বহুপদী ও বহুপদী সমীকরণ
Polynomials and Polynomial Equations
barcode
এ অধ্যায়ের পাঠ্যসূচী।
ঐতিহাসিক পটভূমি
Historical Background
straight3
ওমর খৈয়াম
Omar Khoyyam
(১০৪৮ খ্রিস্টাব্দ-১১৩১ খ্রিস্টাব্দ)
পার্সিয়ান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞান।
গণিতে যোগ, বিয়োগ এবং গুণ পদ্ধতিতে প্রকাশিত বহুপদী একটি পরিবর্তনশীল রাশি। যেমনঃ \(x^2+x+1=0\) সমীকরণটিতে তিনটি পদ বিদ্যমান। যেখানে, \(x\) পরিবর্তনশীল চলক, কিন্তু \(1\) ধ্রুবক। মূলত সমীকরণটি চলকের ঘাতকে সংজ্ঞায়িত করে, যার রূপ \(ax^n\)। বীজগণিত ও ক্যালকুলাসে বহুপদীর পরিপুর্ণতা প্রতিষ্ঠিত হয়।
বহুপদী ও বহুপদী সমীকরণের সংজ্ঞা ও এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা এ অধ্যায়ে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। শুরুতে আমরা একটি উদাহরণের মাধ্যমে এর প্রয়োজনীয়তা তুলে ধরেছি। "যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা \(4\) মিটার বেশি হয় এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল \(192\) বর্গমিটার হয়, তবে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে?"
উপরিউক্ত সমস্যাটিকে গাণিতিক রূপ দিলে তা নিম্নরূপঃ
মনে করি ক্ষেত্রটির প্রস্থ \(x\) মিটার। তাহলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য \(x+4\) মিটার এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল \(x(x+4)\) বর্গমিটার
অতএব, \(x(x+4)=192\)
\(\Rightarrow x^2+x-192=0\)
এ সমীকরণটি একটি বহুপদী সমীকরণ। অর্থাৎ, \(x\) এর মান নির্ণয়ের জন্য এ সমীকরণের সমাধান করা প্রয়োজন।
আধুনিক গণিতে রবার্ট রেকর্ড \((=)\) চিহ্ন প্রয়োগ করে বহুপদী সমীকরণ তৈরিকরেন।
বহুপদী মূল নির্ণয় বা "বীজগাণিতিক সমীকরণের সমাধান নির্ণয়", গণিতের অতি পুরাতন একটি সমস্যা। যদিও পনের শতক থেকে এই বিষয়ে ব্যবহারিক প্রতীকের প্রয়োগ, সুচারুভাবে উন্নতি সাধন শুরু হয়েছে। এর পূর্বে সমীকরনকে কথায় লেখা হতো।
খ্রিষ্টপূর্ব \(2000\)-এ ব্যবিলনের অধিবাসিরা সর্বপ্রথম দ্বিঘাত সমীকরণের মৌলিক সমাধান দেন।
খ্রিষ্টপূর্ব \(300\)-এ ইউক্লিড দ্বিঘাত সমীকরণকে জ্যামিতিকভাবে সমাধান করেন। \(1000\) খ্রিষ্টাব্দে আরব গণিতবিদ দ্বিঘাত সমীকরণকে \(ux^{2p}+vx^p=w\) আকারে রূপান্তর করেন।
\(1400\) খ্রিষ্টাব্দে আলকাশি ত্রিঘাত সমীকরণকে পুনরুক্তি পদ্ধতিতে সমাধান করেন। এ ছাড়া আরও যে সকল গণিতবিদ এই বিষয়ে উন্নতি সাধনে বিশেষ অবদান রেখেছেন তাদের মধ্যে রেনে দেকার্ত \(1596-1650\), সার আইজ্যাক নিউটন \(1642-1727\) মাইকেল রোল \(1652-1719\), লিওনার্দো অয়লার \(1707-1787\) ও গাউস উল্লেখযোগ্য। আধুনিককালে বহুপদী সমীকরণের অর্থিনীতির ব্যয় বিশ্লেষণ, শেয়ার বাজারের পরিবর্তন, বাজেট বিশ্লেষণ, দ্রব্যমূল্য হ্রাস-বৃদ্ধির পরিমাণ, মিসাইলের গতিপথ, ভোল্টেজের উঠানামা, বস্তুর জড়তা ইত্যাদি পরিমাপ করা যায়।
বহুপদী ও বহুপদী সমীকরণ
Polynomials and Polynomial Equations
বহপদী একটি বীজগাণিতিক রাশি যা এক বা একাধিক পদবিশিষ্ট এবং এক বা একাধিক চলকবিশিষ্ট হতে পারে। এ রাশিতে চলকের ঘাত শুন্য বা স্বাভাবিক সংখ্যা হতে হবে।
বহপদীঃ এক বা একাধিক চলকবিশিষ্ট বীজগাণিতিক রাশির চলকের ঘাত শুন্য বা স্বাভাবিক সংখ্যা হলে সেটিকে বহুপদী বলে।
বহুপদী রাশিতে বিদ্যমান পদগুলিতে চলকের সর্বোচ্চ ঘাতকে ঐ রাশির ঘাত বলা হয়।
একটি বহুপদী রাশিতে একটি মাত্র চলক বিদ্যমান থাকলে রাশিটিকে এক চলকের বহুপদী, দুইটি চলক বিদ্যমান থাকলে রাশিটিকে দুই চলকের বহুপদী, তিনটি চলক বিদ্যমান থাকলে রাশিটিকে তিন চলকের বহুপদী বলা হয়। এভাবে বহুপদী রাশিতে যে কয়টি চলক বিদ্যমান থাকে রাশিটিকে তত চলকের বহুপদী বলা হয়।
যদি কোনো বীজগাণিতিক রাশিতে কোনো চলক না থাকে অর্থাৎ, রাশিটি শুধুমাত্র একটি ধ্রুবকের রাশি হয় তবে ঐ রাশিকে শূন্য ঘাতবিশিষ্ট বহুপদী বলা হয়।
এক চলকের বহুপদী রাশি
Polynomial expression in one variable
\(a_{0}\) একটি শূন্য ঘাতবিশিষ্ট বহুপদী।
\(a_{0}x+a_{1}\) একটি এক ঘাতবিশিষ্ট এক চলকের বহুপদী।
\(10x^3+5x^2-4x+8\) একটি তিন ঘাতবিশিষ্ট এক চলকের বহুপদী।
\(a_{0}x^n+a_{1}x^{n-1}+a_{2}x^{n-2}+...+a_{n}\) একটি \(n\)ঘাতবিশিষ্ট এক চলকের বহুপদী।
এখানে \(a_{0}, \ a_{1}, \ a_{2} ...... a_{n}\) ধ্রুবক এবং \(a_{0}\ne{0}\)
একাধিক চলকের বহুপদী রাশি
Polynomial expression in more than one variable
\(ax+by+c\) একটি এক ঘাতবিশিষ্ট দুই চলকের বহুপদী।
\(ax^2+2hxy+by^2+2gx+2fy+c\) একটি দুই ঘাতবিশিষ্ট দুই চলকের বহুপদী।
\(6x^3+4x^2y+3xy^2+7x^2+3y+3\) একটি তিন ঘাতবিশিষ্ট দুই চলকের বহুপদী।
\(ax^2yz+bxy^3+cz^4\) একটি চার ঘাতবিশিষ্ট তিন চলকের বহুপদী।
দুই, তিন ও চার ঘাতবিশিষ্ট এক চলকের বহুপদীর চিত্র
Graphs of polynomials in one variable with two, three and four terms
realNumber
এক চলকের বীজগাণিতিক রাশি যা বহুপদী নয়
An algebraic expression in one variable that is not a polynomial
\(5x^2+2x^{\frac{2}{3}}+4\) রাশিটি বহুপদী নয় কেননা, দ্বিতীয় পদে \(x\) এর ঘাত \(\frac{2}{3}\) যা স্বাভাবিক সংখ্যা নয়।
\(6x^3+5x^2-7x^{-1}+4\) রাশিটি বহুপদী নয় কেননা, তৃতীয় পদে \(x\) এর ঘাত \(-1\) যা স্বাভাবিক সংখ্যা নয়।
সমমাত্রিক ও অসমমাত্রিক বহুপদী
Homogeneous and Non-homogeneous polynomials
কোনো বহুপদীর সকল পদের ঘাত সমান হলে ঐ বহুপদীকে সমমাত্রিক বহুপদী এবং সমান না হলে তাকে অসমমাত্রিক বহুপদী বলা হয়।
যেমনঃ \(ax^2+2hxy+by^2\) একটি \(x\) ও \(y\) চলকের দুই ঘাতবিশিষ্ট সমমাত্রিক বহুপদী।
যেমনঃ \(ax^2+bx+c\) একটি \(x\) চলকের দুই ঘাতবিশিষ্ট অসমমাত্রিক বহুপদী। কেননা,
সমীকরণ
Equations
বীজগণিতীয় চলক সম্বলিত দুইটি রাশি \("="\) চিহ্ন দিয়ে সংযুক্ত হলে ঐ রাশিদ্বয়ের সমতাজ্ঞাপক সম্বন্ধটিকে সমীকরণ বলে।
এতে ব্যবহৃত চলককে বলে অজ্ঞাত রাশি।
সমীকরণের সমান চিহ্নের বাম দিকের রাশিকে বাম পক্ষ এবং ডান দিকের রাশিকে ডান পক্ষ বলে।
যেমনঃ \((i) \ 3x+5=2x+2\)
\((ii) \ 2x^2+5=2x\)
\((iii) \ 3x^3+5x^2=2x+8\)
\((iv) \ 4x^4+5x^2-6x+8=0\)
অভেদ
Identity
যদি কোনো সমীকরণ এর অজ্ঞাত রাশি বা চলকের ঘাত সংখ্যার অধিক মান দ্বারা সিদ্ধ হয় তবে ঐ সমীকরণকে অভেদ বলে।
যেমনঃ \((i) \ (x+2)^2=x^2+4x+4\)
\((ii) \ (a+b)^2=a^2+2ab+b^2\)
\((iii) \ (x+1)^3=x^3+3x^2+3x+1\)
দ্রষ্টব্যঃ প্রত্যেক অভেদ একটি সমীকরণ তবে প্রত্যেক সমীকরণ অভেদ নয়।
বহুপদী সমীকরণ
Polynomial Equations
\(f(x)=a_{0}x^n+a_{1}x^{n-1}+a_{2}x^{n-2}+ ... ... +a_{n}\) একটি \(n\) ঘাতের বহুপদী। যদি বহুপদীটি শূন্য এর সমান হয়, অর্থাৎ \(f(x)=0\) বা \(a_{0}x^n+a_{1}x^{n-1}+a_{2}x^{n-2}+ ... ... +a_{n}=0\) হয় এবং \(a_{0}\ne{0},\) তবে এই সমীকরণকে \(x\) এর \(n\) ঘাতবিশিষ্ট বহুপদী সমীকরণ বা সংক্ষেপে \(x\) এর \(n\) ঘাতের বহুপদী সমীকরণ বলা হয়।
যেখানে, \(a_{0}, \ a_{1}, \ a_{2}, .....a_{n}\) ইত্যাদি সমীকরণটির সহগ।
যেমনঃ \(ax^2+bx+c=0, \ a\ne{0}\) একটি \(x\) চলকের দুই ঘাতবিশিষ্ট বহুপদী সমীকরণ বা সংক্ষেপে দ্বিঘাত সমীকরণ বলা হয়।
একইভাবে, \(5x^3+4x^2+8x+2=0\) একটি \(x\) চলকের ত্রিঘাত সমীকরণ।
বহুপদী সমীকরণের মূল
Roots of a Polynomial Equations
ধরি, \(f(x)=0\) একটি বহুপদী সমীকরণ।
যদি \(f(a)=0\) হয়, তবে \(x=a\) কে বহুপদী সমীকরণের একটি মূল বলা হয়।
যেমনঃ \(x^2-3x+2=0\)
বা, \(f(x)=0\) সমীকরণের দুইটি মূল \(1\) এবং \(2,\)
কেননা \(f(x)=x^2-3x+2\) এর জন্য \(f(1)=0\) ও \(f(2)=0\)
বহুপদী সমীকরণের উৎপাদক উপপাদ্য
Factor Theorem for Polynomial Equations
বর্ণনাঃ যদি \(f(x)\) একটি বহুপদী হয় এবং \(f(a)=0\) হয়, তবে বহুপদী \(f(x)\) এর একটি উৎপাদক \(x-a\) হবে।

প্রমাণঃ
ধরি \(f(x)\) বহুপদীকে \(x-a\) দ্বারা ভাগ করলে ভাগফল \(q(x)\) এবং ভাগশেষ \(r\) পাওয়া যায়।
তাহলে সংজ্ঞানুসারে, \(f(x)=(x-a)q(x)+r .......(1)\) ➜ \(\because \text{ভাজ্য}=(\text{ভাজক}\times\text{ভাগফল})+\text{ভাগশেষ}\)

\((1)\) নং সমীকরণে \(x=a\) বসিয়ে,
\(f(a)=(a-a)q(x)+r\)
\(\Rightarrow f(a)=0.q(x)+r\)
\(\Rightarrow f(a)=r\)
\(\therefore r=f(a)\)
সে ক্ষেত্রে \((1)\) নং হতে, \(f(x)=(x-a)q(x)+f(a) .......(2)\)
যদি, \(f(x)=0\) এর একটি মূল \(a\) হয়, তবে \(f(a)=0\) হবে।
সুতরাং এ শর্তে \((2)\) নং হতে পাওয়া যায় \(f(x)=(x-a)q(x)\) যা স্পষ্ট করে যে, \(f(x)\) বহুপদী, \((x-a)\) দ্বারা নিঃশেষে বিভাজ্য।
অতএব, বহুপদী \(f(x)\) এর \((x-a)\) একটি উৎপাদক।
উদাহরণঃ ধরি, \(f(x)=x^4-2x^3-21x^2+22x+40\)
এখানে, \(f(-1)=(-1)^4-2.(-1)^3-21.(-1)^2+22.(-1)+40\)
\(=1+2-21-22+40\)
\(=-43+43\)
\(=0\)
অর্থাৎ, বহুপদী \(f(x)\) এর \(x-(-1)=x+1\) একটি উৎপাদক।
তাহলে, \(x^4-2x^3-21x^2+22x+40=(x+1)(x^3-3x^2-18x+40)\)
বহুপদীর ভাগশেষ উপপাদ্য
Remainder Theorem of Polynomials
বর্ণনাঃ যদি \(a\) যে কোনো একটি ধ্রুবক হয় এবং \(f(x)\) বহুপদীকে \((x-a)\) দ্বারা ভাগ করা হয়, তবে ভাগশেষ \(f(a)\) হবে।

প্রমাণঃ
ধরি \(f(x)\) বহুপদীকে \(x-a\) দ্বারা ভাগ করলে ভাগফল \(q(x)\) এবং ভাগশেষ \(r\) পাওয়া যায়।
তাহলে সংজ্ঞানুসারে, \(f(x)=(x-a)q(x)+r .......(1)\) ➜ \(\because \text{ভাজ্য}=(\text{ভাজক}\times\text{ভাগফল})+\text{ভাগশেষ}\)

\((1)\) নং সমীকরণে \(x=a\) বসিয়ে,
\(f(a)=(a-a)q(x)+r\)
\(\Rightarrow f(a)=0.q(x)+r\)
\(\Rightarrow f(a)=r\)
\(\therefore r=f(a)\)
সুতরাং \(f(x)\) বহুপদীকে \((x-a)\) দ্বারা ভাগ করলে ভাগশেষ \(f(a)\) পাওয়া যায়।
উদাহরণঃ \(f(x)=x^3-3x^2+4x-10\) কে
\((x-1)\) দ্বারা ভাগ করলে ভাগশেষ, \(f(1)=1^3-3.1^2+4.1-10\)
\(=1-3+4-10\)
\(=5-13\)
\(=-8\)
\((x+2)\) দ্বারা ভাগ করলে ভাগশেষ, \(f(-2)=(-2)^3-3.(-2)^2+4.(-2)-10\)
\(=-8-12-8-10\)
\(=-38\)
দ্রষ্টব্যঃ যদি ভাগশেষ শূন্য হয় অর্থাৎ, \(f(a)=0\) হয়, তবে \((x-a)\) কে \(f(x)\) এর একটি উৎপাদক বলা হয়।
প্রত্যেক \('n'\) ঘাত বহুপদী সমীকরণের মূলের সংখ্যা
Number of roots of every \('n'\) degree polynomial equations
বর্ণনাঃ প্রত্যেক \('n'\) ঘাত বহুপদী সমীকরণ \(f(x)=0\) এর কেবলমাত্র \('n'\) সংখ্যক মূল বিদ্যমান।

প্রমাণঃ
ধরি \(f(x)\equiv a_{0}x^n+a_{1}x^{n-1}+a_{2}x^{n-2}+ ... ... +a_{n}=0\) একটি \('n'\) ঘাতবিশিষ্ট বহুপদী সমীকরণ।
বীজগণিতীয় মৌলিক উপপাদ্য অনুসারে, প্রত্যেক \('n'\) ঘাতের বহুপদী সমীকরণ \(f(x)=0\) এর কমপক্ষে একটি বাস্তব অথবা কাল্পনিক মূল বিদ্যমান।
ধরি, সমীকরণ \(f(x)=0\) এর একটি মূল \(\alpha_{1}\)।
তাহলে উপপাদ্য অনুযায়ী \(f(x)\) এর একটি উৎপাদক \((x-\alpha_{1})\)
সুতরাং, \(f(x)=(x-\alpha_{1})\phi_{1}(x) ..... (1)\)
যেখানে, \(\phi_{1}(x)\) হলো \((n-1)\) ঘাতের বহুপদী যার প্রথম পদ \(=a_{0}x^{n-1}.\)
আবার,
বীজগণিতীয় মৌলিক উপপাদ্য অনুসারে,\(\phi_{1}(x)=0\) এর কমপক্ষে একটি মূল বিদ্যমান।
ধরি, সমীকরণ \(\phi_{1}(x)=0\) এর একটি মূল \(\alpha_{2}\)।
তাহলে উপপাদ্য অনুযায়ী \(\phi_{1}(x)\) এর একটি উৎপাদক \((x-\alpha_{2})\)
সুতরাং, \(\phi_{1}(x)=(x-\alpha_{2})\phi_{2}(x) ..... (2)\)
যেখানে, \(\phi_{2}(x)\) হলো \((n-2)\) ঘাতের বহুপদী যার প্রথম পদ \(=a_{0}x^{n-2}.\)
এখন, \((1)\) ও \((2)\) নং হতে,
\(f(x)=(x-\alpha_{1})(x-\alpha_{2})\phi_{2}(x)\)
এভাবে অগ্রসর হয়ে \(n\) ধাপের পর,
\(f(x)=(x-\alpha_{1})(x-\alpha_{2})(x-\alpha_{3}) .... (x-\alpha_{n})\phi_{n}(x) .... (3)\)
এখানে, \(\phi_{n}(x)\) হলো \((n-n)\) ঘাতের বহুপদী।
অর্থাৎ, \(\phi_{n}(x)=a_{0}x^{n-n}=a_{0}\) যা ধ্রুবক।
সুতরাং, \((3)\) নং হতে,
\(f(x)=(x-\alpha_{1})(x-\alpha_{2})(x-\alpha_{3}) .... (x-\alpha_{n})a_{0}\)
\(\therefore f(x)=a_{0}(x-\alpha_{1})(x-\alpha_{2})(x-\alpha_{3}) .... (x-\alpha_{n}) ...... (4)\)
এখন, \(\alpha_{i}\in{\{\alpha_{1}, \ \alpha_{2}, \ \alpha_{3}, ... \alpha_{n}\}}\) হলে,
\((4)\) নং হতে,
\(f(\alpha_{i})=0\) যেখানে, \(i=1, \ 2, \ 3, ....n\)
অতএব, \(f(x)=0\) বহুপদী সমীকরণের \('n'\) সংখ্যক মূল \(\alpha_{1}, \ \alpha_{2}, \ \alpha_{3}, ... \alpha_{n}\)বিদ্যমান।
এখন যদি \(\alpha_{i}\ne{\{\alpha_{1}, \ \alpha_{2}, \ \alpha_{3}, ... \alpha_{n}\}}\) হয়
তবে \(f(\alpha)=a_{0}(\alpha-\alpha_{1})(\alpha-\alpha_{2})(\alpha-\alpha_{3}) .... (\alpha-\alpha_{n})\ne{0}\)
সুতরাং, বহুপদী সমীকরণ \(f(x)=0\) এর \(\alpha_{1}, \ \alpha_{2}, \ \alpha_{3}, ... \alpha_{n}\) এ \(n\) সংখ্যক মূল ব্যতীত অন্য কোনো মূল বিদ্যমান থাকতে পারে না।
উদাহরণঃ নিচের সমীকরণগুলির মাত্রা ও মূলের সংখ্যা নির্ণয় কর।
\((i) \ 16x^2=0\)
\((ii) \ x^3+x=0\)
\((iii) \ 4x^4-12x^2+4=0\)
বহুপদী সমীকরণ এবং অভেদ
Polynomial Equations and Identity
ধরি \(n\) ঘাতের একটি বহুপদী সমীকরণ \(f(x)=0\) যদি সমীকরণটি \(x\) এর সর্বোচ্চ \(n\) সংখ্যক মান দ্বারা সিদ্ধ হয়, অর্থাৎ সমীকরণটির সর্বোচ্চ \(n\) সংখ্যক মান বিদ্যমান থাকে, তবে \(f(x)=0\) কে বহুপদী সমীকরণ বলা হয়।
যেমনঃ \((i) \ x^3-6x^2+11x-6=0\) একটি সমীকরণ কেননা, সমীকরণটির ঘাত তিন এবং এর কেবলমাত্র \(1, \ 2\) ও \(3\) এ তিনটি মূল বিদ্যমান।
আবার, যদি সমীকরণটি \(x\) এর সকল মান দ্বারা সিদ্ধ হয়, তবে \(f(x)=0\) কে বহুপদী অভেদ বলা হয়।
যেমনঃ \((i) \ (x-a)^3=x^3-3x^2a+3xa^2-a^3\) এটি একটি অভেদ কেননা, এটি \(x\) এর সকল মান দ্বারা সিদ্ধ হয়।
মূলদ সহগবিশিষ্ট বহুপদী সমীকরণের অমূলদ মূল
Irrational roots of polynomial equations with rational coefficients
বর্ণনাঃ মূলদ সহগবিশিষ্ট একটি বহুপদী সমীকরণের অমূলদ মূলগুলি যুগলে থাকে।

প্রমাণঃ
ধরি \(f(x)=0\) একটি মূলদ সহগবিশিষ্ট বহুপদী সমীকরণ এবং \(x=p+\sqrt{q}\) এর একটি মূল, যেখানে \(p\in{\mathbb{Q}}\) এবং \(\sqrt{q}\in{\mathbb{Q^{\prime}}}\) ।
তাহলে, \(f(p+\sqrt{q})=0 ........(1)\)
আবার,
যেহেতু বহুপদী \(f(x)=0\) এর সহগগুলি মূলদ।
সুতরাং, \(f(p+\sqrt{q})=A+\sqrt{B} ..... (2)\)
এবং \(f(p-\sqrt{q})=A-\sqrt{B} ....... (3)\)
যেখানে, \(A\in{\mathbb{Q}}\) এবং \(\sqrt{B}\in{\mathbb{Q^{\prime}}}.\)
এখন, \((1)\) ও \((2)\) নং হতে,
\(A+\sqrt{B}=0\)
\(\Rightarrow A=0, \ B=0\) ➜ \(\because\) একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যার যোগফল শূন্য হতে পারে না।

তাহলে, \((3)\) হতে,
\(f(p-\sqrt{q})=0\)
সুতরাং, প্রদত্ত সমীকরণের একটি মূল \(p+\sqrt{q}\) হলে অপর একটি মূল \(p-\sqrt{q}\) পাওয়া যায় এবং বিপরীতক্রমে একটি মূল \(p-\sqrt{q}\) হলে অপর একটি মূল \(p+\sqrt{q}\) পাওয়া যাবে।
\(\therefore\) মূলদ সহগবিশিষ্ট একটি বহুপদী সমীকরণের অমূলদ মূলগুলি যুগলে থাকে।
উদাহরণঃ \(x^3-6x^2+9x-2=0\) মূলদ সহগবিশিষ্ট একটি বহুপদী সমীকরণ।
এর অমূলদ যূগল মূল \(2+\sqrt{3}\) এবং \(2-\sqrt{3}\) বিদ্যমান।
আবার,
\(x^3-(7+\sqrt{2})x^2+(12+7\sqrt{2})x-12\sqrt{2}=0\) একটি বহুপদী সমীকরণ। যার একটি মূল \(\sqrt{2}\) কিন্তু অপর মূল \(-\sqrt{2}\) নয়। কারন, সমীকরণটি মূলদ সহগবিশিষ্ট নয়।
বাস্তব সহগবিশিষ্ট বহুপদী সমীকরণের কাল্পনিক মূল
Imaginary roots of polynomial equations with real coefficients
বর্ণনাঃ বাস্তব সহগবিশিষ্ট বহুপদী সমীকরণের কাল্পনিক মূলগুলি অনুবন্ধী যুগলে থাকে।

প্রমাণঃ
ধরি \(f(x)=0\) একটি বাস্তব সহগবিশিষ্ট বহুপদী সমীকরণ এবং \(x=p+iq\) এর একটি মূল, যেখানে \(p,q\in{\mathbb{R}}\) এবং \(i=\sqrt{-1}\) ।
তাহলে, \(f(p+iq)=0 ........(1)\)
আবার,
যেহেতু বহুপদী \(f(x)=0\) এর সহগগুলি বাস্তব।
সুতরাং, \(f(p+iq)=A+iB ..... (2)\)
এবং \(f(p-iq)=A-iB ....... (3)\)
যেখানে, \(A,B\in{\mathbb{R}}\) এবং \(i=\sqrt{-1}.\)
এখন, \((1)\) ও \((2)\) নং হতে,
\(A+iB=0\)
\(\Rightarrow A+iB=0+i0\)
\(\Rightarrow A=0, \ B=0\) ➜ উভয় পার্শ হতে বাস্তব ও কাল্পনিক অংশের সমতা নিয়ে।

তাহলে, \((3)\) হতে,
\(f(p-iq)=0\)
সুতরাং, প্রদত্ত সমীকরণের একটি মূল \(p+iq\) হলে অপর একটি মূল \(p-iq\) পাওয়া যায় এবং বিপরীতক্রমে একটি মূল \(p-iq\) হলে অপর একটি মূল \(p+iq\) পাওয়া যাবে।
\(\therefore\) বাস্তব সহগবিশিষ্ট বহুপদী সমীকরণের কাল্পনিক মূলগুলি অনুবন্ধী যুগলে থাকে।
উদাহরণঃ \(2x^3-9x^2+14x-5=0\) বাস্তব সহগবিশিষ্ট বহুপদী সমীকরণের।
এর কাল্পনিক যূগল মূল \(2+i\) এবং \(2-i\) বিদ্যমান।
আবার,
\(x^3+(5-i)x^2+(6+5i)x-6i=0\) একটি বহুপদী সমীকরণ। যার একটি মূল \(i\) কিন্তু অপর মূল \(-i\) নয়। কারন, সমীকরণটি বাস্তব সহগবিশিষ্ট নয়।
দ্বিঘাত রাশি এবং দ্বিঘাত সমীকরণ
Quadratic Quantity and Quadratic Equations
\(ax^2+bx+c, \ a,b,c\in{\mathbb{R}}\) এবং \(a\ne{0}\) আকারের রাশিকে এক চলকবিশিষ্ট দ্বিঘাত রাশি বলা হয়।
\(ax^2+bx+c=0, \ a,b,c\in{\mathbb{R}}\) এবং \(a\ne{0}\) আকারের সমীকরণকে এক চলকবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। দ্বিঘাত সমীকরণের বামপক্ষে একটি দ্বিঘাত রাশি এবং ডানপক্ষে শূন্য ধরা হয়।
দ্বিঘাত সমীকরণের সমাধান
Solving quadratic equations
\(ax^2+bx+c=0, \ a,b,c\in{\mathbb{R}}\) এবং \(a\ne{0}\) কে দ্বিঘাত সমীকরণের প্রমাণ আকার বা আদর্শ আকার বলে। একাধিক উপায়ে এ সমীকরণের সমাধান করা যায়।
প্রথম পদ্ধতিঃ যদি সমীকরণের বামপক্ষ \(ax^2+bx+c\) কে দুইটি সরল একঘাতি উতপাদকে বিশ্লেষণ করা যায় তবে উতপাদকদ্বয় পৃথকভাবে শূন্য \((0)\) এর সমান ধরে দুইটি সমাধান পাওয়া যায়।
দ্বিতীয় পদ্ধতিঃ প্রদত্ত সমীকরণ \(ax^2+bx+c=0\)
\(\Rightarrow 4a^2x^2+4abx+4ac=0\) ➜ উভয় পক্ষে \(4a\) গুণ করে।

\(\Rightarrow (2ax)^2+2.2ax.b+b^2-b^2+4ac=0\)
\(\Rightarrow (2ax+b)^2-b^2+4ac=0\)
\(\Rightarrow (2ax+b)^2=b^2-4ac\)
\(\Rightarrow 2ax+b=\pm{\sqrt{b^2-4ac}}\)
\(\Rightarrow 2ax=-b\pm{\sqrt{b^2-4ac}}\)
\(\therefore x=\frac{-b\pm{\sqrt{b^2-4ac}}}{2a}\)
বহুলভাবে ব্যবহৃত এ পদ্ধতিটি বিখ্যাত ভারতীয় গণিতবিদ শ্রীধর আচার্যের \((870-930)\) পদ্ধতি নামে পরিচিত।
দ্বিঘাত সমীকরণের মূলের সংখ্যা
Number of roots of quadratic equation
বর্ণনাঃ দ্বিঘাত সমীকরণের মূলের সংখ্যা দুইয়ের অধিক হতে পারে না।

প্রমাণঃ
প্রদত্ত সমীকরণ \(ax^2+bx+c=0, \ a,b,c\in{\mathbb{R}}\) এবং \(a\ne{0}\) এর সমাধান
\(x=\frac{-b\pm{\sqrt{b^2-4ac}}}{2a}\)
\(\therefore x=\frac{-b+\sqrt{b^2-4ac}}{2a}, \ \frac{-b-\sqrt{b^2-4ac}}{2a}\)
\(x\) এর এই দুইটি মানকে প্রদত্ত সমীকরণের দুইটি মূল বলে। প্রমাণ করতে হবে যে, দ্বিঘাত সমীকরণের দুইটির বেশী মূল থাকতে পারে না।
ধরি, দ্বিঘাত সমীকরণ \(ax^2+bx+c=0, \ a\ne{0}\) এর তিনটি ভিন্ন ভিন্ন মূল বিদ্যমান এবং মূলগুলি যথাক্রমে \(\alpha, \ \beta\) ও \(\gamma\)।
তাহলে, সমীকরণটি \(\alpha, \ \beta\) ও \(\gamma\) দ্বারা সিদ্ধ হবে।
অতএব, \(a\alpha^2+b\alpha+c=0 ....... (1)\)
\(a\beta^2+b\beta+c=0 ....... (2)\)
\(a\gamma^2+b\gamma+c=0 ....... (3)\)
এখন, \((1)-(2)\) এর সাহায্যে,
\(a(\alpha^2-\beta^2)+b(\alpha-\beta)=0\)
\(\Rightarrow a(\alpha-\beta)(\alpha+\beta)+b(\alpha-\beta)=0\)
\(\Rightarrow (\alpha-\beta)\{a(\alpha+\beta)+b\}=0\)
\(\Rightarrow (\alpha-\beta)\ne{0}\)
\(\therefore a(\alpha+\beta)+b=0 ........(4)\) ➜ \(\because \alpha\ne{\beta}\)

অনুরূপভাবে, \((2)-(3)\) এর সাহায্যে,
\(a(\beta^2-\gamma^2)+b(\beta-\gamma)=0\)
\(\Rightarrow a(\beta-\gamma)(\beta+\gamma)+b(\beta-\gamma)=0\)
\(\Rightarrow (\beta-\gamma)\{a(\beta+\gamma)+b\}=0\)
\(\Rightarrow (\beta-\gamma)\ne{0}\)
\(\therefore a(\beta+\gamma)+b=0 ........(5)\) ➜ \(\because \beta\ne{\gamma}\)

এখন, \((4)-(5)\) এর সাহায্যে,
\(a(\alpha+\beta)-a(\beta+\gamma)=0\)
\(\Rightarrow a(\alpha+\beta-\beta-\gamma)=0\)
\(\Rightarrow a(\alpha-\gamma)=0\) যা অসম্ভব।
কারন, \(a\ne{0}\) এবং \(\alpha\ne{\gamma}\)
\(\therefore\) দ্বিঘাত সমীকরণের মূলের সংখ্যা দুইয়ের অধিক হতে পারে না।
উদাহরণঃ \(2x^2+13x-5=0\) সমীকরণের সর্বোচ্চ কয়টি মূল থাকতে পারে? প্রদত্ত সমীকরণের সমাধান নির্ণয় কর।
দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের মধ্যে সম্পর্ক
Relationship between roots and coefficients of quadratic equations
দ্বিঘাত সমীকরণ \(ax^2+bx+c=0, \ a,b,c\in{\mathbb{R}}\) এবং \(a\ne{0}\) এর সমাধান
\(x=\frac{-b\pm{\sqrt{b^2-4ac}}}{2a}\)
\(\therefore x=\frac{-b+\sqrt{b^2-4ac}}{2a}, \ \frac{-b-\sqrt{b^2-4ac}}{2a}\)
\(x\) এর এই দুইটি মানকে প্রদত্ত সমীকরণের দুইটি মূল বলে এবং \(a, \ b, \ c\) সমীকরণের সহগ নামে পরিচিত।
সমীকরণের মূলদ্বয়কে যথাক্রমে \(\alpha\) ও \(\beta\) দ্বারা প্রকাশ করা হলো।
অর্থাৎ, \(\alpha=\frac{-b+\sqrt{b^2-4ac}}{2a}\) এবং \(\beta=\frac{-b-\sqrt{b^2-4ac}}{2a}\)
এখন, \(\alpha\) ও \(\beta\) এর সাথে \(a, \ b, \ c\) সহগগুলির সম্পর্ক স্থাপন করতে হবে।
ধরি, \(\alpha=\frac{-b+\sqrt{b^2-4ac}}{2a} .......(1)\)
এবং \(\beta=\frac{-b-\sqrt{b^2-4ac}}{2a} .......(2)\)
\((1)+(2)\) এর সাহায্যে
\(\alpha+\beta=\frac{-b+\sqrt{b^2-4ac}}{2a}+\frac{-b-\sqrt{b^2-4ac}}{2a}\)
\(=\frac{-b+\sqrt{b^2-4ac}-b-\sqrt{b^2-4ac}}{2a}\)
\(=\frac{-2b}{2a}\)
\(=-\frac{b}{a}\)
\(\therefore \alpha+\beta=-\frac{b}{a}\)
\((1)\times(2)\) এর সাহায্যে
\(\alpha\beta=\frac{-b+\sqrt{b^2-4ac}}{2a}\times\frac{-b-\sqrt{b^2-4ac}}{2a}\)
\(=\frac{(-b+\sqrt{b^2-4ac})(-b-\sqrt{b^2-4ac})}{4a^2}\)
\(=\frac{(-b)^2-(\sqrt{b^2-4ac})^2}{4a^2}\)
\(=\frac{b^2-b^2+4ac}{4a^2}\)
\(=\frac{4ac}{4a^2}\)
\(=\frac{c}{a}\)
\(\therefore \alpha\beta=\frac{c}{a}\)
সুতরাং, দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের মধ্যে সম্পর্ক,
\(\alpha+\beta=-\frac{b}{a}\)
\(\alpha\beta=\frac{c}{a}\)
দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল
Common roots of quadratic equations
দুইটি দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ মূল থাকতে পারে অথবা, উভয় মূলই সাধারণ হতে পারে।
বর্ণনাঃ দুইটি দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ মূল থাকার শর্ত নির্ণয় কর।

প্রমাণঃ
ধরি, দুইটি দ্বিঘাত সমীকরণ যথাক্রমে
\(a_{1}x^2+b_{1}x+c_{1}=0 .......(1)\)
\(a_{2}x^2+b_{2}x+c_{2}=0 .......(2)\)
\(\alpha,\) সমীকরণদ্বয়ের সাধারণ মূল।
তাহলে, \(\alpha,\) উভয় সমীকরণকে সিদ্ধ করবে।
\(\therefore a_{1}\alpha^2+b_{1}\alpha+c_{1}=0 .......(3)\)
\(a_{2}\alpha^2+b_{2}\alpha+c_{2}=0 .......(4)\)
\((3)\) ও \((4)\) নং সমীকরণ বজ্রগুণ করে,
\(\frac{\alpha^2}{b_{1}c_{2}-b_{2}c_{1}}=\frac{\alpha}{c_{1}a_{2}-c_{2}a_{1}}=\frac{1}{a_{1}b_{2}-a_{2}b_{1}}\)
\(\Rightarrow \frac{\alpha^2}{b_{1}c_{2}-b_{2}c_{1}}=\frac{1}{a_{1}b_{2}-a_{2}b_{1}}, \ \frac{\alpha}{c_{1}a_{2}-c_{2}a_{1}}=\frac{1}{a_{1}b_{2}-a_{2}b_{1}}\)
\(\Rightarrow \alpha^2=\frac{b_{1}c_{2}-b_{2}c_{1}}{a_{1}b_{2}-a_{2}b_{1}}, \ \alpha=\frac{c_{1}a_{2}-c_{2}a_{1}}{a_{1}b_{2}-a_{2}b_{1}}\)
\(\Rightarrow \frac{b_{1}c_{2}-b_{2}c_{1}}{a_{1}b_{2}-a_{2}b_{1}}=\left(\frac{c_{1}a_{2}-c_{2}a_{1}}{a_{1}b_{2}-a_{2}b_{1}}\right)^2\)
\(\Rightarrow \frac{b_{1}c_{2}-b_{2}c_{1}}{a_{1}b_{2}-a_{2}b_{1}}=\frac{(c_{1}a_{2}-c_{2}a_{1})^2}{(a_{1}b_{2}-a_{2}b_{1})^2}\)
\(\Rightarrow b_{1}c_{2}-b_{2}c_{1}=\frac{(c_{1}a_{2}-c_{2}a_{1})^2}{a_{1}b_{2}-a_{2}b_{1}}\)
\(\therefore (b_{1}c_{2}-b_{2}c_{1})(a_{1}b_{2}-a_{2}b_{1})=(c_{1}a_{2}-c_{2}a_{1})^2\)
ইহাই নির্ণেয় শর্ত।
বর্ণনাঃ দুইটি দ্বিঘাত সমীকরণের উভয় মূলই সাধারণ হওয়ার শর্ত নির্ণয় কর।

প্রমাণঃ
ধরি, দুইটি দ্বিঘাত সমীকরণ যথাক্রমে
\(a_{1}x^2+b_{1}x+c_{1}=0 .......(1)\)
\(a_{2}x^2+b_{2}x+c_{2}=0 .......(2)\)
\(\alpha, \ \beta\) উভয় সমীকরণের সাধারণ মূল।
\(\alpha, \ \beta\) যখন, \((1)\) নং সমীকরণের মূল হবে।
\(\alpha+\beta=-\frac{b_{1}}{a_{1}} .......(3)\)
\(\alpha\beta=\frac{c_{1}}{a_{1}} .......(4)\)
\(\alpha, \ \beta\) যখন, \((2)\) নং সমীকরণের মূল হবে।
\(\alpha+\beta=-\frac{b_{2}}{a_{2}} .......(5)\)
\(\alpha\beta=\frac{c_{2}}{a_{2}} .......(6)\)
\((3)\) ও \((5)\) নং সমীকরণ হতে,
\(-\frac{b_{2}}{a_{2}}=-\frac{b_{1}}{a_{1}}\)
\(\Rightarrow \frac{b_{2}}{a_{2}}=\frac{b_{1}}{a_{1}}\)
\(\therefore \frac{a_{1}}{a_{2}}=\frac{b_{1}}{b_{2}} ...... (7)\)
আবার, \((4)\) ও \((6)\) নং সমীকরণ হতে,
\(\frac{c_{2}}{a_{2}}=\frac{c_{1}}{a_{1}}\)
\(\therefore \frac{a_{1}}{a_{2}}=\frac{c_{1}}{c_{2}} ...... (8)\)
আবার, \((7)\) ও \((8)\) নং সমীকরণ হতে,
\(\frac{a_{1}}{a_{2}}=\frac{b_{1}}{b_{2}}=\frac{c_{1}}{c_{2}}\)
ইহাই নির্ণেয় শর্ত।
নিশ্চায়ক বা পৃথায়ক
Discriminant
দ্বিঘাত সমীকরণ \(ax^2+bx+c=0, \ a,b,c\in{\mathbb{R}}\) এবং \(a\ne{0}\) এর সমাধান
\(x=\frac{-b\pm{\sqrt{b^2-4ac}}}{2a}\)
\(\therefore x=\frac{-b+\sqrt{b^2-4ac}}{2a}, \ \frac{-b-\sqrt{b^2-4ac}}{2a}\)
\(x\) এর এই দুইটি মানকে প্রদত্ত সমীকরণের দুইটি মূল বলে এবং \(a, \ b, \ c\) সমীকরণের সহগ নামে পরিচিত।
\(a, \ b, \ c\) সহগগুলি বাস্তব সংখ্যা হলে, সমীকরণের মূলদ্বয়ে বিদ্যমান \(b^2-4ac\) রাশিটি মূলদ্বয়ের প্রকৃতি নিশ্চিত করে। তাই \(b^2-4ac\) রাশিটিকে সমীকরণের নিশ্চায়ক বা পৃথায়ক বলে।
নিশ্চায়ককে (Discriminant) শব্দের প্রথম অক্ষর (D) দ্বারা প্রকাশ করা হয়।
অর্থাৎ নিশ্চায়ক,
\(D=b^2-4ac\)
দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি
Nature of roots of quadratic equations
দ্বিঘাত সমীকরণ \(ax^2+bx+c=0, \ a,b,c\in{\mathbb{R}}\) এবং \(a\ne{0}\) এর সমাধান
\(x=\frac{-b\pm{\sqrt{b^2-4ac}}}{2a}\)
যদি \(b^2-4ac=0\) হয়, তবে মূলদ্বয় বাস্তব ও সমান হয়।
যদি \(b^2-4ac\gt{0}\) হয়, তবে মূলদ্বয় বাস্তব ও অসমান হয়।
যদি \(b^2-4ac\lt{0}\) হয়, তবে মূলদ্বয় জটিল ও অসমান হবে। জটিল মূলদ্বয় একটি অপরটির অনুবন্ধী হয়।
যদি \(b^2-4ac\gt{0}\) এবং পূর্ণবর্গ সংখ্যা এবং \(a, \ b, \ c\) মূলদ সংখ্যা হয়, তবে মূলদ্বয় মূলদ ও অসমান হয়।
দ্বিঘাত সমীকরণ গঠন
Formation of quadratic equations
ধরি, কোনো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\)
তাহলে, \((x-\alpha), \ (x-\beta)\) উক্ত সমীকরণের বাম পক্ষের দুইটি উৎপাদক হবে।
যেহেতু, দ্বিঘাত সমীকরণের কেবলমাত্র দুইটি মূল বিদ্যমান;
সুতরাং, \(\alpha, \ \beta\) মূলবিশিষ্ট সমীকরণ \((x-\alpha)(x-\beta)=0\)
\(\Rightarrow x^2-(\alpha+\beta)x+\alpha\beta=0\)
\(\therefore\) কোনো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় জানা থাকলে, সমীকরণটি
\(x^2-(\text{মূল দ্বয়ের যোগফল})x+(\text{মূল দ্বয়ের গুণফল})=0\)
ত্রিঘাত সমীকরণের মূল ও সহগের মধ্যে সম্পর্ক
Relationship between roots and coefficients of cubic equations
ধরি, ত্রিঘাত সমীকরণ \(ax^3+bx^2+cx+d=0\)
\(\therefore x^3+\frac{b}{a}x^2+\frac{c}{a}x+\frac{d}{a}=0\) ➜ উভয় পার্শে \(a\) ভাগ করে,

ত্রিঘাত সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta, \ \gamma\) হলে,
\(x^3+\frac{b}{a}x^2+\frac{c}{a}x+\frac{d}{a}\equiv(x-\alpha)(x-\beta)(x-\gamma)\) হবে।
\(\Rightarrow x^3+\frac{b}{a}x^2+\frac{c}{a}x+\frac{d}{a}\equiv x^3-(\alpha+\beta+\gamma)x^2+(\alpha\beta+\beta\gamma+\alpha\gamma)x-\alpha\beta\gamma\)
\(\Rightarrow x^3-(\alpha+\beta+\gamma)x^2+(\alpha\beta+\beta\gamma+\alpha\gamma)x-\alpha\beta\gamma\equiv x^3+\frac{b}{a}x^2+\frac{c}{a}x+\frac{d}{a}\)
\(\Rightarrow -(\alpha+\beta+\gamma)=\frac{b}{a}, \ \alpha\beta+\beta\gamma+\alpha\gamma=\frac{c}{a}, \ -\alpha\beta\gamma=\frac{d}{a}\) ➜ উভয় পার্শ হতে \(x^3, \ x^2, \ x\) এর সহগ ও ধ্রুবক রাশির সমতা নিয়ে,

\(\therefore \alpha+\beta+\gamma=-\frac{b}{a}, \ \alpha\beta+\beta\gamma+\alpha\gamma=\frac{c}{a}, \ \alpha\beta\gamma=-\frac{d}{a}\)
\(\therefore\) ত্রিঘাত সমীকরণের মূল ও সহগের মধ্যে সম্পর্কগুলি,
\(\alpha+\beta+\gamma=-\frac{b}{a}\)
\(\alpha\beta+\beta\gamma+\alpha\gamma=\frac{c}{a}\)
\(\alpha\beta\gamma=-\frac{d}{a}\)
ত্রিঘাত সমীকরণ গঠন
Formation of cubic equations
ধরি, ত্রিঘাত সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta, \ \gamma\) হলে,
তাহলে, \((x-\alpha), \ (x-\beta), \ (x-\gamma)\) উক্ত সমীকরণের বাম পক্ষের তিনটি উৎপাদক হবে।
যেহেতু, ত্রিঘাত সমীকরণের কেবলমাত্র তিনটি মূল বিদ্যমান;
সুতরাং, \(\alpha, \ \beta, \ \gamma\) মূলবিশিষ্ট সমীকরণ \((x-\alpha)(x-\beta)(x-\gamma)=0\)
\(\Rightarrow x^3-(\alpha+\beta+\gamma)x^2+(\alpha\beta+\beta\gamma+\alpha\gamma)x-\alpha\beta\gamma=0\)
\(\therefore\) কোনো ত্রিঘাত সমীকরণের মূলত্রয় জানা থাকলে, সমীকরণটি
\(x^3-(\text{মূল ত্রয়ের যোগফল})x^2+(\text{মূল ত্রয়ের দুইটি করে গুণফলের যোগফল})x-(\text{মূল ত্রয়ের গুণফল})=0\)
বিভিন্ন প্রগমনভুক্ত রাশিসমূহ
Various Sequential Quantity
তিনটি সমান্তর প্রগমনভুক্ত রাশি \(a-d, \ a, \ a+d\)
তিনটি সমানুপাতিক (গুণোত্তর) প্রগমনভুক্ত রাশি \(\frac{a}{d}, \ a, \ ad\)
তিনটি ভাজিত (Harmonic) প্রগমনভুক্ত রাশি \(\frac{1}{a-d}, \ \frac{1}{a}, \ \frac{1}{a+d}\)
চারটি সমান্তর প্রগমনভুক্ত রাশি \(a-3d, \ a-d, \ a+d, \ a+3d\)
চারটি সমানুপাতিক (গুণোত্তর) প্রগমনভুক্ত রাশি \(\frac{a}{d^3}, \ \frac{a}{d}, \ ad, \ ad^3\)
চারটি ভাজিত (Harmonic) প্রগমনভুক্ত রাশি \(\frac{1}{a-3d}, \ \frac{1}{a-d}, \ \frac{1}{a+d}, \ \frac{1}{a+3d}\)
উদাহরণসমুহ
উৎপাদকের সাহায্যে সমাধান করঃ
\(Ex.1.(a)\) \(3x^2+13x+4=0\)
উত্তরঃ নির্ণেয় সমাধান, \(x=-4, \ -\frac{1}{3}\)

উৎপাদকের সাহায্যে সমাধান করঃ
\(Ex.1.(b)\) \(3x^2-7x+4=0\)
উত্তরঃ নির্ণেয় সমাধান, \(x=1, \ \frac{4}{3}\)

\(Ex.1.(c)\) \(2x^2+9x-35=0\)
উত্তরঃ নির্ণেয় সমাধান, \(x=-7, \ \frac{5}{2}\)

\(Ex.1.(d)\) \(2x^2-3x-35=0\)
উত্তরঃ নির্ণেয় সমাধান, \(x=5, \ -\frac{7}{2}\)

\(Ex.1.(e)\) \(x^2-7x+12=0\)
উত্তরঃ নির্ণেয় সমাধান, \(x=3, \ x=4\)

সমাধান করঃ
\(Ex.2.(a)\) \(2x^2-5x-1=0\)
উত্তরঃ নির্ণেয় সমাধান, \(x=\frac{5+\sqrt{33}}{4}, \ \frac{5-\sqrt{33}}{4}\)

\(Ex.3.\) \(27x^2+6x-(p+2)=0\) সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে, \(p\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(p=-1, \ 6\)
ঢাঃ ২০১৯, ২০০৪; রাঃ ২০১২; সিঃ ২০১১; চঃ ২০১২; কুঃ ২০০৫; বঃ ২০১৪; যঃ ২০১৩,২০০৯; চুয়েটঃ ২০০৮-২০০৯; কুঃ,চঃ,রাঃবঃ ২০১৮ ।

\(Ex.4.\) \(ax^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \(ac(x^2+1)-(b^2-2ac)x=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) এর মাধ্যমে প্রকাশ কর।
উত্তরঃ \(ac(x^2+1)-(b^2-2ac)x=0\) সমীকরণের মূলদ্বয় \(\frac{\alpha}{\beta}, \ \frac{\beta}{\alpha}\)
চঃ ২০১৭,২০১৩; দিঃ ২০১৭; রুয়েটঃ ২০১২-২০১৩; সিঃ ২০১৯ মাঃ ২০১৯।

\(Ex.5.\) \(a, \ b, c\) মূলদ এবং \(a+b+c=0\) হয়, তবে দেখাও যে, \((b+c-a)x^2+(c+a-b)x+(a+b-c)=0\) সমীকরণের মূলগুলি মূলদ হবে।
বঃ ২০০২; ঢাঃ ২০১৪,২০১২; কুঃ ২০১৩ ।

\(Ex.6.\) \(4x^2-6x+1=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \(\alpha+\frac{1}{\beta}\) এবং \(\beta+\frac{1}{\alpha}\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(4x^2-30x+25=0\)
ঢাঃ ২০০৮; রাঃ ২০০৮, ২০১০; সিঃ২০০৬,২০১৪; চঃ ২০০৭; কুঃ ২০০৬,২০১১,২০১৩; বঃ ২০১৪; মাঃ ২০১০,২০১৩।

\(Ex.7.\) \(ax^2+bx+c=0\) এর একটি মূল \(cx^2+bx+a=0\) এর একটি মূলের দ্বিগুণ হলে দেখাও যে, \(2a=c\) অথবা \((2a+c)^2=2b^2\) ।
ঢাঃ ২০১৭,২০১৪,২০১১; বঃ ২০১১, ২০০৩; কুঃ ২০০৫; যঃ ২০১১,২০০৬; সিঃ ২০০৭ মাঃ ২০১৯।

\(Ex.8.\) \(x^3-7x^2+8x+10=0\) এর একটি মূল \(1+\sqrt{3}\) হলে, অপর মূলগুলি নির্ণয় কর।
উত্তরঃ অপর মূলগুলি \(1-\sqrt{3}, \ 5\)

\(Ex.9.\) \(x^3+ax^2+bx+c=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) এবং \(\gamma\) হলে, মান নির্ণয় কর।
\((i).\) \(\sum{\alpha^3}\)
যঃ ২০০০; চঃ ২০০৪; রাঃ ২০১০,২০০৬।
\((ii).\) \(\sum{\alpha^3\beta}\)
উত্তরঃ \((i). \ -a^3+3ab-3c\)
\((ii). \ a^2b-2b^2-ca\)

\(Ex.10.\) \(ax^2+bx+c=0\) এবং \(cx^2+bx+a=0\) সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকলে দেখাও যে, \(c+a=\pm{b}\) ।
যঃ ২০০২; চঃ ২০০৮; বঃ,দিঃ ২০১৭,২০১৩; মাঃ ২০০৯; রাঃ ২০১৯।

\(Ex.11.\) \(8x^3-42x^2+63x-27=0\) সমীকরণের মূলগুলি গুণোত্তর প্রগমন ভূক্ত হলে, সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(\frac{3}{4}, \ \frac{3}{2}, \ 3\)

\(Ex.12.\) \(P(x)=ax^2+bx+c, \ Q(x)=x^3-5x^2+17x-13\)
\((a)\) দেখাও যে, \(a\) এবং \(b\) মূলদ হলে, \((a^2-b^2)x^2+2(a^2+b^2)x+a^2-b^2=0\) সমীকরণের মূল দুইটি সর্বদা মূলদ হবে।
\((b)\) \(P(x)=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে প্রমাণ কর যে, \((a\alpha+b)^{-2}+(a\beta+b)^{-2}=\frac{b^2-2ac}{a^2c^2}\)।
রাঃ ২০০৯; কুঃ ২০০৭; বঃ ২০০৪; চঃ ২০১২,২০১০,২০০৮; সিঃ ২০১৩,২০০৮; ঢাঃ ২০১১; রুয়েটঃ ২০০৭-২০০৮ ।
\((c)\) \(Q(x)=0\) সমীকরণের একটি মূল \(1\) হলে, অপর মূল দুইটি নির্ণয় কর।
বঃ ২০১২; ঢাঃ ২০০৪; বঃ ২০১২ ।
উত্তরঃ \((c) \ 2+3i, \ 2-3i\)

\(Ex.13.\) \(x^3+ax^2+bx+c=0\) একটি ত্রিঘাত সমীকরণ।
\((a)\) বাস্তব সহগবিশিষ্ট এমন একটি সমীকরণ নির্ণয় কর যার দুইটি মূল \(1-\sqrt{2}\) ও \(1+i.\)
\((b)\) উদ্দীপকের সমীকরণের মূল তিনটি সমান্তর প্রগমনভুক্ত হলে দেখাও যে, \(2a^3-9ab+27c=0\)।
\((c)\) উদ্দীপকের সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta, \ \gamma\) হলে, \(\beta\gamma+\frac{1}{\alpha}, \ \alpha\gamma+\frac{1}{\beta}\) ও \(\alpha\beta+\frac{1}{\gamma}\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ x^4-4x^3+5x^2-2x-2=0\)
\((c) \ cx^3+b(1-c)x^2+a(1-c)^2x+(1-c)^3=0\)

\(Ex.14.\) \(a, \ b, \ c\) এবং \(k\) প্রত্যেকে মূলদ সংখ্যা এবং \(b=ka+\frac{c}{k}\) হলে, দেখাও যে, \(ax^2+bx+c=0, \ a\ne{0}\) সমীকরণের মূলগুলি বাস্তব ও মূলদ সংখ্যা হবে।

\(Ex.15.\) \(a, \ b, \ c\) এবং \(d\) প্রত্যেকে বাস্তব সংখ্যা হয় তবে প্রমাণ কর যে, \((a^4+b^4)x^2+4abcdx+(c^4+d^4)=0\) সমীকরণের মূলগুলি বাস্তব হলে তারা সমান হবে।

\(Ex.16.\) \(x^3-6x^2+21x-26=0\) সমীকরণের একটি মূল \(2\) হলে, অপর মূল দুইটি নির্ণয় কর।
উত্তরঃ \(2+3i, \ 2-3i\)

\(Ex.17.\) \(P(x)=x^3+ax^2+bx+c=0.\)
\((a)\) \(4x^3+2x^2+3x-6\) কে \(x-1\) দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগশেষ, ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে নির্ণয় কর।
\((b)\) \(P(x)=0\) এর মূলত্রয় \(\alpha, \ \beta, \ \gamma\) হলে, \(\sum{\alpha^3}\) নির্ণয় কর।
\((c)\) \(a=-9, \ b=14, \ c=24\) এর জন্য \(P(x)=0\) এর দুইটি মূলের অনুপাত \(3:2\) হলে, সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \((a) \ 3\)
\((b) \ 3ab-a^3-3c\)
\((c) \ x=6, \ 4, \ -1\)

\(Ex.18.\) দেখাও যে, \(x^2-2(p-2)x+2p-10=0\) সমীকরণটির মূলগুলি বাস্তব হবে, যদি \(p\) বাস্তব সংখ্যা হয়। সমীকরণটির মূলদ্বয়ের অন্তর \(6\) হলে, \(p\) এর সম্ভাব্য মানগুলি নির্ণয় কর।
উত্তরঃ \(p=1, \ 5\)

\(Ex.19.\) \(x^2+px+q=0\) সমীকরণের মূল দুইটি বাস্তব ও অসমান হলে, প্রমাণ কর যে, \(2x^2-4(1+q)x+(p^2+2q^2+2)=0\) সমীকরণের মূল দুইটি জটিল হবে।

\(Ex.20.\) \(x^3+ax+b=0\) সমীকরণের একটি মূল অপর দুইটির অন্তরের দ্বিগুণ হলে, দেখাও যে, একটি মূল \(\frac{13b}{3a}, \ a\ne{b}\)

Read Example
Q.1-এর সংক্ষিপ্ত প্রশ্নসমূহ
উৎপাদকের সাহায্যে সমাধান করঃ
\(Q.1.(i).(a)\) \(x^2-6x+9=0\)
উত্তরঃ নির্ণেয় সমাধান, \(x=3, \ 3\)

উৎপাদকের সাহায্যে সমাধান করঃ
\(Q.1.(i).(b)\) \(7x-2-3x^2=0\)
উত্তরঃ নির্ণেয় সমাধান, \(x=2, \ \frac{1}{3}\)

\(Q.1.(i).(c)\) \(2^{2x}-3.2^{x+2}=-32\)
উত্তরঃ নির্ণেয় সমাধান, \(x=3, \ 2\)

\(Q.1.(i).(d)\) \(x^2+x-6=0\)
উত্তরঃ নির্ণেয় সমাধান, \(x=-3, \ x=2\)

\(Q.1.(i).(e)\) \(2x^2+5x-9=0\)
উত্তরঃ নির্ণেয় সমাধান, \(x=\frac{-5+\sqrt{97}}{4}, \ \frac{-5-\sqrt{97}}{4}\)

\(Q.1.(i).(f)\) \(x^2-3x-28=0\)
উত্তরঃ নির্ণেয় সমাধান, \(x=7, \ -4\)

\(Q.1.(i).(g)\) \(10x^2-31x+15=0\)
উত্তরঃ নির্ণেয় সমাধান, \(x=\frac{5}{2}, \ \frac{3}{5}\)

\(Q.1.(i).(h)\) \(x^2-10x+23=0\)
উত্তরঃ নির্ণেয় সমাধান, \(x=5+\sqrt{2}, \ 5-\sqrt{2}\)

\(Q.1.(i).(i)\) \(x^2-6x+34=0\)
উত্তরঃ নির্ণেয় সমাধান, \(x=3+5i, \ 3-5i\)

\(Q.1.(ii)\) দেখাও যে, \(x^2+4x+2=0\) সমীকরণের মূলদ্বয় \(-2+\sqrt{2}\) এবং \(-2-\sqrt{2}\)

\(Q.1.(iii)\) \(e^{2x}-4e^{x}+2=0\) সমীকরণের মূলদ্বয় \(x_{1}\) এবং \(x_{2}\) হলে দেখাও যে, \(x_{1}+x_{2}=\ln{2}\)

\(Q.1.(iv)\) \(ax^2+bx+b=0\) সমীকরণের মূলদ্বয়ের অনুপাত \(m:n\) হলে দেখাও যে, \(\sqrt{\frac{m}{n}}+\sqrt{\frac{n}{m}}+\sqrt{\frac{b}{a}}=0\)
কুঃ ২০১৪,২০১০,২০০৭; বঃ২০১৯,২০০৯,২০০৩; ঢাঃ ২০০৮; চঃ ২০০৯; রাঃ,সিঃ,দিঃ ২০১৪,২০১২।

\(Q.1.(v)\) \(x^2+px+q=0\) সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য \(1\) হলে দেখাও যে, \(p^2+4q^2=(1+2q)^2\)
ঢাঃ ২০০৭,২০০২; চঃ ২০০৫; রাঃ ২০১৩,২০০৬; বঃ ২০০৮; মাঃ ২০১৪; কুঃ,চঃ,বঃ,রাঃ ২০১৮।

\(Q.1.(vi)\) \(k\) এর মান কত হলে, \((k^2-3)x^2+3kx+3k+1=0\) সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে?
উত্তরঃ নির্ণেয় সমাধান, \(k=4, \ k=-1\)
বঃ ২০০১; কুঃ ২০১০; বুয়েটঃ ২০০৪-২০০৫।

\(Q.1.(vii)\) \(\frac{1}{x}+\frac{1}{p-x}=\frac{1}{q}\) সমীকরণের মূলদ্বয়ের অন্তর \(r\) হলে \(p\) কে \(q\) ও \(r\) এর মাধ্যমে প্রকাশ কর।
উত্তরঃ নির্ণেয় সমাধান, \(k=4, \ k=-1\)
বঃ২০০১; যঃ ২০১৪,২০০২; রাঃ ২০০৪; সিঃ ২০০৮,২০০৪; ঢাঃ ২০০৯; দিঃ ২০১৪,২০১১; চঃ ২০১১; ঢাঃ,দিঃ,যঃ,সিঃ ২০১৮।

\(Q.1.(viii)\) \(ax^2+bx+c=0\) সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে প্রমাণ কর যে,
\((a)\) \(a^2c+ac^2+b^3=3abc\)
ঢাঃ ২০০৯ ।
\((b)\) \(c(a-b)^3=a(c-b)^3\)
চঃ ২০০২; বঃ ২০০৭ ।

\(Q.1.(ix)\) যদি \(x^2-px+q=0\) সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তবে প্রমাণ কর যে, \(p^2-4q-1=0\)
ঢাঃ ২০১৫,২০১৩,২০০৩;দিঃ ২০১৪,২০০৯; বঃ ২০১০; যঃ ২০১১।

\(Q.1.(x)\) \(2bx^2+2(a+b)x+3a=2b\) সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ হলে দেখাও যে, \(a=2b\) অথবা, \(4a=11b\)
রাঃ ২০০৪; চঃ ২০১০; সিঃ ২০১৪।

\(Q.1.(xi)\) \(ax^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয়ের অনুপাত \(3:4\) হলে দেখাও যে, \(12b^2=49ac\)
চঃ ২০১৩,২০১১; টেক্সটাইলঃ ২০০৪-২০০৫।

\(Q.1.(xii)\) \(mx^2+nx+l=0\) সমীকরণের মূলদ্বয়ের অনুপাত \(r\) হলে দেখাও যে, \(\frac{(r+1)^2}{r}=\frac{n^2}{ml}\)
বঃ ২০০১; কুঃ ২০০৮; রুয়েটঃ ২০১০-২০১১।

\(Q.1.(xiii)\) \(x^2-(1+k^2)x+\frac{1}{2}(1+k^2+k^4)=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে দেখাও যে, \(\alpha^2+\beta^2=k^2\)

\(ax^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে মান নির্ণয় করঃ
\(Q.1.(xiv).(a)\) \(\alpha^4+\alpha^2\beta^2+\beta^4\)
উত্তরঃ \(\frac{1}{a^4}(b^4+3c^2a^2-4ab^2c)\)

\(ax^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে মান নির্ণয় করঃ
\(Q.1.(xiv).(b)\) \((a\alpha^2+b)^{-1}+(a\beta^2+b)^{-1}\)
উত্তরঃ \(\frac{b^2-2ca+2ab}{b^3+ab^2+c^2a-2abc}\)

\(Q.1.(xiv).(c)\) \((a\alpha+b)^{-3}+(a\beta+b)^{-3}\)
উত্তরঃ \(\frac{b^3-3abc}{a^3c^3}\)

\(Q.1.(xiv).(d)\) \(\alpha^2+\beta^2\)
উত্তরঃ \(\frac{b^2-2ac}{a^2}\)

\(Q.1.(xiv).(e)\) \(\alpha^3+\beta^3\)
উত্তরঃ \(\frac{3abc-b^3}{a^3}\)

\(Q.1.(xiv).(f)\) \(\frac{1}{\alpha^2}+\frac{1}{\beta^2}\)
উত্তরঃ \(\frac{b^2-2ac}{c^2}\)

\(Q.1.(xiv).(g)\) \(\frac{1}{\alpha^3}+\frac{1}{\beta^3}\)
উত্তরঃ \(\frac{3abc-b^3}{c^3}\)

\(Q.1.(xiv).(h)\) \(\alpha^2\beta+\alpha\beta^2\)
উত্তরঃ \(-\frac{bc}{a^2}\)

\(Q.1.(xiv).(i)\) \(\alpha^3\beta+\alpha\beta^3\)
উত্তরঃ \(\frac{c(b^2-2ac)}{a^3}\)

\(Q.1.(xiv).(j)\) \(\frac{\alpha^2}{\beta}+\frac{\beta^2}{\alpha}\)
উত্তরঃ \(\frac{3abc-b^3}{a^2c}\)

\(Q.1.(xiv).(k)\) \(\frac{1}{\alpha^4}+\frac{1}{\beta^4}\)
উত্তরঃ \(\frac{b^4+2a^2c^2-4ab^2c}{c^4}\)

\(Q.1.(xiv).(l)\) \(\frac{\alpha^3}{\beta}+\frac{\beta^3}{\alpha}\)
উত্তরঃ \(\frac{b^4+2a^2c^2-4ab^2c}{a^3c}\)

\(Q.1.(xv)\) \(x^2-bx+c=0\) ও \(x^2-cx+b=0\) সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুবরাশি হলে প্রমাণ কর যে, \(b+c+4=0\)
চঃ ২০০১; বঃ ২০০৪; যঃ ২০১৩,২০০৮; সিঃ,কুঃ ২০১২,২০০৯; ঢাঃ২০১০; টেক্সটাইলঃ ২০০৩-২০০৪।

\(Q.1.(xvi)\) \(x^2+px+q=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) এবং \(2x^2+10px+q=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha+4, \ \beta+4\) হলে \(p, \ q\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(p=-2, \ q=-48\)

\(Q.1.(xvii).(a)\) \(x^2-(a+b)x+ab=0\) সমীকরণের মূলদ্বয় \(x^2+px+q=0\) সমীকরণের মূলদ্বয়ের অর্ধেক হলে, \(p\) ও \(q\) এর মান \(a\) ও \(b\) এর মাধ্যমে প্রকাশ কর।
উত্তরঃ \(p=-2(a+b), \ q=4ab\)

\(Q.1.(xvii).(b)\) \(x^2-px+q=0\) সমীকরণের মূলদ্বয় \(x^2-p_{1}x+q_{1}=0\) সমীকরণের মূলদ্বয়ের অর্ধেক হলে, প্রমাণ কর যে, \((4q-q_{1})^2=2(2p_{1}q-pq_{1})(2p-p_{1})\)

\(Q.1.(xviii)\) \(a_{1}x^2+b_{1}x+c_{1}=0\) সমীকরণের মূলদ্বয়ের অনুপাত \(a_{2}x^2+b_{2}x+c_{2}=0\) সমীকরণের মূলদ্বয়ের অনুপাতের সমান হলে দেখাও যে, \(\frac{b_{1}^2}{b_{2}^2}=\frac{a_{1}c_{1}}{a_{2}c_{2}}\)

\(Q.1.(xix)\) \(ax^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) এবং \(bx^2+cx+a=0\) সমীকরণের মূলদ্বয় \(\gamma, \ \delta\) হলে কি শর্তে \(\frac{\alpha}{\beta}=\frac{\gamma}{\delta}\) হবে?
উত্তরঃ নির্ণেয় শর্ত, \(b^2(c^2-4ab)=c^2(b^2-4ac)\)

\(Q.1.(xx)\) \(ax^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয়ের অনুপাত \(4:5\) হলে, প্রমাণ কর যে, \(20b^2=81ac\)
চঃ ২০১১ ।

\(Q.1.(xxi)\) \(x^2-bx+c=0\) সমীকরণের মূলদ্বয়ের অন্তর একক হলে দেখাও যে, \(b^2+4c^2=(1+2c)^2\)

\(Q.1.(xxii)\) \(x^2+px+q=0\) সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে, প্রমাণ কর যে, \(p^3-3pq+q^2+q=0\) অথবা, \(p^3-q(3p-1)+q^2=0\)

\(Q.1.(xxiii)\) \(9x^2+2x-\frac{1}{3}(p+2)=0\) সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে, \(p\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(p=-1, \ 6\)
চঃ ২০১৯ ।

\(Q.1.(xxiv)\) \(2x^2+x+5=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) এবং \(2x^2-3x+2b=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha+1\) ও \(\beta+1\) হলে, \(b\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(b=3\)
চঃ ২০১৯ ।

\(Q.1.(xxv)\) \(x^2+px+q=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) এবং \(x^2+p_{1}x+q_{1}=0\) সমীকরণের মূলদ্বয় \(\gamma, \ \delta\) হলে \((\alpha-\gamma)(\alpha-\delta)+(\beta-\gamma)(\beta-\delta)\) এর মান \(p, \ q, \ p_{1}, \ q_{1}\) এর মাধ্যমে নির্ণয় কর।
উত্তরঃ \(p^2-2(q-q_{1})-pp_{1}\)

\(Q.1.(xxvi)\) \(ax^2+2bx+c=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) এবং \(Ax^2+2Bx+C=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha+\delta, \ \beta+\delta\) হলে প্রমাণ কর যে, \(\frac{b^2-ac}{a^2}=\frac{B^2-AC}{A^2}.\)

\(Q.1.(xxvii)\) \(px^2+qx+r=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে, নিম্নলিখিত প্রতিসম রাশিগুলির মান নির্ণয় করঃ
\((a)\) \(\alpha^2+\beta^2+\alpha^{-1}+\beta^{-1}\)
\((b)\) \((1+\alpha+\alpha^2)(1+\beta+\beta^2)\)
উত্তরঃ \((a) \ \frac{q^2r-2pr^2-p^2q}{p^2r}\)
\((b) \ \frac{p^2+q^2+r^2-pq-qr-pr}{p^2}\)

\(Q.1.(xxviii)\) \(px^2+qx+r=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে, দেখাও যে, \((p\alpha^2+q)^{-1}+(p\beta^2+q)^{-1}=\frac{q^2+2p(q-r)}{p(q^2+r^2)+q(q^2-2pr)}\)

\(Q.1.(xxix)\) \(\frac{x^3-8}{x-2}\) বহুপদীর মাত্রা নির্ণয় কর।
কুঃ ২০১৭ ।

\(Q.1.(xxx)\) যদি \(x^2-5x+c=0\) সমীকরণটির একটি মূল \(4\) হয়, তাহলে \(c\) এর মান এবং অপর মূলটি নির্ণয় কর।
উত্তরঃ \(c=4\) অপর মূলটি \(1\)

\(Q.1.(xxxi).(a)\) \(ax^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয়ের অনুপাত \(a_{1}x^2+b_{1}x+c_{1}=0\) সমীকরণের মূলদ্বয়ের অনুপাতের সমান হলে দেখাও যে, \(\frac{b^2}{b_{1}^2}=\frac{ac}{a_{1}c_{1}}\)

\(Q.1.(xxxi).(b)\) \(x^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয়ের অনুপাত এবং \(x^2+px+q=0\) সমীকরণের মূলদ্বয়ের অনুপাতের সমান হলে প্রমাণ কর যে, \(b^2q=p^2c\)

\(Q.1.(xxxii)\) \(x^2+(-1)^npx+q=0\) সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য \(1\) হলে দেখাও যে, \(p^2+4q^2=(1+2q)^2\), যেখানে, \(n=2\)
ঢাঃ ২০০৭,২০০২; চঃ ২০০৫; রাঃ ২০১৩,২০০৬; বঃ ২০০৮; মাঃ ২০১৪; কুঃ,চঃ,বঃ,রাঃ ২০১৮।

\(Q.1.(xxxiii)\) \(ax^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে, \(\frac{1}{\alpha^2}, \ \frac{1}{\beta^2}\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর। যদি সমীকরণটিতে \(\alpha\beta^2=1\) হয়, তবে প্রমাণ কর, \(a^3+c^3+abc=0\)
উত্তরঃ \(c^2x^2-(b^2-2ac)x+a^2=0\)

\(Q.1.(xxxiv)\) যদি \(px^2+qx-p=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হয়, তাহলে \(p\alpha+q, \ p\beta+q\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর। আরও দেখাও যে, \((p\alpha+q)(p\beta+q)=-p^2\)
উত্তরঃ \(x^2-qx-p^2=0\)

\(Q.1.(xxxv)\) প্রমাণ কর যে, \(x^2-px+q=0\) সমীকরণের মূলদ্বয়ের ত্রিঘতের যোগফল \(p^3-3pq\)

\(Q.1.(xxxvi)\) যদি \(x^2+px+q=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হয়, তবে প্রমাণ কর যে, \((x+q)^2=p^2x\) এর মূল দুইটি \(\alpha^2, \ \beta^2\) হবে।

\(Q.1.(xxxvii)\) \(x^2+px+q=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে, \(q^2x^2-(p^2-2q)x+1=0\) এর মূল দুইটি \(\alpha, \ \beta\) এর মাধ্যমে প্রকাশ কর।
উত্তরঃ \(\frac{1}{\alpha^2}, \ \frac{1}{\beta^2}\)

\(Q.1.(xxxviii)\) যদি \(x^2+px+q=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হয়, তবে প্রমাণ কর যে, \(qx^2-(p^2-2q)x+q=0\) এর একটি মূল \(\frac{\alpha}{\beta}\)

\(Q.1.(xxxix)\) \(ax^2+bx+c=0\) সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে, প্রমাণ কর যে, \(b^3+ca^2+ac^2=3abc\)

\(Q.1.(xxxix)\) \(bx^2+cx+c=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে, প্রমাণ কর যে, \(\sqrt{\frac{\alpha}{\beta}}+\sqrt{\frac{\beta}{\alpha}}+\sqrt{\frac{c}{b}}=0\)

Read Short Question
Q.2-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.2.(i)\) \(ax^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \(cx^2-2bx+4a=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) এর মাধ্যমে প্রকাশ কর।
উত্তরঃ \(cx^2-2bx+4a=0\) সমীকরণের মূলদ্বয় \(-\frac{2}{\alpha}, \ -\frac{2}{\beta}\)
কুঃ ২০০২; চঃ ২০০৬; দিঃ ২০১০; রাঃ ২০১৯,২০১১।

\(Q.2.(ii)\) \(px^2+qx+r=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \(rx^2+4qx+16p=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) এর মাধ্যমে প্রকাশ কর।
উত্তরঃ \(rx^2-4qx+16p=0\) সমীকরণের মূলদ্বয় \(-\frac{4}{\alpha}, \ -\frac{4}{\beta}\)
রাঃ ২০১৭।

\(Q.2.(iii)\) \(x^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \(c(x^2+1)-(b^2-2c)x=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) এর মাধ্যমে প্রকাশ কর।
উত্তরঃ \(c(x^2+1)-(b^2-2c)x=0\) সমীকরণের মূলদ্বয় \(\frac{\alpha}{\beta}, \ \frac{\beta}{\alpha}\)
চঃ ২০১৭।

\(Q.2.(iv)\) যদি \(\alpha\pm{\sqrt{\beta}}\) রাশি দুইটি \(x^2+px+q=0\) সমীকরণের মূল হয়, তবে দেখাও যে, \((p^2-4q)(p^2x^2+4px)-16q=0\) সমীকরণের মূলদ্বয় হবে \(\frac{1}{\alpha}\pm{\frac{1}{\sqrt{\beta}}}.\)
চুয়েটঃ ২০০৭-২০০৮।

\(Q.2.(v)\) \(x^2+bx+c=0\) সমীকরণের নিশ্চায়ক কত?
উত্তরঃ \(b^2-4c\)
চঃ ২০১৭।

নিম্নোক্ত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করঃ
\(Q.2.(vi).(a)\) \(4x^2+2x-1=0\)
উত্তরঃ সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান।
বঃ ২০১৯।

নিম্নোক্ত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করঃ
\(Q.2.(vi).(b)\) \(x^2+x+1=0\)
উত্তরঃ সমীকরণের মূলদ্বয় জটিল ও অনুবন্ধী।
দিঃ ২০১৯।

\(Q.2.(vi).(c)\) \(6x^2-5x-1=0\)
উত্তরঃ সমীকরণের মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ।
রাঃ ২০১৭।

\(Q.2.(vi).(d)\) \(ax^2+bx+c=0\)
ঢাঃ ২০১৭।

\(Q.2.(vi).(e)\) \(3x^2-4x+2=0\)
উত্তরঃ সমীকরণের মূলদ্বয় জটিল ও অনুবন্ধী।

\(Q.2.(vi).(f)\) \(4x^2-4x+1=0\)
উত্তরঃ সমীকরণের মূলদ্বয় জটিল ও অসমান।

\(Q.2.(vi).(g)\) \(x^2-5x+6=0\)
উত্তরঃ সমীকরণের মূলদ্বয় বাস্তব, মূলদ ও অসমান।

\(Q.2.(vi).(h)\) \(x^2-2x+2=0\)
উত্তরঃ সমীকরণের মূলদ্বয় কাল্পনিক ও অসমান।

\(Q.2.(vi).(i)\) \(2x^2+3x-2=0\)
উত্তরঃ সমীকরণের মূলদ্বয় বাস্তব, মূলদ ও অসমান।

\(Q.2.(vi).(j)\) \(x^2-6x+7=0\)
উত্তরঃ সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান।

\(Q.2.(vi).(k)\) \(2x^2-3x-2=0\)
উত্তরঃ সমীকরণের মূলদ্বয় বাস্তব, মূলদ ও অসমান।

\(Q.2.(vi).(l)\) \(2x^2+6x+5=0\)
উত্তরঃ সমীকরণের মূলদ্বয় কাল্পনিক ও অসমান।

\(Q.2.(vi).(m)\) \(3x^2+2x-7=0\)
উত্তরঃ সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান।

\(Q.2.(vi).(n)\) \(2x^2+4x+9=0\)
উত্তরঃ সমীকরণের মূলদ্বয় কাল্পনিক।

\(Q.2.(vi).(o)\) \(3x^2-2x+5=0\)
উত্তরঃ সমীকরণের মূলদ্বয় কাল্পনিক।

\(Q.2.(vi).(p)\) \(3x^2-17x+20=0\)
উত্তরঃ সমীকরণের মূলদ্বয় বাস্তব ও মূলদ।

\(Q.2.(vi).(q)\) \(x^2-4x+4=0\)
উত্তরঃ সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান।

\(Q.2.(vi).(r)\) \((a-b)x^2+(b-c)x+(c-a)=0\) যখন \(a, \ b\) এবং \(c\) বাস্তব মূলদ।
উত্তরঃ সমীকরণের মূলদ্বয় বাস্তব ও মূলদ।

\(Q.2.(vii)\) \(p=q=1\) হলে, \(\frac{1}{x}+\frac{1}{p-x}=\frac{1}{q}\) সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় কর।
উত্তরঃ সমীকরণের মূলদ্বয় জটিল ও অসমান।
ঢাঃ,যঃ,সিঃ,দিঃ ২০১৮।

\(Q.2.(viii)\) \(3x^2+2x+1=0\) সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় কর এবং সমাধান করে তোমার উক্তির সত্যতা যাচাই কর।
উত্তরঃ \( x=\frac{-1+\sqrt{2}i}{3}, \ \frac{-1-\sqrt{2}i}{3}\) যা জটিল ও অসমান।

\(Q.2.(ix).(a)\) \(k\) এর মান কত হলে, \((k-1)x^2-(k+2)x+4=0\) সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে?
উত্তরঃ \(k=2, \ 10\)
বঃ ২০০৬; রাঃ ২০১৯,২০১৮; যঃ ২০১২; ঢাঃ,দিঃ ২০১৩।

\(Q.2.(ix).(b)\) \(k\) এর মান কত হলে, \(x^2-6x-1+k(2x+1)=0\) সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে?
উত্তরঃ \(k=2, \ 5\)

\(Q.2.(ix).(c)\) \((a^2-bc)x^2+2(b^2-ac)x+(c^2-ab)=0\) সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হলে দেখাও যে, \(b=0\) বা, \(a^3+b^3+c^3=3abc\)

\(Q.2.(ix).(d)\) \(k\) এর মান কত হলে, \((k+1)x^2+2(k+3)x+(2k+3)\) রাশিটি পূর্ণ বর্গ হবে?
উত্তরঃ \(k=-2, \ 3\)

\(Q.2.(ix).(e)\) \(p\) এর মান কত হলে, \(px^2+3x+4=0\) সমীকরণের মূলগুলি \((i)\) জটিল \((ii)\) সমান \((iii)\) বাস্তব ও অসমান হবে?
উত্তরঃ \((i) \ p\gt{\frac{9}{16}}\)
\((ii) \ p=\frac{9}{16}\)
\((iii) \ p\lt{\frac{9}{16}}\)

\(Q.2.(x)\) \(m\) এর মান কত হলে, \(x^2-2mx+8m-15=0\) সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে?
উত্তরঃ \(m=3, \ 5\)
যঃ ২০১৯।

\(Q.2.(xi)\) \(k\) এর মান কত হলে, \((4-k)x^2+(2k+4)x+8k+1=0\) সমীকরণের মূলদ্বয় সমান হবে?
উত্তরঃ \(k=0, \ 3\)
রুয়েটঃ ২০১২-২০১৩।

\(Q.2.(xii)\) \(k\) এর মান কত হলে, \((3k+1)x^2-(k+11)x+9=0\) সমীকরণের মূলদ্বয় জটিল হবে?
উত্তরঃ \(1\lt{k}\lt{85}\)
বুয়েটঃ ২০১১-২০১২।

\(Q.2.(xiii)\) \(k\) এর মান কত হলে, \((k+1)x^2+2(k+3)x+2k+3\) রাশিটি পূর্ণ বর্গ হবে?
উত্তরঃ \( \)
বুয়েটঃ ২০১১-২০১২।

\(Q.2.(xiv).(a)\) দেখাও যে, \(a=b\) না হলে, \(2x^2-2(a+b)x+a^2+b^2=0\) সমীকরণের মূলদ্বয় বাস্তব হতে পারে না।
ঢাঃ ২০০০; যঃ ২০১০,২০০৮; কুঃ২০১৪ ।

\(Q.2.(xiv).(b)\) \(2x^2-2(a+d)x+a^2+d^2=0\) সমীকরণের মূলদ্বয় বাস্তব হলে, দেখাও যে, \(a=d.\)

\(Q.2.(xiv).(c)\) প্রমাণ কর যে, কেবল \(p=q\) হলে, \(2x^2-2(p+q)x+p^2+q^2=0\) সমীকরণের মূলদ্বয় বাস্তব হতে পারে।

\(Q.2.(xv)\) \(x^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হলে দেখাও যে, \(2x^2-4(1+c)x+(b^2+2c^2+2)=0\) সমীকরণের মূলদ্বয় জটিল হবে।
কুয়েটঃ ২০০৫-২০০৬ ।

\(Q.2.(xvi)\) \(a^2x^2+6abx+ac+8b^2=0\) সমীকরণের মূলদ্বয় সমান হলে দেখাও যে, \(ac(x+1)^2=4b^2x\) সমীকরণের মূলদ্বয়ও সমান হবে।
রাঃ ২০০২; যঃ ২০০৯ ।

\(Q.2.(xvii)\) দেখাও যে, \(\frac{1}{x-1}+\frac{1}{x}+\frac{1}{x-k}=0\) সমীকরণের মূলগুলো \(k\) এর সকল বাস্তব মানের জন্য বাস্তব হবে।

\(Q.2.(xviii)\) \(\frac{h^2}{a^2}+\frac{k^2}{b^2}=1\) হলে দেখাও যে, \((h^2-a^2)x^2-2hkx+k^2-b^2\) রাশিটি পূর্ণ বর্গ হবে।
সিঃ ২০১০, ২০০৪।

\(Q.2.(xix)\) \((x-a)(x-b)+(x-b)(x-c)+(x-c)(x-a)\) রাশিটি পূর্ণ বর্গ হলে দেখাও যে, \(a=b=c.\)
রাঃ ২০১৩; কুঃ ২০১৫।

\(ax^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, নিম্নোক্ত মূল দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করঃ
\(Q.2.(xx).(a)\) \(\alpha+\frac{1}{\beta}, \ \beta+\frac{1}{\alpha}\)
উত্তরঃ \(cax^2+b(c+a)x+(c+a)^2=0\)
চঃ ২০১৭; কুঃ ২০০৮।

\(ax^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, নিম্নোক্ত মূল দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করঃ
\(Q.2.(xx).(b)\) \(\frac{\alpha+\beta}{2}, \ \sqrt{\alpha\beta}\)
উত্তরঃ \(2a\sqrt{a}x^2-(2a\sqrt{c}-b\sqrt{a})x-b\sqrt{c}=0\)

\(Q.2.(xx).(c)\) \(\frac{1}{\alpha^3}, \ \frac{1}{\beta^3}\)
উত্তরঃ \(c^3x^2+(b^3-3abc)x+a^3=0\)
বঃ ২০১২; রুয়েটঃ ২০১১-২০১২।

\(Q.2.(xx).(d)\) \(\frac{1}{\alpha+1}, \ \frac{1}{\beta+1}\)
উত্তরঃ \((a-b+c)x^2-(2a-b)x+a=0\)

\(Q.2.(xx).(e)\) \(\frac{1}{\alpha}+\frac{1}{\beta}, \ \frac{1}{\alpha\beta}\)
উত্তরঃ \(c^2x^2-c(a-b)x-ab=0\)

\(Q.2.(xx).(f)\) \(\frac{\alpha}{\beta}, \ \frac{\beta}{\alpha}\)
উত্তরঃ \(acx^2-(b^2-2ac)x+ac=0\)

\(Q.2.(xx).(g)\) \(\frac{1}{\alpha^2}, \ \frac{1}{\beta^2}\)
উত্তরঃ \(c^2x^2-(b^2-2ac)x+a^2=0\)
বঃ ২০১২; রুয়েটঃ ২০১১-২০১২।

\(Q.2.(xx).(h)\) \(\frac{1}{\alpha-4\beta}, \ \frac{1}{\beta-4\alpha}\)
উত্তরঃ \((25ac-4b^2)x^2-3abx+a^2=0\)
বঃ ২০১২; রুয়েটঃ ২০১১-২০১২।

\(Q.2.(xx).(i)\) \(\alpha^2+\beta, \ \beta^2+\alpha\)
উত্তরঃ \(a^3x^2-(ab^2-2a^2c-a^2b)x+(ac^2-b^3+3abc+a^2c)=0\)
বঃ ২০১২; রুয়েটঃ ২০১১-২০১২।

\(Q.2.(xx).(j)\) \(\frac{2}{\alpha}, \ \frac{2}{\beta}\)
উত্তরঃ \(cx^2+2bx+4a=0\)
বঃ ২০১২; রুয়েটঃ ২০১১-২০১২।

\(Q.2.(xx).(k)\) \(x^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \(\alpha+\frac{1}{\beta}\) এবং \(\beta+\frac{1}{\alpha}\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(cx^2+b(c+1)x+(c+1)^2=0\)
চঃ ২০১৯।

\(Q.2.(xx).(l)\) \(x^2+px+q=0, \ p,q\ne{0}\) এর মূলদ্বয় \(u, \ v\) হলে দেখাও যে, \(qx^2+px+1=0\) এর মূলদ্বয় \(\frac{1}{u}\) ও \(\frac{1}{v}\)
যঃ ২০১৯।

\(Q.2.(xx).(m)\) \(2x^2-8x+7=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে, \(\alpha^2+\beta, \ \beta^2+\alpha\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2+x+1=0\)

\(Q.2.(xx).(n)\) \(\alpha-1, \ \beta-1\)
উত্তরঃ \(ax^2+(2a+b)x+(a+b+c)=0\)

\(Q.2.(xx).(o)\) \(\alpha+\alpha^{-1}, \ \beta+\beta^{-1}\)
উত্তরঃ \(acx^2+b(c+a)x+(a^2+b^2+c^2-2ac)=0\)

\(Q.2.(xx).(p)\) \(\frac{\alpha}{\beta^2}, \ \frac{\beta}{\alpha^2}\)
উত্তরঃ \(ac^2x^2+(b^3-3abc)x+a^2c=0\)

\(Q.2.(xx).(q)\) \(x^2+px+q=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \((\alpha-\beta)^2, \ (\alpha+\beta)^2\) মূল দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2-2(p^2-2q)x+p^2(p^2-4q)\)

\(Q.2.(xxi)\) \(px^2+qx+r=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \(\frac{2}{\alpha}, \ \frac{2}{\beta}\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(rx^2+2qx+4p=0\)
রাঃ ২০১৭।

\(Q.2.(xxii)\) \(x^2-5x+3=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \(\frac{3}{5-\alpha}, \ \frac{3}{5-\beta}\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2-5x+3=0\)
যঃ ২০১৭।

\(Q.2.(xxiii)\) \(x^2-px+q=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \(\frac{q}{p-\alpha}, \ \frac{q}{p-\beta}\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর। নির্ণেয় সমীকরণ ও প্রদত্ত সমীকরণের অভিন্নতার কারণ ব্যাখ্যা কর।
উত্তরঃ \( \)
কুয়েটঃ ২০০৭-২০০৮; বুটেক্সঃ ২০১৮-২০১৯।

\(Q.2.(xxiv)\) \(7x^2-5x-3=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \(\frac{1}{\alpha}+\frac{2}{\beta}, \ \frac{1}{\beta}+\frac{2}{\alpha}\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \( \)
কুয়েটঃ ২০০৪-২০০৫।

\(Q.2.(xxv)\) \(2x^2+3x+5=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \(\frac{1}{\alpha^3}, \ \frac{1}{\beta^3}\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(125x^2-63x+8=0\)
কুয়েটঃ ২০০৫-২০০৬।

\(Q.2.(xxvi)\) \(x^2+2bx+c=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \(\alpha^2, \ \beta^2\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2-2(2b^2-c)x+c^2=0\)
কুয়েটঃ ২০০৬-২০০৭।

\(Q.2.(xxvii)\) \(x^2-bx-b=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \(\alpha^4, \ \beta^4\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2-b^2(b^2+4b+2)x+b^4=0\)
রুয়েটঃ ২০১৮-২০১৯।

\(Q.2.(xxviii)\) \(px^2+8(q-p)x+4(4p-8q+r)=0\) সমীকরণের মূলদ্বয় \(4-2\alpha\) ও \(4-2\beta\) হলে, \(\alpha, \ \beta\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(px^2-4qx+r=0\)
রুয়েটঃ ২০১৮-২০১৯।

\(Q.2.(xxix)\) এমন একটি সমীকরণ নির্ণয় কর যার মূলদ্বয় যথাক্রমে \(x^2-2bx+b^2-a^2=0\) সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তরফলের ধনাত্মক মান হবে।
উত্তরঃ \(x^2-2(a+b)x+4ab=0\) যখন, \(a\gt{0}\)
\(x^2+2(a-b)x-4ab=0\) যখন, \(a\lt{0}\)
রাঃ,দিঃ ২০১৪; যঃ ২০১২,২০০৮,২০০৪; বঃ ২০০৮; কুঃ ২০০৯; ঢাঃ ২০১০।

\(Q.2.(xxx)\) এমন একটি সমীকরণ নির্ণয় কর যার মূলদ্বয় যথাক্রমে \(2x^2+x-1=0\) সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তরফলের পরম মানের সমান হবে।
উত্তরঃ \(4x^2-4x-3=0\)
দিঃ ২০১৯।

\(Q.2.(xxxi)\) \(x^2-bx+c=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) এবং \(x^2-cx+b=0\) সমীকরণের মূলদ্বয় \(\gamma, \ \delta\) হলে, এরূপ সমীকরণ নির্ণয় কর যার মূল দুইটি \(\frac{1}{\alpha\gamma}+\frac{1}{\beta\delta},\) \(\frac{1}{\alpha\delta}+\frac{1}{\beta\gamma}.\)
উত্তরঃ \(b^2c^2(x^2-x)+b^3+c^3-4bc=0\)

\(Q.2.(xxxii)\) \(x^2+ax+\frac{1}{4}(a^2-b^2)=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে দেখাও যে, \(x^2+(a\pm{b})x\pm{ab}=0\) সমীকরণের মূল দুইটি \(\alpha+\beta, \ \alpha-\beta\) হবে।
উত্তরঃ \( \)
রাঃ ২০০২।

\(Q.2.(xxxiii)\) এরূপ সমীকরণ নির্ণয় কর যার মূল দুইটি \(17x^2-3x+14=0\) সমীকরণের মূল দ্বয়ের যোগফল ও গুণফল।
উত্তরঃ \(289x^2-289x+42=0\)
চঃ ২০০২।

\(Q.2.(xxxiv)\) দুইজন ছাত্রকে একটি সমীকরণ সমাধান করতে বলা হলো। একজন ছাত্র \(x\) এর সহগ ভূল লিখে সমীকরণটির মূল \(2\) এবং \(6\) নির্ণয় করল। অপর ছাত্র ধ্রুবক পদটি ভূল লিখে সমীকরণটির মূল \(2\) এবং \(-9\) নির্ণয় করল। সমীকরণটির নির্ভুল মূলদ্বয় নির্ণয় কর।
উত্তরঃ \(-3, \ -4\)
বুয়েটঃ ২০১৬-২০১৭।

\(Q.2.(xxxv).(a)\) \(a\) এবং \(b\) মূলদ হলে দেখাও যে, \((a^2-b^2)x^2+2(a^2+b^2)x+a^2-b^2=0\) সমীকরণের মূল দুইটি সর্বদা মূলদ হবে।

ঢাঃ ২০০৫; কুঃ ২০১৬ ।

\(Q.2.(xxxv).(b)\) \(a, \ b\) এবং \(c\) মূলদ হলে দেখাও যে, \((a-b)x^2+(b-c)x+(c-a)=0\) সমীকরণের মূল দুইটি সর্বদা মূলদ হবে।


\(Q.2.(xxxv).(c)\) দেখাও যে, \((a^2+b^2)x^2+2(ac+bd)x+(c^2+d^2)=0\) সমীকরণের মূল দুইটি বাস্তব হলে তারা পরস্পর সমান হবে।

\(Q.2.(xxxv).(d)\) প্রমাণ কর যে, \((x-a)(x-b)+(x-b)(x-c)+(x-c)(x-a)=0\) সমীকরণের মূল দুইটি সর্বোদা বাস্তব হবে এবং \(a=b=c\) না হলে মূলগুলি সমান হতে পারে না।
রাঃ ২০১৩; কুঃ ২০১৫; বঃ ২০১৩ ।

\(Q.2.(xxxv).(e)\) \(p, \ q\) পূর্ণ সংখ্যা হলে, প্রমাণ কর যে, \(x^2+2x=(2p+2q+1)(2p+2q-1)\) সমীকরণের উভয় মূল পূর্ণ সংখ্যা হবে।

\(Q.2.(xxxv).(f)\) \(a, \ b, \ c\) বাস্তব সংখ্যা হলে, প্রমাণ কর যে, \(x^2-2(a+b)x+(a+b)^2+c^2=0\) সমীকরণের মূ্লদ্বয় জটিল সংখ্যা হবে।

\(Q.2.(xxxv).(g)\) \((a^2+b^2)x^2-2(ap+bq)x+p^2+q^2=0\) এর মূ্লদ্বয় পরস্পর সমান হলে, প্রমাণ কর যে, \(\frac{a}{b}=\frac{p}{q}\)

\(Q.2.(xxxvi)\) \(a(b-c)x^2+b(c-a)x+c(a-b)=0\) সমীকরণের মূলদ্বয় সমান হলে, দেখাও যে, \(\frac{1}{a}+\frac{1}{c}=\frac{2}{b}\)

\(Q.2.(xxxvii)\) \(k\) এর মান কত হলে, \((k+1)x^2+2(k+2)x+(k-3)=0\) সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে?
উত্তরঃ \(k=-\frac{7}{6}\)

\(Q.2.(xxxviii)\) \(m\) এর মান কত হলে, \(mx^2+2x+3=0\) সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান, সমান, কাল্পনিক হবে?
উত্তরঃ \(m\lt{\frac{1}{3}}, \ m=\frac{1}{3}, \ m\gt{\frac{1}{3}}\)

\(Q.2.(xxxix)\) \(k\) এর মান কত হলে, \((3k+1)x^2+(11+k)x+9=0\) সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান, সমান, কাল্পনিক হবে?
উত্তরঃ \(k\gt{85} \ \text{অথবা} \ k\lt{1}; \ k=1, \ k=85; \ 1\lt{k}\lt{85}\)

\(Q.2.(xL).(a)\) \(k\) এর মান কত হলে, \(3x^2-kx+4=0\) সমীকরণের একটি মূল অপরটির তিনগুন হবে?
উত্তরঃ \(k=\pm8\)

\(Q.2.(xLi).(b)\) \(k\) এর মান কত হলে, \(x^2-(k+7)x+27=0\) সমীকরণের একটি মূল অপরটির তিনগুন হবে?
উত্তরঃ \(k=5, \ -19\)

\(Q.2.(xLii)\) \(x^2+ax+b=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে, \((\alpha-\beta)^2, \ (\alpha+\beta)^2\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2-2(a^2-2b)x+a^2(a^2-4b)=0\)
বঃ ২০০৫ ।

\(Q.2.(xLiii)\) \(x^2+px+q=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে, \(\alpha+\beta, \ \frac{\alpha\beta}{2}\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2-2(a^2-2b)x+a^2(a^2-4b)=0\)
বঃ ২০০৫ ।

\(Q.2.(xLiv)\) \(ax^2+bx-a=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে, \(a\alpha+b, \ a\beta+b\) মূল দ্বারা গঠিত সমীকরণটি নির্ণয় কর।
উত্তরঃ \(x^2-2(a^2-2b)x+a^2(a^2-4b)=0\)
বঃ ২০০৫ ।

\(Q.2.(xLv)\) এমন একটি সমীকরণ নির্ণয় কর যার মূলদ্বয় যথাক্রমে \(x^2-2ax+a^2-b^2=0\) সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তরফলের পরমমান মান হবে।
উত্তরঃ \(x^2-2(a+b)x+4ab=0\) যখন, \(b\gt{0}\)
\(x^2-2(a-b)x-4ab=0\) যখন, \(b\lt{0}\)
রাঃ,দিঃ ২০১৪; যঃ ২০১২।

\(Q.2.(xLvi)\) এমন একটি সমীকরণ নির্ণয় কর যার মূলদ্বয় যথাক্রমে \(3x^2-4x-5=0\) সমীকরণের প্রত্যেক মূ্ল অপেক্ষা \(1\) কম।
উত্তরঃ \(3x^2+2x-6=0\)

\(Q.2.(xLvii)\) \(x^2+x+1=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে, \(\alpha^2, \ \beta^2\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর। প্রদত্ত সমীকরণ ও নির্ণেয় সমীকরণ একই কেন তা ব্যাখ্যা কর।
উত্তরঃ \(x^2+x+1=0\)

\(Q.2.(xLviii)\) যদি \(a, \ b, \ c\) বাস্তব হয়, তাহলে দেখাও যে, \(x^2-(a+b)x+ab-c^2=0\) সমীকরণের মূলগুলি বাস্তব হবে। যদি মূল দুইটি সমান হয়, তবে \(a, \ b, \ c\) এর মান সম্পর্কে কি সিদ্ধান্ত গ্রহণ করা যাবে?
উত্তরঃ \(a=b, \ c=0\)
কুঃ ২০১৪।

\(Q.2.(xLix)\) \(a, \ b\) বাস্তব হলে, দেখাও যে, \(2bx^2+2(a+b)x+3a=2b\) সমীকরণের মূলগুলি বাস্তব হবে।
চঃ ২০১০; সিঃ ২০০৬; রাঃ ২০০৪।

\(Q.2.(L)\) \(p, \ q\) মূলদ হলে, দেখাও যে, \((p^2-q^2)x^2+2(p^2+q^2)x+p^2-q^2=0\) সমীকরণের মূলগুলি মূলদ হবে।

\(Q.2.(Li)\) দেখাও যে, \(p=b\) না হলে, \(x^2-2bx+(2b^2-2pb+p^2)=0\) সমীকরণের মূলগুলি বাস্তব হতে পারে না, যখন \(p, \ b\) বাস্তব সংখ্যা।

\(Q.2.(Lii)\) \(m\) এর মান কত হলে, \((m-1)x^2-(m+2)x+4=0\) সমীকরণের মূলদ্বয় সমান হবে?
উত্তরঃ \(\ m=2, \ 10\)
যঃ ২০২১; মাঃ ২০২১; রাঃ ২০১৯।

\(Q.2.(Liii)\) \(k\) এর মান কত হলে, \((3k+1)x^2+(k+11)x+9=0\) সমীকরণের মূলদ্বয় জটিল হবে?
উত্তরঃ \(1\lt{k}\lt{85}\)
বুয়েটঃ ২০১১-২০১২।

\(Q.2.(Liv).(a)\) দেখাও যে, \(cx^2+bx+a=0\) এর মূল দুইটি যথাক্রমে \(ax^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয়ের গৌনিক বিপরীত মানের সমান।

\(Q.2.(Liv).(b)\) \(ax^2+bx+c\) এবং \(cx^2+bx+a\) দ্বিঘাত রাশিদ্বয়ের কেবল একটি সাধারণ উৎপাদক থাকার শর্তের সম্পর্কটি নির্ণয় কর।
উত্তরঃ \(c+a=\pm{b}\)

\(Q.2.(Lv)\) প্রমাণ কর যে, \((a+b)x^2-(a+b+c)x+\frac{c}{2}=0\) এর মূল দুইটি সর্বোদা বাস্তব হবে, যখন \(a, \ b, \ c\) বাস্তব সংখ্যা।

\(Q.2.(Lvi)\) \(a, \ b\) বাস্তব সংখ্যা হলে প্রমাণ কর যে, \((3a-b)x^2+(b-a)x-2a=0\) এর মূল দুইটি বাস্তব হবে।

\(Q.2.(Lvii)\) \(k\) ধনাত্মক এবং \(k\le{3}\) হলে দেখাও যে, \((k-2)x^2-(8-2k)x-(8-3k)=0\) এর মূল দুইটি বাস্তব হবে।

\(Q.2.(Lviii)\) \(a, \ b, \ c\) মূলদ সংখ্যা হলে দেখাও যে, \((b+c)x^2-(a+b+c)x+a=0\) এর মূল দুইটি মূলদ হবে।

\(Q.2.(Lix)\) \(ax^2+bx+c=0\) এর মূল দুইটি বাস্তব হলে দেখাও যে, \((a-b+c)x^2+2(c-a)x+(a+b+c)=0\) এর মূল দুইটিও বাস্তব হবে। আরও প্রমাণ কর যে, প্রথম সমীকরণটির মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে, দ্বিতীয় সমীকরণটির মূল দুইটির গুণফল \(\frac{(1-\alpha)(1-\beta)}{(1+\alpha)(1+\beta)}\) হবে।

\(Q.2.(Lx)\) প্রমাণ কর যে, \(px^2+2qx+r=0\) এর মূল দুইটি বাস্তব ও অসমান হলে, \(x^2+2(p+r)x+(p^2+r^2+2q^2)=0\) এর মূল দুইটি কাল্পনিক হবে।

\(Q.2.(Lxi)\) \(ax^2+bx+c=0\) সমীকরণের একটি মূল অপরটির চারগুন হলে, দেখাও যে, \(4b^2=25ac\)

\(Q.2.(Lxii).(a)\) \(ax^2+bx+c=0\) সমীকরণের মূল দুইটি \(\alpha, \ \beta\) হলে, দেখাও যে, \(\alpha^2+\alpha, \ \beta^2+\beta\) মূলবিশিষ্ট সমীকরণ হবে \(a^2x^2+(ab-b^2+2ca)x+c^2+ca-bc=0.\) এই দুইটি সমীকরণের নিশ্চায়ক (পৃথায়ক) \(D_{1}\) এবং \(D_{2}\) হলে, দেখাও যে, \(D_{2}=(a-b)^2D_{1}.\)

\(Q.2.(Lxii).(b)\) \(bx^2+bx+c=0\) সমীকরণের মূল দুইটি \(\alpha, \ \beta\) হলে, দেখাও যে, \(\alpha^2+\alpha, \ \beta^2+\beta\) মূলবিশিষ্ট সমীকরণ হবে \(b^2x^2+2bcx+c^2=0.\) এই দুইটি সমীকরণের নিশ্চায়ক (পৃথায়ক) \(D_{1}\) এবং \(D_{2}\) হলে, দেখাও যে, \(\frac{D_{2}}{D_{1}}=0.\)

\(Q.2.(Lxiii)\) \(\lambda\) এর মান কত হলে \(\frac{\lambda}{2x}=\frac{a}{x+c}+\frac{b}{x-c}\) সমীকরণের মূলগুলি সমান হবে? \(\lambda\) এর মান \(\lambda_{1}\) ও \(\lambda_{2}\) এবং \(x\) এর সংশ্লিষ্ট মূলগুলি \(x_{1}\) ও \(x_{2}\) হলে, দেখাও যে, \(\lambda_{1}\lambda_{2}=(a-b)^2\) এবং \(x_{1}x_{2}=c^2\)
উত্তরঃ \(\lambda=(a+b)\pm{2\sqrt{ab}}\)

\(Q.2.(Lxiv)\) দেখাও যে, \(2p^2x^2+2pqx+q^2-3p^2=0\) সমীকরণের মূল দুইটির বর্গের সমষ্টি \(p, \ q\) বর্জিত স্বাভাবিক সংখ্যা হবে।

Read Board Question2
Q.3-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.3.(i).(a)\) বাস্তব সহগের একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল \((3+2i)\) হলে, সমীকরণটি নির্ণয় কর।
উত্তরঃ \(x^2-6x+13=0\)
শাবিপ্রবিঃ ২০১০-২০১১ ।

\(Q.3.(i).(b)\) \((2+2\sqrt{3}i)\) মূলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2-4x+16=0\)
ঢাঃ ২০১৯ ।

\(Q.3.(i).(c)\) \((2+\sqrt{3}i)\) মূলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2-4x+7\)
কুঃ ২০১৭ ।

\(Q.3.(i).(d)\) মূলদ সহগবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন কর যার একটি মূল \(\frac{1}{2-\sqrt{5}}\)
উত্তরঃ \(x^2+4x-1=0\)
শাবিপ্রবিঃ ২০০৭-২০০৮ ।

\(Q.3.(i).(e)\) মূলদ সহগবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন কর যার একটি মূল \(\frac{1}{2+3i}\)
উত্তরঃ \(13x^2-4x+1=0\)

\(Q.3.(i).(f)\) মূলদ সহগবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন কর যার একটি মূল \((a-ib)\)
উত্তরঃ \(x^2-2ax+a^2+b^2=0\)

\(Q.3.(i).(g)\) মূলদ সহগবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন কর যার একটি মূল \((3+\sqrt{-5})\)
উত্তরঃ \(x^2-6x+14=0\)

\(Q.3.(i).(h)\) মূলদ সহগবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন কর যার মূলদ্বয় \(5, \ -3\)
উত্তরঃ \(x^2-2x-15=0\)

\(Q.3.(i).(i)\) মূলদ সহগবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন কর যার একটি মূল \(\frac{1}{3}(5+\sqrt{2})\)
উত্তরঃ \(9x^2-30x+23=0\)

\(Q.3.(i).(j)\) মূলদ সহগবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন কর যার একটি মূল \(-4+\sqrt{-3}\)
উত্তরঃ \(x^2+8x+19=0\)

\(Q.3.(ii)\) চতুর্ঘাতবিশিষ্ট সমীকরণ গঠন কর যার দুইটি মূল যথাক্রমে \(2, \ 3\) এবং বাকী মূল \(x^2+4x+5=0\) সমীকরণের মূল।
উত্তরঃ \(x^4-x^3-9x^2-x+30=0\)
বুয়েটঃ ২০০২-২০০৩ ।

\(Q.3.(iii)\) যদি \(\alpha\) ও \(\beta\) অসমান হয় এবং \(\alpha^2=5\alpha-3\) ও \(\beta^2=5\beta-3\) হয় তবে \(\frac{\alpha}{\beta}\) ও \(\frac{\beta}{\alpha}\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(3x^2-19x+3=0\)
বুয়েটঃ ২০০০-২০০১ ।

\(Q.3.(iv)\) \(\alpha, \ \beta\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর, যেখানে \(\alpha+\beta=2\) এবং \(\alpha^2+\beta^2=27\) হয়।
উত্তরঃ \(2x^2-4x-23=0\)
প্রভপঃ ২০৯২ ।

\(Q.3.(v)\) \(\alpha, \ \beta\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর, যেখানে \(\alpha+\beta=7\) এবং \(\frac{\beta}{\alpha}+\frac{\alpha}{\beta}+\frac{5}{2}=0\) হয়।
উত্তরঃ \(x^2-7x-98=0\)
প্রভপঃ ২০৯১ ।

\(Q.3.(vi)\) \(x^2+ax+b=0\) সমীকরণের মূলদ্বয় যদি সমান হয় এবং অপর সমীকরণ \(x^2+ax+8=0\) এর একটি মূল যদি \(4\) হয়, তবে \(b\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(b=9\)

\(Q.3.(vii)\) \(x^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে \((\alpha+\beta)^2\) এবং \((\alpha-\beta)^2\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর এবং \(b, \ c\) এর মাধ্যমে \((\alpha+b)^{-4}+(\beta+b)^{-4}\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(x^2-2(b^2-2c)x+b^2(b^2-4c)=0, \)
\(\frac{b^4-4b^2c+2c^2}{c^{4}}\)

\(Q.3.(viii)\) \(4x^2+2x-1=0\) সমীকরণের একটি মূল \(\cos{\alpha}\) হলে দেখাও যে, অপর মূলটি \(\cos{(3\alpha)}.\)

\(x^3-px^2+qx-r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(ix). (a)\) \(\sum{\frac{1}{\alpha^2}}\)
উত্তরঃ \(\frac{q^2-2rp}{r^2}\)
কুঃ ২০০১;যঃ ২০০৩; দিঃ ২০০৯ ।

\(x^3-px^2+qx-r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(ix). (b)\) \(\sum{\frac{1}{\alpha^2\beta^2}}\)
উত্তরঃ \(\frac{p^2-2q}{r^2}\)
রাঃ ২০০৩;যঃ ২০০৬; সিঃ ২০০৯; চঃ ২০১৪ ।

\(Q.3.(ix). (c)\) \(\alpha^2+\beta^2+\gamma^2\)
উত্তরঃ \(p^2-2q\)
রুয়েটঃ ২০১৪-২০১৫ ।

\(Q.3.(ix). (d)\) \(\alpha^3+\beta^3+\gamma^3\)
উত্তরঃ \(p^3-3pq+3r\)
রুয়েটঃ ২০১৪-২০১৫ ।

\(x^3+px^2+qx+r=0\) সমীকরণের মূলত্রয় \(a, \ b\) ও \(c\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(ix). (e)\) \(\sum{\frac{1}{a^2}}\) অথবা, \(\frac{1}{a^2}+\frac{1}{b^2}+\frac{1}{c^2}\)
উত্তরঃ \(\frac{q^2-2rp}{r^2}\)

\(x^3+px^2+qx+r=0\) সমীকরণের মূলত্রয় \(a, \ b\) ও \(c\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(ix). (f)\) \(\sum{\frac{1}{b^2c^2}}\) অথবা, \(\frac{1}{b^2c^2}+\frac{1}{c^2a^2}+\frac{1}{a^2b^2}\)
উত্তরঃ \(\frac{p^2-2q}{r^2}\)

\(Q.3.(x)\) \(x^3+px^2+qx+r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, \(\sum{\alpha^3}\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(3pq-p^3-3r\)
সিঃ ২০০৫; চঃ ২০০৬; দিঃ ২০১৯ ।

\(Q.3.(xi)\) \(x^3+2x^2+x+3=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, \(\sum{\alpha^3}\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(-11\)
কুঃ ২০১৯ ।

\(Q.3.(xii)\) \(x^3+qx+r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, \((\alpha-\beta)^2+(\beta-\gamma)^2+(\gamma-\alpha)^2\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(-6q\)
চঃ ২০০৫ ।

\(Q.3.(xiii)\) \(3x^3-2x^2+1=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, \(\sum{\alpha^2\beta}\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(1\)
যঃ ২০০৫ ।

\(x^3+ax^2+bx+c=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(xiv).(a)\) \(\sum{(\beta+\gamma)^{-1}}\)
উত্তরঃ \(\frac{a^2+b}{c-ab}\)

\(x^3+ax^2+bx+c=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(xiv).(b)\) \(\sum{\gamma^3}\)
উত্তরঃ \(3ab-a^3-3c\)
চঃ ২০০৮ ।

\(ax^3+3bx^2+3cx+d=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(xiv).(c)\) \(\sum{(\beta-\gamma)(\gamma-\alpha)}\)
উত্তরঃ \(\frac{9(ac-b^2)}{a^2}\)

\(ax^3+3bx^2+3cx+d=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(xiv).(d)\) \((\alpha^2+1)(\beta^2+1)(\gamma^2+1)\)
উত্তরঃ \(\frac{a^2+9b^2+9c^2+d^2-6ac-6bd}{a^2}\)

\(x^3+px^2+qx+r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(xiv).(e)\) \(\sum{\frac{\alpha^2+\beta^2}{\alpha+\beta}}\)
উত্তরঃ \(\frac{-2p^2q+4pr+2q^2}{pq-r}\)

\(x^3+px^2+qx+r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(xiv).(f)\) \(\sum{\left(\frac{\alpha}{\beta}+\frac{\beta}{\alpha}\right)}\)
উত্তরঃ \(\frac{-2p^2q+4pr+2q^2}{pq-r}\)

\(x^3+px^2+qx+r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(xiv).(g)\) \(\sum{\alpha^2\beta^2}\)
উত্তরঃ \(q^2-2pr\)

\(x^3+px^2+qx+r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(xiv).(h)\) \(\sum{\alpha^3\beta}\)
উত্তরঃ \(q(p^2-2q)-pr\)

\(x^3+px^2+qx+r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(xiv).(i)\) \(\sum\frac{1}{\alpha^2\beta}\)
উত্তরঃ \(\frac{3r-pq}{r^2}\)

\(x^3+px^2+qx+r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(xiv).(j)\) \(\alpha^3+\beta^3+\gamma^3\)
উত্তরঃ \(3pq-p^3-3r\)

\(Q.3.(xiv).(k)\) \(mx^3+nx^2+qx+r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, \(\sum{\alpha^3}\) নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{n^3-3mnq+3m^2r}{m^3}\)

\(x^3-px^2+qx-r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(xiv).(l)\) \(\sum{\alpha^2}\) নির্ণয় কর।
উত্তরঃ \(p^2-2q\)

\(x^3-px^2+qx-r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(xiv).(m)\) \(\sum\frac{1}{\alpha^2\beta}\) নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{pq-3r}{r^2}\)

\(x^3-px^2+qx-r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(xiv).(n)\) \((\alpha+\beta)(\beta+\gamma)(\gamma+\alpha)\) নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{pq-3r}{r^2}\)

\(x^3+qx+r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(xiv).(o)\) \(\sum(\beta-\gamma)^2\) নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{pq-3r}{r^2}\)

\(x^3+qx+r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(xiv).(p)\) \(\sum\alpha^4\) নির্ণয় কর।
উত্তরঃ \(2q^2\)

\(x^3+qx+r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(xiv).(q)\) \(\sum\left(\frac{\alpha}{\beta}+\frac{\beta}{\alpha}\right)\left(\frac{\beta}{\gamma}+\frac{\gamma}{\beta}\right)\) নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{q^3+3r^2}{r^2}\)

\(x^3+qx+r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(xiv).(r)\) \((\beta+\gamma-\alpha)(\gamma+\alpha-\beta)(\alpha+\beta-\gamma)\) নির্ণয় কর।
উত্তরঃ \(8r\)

\(x^3+qx+r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(xiv).(s)\) \(\left(\alpha+\frac{1}{\alpha}\right)\left(\beta+\frac{1}{\beta}\right)\left(\gamma+\frac{1}{\gamma}\right)\) নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{r}\{(q-1)^2+r^2\}\)

\(x^3+qx+r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(xiv).(t)\) \(\sum{\frac{1}{\alpha+\beta}}\) নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{q}{r}\)

\(x^3+qx+r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.3.(xiv).(u)\) \(\frac{1}{\alpha+\beta-\gamma}+\frac{1}{\beta+\gamma-\alpha}+\frac{1}{\gamma+\alpha-\beta}\) নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{q}{2r}\)

\(Q.3.(xiv).(v)\) \(x^3+ax^2+bx+c=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, \(\sum{\alpha(\beta-\gamma)^2}\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(9c-ab\)

\(Q.3.(xv)\) \(x^3+qx+r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, দেখাও যে, \((\beta-\gamma)^2=\frac{3r-q\alpha}{\alpha}.\)
টেক্সটাইলঃ ২০০২-২০০৩ ।

\(Q.3.(xvi)\) \(r(r-1)=1\) এর জটিল মূলদ্বয় \(Z_{1}\) ও \(Z_{2}\) হলে প্রমাণ কর যে, \(Z_{1}^3+Z_{2}^3=-2\)
রুয়েটঃ ২০০৪-২০০৫ ।

\(Q.3.(xvii)\) \(x^2+kx-6k=0\) এবং \(x^2-2x-k=0\) সমীকরণদ্বয়ের একটি সাধারণ মূল থাকলে \(k\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(k=0, \ 3, \ 8\)
ঢাঃ ২০১২,২০০০; চঃ ২০০১; রাঃ ২০০৭,২০০১;বঃ ২০০৭; সিঃ ২০০১ ।

\(Q.3.(xviii)\) \(rx^2-2nx+4m=0\) এবং \(mx^2+nx+r=0\) সমীকরণদ্বয়ের একটি সাধারণ মূল থাকলে প্রমাণ কর যে, \((2m-r)^2+2n^2=0\) অথবা \(2m+r=0\)
ঢাঃ ২০১৯ ।

\(Q.3.(xix).(a)\) যে শর্তে \(a_{1}x^2+b_{1}x+c_{1}=0\) এবং \(a_{2}x^2+b_{2}x+c_{2}=0\) সমীকরণদ্বয়ের একটি মূল সাধারণ হতে পারে তা নির্ণয় কর।
উত্তরঃ \((c_{1}a_{2}-c_{2}a_{1})^2=(b_{1}c_{2}-b_{2}c_{1})(a_{1}b_{2}-a_{2}b_{1})\)
চঃ ২০০৩ ।

\(Q.3.(xix).(b)\) \(ax^2+bx+c=0\) এর একটি মূল \(a_{1}x^2+b_{1}x+c_{1}=0\) এর একটি মূলের উল্টো (Reciprocal) হলে, প্রমাণ কর যে, \((aa_{1}-cc_{1})^2=(bc_{1}-ab_{1})(b_{1}c-a_{1}b)\)

\(Q.3.(xx)\) যদি \(x^2+bx+c=0\) এবং \(x^2+mx+n=0\) সমীকরণদ্বয়ের একটি মূল সাধারণ থাকে, তাহলে দেখাও যে, এ মূলটি \(\frac{bn-cm}{m-b}\) এর বর্গমূল হবে।

\(Q.3.(xxi)\) \(x^2+px+q=0\) এবং \(x^2+qx+p=0\) সমীকরণদ্বয়ের একটি সাধারণ মূল থাকলে দেখাও যে, তাদের অপর মূলদ্বয় \(x^2+x+pq=0\) সমীকরণের মূল হবে।
বঃ ২০১১; দিঃ ২০১২; বুটেক্সঃ ২০০৪-২০০৫ ।

\(Q.3.(xxii)\) \(p+q+r=0\) হলে প্রমাণ কর যে, \(x^2+px+qr=0, \ x^2+qx+rp=0\) এবং \(x^2+rx+pq=0\) সমীকরণত্রয়ের প্রতি জোড়ার একটি করে সাধারণ মূল আছে।

\(Q.3.(xxiii)\) যদি \(x^2+lx+m=0\) এবং \(x^2+mx+l=0 \ (m\ne{l})\) সমীকরণ দুইটির একটি সাধারণ বীজ থাকে, তাহলে \(2x^2+(l+m)x=(l+m)^2\) সমীকরণের বীজদ্বয় নির্ণয় কর।
উত্তরঃ \(1, \ -\frac{1}{2}\)
প্রভপঃ ২০৮৯ ।

\(Q.3.(xxiv)\) যদি \(x^2+px+q=0\) এবং \(x^2+qx+p=0\) সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকে, তবে \(2x^2+(p+q-2)x=(p+q-2)^2\) সমীকরণের মূলদ্বয় নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{3}{2}, \ 3\)
বুয়েটঃ ২০০২-২০০৩; বুটেক্সঃ ২০১৯-২০২০ ।

\(Q.3.(xxv)\) যদি \(ax^2+2cx+b=0\) এবং \(ax^2+2bx+c=0, \ (b\ne{c})\) সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকে, তবে \((a+4b+4c)\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(0\)
রুয়েটঃ ২০০৯-২০১০ ।

\(Q.3.(xxvi)\) যে শর্ত সাপেক্ষে \(px^2+qx+1\) এবং \(qx^2+px+1\) রাশি দুইটির একটি সাধারণ উৎপাদক হতে পারে তা নির্ণয় কর।
উত্তরঃ \(p+q+1=0\)
রুয়েটঃ ২০০৯-২০১০ ।

\(Q.3.(xxvii)\) যদি \(x^2+bx+ac=0\) এবং \(x^2+cx+ab=0\) সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকে, তাহলে দেখাও যে, \(a+b+c=0.\) আরও দেখাও যে, তাদের অপর দুইটি মূল দ্বারা \(x^2+ax+bc=0\) সমীকরণটি সিদ্ধ হবে।

\(Q.3.(xxviii)\) \(x^2+px+q=0, \ x^2+qx+8p=0 \) এবং \(4x^3+16x^2-9x-36=0\) সমীকরণত্রয়ের একটি সাধারণ মূল আছে। \(4x^3+16x^2-9x-36=0\) সমীকরণের অন্য দুইটি মূলের যোগফল শূন্য হলে \(p\) ও \(q\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(p=10, \ q=24\)
বুয়েটঃ ২০১৩-২০১৪ ।

\(Q.3.(xxix)\) \(px^2+2x+1=0\) এবং \(x^2+2x+p=0\) সমীকরণদ্বয়ের একটি সাধারণ মূল থাকলে \(p\) এর মান নির্ণয় কর এবং \(p\) এর প্রত্যেক মানের জন্য সাধারণ মূল নির্ণয় কর।
উত্তরঃ \(p=1 , \ -3\)

\(Q.3.(xxx)\) \(x^2+px+10=0\) এবং \(x^2+qx-10=0\) সমীকরণদ্বয়ের একটি সাধারণ মূল থাকলে দেখাও যে, \(p^2-q^2=40\)

\(Q.3.(xxxi)\) \((a-b-c)x^2+ax+b+c=0\) সমীকরণটির একটি মূল অপরটির দ্বিগুণ হলে দেখাও যে, \(b+c=\frac{a}{3}\) বা, \(\frac{2a}{3}\)

Read Board Question3
Q.4-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
\(Q.4.(i).(a)\) \(x^3+x^2-5x+3=0\) সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=-3, \ 1, \ 1\)

\(Q.4.(i).(b)\) \(x^3-5x^2+17x-13=0\) সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=1, \ 2+3i, \ 2-3i\)

\(Q.4.(i).(c)\) \(x^4+2x^3-9x^2-2x+8=0\) সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=-4, \ -1, \ 1, \ 2\)

\(Q.4.(i).(d)\) \(3x^4-4x^3-14x^2-4x+3=0\) সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=-1, \ -1, \ \frac{1}{3}, \ 3\)

\(Q.4.(ii)\) কোনো ত্রিঘাত সমীকরণের একটি মূল \(Z=-2-2\sqrt{3}i\) এবং মূলগুলির গুণফল \(80\) হলে, সমীকরণটি নির্ণয় কর।
উত্তরঃ \(x^3-x^2-4x-80=0\)
সিঃ ২০১৭ ।

\(Q.4.(iii).(a)\) \(x^4-13x^3+61x^2-107x+58=0\) সমীকরণের একটি মূল \(5+2i\) হলে, অপর মূলগুলি নির্ণয় কর।
উত্তরঃ \(1, \ 2, \ 5-2i\)
বঃ ২০১৭ ।

\(Q.4.(iii).(b)\) \(x^4-5x^3+10x^2-10x+4=0\) সমীকরণের একটি মূল \(1+i\) হলে, অপর মূলগুলি নির্ণয় কর।
উত্তরঃ \(1, \ 2, \ 1-i\)
চঃ ২০০৩ ।

\(Q.4.(iii).(c)\) \(x^4-5x^3+7x^2-7x-20=0\) সমীকরণের একটি মূল \(1+2i\) হলে, অপর মূলগুলি নির্ণয় কর।
উত্তরঃ \(1, \ 2, \ 1-i\)
চঃ ২০০৩ ।

\(Q.4.(iii).(d)\) \(x^4+4x^3+6x^2+4x+5=0\) সমীকরণের একটি মূল \(\sqrt{-1}\) হলে, সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=\pm\sqrt{-1}, \ -2\pm{\sqrt{-1}}\)

\(Q.4.(iii).(e)\) \(x^4+4x^3+5x^2+2x-2=0\) সমীকরণের একটি মূল \(-1+i\) হলে, সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=-1\pm{i}, \ -1\pm{\sqrt{2}}\)

\(Q.4.(iii).(f)\) \(x^4-9x^3+27x^2-33x+14=0\) সমীকরণের একটি মূল \(3+\sqrt{2}\) হলে, সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=1, \ 2, \ 3+\sqrt{2}, \ 3-\sqrt{2}\)

\(Q.4.(iii).(g)\) \(x^4-10x^3+21x^2+10x-22=0\) সমীকরণের একটি মূল \(5+\sqrt{3}\) হলে, সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=1, \ -1, \ 5+\sqrt{3}, \ 5-\sqrt{3}\)

\(Q.4.(iii).(h)\) \(x^4+3x^3-19x^2-3x+18=0\) সমীকরণের দুইটি মূল \(1, \ -1\) হলে, সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=1, \ -1, \ -6, \ 3\)

\(Q.4.(iv)\) \(x^3+x^2+4x+4=0\) সমীকরণের একটি মূল \(2i\) হলে, অপর মূলগুলি নির্ণয় কর।
উত্তরঃ \(-1, \ -2i\)
সিঃ ২০১৯ ।

\(Q.4.(v)\) \(2x^3-9x^2+14x-5=0\) সমীকরণের একটি মূল \(2-i.\) সমীকরণটির বাস্তব মূল এবং \(\frac{1}{4}\) মূলবিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(8x^2-6x+1=0\)
যঃ ২০১৯ ।

\(Q.4.(vi).(a)\) দেখাও যে, \(2x^3-2bx^2-2b^2x-4b^3\) এর একটি উৎপাদক \((x-2b).\)

\(Q.4.(vi).(b)\) \(2x^3-2x^2-3x-6\) কে \((x+4)\) দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগশেষ, ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে নির্ণয় কর।

\(Q.4.(vii)\) দেখাও যে, \(x^5-x^4+10x^3-9x^2+8x+699\) এর একটি উৎপাদক \((x+3).\)

\(Q.4.(viii).(a)\) দুইটি মূলের অনুপাত \(3:4\) হলে, \(2x^3-x^2-22x-24=0\) সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=-\frac{3}{2}, \ -2, 4\)
যঃ ২০০১; সিঃ ২০১০,২০০৭; রাঃ ২০০৭; দিঃ ২০১১ ।

\(Q.4.(viii).(b)\) দুইটি মূলের অনুপাত \(3:2\) হলে, \(2x^3-9x^2+14x+24=0\) সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=6, \ 4, -1\)

\(Q.4.(ix).(a)\) দুইটি মূলের যোগফল শূন্য হলে, \(4x^4+16x^3-9x-36=0\) সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=-\frac{3}{2}, \ \frac{3}{2}, -4\)
কুঃ ২০০৩ ।

\(Q.4.(ix).(b)\) \(x^3-9x^2+24x-20=0\) এর দুইটি মূল পরস্পর সমান হলে, সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=2, \ 2, 5\)

\(Q.4.(ix).(c)\) \(5x^3-31x^2+31x-5=0\) এর দুইটি মূলের গুণফল \(1\) হলে, সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=1, \ 5, \frac{1}{5}\)

\(Q.4.(ix).(d)\) \(x^3-5x^2+2x+8=0\) এর একটি মূল অপর একটি মূলের দ্বিগুণ হলে, সমীকরণটি সমাধান কর।
অথবা, \(x^3-5x^2+2x+8=0\) এর মূলদ্বয়ের অনুপাত \(1:2\) হলে, সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=2, \ 4, \ -1\)

\(Q.4.(x)\) \(3x^3-26x^2+52x-24=0\) সমীকরণের মূলগুলি গুণত্তোর শ্রেণীভুক্ত হলে, সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=\frac{2}{3}, \ 2, 6\)
কুঃ ২০০৪ ।

\(Q.4.(xi)\) \(x^3-px^2+qx-r=0\) সমীকরণের মূলগুলি সমান্তর শ্রেণীভুক্ত হওয়ার শর্ত নির্ণয় কর।
উত্তরঃ \(2p^3+27r=9pq\)

\(Q.4.(xii).(a)\) \(32x^3-48x^2+22x-3=0\) সমীকরণের মূলগুলি সমান্তর শ্রেণীভুক্ত হলে, সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=\frac{1}{4}, \ \frac{1}{2}, \ \frac{3}{4}\)
কুঃ ২০১২ ।

\(Q.4.(xii).(b)\) \(x^4-8x^3+14x^2+8x-15=0\) সমীকরণের মূলগুলি সমান্তর শ্রেণীভুক্ত হলে, সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=-1, \ 1, \ 3, \ 5\)

\(Q.4.(xiii).(a)\) \(8x^4-2x^3-27x^2+6x+9=0\) সমীকরণের যে কোনো দুইটি মূলের যোগফল শূন্য হলে, সমীকরণটির অপর দুইটি মূলের মান নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{2}, \ \frac{3}{4}\)
চুয়েটঃ ২০০৯-২০১০ ।

\(Q.4.(xiii).(b)\) \(4x^4-4x^3-13x^2+9x+9=0\) সমীকরণের যে কোনো দুইটি মূলের যোগফল শূন্য হলে, সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=-\frac{3}{2}, \ \frac{3}{2}, \ \frac{1+\sqrt{5}}{2}, \ \frac{1-\sqrt{5}}{2}\)

\(Q.4.(xiv)\) \('a'\) এর বাস্তব মান কত হলে, \(x^3+3ax^2+x+1=0\) সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনে থাকবে?সমীকরণটির মূলগুলি নির্ণয় কর।
উত্তরঃ \(1-\sqrt{2}, \ 1, \ 1+\sqrt{2}\)
বুয়েটঃ ২০১৪-২০১৫ ।

\(Q.4.(xv)\) \(2x^4-15x^3+35x^2-30x+8=0\) সমীকরণের মূলগুলি গুণত্তোর শ্রেণীভুক্ত হলে, সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(\frac{1}{2}, \ 1, \ 2, \ 4\)

\(Q.4.(xvi)\) \(4x^3-24x^2+23x+18=0\) সমীকরণের মূলগুলি সমান্তর শ্রেণীভুক্ত হলে, সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(-\frac{1}{2}, \ 2, \ \frac{9}{2}\)

\(Q.4.(xvii)\) \(x^4+7x^3+8x^2-28x-48=0\) সমীকরণের যে কোনো দুইটি মূলের যোগফল শূন্য হলে, সমীকরণটির মূলগুলির মান নির্ণয় কর।
উত্তরঃ \(x=2, \ -2, \ -3, \ -4\)
কুয়েটঃ ২০১৯-২০২০ ।

\(Q.4.(xviii)\) \(ax^2-5x-1=0\) সমীকরণের মূলদ্বয়ের গুণফল \(-\frac{1}{2}\) হলে, সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=\frac{5+\sqrt{33}}{4}, \ \frac{5-\sqrt{33}}{4}\)

\(Q.4.(xix)\) \('a'\) এর মান কত হলে, \((a-1)x^2-(a+1)x+3=0\) সমীকরণের মূলদ্বয় সমান হবে?
উত্তরঃ \(a=5\pm{\sqrt{12}}\)

\(Q.4.(xx)\) \(5-2\sqrt{3}i\) মূলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2-10x+37=0\)

\(Q.4.(xxi)\) \(x^3-x^2+2x+4=0\) সমীকরণের একটি মূল \(1+\sqrt{3}i\) হলে, অপর মূলগুলি নির্ণয় কর।
উত্তরঃ \(-1, \ 1-\sqrt{3}i\)

\(Q.4.(xxii)\) \(ax^3+bx^2+cx+d=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) এবং \(\gamma\) হলে, \(\sum{\alpha^3}\) নির্ণয় কর।
উত্তরঃ \(\frac{3abc-b^3-3a^2d}{a^3}\)

\(Q.4.(xxiii)\) \(ax^2+bx+c=0\) এবং \(ax^2+cx+b=0\) সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকলে দেখাও যে, তাদের অপর মূল দুইটি \((x^2+x)a^2+bc=0\) সমীকরণের মূল হবে।

\(Q.4.(xxiv)\) \(8x^2-6x+(p+3)=0\) সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে, \(p\) এর মান নির্ণয় কর
উত্তরঃ \(p=-30, \ -2\)

\(Q.4.(xxv)\) \(x^2-px+2p=0\) সমীকরণের মূলদ্বয়ের অন্তর \(3\) হলে, \(p\) এর মানদ্বয়কে মূল ধরে গঠিত দ্বিঘাত সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(x^2-8x-9=0\)

\(Q.4.(xxvi)\) দুইটি মূলের অনুপাত \(1:2\) হলে, \(2x^3+7x^2-9=0\) সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(-\frac{3}{2}, \ -3, 1\)

\(Q.4.(xxvii)\) ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে, \(x^4+2x^3-5x^2+6x+2\) বহুপদীকে \((x-1)\) দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয় তা নির্ণয় কর।
উত্তরঃ \(6\)

\(Q.4.(xxviii)\) উৎপাদক উপপাদ্যের সাহায্যে দেখাও যে, \(3x^3-(7+3a)x^2+(2+7a)x-2a\) এর একটি উৎপাদক \((x-a).\)

প্রদত্ত শর্তাধীনে নিম্নোক্ত ত্রিঘাত সমীকরণগুলির সমাধান করঃ
\(Q.4.(xxix)\) \(x^3-3x^2-16x+48=0\) যার দুইটি মূলের যোগফল শূন্য।
উত্তরঃ \(x=3, \ \pm{4}\)

প্রদত্ত শর্তাধীনে নিম্নোক্ত ত্রিঘাত সমীকরণগুলির সমাধান করঃ
\(Q.4.(xxx)\) \(3x^3-13x^2-x+6=0\) যার দুইটি মূলের যোগফল \(5\)।
উত্তরঃ \(x=-\frac{2}{3}, \ \frac{1}{2}(5\pm{\sqrt{13}}\)

প্রদত্ত শর্তাধীনে নিম্নোক্ত ত্রিঘাত সমীকরণগুলির সমাধান করঃ
\(Q.4.(xxxi)\) \(4x^3+16x^2-9x-36=0\) যার দুইটি মূলের সমষ্টি শূন্য।
উত্তরঃ \(x=-4, \ \pm{\frac{3}{2}}\)

প্রদত্ত শর্তাধীনে নিম্নোক্ত ত্রিঘাত সমীকরণগুলির সমাধান করঃ
\(Q.4.(xxxii)\) \(2x^3+5x^2-23x+10=0\) যার দুইটি মূলের গুণফল \(1.\)
উত্তরঃ \(x=-5, \ \frac{1}{2}, \ 2\)

\(Q.4.(xxxiii)\) \(24x^3-14x^2-63x+45=0\) যার একটি অপর একটি মূলের দ্বিগুণ।
উত্তরঃ \(x=\frac{3}{4}, \ \frac{3}{2}, \ -\frac{5}{3}\)

\(Q.4.(xxxiv)\) \(3x^3+x^2-8x+4=0\) যার দুইটি মূলের অনুপাত \(2:3\)।
উত্তরঃ \(x=\frac{2}{3}, \ 1, \ -2\)

\(Q.4.(xxxv)\) \(3x^3-22x^2+48x-32=0\) যার মূলগুলি ভাজিত (Harmonic) প্রগমনে আছে।
উত্তরঃ \(x=4, \ 2, \ \frac{4}{3}\)

\(Q.4.(xxxvi).(a)\) \(x^3-5x^2+17x-13=0\) যার একটি মূল \(1\)।
উত্তরঃ \(x=1, \ 2+3i, \ 2-3i\)

\(Q.4.(xxxvi).(b)\) \(3x^3-4x^2+x+88=0\) যার একটি মূল \(-\frac{8}{3}\)।
উত্তরঃ \(x=-\frac{8}{3}, \ 2+i\sqrt{7}, \ 2-i\sqrt{7}\)

\(Q.4.(xxxvii)\) \(x^3+x^2+4x+4=0\) সমীকরণের একটি মূল \(2i\) হলে, সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \(x=-1, \ 2i, \ -2i\)
সিঃ ২০১৯ ।

\(Q.4.(xxxviii)\) \(x^3+px^2+qx+r=0\) সমীকরণের মূলগুলি সমান্তর শ্রেণীভুক্ত হওয়ার শর্ত নির্ণয় কর।
উত্তরঃ \(2p^3+27r=9pq\)

\(Q.4.(xxxix)\) \(ax^3+bx^2+cx+d=0\) সমীকরণের মূলগুলি গুণোত্তর শ্রেণীভুক্ত হওয়ার শর্ত নির্ণয় কর।
উত্তরঃ \(ac^3=b^3d\)

\(Q.4.(xL)\) \(ax^3+3bx^2+3cx+d=0\) সমীকরণের মূলগুলি সমান্তর শ্রেণীভুক্ত হওয়ার শর্ত নির্ণয় কর।
উত্তরঃ \(2b^3+a^2d=3abc\)

\(Q.4.(xLi)\) \(x^3-px^2+qx-r=0\) সমীকরণের দুইটি মূলের সমষ্টি শূন্য হওয়ার শর্ত নির্ণয় কর।
উত্তরঃ \(pq=r\)

\(Q.4.(xLii)\) \(x^3-9x^2+23x-15=0\) সমীকরণের সমাধান নির্ণয় কর যেখানে মূলগুলি সমান্তর প্রগমনে আছে।
উত্তরঃ \(x=1, \ 3, \ 5\)

সমীকরণগুলির মূলদ মূল নির্ণয় কর এবং এর সাহায্যে সংশ্লিষ্ট বহুপদীগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করঃ
\(Q.4.(xLiii).(a)\) \(12x^3+8x^2-17x+5=0\)
উত্তরঃ \(x=\frac{1}{2}, \ \frac{1}{2}, \ -\frac{5}{3}\)

সমীকরণগুলির মূলদ মূল নির্ণয় কর এবং এর সাহায্যে সংশ্লিষ্ট বহুপদীগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করঃ
\(Q.4.(xLiii).(b)\) \(2x^3-3x^2+3x-1=0\)
উত্তরঃ \(x=\frac{1}{2}, \ \frac{1\pm{i\sqrt{3}}}{2}\)

\(Q.4.(xLiii).(c)\) \(x^4+2x^3-9x^2-2x+8=0\)
উত্তরঃ \(x=-4, \ -1, \ 1, \ 2\)

\(Q.4.(xLiv)\) \(x^3+bx+c=0\) সমীকরণটির তিনটি মূল \(\alpha, \ \beta\) এবং \(\gamma\) হলে, \(\frac{\alpha^2}{\beta+\gamma}+\frac{\beta^2}{\gamma+\alpha}+\frac{\gamma^2}{\alpha+\beta}\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(0\)

\(Q.4.(xLv).(a)\) এরূপ সমীকরণ নির্ণয় কর যার মূলগুলি \(2, \ -3, \ 7\)
উত্তরঃ \(x^3-6x^2-13x+42=0\)

\(Q.4.(xLv).(b)\) এরূপ সমীকরণ নির্ণয় কর যার মূলগুলি \(-5, \ 3+\sqrt{7}\)
উত্তরঃ \(x^3-x^2-28x+10=0\)

\(Q.4.(xLv).(c)\) এরূপ সমীকরণ নির্ণয় কর যার মূলগুলি \(\frac{5}{4}, \ -2+3i\)
উত্তরঃ \(4x^3+11x^2+32x-65=0\)

\(Q.4.(xLv).(d)\) এরূপ সমীকরণ নির্ণয় কর যার মূলগুলি \(-3, \ 2+3i\)
উত্তরঃ \(x^3-x^2+x+39=0\)

\(Q.4.(xLvi).(a)\) যদি \(\alpha, \ \beta, \ \gamma\) ত্রিঘাত সমীকরণ \(2x^3+3x^2-x-1=0\) এর মূল হয়, তবে ঐ ত্রিঘাত সমীকরণ গঠন কর যার মূলগুলি \(\frac{1}{2\alpha}, \ \frac{1}{2\beta}, \ \frac{1}{2\gamma}.\)
উত্তরঃ \(4x^3+2x^2-3x-1=0\)

\(Q.4.(xLvi).(b)\) যদি \(\alpha, \ \beta, \ \gamma\) ত্রিঘাত সমীকরণ \(x^3+px+q=0\) এর মূল হয়, তবে ঐ ত্রিঘাত সমীকরণ গঠন কর যার মূলগুলি \(\frac{\alpha+\beta}{\gamma^2}, \ \frac{\beta+\gamma}{\alpha^2}, \ \frac{\gamma+\alpha}{\beta^2}.\)
উত্তরঃ \(qx^3-px^2-1=0\)

\(Q.4.(xLvii)\) \(2x^3+px^2+qx-3=0\) এর দুইটি মূল \(-3, \ -1\) হলে, \(p , \ q\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(p=7 , \ q=2\)

\(Q.4.(xLviii)\) যদি \(x\) এর মান বাস্তব হয়, তাহলে \(a\) এর কোন মানের জন্য \(4x^2-3ax+1-a^2\) রাশিটির মান সব সময় ধনাত্মক হবে?
উত্তরঃ \(-\frac{4}{5}\lt{a}\lt{\frac{4}{5}}\)

\(Q.4.(xLix)\) \(x\) এর মান বাস্তব হলে, \(-9x^2+6px+q^2\) এর সর্বোচ্চ মান নির্ণয় কর।
উত্তরঃ \(p^2+q^2\)

\(Q.4.(L)\) প্রমাণ কর যে, \(x\) বাস্তব সংখ্যা হলে, \(\frac{2x^2+4x+1}{x^2+4x+2}\) এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে।

\(Q.4.(Li)\) \(x\) বাস্তব সংখ্যা হলে, প্রমাণ কর যে, \(\frac{x^2-2x+2}{x^2-x+1}\) এর মান \(2\) এবং \(\frac{2}{3}\) এর মধ্যে থাকে।

Read Board Question4
Q.5-এর সৃজনশীল প্রশ্নসমূহ
\(Q.5.(i)\) \(P(x)=\frac{1}{x-a}+\frac{1}{x-b}+\frac{1}{x-c}, \ a, \ b, \ c\in{\mathbb{R}}\)
\((a)\) \((x-a)(x-b)(x-c)P(x)\) বহুপদীর ধ্রুবক নির্ণয় কর।
\((b)\) দেখাও যে, \(P(x)=0\) সমীকরণের মূলগুলি সর্বোদা বাস্তব হবে এবং \(a=b=c\) না হলে মূলগুলি সমান হতে পারে না।
বঃ ২০১৩ ।
\((c)\) যদি \(a=3, \ b=2, \ c=1\) হয় তবে \(P(x)=0\) সমীকরণটির মূলগুলি নির্ণয় করে তাদের প্রকৃতি উল্লেখ কর।
উত্তরঃ \((a) \ (ab+bc+ca)\)
\((c) \ 2+\frac{1}{\sqrt{3}}, \ 2-\frac{1}{\sqrt{3}}\) মূলদ্বয় অমূলদ।

\(Q.5.(ii)\) \(px^2+qx-p=0\) দ্বিঘাত সমীকরণের মূল দুইটি \(\alpha, \ \beta.\)
\((a)\) উৎপাদকের সাহায্যে \(2x^2-3x-35=0\) সমীকরণটি সমাধান কর।
\((b)\) দ্বিঘাত সমীকরণটির মূল ও সহগের সম্পর্ক প্রতিষ্ঠা কর।
\((c)\) \(p\alpha+q, p\beta+q \) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
যঃ ২০১০ ।
উত্তরঃ \((a) \ x=-\frac{7}{2}, \ 5\)
\((b) \ \alpha+\beta=-\frac{q}{p}\) এবং \(\alpha\beta=-1\)
\((c) \ x^2-qx-p^2=0\)

\(Q.5.(iii)\) \(px^2+qx+1=0\) এবং \(qx^2+px+1=0\) দুইটি দ্বিঘাত সমীকরণ।
\((a)\) \(2x^2-5x-1=0\) সমীকরণটি সমাধান কর।
\((b)\) দ্বিতীয় সমীকরণের মূলদ্বয়ের অনুপাত \(3:4\) হলে দেখাও যে, \(12p^2=49q.\)
\((c)\) সমীকরণদ্বয়ের একটি সাধারণ মূল থাকলে দেখাও যে, \(p+q+1=0\)
উত্তরঃ \((a) \ \frac{5+\sqrt{33}}{4}, \ \frac{5-\sqrt{33}}{4}\)

\(Q.5.(iv)\) \(P(x)=2x^3-9x^2+9x+2,\)
\(Q(x)=(x-2)(ax^2+bx+c),\) যেখানে, \(a, \ b\) এবং \(c\) ধ্রুবক।
\((a)\) \(P(x)\equiv{Q(x)}\) হলে \(a, \ b, \ c\) এর মান নির্ণয় কর।
\((b)\) \(P(x)=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, \(\sum{\alpha^3\beta}\) নির্ণয় কর।
\((c)\) \(P(x)=0\) সমীকরণের মূলত্রয় \(2, \ \alpha\) ও \(\beta\) হলে, একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় কর যার মূলদ্বয় \(\alpha+\frac{k}{\beta}\) এবং \(\beta+\frac{k}{\alpha},\) যেখানে \(k\) ধ্রুবক।
উত্তরঃ \((a) \ a=2, \ b=-5, \ c=-1\)
\((b) \ \frac{441}{8}\)
\((c) \ 2x^2-(5-10k)x-(4k^2-4k+1)=0\)

\(Q.5.(v)\) একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় \((x+1)\) সে.মি. ও \((3x-1)\) সে.মি.। অতিভূজের বর্গ দ্বিঘাত রাশিটি \(F(x).\)
\((a)\) ত্রিভুজের ক্ষেত্রফল \(2\) বর্গ সে.মি. হলে \(x\) এর ধনাত্মক মান নির্ণয় কর।
\((b)\) \(F(x)=9\) হলে, ত্রিভুজটির অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় কর।
\((c)\) \(F(x)=0\) দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \((\alpha+\beta)^2\) ও \((\alpha-\beta)^2\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ 1\)
\((b) \ \frac{12+\sqrt{74}}{10}cm, \ \frac{-4+3\sqrt{74}}{10}cm\)
\((c) \ 625x^2+300x-64=0\)

\(Q.5.(vi)\) \(\alpha=\frac{1}{2}(-1-\sqrt{-3}), \ \beta=\frac{1}{2}(-1+\sqrt{-3})\)
\((a)\) দেখাও যে, \(2x^3-2bx^2-2b^2x-4b^3\) এর একটি উৎপাদক \((x-2b).\)
\((b)\) দেখাও যে, \((1-\alpha)(1-\beta)=3\)
\((c)\) একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় কর যার একটি মূল \(\frac{\alpha}{\beta}.\)
উত্তরঃ \((c) \ x^2+x+1=0\)

\(Q.5.(vii)\) \(|2x-5|-3x\gt{6} ...... (1)\)
\(3x^3-26x^2+52x-24=0 ........(2)\)
\(y=\frac{a+ib}{a-ib} ........(3)\)
\((a)\) \((3)\) নং সমীকরণ ব্যবহার করে প্রমাণ কর যে, \((a^2+b^2)y^2+a^2+b^2=2(a^2-b^2)y.\)
\((b)\) \((1)\) নং অসমতার সমাধান সেট নির্ণয় কর।
\((c)\) \((2)\) নং সমীকরণের মূলগুলি গুণোত্তর শ্রেণীভুক্ত হলে, সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \((c) \ \frac{2}{3}, \ 2, \ 6\)

\(Q.5.(viii)\) \(P=x^2+bx+ac, \ Q=x^2+cx+ab\)
এবং \(R=\sqrt{-3+\sqrt{-3+\sqrt{-3+ ......\infty}}}\)
\((a)\) \(x=i\) হলে, \(|P|\) নির্ণয় কর।
\((b)\) \(P=0\) ও \(Q=0\) সমীকরণদ্বয়ের একটি সাধারণ মূল থকলে দেখাও যে, \(a+b+c=0\)
\((c)\) \(R\) এর আর্গুমেন্ট নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ \sqrt{(ac-1)^2+b^2}\)
\((c) \ \pm\tan^{-1}{\sqrt{11}}\)

\(Q.5.(ix)\) \(f(x)=1-9x+20x^2\)
\((a)\) \(|f(i)|\) নির্ণয় কর।
\((b)\) \(f(x)=0\) সমীকরণের মূল দুইটি \(\alpha, \ \beta\) হলে, একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় কর যার মূলদ্বয় \(\frac{1}{\alpha}+\frac{1}{\beta}\) ও \(\frac{1}{\alpha\beta}.\)
\((c)\) সংখ্যারেখা ব্যবহার করে \(f(x)\le{3x}\) এর সমাধান নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ \sqrt{442}\)
\((b) \ x^2-29x+180=0\)
\((c) \ \frac{1}{10}\le{x}\le{\frac{1}{2}}\)

\(Q.5.(x)\) অভিষ্ট ফাংশন, \(Z=4x+3y\)
সীমাবদ্ধতাঃ \(5x+4y\le{20},\)
\(2x+4y\ge{12},\)
\(y\ge{2x},\)
\(x\ge{0}, \ y\ge{0}\)
\((a)\) \(x^2-5x+7=0\) এর মূলদ্বয় নির্ণয় কর।
\((b)\) \(x=1\) ও \(y=\sqrt{-1}\) হলে, \(\frac{1}{Z}\) মূলবিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় কর।
\((c)\) প্রদত্ত শর্তের আলোকে অভিষ্ট ফাংশন \(Z\) এর সর্বোচ্চ মান নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ \frac{5+\sqrt{-3}}{2}, \ \frac{5-\sqrt{-3}}{2}\)
\((b) \ 25x^2-8x+1=0\)
\((c) \ 24\frac{8}{13}\)

\(Q.5.(xi)\) \(ax^2+bx+c=0 ...... (1)\) একটি দ্বিঘাত সমীকরণ।
\((a)\) \((1)\) এর মূলদ্বয়ের অনুপাত \(2:3\) হলে, সহগগুলির মধ্যে সম্পর্ক স্থাপন কর।
\((b)\) উদ্দীপকের সমীকরণের একটি মূল যদি উদ্দীপকের সমীকরণে \(a\) ও \(c\) স্থান বিনিময় করলে যে সমীকরণ পাওয়া যায় তার একটি মূল সমান হয়, তবে প্রমাণ কর যে, \(c+a=\pm{b}\)
\((c)\) উদ্দীপকে \(a=6, \ b=5, \ c=4\) এর জন্য দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে, \(\alpha^2+\beta^2\) ও \(\alpha\beta\) মূলবিশিষ্ট সমীকরণ গঠন কর।
উত্তরঃ \((a) \ 6b^2=25ac\)
\((c) \ 108x^2-3x-46=0\)

\(Q.5.(xii)\) \(f(x)=ax^2+bx+c, \ g(x)=6x^2-5x-1\) একটি দ্বিঘাত সমীকরণ।
\((a)\) \(g(x)=0\) দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে, \(\alpha^4+\alpha^2\beta^2+\beta^4\) এর মান নির্ণয় কর।
\((b)\) \(g(x)\lt{0}\) অসমতাকে পরমমান চিহ্নের সাহায্যে লিখ।
\((c)\) \(f(x)=0\) ও \(g(x)=0\) সমীকরণদ্বয়ের একটি সাধারণ মূল থাকার শর্ত নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ \frac{1333}{1296}\)
\((b) \ |12x-5|\lt{7}\)
\((c) \ a^2-6b^2+36c^2-5ab+30bc+37ca=0\)

\(Q.5.(xiii)\) \(2x^2+3x+5=0\) দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta.\)
\((a)\) সমীকরণটির মূলের প্রকৃতি নির্ণয় কর।
\((b)\) এমন একটি সমীকরণ নির্ণয় কর যার মূলদ্বয় হবে \(\frac{1}{\alpha^3}, \ \frac{1}{\beta^3}.\)
\((c)\) সমীকরণটির মূলের বর্গমূল নির্ণয় কর।
উত্তরঃ \((a)\) কাল্পনিক ও অসমান।
\((b) \ 125x^2-63x+8=0\)
\((c) \ \pm{\frac{1}{2\sqrt{2}}\left\{\left(2\sqrt{10}-3\right)^{\frac{1}{2}}\pm i\left(2\sqrt{10}+3\right)^{\frac{1}{2}}\right\}}\)

\(Q.5.(xiv)\) \(\alpha=\frac{1}{2}(-1-\sqrt{-3}), \ \beta=\frac{1}{2}(-1+\sqrt{-3})\)
\((a)\) \(\beta^3\) নির্ণয় কর।
\((b)\) \(\sqrt{\alpha}\) এর আর্গুমেন্ট নির্ণয় কর।
\((c)\) কোনো একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল \(\alpha\) হলে, সমীকরণটি নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ 1\)
\((b) \ -\frac{\pi}{3}\)
\((c) \ x^2+x+1=0\)

\(Q.5.(xv)\) দৃশ্যকল্প-১ঃ \(x=\sqrt[4]{-1}\)
দৃশ্যকল্প-২ঃ \(x^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta.\)
\((a)\) দেখাও যে, \(x^5-x^4+10x^3-9x^2+8x+699\) রাশিটির একটি উৎপাদক \(x+3.\)
\((b)\) \(b, \ c\) এর মাধ্যমে \((\alpha+b)^{-4}+(\beta+b)^{-4}\) এর মান নির্ণয় কর।
\((c)\) দৃশ্যকল্প-১ এর আলোকে \(x\) এর যে মানটি আর্গন্ড চিত্রে ১ম চতুর্ভাগে অবস্থান করে তার বর্গমূল নির্ণয় কর।
উত্তরঃ \((b) \ \frac{b^4-4b^2c+2c^2}{c^4}\)
\((c) \ \pm{\frac{1}{\sqrt{\sqrt{2}}\sqrt{2}}\left\{(\sqrt{2}+1)^{\frac{1}{2}}+i(\sqrt{2}-1)^{\frac{1}{2}}\right\}}\)

\(Q.5.(xvi)\) \(x^2+ax+b=0 .......(1)\)
\(x^2+ax+8=0 .......(2)\)
\((a)\) \(3x^2+2x+1=0\) সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় কর।
\((b)\) \((1)\) নং সমীকরণের মূলদ্বয় সমান হলে এবং \((2)\) নং সমীকরণের একটি মূল \(4\) হলে, \(a\) ও \(b\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
\((c)\) \(a=2\sqrt{3}, \ b=4\) এর জন্য \((1)\) নং সমীকরণের মূলদ্বয় \(Z_{1}\) \(Z_{2}\) হলে দেখাও যে, \(arg(Z_{1}Z_{2})=arg(Z_{1})+arg(Z_{2})\)
উত্তরঃ \((a)\) জটিল ও অসমান।
\((b) \ x^2-3x-54=0\)

\(Q.5.(xvii)\) \(x^2+px+q=0 .......(1)\)
\(x^2+qx+p=0 .......(2)\)
\(x^2-(p+q)x+(p+q)^2=0 .......(3)\)
\((a)\) দেখাও যে, \(a=b\) না হলে, \(2x^2-2(a+b)x+a^2+b^2=0\) সমীকরণের মূলগুলি বাস্তব হতে পারে না।
\((b)\) \((1)\) ও \((2)\) এর মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি হলে, প্রমাণ কর যে, \(p+q+4=0.\)
\((c)\) \((1)\) ও \((2)\) এর একটি সাধারণ মূল থাকলে এবং \((3)\) এর মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, প্রমাণ কর যে, \(\alpha^3+\beta^3=2.\)

\(Q.5.(xviii)\) \(ax^2+bx+c=0 .......(1)\)
\(bx^2+cx+a=0 .......(2)\)
\((a)\) দ্বিঘাত সমীকরণের একটি মূল \(-4-\sqrt{-5}\) হলে, সমীকরণটির মূলদ্বয়ের গুণফল নির্ণয় কর।
\((b)\) \((1)\) এর মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে, \(cx^2+2bx+4a=0\) সমীকরণের মূলদ্বয়কে \(\alpha\) ও \(\beta\) এর মাধ্যমে প্রকাশ কর।
\((c)\) \((1)\) এর মূলদ্বয় \(\alpha, \ \beta\) এবং \((2)\) এর মূলদ্বয় \(\gamma, \ \delta\) হলে, কি শর্তে \(\frac{\alpha}{\beta}=\frac{\gamma}{\delta}\) হবে?
উত্তরঃ \((a) \ 21\)
\((b) \ \frac{2}{\alpha}, \ \frac{2}{\beta}\)
\((c) \ b^2(c^2-4ab)=c^2(b^2-4ca)\)

\(Q.5.(xix)\) \(3x^2+2x+1=0 .......(1)\) একটি দ্বিঘাত সমীকরণ।
\(Z=4+3i.......(2)\) একটি জটিল সংখ্যা।
\((a)\) \(8x^4-2x^3-27x^2+6x+9\) বহুপদীকে \((2x+1)\) দ্বারা ভাগ করলে ভাগশেষ নির্ণয় কর।
\((b)\) একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় কর যার একটি মূল \(\frac{1}{Z}.\)
\((c)\) আরগন্ড চিত্রে \((1)\) এর যে মূলটি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে তার মডুলাস নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ 0\)
\((b) \ 25x^2-8x+1=0\)
\((c) \ \frac{1}{\sqrt{3}}\)

\(Q.5.(xx)\) \(P(x)\equiv{x^3-5x^2+17x-13}=0\) সমীকরণের মূ্লত্রয় \(\alpha, \ \beta, \ \lambda\)
এবং \(Q(x)\equiv{x^2-cx+b}=0\) সমীকরণের মূলদ্বয় \(\gamma, \ \delta\)
\((a)\) দেখাও যে, \(P(x)=0\) সমীকরণের একটি মূল \(\lambda=1.\)
\((b)\) \(P(x)=0\) এর ক্ষেত্রে, \(\sum{\alpha^3\beta}\) এর মান নির্ণয় কর।
\((c)\) এরূপ একটি সমীকরণ নির্ণয় কর যার মূলদ্বয় \(\frac{1}{\alpha\gamma}+\frac{1}{\beta\delta}\) এবং \(\frac{1}{\alpha\delta}+\frac{1}{\beta\gamma}\) হয়।
উত্তরঃ \((b) \ -218\)
\((c) \ 169b^2x^2-52bcx+13c^2-36b=0\)

\(Q.5.(xxi)\) \(\alpha=\frac{1}{2}(-1-\sqrt{-3}), \ \beta=\frac{1}{2}(-1+\sqrt{-3})\)
\((a)\) দেখাও যে, \(3x^2-2(k+1)x+k=0\) সমীকরণটির মূলগুলি \(k\) এর সকল বাস্তব মানের জন্য বাস্তব হবে।
\((b)\) দেখাও যে, \(\sqrt[4]{\alpha+\beta}=\frac{1}{\sqrt{2}}(1+i)\)
\((c)\) কোনো একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল \(\alpha\) হলে, সমীকরণটি নির্ণয় কর।
উত্তরঃ \((c) \ x^2+x+1=0\)

\(Q.5.(xxii)\) \(|x-5|-2x\gt{4} .......(1)\)
\(4x^3-24x^2+23x+18=0 .......(2)\)
\((a)\) \(-7\lt{x}\lt{-1}\) কে পরমমানের সাহায্যে প্রকাশ কর।
\((b)\) \((1)\) নং অসমতাটির সমাধান সেট নির্ণয় কর।
\((c)\) \((2)\) নং সমীকরণের মূলগুলি সমান্তর শ্রেণীভুক্ত হলে, সমীকরণটি সমাধান কর।
উত্তরঃ \((a) \ |x+4|\lt{3}\)
\((b) \ \left\{x\in{\mathbb{R}}: x\lt{\frac{1}{3}}\right\}\)
\((c) \ -\frac{1}{2}, \ 2, \ \frac{9}{2}\)

\(Q.5.(xxiii)\) দৃশ্যকল্প-১ঃ \(4x^2+2x-1=0\) সমীকরণের একটি মূল \(\cos{\alpha}.\)
দৃশ্যকল্প-২ঃ \(a, \ b, \ c\in{\mathbb{R}}, \ ac=bc\) এবং \(c\ne{0}\)
\((a)\) \(|3-2x|\lt{7}\) অসমতাটি পরমমান চিহ্ন ব্যতীত প্রকাশ কর।
\((b)\) দৃশ্যকল্প-২ এর সাহায্যে প্রমাণ কর যে, \(a=b.\)
\((c)\) দেখাও যে, দৃশ্যকল্প-১ এ বর্ণিত সমীকরণটির অপর মূলটি \(\cos{(3\alpha)}.\)
উত্তরঃ \((a) \ -2\lt{x}\lt{5}\)

\(Q.5.(xxiii)\) দৃশ্যকল্প-১ঃ \(4x^2+2x-1=0\) সমীকরণের একটি মূল \(\cos{\alpha}.\)
দৃশ্যকল্প-২ঃ \(a, \ b, \ c\in{\mathbb{R}}, \ ac=bc\) এবং \(c\ne{0}\)
\((a)\) \(|3-2x|\lt{7}\) অসমতাটি পরমমান চিহ্ন ব্যতীত প্রকাশ কর।
\((b)\) দৃশ্যকল্প-২ এর সাহায্যে প্রমাণ কর যে, \(a=b.\)
\((c)\) দেখাও যে, দৃশ্যকল্প-১ এ বর্ণিত সমীকরণটির অপর মূলটি \(\cos{(3\alpha)}.\)
উত্তরঃ \((a) \ -2\lt{x}\lt{5}\)

\(Q.5.(xxiv)\) দৃশ্যকল্প-১ঃ \(x=\sqrt[3]{-1}\)
দৃশ্যকল্প-২ঃ \(px^2+8(q-p)x+4(4p-8q+r)=0\) সমীকরণের মূলদ্বয় \(4-2\alpha, \ 4-2\beta.\)
\((a)\) \(-8-6i\) এর আর্গুমেন্ট ষাটমূলক পদ্ধতিতে দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় কর।
\((b)\) দৃশ্যকল্প-১ হতে \(x\) এর জটিল মানদ্বয় নির্ণয় করে তাদের যেকোনো একটি মানের বর্গমূল নির্ণয় কর।
\((c)\) \(\alpha\) এবং \(\beta\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ -143.13^{o}\)(প্রায়)
\((b) \ \pm{\frac{1}{2}\left(\sqrt{3}+i\right)}\)
\((c) \ px^2-4qx+r=0\)

\(Q.5.(xxv)\) \(Z_{1}=1+i\sqrt{3}, \ Z_{2}=\sqrt{3}-i.\)
\((a)\) দেখাও যে, \((1-i)^{-2}+(1+i)^{-2}=i\)
\((b)\) কোনো একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল \(Z_{1}\) হলে, সমীকরণটি নির্ণয় কর।
\((c)\) দেখাও যে, \(arg\left(\frac{Z_{1}}{Z_{2}}\right)=arg(Z_{1})-arg(Z_{2})\)
উত্তরঃ \((b) \ x^2-2x+4=0\)

\(Q.5.(xxvi)\) \(3x^2+2x+1=0 ........(1)\)
\(Z=\left\{\frac{1+(i)^{4n+1}}{1+(i)^{4n+3}}\right\}^{2(2m+1)} .......(2)\)
\((a)\) \(\omega=\frac{-1-\sqrt{3}i}{2}\) এর আর্গুমেন্ট নির্ণয় কর।
\((b)\) \(m, \ n\in{\mathbb{N}}\) এর জন্য প্রমাণ কর যে, \(Z=-1.\)
\((c)\) আর্গন্ড চিত্রে \((1)\) এর যে মূলটি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে তার মডুলাস নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ -\frac{2\pi}{3}\)
\((c) \ \frac{1}{\sqrt{3}}\)

\(Q.5.(xxvii)\) \(Z=4+3i\) এর বর্গমূল দুইটি \(Z_{1}\) ও \(Z_{2}\)।
\((a)\) দেখাও যে, \(\sqrt{i}+\sqrt{-i}=\sqrt{2}\)
\((b)\) একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় কর যার একটি মূল \(\frac{1}{Z}.\)
\((c)\) আর্গন্ড চিত্রে \(Z_{1}\) ও \(Z_{2}\) দ্বারা সূচিত বিন্দুদ্বয়ের দূরত্ব নির্ণয় কর।
উত্তরঃ \((b) \ 25x^2-8x+1=0\)
\((c) \ 2\sqrt{5}\)

\(Q.5.(xxviii)\) \(Z=3+4i\)
\((a)\) \(x^2-5x+7=0\) দ্বিঘাত সমীকরণের জটিল মূলদ্বয় নির্ণয় কর।
\((b)\) আর্গন্ড চিত্রে \(\overline{Z}\) দ্বারা সূচিত বিন্দুর অবস্থান দেখিয়ে এর মডুলাস এবং আর্গুমেন্ট চিহ্নিত কর।
\((c)\) \(\sqrt{Z}=r(\cos{\theta}+i\sin{\theta})\) হলে, \(\sin{\theta}\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ \frac{5+\sqrt{3}i}{2}, \ \frac{5-\sqrt{3}i}{2}\)
\((b) \ 5, \ -53.13^{o}\)
\((c) \ \frac{1}{\sqrt{5}}\)

\(Q.5.(xxix)\) \(x^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta.\)
\((a)\) \(\alpha-\beta=\pm{1}\) হলে, দেখাও যে, \(b^2=4c+1.\)
\((b)\) \((b\alpha+c)^{-2}+(b\beta+c)^{-2}\) এর মান নির্ণয় কর।
\((c)\) \((\alpha+\beta)^2\) এবং \((\alpha-\beta)^2\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((b) \ \frac{b^4-4b^2c+2c^2}{c^4}\)
\((c) \ x^2-2(b^2-2c)x+b^2(b^2-4c)=0\)

\(Q.5.(xxx)\) \(x^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta.\)
\((a)\) বাস্তব সহগবিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি \(-\frac{b}{a},\) গুণফল \(\frac{c}{a}\) । সমীকরণটির একটি মূল \(m+\sqrt{n}\) হলে দেখাও যে, এর অপর মূলটি হবে \(m-\sqrt{n}\)।
\((b)\) \(cx^2-(b^2-2c)x+c=0\) সমীকরণের মূলদ্বয়কে \(\alpha, \ \beta\) এর মাধ্যমে প্রকাশ কর।
\((c)\) \(b, \ c\) মাধ্যমে \((\alpha+b)^{-4}+(\beta+b)^{-4}\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \((b) \ \frac{\alpha}{\beta}, \ \frac{\beta}{\alpha}\)
\((c) \ \frac{b^4-4b^2c+2c^2}{c^4}\)

\(Q.5.(xxxi)\) \(x^2+px+q=0 ........(1)\)
এবং \(x^2+qx+p=0 ........(2)\)
\((a)\) বাস্তব সহগবিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি \(-\frac{b}{a},\) গুণফল \(\frac{c}{a}\) । সমীকরণটির একটি মূল \(m+in\) হলে দেখাও যে, এর অপর মূলটি হবে \(m-in\)।
\((b)\) \((1)\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) এবং \(2x^2+10px+q=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha+4, \ \beta+4\) হলে, \(p\) ও \(q\) এর মান নির্ণয় কর।
\((c)\) যদি \((1)\) ও \((2)\) সমীকরণদ্বয়ের একটি সাধারণ মূল থাকে তবে তাদের অপর মূলগুলি দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((b) \ p=-2, \ q=-48\)
\((c) \ x^2+x+pq=0\)

\(Q.5.(xxxii)\) \(ax^2+bx+c=0 ........(1)\)
এবং \(bx^2+cx+a=0 ........(2)\)
\((a)\) দেখাও যে, \(x^5-x^4+10x^3-9x^2+8x+699\) এর একটি উৎপাদক \((x+3).\)
\((b)\) \((1)\) সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে দেখাও যে, \(c(a-b)^3=a(c-b)^3\)
\((c)\) \((1)\) ও \((2)\) সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুবরাশি হলে প্রমাণ কর যে, \(4ab(bc-a^2)=b^4-a^2c^2\)

\(Q.5.(xxxiii)\) \(|2x+1|+|1-2x|\le{8}\) একটি অসমতা
এবং \(x^3-px+q=0\) একটি ত্রিঘাত সমীকরণ যার মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\)
\((a)\) \(i^{i}\) এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় কর।
\((b)\) উদ্দীপকে উল্লেখিত অসমতাটি সমাধান কর।
\((c)\) \(\sum{\alpha^4}\) নির্ণয় কর, যেখানে \(\sum{\alpha^2}=16, \ \sum{\alpha^3}=-9\)
উত্তরঃ \((a) \ \frac{1}{e^{\frac{\pi}{2}}}, \ 0\)
\((b) \ -2\le{x}\le{2}\)
\((c) \ 128\)

\(Q.5.(xxxiv)\) \(x^3-x-1=0\) একটি ত্রিঘাত সমীকরণ যার মূলত্রয় \(a, \ b\) ও \(c\)
এবং \(x^2-3|x-2|\le{4x-6}\) একটি অসমতা
\((a)\) \(\ln{(1+\sqrt{3}i)}\) এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় কর।
\((b)\) প্রমাণ কর যে, \(\sum{\frac{1-a}{1+a}}=1\) এবং \(\frac{1-a}{1+a}+\frac{1-b}{1+b}+\frac{1-c}{1+c}=-1\)
\((c)\) উদ্দীপকে উল্লেখিত অসমতাটি সংখ্যারেখার সাহায্যে সমাধান কর।
উত্তরঃ \((a) \ \sqrt{(\ln{2})^2+\left(\frac{\pi}{3}\right)^2}, \ \tan^{-1}{\left(\frac{\frac{\pi}{3}}{\ln{2}}\right)}\)
\((c) \ [0, 1]\cup{[3, 4]}\)

\(Q.5.(xxxv)\) \(\frac{Z}{1+Z^2}\) একটি বাস্তব সংখ্যা, যেখানে \(Z=x+iy, \ y\ne{0}, \ (1+Z^2)\ne{0}\)
এবং \(x^2-4x+a=0\) একটি দ্বিঘাত সমীকরণ যার মূলদ্বয় সমান।
\((a)\) \(f(x)=ax^2-7x+4\) এর একটি উৎপাদক \((x-1)\) হলে, উৎপাদকের সাহায্যে \(f(x)=0\) সমীকরণটি সমাধান কর।
\((b)\) প্রমাণ কর যে, \(|Z|=1\)
\((c)\) \(ax^2-6x+1=0\) সমীকরণের মূল দুইটি \(\alpha\) ও\(\beta\) হলে দেখাও যে, \(\alpha+\frac{1}{\beta}\) এবং \(\beta+\frac{1}{\alpha}\) মূলবিশিষ্ট সমীকরণ \(4x^2-30x+25=0.\)
উত্তরঃ \((a) \ 1, \ \frac{4}{3}\)

\(Q.5.(xxxvi)\) \(mx^2+nx+l=0, \ lx^2+nx+m=0.\)
\((a)\) উৎপাদকের সাহায্যে \(2x^2+5x-9=0\) সমীকরণটি সমাধান কর।
\((b)\) উদ্দীপকে উল্লেখিত সমীকরণদ্বয়ের একটি সাধারণ মূল থাকলে দেখাও যে, \(m+l=\pm{n}\)
\((c)\) উদ্দীপকের ১ম সমীকরণের মূল দুইটি \(\alpha\) ও \(\beta\) হলে, \(ml(x^2+1)-(n^2-2ml)x=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) এর মাধ্যমে প্রকাশ কর।
উত্তরঃ \((a) \ \frac{-5+\sqrt{97}}{4}, \ \frac{-5-\sqrt{97}}{4}\)
\((c) \ \frac{\alpha}{\beta}, \ \frac{\beta}{\alpha}\)
দিঃ ২০১৭ ।

\(Q.5.(xxxvii)\) \(x^2+bx+c=0\) সমীকরণের মূল দুইটি \(\alpha\) ও \(\beta\)
\((a)\) উদ্দীপকের সমীকরণটির নিশ্চায়ক কত?
\((b)\) \(c(x^2+1)-(b^2-2c)x=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) এর মাধ্যমে প্রকাশ কর।
\((c)\) এরূপ একটি সমীকরণ নির্ণয় কর যার মূলদ্বয় \(\alpha+\frac{1}{\beta}\) এবং \(\beta+\frac{1}{\alpha}\)
উত্তরঃ \((a) \ b^2-4ac\)
\((b) \ \frac{\alpha}{\beta}, \ \frac{\beta}{\alpha}\)
\((c) \ cx^2+b(c+1)x+(c+1)^2=0\)
চঃ ২০১৭ ।

\(Q.5.(xxxviii)\) \(f(x)=ax^2+bx+c=0\) এবং \(g(x)=cx^2+bx+a=0\)
\((a)\) \(f(x)=0\) এর মূলের প্রকৃতি নির্ণয় কর।
\((b)\) \(f(x)=0\) সমীকরণের মূলদ্বয় যথাক্রমে \(\alpha, \ \beta\) হলে দেখাও যে, \((a\alpha+b)^{-3}+(a\beta+b)^{-3}=\frac{b^3-3abc}{a^3c^3}\)
\((c)\) \(f(x)=0\) এর একটি মূল \(g(x)=0\) সমীকরণের একটি মূলের দ্বিগুণ হলে দেখাও যে, \(2a=c,\) \((2a+c)^2=2b^2\)
উত্তরঃ \((a) \ \)
ঢাঃ ২০১৭ ।

\(Q.5.(xxxix)\) দৃশ্যকল্প-১ঃ \(Z=2+4i-i^2\)
দৃশ্যকল্প-২ঃ \(px^2+qx+r=0\)
\((a)\) একের জটিল ঘনমূল \(\omega, \ \omega^2\) হলে \((-1+\sqrt{-3})^7+(-1-\sqrt{-3})^7\) এর মান নির্ণয় কর।
\((b)\) দৃশ্যকল্প-১ এ \(\overline{Z}\) এর বর্গমূলের মডুলাস সর্বোদা \(\sqrt{5}\) সঠিক কি না যাচাই কর। যেখানে \(\overline{Z}\) হচ্ছে \(Z\) এর অনুবন্ধী জটিল সংখ্যা।
\((c)\) দৃশ্যকল্প-২ এ উল্লেখিত সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে \(\frac{2}{\alpha}, \ \frac{2}{\beta}\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ -128\)
\((c) \ rx^2+2qx+4p=0\)
রাঃ ২০১৭ ।

\(Q.5.(xL)\) \(Z_{1}=2+3i, \ Z_{2}=1+2i, \ a=p\omega^2+q+r\omega\)
এবং \(b=p\omega+q+r\omega^2\) যেখানে \(\omega\) একের ঘনমূলগুলির একটি জটিল ঘনমূল।
\((a)\) \(\frac{1}{2-i}\) এর আর্গুমেন্ট নির্ণয় কর।
\((b)\) উদ্দীপকের আলোকে \((Z_{1}-Z_{2})\) এর বর্গমূল নির্ণয় কর।
\((c)\) উদ্দীপকের সাহায্যে \(a^3+b^3=0\) হলে প্রমাণ কর যে, \(2p=q+r, \ 2q=r+p\) এবং \(2r=p+q.\)
উত্তরঃ \((a) \ \tan^{-1}{\frac{1}{2}}\)
\((b) \ \frac{1}{\sqrt{2}}\left\{(\sqrt{2}+1)^{\frac{1}{2}}-i(\sqrt{2}-1)^{\frac{1}{2}}\right\}\)
কুঃ ২০১৭ ।

\(Q.5.(xLi)\) \(Z=-2-2\sqrt{3}i\) একটি জটিল রাশি।
\((a)\) \(x+iy=\frac{p+iq}{r+is}\) হলে দেখাও যে, \((x^2+y^2)^2=\frac{p^2+q^2}{r^2+s^2}\)
\((b)\) \(Arg\left(\sqrt{Z}\right)\) নির্ণয় কর।
\((c)\) কোনো ত্রিঘাত সমীকরণের একটি মূল \(Z\) এবং মূলগুলির গুণফল \(80\) হলে সমীকরণটি নির্ণয় কর।
উত্তরঃ \((b) \ arg(\sqrt{Z})=-\frac{\pi}{3}\)
\((c) \ x^3-x^2-4x-80=0\)
সিঃ ২০১৭ ।

\(Q.5.(xLii)\) \(P(x)=mx^3+nx^2+qx+r\)
\((a)\) \(m=0\) এবং \(n=q=r=1\) হলে, \(P(x)=0\) সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় কর।
\((b)\) \(P(x)=0\) সমীকরণের মূলগুলি \(\alpha, \ \beta, \ \gamma\) হলে, \(\sum{\alpha^3}\) নির্ণয় কর।
\((c)\) এমন একটি সমীকরণ নির্ণয় কর যার মূলদ্বয় যথাক্রমে \(P(x)=0\) সমীকরণের মূল দুইটির সমষ্টি ও অন্তরফলের পরমমান হবে, যেখানে \(m=0, \ n=2, \ q=1, \ r=-1.\)
উত্তরঃ \((a)\) জটিল ও অসমান।
\((b) \ -\frac{n^3-3mnq+3m^2r}{m^3}\)
\((c) \ 4x^2-4x-3=0\)
দিঃ ২০১৯ ।

\(Q.5.(xLiii)\) \(F(x)=27x^2+6x-(m+2)\)
\(P(x)=rx^2-2nx+4m\)
এবং \(Q(x)=mx^2+nx+r\)
\((a)\) \(2+2\sqrt{3}i\) মূলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় কর।
\((b)\) \(F(x)=0\) সমীকরণটির একটি মূল অপর মূলটির বর্গের সমান হলে \(m\) এর মান নির্ণয় কর।
\((c)\) \(P(x)=0\) এবং \(Q(x)=0\) সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকলে, প্রমাণ কর যে, \((2m-r)^2+2n^2=0\) অথবা \(2m+r=0\)
উত্তরঃ \((a) \ x^2-4x+16=0\)
\((b) \ m=-1, \ 6\)
ঢাঃ ২০১৯ ।

\(Q.5.(xLiv)\) \(x^2+px+q=0, \ p,q\ne{0}\) এর মূলদ্বয় \(u, \ v\)
এবং \(2x^3-9x^2+14x-5=0\) এর একটি মূল \((2-i).\)
\((a)\) \(x^2-2mx+8m-15=0\) এর মূলদ্বয় বাস্তব ও সমান হলে, \(m\) এর মান কত?
\((b)\) দেখাও যে, \(qx^2+px+1=0\) এর মূলদ্বয় \(\frac{1}{u}\) ও \(\frac{1}{v}\)
\((c)\) উদ্দীপকের ২য় সমীকরণের বাস্তব মূল এবং \(\frac{1}{4}\) মূলবিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \((a) \ 3, \ 5\)
\((c) \ 8x^2-6x+1=0\)
যঃ ২০১৯ ।

\(Q.5.(xLv)\) \(Z=-2+2i\) একটি জটিল সংখ্যা
এবং \(f(x)=x^3+2x^2+x+3\)
\((a)\) \(Z\) এর মূখ্য আর্গুমেন্ট বের কর।
\((b)\) \(f(x)=0\) এর মূলত্রয় \(\alpha, \ \beta, \ \gamma\) হলে \(\sum{\alpha^3}\) এর মান নির্ণয় কর।
\((c)\) \(\overline{Z}=(a^2+2)+ib\) সমীকরণটির মূল \(a\) এবং \(b\) এর প্রকৃতি নিরূপণ কর।
উত্তরঃ \((a) \ \frac{3\pi}{4}\)
\((b) \ -11\)
যঃ ২০১৯ ।

\(Q.5.(xLvi)\) \(f(x)=px^2+qx+r\)
এবং \(g(x)=rx^2+qx+p\)
\((a)\) \(m\) এর মান কত হলে, \((m-1)x^2-(m+2)x+4=0\) সমীকরণের মূলদ্বয় সমান হবে?
\((b)\) উদ্দীপক থেকে \(f(x)=0\) এর মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে \(rx^2+4qx+16p=0\) সমীকরণের মূলদ্বয়কে \(\alpha, \ \beta\) এর মাধ্যমে প্রকাশ কর।
\((c)\) উদ্দীপকের \(f(x)=0\) এবং \(g(x)=0\) সমীকরণদ্বয়ের একটি সাধারণ মূল থাকলে \(p, \ q\) এবং \(r\) এর মধ্যে সম্পর্ক স্থাপন কর।
উত্তরঃ \((a) \ m=2, \ 10\)
\((b) \ \frac{4}{\alpha}, \ \frac{4}{\beta}\)
\((c) \ p+r=\pm{q}\)
রাঃ ২০১৯ ।

Read Creative Question
ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
\(Q.6.(i)\) \(ax^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \(ac(x^2+1)-(b^2-2ac)x=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) এর মাধ্যমে প্রকাশ কর।
উত্তরঃ \(ac(x^2+1)-(b^2-2ac)x=0\) সমীকরণের মূলদ্বয় \(\frac{\alpha}{\beta}, \ \frac{\beta}{\alpha}\)
চঃ ২০১৭,২০১৩; দিঃ ২০১৭; রুয়েটঃ ২০১২-২০১৩; সিঃ ২০১৯ মাঃ ২০১৯।

\(Q.6.(ii)\) \(P(x)=ax^2+bx+c, \ Q(x)=x^3-5x^2+17x-13\)
\((a)\) দেখাও যে, \(a\) এবং \(b\) মূলদ হলে, \((a^2-b^2)x^2+2(a^2+b^2)x+a^2-b^2=0\) সমীকরণের মূল দুইটি সর্বদা মূলদ হবে।
\((b)\) \(P(x)=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha, \ \beta\) হলে প্রমাণ কর যে, \((a\alpha+b)^{-2}+(a\beta+b)^{-2}=\frac{b^2-2ac}{a^2c^2}\)।
রাঃ ২০০৯; কুঃ ২০০৭; বঃ ২০০৪; চঃ ২০১২,২০১০,২০০৮; সিঃ ২০১৩,২০০৮; ঢাঃ ২০১১; রুয়েটঃ ২০০৭-২০০৮ ।
\((c)\) \(Q(x)=0\) সমীকরণের একটি মূল \(1\) হলে, অপর মূল দুইটি নির্ণয় কর।
বঃ ২০১২; ঢাঃ ২০০৪; বঃ ২০১২ ।
উত্তরঃ \((c) \ 2+3i, \ 2-3i\)

\(Q.6.(iii)\) \(mx^2+nx+l=0\) সমীকরণের মূলদ্বয়ের অনুপাত \(r\) হলে দেখাও যে, \(\frac{(r+1)^2}{r}=\frac{n^2}{ml}\)
বঃ ২০০১; কুঃ ২০০৮; রুয়েটঃ ২০১০-২০১১।

\(Q.6.(iv)\) \(k\) এর মান কত হলে, \((4-k)x^2+(2k+4)x+8k+1=0\) সমীকরণের মূলদ্বয় সমান হবে?
উত্তরঃ \( \)
রুয়েটঃ ২০১২-২০১৩।

\(Q.6.(v)\) \(k\) এর মান কত হলে, \((3k+1)x^2-(k+11)x+9=0\) সমীকরণের মূলদ্বয় জটিল হবে?
উত্তরঃ \( \)
বুয়েটঃ ২০১১-২০১২।

\(Q.6.(vi)\) \(k\) এর মান কত হলে, \((k+1)x^2+2(k+3)x+2k+3\) রাশিটি পূর্ণ বর্গ হবে?
উত্তরঃ \( \)
বুয়েটঃ ২০১১-২০১২।

\(Q.6.(vii)\) \(\frac{1}{\alpha^3}, \ \frac{1}{\beta^3}\)
উত্তরঃ \( \)
বঃ ২০১২; রুয়েটঃ ২০১১-২০১২।

\(Q.6.(viii)\) \(x^2-bx-b=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \(\alpha^4, \ \beta^4\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \( \)
রুয়েটঃ ২০১৮-২০১৯।

\(Q.6.(ix)\) \(px^2+8(q-p)x+4(4p-8q+r)=0\) সমীকরণের মূলদ্বয় \(4-2\alpha\) ও \(4-2\beta\) হলে, \(\alpha, \ \beta\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \( \)
রুয়েটঃ ২০১৮-২০১৯।

\(x^3-px^2+qx-r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.6.(x)\) \(\alpha^2+\beta^2+\gamma^2\)
উত্তরঃ \(p^2-2q\)
রুয়েটঃ ২০১৪-২০১৫ ।

\(x^3-px^2+qx-r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, মান নির্ণয় করঃ
\(Q.6.(xi)\) \(\alpha^3+\beta^3+\gamma^3\)
উত্তরঃ \(p^3-3pq+3r\)
রুয়েটঃ ২০১৪-২০১৫ ।

\(Q.6.(xii)\) \(x^3+qx+r=0\) সমীকরণের মূলত্রয় \(\alpha, \ \beta\) ও \(\gamma\) হলে, দেখাও যে, \((\beta-\gamma)^2=\frac{3r-q\alpha}{\alpha}.\)
টেক্সটাইলঃ ২০০২-২০০৩ ।

\(Q.6.(xiii)\) \(r(r-1)=1\) এর জটিল মূলদ্বয় \(Z_{1}\) ও \(Z_{2}\) হলে প্রমাণ কর যে, \(Z_{1}^3+Z_{2}^3=-2\)
রুয়েটঃ ২০০৪-২০০৫ ।

\(Q.6.(xiv)\) যদি \(x^2+px+q=0\) এবং \(x^2+qx+p=0\) সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকে, তবে \(2x^2+(p+q-2)x=(p+q-2)^2\) সমীকরণের মূলদ্বয় নির্ণয় কর।
উত্তরঃ \(x=-\frac{3}{2}, \ 3\)
বুয়েটঃ ২০০২-২০০৩; বুটেক্সঃ ২০১৯-২০২০ ।

\(Q.6.(xv)\) যদি \(ax^2+2cx+b=0\) এবং \(ax^2+2bx+c=0\) সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকে, তবে \((a+4b+4c)\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(0\)
রুয়েটঃ ২০০৯-২০১০ ।

\(Q.6.(xvi)\) যে শর্ত সাপেক্ষে \(px^2+qx+1\) এবং \(qx^2+px+1\) রাশি দুইটির একটি সাধারণ উৎপাদক হতে পারে তা নির্ণয় কর।
উত্তরঃ \(p+q+1=0\)
রুয়েটঃ ২০০৯-২০১০ ।

\(Q.6.(xvii)\) \(k\) এর মান কত হলে, \((k^2-3)x^2+3kx+3k+1=0\) সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে?
উত্তরঃ \(k=4, \ -1\)
বঃ ২০০১; কুঃ ২০১০; বুয়েটঃ ২০০৪-২০০৫।

\(Q.6.(xviii)\) দুইজন ছাত্রকে একটি সমীকরণ সমাধান করতে বলা হলো। একজন ছাত্র \(x\) এর সহগ ভূল লিখে সমীকরণটির মূল \(2\) এবং \(6\) নির্ণয় করল। অপর ছাত্র ধ্রুবক পদটি ভূল লিখে সমীকরণটির মূল \(2\) এবং \(-9\) নির্ণয় করল। সমীকরণটির নির্ভুল মূলদ্বয় নির্ণয় কর।
উত্তরঃ \( \)
বুয়েটঃ ২০১৬-২০১৭।

\(Q.6.(xix)\) চতুর্ঘাতবিশিষ্ট সমীকরণ গঠন কর যার দুইটি মূল যথাক্রমে \(2, \ 3\) এবং বাকী মূল \(x^2+4x+5=0\) সমীকরণের মূল।
উত্তরঃ \(x^4-x^3-9x^2-x+30=0\)
বুয়েটঃ ২০০২-২০০৩ ।

\(Q.6.(xx)\) যদি \(\alpha\) ও \(\beta\) অসমান হয় এবং \(\alpha^2=5\alpha-3\) ও \(\beta^2=5\beta-3\) হয় তবে \(\frac{\alpha}{\beta}\) ও \(\frac{\beta}{\alpha}\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \(3x^2-19x+3=0\)
বুয়েটঃ ২০০০-২০০১ ।

\(Q.6.(xxi)\) \(x^2+px+q=0, \ x^2+qx+8p=0 \) এবং \(4x^3+16x^2-9x-36=0\) সমীকরণত্রয়ের একটি সাধারণ মূল আছে। \(4x^3+16x^2-9x-36=0\) সমীকরণের অন্য দুইটি মূলের যোগফল শূন্য হলে \(p\) ও \(q\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(p=10, \ q=24\)
বুয়েটঃ ২০১৩-২০১৪ ।

\(Q.6.(xxii)\) \('a'\) এর বাস্তব মান কত হলে, \(x^3+3ax^2+x+1=0\) সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনে থাকবে? সমীকরণটির মূলগুলি নির্ণয় কর।
উত্তরঃ \(a=1-\sqrt{2}, \ 1, \ 1+\sqrt{2}\)
বুয়েটঃ ২০১৪-২০১৫ ।

\(Q.6.(xxiii)\) \(27x^2+6x-(p+2)=0\) সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে, \(p\) এর মান নির্ণয় কর।
উত্তরঃ \(p=-1, \ 6\)
ঢাঃ ২০১৯, ২০০৪; রাঃ ২০১২; সিঃ ২০১১; চঃ ২০১২; কুঃ ২০০৫; বঃ ২০১৪; যঃ ২০১৩,২০০৯; চুয়েটঃ ২০০৮-২০০৯; কুঃ,চঃ,রাঃবঃ ২০১৮ ।

\(Q.6.(xxiv)\) যদি \(\alpha\pm{\sqrt{\beta}}\) রাশি দুইটি \(x^2+px+q=0\) সমীকরণের মূল হয়, তবে দেখাও যে, \((p^2-4q)(p^2x^2+4qx)-16q=0\) সমীকরণের মূলদ্বয় হবে \(\frac{1}{\alpha}\pm{\frac{1}{\sqrt{\beta}}}.\)
চুয়েটঃ ২০০৭-২০০৮।

\(Q.6.(xxv)\) \(8x^4-2x^3-27x^2+6x+9=0\) সমীকরণের যে কোনো দুইটি মূলের যোগফল শূন্য হলে, সমীকরণটির অপর দুইটি মূলের মান নির্ণয় কর।
উত্তরঃ \(-\frac{1}{2}, \ \frac{3}{4}\)
চুয়েটঃ ২০০৯-২০১০ ।

\(Q.6.(xxvi)\) \(x^2+bx+c=0\) সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হলে দেখাও যে, \(2x^2-4(1+c)x+(b^2+2c^2+2)=0\) সমীকরণের মূলদ্বয় জটিল হবে।
কুয়েটঃ ২০০৫-২০০৬ ।

\(Q.6.(xxvii)\) \(x^2-px+q=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \(\frac{q}{p-\alpha}, \ \frac{q}{p-\beta}\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর। নির্ণেয় সমীকরণ ও প্রদত্ত সমীকরণের অভিন্নতার কারণ ব্যাখ্যা কর।
উত্তরঃ \( \)
কুয়েটঃ ২০০৭-২০০৮; বুটেক্সঃ ২০১৮-২০১৯।

\(Q.6.(xxviii)\) \(7x^2-5x-3=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \(\frac{1}{\alpha}+\frac{2}{\beta}, \ \frac{1}{\beta}+\frac{2}{\alpha}\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \( \)
কুয়েটঃ ২০০৪-২০০৫।

\(Q.6.(xxix)\) \(2x^2+3x+5=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \(\frac{1}{\alpha^3}, \ \frac{1}{\beta^3}\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \( \)
কুয়েটঃ ২০০৫-২০০৬।

\(Q.6.(xxx)\) \(x^2+2bx+c=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) ও \(\beta\) হলে, \(\alpha^2, \ \beta^2\) মূলবিশিষ্ট সমীকরণ নির্ণয় কর।
উত্তরঃ \( \)
কুয়েটঃ ২০০৬-২০০৭।

\(Q.6.(xxxi)\) \(x^4+7x^3+8x^2-28x-48=0\) সমীকরণের যে কোনো দুইটি মূলের যোগফল শূন্য হলে, সমীকরণটির মূলগুলির মান নির্ণয় কর।
উত্তরঃ \(x=2, \ -2, \ -3, \ -4\)
কুয়েটঃ ২০১৯-২০২০ ।

Read Admission Question

Read More

Post List

Mathematics

Geometry 11 and 12 standard
Algebra 11 and 12 standard
Trigonometry 11 and 12 standard
Diff. Calculus 11 and 12 standard
Int. Calculus 11 and 12 standard
Geometry Honours course standard
Vector 11 and 12 standard
Vector Honours course standard
Statics 11 and 12 standard
Dynamics 11 and 12 standard
    Coming Soon !

Chemistry