bx+c\)
straight3
  • অক্ষরেখা \(Y\) অক্ষের সমান্তরাল।
  • শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \(A\left(-\frac{b}{2a}, -\frac{b^2-4ac}{4a}\right)\)
  • উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(=|\frac{1}{a}|\)
উপরোক্ত পরাবৃত্তের সমীকরণের বিকল্পরূপ \((x-\alpha)^2=4a(y-\beta)\)
  • অক্ষরেখা \(Y\) অক্ষের সমান্তরাল।
  • শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \(A(\alpha, \beta)\)
  • উপকেন্দ্রের স্থানাঙ্ক \(S(\alpha, a+\beta)\)
\(9.\) কোনো সরলরেখা পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত, স্পর্শকের সমীকরণ এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক।
মনে করি,
সরলরেখা ও পরাবৃত্তটির সমীকরণ যথাক্রমে
\(y=mx+c .............(1) \)
\(y^2=4ax ........(2) \)
\((1)\) নং সরলরেখা \((2)\) নং পরাবৃত্তকে স্পর্শ করার শর্তঃ \(c=\frac{a}{m}\)
স্পর্শকের সমীকরণঃ \(y=mx+\frac{a}{m}\)
স্পর্শবিন্দুর স্থানাঙ্কঃ \(\left(\frac{a}{m^2}, \frac{2a}{m}\right)\)
পরাবৃত্তের উপরিস্থিত কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ।
মনে করি,
একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি পরাবৃত্ত যথাক্রমে \(P(x_1, y_1)\)
এবং \(y^2=4ax ........(1) \)
\((1)\) নং পরাবৃত্তের উপরিস্থিত \(P(x_1, y_1)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ \(yy_1=2a(x+x_1)\)
\(y^2=4ax\) পরাবৃত্তের উপরিস্থিত \(P(x_1, y_1)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ \(yy_1=2a(x+x_1)\)
\(x^2=4ay\) উপবৃত্তের উপরিস্থিত \(P(x_1, y_1)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণ \(xx_1=2a(y+y_1)\)
অনুসিদ্ধান্ত
পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য।
Letus rectum of parabola.
straight3 পরাবৃত্তের উপকেন্দ্র দিয়ে যার এবং এর অক্ষরেখার উপর লম্ব হয়, এরূপ জ্যাকে এর উপকেন্দ্রিক লম্ব (Letus rectum) বলা হয়। \(y^2=4ax\) পরাবৃত্তের \(AS\) অক্ষরেখার উপর \(L\acute{L}\) লম্ব আঁকি। সুতরাং \(L\acute{L}\) পরাবৃত্তটির উপকেন্দ্রিক লম্ব, এর উপকেন্দ্রের স্থানাঙ্ক \(S(a, 0)\) । \(L\acute{L}\) উপকেন্দ্রিক লম্বটি \(S\) বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। \(L\) বিন্দু থেকে \(MZ\acute{M}\)-এর উপর \(LM\) লম্ব আঁকি।
পরাবৃত্তের সংজ্ঞানুসারে,
\(SL=ML\)
\(=ZS\)
\(=ZA+AS\)
\(=a+a\)
\(=2a\)
অনুরূপভাবে,
\(S\acute{L}=-2a\)
পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য্‌
\(L\acute{L}=|2a-(-2a)|=|2a+2a|=|4a|\)
আবার,
পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য,
\(L\acute{L}=SL+S\acute{L}\)
\(=SL+SL\)
\(=2SL\)
\(=2\times ML\)
\(=2\times SZ\)
\(=2\times \) উপকেন্দ্র হতে নিয়ামকরেখার লম্বদূরত্ব।
\(\therefore \) পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(=2\times \) উপকেন্দ্র হতে নিয়ামকরেখার লম্বদূরত্ব।
উপবৃত্ত
Ellipse
straight3 উপবৃত্তঃ কোনো কার্তেসীয় সমতলে একটি বিন্দু যদি এমনভাবে চলে যে ঐ সমতলস্থিত একটি স্থির বিন্দু থেকে দূরত্ব এবং একটি নির্দিষ্ট রেখা থেকে লম্ব দূরত্বের অনুপাত একটি স্থির রাশি এবং ঐ স্থির রাশিটির মান \(1\) অপেক্ষা ক্ষুদ্রতর, তবে ঐ বিন্দুর সঞ্চারপথকে উপবৃত্ত বলা হয়। উক্ত স্থির রাশিকে উৎকেন্দ্রতা (Eccentricity) বলা হয়, এবং ইহাকে \(e\) দ্বারা সূচিত করা হয়,যেখানে \(1 > e > 0\) হবে । উপকেন্দ্র দুইটির মধ্যদিয়ে অঙ্কিত উপবৃত্তের সর্ববৃহত রেখাংশ \(A\acute A\) কে বৃহৎ অক্ষ (Major axis) বলা হয়। বৃহদাক্ষের লম্ব দ্বিখন্ডক রেখাংশ \(B\acute B\) কে ক্ষুদ্র অক্ষ (Minor axis) বলা হয়। অক্ষদ্বয়ের মিলিত বিন্দু \(C\) কে কেন্দ্র এবং বৃহদাক্ষের প্রান্ত বিন্দু দুইটিকে শীর্ষবিন্দু বলা হয়।
উপবৃত্তের প্রমিত সমীকরণ।
Standard equation of Ellipse.
ধরি,straight3
উপবৃত্তের উপকেন্দ্র \(S\) নিয়ামকরেখা \(MZ\) এবং উৎকেন্দ্রিকতা \(e (0 < e < 1)\), নিয়ামকরেখার উপর \(SZ\) লম্ব আঁকি। \(SZ\) রেখাকে \(A\) ও \(\acute A\) বিন্দুদ্বয় \(e:1\) অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত ও বহিঃর্বিভক্ত করে, যেন \(SA=e.AZ\) এবং \(S\acute A=e.\acute AZ\)।
তাহলে, \(A\) ও \(\acute A\) উপবৃত্তের উপর দুইটি বিন্দু অর্থাৎ শীর্ষবিন্দু।
মনে করি \(A\acute A\)-এর মধ্যবিন্দু \(C\) এবং \(A\acute A=2a\)
তাহলে, \(CA=C\acute A=a\)
এখন,
\(SA=e.AZ\)
\(\therefore a-CS=e(CZ-a) .......(1)\) ➜ \(\because SA=CA-CS=a-CS; AZ=CZ-CA=CZ-a\)
এবং \(S\acute A=e.\acute AZ\)
\(\therefore a+CS=e(CZ+a) ........(2)\) ➜ \(\because S\acute A=C\acute A+CS=a+CS; \acute AZ=CZ+CA=CZ+a\)
\((1)\) ও \((2)\) যোগ করে,
\(a-CS+a+CS=e(CZ-a)+e(CZ+a)\)
\(\Rightarrow 2a=e(CZ-a+CZ+a)\)
\(\Rightarrow 2a=e.2CZ\)
\(\Rightarrow a=e.CZ\)
\(\Rightarrow e.CZ=a\)
\(\therefore CZ=\frac{a}{e}\)
\((2)\) - \((1)\)-এর সাহায্যে,
\(a+CS-a+CS=e(CZ+a)-e(CZ-a)\)
\(\Rightarrow 2CS=e(CZ+a-CZ+a)\)
\(\Rightarrow 2CS=e.2a\)
\(\Rightarrow CS=e.a\)
\(\therefore CS=ae\)
\(C\)-কে মূলবিন্দু , \(CX\) ও \(CY\)-কে যথাক্রমে \(x\)-অক্ষ ও \(y\)-অক্ষ বিবেচনা করি। উপবৃত্তের উপর যে কোনো বিন্দু \(P(x, y)\)। \(P\) বিন্দু হতে \(A\acute A\)-এর উপর \(PN\) ও নিয়ামকরেখার উপর \(PM\) লম্ব আঁকি।
সুতরাং উপবৃত্তের সংজ্ঞানুসারে, \(SP=e.PM\)
\(\Rightarrow SP=e.NZ\) ➜ \(\because PM=NZ\)
\(\Rightarrow SP^2=e^2.NZ^2\) ➜ উভয় পার্শে বর্গ করে।
\(\Rightarrow SN^2+PN^2=e^2(CN+CZ)^2\) ➜ \(\because SP^2=SN^2+PN^2; NZ=CN+CZ\)
\(\Rightarrow (ae+x)^2+y^2=e^2\left(x+\frac{a}{e}\right)^2\) ➜ \(\because SN=CS+CN=ae+x; NZ=x+\frac{a}{e}\)
\(\Rightarrow (ae+x)^2+y^2=e^2\left(\frac{ex+a}{e}\right)^2\)
\(\Rightarrow (ae+x)^2+y^2=e^2.\frac{(ex+a)^2}{e^2}\)
\(\Rightarrow (ae+x)^2+y^2=(ex+a)^2\)
\(\Rightarrow a^2e^2+2aex+x^2+y^2=e^2x^2+2aex+a^2\)
\(\Rightarrow x^2-e^2x^2+y^2=2aex+a^2-a^2e^2-2aex\)
\(\Rightarrow x^2(1-e^2)+y^2=a^2-a^2e^2\)
\(\Rightarrow x^2(1-e^2)+y^2=a^2(1-e^2)\)
\(\Rightarrow \frac{x^2(1-e^2)}{a^2(1-e^2)}+\frac{y^2}{a^2(1-e^2)}=1\) ➜ উভয় পার্শে \(a^2(1-e^2)\) ভাগ করে।
\(\therefore \frac{x^2}{a^2}+\frac{y^2}{a^2(1-e^2)}=1 .......(3)\)
\((3)\) নং সমীকরণে \(x=0\) বসিয়ে,
\(\frac{0^2}{a^2}+\frac{y^2}{a^2(1-e^2)}=1\)
\(\Rightarrow \frac{0}{a^2}+\frac{y^2}{a^2(1-e^2)}=1\)
\(\Rightarrow 0+\frac{y^2}{a^2(1-e^2)}=1\)
\(\Rightarrow y^2=a^2(1-e^2)\)
\(\Rightarrow y=\pm \sqrt{a^2(1-e^2)}\)
\(\therefore y=\pm a\sqrt{(1-e^2)}\); ইহা স্পষ্ট যে \(Y\)-অক্ষ উপবৃত্তকে দুইটি বাস্তব বিন্দুতে (যেহেতু \(1>e \)) ছেদ করে।
ধরি,
\(B\) ও \(\acute B\) বিন্দু দুইটি \(C\)-এর বিপরীত দিকে এমনভাবে অবস্থিত যে,
\(CB=C\acute B=a\sqrt{(1-e^2)}\)।
ধরি,
\(CB=C\acute B=b\)
তাহলে, \(b=a\sqrt{(1-e^2)}\)
\(\therefore b^2=a^2(1-e^2) ........(4)\) ➜ উভয় পার্শে বর্গ করে।
\((4)\)-এর সাহায্য নিয়ে \((3)\) হতে পাই,
\(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\)
ইহাই উপবৃত্তের আদর্শ সমীকরণ।
উপবৃত্তের আদর্শ সমীকরণ সনাক্তকরণঃ
মূলবিন্দু কেন্দ্রবিশিষ্ট উপবৃত্তের প্রমিত সমীকরণ \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\)-এ \(x\) বা \(y\) যুক্ত পদ থাকবে না। শুধু \(x^2\) ও \(y^2\) যুক্ত পদ বিদ্যমান। \(x^2\)-এর সহগ \(\frac{1}{a^2}\) এবং \(y^2\)-এর সহগ \(\frac{1}{b^2}\) অসমান ও অভিন্ন চিহ্নযুক্ত।
উপবৃত্তের সমীকরণ সনাক্তকরণঃ
উপবৃত্তের সমীকরণে \(x^2\) ও \(y^2\) যুক্ত পদ বিদ্যমান। \(x^2\)-এর সহগ এবং \(y^2\)-এর সহগ অসমান ও অভিন্ন চিহ্নযুক্ত। \(x\) ও \(y\) যুক্ত পদ থাকতেও পারে নাও থাকতে পারে।
উপবৃত্তের ক্ষেত্রফলঃ
\(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\) উপবৃত্তের ক্ষেত্রফল \(=\pi ab\)
প্রয়োজনীয় এবং স্মরণীয় সূত্রসমূহ।
উপবৃত্তের আদর্শ সমীকরণ ও বিভিন্ন অংশের বিবরণ।
\(1.\) উপবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1 \ (a>b)\)
straight3
  • উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক \(C(0, 0)\)
  • উৎকেন্দ্রিকতা \(e=\sqrt{1-\frac{b^2}{a^2}}\)
  • বৃহদাক্ষের দৈর্ঘ্য \(=|2a|\)
  • ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য \(=|2b|\)
  • বৃহদাক্ষের সমীকরণ \(y=0\)
  • ক্ষুদ্রাক্ষের সমীকরণ \(x=0\)
  • উপকেন্দ্রের স্থানাঙ্ক \((\pm ae, 0)\)
  • নিয়ামকরেখার সমীকরণ \(x=\pm \frac{a}{e}\)
  • উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(=|\frac{2b^2}{a}|\)
  • উপকেন্দ্রিক লম্বের সমীকরণ \(x=\pm ae\)
  • শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \((\pm a, 0)\)
  • নিয়ামকরেখার পাদবিন্দুর স্থানাঙ্ক \((\pm \frac{a}{e}, 0)\)
  • উপকেন্দ্রের মধ্যকার দূরত্ব \(=|2ae|\)
  • নিয়ামকদ্বয়ের মধ্যকার দূরত্ব \(=|\frac{2a}{e}|\)
  • একই দিকের উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকরেখার মধ্যকার দূরত্ব \(|\frac{a}{e}-ae|\)
\(2.\) উপবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1 \ (b > a)\)
straight3
  • উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক \(C(0, 0)\)
  • উৎকেন্দ্রিকতা \(e=\sqrt{1-\frac{a^2}{b^2}}\)
  • বৃহদাক্ষের দৈর্ঘ্য \(=|2b|\)
  • ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য \(=|2a|\)
  • বৃহদাক্ষের সমীকরণ \(x=0\)
  • ক্ষুদ্রাক্ষের সমীকরণ \(y=0\)
  • উপকেন্দ্রের স্থানাঙ্ক \((0, \pm be)\)
  • নিয়ামকরেখার সমীকরণ \(y=\pm \frac{b}{e}\)
  • উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(=|\frac{2a^2}{b}|\)
  • উপকেন্দ্রিক লম্বের সমীকরণ \(y=\pm be\)
  • শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \((0, \pm b)\)
  • নিয়ামকরেখার পাদবিন্দুর স্থানাঙ্ক \((0, \pm \frac{b}{e})\)
  • উপকেন্দ্রের মধ্যকার দূরত্ব \(=|2be|\)
  • নিয়ামকদ্বয়ের মধ্যকার দূরত্ব \(=|\frac{2b}{e}|\)
  • একই দিকের উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকরেখার মধ্যকার দূরত্ব \(=|\frac{b}{e}-be|\)
\(3.\) উপবৃত্তের সমীকরণ \(\frac{(x-\alpha)^2}{a^2}+\frac{(y-\beta)^2}{b^2}=1 \ (a>b)\)
straight3
  • শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \((\pm a+\alpha, 0)\)
  • উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক \(C(\alpha, \beta)\)
  • উৎকেন্দ্রিকতা \(e=\sqrt{1-\frac{b^2}{a^2}}\)
  • বৃহদাক্ষের দৈর্ঘ্য \(=|2a|\)
  • ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য \(=|2b|\)
  • বৃহদাক্ষের সমীকরণ \(y-\beta=0\)
  • ক্ষুদ্রাক্ষের সমীকরণ \(x-\alpha=0\)
  • উপকেন্দ্রের স্থানাঙ্ক \((\pm ae+\alpha, \beta)\)
  • নিয়ামকরেখার সমীকরণ \(x-\alpha=\pm \frac{a}{e}\)
  • উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(=|\frac{2b^2}{a}|\)
  • উপকেন্দ্রিক লম্বের সমীকরণ \(x-\alpha=\pm ae\)
\(4.\) উপবৃত্তের সমীকরণ \(\frac{(x-\alpha)^2}{a^2}+\frac{(y-\beta)^2}{b^2}=1 \ (b > a)\)
straight3
  • শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \((\alpha, \pm b+\beta)\)
  • উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক \(C(\alpha, \beta)\)
  • উৎকেন্দ্রিকতা \(e=\sqrt{1-\frac{a^2}{b^2}}\)
  • বৃহদাক্ষের দৈর্ঘ্য \(=|2b|\)
  • ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য \(=|2a|\)
  • বৃহদাক্ষের সমীকরণ \(x-\alpha=0\)
  • ক্ষুদ্রাক্ষের সমীকরণ \(y-\beta=0\)
  • উপকেন্দ্রের স্থানাঙ্ক \((\alpha, \pm be+\beta)\)
  • নিয়ামকরেখার সমীকরণ \(y-\beta=\pm \frac{b}{e}\)
  • উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(=|\frac{2a^2}{b}|\)
  • উপকেন্দ্রিক লম্বের সমীকরণ \(y-\beta=\pm be\)
\(5.\) কোনো সরলরেখা উপবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত, স্পর্শকের সমীকরণ এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক।
মনে করি,
সরলরেখা ও উপবৃত্তটির সমীকরণ যথাক্রমে
\(y=mx+c .............(1) \)
\(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1 ........(2) \)
\((1)\) নং সরলরেখা \((2)\) নং উপবৃত্তকে স্পর্শ করার শর্তঃ \(c=\pm \sqrt{(a^2m^2+b^2)}\)
স্পর্শকের সমীকরণঃ \(y=mx\pm \sqrt{(a^2m^2+b^2)}\)
স্পর্শবিন্দুর স্থানাঙ্কঃ \(\left(\frac{\pm a^2m}{\sqrt{(a^2m^2+b^2)}}, \frac{\pm b^2}{\sqrt{(a^2m^2+b^2)}}\right)\)
\(5.1\) কোনো সরলরেখা উপবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক।
মনে করি,
সরলরেখা ও উপবৃত্তটির সমীকরণ যথাক্রমে
\(x\cos\alpha + y\sin\alpha=p.............(1) \)
\(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1 ........(2) \)
\((1)\) নং সরলরেখা \((2)\) নং উপবৃত্তকে স্পর্শ করার শর্তঃ \(p^2=a^2\cos^2\alpha+b^2\sin^2\alpha\)
স্পর্শকের সমীকরণঃ \(x\cos\alpha + y\sin\alpha \pm \sqrt{(a^2\cos^2\alpha+b^2\sin^2\alpha)}=0\)
স্পর্শবিন্দুর স্থানাঙ্কঃ \(\left(\frac{a^2\cos\alpha}{p}, \frac{b^2\sin\alpha}{p}\right)\)
\(5.2\) কোনো সরলরেখা উপবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক।
মনে করি,
সরলরেখা ও উপবৃত্তটির সমীকরণ যথাক্রমে
\(lx+my+n=0.............(1) \)
\(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1 ........(2) \)
\((1)\) নং সরলরেখা \((2)\) নং উপবৃত্তকে স্পর্শ করার শর্তঃ \(a^2l^2+b^2m^2=n^2\)
স্পর্শকের সমীকরণঃ \(lx+my \pm \sqrt{(a^2l^2+b^2m^2)}=0\)
স্পর্শবিন্দুর স্থানাঙ্কঃ \(\left(\frac{-a^2l}{n}, \frac{-b^2m}{n}\right)\)
\(5.3\) উপবৃত্ত সাপেক্ষে কোনো বিন্দুর আপেক্ষিক অবস্থান।
মনে করি,
একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি উপবৃত্ত যথাক্রমে \(P(x_1, y_1)\)
এবং \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1 ........(1) \)
\(P(x_1, y_1)\) বিন্দুটি \((1)\) নং উপবৃত্তের উপরে অবস্থান করার শর্তঃ \(\frac{x^2_1}{a^2}+\frac{y^2_1}{b^2}=0\)
\(P(x_1, y_1)\) বিন্দুটি \((1)\) নং উপবৃত্তের ভিতরে অবস্থান করার শর্তঃ \(0>\frac{x^2_1}{a^2}+\frac{y^2_1}{b^2}\)
\(P(x_1, y_1)\) বিন্দুটি \((1)\) নং উপবৃত্তের বাহিরে অবস্থান করার শর্তঃ \(\frac{x^2_1}{a^2}+\frac{y^2_1}{b^2} > 0\)
\(5.4\) উপবৃত্তের উপরিস্থিত কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ।
মনে করি,
একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি উপবৃত্ত যথাক্রমে \(P(x_1, y_1)\)
এবং \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1 ........(1) \)
\((1)\) নং উপবৃত্তের উপরিস্থিত \(P(x_1, y_1)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণঃ \(\frac{xx_1}{a^2}+\frac{yy_1}{b^2}=1\)
\(6.\) উপবৃত্তের উপকেন্দ্র ও নিয়ামকরেখা
Focus and directrix of Ellipse
straight3 একটি উপবৃত্তের দুইটি উপকেন্দ্র ও নিয়ামকরেখা আছে। যেহেতু, উপবৃত্তটি \(y\) অক্ষ বরাবর প্রতিসম তাই তাকে \(B\acute B\) বরাবর ভাঁজ করা হলে উপবৃত্তের ডান ও বাম পক্ষ দুইটি পরস্পরের সাথে সমাপতিত হয়। এখন \(x\) অক্ষের উপর \(\acute S\) ও \(\acute Z\) দুইটি বিন্দু এমনভাবে নেওয়া হয়, যেন \(C\acute S=CS=ae \) এবং \(C\acute Z=CZ=\frac{a}{e}\) হয়। \(Z\acute Z\)-এর উপর \(\acute M\acute Z\) লম্ব আঁকি। তাহলে প্রতিসাম্য অনুযায়ী, এটি স্পষ্ট যে, \(\acute S\)-কে উপকেন্দ্র এবং \(\acute M\acute Z\)-কে নিয়ামকরেখা ধরে আমরা একই উপবৃত্ত পাই। অতএব, উপবৃত্তের দুইটি উপকেন্দ্র এবং দুইটি নিয়ামকরেখা আছে।
\(7.\) উপবৃত্তের বৃহদাক্ষ ও ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য
Major and Minor axis of Ellipse
উপবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1 ........(1)\)straight3
\(a>b\) ধরে \(C(0, 0)\) বিন্দু উপবৃত্তের কেন্দ্র।
\((1)\) নং সমীকরণে \(y=0\) বসিয়ে পাই \(\frac{x^2}{a^2}+\frac{0^2}{b^2}=1\)
\(\Rightarrow \frac{x^2}{a^2}+\frac{0}{b^2}=1\)
\(\Rightarrow \frac{x^2}{a^2}+0=1\)
\(\Rightarrow \frac{x^2}{a^2}=1\)
\(\Rightarrow x^2=a^2\)
\(\therefore x=\pm a\) সুতরাং উপবৃত্ত \(X\)-অক্ষকে \(A(a, 0)\) এবং \(\acute A(-a, 0)\) বিন্দুতে ছেদ করে।
\(A\acute A\) বৃহদাক্ষ এবং এর দৈর্ঘ্য
\(A\acute A=AC+C\acute A=a+a=2a\)
\(\therefore \) বৃহদাক্ষের দৈর্ঘ্য \(=|2a|\)।
আবার,
\((1)\) নং সমীকরণে \(x=0\) বসিয়ে পাই \(\frac{0^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\)
\(\Rightarrow \frac{0}{a^2}+\frac{y^2}{b^2}=1\)
\(\Rightarrow 0+\frac{y^2}{b^2}=1\)
\(\Rightarrow \frac{y^2}{b^2}=1\)
\(\Rightarrow y^2=b^2\)
\(\therefore y=\pm b\)
সুতরাং উপবৃত্ত \(Y\)-অক্ষকে \(B(0, b)\) এবং \(\acute B(0, -b)\) বিন্দুতে ছেদ করে।
\(B\acute B\) ক্ষুদ্রাক্ষ এবং এর দৈর্ঘ্য \(B\acute B=BC+C\acute B=b+b=2b\)
\(\therefore \) ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য \(=|2b|\)।
\(8.\) উপবৃত্তের সমীকরণ থেকে উৎকেন্দ্রতা ।
Eccentricity from the equation of ellipse
আমরা জানি,straight3
উপবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1; (a > b)\)
এবং
\(b^2=a^2(1-e^2)\)
\(\Rightarrow \frac{b^2}{a^2}=1-e^2\)
\(\Rightarrow e^2=1-\frac{b^2}{a^2}\)
\(\therefore e=\sqrt{1-\frac{b^2}{a^2}}\)
যেহেতু, উপবৃত্তের \(e\)-এর মান \(1 > e > 0\)
সুতরাং \(e\)-কে ধনাত্মক হিসাবে বিবেচনা করা হয়েছে।
উপবৃত্তের বৃহদাক্ষ হতে \(a\)-এর মান এবং ক্ষুদ্রাক্ষ হতে \(b\)-এর মান জানা থাকলে উৎকেন্দ্রতা \(e\)-এর মান নির্ণয় করা যায়।
\(9.\) উপবৃত্তের সমীকরণ থেকে উৎকেন্দ্রের স্থানাঙ্ক ও নিয়ামকের সমীকরণ।
The co-ordinates of focus and the equation of directrix from the equation of ellipse
মনে করি,straight3
উপবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1; (a > b)\)
এবং
\(b^2=a^2(1-e^2)\) ➜ এখানে \(e\) উৎকেন্দ্রিকতা।
আবার,
উপবৃত্তের উপকেন্দ্র \(S\) ও \(\acute S\) এবং নিয়ামক রেখা \(MZ\) ও \(\acute M\acute Z\)।
\(Z\acute Z\) রেখা \(S\) এবং \(\acute S\) বিন্দুগামী। \(Z\acute Z\) রেখা নিয়ামকদ্বয়ের উপর লম্ব।
\(SZ\)-এর উপর \(A\) এমন একটি বিন্দু নেওয়া হল যেন \(SA=eAZ ........(1)\)
আবার,
\(SZ\)-এর বর্দ্ধিতাংশের উপর \(\acute A\) এমন একটি বিন্দু নেওয়া হল যেন \(S\acute A=e\acute AZ\)
ধরি,
\(A\acute A=2a\) এবং \(C\) হল \(A\acute A\)-এর মধ্যবিন্দু। \(C\)-কে কেন্দ্র বিন্দু বলা হয় যার স্থানাঙ্ক \(C(0, 0)\)।
\((1)\) ও \((2)\) যোগ করে পাই
\(SA+S\acute A=eAZ+e\acute AZ\)
\(\Rightarrow A\acute A=e(AZ+\acute AZ)\)
\(\Rightarrow 2a=e(AZ+A\acute A+AZ)\) ➜ \(\because \acute AZ=A\acute A+AZ\)
\(\Rightarrow 2a=e(A\acute A+2AZ)\)
\(\Rightarrow 2a=e(2a+2AZ)\)
\(\Rightarrow 2a=2e(a+AZ)\)
\(\Rightarrow a=e(a+AZ)\)
\(\Rightarrow a=eCZ\) ➜ \(\because CZ=CA+AZ=a+AZ\)
\(\Rightarrow eCZ=a\)
\(\therefore CZ=\frac{a}{e} ......(3)\)
আবার,
\(CS=CA-AS\)
\(\Rightarrow CS=CA-eAZ\) ➜ \(\because AS=eAZ\)
\(\Rightarrow CS=CA-e(CZ-CA)\)
\(\Rightarrow CS=a-e\left(\frac{a}{e}-a\right)\)
\(\Rightarrow CS=a-a+ae\)
\(\therefore CS=ae .........(4)\)
\(C\) বিন্দুকে মূলবিন্দু ধরে \(CX\)-কে \(x\)অক্ষ এবং \(CY\)-কে \(y\)অক্ষ বিবেচনা করি। যেহেতু \(S\) বিন্দু \(x\)অক্ষের উপর অবস্থিত ।
অতএব, \(S\)-এর স্থানাঙ্ক \((ae, 0)\) এখানে \(S\)-কে উপকেন্দ্র বলে। যেহেতু উপকেন্দ্র \(S\) ও \(\acute S\) সুতরাং এদের স্থানাঙ্ক লেখা হয় \((\pm ae, 0)\)।
এবং নিয়ামক রেখা \(\acute M\acute Z\)-এর সমীকরণ \(x=CZ=\frac{a}{e}\)
\(\therefore x=\frac{a}{e}\)
অনুরূপভাবে, নিয়ামক রেখা \(MZ\)-এর সমীকরণ \(x=-\frac{a}{e}\)
সুতরাং উপবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ \(x=\pm \frac{a}{e}\)
\(10.\) উপবৃত্তের সমীকরণ থেকে উপকেন্দ্রিক লম্ব ও এর দৈর্ঘ্য।
Latus rectum and it's length.
উপবৃত্তের যে কোনো উপকেন্দ্রের মধ্য দিয়ে অঙ্কিত বৃহদাক্ষের উপর লম্ব রেখার উপবৃত্তের অন্তর্গত অংশই উপকেন্দ্রিক লম্ব। যদি \(L\acute L\) উপকেন্দ্রিক লম্ব হয়, তবে \(SL=S\acute L\) এবং \(\acute L\)-এর স্থানাঙ্ক \((-ae, SL)\) ।straight3
\(\acute L(-ae, SL)\) বিন্দুটি উপবৃত্তের আদর্শ সমীকরণ \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1; (a > b)\)-এর উপর অবস্থিত।
\(\Rightarrow \frac{(-ae)^2}{a^2}+\frac{SL^2}{b^2}=1 \)
\(\Rightarrow \frac{a^2e^2}{a^2}+\frac{SL^2}{b^2}=1 \)
\(\Rightarrow e^2+\frac{SL^2}{b^2}=1 \)
\(\Rightarrow \frac{SL^2}{b^2}=1-e^2 \)
\(\Rightarrow SL^2=b^2(1-e^2) \)
\(\Rightarrow SL^2=b^2\times \frac{b^2}{a^2} \) ➜ \(\because 1-e^2=\frac{b^2}{a^2}\)
\(\Rightarrow SL^2=\frac{b^4}{a^2} \)
\(\therefore SL=\frac{b^2}{a} \)
\(\therefore L\acute L=2SL=\frac{2b^2}{a} \)
\(11.\) উপবৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব দুইটির সমষ্টি, বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান।
ধরি,straight3
\(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\) উপবৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু \(P(x, y)\)।
উপবৃত্তের উপকেন্দ্র দুইটি \(S\) ও \(\acute S\) এবং নিয়ামক রেখা দুইটি যথাক্রমে \(MZ\) ও \(\acute M\acute Z\) ।
\(SP\) এবং \(\acute SP\) যোগ করি এবং নিয়ামক রেখা দইটির উপর \(MP\acute M\) লম্ব আঁকি।
এখন,
উপবৃত্তের সংজ্ঞানুসারে,
\(SP=e.PM .......(1)\)
এবং \(\acute SP=e.P\acute M .......(2)\)
\((1)\) ও \((2)\) যোগ করে,
\(SP+\acute SP=e.PM+e.P\acute M\)
\(\Rightarrow SP+\acute SP=e(PM+P\acute M)\)
\(\Rightarrow SP+\acute SP=e\{(CZ+CN)+(C\acute Z-CN)\}\) ➜ \(\because PM=CZ+CN; P\acute M=C\acute Z-CN\)
\(\Rightarrow SP+\acute SP=e\{CZ+CN+C\acute Z-CN\}\)
\(\Rightarrow SP+\acute SP=e\{CZ+C\acute Z\}\)
\(\Rightarrow SP+\acute SP=e\{CZ+CZ\}\) ➜ \(\because CZ=C\acute Z\)
\(\Rightarrow SP+\acute SP=e.2CZ\)
\(\Rightarrow SP+\acute SP=2.e.CZ\)
\(\Rightarrow SP+\acute SP=2.CA\) ➜ \(\because e.CZ=CA\)
\(\Rightarrow SP+\acute SP=A\acute A\) ➜ \(\because 2.CA=A\acute A\)
\(\therefore SP+\acute SP=2a\) ➜ \(\because A\acute A=2a\)
\(\therefore \) উপবৃত্তের উপরিস্থিত \(P(x, y)\) বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব দুইটির সমষ্টি, বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান। ইহা অতি গুরুত্বপূর্ণ।
কোনো সমতলে, কোনো সেটের বিন্দুসমুহ যদি এমনভাবে অবস্থিত হয় যে, ঐ সমতলে অবস্থিত দুইটি নির্দিষ্ট বিন্দু হতে এর দূরত্ব দুইটির সমষ্টি সর্বদা স্থীর হয় তাহলে উক্ত বিন্দু সেটের সঞ্চারপথ উপবৃত্ত হবে।
উপবৃত্তের বৃহৎ অক্ষ এর বৃহত্তম জ্যা।
\(12.\) কোনো নির্দিষ্ট বিন্দুতে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক।
Parametric coordinates of Ellipse at fixed point.
ধরি,straight3
উপবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1; (a>b) ........(1)\)
এবং উপবৃত্তের উপরিস্থিত একটি বিন্দু \(P(x, y)\)
উপবৃত্তের বৃহদাক্ষকে ব্যাস ধরে সহায়ক বৃত্ত অঙ্কন করি, যার সমীকরণ \(x^2+y^2=a^2 .......(2)\)
\(P(x, y)\) বিন্দু থেকে বৃহদাক্ষের উপর একটি লম্ব অঙ্কন করে বর্ধিত করি যা বৃহদাক্ষকে \(N\) এবং বৃত্তকে \(Q\) বিন্দুতে ছেদ করে। \(C\) ও \(Q\) যোগ করি।
মনে করি,
\(\angle QCN=\theta\), এখানে \(\theta\)-কে উপকেন্দ্র কোণ বলা হয়।
\(P\) বিন্দুর স্থানাঙ্ক \((x, y)\) হওয়ায়, \(CN=x\) এবং \(PN=y\)
এখন, \(QCN\) সমকোণী ত্রিভুজে \(\cos\theta=\frac{CN}{CQ}\)
\(\Rightarrow CN=CQ\cos\theta\)
\(\therefore x=a\cos\theta ........(3)\) ➜ \(\because CQ=a=\)বৃত্তের ব্যাসার্ধ।
\(x=a\cos\theta\)-এর এই মান \((1)\)-এ বসিয়ে,
\(\frac{(a\cos\theta)^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\)
\(\Rightarrow \frac{a^2\cos^2\theta}{a^2}+\frac{y^2}{b^2}=1\)
\(\Rightarrow \cos^2\theta+\frac{y^2}{b^2}=1\)
\(\Rightarrow \frac{y^2}{b^2}=1-\cos^2\theta\)
\(\Rightarrow \frac{y^2}{b^2}=\sin^2\theta\)
\(\Rightarrow y^2=b^2\sin^2\theta\)
\(\therefore y=b\sin\theta ......(4)\)
সুতরাং, \(P(a\cos\theta, b\sin\theta)\)
\(\theta\)-এর যে কোনো মানের জন্য \(P(a\cos\theta, b\sin\theta)\) বিন্দুটি উপবৃত্তের উপর অবস্থিত, যাকে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক বলা হয় এবং \(\theta\)-কে পরামিতি (parameter) বলা হয়।
আবার,
\((3)\) ও \((4)\) হতে যথাক্রমে,
\(\cos\theta=\frac{x}{a} ........(5)\)
\(\sin\theta=\frac{y}{b} ........(6)\)
\(\frac{\sin\theta}{\cos\theta}=\frac{\frac{y}{b}}{\frac{x}{a}}\) ➜ \((6)\)-কে \((5)\) দিয়ে ভাগ করে।
\(\Rightarrow \tan\theta=\frac{ay}{bx}\)
\(\therefore \theta=\tan^{-1}\left(\frac{ay}{bx}\right)\)
\(\theta \)-এর এই মাণ নির্ণয়ের সময় বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত তা লক্ষনীয়।
\(x=a\cos\theta\) এবং \(y=b\sin\theta\)-কে একত্রে \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\) উপবৃত্তের পরামিতিক সমীকরণ বলে।
\(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1; (a>b) \) উপবৃত্তের উপর \(P(x, y)\) বিন্দুর পরামিতিক স্থানাংক \(P(a\cos\theta, b\sin\theta)\), যেখানে \(\theta=\tan^{-1}\left(\frac{ay}{bx}\right)\)।
বিঃ দ্রঃ ইহা স্পষ্ট যে উপবৃত্তের আকার যাই হউকনা কেন ইহার উপরোস্থ যে কোনো বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক হবে \(P(a\cos\theta, b\sin\theta)\), যেখানে \(\theta=\tan^{-1}\left(\frac{ay}{bx}\right)\). এবং উপবৃত্তের পরামিতিক সমীকরণ হবে
\(x=a\cos\theta\),\(y=b\sin\theta\).
\(13.\) উপবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\)-এর লেখচিত্র ।
উপবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\)straight3
\(\Rightarrow \frac{y^2}{b^2}=1-\frac{x^2}{a^2}\)
\(\Rightarrow \frac{y^2}{b^2}=\frac{a^2-x^2}{a^2}\)
\(\Rightarrow y^2=\frac{b^2(a^2-x^2)}{a^2}\)
\(\Rightarrow y=\pm \sqrt{\frac{b^2(a^2-x^2)}{a^2}}\)
\(\therefore y=\pm b\sqrt{\frac{(a^2-x^2)}{a^2}}\)
\(\therefore a>x\)-এর যে কোনো মানের জন্য \(y\)-এর দুইটি মান পাওয়া যায়। মান দুইটি সমান কিন্তু বিপরীত চিহ্নবিশিষ্ট। অতএব, ইহা স্পষ্ট যে,উপবৃত্তটি \(X\)-অক্ষ ( বৃহৎ অক্ষ ) বরাবর প্রতিসম।
আবার,
\(x\)-এর সর্বোচ্চ মান \(a\) এবং সর্বনিম্ন মান \(-a\) কারণ, যদি \(x > a\) বা \(-a>x\) হয়, তবে,
\(\frac{a^2-x^2}{a^2}\) ঋনাত্মক হয় এবং \(y\)-এর মান দুইটি অবাস্তব হয়।
অতএব, উপবৃত্তের কোনো অংশই \(x\)-অক্ষের উপর \(A\) ও \(\acute A\) বিন্দু দুইটির বাইরে অবস্থিত হবে না।
উপবৃত্তের সমীকরণটিকে নিম্নোক্তভাবেও লেখা যায়,\(\therefore x=\pm a\sqrt{\frac{(b^2-y^2)}{b^2}}\)
\(\therefore b > y\)-এর যে কোনো মানের জন্য \(x\)-এর দুইটি মান পাওয়া যায়। মান দুইটি সমান কিন্তু বিপরীত চিহ্নবিশিষ্ট। অতএব, ইহা স্পষ্ট যে,উপবৃত্তটি \(Y\)-অক্ষ (ক্ষুদ্র অক্ষ ) বরাবর প্রতিসম।
\(y\)-এর সর্বোচ্চ মান \(b\) এবং সর্বনিম্ন মান \(-b\) কারণ, যদি \(y > b\) বা \(-b > y\) হয়, তবে,
\(\frac{b^2-y^2}{b^2}\) ঋনাত্মক হয় এবং \(x\)-এর মান দুইটি অবাস্তব হয়।
অতএব, উপবৃত্তের কোনো অংশই \(y\)-অক্ষের উপর \(B\) ও \(\acute B\) বিন্দু দুইটির বাইরে অবস্থিত হবে না।
অতএব , উপবৃত্ত একটি সীমাবদ্ধ বক্ররেখা, যা, পুরাপুরি \(x=\pm a, y=\pm b\) সরলরেখা চতুষ্টয় দ্বারা সীমিত আয়তের মধ্যে অবস্থিত।
\(14.\) অক্ষদ্বয়ের দৈর্ঘ্য \(2a\) ও \(2b\) এবং তাদের সমীকরণ যথাক্রমে \(a_{1}x+b_{1}y+c_{1}=0\) ও \(a_{2}x+b_{2}y+c_{2}=0\) উপবৃত্তের সমীকরণঃ
\(\frac{1}{a^2}\left(\frac{a_{1}x+b_{1}y+c_{1}}{\sqrt{a_{1}^2+b_{1}^2}}\right)^2+\frac{1}{b^2}\left(\frac{a_{2}x+b_{2}y+c_{2}}{\sqrt{a_{2}^2+b_{2}^2}}\right)^2=1\)
অধিবৃত্ত
Hyperbola
অধিবৃত্তঃ কোনো কার্তেসীয় সমতলে একটি বিন্দু যদি এমনভাবে চলে যে ঐ সমতলস্থিত একটি স্থির বিন্দু থেকে দূরত্ব এবং একটি নির্দিষ্ট রেখা থেকে লম্ব দূরত্বের অনুপাত একটি স্থির রাশিhyperbola এবং ঐ স্থির রাশিটির মান \(1\) অপেক্ষা বৃহত্তর, তবে ঐ বিন্দুর সঞ্চারপথকে অধিবৃত্ত বলা হয়। উক্ত স্থির রাশিকে উৎকেন্দ্রতা (Eccentricity) বলা হয়, এবং ইহাকে \(e\) দ্বারা সূচিত করা হয়,যেখানে \( e > 1\) হবে । উপকেন্দ্র দুইটির মধ্যদিয়ে অঙ্কিত অধিবৃত্তের সর্ববৃহত রেখাংশ \(A\acute A\) কে প্রধান বা আড় অক্ষ ( Transverse axis) বলা হয়। প্রধান অক্ষের লম্ব দ্বিখন্ডক রেখাংশ \(B\acute B\) কে অনুবন্ধী অক্ষ ( Conjugate axis) বলা হয়। অক্ষদ্বয়ের মিলিত বিন্দু \(C\) কে কেন্দ্র বলা হয়।
মূলবিন্দু কেন্দ্রবিশিষ্ট অধিবৃত্তের প্রমিত সমীকরণ।
Standard equation of Hyperbola.
ধরি,hyperbola
অধিবৃত্তের উপকেন্দ্র \(S\) নিয়ামকরেখা \(MZ\) এবং উৎকেন্দ্রিকতা \(e, (e > 1)\), নিয়ামকরেখার উপর \(SZ\) লম্ব আঁকি। \(SZ\) রেখাকে \(A\) ও \(\acute A\) বিন্দুদ্বয় \(e:1\) অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত ও বহিঃর্বিভক্ত করে, যেন \(SA=e.AZ\) এবং \(S\acute A=e.\acute AZ\)।
তাহলে, \(A\) ও \(\acute A\) অধিবৃত্তের উপর দুইটি বিন্দু।
মনে করি \(A\acute A\)-এর মধ্যবিন্দু \(C\) এবং \(A\acute A=2a\)
তাহলে, \(CA=C\acute A=a\)
এখন,
\(SA=e.AZ\)
\(\therefore CS-a=e(a-CZ) .......(1)\) ➜ \(\because SA=CA-CS=CS-a; AZ=CZ-CA=a-CZ\)
এবং \(S\acute A=e.\acute AZ\)
\(\therefore CS+a=e(a+CZ) ........(2)\) ➜ \(\because S\acute A=C\acute A+CS=CS+a; \acute AZ=CZ+CA=a+CZ\)
\((1)\) ও \((2)\) যোগ করে,
\(CS-a+CS+a=e(a-CZ)+e(a+CZ)\)
\(\Rightarrow 2CS=e(a-CZ+a+CZ)\)
\(\Rightarrow 2CS=e.2a\)
\(\therefore CS=ae\)
\((2)\) - \((1)\)-এর সাহায্যে,
\(CS+a-CS+a=e(a+CZ)-e(a-CZ)\)
\(\Rightarrow 2a=e(a+CZ-a+CZ)\)
\(\Rightarrow 2a=e.2CZ\)
\(\Rightarrow a=eCZ\)
\(\Rightarrow eCZ=a\)
\(\therefore CZ=\frac{a}{e}\)
\(C\)-কে মূলবিন্দু , \(CX\) ও \(CY\)-কে যথাক্রমে \(x\)-অক্ষ ও \(y\)-অক্ষ বিবেচনা করি। অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু \(P(x, y)\)। \(P\) বিন্দু হতে \(A\acute A\)-এর উপর \(PN\) ও নিয়ামকরেখার উপর \(PM\) লম্ব আঁকি।
সুতরাং অধিবৃত্তের সংজ্ঞানুসারে, \(SP=e.PM\)
\(\Rightarrow SP=e.NZ\) ➜ \(\because PM=NZ\)
\(\Rightarrow SP^2=e^2.NZ^2\) ➜ উভয় পার্শে বর্গ করে।
\(\Rightarrow SN^2+PN^2=e^2(CN-CZ)^2\) ➜ \(\because SP^2=SN^2+PN^2; NZ=CN-CZ\)
\(\Rightarrow (x-ae)^2+y^2=e^2\left(x-\frac{a}{e}\right)^2\) ➜ \(\because SN=CS+CN=x-ae; NZ=x-\frac{a}{e}\)
\(\Rightarrow (x-ae)^2+y^2=e^2\left(\frac{ex-a}{e}\right)^2\)
\(\Rightarrow (x-ae)^2+y^2=e^2.\frac{(ex-a)^2}{e^2}\)
\(\Rightarrow (x-ae)^2+y^2=(ex-a)^2\)
\(\Rightarrow x^2+a^2e^2-2aex+y^2=e^2x^2-2aex+a^2\)
\(\Rightarrow x^2-e^2x^2+y^2=2aex+a^2-a^2e^2-2aex\)
\(\Rightarrow -x^2(e^2-1)+y^2=a^2-a^2e^2\)
\(\Rightarrow -x^2(e^2-1)+y^2=-a^2(e^2-1)\)
\(\Rightarrow x^2(e^2-1)-y^2=a^2(e^2-1)\) ➜ উভয় পার্শে \(-1\) গুণ করে।
\(\Rightarrow \frac{x^2(e^2-1)}{a^2(e^2-1)}-\frac{y^2}{a^2(e^2-1)}=1\) ➜ উভয় পার্শে \(a^2(e^2-1)\) ভাগ করে।
\(\therefore \frac{x^2}{a^2}-\frac{y^2}{a^2(e^2-1)}=1 .......(3)\)
যেহেতু \(e>1, a^2(e^2-1)\) ধনাত্মক।
অতএব, লিখা যায় \(b^2=a^2(e^2-1)\) ➜ \(b\) একটি ধনাত্মক বাস্তব সংখ্যা।
\(\therefore b^2=a^2(e^2-1) ........(4)\)
\((4)\)-এর সাহায্য নিয়ে \((3)\) হতে পাই,
\(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1\)
ইহাই অধিবৃত্তের আদর্শ সমীকরণ।
অধিবৃত্তের আদর্শ সমীকরণ সনাক্তকরণঃ
মূলবিন্দু কেন্দ্রবিশিষ্ট অধিবৃত্তের প্রমিত সমীকরণ \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1; \frac{y^2}{b^2}-\frac{x^2}{a^2}=1\)-এ \(x\) বা \(y\) যুক্ত পদ থাকবে না। শুধু \(x^2\) ও \(y^2\) যুক্ত পদ বিদ্যমান। \(x^2\)-এর সহগ \(\frac{1}{a^2}\) এবং \(y^2\)-এর সহগ \(-\frac{1}{b^2}\) অসমান ও ভিন্ন চিহ্নযুক্ত।
অধিবৃত্তের সমীকরণ সনাক্তকরণঃ
অধিবৃত্তের সমীকরণে \(x^2\) ও \(y^2\) যুক্ত পদ বিদ্যমান। \(x^2\)-এর সহগ এবং \(y^2\)-এর সহগ অসমান ও ভিন্ন চিহ্নযুক্ত। \(x\) ও \(y\) যুক্ত পদ থাকতেও পারে নাও থাকতে পারে।
প্রয়োজনীয় এবং স্মরণীয় সূত্রসমূহ।
অধিবৃত্তের আদর্শ সমীকরণ ও বিভিন্ন অংশের বিবরণ।
\(1.\) অধিবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1 \)
hyperbola
  • অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক \(C(0, 0)\)
  • উৎকেন্দ্রিকতা \(e=\sqrt{1+\frac{b^2}{a^2}}\)
  • আড় অক্ষের দৈর্ঘ্য \(=|2a|\)
  • অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য \(=|2b|\)
  • আড় অক্ষের সমীকরণ \(y=0\)
  • অনুবন্ধী অক্ষের সমীকরণ \(x=0\)
  • উপকেন্দ্রের স্থানাঙ্ক \((\pm ae, 0)\)
  • নিয়ামকরেখার সমীকরণ \(x=\pm \frac{a}{e}\)
  • উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(=|\frac{2b^2}{a}|\)
  • উপকেন্দ্রিক লম্বের সমীকরণ \(x=\pm ae\)
  • শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \((\pm a, 0)\)
  • নিয়ামকরেখার পাদবিন্দুর স্থানাঙ্ক \((\pm \frac{a}{e}, 0)\)
  • উপকেন্দ্রের মধ্যকার দূরত্ব \(=|2ae|\)
  • নিয়ামকদ্বয়ের মধ্যকার দূরত্ব \(=|\frac{2a}{e}|\)
  • একই দিকের উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকরেখার মধ্যকার দূরত্ব \(|\frac{a}{e}-ae|\)
  • অসীমতটের সমীকরণ \( y=\pm \frac{b}{a}x\)
\(2.\) অধিবৃত্তের সমীকরণ \(\frac{y^2}{b^2}-\frac{x^2}{a^2}=1 \)
hyperbola
  • অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক \(C(0, 0)\)
  • উৎকেন্দ্রিকতা \(e=\sqrt{1+\frac{a^2}{b^2}}\)
  • আড় অক্ষের দৈর্ঘ্য \(=|2b|\)
  • অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য \(=|2a|\)
  • আড় অক্ষের সমীকরণ \(x=0\)
  • অনুবন্ধী অক্ষের সমীকরণ \(y=0\)
  • উপকেন্দ্রের স্থানাঙ্ক \((0, \pm be)\)
  • নিয়ামকরেখার সমীকরণ \(y=\pm \frac{b}{e}\)
  • উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(=|\frac{2a^2}{b}|\)
  • উপকেন্দ্রিক লম্বের সমীকরণ \(y=\pm be\)
  • শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \((0, \pm b)\)
  • নিয়ামকরেখার পাদবিন্দুর স্থানাঙ্ক \((0, \pm \frac{b}{e})\)
  • উপকেন্দ্রের মধ্যকার দূরত্ব \(=|2be|\)
  • নিয়ামকদ্বয়ের মধ্যকার দূরত্ব \(=|\frac{2b}{e}|\)
  • একই দিকের উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকরেখার মধ্যকার দূরত্ব \(|\frac{b}{e}-be|\)
  • অসীমতটের সমীকরণ \( y=\pm \frac{b}{a}x\)
\(3.\) অধিবৃত্তের সমীকরণ \(\frac{(x-\alpha)^2}{a^2}-\frac{(y-\beta)^2}{b^2}=1\)
hyperbola
  • অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \((\pm a+\alpha, 0)\)
  • অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক \(C(\alpha, \beta)\)
  • উৎকেন্দ্রিকতা \(e=\sqrt{1+\frac{b^2}{a^2}}\)
  • আড় অক্ষের দৈর্ঘ্য \(=|2a|\)
  • অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য \(=|2b|\)
  • আড় অক্ষের সমীকরণ \(y-\beta=0\)
  • অনুবন্ধী অক্ষের সমীকরণ \(x-\alpha=0\)
  • উপকেন্দ্রের স্থানাঙ্ক \((\pm ae+\alpha, \beta)\)
  • নিয়ামকরেখার সমীকরণ \(x-\alpha=\pm \frac{a}{e}\)
  • উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(=|\frac{2b^2}{a}|\)
  • উপকেন্দ্রিক লম্বের সমীকরণ \(x-\alpha=\pm ae\)
  • অসীমতটের সমীকরণ \( y-\beta=\pm \frac{b}{a}(x-\alpha)\)
\(4.\) অধিবৃত্তের সমীকরণ \(\frac{(y-\beta)^2}{b^2}-\frac{(x-\alpha)^2}{a^2}=1\)
hyperbola
  • অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক \((0, \pm b+\beta)\)
  • অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক \(C(\alpha, \beta)\)
  • উৎকেন্দ্রিকতা \(e=\sqrt{1+\frac{a^2}{b^2}}\)
  • আড় অক্ষের দৈর্ঘ্য \(=|2b|\)
  • অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য \(=|2a|\)
  • আড় অক্ষের সমীকরণ \(x-\alpha=0\)
  • অনুবন্ধী অক্ষের সমীকরণ \(y-\beta=0\)
  • উপকেন্দ্রের স্থানাঙ্ক \((\alpha, \pm be+\beta)\)
  • নিয়ামকরেখার সমীকরণ \(y-\beta=\pm \frac{b}{e}\)
  • উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(=|\frac{2a^2}{b}|\)
  • উপকেন্দ্রিক লম্বের সমীকরণ \(y-\beta=\pm be\)
  • অসীমতটের সমীকরণ \( y-\beta=\pm \frac{b}{a}(x-\alpha)\)
\(5.\) কোনো সরলরেখা অধিবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত, স্পর্শকের সমীকরণ এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক।
মনে করি,
সরলরেখা ও অধিবৃত্তটির সমীকরণ যথাক্রমে
\(y=mx+c .............(1) \)
\(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1 ........(2) \)
\((1)\) নং সরলরেখা \((2)\) নং অধিবৃত্তকে স্পর্শ করার শর্তঃ \(c=\pm \sqrt{(a^2m^2-b^2)}\)
স্পর্শকের সমীকরণঃ \(y=mx\pm \sqrt{(a^2m^2-b^2)}\)
স্পর্শবিন্দুর স্থানাঙ্কঃ \(\left(\frac{\pm a^2m}{\sqrt{(a^2m^2-b^2)}}, \frac{\pm b^2}{\sqrt{(a^2m^2-b^2)}}\right)\)
\(5.1\) কোনো সরলরেখা উপবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক।
মনে করি,
সরলরেখা ও অধিবৃত্তটির সমীকরণ যথাক্রমে
\(x\cos\alpha + y\sin\alpha=p.............(1) \)
\(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1 ........(2) \)
\((1)\) নং সরলরেখা \((2)\) নং অধিবৃত্তকে স্পর্শ করার শর্তঃ \(p^2=a^2\cos^2\alpha-b^2\sin^2\alpha\)
স্পর্শকের সমীকরণঃ \(x\cos\alpha + y\sin\alpha \pm \sqrt{(a^2\cos^2\alpha-b^2\sin^2\alpha)}=0\)
স্পর্শবিন্দুর স্থানাঙ্কঃ \(\left(\frac{a^2\cos\alpha}{p}, \frac{b^2\sin\alpha}{p}\right)\)
\(5.2\) কোনো সরলরেখা অধিবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক।
মনে করি,
সরলরেখা ও অধিবৃত্তটির সমীকরণ যথাক্রমে
\(lx+my+n=0.............(1) \)
\(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1 ........(2) \)
\((1)\) নং সরলরেখা \((2)\) নং অধিবৃত্তকে স্পর্শ করার শর্তঃ \(a^2l^2-b^2m^2=n^2\)
স্পর্শকের সমীকরণঃ \(lx+my \pm \sqrt{(a^2l^2-b^2m^2)}=0\)
স্পর্শবিন্দুর স্থানাঙ্কঃ \(\left(\frac{-a^2l}{n}, \frac{b^2m}{n}\right)\)
\(5.3\) অধিবৃত্ত সাপেক্ষে কোনো বিন্দুর আপেক্ষিক অবস্থান।
মনে করি,
একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি অধিবৃত্ত যথাক্রমে \(P(x_1, y_1)\)
এবং \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1 ........(1) \)
\(P(x_1, y_1)\) বিন্দুটি \((1)\) নং অধিবৃত্তের উপরে অবস্থান করার শর্তঃ \(\frac{x^2_1}{a^2}-\frac{y^2_1}{b^2}=0\)
\(P(x_1, y_1)\) বিন্দুটি \((1)\) নং অধিবৃত্তের ভিতরে অবস্থান করার শর্তঃ \(\frac{y^2_1}{b^2}>\frac{x^2_1}{a^2}\)
\(P(x_1, y_1)\) বিন্দুটি \((1)\) নং উপবৃত্তের বাহিরে অবস্থান করার শর্তঃ \(\frac{x^2_1}{a^2}>\frac{y^2_1}{b^2}\)
\(5.4\) অধিবৃত্তের উপরিস্থিত কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ।
মনে করি,
একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি অধিবৃত্ত যথাক্রমে \(P(x_1, y_1)\)
এবং \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1 ........(1) \)
\((1)\) নং উপবৃত্তের উপরিস্থিত \(P(x_1, y_1)\) বিন্দুতে স্পর্শকের সমীকরণঃ \(\frac{xx_1}{a^2}-\frac{yy_1}{b^2}=1\)
\(6.\) অধিবৃত্তের উপকেন্দ্র ও নিয়ামকরেখা
Focus and directrix of Hyperbola
hyperbola একটি অধিবৃত্তের দুইটি উপকেন্দ্র ও নিয়ামকরেখা আছে। যেহেতু, অধিবৃত্তটি \(y\) অক্ষ বরাবর প্রতিসম তাই তাকে \(B\acute B\) বরাবর ভাঁজ করা হলে অধিবৃত্তের ডান ও বাম পক্ষ দুইটি পরস্পরের সাথে সমাপতিত হয়। এখন \(x\) অক্ষের উপর \(\acute S\) ও \(\acute Z\) দুইটি বিন্দু এমনভাবে নেওয়া হয়, যেন \(C\acute S=CS=ae \) এবং \(C\acute Z=CZ=\frac{a}{e}\) হয়। \(Z\acute Z\)-এর উপর \(\acute M\acute Z\) লম্ব আঁকি। তাহলে প্রতিসাম্য অনুযায়ী, এটি স্পষ্ট যে, \(\acute S\)-কে উপকেন্দ্র এবং \(\acute M\acute Z\)-কে নিয়ামকরেখা ধরে আমরা একই অধিবৃত্ত পাই। অতএব, অধিবৃত্তের দুইটি উপকেন্দ্র এবং দুইটি নিয়ামকরেখা আছে।
\(7.\) অধিবৃত্তের আড় অক্ষ ও অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য
Transverse and Conjugate axis of Hyperbola
অধিবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1 ........(1)\)hyperbola
\(C(0, 0)\) বিন্দু উপবৃত্তের কেন্দ্র।
\((1)\) নং সমীকরণে \(y=0\) বসিয়ে পাই \(\frac{x^2}{a^2}+\frac{0^2}{b^2}=1\)
\(\Rightarrow \frac{x^2}{a^2}-\frac{0}{b^2}=1\)
\(\Rightarrow \frac{x^2}{a^2}-0=1\)
\(\Rightarrow \frac{x^2}{a^2}=1\)
\(\Rightarrow x^2=a^2\)
\(\therefore x=\pm a\)
সুতরাং অধিবৃত্ত \(X\)-অক্ষকে \(A(a, 0)\) এবং \(\acute A(-a, 0)\) বিন্দুতে ছেদ করে।
\(A\acute A\) আড় অক্ষ এবং এর দৈর্ঘ্য
\(A\acute A=AC+C\acute A=a+a=2a\)
\(\therefore \) আড় অক্ষের দৈর্ঘ্য \(=|2a|\)।
আবার,
\((1)\) নং সমীকরণে \(x=0\) বসিয়ে পাই \(\frac{0^2}{a^2}-\frac{y^2}{b^2}=1\)
\(\Rightarrow \frac{0}{a^2}-\frac{y^2}{b^2}=1\)
\(\Rightarrow 0-\frac{y^2}{b^2}=1\)
\(\Rightarrow -\frac{y^2}{b^2}=1\)
\(\Rightarrow y^2=-b^2\)
\(\Rightarrow y=\sqrt{-b^2}\)
\(\Rightarrow y=b\sqrt{-1}\)
\(\therefore y=\pm ib\) ➜ \(\because i=\sqrt{-1}\)
সুতরাং অধিবৃত্ত \(Y\)-অক্ষকে কাল্পনিকভাবে \(B(0, ib)\) এবং \(\acute B(0, -ib)\) ( কাল্পনিক ) বিন্দুতে ছেদ করে।
\(B\acute B\) অনুবন্ধী অক্ষ এবং এর দৈর্ঘ্য \(B\acute B=BC+C\acute B=b+b=2b\)
\(\therefore \) অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য \(=|2b|\)।
\(8.\) অধিবৃত্তের সমীকরণ থেকে উৎকেন্দ্রতা ।
Eccentricity from the equation of Hyperbola
আমরা জানি,
অধিবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1\)
এবং
\(b^2=a^2(e^2-1)\)
\(\Rightarrow \frac{b^2}{a^2}=e^2-1\)
\(\Rightarrow \frac{b^2}{a^2}+1=e^2\)
\(\Rightarrow e^2=1+\frac{b^2}{a^2}\)
\(\therefore e=\sqrt{1+\frac{b^2}{a^2}}\)
যেহেতু, অধিবৃত্তের \(e\)-এর মান \(e > 1\)
সুতরাং \(e\)-কে ধনাত্মক হিসাবে বিবেচনা করা হয়েছে।
অধিবৃত্তের আড় অক্ষ হতে \(a\)-এর মান এবং অনুবন্ধী অক্ষ হতে \(b\)-এর মান জানা থাকলে উৎকেন্দ্রতা \(e\)-এর মান নির্ণয় করা যায়।
\(9.\) অধিবৃত্তের সমীকরণ থেকে উপকেন্দ্রের স্থানাঙ্ক ও নিয়ামকের সমীকরণ।
The co-ordinates of focus and the equation of directrix from the equation of Hyperbola
মনে করি,hyperbola
অধিবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1\)
এবং
\(b^2=a^2(e^2-1)\) ➜ এখানে \(e\) উৎকেন্দ্রিকতা।
আবার,
উপবৃত্তের উপকেন্দ্র \(S\) ও \(\acute S\) এবং নিয়ামক রেখা \(MZ\) ও \(\acute M\acute Z\)।
\(Z\acute Z\) রেখা \(S\) এবং \(\acute S\) বিন্দুগামী। \(Z\acute Z\) রেখা নিয়ামকদ্বয়ের উপর লম্ব।
\(SZ\)-এর উপর \(A\) এমন একটি বিন্দু নেওয়া হল যেন \(SA=eAZ ........(1)\)
আবার,
\(SZ\)-এর বর্দ্ধিতাংশের উপর \(\acute A\) এমন একটি বিন্দু নেওয়া হল যেন \(S\acute A=e\acute AZ\)
ধরি,
\(A\acute A=2a\) এবং \(C\) হল \(A\acute A\)-এর মধ্যবিন্দু। \(C\)-কে কেন্দ্র বিন্দু বলা হয় যার স্থানাঙ্ক \(C(0, 0)\)।
\((1)\) ও \((2)\) যোগ করে পাই
\(SA+S\acute A=eAZ+e\acute AZ\)
\(\Rightarrow A\acute A=e(AZ+\acute AZ)\)
\(\Rightarrow 2a=e(AZ+A\acute A+AZ)\) ➜ \(\because \acute AZ=A\acute A+AZ\)
\(\Rightarrow 2a=e(A\acute A+2AZ)\)
\(\Rightarrow 2a=e(2a+2AZ)\)
\(\Rightarrow 2a=2e(a+AZ)\)
\(\Rightarrow a=e(a+AZ)\)
\(\Rightarrow a=eCZ\) ➜ \(\because CZ=CA+AZ=a+AZ\)
\(\Rightarrow eCZ=a\)
\(\therefore CZ=\frac{a}{e} ......(3)\)
আবার,
\(CS=CA-AS\)
\(\Rightarrow CS=CA-eAZ\) ➜ \(\because AS=eAZ\)
\(\Rightarrow CS=CA-e(CZ-CA)\)
\(\Rightarrow CS=a-e\left(\frac{a}{e}-a\right)\)
\(\Rightarrow CS=a-a+ae\)
\(\therefore CS=ae .........(4)\)
\(C\) বিন্দুকে মূলবিন্দু ধরে \(CX\)-কে \(x\) অক্ষ এবং \(CY\)-কে \(y\) অক্ষ বিবেচনা করি। যেহেতু \(S\) বিন্দু \(x\) অক্ষের উপর অবস্থিত ।
অতএব, \(S\)-এর স্থানাঙ্ক \((ae, 0)\) এখানে \(S\)-কে উপকেন্দ্র বলে। যেহেতু উপকেন্দ্র \(S\) ও \(\acute S\) সুতরাং এদের স্থানাঙ্ক লেখা হয় \((\pm ae, 0)\)।
এবং নিয়ামক রেখা \(\acute M\acute Z\)-এর সমীকরণ \(x=CZ=\frac{a}{e}\)
\(\therefore x=\frac{a}{e}\)
অনুরূপভাবে, নিয়ামক রেখা \(MZ\)-এর সমীকরণ \(x=-\frac{a}{e}\)
সুতরাং উপবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ \(x=\pm \frac{a}{e}\)
\(10.\) উপকেন্দ্র ও নিয়ামকের সমীকরণ থেকে অধিবৃত্তের সমীকরণ নির্ণয়।
Determination of the equation of Hyperbola from focus and equation of directrix.
ধরি,hyperbola
অধিবৃত্তের উপকেন্দ্র \(S(\alpha, \beta)\), নিয়ামকরেখার সমীকরণ, \(ax+by+c=0\) এবং উৎকেন্দ্রিকতা \(e; (e>1)\)।
অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু \(P(x, y)\) । \(P\) বিন্দু থেকে নিয়ামকরেখার উপর \(PM\) লম্ব আঁকি এবং \(S, p\) যোগ করি।
এখন,
\(P(x, y)\) ও \(S(\alpha, \beta)\) বিন্দুদ্বয়ের দূরত্ব \(PS=\sqrt{(x-\alpha)^2+(y-\beta)^2}\)
এবং \(P(x, y)\) হতে নিয়ামকরেখার লম্ব দূরত্ব \(PM=\frac{ax+by+c}{\sqrt{a^2+b^2}}\)
অধিবৃত্তের সংজ্ঞানুসারে, \(PS=e.PM\)
\(\Rightarrow \sqrt{(x-\alpha)^2+(y-\beta)^2}=e.\frac{ax+by+c}{\sqrt{a^2+b^2}}\)
\(\Rightarrow (x-\alpha)^2+(y-\beta)^2=e^2.\frac{(ax+by+c)^2}{a^2+b^2}\) ➜ উভয় পার্শে বর্গ করে।
\(\therefore (a^2+b^2)\{(x-\alpha)^2+(y-\beta)^2\}=e^2(ax+by+c)^2\)
ইহাই নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ।
\(11.\) অধিবৃত্তের সমীকরণ থেকে উপকেন্দ্রিক লম্ব ও এর দৈর্ঘ্য।
Latus rectum and it's length.
অধিবৃত্তের যে কোনো উপকেন্দ্রের মধ্য দিয়ে অঙ্কিত আড় অক্ষের উপর লম্ব রেখার অধিবৃত্তের অন্তর্গত অংশই উপকেন্দ্রিক লম্ব। যদি \(L\acute L\) উপকেন্দ্রিক লম্ব হয়, তবে \(SL=S\acute L\) এবং \(\acute L\)-এর স্থানাঙ্ক \((-ae, SL)\) ।hyperbola
\(\acute L(-ae, SL)\) বিন্দুটি উপবৃত্তের আদর্শ সমীকরণ \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1\)-এর উপর অবস্থিত।
\(\Rightarrow \frac{(-ae)^2}{a^2}-\frac{SL^2}{b^2}=1 \)
\(\Rightarrow \frac{a^2e^2}{a^2}-\frac{SL^2}{b^2}=1 \)
\(\Rightarrow e^2-\frac{SL^2}{b^2}=1 \)
\(\Rightarrow e^2-1=\frac{SL^2}{b^2} \)
\(\Rightarrow \frac{SL^2}{b^2}=e^2-1 \)
\(\Rightarrow SL^2=b^2(e^2-1) \)
\(\Rightarrow SL^2=b^2\times \frac{b^2}{a^2} \) ➜ \(\because e^2-1=\frac{b^2}{a^2}\)
\(\Rightarrow SL^2=\frac{b^4}{a^2} \)
\(\therefore SL=\frac{b^2}{a} \)
\(\therefore L\acute L=2SL=\frac{2b^2}{a} \)
\(12.\) কোনো নির্দিষ্ট বিন্দুতে অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক।
Parametric coordinates of Hyperbola at fixed point.
ধরি,hyperbola
অধিবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1........(1)\)
এবং অধিবৃত্তের উপরিস্থিত একটি বিন্দু \(P(x, y)\)
অধিবৃত্তের আড় অক্ষকে ব্যাস ধরে সহায়ক বৃত্ত অঙ্কন করি, যার সমীকরণ \(x^2+y^2=a^2 .......(2)\)
\(P(x, y)\) বিন্দু থেকে আড় অক্ষের উপর \(PN\) লম্ব অঙ্কন করি। \(N\) থেকে সহায়ক বৃত্তে \(NQ\) স্পর্শক আঁকি এবং \(C\) ও \(Q\) যোগ করি।
মনে করি,
\(\angle QCN=\theta\), এখানে \(\theta\)-কে উপকেন্দ্র কোণ বলা হয়। \(C(0, 0)\) অধিবৃত্তের কেন্দ্র।
\(\therefore \angle QCN=90^{o}\)
\(P\) বিন্দুর স্থানাঙ্ক \((x, y)\) হওয়ায়, \(CN=x\) এবং \(PN=y\)
এখন, \(CQN\) সমকোণী ত্রিভুজ থেকে পাই,
\(\cos \theta=\frac{CQ}{CN}\)
\(\Rightarrow \frac{1}{\cos \theta}=\frac{CN}{CQ}\)
\(\Rightarrow \sec \theta=\frac{CN}{CQ}\)
\(\Rightarrow CN=CQ\sec \theta\)
\(\therefore x=a\sec\theta ........(3)\) ➜ \(\because CQ=a=\)বৃত্তের ব্যাসার্ধ।
\(x=a\sec\theta\)-এর এই মান \((1)\)-এ বসিয়ে,
\(\frac{(a\sec\theta)^2}{a^2}-\frac{y^2}{b^2}=1\)
\(\Rightarrow \frac{a^2\sec^2\theta}{a^2}-\frac{y^2}{b^2}=1\)
\(\Rightarrow \sec^2\theta-\frac{y^2}{b^2}=1\)
\(\Rightarrow \sec^2\theta-1=\frac{y^2}{b^2}\)
\(\Rightarrow \frac{y^2}{b^2}=1+\sec^2\theta\)
\(\Rightarrow \frac{y^2}{b^2}=\tan^2\theta\)
\(\Rightarrow y^2=b^2\tan^2\theta\)
\(\therefore y=b\tan\theta ......(4)\)
সুতরাং, \(P(a\sec\theta, b\tan\theta)\)
\(\theta\)-এর যে কোনো মানের জন্য \(P(a\sec\theta, b\tan\theta)\) বিন্দুটি অধিবৃত্তের উপর অবস্থিত, যাকে অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক বলা হয় এবং \(\theta\)-কে পরামিতি (parameter) বলা হয়।
আবার,
\((4)\) হতে যথাক্রমে,
\(b\tan\theta=y\)
\(\Rightarrow \tan\theta=\frac{y}{b}\)
\(\Rightarrow \theta=\tan^{-1}\left(\frac{y}{b}\right)\)
\(\therefore \theta=\tan^{-1}\left(\frac{y}{b}\right)\)
\(\theta \)-এর এই মাণ নির্ণয়ের সময় বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত তা লক্ষনীয়।
\(x=a\sec\theta\) এবং \(y=b\tan\theta\)-কে একত্রে \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1\) অধিবৃত্তের পরামিতিক সমীকরণ বলে।
\(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1 \) অধিবৃত্তের উপর \(P(x, y)\) বিন্দুর পরামিতিক স্থানাংক \(P(a\sec\theta, b\tan\theta)\), যেখানে \(\theta=\tan^{-1}\left(\frac{y}{b}\right)\)।
\(\frac{y^2}{b^2}-\frac{x^2}{a^2}=1 \) অধিবৃত্তের উপর \(P(x, y)\) বিন্দুর পরামিতিক স্থানাংক \(P(a\tan\theta, b\sec\theta)\), যেখানে \(\theta=\tan^{-1}\left(\frac{x}{a}\right)\)।
\(13.\) অধিবৃত্তের অসীমতটের অবস্থান নির্ণয়।
Determination of the position of asymptotes of Hyperbola.
অসীমতটঃ একটি সরলরেখা কোনো বক্ররেখার সহিত অসীম দূরে অবস্থিত দুইটি সমাপতিত বিন্দুতে ছেদ করলে, ঐ সরলরেখা নিজে সম্পুর্ণ অসীমে অবস্থিত নয়, তবে ঐ সরলরেখাকে বক্ররেখাটির অসীমতট বলে।
অধিবৃত্তের অসীমতটঃ কোনো রেখাকে বর্ধিত করলে যদি অধিবৃত্তকে অসীমে ছেদ করে কিন্তু রেখা নিজে অসীমে অবস্থিত নয় তবে ঐ রেখাকে অধিবৃত্তের অসীমতট বলা হয়। অধিবৃত্তের সমীকরণের ডান পক্ষে \(1\)-এর পরিবর্তে \(0\) প্রতিস্থাপন করলে এর দইটি অসীমতট পাওয়া যায়।
ধরি,hyperbola
অধিবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1........(1)\)
এবং সরলরেখার সমীকরণ, \(y=mx+c ....(2)\)
\((2)\) হতে \(y\)-এর মাণ \((1)\)-এ বসিয়ে,
\(\frac{x^2}{a^2}-\frac{(mx+c)^2}{b^2}=1\)
\(\Rightarrow \frac{b^2x^2-a^2(mx+c)^2}{a^2b^2}=1\)
\(\Rightarrow b^2x^2-a^2(mx+c)^2=a^2b^2\)
\(\Rightarrow b^2x^2-a^2(m^2x^2+2mcx+c^2)=a^2b^2\)
\(\Rightarrow b^2x^2-a^2m^2x^2-2a^2mcx-a^2c^2=a^2b^2\)
\(\Rightarrow x^2(b^2-a^2m^2)-2a^2mcx-a^2c^2-a^2b^2=0\)
\(\therefore x^2(b^2-a^2m^2)-2a^2mcx-a^2(c^2+b^2)=0 ....(3)\)
\((1)\) নং অধিবৃত্তকে \((2)\) নং সরলরেখা অসীমে ছেদ করলে সেক্ষেত্রে \((3)\) নং দ্বিঘাত সমীকরনের \(x^2\) ও \(x\)-এর সহগ শুন্য হবে। অর্থাৎ \((3)\) নং দ্বিঘাত সমীকরনের উভয় মূলই অসীম হবে।
\(\therefore b^2-a^2m^2=0; -2a^2mc=0\)
\(\Rightarrow -a^2m^2=-b^2; c=0; -2a^2m\ne 0\)
\(\Rightarrow m^2=\frac{b^2}{a^2}; c=0\)
\(\therefore m=\pm \frac{b}{a}; c=0\)
\(m\) ও \(c\)-এর মাণ \((2)\) -এ বসিয়ে,
\(y=\pm \frac{b}{a}x+0 \)
\(\therefore y=\pm \frac{b}{a}x \)
ইহাই নির্ণেয় অসীমতটের সমীকরণ।
\(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1\) অধিবৃত্তের অসীমতট রেখার সমীকরণঃ \( y=\pm \frac{b}{a}x\)
\(\frac{y^2}{b^2}-\frac{x^2}{a^2}=1\) অধিবৃত্তের অসীমতট রেখার সমীকরণঃ \( y=\pm \frac{b}{a}x\)
\(\frac{(x-h)^2}{a^2}-\frac{(y-k)^2}{b^2}=1\) অধিবৃত্তের অসীমতট রেখার সমীকরণঃ \( y-k=\pm \frac{b}{a}(x-h)\)
\(\frac{(y-k)^2}{b^2}-\frac{(x-h)^2}{a^2}=1\) অধিবৃত্তের অসীমতট রেখার সমীকরণঃ \( y-k=\pm \frac{b}{a}(x-h)\)
\(14.\) অধিবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1\)-এর লেখচিত্র ।
hyperbola
অধিবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1\) থেকে দেখা যাচ্ছে যে, যখন \(y=0; x=\pm a\) অতএব অধিবৃত্ত \(X\) অক্ষকে \(A(a, 0)\) এবং \(\acute{A}(-a, 0)\) বিন্দু দইটিতে ছেদ করে। \(A\) ও \(\acute{A}\) বিন্দু দুইটি অধিবৃত্তের শীর্ষবিন্দু এবং \(A\acute{A}\) অধিবৃত্তের আড় অক্ষ।
অধিবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1\) এ যখন \(x=0; y^2=-b^2\) এ ক্ষেত্রে \(y\)-এর কোনো বাস্তব মাণ পাওয়া যায় না। \(Y\) অক্ষের উপর \(B(0, b)\) এবং \(\acute{B}(0, -b)\) বিন্দু দুইটি নেই। উল্লেখ্য যে, \(B\acute{B}\) অধিবৃত্তের অনুবন্ধী অক্ষ।
অধিবৃত্তের সমীকরণ \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1\) থেকে পাই, \(\frac{x^2}{a^2}=1+\frac{y^2}{b^2}\geq 1\)
অতএব, \(|x|\leq a\) অর্থাৎ \(x\leq +a\) এবং \(x\geq -a\) সুতরাং \(x=a\) এবং \(x=-a\) রেখা দুইটির মধ্যে লেখের কোনো বিন্দু নেই। প্রত্যেক অধিবৃত্তের তাই দুইটি শাখা রয়েছে। যদি \((x, y)\) লেখের উপর কোনো বিন্দু হয় তবে \((-x, y)\) বিন্দুটিও লেখের উপর অবস্থিত। অর্থাৎ, লেখটি \(Y\) অক্ষের সাপেক্ষে প্রতিসম। অনুরূপভাবে এটি দেখানো যায় যে, লেখটি \(X\) অক্ষের সাপেক্ষেও প্রতিসম। \(x\) এর মাণ বৃদ্ধির সাথে সাথে \(y\) এর মাণ অসীম পর্যন্ত বৃদ্ধি পায়। অতএব, অধিবৃত্ত দুইদিকে অসীমে বিস্তৃত হয়।
সাধারণ দ্বিঘাত সমীকরণঃ
\(a, \ h\) ও \(b\) এর প্রত্যেকটির মাণ শূন্য না হলে \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) সমীকরণটিকে সাধারণ দ্বিঘাত সমীকরণ বলা হয়। এই সাধারণ দ্বিঘাত সমীকরণটি ভিন্ন ভিন্ন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যুগল সরলরেখা, বৃত্ত ও কণিক সূচিত করে।
কনিকের সাধারণ সমীকরণ হতে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এবং যুগল সরলরেখা শনাক্তকরণ।
কনিকের সাধারণ সমীকরণ \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\)
এখানে, \(\Delta \equiv abc+2fgh-af^2-bg^2-ch^2\)
  • \(\Delta\ne{0},\) \(a=b\) এবং \(h=0\) হলে, কনিকটি একটি বৃত্ত নির্দেশ করবে।
  • \(\Delta\ne{0}, \ ab-h^2=0\) এবং \(a+b\ne{0}\) হলে, কনিকটি একটি পরাবৃত্ত নির্দেশ করবে।
  • \(\Delta\ne{0}, \ ab-h^2\gt{0}\) এবং \(a+b\ne{0}\) হলে, কনিকটি একটি উপবৃত্ত নির্দেশ করবে।
  • \(\Delta\ne{0}, \ ab-h^2\lt{0}\) এবং \(a+b\ne{0}\) হলে, কনিকটি একটি অধিবৃত্ত নির্দেশ করবে।
  • \(\Delta\ne{0}, \ ab-h^2\lt{0}\) এবং \(a+b=0\) হলে, কনিকটি একটি আয়াতাকার অধিবৃত্ত নির্দেশ করবে।
  • \(\Delta=0\) হলে, কনিকটি একজোড়া সরলরেখা নির্দেশ করবে।
সাধারণ দ্বিঘাত সমীকরণ সম্পর্কিত উপপাদ্যঃ
\(1.\) প্রমাণ কর যে, একটি কণিকের সমীকরণ সর্বদাই একটি দ্বিঘাত সমীকরণ কিন্তু বিপরীতক্রমে এটি সর্বদা সত্য নয়।
জাতীঃসঃ ২০১২, ২০১৬
\(2.\) কোনো কণিকের উৎকেন্দ্রতা \(e\) উপকেন্দ্র \(S(\alpha, \beta)\) এবং নিয়ামক রেখার সমীকরণ \(lx+my+n=0\) হলে কণিকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ\((l^2+m^2-e^2l^2)x^2-2lme^2xy+(l^2+m^2-e^2m^2)y^2-2\{\alpha(l^2+m^2)+e^2ln\}x-\)\(2\{\beta(l^2+m^2)+e^2mn\}y+(l^2+m^2)(\alpha^2+\beta^2)-e^2n^2=0\)
\(3.\) যে শর্তে সাধারণ দ্বিঘাত সমীকরণ কণিক প্রকাশ করে তা নির্ণয় কর।
\(4.\) \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) কণিকের কেন্দ্রঃ
\(\left(\frac{hf-bg}{ab-h^2}, \frac{gh-af}{ab-h^2}\right)\)
\(5.\) \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) কেন্দ্রিক কণিকের প্রমাণ আকারঃ
\(a^{\prime}x^2+b^{\prime}y^2+\frac{\Delta}{ab-h^2}=0\)
\(6.\) \(Ax^2+2Hxy+By^2=1\) কণিকের ক্ষেত্রেঃ
যদি কণিকের অর্ধাক্ষের দৈর্ঘ্য \(r\) হয় তবে, \((AB-H^2)r^4-(A+B)r^2+1=0\)
\(r_{1}\) এবং \(r_{2}\) উভয়ে ধনাত্মক হলে কণিকটি উপবৃত্ত হবে সেক্ষেত্রেঃ
বৃহৎ অক্ষের দৈর্ঘ্য \(=2r_{1}, \ \ r_{1}>r_{2}\)area4

ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য \(=2r_{2}, \ \ r_{1}>r_{2}\)

\(r_{1}\) এবং \(r_{2}\) এর একটি ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক হলে কণিকটি অধিবৃত্ত হবে সেক্ষেত্রেঃ
আড় অক্ষের দৈর্ঘ্য \(=2r_{1}\)

অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য \(=2\sqrt{|r_{2}^2|}\)

উভয় ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(=\left|\frac{2r_{2}^2}{r_{1}}\right|\)

উভয় ক্ষেত্রে বিকেন্দ্রিকতা \(e=\sqrt{1-\frac{r_{2}^2}{r_{1}^2}}, \ \ r_{1}>r_{2}\)
বৃহৎ অক্ষের সমীকরণ \(\left(A-\frac{1}{r_{1}^2}\right)x+Hy=0\)
ক্ষুদ্রাক্ষের সমীকরণ \(\left(A-\frac{1}{r_{2}^2}\right)x+Hy=0\)
শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক \(A(\alpha+r_{1}\cos{\theta}, \beta+r_{1}\sin{\theta})\) এবং \(A^{\prime}(\alpha-r_{1}\cos{\theta}, \beta-r_{1}\sin{\theta})\)
যেখানে, কেন্দ্র \(C(\alpha, \beta)\)
ফোকাসদ্বয়ের স্থানাঙ্ক \(S(\alpha+r_{1}e\cos{\theta}, \beta+r_{1}e\sin{\theta})\) এবং \(S^{\prime}(\alpha-r_{1}e\cos{\theta}, \beta-r_{1}e\sin{\theta})\)
যেখানে, কেন্দ্র \(C(\alpha, \beta)\)
নিয়ামকদ্বয়ের পাদবিন্দুর স্থানাঙ্ক
\(Z\left(\alpha+\frac{r_{1}}{e}\cos{\theta}, \beta+\frac{r_{1}}{e}\sin{\theta}\right)\) এবং \(Z^{\prime}\left(\alpha-\frac{r_{1}}{e}\cos{\theta}, \beta-\frac{r_{1}}{e}\sin{\theta}\right)\)
যেখানে, কেন্দ্র \(C(\alpha, \beta)\)
\(7.\) \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) কেন্দ্রবিহীন কণিকের প্রমাণ আকারঃ
\(y^2=4a^{\prime}x\)
যেখানে, \(a^{\prime}=\frac{\sqrt{(k\sqrt{a}-g)^2+(k\sqrt{b}-f)^2}}{2(a+b)}\)
এবং \(k=\frac{g\sqrt{a}+f\sqrt{b}}{a+b}\)
\(8.\) \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) কণিকের উপরস্থ \((x_{1}, y_{1})\) বিন্দুতে এর স্পর্শকের সমীকরণঃ
\(axx_{1}+h(xy_{1}+x_{1}y)+byy_{1}+g(x+x_{1})+f(y+y_{1})+c=0\)
\(9.\) \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) কণিকের উপরস্থ \((x_{1}, y_{1})\) বিন্দুতে এর অভিলম্বের সমীকরণঃ
\(\frac{x-x_{1}}{ax_{1}+hy_{1}+g}=\frac{y-y_{1}}{hx_{1}+by_{1}+f}\)
স্পর্শ জ্যঃ কোনো কণিকের বহিঃস্থ একটি বিন্দু \(P(x_{1}, y_{1})\) হতে উহার উপর দুইটি স্পর্শক অঙ্কন করা যায়। স্পর্শক দুইটির স্পর্শবিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাকে স্পর্শ জ্যা বলা হয়।
hyperbola
মনে করি,
স্পর্শকদ্বয় \(PT\) এবং \(PT^{\prime}\) যারা প্রদত্ত কণিককে \(T\) ও \(T^{\prime}\) বিন্দুতে স্পর্শ করে। স্পর্শ বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা \(TT^{\prime}\) কে \(P\) হতে কণিকের উপর অঙ্কিত স্পর্শকের স্পর্শ জ্যা বলা হয়।
\(10.\) \((x_{1}, y_{1})\) বিন্দু হতে \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) কণিকে অঙ্কিত স্পর্শক যুগলের সমীকরণঃ
\(T^2=SS_{1}\)
যেখানে, \(S=ax^2+2hxy+by^2+2gx+2fy+c\)
\(S_{1}=ax_{1}^2+2hx_{1}y_{1}+by_{1}^2+2gx_{1}+2fy_{1}+c=0\)
\(T=axx_{1}+h(xy_{1}+x_{1}y)+byy_{1}+g(x+x_{1})+f(y+y_{1})+c\)
\(11.\) কণিকের উপরে অবস্থিত নয় এরূপ কোনো বিন্দু হতে কণিকে কেবলমাত্র দুইটি স্পর্শক অঙ্কন করা যায়।
\(12.\) \((x_{1}, y_{1})\) বিন্দু হতে \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) কণিকের স্পর্শ জ্যা এর সমীকরণঃ
\(axx_{1}+h(xy_{1}+x_{1}y)+byy_{1}+g(x+x_{1})+f(y+y_{1})+c=0\)
\(13.\) \(lx+my+n=0\) সরলরেখাটি \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) কণিকের একটি স্পর্শক হওয়ার শর্তঃ
\(\left|\begin{array}{c}a & h & g & l\\ h & b & f & m\\ g & f & c & n\\ l & m & n & 0\end{array}\right|=0\)
\(14.\) একটি কণিকের কোনো জ্যা এর মধ্যবিন্দু জানা থাকলে এর সমীকরণঃ
\(T=S_{1}\).
যেখানে, \(T=axx_{1}+h(xy_{1}+x_{1}y)+byy_{1}+g(x+x_{1})+f(y+y_{1})+c\)
\(S_{1}=ax_{1}^2+2hx_{1}y_{1}+by_{1}^2+2gx_{1}+2fy_{1}+c=0\)
পোল ও পোলারঃ একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কোনো কণিকের যে সব জ্যা অতিক্রম করে তাদের প্রান্তবিন্দুতে অঙ্কিত যুগল স্পর্শকগুলোর ছেদবিন্দুর সঞ্চারপথকে কণিকটির প্রেক্ষিতে ঐ বিন্দুর পোলার বলা হয়। প্রদত্ত বিন্দুটিকে এই পোলারের পোল বলে।
hyperbola
\(15.\) \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) কণিক সাপেক্ষে \((x_{1}, y_{1})\) বিন্দুর পোলারের সমীকরণঃ
\(axx_{1}+h(xy_{1}+x_{1}y)+byy_{1}+g(x+x_{1})+f(y+y_{1})+c=0\)
দ্রষ্টব্যঃ কণিকের পোলার ও স্পর্শকের সমীকরণের আকার একই হলেও ইহারা মূলত ভিন্ন। স্পর্শকের জন্য \((x_{1}, y_{1})\) বিন্দুটি অবশ্যই কণিকের উপর অবস্থিত কিন্তু পোলার রেখার জন্য \((x_{1}, y_{1})\) বিন্দুটি কণিকের উপর হতে হবে এমন নয়, কণিকের বাইরে এবং ভিতরে অবস্থান করতে পারে। তবে বিন্দুটি কণিকের উপর অবস্থিত হলে স্পর্শক ও পোলার সমপতিত হয়।
\(16.\) \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) কণিক সাপেক্ষে কোনো সরলরেখার পোল নির্ণয় কর।
ব্যাসঃ একটি কণিকের একশ্রেণী সমান্তরাল জ্যা-এর মধ্যবিন্দুসমূহের সঞ্চার পথকে কণিকের একটি ব্যাস বলে।
অনুবন্ধী ব্যাসঃ একটি কণিকের দুইটি ব্যাস যদি এরূপ হয় যে ওদের প্রত্যেকে অপরের সমান্তরাল জ্যাসমূহকে সমদ্বিখণ্ডিত করে তবে তাদেরকে ঐ কণিকের অনুবন্ধী ব্যাস বলে।
অনুবন্ধী রেখাঃ দুইটি সরলরেখা যদি এরূপ হয় যে প্রত্যেকের পোল অপরের ওপর থাকে তবে তাদেরকে অনুবন্ধী রেখা বলে।
\(17.\) \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) কণিকের ব্যাসের সমীকরণঃ
\(ax+hy+g+m(hx_{1}+by_{1}+f)=0\).
এবং এটি কণিকের কেন্দ্রগামী
\(18.\) \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) কণিকের দুইটি ব্যাস যথাক্রমে \(y=m_{1}x+c_{1}\) ও \(y=m_{2}x+c_{2}\) পরস্পর অনুবন্ধী হওয়ার শর্তঃ
\(a+h(m_{1}+m_{2})+bm_{1}m_{2}=0\).
\(19.\) \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) কণিকে সাপেক্ষে \(P(x_{1}, y_{1})\) বিন্দুর পোলার যদি \(Q(x_{2}, y_{2})\) বিন্দুগামী হয়, তবে \(Q(x_{2}, y_{2})\) বিন্দুর পোলারও \(P(x_{1}, y_{1})\) বিন্দুগামী হবে।
\(20.\) \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) কণিকে সাপেক্ষে \(l_{1}x+m_{1}y+n_{1}=0\) ও \(l_{2}x+m_{2}y+n_{2}=0\) সরলরেখাদ্বয়ের পরস্পর অনুবন্ধী হওয়ার শর্তঃ
\(\left|\begin{array}{c}a & h & g & l_{1}\\ h & b & f & m_{1}\\ g & f & c & n_{1}\\ l_{2} & m_{2} & n_{2} & 0\end{array}\right|=0\)
নির্দেশক (নিয়ত) বৃত্তঃ কোনো কণিকের পরস্পর লম্ব দুইটি স্পর্শকের ছেদবিন্দুর সঞ্চার পথকে কণিকটির নির্দেশক (নিয়ত) বৃত্ত বলা হয়। এটিকে চালক বৃত্ত ও বলা হয়ে থাকে।
\(21.\) \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) কণিকের নির্দেশক (নিয়ত) বৃত্ত বা চালক বৃত্তের সমীকরণঃ
\((ab-h^2)(x^2+y^2)+2(bg-hf)x+2(af-hg)y+(a+b)c-g^2-f^2=0\)

পরাবৃত্তে উপকেন্দ্রের অবস্থানঃ
দ্রষ্টব্যঃ চালক বৃত্তের সমীকরণ \((ab-h^2)(x^2+y^2)+2(bg-hf)x+2(af-hg)y+(a+b)c-g^2-f^2=0\) কে নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়ঃ \((ab-h^2)(x^2+y^2)-2(hf-bg)x-2(hg-af)y+(bc-f^2)+(ca-g^2)=0\)
\(\therefore C(x^2+y^2)-2Gx-2Fy+A+B=0 .........(1)\)
যেখানে, \(A, \ B, \ C, \ F, \ G \) হলো
\(\Delta=\left|\begin{array}{c}a & h & g\\ h & b & f\\ g & f & c \end{array}\right|\) নির্ণায়কের যথাক্রমে
\(a, \ b, \ c, \ f, \ g \) এর সহগূণক।
অর্থাৎ, \(A=bc-f^2, \ B=ca-g^2, \ C=ab-h^2, \ F=gh-af, \ G=hf-bg \)
এখন, \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) কণিকটি যদি একটি পরাবৃত্ত নির্দেশ করে তবে,
\(C=ab-h^2=0\) হয়।
ফলে, \((1)\) নং সমীকরণটি দাঁড়ায়
\(-2Gx-2Fy+A+B=0\)
\(\therefore 2Gx+2Fy-(A+B)=0\)
যা, পরাবৃত্তটির নিয়ামক নির্দেশ করে।
আবার, পরাবৃত্তটির ফোকাস \(S(x_{1}, y_{1})\)
\(\frac{ax_{1}+hy_{1}+g}{2G}=\frac{hx_{1}+by_{1}+f}{2F}=\frac{gx_{1}+fy_{1}+c}{-(A+B)}\)
এর উপর অবস্থান করে।
কেন্দ্রীয় কণিকে উপকেন্দ্রের অবস্থানঃ
\(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) একটি কেন্দ্রীয় কনিক যার ফোকাস \(S(x_{1}, y_{1})\)
এই ক্ষেত্রে ফোকাস \(S(x_{1}, y_{1})\)
\(\frac{(ax_{1}+hy_{1}+g)^2-(hx_{1}+by_{1}+f)^2}{a-b}=\frac{(ax_{1}+hy_{1}+g)(hx_{1}+by_{1}+f)}{h}=ax_{1}^2+2hx_{1}y_{1}+by_{1}^2+2gx_{1}+2fy_{1}+c\)
এর উপর অবস্থান করে।
অসীমতটঃ যদি কোনো সরলরেখা একটি অধিবৃত্তের অসীমে অবস্থিত একটি বিন্দুতে মিলিত হয় কিন্তু সরলরেখাটি সম্পূর্ণ অসীমে অবস্থান করে না, তবে এরূপ সরলরেখাকে অধিবৃত্তের অসীমতট বলা হয়।
\(22.\) \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) অধিবৃত্তে অসীমতটের সমীকরণঃ
\(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=\frac{\Delta}{ab-h^2}\) অথবা, \(ax^2+2hxy+by^2+2gx+2fy-g\alpha-f\beta=0\)
অথবা, \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c+k=0\)
যেখানে, অধিবৃত্তের কেন্দ্র \(C(\alpha, \beta)\)
দ্রষ্টব্যঃ \(l_{1}x+m_{1}y+n_{1}=0\) ও \(l_{2}x+m_{2}y+n_{2}=0\) অসীমতট বিশিষ্ট অধিবৃত্তের সমীকরণঃ
\((l_{1}x+m_{1}y+n_{1})(l_{2}x+m_{2}y+n_{2})+k=0\)
এখানে, \(k\) যে কোনো বাস্তব সংখ্যা।
দ্রষ্টব্যঃ উপবৃত্ত অসীম পদ পর্যন্ত বিস্তৃত নয় তাই ইহার অসীমতট নেই। পরাবৃত্তের অসীমতট অসীমে অবস্থান করে সুতরাং ইহার বাস্তব অসীমতট নেই। শুধুমাত্র অধিবৃত্তের অসীমতট বাস্তবে নির্ণয় করা যায়।
কণিক শ্রেণীঃ যদি \(S=0\) ও \(S^{\prime}\) দুইটি কণিকের সমীকরণ হয় তবে ধ্রুবক \(\lambda\) এর যেকোনো মানের জন্য \(S+\lambda{S^{\prime}}=0\) সমীকরণটি একটি কণিক নির্দেশ করবে।
\(S=0\) এবং \(S^{\prime}\) এর উভয়কে সিদ্ধ করে এরূপ প্রতিটি বিন্দুই \(S+\lambda{S^{\prime}}=0\) সমীকরণকে সিদ্ধ করবে। কাজেই \(\lambda\) এর যেকোনো মানের জন্য \(S+\lambda{S^{\prime}}=0\) সমীকরণটি \(S=0\) ও \(S^{\prime}\) কণিক দুইটির ছেদবিন্দুগামী একটি কণিক নির্দেশ করে। \(\lambda\) এর বিভিন্ন মানের জন্য এটা বিভিন্ন কণিক নির্দেশ করে।
\(\therefore S=0\) ও \(S^{\prime}\) এর দ্বারা নির্ণীত কণিক শ্রেণীর সমীকরণ,
\(S+\lambda{S^{\prime}}=0\)
সম-উপকেন্দ্রিক কণিক শ্রেণীঃ দুইটি কণিকের উপকেন্দ্র অভিন্ন হলে এদেরকে সম-উপকেন্দ্রিক কণিক বলা হয়। যেহেতু উপকেন্দ্রসমূহ অক্ষ রেখার উপর থাকে, সুতরাং দুইটি সম-উপকেন্দ্রিক কণিকের অক্ষদ্বয়ও অভিন্ন হবে।
\(23.\) দুইটি সমউপকেন্দ্রিক কনিক পরস্পরকে সমকোণে ছেদ করে।
দ্রষ্টব্যঃ দুইটি সমউপকেন্দ্রিক কণিকের অভিন্ন কেন্দ্র ও অক্ষ থাকে।
\(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1 .........(1), \ (a>b)\)proofg
\((1)\) নং উপবৃত্তের ফোকাস দুইটি \((\pm{ae}, 0)\)
\(\Rightarrow \left(\pm{a\times{\frac{\sqrt{a^2-b^2}}{a}}}, 0\right)\)
\(\therefore (\pm{\sqrt{a^2-b^2}}, 0)\) ➜ \(\because e=\frac{\sqrt{a^2-b^2}}{a}\)

এখন ধ্রুবক \(k\) এর যেকোনো মানের জন্য
\(\frac{x^2}{a^2+k}+\frac{y^2}{b^2+k}=1 .........(2)\)
\((2)\) নং সমীকরণ দ্বারা নির্দেশিত উপবৃত্তের ফোকাস দুইটি
\((\pm{\sqrt{(a^2+k)-(b^2+k)}}, 0)\)
\(\Rightarrow (\pm{\sqrt{a^2+k-b^2-k}}, 0)\)
\(\therefore (\pm{\sqrt{a^2-b^2}}, 0)\)
যারা \((1)\) নং উপবৃত্তের ফোকাস দুইটির অনুরূপ।
কাজেই \((2)\) নং উপবৃত্তটি \((1)\) নং উপবৃত্তের সাথে সমউপকেন্দ্রিক কনিক শ্রেণী প্রকাশ করে।
যদি \(k>0\) এবং \(k\) এর মাণ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে তবে, \(a^2+k\) ও \(b^2+k\) উভয়ে বৃদ্ধি পেতে থাকবে অর্থাৎ \((2)\) নং সমীকরণ দ্বারা প্রকাশিত উপবৃত্তটি ক্রমশ স্ফীত হয়ে গোলাকৃতি হতে থাকবে এবং \(k\) এর মাণ যখন অসীমে পৌঁছাবে তখন এটা একটি অসীম ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে পরিণত হবে।
\(24.\) কোনো কণিকের উপকেন্দ্র পোল হলে কণিকটির পোলার সমীকরণ ও দিকাক্ষের পোলার সমীকরণঃ
কণিকের পোলার সমীকরণঃ \(\frac{l}{r}=1-e\cos{\theta}\)
দিকাক্ষের পোলার সমীকরণঃ \(\frac{l}{r}=e\cos{\theta}\)
\(25.\) কোনো কণিকের অক্ষরেখা আদি রেখার সহিত \(\alpha\) কোণ উৎপন্ন করলে এবং এটির উপকেন্দ্র পোল হলে কণিকটির পোলার সমীকরণ ও দিকাক্ষের পোলার সমীকরণঃ
কণিকের পোলার সমীকরণঃ \(\frac{l}{r}=1-e\cos{(\theta-\alpha)}\)
দিকাক্ষের পোলার সমীকরণঃ \(\frac{l}{r}=e\cos{(\theta-\alpha)}\)
\(26.\) \(\frac{l}{r}=1-e\cos{\theta}\) কণিকের ক্ষেত্রেঃ
জ্যা এর সমীকরণঃ \(\frac{l}{r}=\sec{\frac{\beta-\alpha}{2}}\cos{\left(\theta-\frac{\alpha+\beta}{2}\right)}-e\cos{\theta}\)
যেখানে, \(\alpha\) এবং \(\beta\) জ্যা এর প্রান্ত বিন্দুর ভেক্টর কোণ।
\(\alpha\) বিন্দুতে স্পর্শকের সমীকরণঃ \(\frac{l}{r}=\cos{(\theta-\alpha)}-e\cos{\theta}\)
অনুবন্ধী অধিবৃত্তঃ একটি অধিবৃত্তের আড় অক্ষ ও অনুবন্ধী অক্ষ যথাক্রমে \(x\) ও \(y\) অক্ষ বরাবর বা এদের সমান্তরাল আবার, অপর একটি অধিবৃত্তের আড় অক্ষ ও অনুবন্ধী অক্ষ যথাক্রমে \(y\) ও \(x\) অক্ষ বরাবর বা এদের সমান্তরাল হয় তবে অধিবৃত্তদ্বয় পরস্পরের অনুবন্ধী হবে।
অধিবৃত্তের সমীকরণঃ \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1\)
অনুবন্ধী অধিবৃত্তের সমীকরণঃ \(\frac{y^2}{b^2}-\frac{x^2}{a^2}=1\)
অধিবৃত্তের, এর অসীমতট এবং এর অনুবন্ধী অধিবৃত্তের সমীকরণ এবং এদের মধ্যে সম্পর্ক।
অধিবৃত্তের সমীকরণঃ \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1 ......(1)\)
অসীমতটের সমীকরণঃ \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=0 .......(2)\)
অনুবন্ধী অধিবৃত্তের সমীকরণঃ \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=-1 .......(3)\)
ইহা স্পষ্ট যে \((1)\) ও \((2)\) নং সমীকরণের মধ্যে যে ধ্রুবকের পার্থক্য, \((2)\) ও \((3)\) নং সমীকরণের মধ্যে সেই একই ধ্রুবকের পার্থক্য। মূলবিন্দু স্থানান্তর বা অক্ষদ্বয়কে আবর্তন করলে উপরোক্ত তিনটি সমীকরণের বামপক্ষ একই আকারে রূপান্তরিত হবে এবং ডানপক্ষের ধ্রুবক গুলির এরূপ পরিবর্তন হবে, যাতে এদের সম্পর্ক পূর্বের ন্যায় থাকে। সুতরাং অধিবৃত্তের সমীকরণ যাই হোক না কেন, এর অসীমতটের সমীকরণের সহিত কেবলমাত্র একটি ধ্রুবকের পার্থক্য থাকবে এবং অসীমতটের সমীকরণের সহিত অনুবন্ধী অধিবৃত্তের সমীকরণেরও একই পার্থক্য থাকবে।
দ্রষ্টব্যঃ
অধিবৃত্তের সমীকরণঃ \(ax^2+2hxy+by^2+2gx+2fy+k_{1}=0 ......(1)\)
অসীমতটের সমীকরণঃ \(ax^2+2hxy+by^2+2gx+2fy+k_{2}=0 .......(2)\)
অনুবন্ধী অধিবৃত্তের সমীকরণঃ \(ax^2+2hxy+by^2+2gx+2fy+k_{3}=0 .......(3)\)
\((1)\) ও \((2)\) নং সমীকরণের মধ্যে ধ্রুবকের পার্থক্য \(=k_{1}-k_{2}\)
\((2)\) ও \((3)\) নং সমীকরণের মধ্যে ধ্রুবকের পার্থক্য \(=k_{2}-k_{3}\)
\(\therefore k_{1}-k_{2}=k_{2}-k_{3}\)
\(\Rightarrow k_{1}+k_{3}=2k_{2}\)
\(\therefore 2k_{2}=k_{1}+k_{3}\)
\(k_{1}=2k_{2}-k_{3}\)
\(k_{2}=\frac{1}{2}(k_{1}+k_{3})\)
\(k_{3}=2k_{2}-k_{1}\)
অনুবন্ধী অধিবৃত্তের সমীকরণ, \(2\times\)( অসীমতটের সমীকরণ ) - অধিবৃত্তের সমীকরণ \(=0\)
\(27.\) কেন্দ্রীয় কনিক \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) এর বিকেন্দ্রিকতা \(e\) হলে,
\(e^4+\frac{(a-b)^2+4h^2}{ab-h^2}(e^2-1)=0\)
অধ্যায় \(3\)-এর উদাহরণসমুহ
নিম্নলিখিত কণিক গুলির প্রকৃতি নির্ণয় কর।
উদাহরণ \(1. (a)\) \(3x^2+2xy+3y^2-16x+20=0\)
উত্তরঃ উপবৃত্ত ।

উদাহরণ \(1. (b)\) \(14x^2-4xy+11y^2-44x-58y+71=0\)
উত্তরঃ উপবৃত্ত ।

উদাহরণ \(1. (c)\) \(x^2-8xy+y^2+10x-10y+21=0\)
উত্তরঃ অধিবৃত্ত ।

উদাহরণ \(1. (d)\) \(2x^2+3xy-2y^2-5x+5y=0\)
উত্তরঃ আয়াতাকার অধিবৃত্ত।

উদাহরণ \(1. (e)\) \(9x^2-24xy+16y^2-18x-101y+19=0\)
উত্তরঃ পরাবৃত্ত।

নিম্নলিখিত কণিক গুলির প্রকৃতি ও কেন্দ্র নির্ণয় কর।
উদাহরণ \(2. (a)\) \(x^2+xy+y^2+x+y-1=0\)
উত্তরঃ উপবৃত্ত ; কেন্দ্র \(\left(-\frac{1}{3}, -\frac{1}{3}\right)\)
জাতীঃ বিঃ সঃ ২০১৮।

উদাহরণ \(2. (b)\) \(x^2-4xy-2y^2+10x+4y=0\)
উত্তরঃ অধিবৃত্ত ; কেন্দ্র \((-1, 2) \)

উদাহরণ \(2. (c)\) \(6x^2+5xy-6y^2-4x+7y+11=0\)
উত্তরঃ আয়াতাকার অধিবৃত্ত ; কেন্দ্র \(\left(\frac{1}{13}, \frac{8}{13}\right)\)

উদাহরণ \(2. (d)\) \(3x^2-2xy-y^2+2x+y-1=0\)
উত্তরঃ অধিবৃত্ত ; কেন্দ্র \(\left(-\frac{1}{8}, \frac{5}{8}\right)\)
জাতীঃ বিঃ পাঃ ২০১৭।

নিম্নলিখিত কণিক গুলিকে প্রমাণ আকারে রূপান্তর কর।
উদাহরণ \(3. (a)\) \(8x^2+4xy+5y^2-16x-14y+13=0\)
উত্তরঃ উপবৃত্ত; প্রমাণ আকার, \(\frac{x^2}{\left(\frac{\sqrt{5}}{9}\right)^2}+\frac{y^2}{\left(\frac{\sqrt{5}}{6}\right)^2}=1\)
জাতীঃ বিঃ পাঃ ২০০৭; জাতীঃ বিঃ সঃ ২০১৪; চঃ বিঃ সঃ ২০০৭।

উদাহরণ \(3. (b)\) \(x^2-4xy-2y^2+10x+4y=0\)
উত্তরঃ অধিবৃত্ত; প্রমাণ আকার, \(\frac{x^2}{\frac{1}{2}}-\frac{y^2}{\frac{1}{3}}=1\)
ঢাঃ বিঃ সঃ ২০০৬।

উদাহরণ \(3. (c)\) \(5x^2-24xy-5y^2+4x+58y-59=0\)
উত্তরঃ আয়তাকার অধিবৃত্ত ; প্রমাণ আকার, \(x^2-y^2=2\)
ঢাঃ বিঃ সঃ ২০০৪; রাঃ বিঃ সঃ ১৯৮৮; ২০০৭ ।

উদাহরণ \(3. (d)\) \(3x^2+8xy-3y^2+10x+10=0\)
উত্তরঃ আয়তাকার অধিবৃত্ত ; প্রমাণ আকার, \(\frac{y^2}{\frac{7}{5}}-\frac{x^2}{\frac{7}{5}}=1\)
জাতীঃ বিঃ পাঃ ২০০৬।

উদাহরণ \(3. (e)\) \(8x^2+4xy+5y^2-24x-24y=0\)
উত্তরঃ উপবৃত্ত ; প্রমাণ আকার, \(\frac{x^2}{4}+\frac{y^2}{9}=1\)
জাতীঃ বিঃ পাঃ ২০০৬।

উদাহরণ \(3. (f)\) \(4x^2-4xy+y^2-8x-y+6=0\)
উত্তরঃ পরাবৃত্ত; প্রমাণ আকার \(Y^2=4aX\)
যেখানে, \( Y=\frac{2x-y-\frac{3}{2}}{\sqrt{5}}\)
\(X=\frac{x+2y-\frac{15}{8}}{\sqrt{5}}\)
\(a=\frac{1}{2\sqrt{5}}\)
জাতীঃ বিঃ সঃ ২০০৮।

উদাহরণ \(3. (g)\) \(9x^2+24xy+16y^2+22x+46y+9=0\)
উত্তরঃ পরাবৃত্ত; প্রমাণ আকার \(Y^2=4aX\)
যেখানে, \( Y=\frac{3x+4y+5}{5}\)
\(X=\frac{4x-3y+8}{5}\)
\(a=\frac{1}{10}\)
জাতীঃ বিঃ সঃ ২০০৫।

উদাহরণ \(3. (h)\) \(x^2+12xy-4y^2-6x+4y+9=0\)
উত্তরঃ অধিবৃত্ত; প্রমাণ আকার, \(\frac{y^2}{\frac{5}{4}}-\frac{x^2}{2}=1\)
জাতীঃ বিঃ পাঃ ২০১০; জাতীঃ বিঃ সঃ ১৯৯৭; ২০০৯।

উদাহরণ \(3. (i)\) \(8x^2-4xy+5y^2-16x-14y+17=0\)
উত্তরঃ উপবৃত্ত ; প্রমাণ আকার, \(\frac{x^2}{1}+\frac{y^2}{\left(\frac{3}{2}\right)^2}=1\)
মঃ বিঃ সঃ ২০১৫।

উদাহরণ \(4.\) \((1, 2)\) বিন্দুতে শীর্ষ এবং \(3x-4y+10=0\) নিয়ামক রেখাবিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় কর। এর ফোকাস ও ফোকাস লম্ব বের কর।
উত্তরঃ পরাবৃত্তের সমীকরণ \(16x^2+24xy+9y^2-140x+20y=0;\) ফোকাস ও ফোকাস লম্ব \(S\left(\frac{8}{5}, \frac{6}{5}\right); \ 4\)

উদাহরণ \(5.\) ফোকাস \((-2, 3)\) বিকেন্দ্রিকতা \(\sqrt{\frac{1}{3}}\) এবং নিয়ামক \(x-y+7=0\) বিশিষ্ট উপবৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(5x^2+2xy+5y^2+10x-22y+29=0\)
চঃ বিঃ ১৯৮২; রাঃ বিঃ ১৯৬০।

উদাহরণ \(6.\) একটি উপবৃত্তের অক্ষদ্বয়ের দৈর্ঘ্য \(6\) এবং \(8\) এবং তাদের সমীকরণ যথাক্রমে \(3x-4y+1=0\) এবং \(4x+3y-2=0\) উপবৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(288x^2-168xy+337y^2-48x-236y-3548=0\)

উদাহরণ \(7.\) \(2x^2-y^2-4x-4y-8=0\) অধিবৃত্তের কেন্দ্র, ফোকাস, বিকেন্দ্রিকতা, অক্ষদ্বয়ের দৈর্ঘ্য, ফোকাস লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((1, -2); \ \sqrt{3}; \ 2\sqrt{3}; \ 2\sqrt{6};\) \((4, -2); \ (-2, -2); \ 4\sqrt{3}; \ x=2, \ x=0\)

উদাহরণ \(8.\) \(x^2+4xy+y^2-2x+2y+6=0\) সমীকরণটিকে আদর্শ আকারে রূপান্তরিত কর এবং কণিকটির নামকরণ কর।
উত্তরঃ অধিবৃত্ত ; \(-\frac{x^2}{\frac{8}{3}}+\frac{y^2}{8}=1\) অথবা, \(\frac{x^2}{8}-\frac{y^2}{\frac{8}{3}}=1\)

উদাহরণ \(9.\) \(x^2+2xy+y^2-6x-2y+4=0\) সমীকরণটিকে আদর্শ আকারে রূপান্তরিত কর; এবং শীর্ষ, ফোকাস, নিয়ামকের পাদবিন্দু, ফোকাস লম্বের দৈর্ঘ্য এবং অক্ষ, নিয়ামক ও ফোকাস লম্বের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ পরাবৃত্ত ; \(\left(\frac{x+y-2}{\sqrt{2}}\right)^2=4\times{\frac{1}{2\sqrt{2}}}\left(\frac{x-y}{\sqrt{2}}\right);\) \((1, 1);\) \(\left(\frac{5}{4}, \frac{3}{4}\right); \ \sqrt{2};\) \(x+y-2=0; \ 2x-2y+1=0; 2x-2y-1=0;\) \(\left(\frac{3}{4}, \frac{5}{4}\right)\)
ঢাঃ বিঃ সঃ ১৯৮০।

উদাহরণ \(10.\) \(9x^2+4xy+6y^2-22x-16y+9=0\) কণিকটির কেন্দ্র ও কেন্দ্রটির প্রেক্ষিতে এর সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ কেন্দ্র \((1, 1)\), সমীকরণ \(9x^2+4xy+6y^2-10=0\)

উদাহরণ \(11.\) \(5x^2-6xy+5y^2+22x-26y+29=0\) সমীকরণটি কোন কণিক নির্দেশ করে তা নির্ণয় কর। এর অক্ষ দুইটির দৈর্ঘ্য ও সমীকরণ, ফোকাস ও শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুতে স্পর্শক, নিয়ামক ও ফোকাস লম্বের সমীকরণ নির্ণয় কর। কণিকটি অঙ্কন কর।
উত্তরঃ উপবৃত্ত ; \(4, \ 2; \ x-y+3=0, \ x+y-1=0;\) \(S\left(-1+\sqrt{\frac{3}{2}}, 2+\sqrt{\frac{3}{2}}\right)\) ও \(S^{\prime}\left(-1-\sqrt{\frac{3}{2}}, 2-\sqrt{\frac{3}{2}}\right);\) \(A(-1+\sqrt{2}, 2+\sqrt{2})\) ও \(A^{\prime}(-1-\sqrt{2}, 2-\sqrt{2});\) \(x+y=1+2\sqrt{2}\) ও \(x+y=1-2\sqrt{2}; \) \(x+y=1+\frac{8}{\sqrt{6}}\) ও \(x+y=1-\frac{8}{\sqrt{6}};\) \(x+y=1+\sqrt{6}\) ও \(x+y=1-\sqrt{6}\)
রাঃ বিঃ ১৯৮৩।

উদাহরণ \(12.\) \(7x^2+12xy-2y^2-26x-8y+7=0\) সমীকরণটি কোন কণিক নির্দেশ করে তা নির্ণয় কর। এর অক্ষ দুইটির সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় কর এবং কণিকটি অঙ্কন কর।
উত্তরঃ অধিবৃত্ত ; \(2, \ 2\sqrt{2}; \ x-2y+1=0, \ 2x+y-3=0\)

উদাহরণ \(13. (a)\) \(17x^2+12xy+8y^2-46x-28y+33=0\) সমীকরণটিকে আদর্শ আকারে পরিবর্তিত কর এবং এর অক্ষদ্বয়ের দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ উপবৃত্ত; \(\frac{x^2}{\left(\frac{2}{\sqrt{5}}\right)^2}+\frac{y^2}{\left(\frac{1}{\sqrt{5}}\right)^2}=1\) অথবা, \(\frac{x^2}{\left(\frac{1}{\sqrt{5}}\right)^2}+\frac{y^2}{\left(\frac{2}{\sqrt{5}}\right)^2}=1;\) \(\frac{4}{\sqrt{5}}, \ \frac{2}{\sqrt{5}}; 2x+y-3=0, x-2y+1=0\)
চঃ বিঃ ১৯৮৫।

উদাহরণ \(13. (b)\) \(5x^2+2xy+5y^2+10x-22y+29=0\) সমীকরণটিকে আদর্শ আকারে পরিবর্তিত কর এবং এর অক্ষদ্বয়ের দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ উপবৃত্ত; \(\frac{x^2}{\left(\frac{\sqrt{3}}{\sqrt{2}}\right)^2}+\frac{y^2}{1^2}=1\) অথবা, \(\frac{x^2}{1^2}+\frac{y^2}{\left(\frac{\sqrt{3}}{\sqrt{2}}\right)^2}=1\) \(\sqrt{6}, \ 2; \ x+y-1=0, \ x-y+4=0\)
জাতীঃ বিঃ সঃ ২০০০।

উদাহরণ \(14.\) \(3x^2-8xy-3y^2+10x-13y+8=0\) সমীকরণটি কোন কণিক নির্দেশ করে তা নির্ণয় কর। সমীকরণটিকে আদর্শ আকারে পরিবর্তিত কর এবং এর অক্ষদ্বয়ের দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ আয়াত অধিবৃত্ত ; \(\frac{x^2}{\left(\sqrt{\frac{33}{500}}\right)^2}-\frac{y^2}{\left(\sqrt{\frac{33}{500}}\right)^2}=1\) অথবা, \(\frac{y^2}{\left(\sqrt{\frac{33}{500}}\right)^2}-\frac{x^2}{\left(\sqrt{\frac{33}{500}}\right)^2}=1;\) \(2\sqrt{\frac{33}{500}}, \ 2\sqrt{\frac{33}{500}}; \ 5x+10y+8=0, \ 20x-10y+33=0\)
জাতীঃ বিঃ পাঃ ২০০৫ ।

নিম্নলিখিত সমীকরণগুলি দ্বারা নির্দেশিত কণিকের চিত্র অঙ্কন কর।
উদাহরণ \(15. (a)\) \(x^2-2xy+y^2+2x-6y+3=0\)

উদাহরণ \(15. (b)\) \(8x^2-4xy+5y^2-16x-14y+17=0\)

উদাহরণ \(15. (c)\) \(x^2-3xy+y^2+10x-10y+21=0\)

উদাহরণ \(16.\) \(x^2+2xy+y^2-3x+6y-4=0\) পরাবৃত্তটির ফোকাস ও নিয়ামক নির্ণয় কর।
উত্তরঃ ফোকাস \(S\left(-\frac{23}{72}, -\frac{31}{72}\right);\) নিয়ামকের সমীকরণ, \(36x-36y+77=0\)

উদাহরণ \(17.\) দেখাও যে, \(2x^2-2y^2+4xy+5y-2=0\) কণিকের প্রেক্ষিতে \(4x-15y+11=0\) ও \(2x+3y-5=0\) রেখা দুইটি অনুবন্ধী।

উদাহরণ \(18.\) \(x^2+4xy+3y^2-5x-6y+3=0\) কণিকের দুইটি স্পর্শক \(x+4y=0\) সরলরেখার সমান্তরাল হলে তাদের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x+4y-5=0, \ x+4y-8=0\)

উদাহরণ \(19.\) দেখাও যে, \(x+2y-2=0\) রেখাটি \(x^2-3xy+y^2+10x-10y+21=0\) কণিকের একটি ব্যাস। এর অনুবন্ধী ব্যাসের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(7x-8y+30=0\)

উদাহরণ \(20.\) \(11x^2+24xy+4y^2-2x+16y+11=0\) কণিকের চালকবৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+y^2+2x-2y-1=0\)

উদাহরণ \(21.\) \(x^2+4xy+y^2-2x+2y-6=0\) কণিকের উৎকেন্দ্রিকতা নির্ণয় কর।
উত্তরঃ \(2\)

উদাহরণ \(22.\) দেখাও যে, \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\) উপবৃত্তের কোনো ফোকাস লম্বের প্রান্তবিন্দুদ্বয়ের স্পর্শকারী বৃত্তের সমীকরণ \(x^2+y^2-2ae^3x=a^2(1-e^2-e^4)\).

উদাহরণ \(23.\) \(8x^2+10xy-3y^2-2x+4y-2=0\) অধিবৃত্তের অসীমতটদ্বয়ের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ নির্ণেয় অসীমতটের সমীকরণ, \(2x+3y-1=0, \ 4x-y+1=0\)

উদাহরণ \(24.\) একটি অধিবৃত্ত \((5, 3)\) বিন্দুগামী; কেন্দ্র \((1, 2)\) বিন্দুতে এবং অসীমতটদ্বয়, \(2x+3y=0\) ও \(3x+2y=0\) এর সমান্তরাল। অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((2x+3y-8)(3x+2y-7)=154\)
চঃ বিঃ সঃ ১৯৮৪; ঢাঃ বিঃ ১৯৬১ ।

উদাহরণ \(25.(a)\) \(\frac{l}{r}=4-5\cos{\theta}\) কণিকের প্রকৃতি নির্ণয় কর। এর বিকেন্দ্রিকতা এবং নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় কর।
উত্তরঃ অধিবৃত্ত ; বিকেন্দ্রিকতা, \(e=\frac{5}{4};\) নাভিলম্বের দৈর্ঘ্য \(=\frac{1}{2}\)

উদাহরণ \(25.(b)\) দেখাও যে, \(\frac{l}{r}=A\cos{\theta}+B\sin{\theta}\) সরলরেখা, \(\frac{l}{r}=1+e\cos{\theta}\) কনিককে স্পর্শ করে যদি \((A-e)^2+B^2=1\) হয়।

নিম্নলিখিত সমীকরণ দ্বারা নির্দেশিত কণিকের প্রকৃতি নির্ণয় কর। ইহার অক্ষের দৈর্ঘ্য, সমীকরণ ও দিক নির্ণয় কর।
উদাহরণ \(26. (a)\) \(17x^2+12xy+8y^2-46x-28y+33=0\)
উত্তরঃ উপবৃত্ত; \(\frac{x^2}{\left(\frac{2}{\sqrt{5}}\right)^2}+\frac{y^2}{\left(\frac{1}{\sqrt{5}}\right)^2}=1\) অথবা, \(\frac{x^2}{\left(\frac{1}{\sqrt{5}}\right)^2}+\frac{y^2}{\left(\frac{2}{\sqrt{5}}\right)^2}=1\) \(\frac{4}{\sqrt{5}}, \ \frac{2}{\sqrt{5}}; 2x+y-3=0, x-2y+1=0\)
অক্ষসমূহ \(x\) অক্ষের সহিত \(\tan^{-1}(-2)\) এবং \(\tan^{-1}\left(\frac{1}{2}\right)\) কোণে আনত।

উদাহরণ \(26. (b)\) \(x^2-5xy+y^2+8x-20y+15=0\)
উত্তরঃ অধিবৃত্ত; \(\frac{2\sqrt{2}}{\sqrt{7}}, \ \frac{2\sqrt{2}}{\sqrt{3}};\) \(x+y+4=0, \ x-y+4=0\)
সুতরাং, অক্ষসমূহ \(x\) অক্ষের সহিত \(135^{o}\) এবং \(45^{o}\) কোণে আনত।
জাতীঃ বিঃ সঃ ২০০২; ২০১৭ ।

উদাহরণ \(26. (c)\) \(5x^2+2xy+5y^2+26x+34y+65=0\)
উত্তরঃ উপবৃত্ত; \(2\sqrt{3}, \ 2\sqrt{2}; \ x+y+5=0, \ x-y-1=0\)
সুতরাং, অক্ষসমূহ \(x\) অক্ষের সহিত \(135^{o}\) এবং \(45^{o}\) কোণে আনত।
জাতীঃ বিঃ পাঃ ২০০৮; ২০১৭; জাতীঃ বিঃ সঃ ২০১৪ ।

উদাহরণ \(27.\) \(x^2-5xy+y^2+8x-20y+15=0\) সমীকরণটি কোন কণিক প্রকাশ করে? কণিকটির প্রমাণ আকার, অক্ষের দৈর্ঘ্য, সমীকরণ ও দিক নির্ণয় কর।
উত্তরঃ অধিবৃত্ত; \(\frac{x^2}{\frac{2}{7}}-\frac{y^2}{\frac{2}{3}}=1\) অথবা, \(\frac{y^2}{\frac{2}{7}}-\frac{x^2}{\frac{2}{3}}=1\)
\(\frac{2\sqrt{2}}{\sqrt{7}}, \ \frac{2\sqrt{2}}{\sqrt{3}};\) \(x+y+4=0, \ x-y+4=0\)
সুতরাং, অক্ষসমূহ \(x\) অক্ষের সহিত \(135^{o}\) এবং \(45^{o}\) কোণে আনত।

উদাহরণ \(28.\) \(x^2-6xy+9y^2-2x-3y+1=0\) সমীকরণটি কোন কণিক প্রকাশ করে? একে প্রমাণ আকারে প্রকাশ কর। কণিকটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ পরাবৃত্ত; প্রমাণ আকার, \(Y^2=4aX\)
যেখানে, \( Y=\frac{x-3y+\frac{7}{20}}{\sqrt{10}}\)
\(X=\frac{3x+y-\frac{39}{40}}{\sqrt{10}}\)
\(a=\frac{9\sqrt{10}}{400}\)
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, \(\frac{9\sqrt{10}}{100},\) সমীকরণ, \(15x+5y-6=0\)

উদাহরণ \(29.\) \(34x^2+24xy+41y^2+48x+14y-108=0\) কণিকটির প্রকৃতি নির্ণয় কর। তপর উহার কেন্দ্র, অক্ষের দৈর্ঘ্য ও উৎকেন্দ্রতা নির্ণয় কর।
উত্তরঃ উপবৃত্ত ; \(\left(-\frac{18}{25}, \frac{1}{25}\right); \ 2\sqrt{5}, \sqrt{10}; \frac{1}{\sqrt{2}}\)

উদাহরণ \(30.\) \(x^2+4xy+y^2-2x+2y-6=0\) কণিকটির প্রকৃতি নির্ণয় কর। যদি ইহা একটি কেন্দ্রীয় কণিক প্রকাশ করে তবে শীর্ষবিন্দু ও উপকেন্দ্র নির্ণয় কর।
উত্তরঃ অধিবৃত্ত ; শীর্ষদ্বয়, \(A\left(-1+\frac{\sqrt{2}}{\sqrt{3}}, 1+\frac{\sqrt{2}}{\sqrt{3}}\right)\) ও \(A^{\prime}\left(-1-\frac{\sqrt{2}}{\sqrt{3}}, 1-\frac{\sqrt{2}}{\sqrt{3}}\right)\)
উপকেন্দ্রদ্বয়, \(S\left(-1+\frac{2\sqrt{2}}{\sqrt{3}}, 1+\frac{2\sqrt{2}}{\sqrt{3}}\right)\) ও \(S^{\prime}\left(-1-\frac{2\sqrt{2}}{\sqrt{3}}, 1-\frac{2\sqrt{2}}{\sqrt{3}}\right)\)

উদাহরণ \(31.\) \(8x^2-4xy+5y^2-16x-14y+17=0\) সমীকরণটি কোন কণিক প্রকাশ করে? একে প্রমাণ আকারে প্রকাশ কর। এছাড়া কণিকটির অক্ষের দৈর্ঘ্য, অক্ষের সমীকরণ, অক্ষের ঢাল, উৎকেন্দ্রতা, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ এবং দিকাক্ষের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ উপবৃত্ত ; প্রমাণ আকার, \(\frac{x^2}{\frac{9}{4}}+\frac{y^2}{1}=1\) অথবা, \(\frac{x^2}{1}+\frac{y^2}{\frac{9}{4}}=1\)
\(3, \ 2; \ 2x-y-1=0, \ 2x+4y-11=0; \ 2, \ -\frac{1}{2}; \ \frac{\sqrt{5}}{3};\)
\(A\left(\frac{3\sqrt{5}+3}{2\sqrt{5}}, \frac{2\sqrt{5}+3}{\sqrt{5}}\right)\) ও \(A^{\prime}\left(\frac{3\sqrt{5}-3}{2\sqrt{5}}, \frac{2\sqrt{5}-3}{\sqrt{5}}\right)\)
\(S(2, 3); \ S^{\prime}(1, 1);\) \(\frac{4}{3}, \ x+2y=8, \ x+2y=3\)
\(x+2y=10, \ x+2y=1\)

উদাহরণ \(32.\) \(x^2+4xy+y^2-2x+2y-6=0\) সমীকরণটিকে প্রমাণ আকারে প্রকাশ কর এবং কণিকটির অক্ষের দৈর্ঘ্য, অক্ষের সমীকরণ, অক্ষের ঢাল, উৎকেন্দ্রতা, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ এবং দিকাক্ষের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ অধিবৃত্ত; প্রমাণ আকার, \(\frac{x^2}{\frac{4}{3}}-\frac{y^2}{4}=1\) অথবা, \(\frac{y^2}{\frac{4}{3}}-\frac{x^2}{4}=1\)
\(\frac{4}{\sqrt{3}}, \ 4; x-y+2=0, \ x+y=0; \ 1, \ -1; \ 2;\)
\(A\left(-1+\frac{\sqrt{2}}{\sqrt{3}}, 1+\frac{\sqrt{2}}{\sqrt{3}}\right)\) ও \(A^{\prime}\left(-1-\frac{\sqrt{2}}{\sqrt{3}}, 1-\frac{\sqrt{2}}{\sqrt{3}}\right)\)
\(S\left(-1+\frac{2\sqrt{2}}{\sqrt{3}}, 1+\frac{2\sqrt{2}}{\sqrt{3}}\right)\) ও \(S^{\prime}\left(-1-\frac{2\sqrt{2}}{\sqrt{3}}, 1-\frac{2\sqrt{2}}{\sqrt{3}}\right)\)
\(4\sqrt{3}; \ x+y=\frac{4\sqrt{2}}{\sqrt{3}}; \ x+y=-\frac{4\sqrt{2}}{\sqrt{3}}\)
\(x+y=\frac{2}{\sqrt{6}}, \ x+y=-\frac{2}{\sqrt{6}}\)

উদাহরণ \(33.\) \(x^2+2xy+y^2-6x-2y+4=0\) কণিকের প্রকৃতি নির্ণয় কর। ইহাকে প্রমাণ আকারে রূপান্তর কর। কণিকটির শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব এবং এর দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ পরাবৃত্ত; প্রমাণ আকার, \(\therefore Y^2=4aX\)
যেখানে, \( Y=\frac{x+y-2}{\sqrt{2}}\)
\(X=\frac{x-y}{\sqrt{2}}\)
\(a=\frac{1}{2\sqrt{2}}\)
\((1, 1); \ \left(\frac{5}{4}, \frac{3}{4}\right), \ \sqrt{2}, \ 2x-2y-1=0\)

উদাহরণ \(34.\) \(9x^2+24xy+16y^2+22x+46y+9=0\) সমীকরণটিকে প্রমাণ আকারে রূপান্তরিত কর এবং ইহা দ্বারা কণিকটিকে সনাক্ত কর।
উত্তরঃ পরাবৃত্ত; প্রমাণ আকার \(Y^2=4aX\)
যেখানে, \( Y=\frac{3x+4y+5}{5}\)
\(X=\frac{4x-3y+8}{5}\)
\(a=\frac{1}{10}\)

উদাহরণ \(35. (a)\) \(x^2-4x+3y=1\) প্যারাবোলাকে প্রমাণ আকারে প্রকাশ কর। ইহার শির্ষবিন্দু, উপকেন্দ্র, দিকাক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ প্রমাণ আকার, \(X^2=4aY\)
যেখানে, \( X=x-2\)
\(Y=y-\frac{5}{3}\)
\(a=-\frac{3}{4}\)
\(A\left(2, \frac{5}{3}\right)\)
\(S\left(2, \frac{11}{12}\right); \ 12y-29=0; \ 3, \ 12y-11=0\)

উদাহরণ \(35. (b)\) \(16x^2-24xy+9y^2-104x-172y+44=0\) প্যারাবোলাকে প্রমাণ আকারে প্রকাশ কর। ইহার শির্ষবিন্দু, উপকেন্দ্র, দিকাক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ প্রমাণ আকার, \(Y^2=4aX\)
যেখানে, \( Y=\frac{4x-3y+2}{5}\)
\(X=\frac{3x+4y-1}{5}\)
\(a=2\)
\(A\left(-\frac{1}{5}, \frac{2}{5}\right); \ S(1, 2)\)
\(3x+4y+9=0; \ 8, \ 3x+4y-11=0\)
ঢাঃ বিঃ সঃ ২০০৩; ২০১০; জাতীঃ বিঃ সঃ ২০০৪ ।

উদাহরণ \(35. (c)\) \(y^2-20x-8y+39=0\) প্যারাবোলাকে প্রমাণ আকারে প্রকাশ কর। ইহার শির্ষবিন্দু, উপকেন্দ্র, দিকাক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ প্রমাণ আকার, \(Y^2=4aX\)
যেখানে, \( X=x-\frac{23}{20}\)
\(Y=y-4\)
\(a=5\)
\(A\left(\frac{23}{20}, 4\right); \ S\left(\frac{123}{20}, 4\right)\)
\(20x+77=0; \ 20, \ 20x-123=0\)
জাতীঃ বিঃ পাঃ ২০০৭, ২০১৩।

উদাহরণ \(36.\) \(9x^2-6xy+y^2-14x-2y+12=0\) সমীকরণটি কোন কণিক প্রকাশ করবে? ইহাকে আদর্শ আকারে রূপান্তর কর। কণিকটির অক্ষের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ, দিকাক্ষের সমীকরণ এবং উৎকেন্দ্রতা নির্ণয় কর।
উত্তরঃ পরাবৃত্ত; আদর্শ আকার \(Y^2=4aX\)
যেখানে, \( Y=\frac{3x-y-2}{\sqrt{10}}\)
\(X=\frac{x+3y-2}{\sqrt{10}}\)
\(a=\frac{1}{2\sqrt{10}}\)
\(3x-y-2=0, \ x+3y-4, \ (1, 1), \ \left(\frac{21}{20}, \frac{23}{20}\right)\)
\(\frac{2}{\sqrt{10}}, \ 2x+6y-9=0, \ 2x+6y-7=0, \ 1\)

নিম্নলিখিত সমীকরণগুলো কোন কণিক প্রকাশ করবে? ইহাকে আদর্শ আকারে রূপান্তর কর। ইহার শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ, অক্ষের সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় কর।
উদাহরণ \(37. (a)\) \(16x^2-24xy+9y^2+77x-64y+95=0\)
উত্তরঃ পরাবৃত্ত; আদর্শ আকার, \(Y^2=4aX\)
যেখানে, \( Y=\frac{4x-3y+10}{5}\)
\(X=\frac{3x+4y+5}{5}\)
\(a=\frac{1}{20}\)
\(A\left(-\frac{11}{5}, \frac{2}{5}\right)\)
\(S\left(-\frac{217}{100}, \frac{11}{25}\right)\)
\(\frac{1}{5}, \ 12x+16y+19=0\)
\(4x-3y+10=0, \ 12x+16y+21=0\)

উদাহরণ \(37. (b)\) \(4x^2-4xy+y^2-8x-6y+5=0\)
উত্তরঃ পরাবৃত্ত; আদর্শ আকার, \(Y^2=4aX\)
যেখানে, \( Y=\frac{2x-y-1}{\sqrt{5}}\)
\(X=\frac{x+2y-1}{\sqrt{5}}\)
\(a=\frac{1}{\sqrt{5}}\)
\(A\left(\frac{3}{5}, \frac{1}{5}\right)\)
\(S\left(\frac{4}{5}, \frac{3}{5}\right)\)
\(\frac{4}{\sqrt{5}}, \ x+2y-2=0\)
\(2x-y-1=0, \ x+2y=0\)

নিম্নলিখিত সমীকরণগুলোকে প্রমাণ আকারে প্রকাশ কর এবং কণিকটি চিহ্নিত কর এবং কণিকের চিত্র অঙ্কন কর।
উদাহরণ \(38. (a)\) \(5x^2-2xy+5y^2-8x-8y-8=0\)
উত্তরঃ উপবৃত্ত ; প্রমাণ আকার, \(\frac{x^2}{4}+\frac{y^2}{\frac{8}{3}}=1\) অথবা, \(\frac{x^2}{\frac{8}{3}}+\frac{y^2}{4}=1\)
জাতীঃ বিঃ সঃ ১৯৯৬, ২০০৪, ২০১২।

উদাহরণ \(38. (b)\) \(8x^2+4xy+5y^2-16x-14y+13=0\)
উত্তরঃ উপবৃত্ত ;
প্রমাণ আকার \(\frac{x^2}{\frac{5}{36}}+\frac{y^2}{\frac{5}{81}}=1\) অথবা, \(\frac{x^2}{\frac{5}{81}}+\frac{y^2}{\frac{5}{36}}=1\)

উদাহরণ \(39.\) \(x^2+4xy+y^2-2x+2y-6=0\) কণিকের চিত্র অঙ্কন কর। পুনরায় ইহার উৎকেন্দ্রতা নির্ণয় কর।
উত্তরঃ উৎকেন্দ্রতা \(=2\)

উদাহরণ \(40.\) \(x^2+2xy+y^2-2x-1=0\) সমীকরণ দ্বারা সূচিত কণিকের প্রকৃতি নির্ণয় কর এবং চিত্র অঙ্কন কর।
উত্তরঃ পরাবৃত্ত

উদাহরণ \(41.\) \((x_{1}, y_{1})\) বিন্দুতে \(8x^2-4xy+5y^2-16x-14y+17=0\) কণিকের স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(8xx_{1}-2(xy_{1}+x_{1}y)+5yy_{1}-8(x+x_{1})-7(y+y_{1})+17=0\)
\((x-x_{1})(-2x_{1}+5y_{1}-7)=(y-y_{1})(8x_{1}-2y_{1}-8)\)

উদাহরণ \(42.\) \(3x^2+2xy+3y^2-12x+12y+4=0\) কণিকের সাপেক্ষে \((2, 1)\) বিন্দুর পোলার সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x+11y-2=0\)

উদাহরণ \(43.\) \(x^2+2xy-y^2+2x+4y+1=0\) কণিকের সাপেক্ষে \(6x+y+7=0\) সরলরেখাটির পোল নির্ণয় কর।
উত্তরঃ পোল \(\left(-\frac{8}{3}, -\frac{1}{3}\right)\)

উদাহরণ \(44.\) দেখাও যে, \(3x^2-8xy+7y^2-4x+2y-7=0\) কণিকের একটি ব্যাস \(3x-y-5=0\) এবং ইহার অনুবন্ধী ব্যাসের সমীকরণ \(9x-17y-1=0\).

উদাহরণ \(45.\) যদি \(3x-4y+7=0\) ও \(4x+3y+1=0\) সরলরেখা দুইটি কোনো হাইপ্যারাবোলার অসীমতট হয় তবে ইহার সমীকরণ নির্ণয় কর যাহা মূলবিন্দুগামী।
উত্তরঃ \(12x^2-7xy-12y^2+31x+17y=0\)

উদাহরণ \(46.\) \(6x^2-7xy-3y^2-2x-8y-6=0\) হাইপ্যারাবোলার অসীমতটের সমীকরণ নির্ণয় কর। এবং অনুবন্ধী হাইপ্যারাবোলার সমীকরণ ও নির্ণয় কর।
উত্তরঃ অসীমতটদ্বয়ের সমীকরণ, \(2x-3y-2=0, \ 3x+y+2=0\)
অনুবন্ধী হাইপ্যারাবোলার সমীকরণ, \(6x^2-7xy-3y^2-2x-8y-2=0\)

উদাহরণ \(47.\) \(ax^2+by^2=1\) কণিকের নির্দেশক বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(ab(x^2+y^2)=a+b\)

উদাহরণ \(48.\) যে শর্তে \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) কণিক সাপেক্ষে \(l_{1}x+m_{1}y+n_{1}=0\) ও \(l_{2}x+m_{2}y+n_{2}=0\) রেখাদ্বয় পরস্পর অনুবন্ধী হবে তা নির্ণয় কর।
উত্তরঃ \(\left|\begin{array}{c}a & h & g & l_{1}\\ h & b & f & m_{1}\\ g & f & c & n_{1}\\ l_{2} & m_{2} & n_{2} & 0\end{array}\right|=0\)

উদাহরণ \(49.\) \(Ax^2+2Hxy+By^2=0\) সমীকরণ দ্বারা সূচিত রেখাদ্বয় যে শর্তে \(ax^2+2hxy+by^2=1\) কণিকের অনুবন্ধী ব্যাস হয় তা নির্ণয় কর।
উত্তরঃ নির্ণেয় শর্ত, \(aB+bA=2hH\)

উদাহরণ \(50.\) প্রমাণ কর যে, \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\) উপবৃত্তের সহিত সমউপকেন্দ্রিক কণিকের সমীকরণ \(\frac{x^2}{a^2+\lambda}+\frac{y^2}{b^2+\lambda}=1\) হবে, যখন \(\lambda\) ধ্রুবক।

উদাহরণ \(51.\) \(3x^2-2xy-y^2+2x+y-1=0\) কণিকটিকে প্রমাণ আকারে প্রকাশ কর। দেখাও যে, \(x-3y+2=0\) কণিকটির একটি ব্যাস। ইহার কেন্দ্র এবং অনুবন্ধী ব্যাস নির্ণয় কর।
উত্তরঃ অধিবৃত্ত; কেন্দ্র \(\left(-\frac{1}{8}, \frac{5}{8}\right)\)
প্রমাণ আকার, \(\frac{x^2}{\frac{13}{16(\sqrt{5}+1)}}-\frac{y^2}{\frac{13}{16(\sqrt{5}-1)}}=1\) অথবা, \(\frac{y^2}{\frac{13}{16(\sqrt{5}+1)}}-\frac{x^2}{\frac{13}{16(\sqrt{5}-1)}}=1\)
অনুবন্ধী ব্যাস, \(16x-8y+7=0\)

অধ্যায় \(3\) / \(Q.1\)-এর অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ
\(Q.1.(i)\) কণিকের সংজ্ঞা লিখ।

\(Q.1.(ii)\) সাধারণ দ্বিঘাত সমীকরণ বলতে কি বুঝ? সমীকরণটি লিখ।

\(Q.1.(iii)\) কণিক বা কণিক বিভাজন সংজ্ঞা দাও।

\(Q.1.(iv)\) কণিক বা কণিক বিভাজন নিরূপকের সংজ্ঞা দাও।

\(Q.1.(v)\) কি শর্তে সাধারণ দ্বিঘাত সমীকরণ \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) একটি পরাবৃত্ত প্রকাশ করবে?

\(Q.1.(vi)\) কি শর্তে সাধারণ দ্বিঘাত সমীকরণ \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) একটি উপবৃত্ত প্রকাশ করবে?

\(Q.1.(vii)\) কি শর্তে সাধারণ দ্বিঘাত সমীকরণ \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) একটি অধিবৃত্ত প্রকাশ করবে?

\(Q.1.(viii)\) কি শর্তে সাধারণ দ্বিঘাত সমীকরণ \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) একটি আয়াতাকার অধিবৃত্ত প্রকাশ করবে?

\(Q.1.(ix)\) কি শর্তে সাধারণ দ্বিঘাত সমীকরণ \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) একটি বৃত্ত প্রকাশ করবে?

\(Q.1.(x)\) কি শর্তে সাধারণ দ্বিঘাত সমীকরণ \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) যুগল সরলরেখা প্রকাশ করবে?

\(Q.1.(xi)\) কোনো বক্ররেখার জ্যা এর সংজ্ঞা দাও।

\(Q.1.(xii)\) একটি কণিকের নাভি জ্যা এর সংজ্ঞা দাও।

\(Q.1.(xiii)\) একটি কণিকের নাভি ব্যাসার্ধের সংজ্ঞা দাও।

\(Q.1.(xiv)\) একটি কণিকের মূখ্য অক্ষের সংজ্ঞা দাও।

\(Q.1.(xv)\) একটি কণিকের নাভিলম্বের সংজ্ঞা দাও।

\(Q.1.(xvi)\) একটি কণিকের শীর্ষবিন্দুর সংজ্ঞা দাও।

\(Q.1.(xvii)\) সঞ্চারপথের সংজ্ঞা দাও।

\(Q.1.(xviii)\) পরাবৃত্তের সংজ্ঞা দাও।

\(Q.1.(xix)\) কোণক ছেদনের ফলে আমরা কিভাবে একটি পরাবৃত্ত পেতে পারি?

\(Q.1.(xx)\) \(y^2=4ax, \ a\ne{0}\) সমীকরণটি কি নির্দেশ করে?

\(Q.1.(xxi)\) \(y^2=4ax\) পরাবৃত্তটি অঙ্কন কর।

\(Q.1.(xxii)\) \(x^2=4by, \ b\ne{0}\) সমীকরণটি কি নির্দেশ করে?

\(Q.1.(xxiii)\) \(x^2=4by\) পরাবৃত্তটি অঙ্কন কর।

\(Q.1.(xxiv)\) \(y^2=4ax\) পরাবৃত্তটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক লিখ।

\(Q.1.(xxv)\) \(y^2=4ax\) পরাবৃত্তটির ফোকাস বা নাভিবিন্দুর স্থানাঙ্ক লিখ।

\(Q.1.(xxvi)\) \(y^2=4ax\) পরাবৃত্তটির অক্ষের সমীকরণ লিখ।

\(Q.1.(xxvii)\) \(y^2=4ax\) পরাবৃত্তটির নাভিলম্বের সমীকরণ লিখ।

\(Q.1.(xxviii)\) \(y^2=16x\) পরাবৃত্তটির নাভিলম্বের সমীকরণ লিখ।

\(Q.1.(xxix)\) \(y^2=4ax\) পরাবৃত্তটির নাভিলম্বের দৈর্ঘ্য কত?

\(Q.1.(xxx)\) \(y^2=4ax\) পরাবৃত্তটির শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ লিখ।

\(Q.1.(xxxi)\) \(y^2=4ax\) পরাবৃত্তটির নিয়ামকের সমীকরণ লিখ।

\(Q.1.(xxxii)\) \(y^2=4ax\) পরাবৃত্তটির নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক লিখ।

\(Q.1.(xxxiii)\) \(x^2=4by\) পরাবৃত্তটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক লিখ।

\(Q.1.(xxxiv)\) \(x^2=4by\) পরাবৃত্তটির ফোকাস বা নাভিবিন্দুর স্থানাঙ্ক লিখ।

\(Q.1.(xxxv)\) \(x^2=4by\) পরাবৃত্তটির অক্ষের সমীকরণ লিখ।

\(Q.1.(xxxvi)\) \(x^2=4by\) পরাবৃত্তটির নাভিলম্বের সমীকরণ লিখ।

\(Q.1.(xxxvii)\) \(x^2=16y\) পরাবৃত্তটির নাভিলম্বের সমীকরণ লিখ।

\(Q.1.(xxxviii)\) \(x^2=4by\) পরাবৃত্তটির নাভিলম্বের দৈর্ঘ্য কত?

\(Q.1.(xxxix)\) \(x^2=4by\) পরাবৃত্তটির শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ লিখ।

\(Q.1.(xL)\) \(x^2=4by\) পরাবৃত্তটির নিয়ামকের সমীকরণ লিখ।

\(Q.1.(xLi)\) \(x^2=4by\) পরাবৃত্তটির নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক লিখ।

\(Q.1.(xLii)\) উপবৃত্তের সংজ্ঞা দাও।

\(Q.1.(xLiii)\) কোণক ছেদনের ফলে আমরা কিভাবে একটি উপবৃত্ত পেতে পারি?

\(Q.1.(xLiv)\) \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\) যেখানে, \(a\ne{b}\) কি নির্দেশ করে?

\(Q.1.(xLv)\) \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\) যেখানে, \(a=b\) কি নির্দেশ করে?

\(Q.1.(xLvi)\) \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\) উপবৃত্তটি অঙ্কন কর, যেখানে, \(a\ne{b}\).

\(Q.1.(xLvii)\) \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\) উপবৃত্তটির অক্ষের দৈর্ঘ্য কত?

\(Q.1.(xLviii)\) একটি উপবৃত্তের মূখ্য ও গৌণ অক্ষ বলতে কি বুঝ?

\(Q.1.(xLix)\) উপবৃত্তের উৎকেন্দ্রতার সংজ্ঞা দাও।

\(Q.1.(L)\) \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\) উপবৃত্তটির উৎকেন্দ্রতার সংজ্ঞা দাও।

\(Q.1.(Li)\) \(\frac{x^2}{4}+\frac{y^2}{9}=1\) উপবৃত্তটির উৎকেন্দ্রতা কত?

\(Q.1.(Lii)\) একটি উপবৃত্তের শীর্ষবিন্দুর সংজ্ঞা দাও।

\(Q.1.(Liii)\) \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\) উপবৃত্তটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক লিখ।

\(Q.1.(Liv)\) \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\) উপবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক লিখ।

\(Q.1.(Lv)\) একটি উপবৃত্তের কেন্দ্রের সংজ্ঞা দাও।

\(Q.1.(Lvi)\) একটি উপবৃত্তের নাভিলম্বের সংজ্ঞা দাও।

\(Q.1.(Lvii)\) \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\) উপবৃত্তটির নাভিলম্বের দৈর্ঘ্য কত?

\(Q.1.(Lviii)\) \(\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1\) উপবৃত্তটির নিয়ামক বা দিকাক্ষের সমীকরণ লিখ।

\(Q.1.(Lix)\) অধিবৃত্তের সংজ্ঞা দাও।

\(Q.1.(Lx)\) কোণক ছেদনের ফলে আমরা কিভাবে একটি অধিবৃত্ত পেতে পারি?

\(Q.1.(Lxi)\) \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1\) সমীকরণটি কি প্রকাশ করে?

\(Q.1.(Lxii)\) \(\frac{y^2}{b^2}-\frac{x^2}{a^2}=1\) সমীকরণটি কি প্রকাশ করে?

\(Q.1.(Lxiii)\) \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1\) অধিবৃত্তটি অঙ্কন কর।

\(Q.1.(Lxiv)\) \(\frac{y^2}{b^2}-\frac{x^2}{a^2}=1\) অধিবৃত্তটি অঙ্কন কর।

\(Q.1.(Lxv)\) \(\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1\) অধিবৃত্তটির আড় অক্ষের দৈর্ঘ্য কত?

\(Q.1.(Lxvi)\) \(\frac{y^2}{b^2}-\frac{x^2}{a^2}=1\) অধিবৃত্তটির আড় অক্ষের দৈর্ঘ্য কত?

\(Q.1.(Lxvii)\) অধিবৃত্তের কেন্দ্রের সংজ্ঞা দাও।

\(Q.1.(Lxviii)\) অধিবৃত্তের আড় অক্ষের সংজ্ঞা দাও।

\(Q.1.(Lxix)\) অধিবৃত্তের অনুবন্ধী অক্ষের সংজ্ঞা দাও।

\(Q.1.(Lxx)\) অধিবৃত্তের নাভি লম্বের সংজ্ঞা দাও।

\(Q.1.(Lxxi)\) অধিবৃত্তের শীর্ষবিন্দুর সংজ্ঞা দাও।

\(Q.1.(Lxxii)\) অসীমতটের সংজ্ঞা দাও।

\(Q.1.(Lxxiii)\) আয়তাকার অধিবৃত্তের সংজ্ঞা দাও।

\(Q.1.(Lxxiv)\) অনুবন্ধী অধিবৃত্তের সংজ্ঞা দাও।

\(Q.1.(Lxxv)\) \(x^2-y^2=a^2\) সমীকরণটি কি প্রকাশ করে?

\(Q.1.(Lxxvi)\) \(x^2-y^2=a^2\) আয়তাকার অধিবৃত্তটি অঙ্কন কর।

\(Q.1.(Lxxvii)\) \(xy=c, \ c\ne{0}\) সমীকরণটি কি প্রকাশ করে?

\(Q.1.(Lxxviii)\) \(xy=c, \ c\ne{0}\) আয়তাকার অধিবৃত্তটি অঙ্কন কর।

\(Q.1.(Lxxix)\) প্রকৃত ও অপ্রকৃত কণিক কাকে বলে?
জাতীঃ বিঃ সঃ ২০১১ ।

\(Q.1.(Lxxx)\) কেন্দ্রীয় কণিকের প্রমাণ আকার লিখ।
জাতীঃ বিঃ সঃ ২০১১, ২০১৬ ।

\(Q.1.(Lxxxi)\) কণিকের ব্যাসের সংজ্ঞা দাও।

\(Q.1.(Lxxxii)\) কণিকের অনুবন্ধী ব্যাসের সংজ্ঞা দাও।

\(Q.1.(Lxxxiii)\) অনুবন্ধী বিন্দু বলতে কি বোঝায়?

\(Q.1.(Lxxxiv)\) অনুবন্ধী রেখা বলতে কি বোঝায়?

\(Q.1.(Lxxxv)\) পোল এবং পোলার বলতে কি বোঝায়?

\(Q.1.(Lxxxvi)\) স্পর্শ জ্যা বলতে কি বোঝায়?

\(Q.1.(Lxxxvii)\) কণিকের নির্দেশক বৃত্ত কি?

\(Q.1.(Lxxxviii)\) সমউপকেন্দ্রিক কণিক বলতে কি বোঝায়?

\(Q.1.(Lxxxix)\) \(4(y-1)=20\left(x-\frac{7}{4}\right)\) কণিকটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের কর।
জাতীঃ বিঃ সঃ ২০১১ ।

\(Q.1.(xC)\) কণিকের অসীমতট কী?
জাতীঃ বিঃ সঃ ২০১১ ।

\(Q.1.(xCi)\) কণিক কত প্রকার ও কি কি?
জাতীঃ বিঃ সঃ ২০১১ ।

\(Q.1.(xCii)\) \(x^2+2xy+y^2+2x-1=0\) সমীকরণটির প্রকৃতি নিরপণ কর।
জাতীঃ বিঃ সঃ ২০১১ ।

\(Q.1.(xCiii)\) \(x^2+xy+y^2+x+y-1=0\) সমীকরণটির প্রকৃতি নির্ণয় কর।
জাতীঃ বিঃ সঃ ২০১৩, ২০১৫ ।

\(Q.1.(xCiv)\) সাধারণ দ্বিঘাত সমীকরণের সম-অধিবৃত্ত হওয়ার শর্ত লিখ।
জাতীঃ বিঃ সঃ ২০১৬ ।

\(Q.1.(xCv)\) \(5x^2+2xy+5y^2+26x+34y+65=0\) সমীকরণটির প্রকৃতি নির্ণয় কর।
জাতীঃ বিঃ সঃ ২০১৭ ।

\(Q.1.(xCvi)\) \(ax^2+2hxy+by^2+2gx+2fy+c=0\) সমীকরণটির আদর্শ দ্বিঘাত হওয়ার শর্ত লিখ।
জাতীঃ বিঃ সঃ ২০১২ ।