শিক্ষা বোর্ড দিনাজপুর-2017
উচ্চতর গণিত ( সৃজনশীল )
[ 2017 সালের সিলেবাস অনুযায়ী ]
প্রথম পত্র সৃজনশীল
বিষয় কোডঃ 265
সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট
পূর্ণমান-৫০
[ দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রতিটি বিভাগ হতে কমপক্ষে দুইটি করে প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ]
ক বিভাগ-বীজগণিত ও জ্যামিতি
১। \(M=\begin{bmatrix}1 & \ \ \ 2 & \ \ \ 1 \\3 & -3 & -1 \\2 & \ \ \ 1 & \ \ \ 0 \end{bmatrix}\)
ক. \(\begin{bmatrix}2 & -x \\y-1 & \ \ \ 2 \end{bmatrix}=\begin{bmatrix}2 & 3+y \\4 & \ \ \ 2 \end{bmatrix}\) হলে \((x, y)\) নির্ণয় কর।
খ. \(M^2-3M+MI\)-এর মাণ নির্ণয় কর যেখানে \(I\) একক ম্যাট্রিক্স।
গ. \(M\)-এর বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকলে তা নির্ণয় কর।

২। \(\overrightarrow{A}=2\hat{i}+3\hat{j}-\hat{k}, \ \overrightarrow{B}=\hat{i}+2\hat{j}-\hat{k},\)\( \overrightarrow{C}=\hat{i}+b\hat{j}+3\hat{k}\)
ক. অবস্থান ভেক্টর বলতে কি বুঝ?
খ. \(\overrightarrow{A}\) ভেক্টর বরাবর \(\overrightarrow{B}\) ভেক্টরের উপাংশ \(\overrightarrow{C}\) ভেক্টরের সাথে লম্ব হলে \(b\)-এর মাণ কত?
গ. \(\overrightarrow{A}+\overrightarrow{B}\) এবং \(\overrightarrow{A}\times{\overrightarrow{B}}\) ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় কর।

৩।
question

ক. \( 3(x^2+y^2)-5x+y+1=0\) বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় কর।
খ. \(OA=4\) এবং \(OB=3\) হলে চিত্রে প্রদত্ত বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
গ. \(AB\parallel CD\) হলে \(F\) ও \(D\) বিন্দুর সংযোজক সরলরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় কর।

৪। একটি একদিনের ম্যাচে \(NEWZEALAND\) ক্রিকেট দলে \(7\) জন ব্যাটসম্যান, \(6\) জন বোলার এবং \(2\) জন উইকেট কিপার রাখা হল।
ক. \(^nP_3=2\times{^nC_4}\) হলে \(n\)-এর মাণ নির্ণয় কর।
খ. উদ্দীপক হতে কতভাবে \(11\) জন খেলোয়াড়ের দল গঠন করা যাবে যাতে সর্বদা \(5\) জন বোলার এবং কমপক্ষে একজন উইকেট কিপার থাকবে?
গ. স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে \(NEWZEALAND\) শব্দের বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যাবে?

খ বিভাগ-ত্রিকোণমিতি ও ক্যালকুলাস
৫। \(f(x)=\sin x\) এবং \(g(x)=\cos x\)
ক. \(\cos \theta=\frac{3}{\sqrt{13}}\) হলে, \(\sqrt{\frac{2-\cot^2 \theta}{2+\cot^2 \theta}}\)-এর মাণ নির্ণয় কর।
খ. \(f(x)+f(y)=p\) এবং \(g(x)+g(y)=q\) হলে প্রমাণ কর যে, \(f\left(\frac{x-y}{2}\right)=\pm \frac{1}{2}\sqrt{4-p^2-q^2}\)
গ. \(-\frac{\pi}{2}\le x\le \pi\) ব্যবধিতে \(f(2x)\)-এর লেখচিত্র অঙ্কন করে এর একটি বৈশিষ্ঠ্য লিখ।

৬। \(A,B\subset \mathbb{R}, \ B=\mathbb{R}-\{\frac{1}{3}\}, \ g:A\rightarrow B, \ g(x)=\frac{x-5}{3x+1}\) এবং \(h(x)=x^2+1\)
ক. \(\sin{\left(e^{\sqrt{1-x}}\right)}\)-এর অন্তরক সহগ নির্ণয় কর।
খ. দেখাও যে, \((hog)(1)-(goh)(2)=2\)
গ. অস্তিত্ব যাচাই পূর্বক \(g^{-1}(x)\) নির্ণয় কর।

৭। \(f(x)=\ln{x}\) এবং \(g(x)=e^x\)
ক. \[\lim_{x \rightarrow 0}\frac{e^{2x}-1}{ax}\]-এর মাণ নির্ণয় কর।
খ. \(\frac{f(2x)}{x}\)-এর গুরুমান ও লঘুমান বিদ্যমান থাকলে তা নির্ণয় কর।
গ. \(\int_{1}^{e^2}\frac{f(x)}{x}dx+\int_{1}^{2} g(x)dx\)-এর মাণ নির্ণয় কর।

৮। \(g(z)=mz\sin^{-1}{z}\) একটি ফাংশন এবং \(\frac{x^2}{b^2}+\frac{y^2}{a^2}=1\) একটি বক্ররেখা।
ক. \(\int_{1}^{2}{\frac{1}{z}\cos{(\ln z)}dz}\)-এর মাণ নির্ণয় কর।
খ. \(\int{g(x)dx}\)-এর যোজক নির্ণয় কর।
গ. \(b>a\) হলে উদ্দীপকে প্রদত্ত বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের অর্ধাংশের ক্ষেত্রফল বের কর।