এ অধ্যায়ে আমরা যে বিষয় গুলি আলোচনা করব।
- সম্ভাব্যতার ধারণা (Concept of Probability)
- সম্ভাবনার কিছু মৌলিক ধারণা (Some fundamental Concept of Probability)
- দৈব্য পরীক্ষা (Random Experiment)
- ট্রায়াল বা চেষ্টা (Trial)
- ঘটনা (Event)
- নমুনাক্ষেত্র (Sample Space)
- বিচ্ছিন্ন নমুনাক্ষেত্র ঘটন জগত (Discrete sample space)
- অবিচ্ছিন্ন নমুনাক্ষেত্র বা ঘটন জগত (Continuous sample space)
- সরল ঘটনা (Simple Event)
- যৌগিক ঘটনা (Compound Event)
- পরস্পর বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনা (Mutually Exclusive Events)
- অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনা (Non-Mutually Exclusive Events)
- সম্ভাব্য ঘটনা (Equally Likely Event)
- পরিপূরক বা পূরক ঘটনা (Complementary Events)
- সম্পূর্ণ ঘটনা (Exhaustive Events)
- নিশ্চিত ঘটনা (Sure Events)
- অনিশ্চিত ঘটনা (Uncertain Eveints)
- অসম্ভব ঘটনা (Impossible Events)
- স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা (Independent Events)
- অধীন বা নির্ভরশীল ঘটনা (Dependent Events)
- সম্ভাব্যতার পরিমাপক (Probability measurer)
- সম্ভাবনার প্রাচীন (ক্লাসিক্যাল) বা অবরোহী বা পূর্ববর্তী বা গাণিতিক সংজ্ঞা (Priori or mathematical or classical definition of probability)
- সম্ভাবনার পরিসংখ্যানীয় বা পরীক্ষালব্ধ বা আরোহী সংজ্ঞা (Emperical or statistical or relative definition)
- সম্ভাবনার স্বতঃসিদ্ধ সংজ্ঞা (Axiomatic definition of probability)
- একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সম্ভাব্য ফলাফল নির্ণয় (Determine the likely outcome if the same event is repeated)
- পরস্পর বর্জনশীল ও অবর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনার যোগসূত্র (Correlation of probabilities for mutually exclusive events)
- দুইটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র (Correlation of probabilities with respect to two exclusionary events)
- তিনটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র (Correlation of probabilities with respect to three exclusionary events)
- \(n\) সংখ্যক বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র (Correlation of probabilities with respect to the number exclusionary events)
- দুইটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র (Correlation of probabilities for two mutually exclusive events)
- তিনটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র (Correlation of probabilities for three mutually exclusive events)
- শর্তাধীন সম্ভাবনা (Conditional probability)
- দুইটি অনির্ভরশীল বা স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্র (Probability formula for two independent events)
- দুইটি নির্ভরশীল বা অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্র (Probability formula for two dependent events)
- কতিপয় গুরুত্বপূর্ণ উপপাদ্য (Some important theorems)
- সম্ভাবনার মান \(0\) থেকে \(1\) এর মধ্যে অবস্থান করে। (The probability value lies between \(0\) to \(1\))
- কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনার সমষ্টি \(1\) (The sum of the probabilities of an event occurring or not occurring \(1\))
- দুটি বাস্তব ঘটনা একই সাথে স্বাধীন ও বর্জনশীল হতে পারে না (Two real events cannot be simultaneously independent and exclusive)
- \(A\) ও \(B\) দুইটি স্বাধীন ঘটনা হলে, \(A\) ও \(\bar{B}\) পরস্পর স্বাধীন (If \(A\) and \(B\) are two independent events, \(A\) and \(\bar{B}\) are mutually independent)
- \(A\) ও \(B\) দুইটি স্বাধীন ঘটনা হলে, \(A\) ও \(B\) পরস্পর স্বাধীন (If \(A\) and \(B\) are two independent events, \(A\) and \(B\) are mutually independent)
- প্রয়োজনীয় সূত্রাবলী (Required formulas)
- অধ্যায় \(10A\)-এর উদাহরণসমুহ
- অধ্যায় \(10A\) / \(Q.1\)-এর সংক্ষিপ্ত প্রশ্নসমূহ
- অধ্যায় \(10A\) / \(Q.2\)-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
- অধ্যায় \(10A\) / \(Q.3\)-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
- অধ্যায় \(10A\) / \(Q.4\)-এর বর্ণনামূলক প্রশ্নসমূহ
- অধ্যায় \(10A\) / \(Q.5\)-এর সৃজনশীল প্রশ্নসমূহ
- অধ্যায় \(10A\) / \(Q.6\)- ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
- বহুনির্বাচনী প্রশ্নত্তর
সম্ভাব্যতার ধারণা
Concept of Probability
সম্ভাবনা শব্দটি প্রাত্যহিক জীবনে আমরা সচরাচর ব্যবহার করে থাকি ।“আগামীকাল ঢাকা বিভাগের কয়েকটি স্থানে অন্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা ব্জ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে । “ছেলেটির এবার পাস করার সম্ভাবনা নেই” । আগামী বিশ্বকাপ ক্রিকেট খেলায় ইংল্যাভ দলের বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে । দৈনদ্দিন জীবনে আমরা এই ধরনের প্রশাসনিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইত্যাদি নানা প্রকার সম্ভাবনা সংবলিত মন্তব্য ও ভবিষ্যদ্বাণী শুনতে পাই। প্রতিটি মন্তব্যের বেলায়ই মন্তব্যকারীর মনে সম্ভাবনা সন্বন্ধীয় একটি ধারণা দেখা যায়। পরিসংখ্যানবিদগণ সম্ভাবনার ক্ষেত্রে এই ধারণাশুলিকে সূক্ষ্ণভাবে যাচাই করে সুনির্দিষ্ট সংখ্যাভিত্তিক পরিমাপ ব্যবহার করেন|
সম্ভাবন্যা সবসময়ই পরোজনীয় গাণিতিক তথ্যের ভত্তিতে নির্ণয় করা হয়। জুয়া খেলার আড্ডা থেকেই মূলত সম্ভাবনা তুত্ত্বের সৃষ্টি হয়েছে । ইতালির গণিতবিদ গ্যালিলিও (Galileo) সর্বপ্রথম সম্ভাবনার একটি গাণিতিক পরিমাপ উদ্ভাবন করেন।
সংজ্ঞাঃ কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না তার নিশ্চয়তার মাত্রা পরিমাপক রাশিকে সম্ভাব্যতা বলা হয়।
সম্ভাবন্যা সবসময়ই পরোজনীয় গাণিতিক তথ্যের ভত্তিতে নির্ণয় করা হয়। জুয়া খেলার আড্ডা থেকেই মূলত সম্ভাবনা তুত্ত্বের সৃষ্টি হয়েছে । ইতালির গণিতবিদ গ্যালিলিও (Galileo) সর্বপ্রথম সম্ভাবনার একটি গাণিতিক পরিমাপ উদ্ভাবন করেন।
সংজ্ঞাঃ কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না তার নিশ্চয়তার মাত্রা পরিমাপক রাশিকে সম্ভাব্যতা বলা হয়।
সম্ভাবনার কিছু মৌলিক ধারণা
Some fundamental Concept of Probability
পরীক্ষা (Experiment): যদি কোনো একটি কাজ একটি নির্দিষ্ট অবস্থায় কতকগুলি নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে পুনরাবৃত্তি করা যায় তাকে পরীক্ষা বলা হয়। অন্যভাবে বলা যায়, পরীক্ষা হলো কোনো একটি ঘটনা ঘটনার সম্ভাব্যতা নির্ণয়ের একটি উপায়। তাই শর্তসাপেক্ষে পুনরাবৃত্তি ঘটানো যায় এমন কাজই পরীক্ষা বা পরীক্ষণ।
উদাহরণঃ একটি শ্রোণিতে 80 জন শিক্ষার্থী আছে। তাদের মধ্য থেকে পুনঃস্থাপন না করে 5 জনকে নির্বাচিত করে একটি দল গঠন করা হবে । দৈবচয়ন ভিতিতে প্রত্যেকবার একজন করে পাঁচজনকে নির্বাচিত করা একটি পরীক্ষা । আবার, একটি অনপেক্ষ মুদ্রা শূণ্যে নিক্ষেপ করা হলে হেভ বা টেল উপরের দিকে উঠতে পারে । মুদ্রাটিকে বেশ কয়েকবার নিক্ষেপ করে উপরে হেড (Head) কতবার এসেছে বা টেল (Tail) কতবার এসেছে তা নির্ণয় করাও একটি পরীক্ষা।
উদাহরণঃ একটি শ্রোণিতে 80 জন শিক্ষার্থী আছে। তাদের মধ্য থেকে পুনঃস্থাপন না করে 5 জনকে নির্বাচিত করে একটি দল গঠন করা হবে । দৈবচয়ন ভিতিতে প্রত্যেকবার একজন করে পাঁচজনকে নির্বাচিত করা একটি পরীক্ষা । আবার, একটি অনপেক্ষ মুদ্রা শূণ্যে নিক্ষেপ করা হলে হেভ বা টেল উপরের দিকে উঠতে পারে । মুদ্রাটিকে বেশ কয়েকবার নিক্ষেপ করে উপরে হেড (Head) কতবার এসেছে বা টেল (Tail) কতবার এসেছে তা নির্ণয় করাও একটি পরীক্ষা।
দৈব্য পরীক্ষা
Random Experiment
কোনো পরীক্ষা সম্পাদনের আগে এর সম্ভাব্য সকল কলাফলণুলি জানা থাকে কিন্তু কোন ফলটি ঘটবে তা নিশ্চিতভাবে বলা যায় না এবং একেকবার একেকটি ফলাফল আসে, তাকে দৈব পরীক্ষা বলা হয়। সুতরাং সম্ভাবনার সাথে যুক্ত সকল পরীক্ষাকে দৈব পরীক্ষা বলে ।
উদাহরণঃ একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় সম্ভাব্য ফলগুলি হবে \(1, \ 2, \ 3, \ 4, \ 5\) ও \(6\) বিন্দুবিশিষ্ট সংখ্যা । কিন্তু নিক্ষেপের পূর্বে নিশ্চিতভাবে বলা যাবে না কোন সংখ্যাটি উপরে আসবে। তাই এ ধরনের পরীক্ষাকে দৈব পরীক্ষা বলা হর
উদাহরণঃ একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় সম্ভাব্য ফলগুলি হবে \(1, \ 2, \ 3, \ 4, \ 5\) ও \(6\) বিন্দুবিশিষ্ট সংখ্যা । কিন্তু নিক্ষেপের পূর্বে নিশ্চিতভাবে বলা যাবে না কোন সংখ্যাটি উপরে আসবে। তাই এ ধরনের পরীক্ষাকে দৈব পরীক্ষা বলা হর
ট্রায়াল বা চেষ্টা
Trial
(Trial): কোনো ঘটনার সম্ভাবনা নির্ণয়ের জন্য কতকগুলি নির্দিষ্টি শর্তের অধীনে একটি কাজ যতবারে সম্পন্ন করা হয় তাদের প্রত্যেকটিকে ট্রায়াল বা চেষ্টা বলা হয়। অর্থাৎ কোনো পরীক্ষার অন্তর্গত প্রতিটি ট্রায়াল হলো পরীক্ষাটির এক একটি অংশ। মূলত পরীক্ষার ক্ষুদ্রতম একক হলো চেষ্টা বা ট্রায়াল ।
উদাহরণঃ একটি শ্রেণিতে 40 জন ছাত্র ও 30 জন ছাত্রী আছে। তাদের মধ্য খেকে দৈবচয়ন ভিত্তিতে তিনবারের ড্র এর মাধ্যেমে তিনজনকে নির্বাচিত করা হলে হলে প্রত্যেকবার একজনকে নির্বাচন করা হলো এক একটি ট্রায়াল। এ পরীক্ষায় তিনটি ট্রায়াল থাকবে । একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে প্রত্যেকবারের নিক্ষেপ এক একটি ট্রায়াল ।
উদাহরণঃ একটি শ্রেণিতে 40 জন ছাত্র ও 30 জন ছাত্রী আছে। তাদের মধ্য খেকে দৈবচয়ন ভিত্তিতে তিনবারের ড্র এর মাধ্যেমে তিনজনকে নির্বাচিত করা হলে হলে প্রত্যেকবার একজনকে নির্বাচন করা হলো এক একটি ট্রায়াল। এ পরীক্ষায় তিনটি ট্রায়াল থাকবে । একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে প্রত্যেকবারের নিক্ষেপ এক একটি ট্রায়াল ।
ঘটনা
Event
কোনো পরীক্ষার অন্তর্গত এক একটি ট্রায়াল এর ফলাফল বা ফলাফলের সমাহারকে ঘটনা বলা হয়। নমুনাক্ষেত্রের যে কোনো উপসেটই ঘটনা । নমুনা বিন্দুর নির্দিষ্ট বৈশিষ্ট দ্বারা ঘটনার নামকরণ করা হয় । ঘটনাকে সাধারণত ইংরেজি বড় অক্ষর \(A, \ B, \ C\) ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়।
উদাহরণঃ একটি ছক্কা নিক্ষেপ করা হলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা নিয়ে একটি ঘটনা হবে, \(A=\{2, \ 4, \ 6\}\) এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নিয়ে অপর ঘটনাটি হবে, \(B=\{3, \ 6\}\) । তাই এগুলি এক একটি ঘটনা। যেহেতু ঘটনা একটি বিশেষ ধরনের সেট। তাই কোনো নমুনাক্ষেত্রের এক একটি ঘটনাকে আয়তাকার ক্ষেত্রের অন্তর্গত এক একটি বৃত্ত-দ্বারা ভেনচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। পাশের চিত্রে ঘটনা \(A\) ও \(B\) এর ভেনচিত্র দেওয়া হলো ।

নমুনাক্ষেত্র
Sample Space
একই শর্তাধীনে পরিচালিত একটি পরীক্ষার প্রতিটি ট্রায়াল এর প্রত্যেকটি কল্পনীয় বা পর্যবেক্ষিত ফলাফলকে নমুনা বিন্দু বা ঘটনা বলা হয় এবং এ সকল নমুনা বিন্দুর সমাহারকে নমুনাক্ষেত্র বলা হয়। নমুনাক্ষেত্র হলো পরীক্ষার ফলাফলের গাণিতিক উপস্থাপন। সুতরাং কোনো একটি দৈব পরীক্ষা হতে প্রাপ্ত সম্ভাব্য সকল ফলাফলের সেটকে নমুনাক্ষেত্র বলে । একে \(S\) দ্বারা প্রকাশ করা হয়।
উদাহরণঃ মনে কর, একটি পরিবারের 2 জন সন্তান আছে এবং এক্ষেত্রে নমুনাক্ষেত্র হবে \(\mathcal{S} = \{ (b, b), \ (b, g), \ (g, b), \ (g,g)\};\) এখানে বালক এবং বালিকাকে যথাক্রমে \(b\) এবং \(g\) দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে চারটি নমুনাবিন্দু নিয়ে নমুনাক্ষেত্র গঠিত হয়েছে। নমুনাক্ষেত্র দুই ধরনের।
যথা- বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন।
উদাহরণঃ মনে কর, একটি পরিবারের 2 জন সন্তান আছে এবং এক্ষেত্রে নমুনাক্ষেত্র হবে \(\mathcal{S} = \{ (b, b), \ (b, g), \ (g, b), \ (g,g)\};\) এখানে বালক এবং বালিকাকে যথাক্রমে \(b\) এবং \(g\) দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে চারটি নমুনাবিন্দু নিয়ে নমুনাক্ষেত্র গঠিত হয়েছে। নমুনাক্ষেত্র দুই ধরনের।
যথা- বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন।
বিচ্ছিন্ন নমুনাক্ষেত্র বা ঘটন জগত
Discrete sample space
কোনো দৈব পরীক্ষার নমুনাক্ষেত্রে যদি নমুনা বিন্দুর সংখ্যা সসীম হয় বা গণনাযোগ্য অসীম হয়, তবে তাকে বিচ্ছিন্ন নমুনাক্ষেত্র বা বিচ্ছিন্ন ঘটন জগত বলা হয়।
উদাহরণঃ দুইটি নিরপেক মুদ্রা একবার নিক্ষেপ করলে বে নমুনাক্ষেত্র গঠিত হবে তা একটি বিচ্ছিন্ন নমুনাক্ষেত্র। এই বিচ্ছিন্ন নমুনাক্ষেত্রটি হবে \(S=\{HH, \ HT, \ TH, \ TT\}\)
উদাহরণঃ দুইটি নিরপেক মুদ্রা একবার নিক্ষেপ করলে বে নমুনাক্ষেত্র গঠিত হবে তা একটি বিচ্ছিন্ন নমুনাক্ষেত্র। এই বিচ্ছিন্ন নমুনাক্ষেত্রটি হবে \(S=\{HH, \ HT, \ TH, \ TT\}\)
অবিচ্ছিন্ন নমুনাক্ষেত্র বা ঘটন জগত
Continuous sample space
কোনো দৈব পরীক্ষার নমুনাক্ষেত্রে যদি নমুনা বিন্দুর সংখ্যা অসীম হয়, তবে তাকে অবিচ্ছিন্ন নমুনাক্ষেত্র বা অবিচ্ছিন্ন ঘটন জগত বলা হয়।
উদাহরণঃ দৈব নিয়মে এক থেকে তিনের মধ্যে বাস্তব সংখ্যা নির্বাচন। এটি একটি অবিচ্ছিন্ন নমুনাক্ষেত্র হবেঃ
নমুনাক্ষেত্রটিঃ \(S=\{x/x \text{ এক থেকে তিনের মধ্যে বাস্তব সংখ্যা বা} \} 1\le{x}\le{3}\)
উদাহরণঃ দৈব নিয়মে এক থেকে তিনের মধ্যে বাস্তব সংখ্যা নির্বাচন। এটি একটি অবিচ্ছিন্ন নমুনাক্ষেত্র হবেঃ
নমুনাক্ষেত্রটিঃ \(S=\{x/x \text{ এক থেকে তিনের মধ্যে বাস্তব সংখ্যা বা} \} 1\le{x}\le{3}\)
সরল ঘটনা
Simple Event
একটি মাত্র নমুনাবিন্দু নিয়ে গঠিত ঘটনাকে সরল ঘটনা বলা হয়। অন্যভাবে বলা যায়, যে সকল ঘটনাকে কখনও বিশ্লেষণ করা যায় না ঐগুলিকে সরল ঘটনা বলা হয়। সুতরাং নমুনাক্ষেত্রের প্রত্যেকটি উপাদান দ্বারা গঠিত ঘটনাই সরল ঘটনা।
উদাহরণঃ একটি ছক্কাকে একবার শূণ্যে নিক্ষেপ করা হলে নমুনাক্ষেত্র হবে \(S=\{1, \ 2, \ 3, \ 4, \ 5, \ 6\}\) । এ পরীক্ষায় \(6\) টি সরল ঘটনা হবে কেননা নমুনাক্ষেত্রের নমুনাবিন্দুর সংখ্যা ছয়।
উদাহরণঃ একটি ছক্কাকে একবার শূণ্যে নিক্ষেপ করা হলে নমুনাক্ষেত্র হবে \(S=\{1, \ 2, \ 3, \ 4, \ 5, \ 6\}\) । এ পরীক্ষায় \(6\) টি সরল ঘটনা হবে কেননা নমুনাক্ষেত্রের নমুনাবিন্দুর সংখ্যা ছয়।
যৌগিক ঘটনা
Compound Event
একাধিক নমুনা বিন্দু নিয়ে গটিত ঘটনাকে যৌগিক ঘটনা বলা হয়। অন্যভাবে যে সকল ঘটনাকে কয়েকটি সরল ঘটনায় বিশ্লেষণ করা যায়, তাদেরকে যৌগিক ঘটনা বলা হয়। অর্থাৎ যৌগিক ঘটনা হলো দুই বা ততোধিক সরল ঘটনার সংযোগে গঠিত ঘটনা।
উদাহরণঃ একটি ছক্কাকে একবার শূণ্যে নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা নিয়ে গঠিত একটি ঘটনা, \(A=\{1, \ 3, \ 5\}\) এ ঘটনাটি তিনটি নমুনা বিন্দু নিয়ে গঠিত। তাই \(A\) গঠিত ঘটনা।
উদাহরণঃ একটি ছক্কাকে একবার শূণ্যে নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা নিয়ে গঠিত একটি ঘটনা, \(A=\{1, \ 3, \ 5\}\) এ ঘটনাটি তিনটি নমুনা বিন্দু নিয়ে গঠিত। তাই \(A\) গঠিত ঘটনা।
পরস্পর বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনা
Mutually Exclusive Events
দুই বা ততোধিক ঘটনাকে পরস্পর বর্জনশীল ঘটনা বলা হয় যদি তাদের যে কোনো একটি ঘটনা ঘটলে অপর ঘটনা বা ঘটনাগুলি সংঘটিত হওয়া সম্ভব না হয়। অর্থাৎ একাধিক ঘটনা যুগপৎভাবে ঘটতে না পারলে ঐ ঘটনাগুলিকে পরস্পর বর্জনশীল ঘটনা বলা হয়। এরূপ ঘটনার নমুনা বিন্দুগুলির মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকে না।
উদাহরণঃ একটি বাক্সে \(4\) টি লাল, \(5\) টি সাদা এবং \(3\) টি নীল রঙের বল আছে। তা হতে দৈব নিয়মে একটি বল চয়ন করা হলে উহা যদি সাদা রঙের হয় তবে লাল বা নীল বল আসতে পারবে না। তাই লাল, সাদা ও নীল রঙের বল ঘটনাগুলি পরস্পর বর্জনশীল ঘটনা । নিম্নে ভ্যান চিত্রে \(A, \ B\) ও \(C\) তিনটি বর্জনশীল ঘটনা দেখানো হলো। এখানে ঘটনা নির্দেশক বৃত্তগুলি কখনও পরস্পরকে ছেদ করবে না।

অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনা
Non-Mutually Exclusive Events
দুই বা ততোধিক ঘটনাকে অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনা বলা হয় যদি তাদের যে কোনো একটি ঘটনা ঘটলে অপর ঘটনা বা ঘটনাগুলি সংঘটিত হতে পারে। অর্থাৎ অবর্জনশীল ঘটনা হবে ঐ ঘটনাগুলি যেগুলি এক সাথে ঘটতে পারে। এরূপ ঘটনাগুলির মধ্যে অবশ্যই সাধারণ নমুনা বিন্দু থাকবে।
উদাহরণঃ \(A\) হচ্ছে \(1\) থেকে \(10\) পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা এবং \(B\) হচ্ছে \(5\) থেকে \(12\) পর্যন্ত পূর্ণসংখ্যাগুলির মধ্যে \(4\) এর গুণিতক সংখ্যা ঘটনা দুইটি অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনা। \(A=\{1, \ 2, \ 3, \ 4, \ 5, \ 6, \ 7, \ 8, \ 9, \ 10\}\) এবং \(B=\{8, \ 12\}\)
এখানে \(A\) ও \(B\) এর মধ্যকার সাধারণ বিন্দু \(8\)। \(A\) ও \(B\) পাশে ভ্যানচিত্রে অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনা দুইটি দেখানো হলো। এখানে ঘটনাগুলির মধ্যে সাধারণ বিন্দু আছে, তাই ভ্যানচিত্রে ঘটনা নির্দেশক বৃত্তগুলি পরস্পরকে ছেদ করবে এবং ছেদিতাংশ \(AB\) বা \(A\cap{B}\) দ্বারা নির্দেশ করা হয়েছে।

এখানে \(A\) ও \(B\) এর মধ্যকার সাধারণ বিন্দু \(8\)। \(A\) ও \(B\) পাশে ভ্যানচিত্রে অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনা দুইটি দেখানো হলো। এখানে ঘটনাগুলির মধ্যে সাধারণ বিন্দু আছে, তাই ভ্যানচিত্রে ঘটনা নির্দেশক বৃত্তগুলি পরস্পরকে ছেদ করবে এবং ছেদিতাংশ \(AB\) বা \(A\cap{B}\) দ্বারা নির্দেশ করা হয়েছে।
সম্ভাবনার প্রয়োজনীয় ধারণা
Concept of Probability Useful
সম্ভাব্য ঘটনা
Equally Likely Event
দুই বা ততোধিক ঘটনা ঘটবার সময় যদি একটি অপর যে কোনোটি অপেক্ষা কম বা বোশি পরিমাণ আশা করা না যায় অর্থাৎ ঘটনাগুলি ঘটার সম্ভাবনা সমান হলে ঐ ঘটনাগুলিকে সমসম্ভাব্য ঘটনা বলা হয়। একটি অনপেক্ষ ছক্কা নিক্ষেপ পরীক্ষায় \(1, \ 2, \ 3, \ 4, \ 5, \ 6\) এর প্রত্যেকটি উপরে আসার সম্ভাবনা \(\frac{1}{6}\)।
অতএব এগুলি সমসম্ভাব্য ঘটনা।
অতএব এগুলি সমসম্ভাব্য ঘটনা।
পরিপূরক বা পূরক ঘটনা
Complementary Events

উদাহরণঃ একটি ছকা নিক্ষেপের জোড় সংখ্যার ঘটনা \(A=\{2, \ 4, \ 6\}\) হলে জোড় সংখ্যা না আসার বা বিজোড় সংখ্যা আসার ঘটনা হবে \(A\) ঘটনার পূরক বা পরিপূরক ঘটনা।
সম্পূর্ণ ঘটনা
Exhaustive Events
কোন দৈব পরীক্ষণের সম্ভাব্য সকল ফলাফল বা উপাদানকে সম্পূর্ণ ঘটনা বলে। অর্থাৎ কোন দৈব পরীক্ষণে দুই বা ততোবিক ঘটনা যদি এমন হয় যে, ঘটনাগুলোর যেকানো একটি কিংবা কমপকে একটি অবশ্যই সংঘটিত হবে, তবে ঘটনাসমূহকে একএে সম্পূর্ণ ঘটনা বলা হয়। সম্পূর্ণ ঘটনামূহ সংযোগ করলে তা অবশ্যই নমুনাক্ষেত্রের সমান হবে।
উদাহরণঃ একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপে বিজোড় সংখ্যা, \(A=\{1, \ 3, \ 5\}\) এবং জোড় সংখ্যা, \(B=\{2, \ 4, \ 6\}\) আসার ঘটনাদ্বয় সম্পূর্ণ ঘটনা। কারণ \(A\cup{B}=\{1, \ 3, \ 5\} \cup \{2, \ 4, \ 6\} = \{1, \ 2, \ 3; \ 4, \ 5, \ 6\}=S\)
উদাহরণঃ একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপে বিজোড় সংখ্যা, \(A=\{1, \ 3, \ 5\}\) এবং জোড় সংখ্যা, \(B=\{2, \ 4, \ 6\}\) আসার ঘটনাদ্বয় সম্পূর্ণ ঘটনা। কারণ \(A\cup{B}=\{1, \ 3, \ 5\} \cup \{2, \ 4, \ 6\} = \{1, \ 2, \ 3; \ 4, \ 5, \ 6\}=S\)
নিশ্চিত ঘটনা
Sure Events
কোন দৈব পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কোন ঘটনা যদি এরূপ হয় যে, পরীক্ষার সকল ক্ষেত্রে
ঐ ঘটনা ঘটে তবে তাকে নিশ্চিত ঘটনা বলে । যে ঘটনা অবশ্যই ঘটবে তাই নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনার সম্ভাবনা \(1\)।
উদাহরণঃ বিজোড় সাভাবিক সংখ্যার একটি সেট হতে একটি সংখ্যা নেওয়া হলে এটি বিজোড় সংখ্যা হবে, এটি একটি নিশ্চিত ঘটনা।
উদাহরণঃ বিজোড় সাভাবিক সংখ্যার একটি সেট হতে একটি সংখ্যা নেওয়া হলে এটি বিজোড় সংখ্যা হবে, এটি একটি নিশ্চিত ঘটনা।
অনিশ্চিত ঘটনা
Uncertain Eveints
কোন দৈব পরীক্ষণের সাথে সংগ্লিষ্ট ঘটনা যদি এমন হয়, ঘটনাটি কখনো ঘটে আবার কখনো কখনো ঘটে না তবে উক্ত ঘটনাকে অনিশ্চিত ঘটনা বলে। যে ঘটনাটি ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে, তাকে অনিশ্চিত ঘটনা বলে। অনিশ্চিত ঘটনার সম্ভাবনা \(0\) এর চেয়ে বড় এবং \(1\) এর চেয়ে ছোট হয়ে থাকে। অর্থাৎ \(0\le{P(A)}\le{1}\)
উদাহরণঃ একটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপে \(Head\) আসার ঘটনাটি একটি অনিশ্চিত ঘটনা।
উদাহরণঃ একটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপে \(Head\) আসার ঘটনাটি একটি অনিশ্চিত ঘটনা।
অসম্ভব ঘটনা
Impossible Events
অসম্ভব ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার নমুনাক্ষেত্রের সাপেক্ষে ঐ ঘটনার কোন নমুনা বিন্দু থাকে না। কোন ঘটনা যদি এমন হয় যে, তা পরীক্ষণের কোন ক্ষেত্রেই আদৌ ঘটবে না তবে উক্ত কল্পিত ঘটনাকেই অসম্ভব ঘটনা বলে। এ ঘটনার কোন অনুকূল নমুনা বিন্দু থাকে না বিধায় এর সম্ভাবনার মান শূন্য।
উদাহরণঃ একটি মুদ্রা একবার নিক্ষেপ পরীক্ষায় \(\{H, \ H\}\) আসার ঘটনা একটি অসম্ভব ঘটনা । এক্ষেত্রে নমুনাক্ষেত্র \(\{H, \ T\}\)
উদাহরণঃ একটি মুদ্রা একবার নিক্ষেপ পরীক্ষায় \(\{H, \ H\}\) আসার ঘটনা একটি অসম্ভব ঘটনা । এক্ষেত্রে নমুনাক্ষেত্র \(\{H, \ T\}\)
স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা
Independent Events
দুই বা ততোধিক ঘটনা যদি এরূপ হয় যে, একটি ঘটনা ঘটা বা না ঘটা কোনো অবস্থাতেই অন্য কোনো ঘটনার উপর নির্ভর করে না বা প্রভাবিত হয় না, তবে উক্ত ঘটনাগুলোকে স্বাধীন ঘটনা বলে । দুটি স্বাধীন ঘটনার একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমান।
উদাহরণঃ একটি ছক্কার উপরের পিঠে প্রাপ্ত ‘জোড় সংখ্যা’ এবং ‘বিজোড় সংখ্যা’ আসার ঘটনা পরস্পর স্বাধীন।
উদাহরণঃ একটি ছক্কার উপরের পিঠে প্রাপ্ত ‘জোড় সংখ্যা’ এবং ‘বিজোড় সংখ্যা’ আসার ঘটনা পরস্পর স্বাধীন।
অধীন বা নির্ভরশীল ঘটনা
Dependent Events
যদি দুটি ঘটনা এরূপ হয় যে, তাদের কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা অন্য ঘটনাটি ঘটার উপর নির্ভর করে তবে ঘটনাটিকে অধীন বা নির্ভরশীল ঘটনা বলে। এক্ষেত্রে প্রথম যে ঘটনাটি ঘটে তা স্বাধীন ঘটনা।
\(P(B|A)=\frac{P(A\cap{B})}{P(A)}\)
এখানে, \(A=\) স্বাধীন ঘটনা এবং \(B=\) অধীন ঘটনা
উদাহরণঃ একটি বাক্সে \(8\) টি সাদ ও \(6\) টি কালো বল আছে। পুনঃস্থাপন না করে এটি হতে পরপর দুটি বল নেওয়া হলে দ্বিতীয় বলটি কোন নির্দিষ্ট রঙের হওয়ার সম্ভাবনা, প্রথম বলটি বাক্সে ফেরত দেওয়া বা না দেওয়ার উপর নির্ভর করে। এ ধরনের ঘটনা হলো অধীন ঘটনা।
\(P(A|B)=\frac{P(A\cap{B})}{P(B)}\)
এখানে, \(B=\) স্বাধীন ঘটনা এবং \(A=\) অধীন ঘটনা
\(P(B|A)=\frac{P(A\cap{B})}{P(A)}\)
এখানে, \(A=\) স্বাধীন ঘটনা এবং \(B=\) অধীন ঘটনা
উদাহরণঃ একটি বাক্সে \(8\) টি সাদ ও \(6\) টি কালো বল আছে। পুনঃস্থাপন না করে এটি হতে পরপর দুটি বল নেওয়া হলে দ্বিতীয় বলটি কোন নির্দিষ্ট রঙের হওয়ার সম্ভাবনা, প্রথম বলটি বাক্সে ফেরত দেওয়া বা না দেওয়ার উপর নির্ভর করে। এ ধরনের ঘটনা হলো অধীন ঘটনা।
\(P(A|B)=\frac{P(A\cap{B})}{P(B)}\)
এখানে, \(B=\) স্বাধীন ঘটনা এবং \(A=\) অধীন ঘটনা
সম্ভাব্যতার পরিমাপক
Probability measurer
সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগ হতে শুরু হয়ে আজ পর্যন্ত সম্ভাবনা বা সম্ভাব্যতা সম্পর্কিত নানাবিধ তত্ত্ব ও সংজ্ঞা প্রবর্তিত হয়ে আসছে। কোনো একটি ঘটনা ঘটা বা না ঘটার সুনির্দিষ্ট প্রত্যাশার সংখ্যাগত পরিমাপই হলো সম্ভাবনা। সম্ভাব্যতাকে সাধারণত তিনটটি সংজ্ঞার সাহায্যে পরিমাপ করা যায়।
যেমনঃ
সম্ভাবনার প্রাচীন (ক্লাসিক্যাল) বা অবরোহী বা পূর্ববর্তী বা গাণিতিক সংজ্ঞা (Priori or mathematical or classical definition of probability)
সম্ভাবনার পরিসংখ্যানীয় বা পরীক্ষালব্ধ বা আরোহী সংজ্ঞা (Emperical or statistical or relative definition)
সম্ভাবনার স্বতঃসিদ্ধ সংজ্ঞা (Axiomatic definition of probability)
যেমনঃ
সম্ভাবনার প্রাচীন (ক্লাসিক্যাল) বা অবরোহী বা পূর্ববর্তী বা গাণিতিক সংজ্ঞা (Priori or mathematical or classical definition of probability)
সম্ভাবনার পরিসংখ্যানীয় বা পরীক্ষালব্ধ বা আরোহী সংজ্ঞা (Emperical or statistical or relative definition)
সম্ভাবনার স্বতঃসিদ্ধ সংজ্ঞা (Axiomatic definition of probability)
সম্ভাবনার প্রাচীন (ক্লাসিক্যাল) বা অবরোহী বা পূর্ববর্তী বা গাণিতিক সংজ্ঞা
Priori or mathematical or classical definition of probability
কোনো একটি দৈব পরীক্ষায় যদি (১) কোনো একটি ঘটনা \(A\) এর ঘটার অনুকূলে \(m\) সংখ্যক সম্ভাব্য ফলাফল থাকে; (২) ঘটনা না ঘটার অনুকূলে সংখ্যক সম্ভাব্য ফলাফল থাকে; (৩) প্রত্যেক সম্ভাব্য ফলাফল সমসম্ভাব্য হয় এবং (8) সকল ফলাফল পরস্পর বর্জনশীল হয়, তাহলে \(A\) ঘটনা ঘটার সম্ভাবনা হবে \(A\)-এর অনুকূল ফলাফল সংখ্যা ও পরীক্ষায় মোট সম্ভাব্য ফলাফল সংখ্যা-এর অনুপাত।
অতএব, \(P(A)=\frac{A \text{-এর অনুকূল ফলাফলের সংখ্যা}}{\text{মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা}}\)
\(=\frac{m}{m+n}\)
\(=\frac{m}{N},\) যখন \(N=m+n\)
\(A\) ঘটনা না ঘটাকে যদি \(A^{\prime}\) দ্বারা চিহ্নিত করা হয়, তবে ঘটা বা না ঘটার সম্ভাবনার যোগফল \(1\)। অর্থাৎ \(P(A)+P(A^{\prime})=1\)
সম্ভাবনার এ সংজ্ঞা থেকে এটা স্পষ্ট যে, কোনো ঘটনা ঘটার সম্ভাবনার মান একটি বাস্তব সংখ্যা যা শূন্য থেকে এ্রক এর মধ্যে। যখন \(m=N\) হয়, তখন \(P(A)=1\)। আবার, যখন \(m=0\) হয়, তখন \(P(A)=0\) হয়। সুতরাং \(0\le{P(A)}\le{1}.\)
একে যুক্তিভিত্তিক সম্ভাবনাও বলা হয়। গণিত শাস্ত্রবিদ P. S. Laplace এ সংজ্ঞাটি দিয়েছেন বলে একে সম্ভাবনার ল্যাপনাসের সংজ্ঞাও বলা হয়।
উদাহরণঃ একটি বাক্সে \(6\) টি লাল এবং \(7\) টি সাদা বল আছে। এখানে \(13\) টি পরস্পর বর্জনশীল,সমসম্ভাব্য ফলাফল আছে। তাদের মধ্যে \(6\) টি ফলাফল লাল বলের অনুকূলে আছে। অতএব,বাক্স হতে \(1\) টি বল দৈব নিয়মে নেওয়া হলে বলটি লাল হবে তার সম্ভাবনা, \(P(R)=\frac{m}{m+n}\)
\(=\frac{6}{6+7}\)
\(=\frac{6}{13}\)
এখানে, \(m=6, \ n=7, \ R=\) লাল বল ঘটনা।
অতএব, \(P(A)=\frac{A \text{-এর অনুকূল ফলাফলের সংখ্যা}}{\text{মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা}}\)
\(=\frac{m}{m+n}\)
\(=\frac{m}{N},\) যখন \(N=m+n\)
\(A\) ঘটনা না ঘটাকে যদি \(A^{\prime}\) দ্বারা চিহ্নিত করা হয়, তবে ঘটা বা না ঘটার সম্ভাবনার যোগফল \(1\)। অর্থাৎ \(P(A)+P(A^{\prime})=1\)
সম্ভাবনার এ সংজ্ঞা থেকে এটা স্পষ্ট যে, কোনো ঘটনা ঘটার সম্ভাবনার মান একটি বাস্তব সংখ্যা যা শূন্য থেকে এ্রক এর মধ্যে। যখন \(m=N\) হয়, তখন \(P(A)=1\)। আবার, যখন \(m=0\) হয়, তখন \(P(A)=0\) হয়। সুতরাং \(0\le{P(A)}\le{1}.\)
একে যুক্তিভিত্তিক সম্ভাবনাও বলা হয়। গণিত শাস্ত্রবিদ P. S. Laplace এ সংজ্ঞাটি দিয়েছেন বলে একে সম্ভাবনার ল্যাপনাসের সংজ্ঞাও বলা হয়।
উদাহরণঃ একটি বাক্সে \(6\) টি লাল এবং \(7\) টি সাদা বল আছে। এখানে \(13\) টি পরস্পর বর্জনশীল,সমসম্ভাব্য ফলাফল আছে। তাদের মধ্যে \(6\) টি ফলাফল লাল বলের অনুকূলে আছে। অতএব,বাক্স হতে \(1\) টি বল দৈব নিয়মে নেওয়া হলে বলটি লাল হবে তার সম্ভাবনা, \(P(R)=\frac{m}{m+n}\)
\(=\frac{6}{6+7}\)
\(=\frac{6}{13}\)
এখানে, \(m=6, \ n=7, \ R=\) লাল বল ঘটনা।
সম্ভাবনার পরিসংখ্যানীয় বা পরীক্ষালব্ধ বা আরোহী সংজ্ঞা
Emperical or statistical or relative definition
একই শর্তাধীনে কোনো পরীক্ষার কোনো ট্রায়াল যদি অসংখ্যবার পুনরাবৃত্তি করা হয়,তবে কোনো ঘটনা \(A\)-এর় অনুকূল ফলাফলের সংখ্যা ও পরীক্ষার মোট ফলাাফলের সংখ্যার অনুপাতের সীমাস্ত মানকে উক্ত ঘটনার পরীক্ষালব্ধ বা পরিসংখ্যানিক সম্ভাবনা বলা হয়।
অতএব, \[P(A)=\lim_{N \rightarrow \infty}\frac{m}{N}\]
এখানে,\(m=A\) ঘটনার অনুকূল ফলাফল এবং \(N=\) মোট চেষ্টার সংখ্যা। এটাকে ভন মাইসেস \((Von-Mises)\)-এর পর্রীক্ষালব্ধ সংজ্ঞাও বলা হয়।
উদাহরণঃ একটি নিরপেক্ষ মুদ্রাকে \(500\) বার নিক্ষেপ করা হলো। এতে \(255\) বার হেড \((H)\) উপরে এসেছে। অতএব একটি হেড আসার সম্ভাবনা, \(P(A)=\frac{255}{500}\)
মুদ্রাটি যদি নিরপেক্ষ না হয় বা পক্ষপাতদুষ্ট হয়,তথাপি এ সূত্রের সাহায্যে ঘটনার সম্ভাবনা নির্ণয় করা যাবে না।
অতএব, \[P(A)=\lim_{N \rightarrow \infty}\frac{m}{N}\]
এখানে,\(m=A\) ঘটনার অনুকূল ফলাফল এবং \(N=\) মোট চেষ্টার সংখ্যা। এটাকে ভন মাইসেস \((Von-Mises)\)-এর পর্রীক্ষালব্ধ সংজ্ঞাও বলা হয়।
উদাহরণঃ একটি নিরপেক্ষ মুদ্রাকে \(500\) বার নিক্ষেপ করা হলো। এতে \(255\) বার হেড \((H)\) উপরে এসেছে। অতএব একটি হেড আসার সম্ভাবনা, \(P(A)=\frac{255}{500}\)
মুদ্রাটি যদি নিরপেক্ষ না হয় বা পক্ষপাতদুষ্ট হয়,তথাপি এ সূত্রের সাহায্যে ঘটনার সম্ভাবনা নির্ণয় করা যাবে না।
সম্ভাবনার স্বতঃসিদ্ধ সংজ্ঞা
Axiomatic definition of probability
রুশ গণিতবিদ কোলমোগ্রোভ \(Kolmogorov \ 1933\) সালে সম্ভাবনার স্বতঃসিদ্ধ ধারণাটির প্রবর্তন করেন। সম্ভাবনার অবরোহী ও আরোহী সংজ্ঞায় কতিপয় শর্ত আরোপের মাধ্যমে আরো অধিক পরিমাণে ব্যবহার উপযোগী করা যায়। এই শর্তসমূহকে এক একটি স্বতঃসিদ্ধ বলে। কোনো নমুনাক্ষেত্রে \(S\) এর অন্তর্গত যে কোনো একটি ঘটনা \(A\) এর সম্ভাবনা \(P(A)\) যা নিচে স্বতঃসিদ্ধ মেনে চলে-
\((1)\) \(P(A)\) একটি বাস্তব সংখ্যা হতে হবে।
\((2)\) \(P(A)\ge{0}\)
\((3)\) যদি \(A\) নিশ্চিত ঘটনা অর্থাৎ \(A=S\) হয়, তবে \(P(A)=P(S)=1\) হয়।
\((4)\) যদি \(A_{1}, \ A_{2}, \ A_{3}, ......\) সমীম বা অসীম সংখ্যক বর্জনশীল ঘটনা হয়,তবে \(P(A_{1}\cup{A_{2}}\cup{A_{3}}\cup ..........)\)\(=P(A_{1})+P(A_{2})+P(A_{3})+....\)
\((1)\) \(P(A)\) একটি বাস্তব সংখ্যা হতে হবে।
\((2)\) \(P(A)\ge{0}\)
\((3)\) যদি \(A\) নিশ্চিত ঘটনা অর্থাৎ \(A=S\) হয়, তবে \(P(A)=P(S)=1\) হয়।
\((4)\) যদি \(A_{1}, \ A_{2}, \ A_{3}, ......\) সমীম বা অসীম সংখ্যক বর্জনশীল ঘটনা হয়,তবে \(P(A_{1}\cup{A_{2}}\cup{A_{3}}\cup ..........)\)\(=P(A_{1})+P(A_{2})+P(A_{3})+....\)
একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সম্ভাব্য ফলাফল নির্ণয়
Determine the likely outcome if the same event is repeated
একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ঘটনাগুলি পরস্পর অনির্ভরশীল ঘটনা অর্থাৎ একটি ঘটনা ঘটার উপর অপর ঘটনাটি নির্ভরশীল নয়। কোনো দৈব পরীক্ষণে দুই বা ততোধিক ঘটনা যদি এরূপ হয় যে, একটি ঘটনা ঘটা কোনো অবস্থায় অন্য একটি ঘটনার উপর নির্ভর না করে বা অন্য কোনো ঘটনার দ্বারা প্রতাবিত না হয় তবে উক্ত ঘটনা দুইটি বা ঘটনাগুলিকে স্বাধীন ঘটনা বা অনির্ভরশীল ঘটনা বলা হয়।
যদি \(A\) ও \(B\) দুইটি ঘটনা হয়, তবে \(A\) ও \(B\) স্বাধীন ঘটনা হবে যদি এবং কেবল যদি-
\((1)\) \(P(A\cap{B})=P(A)P(B)\)
\((2)\) \(P(A|B)=P(A)\) যখন \(P(B)\gt{0}\) এবং
\((3)\) \(P(B|A)=P(B)\) যখন \(P(A)\gt{0}\) হয়।
যদি \(A\) ও \(B\) দুইটি ঘটনা হয়, তবে \(A\) ও \(B\) স্বাধীন ঘটনা হবে যদি এবং কেবল যদি-
\((1)\) \(P(A\cap{B})=P(A)P(B)\)
\((2)\) \(P(A|B)=P(A)\) যখন \(P(B)\gt{0}\) এবং
\((3)\) \(P(B|A)=P(B)\) যখন \(P(A)\gt{0}\) হয়।
পরস্পর বর্জনশীল ও অবর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনার যোগসূত্র
Correlation of probabilities for mutually exclusive events
পরস্পর বর্জনশীল ও অবর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনার যোগসূত্র দুই প্রকারেরঃ
\((1)\) বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র।
\((2)\) অবর্জনশীল ঘটনার কেত্রে সম্ভাবনার যোগসূত্র।
\((1)\) বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র।
\((2)\) অবর্জনশীল ঘটনার কেত্রে সম্ভাবনার যোগসূত্র।
দুইটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র
Correlation of probabilities with respect to two exclusionary events
সূত্রঃ দুইটি বর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা তাদের প্রত্যেকটির স্বতন্ত্রভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। অর্থাৎ, \(A\) ও \(B\) দুইটি পরস্পর বর্জনশীল ঘটনা হলে তাদের যে কোনো একটি ঘটার সম্ভাবনা হবে,
\(P(A \text{বা} B)=P(A\cup{B})=P(A)+P(B).\)
ঢাঃ ২০১৪,২০১০,২০০৭,২০০৪; রাঃ ২০১৬,২০০৯,২০০৭; যঃ ২০১৬,২০১৪,২০১১; কুঃ ২০১৬,২০১০,২০০৬,২০০৪; চঃ ২০১৩,২০১১; সিঃ ২০১৬,২০১১,২০০৭; বঃ ২০১৪,২০১২,২০০৫,২০০৩; দিঃ ২০১৪,২০০৯;
\(P(A \text{বা} B)=P(A\cup{B})=P(A)+P(B).\)
ঢাঃ ২০১৪,২০১০,২০০৭,২০০৪; রাঃ ২০১৬,২০০৯,২০০৭; যঃ ২০১৬,২০১৪,২০১১; কুঃ ২০১৬,২০১০,২০০৬,২০০৪; চঃ ২০১৩,২০১১; সিঃ ২০১৬,২০১১,২০০৭; বঃ ২০১৪,২০১২,২০০৫,২০০৩; দিঃ ২০১৪,২০০৯;
প্রমাণঃ মনে করি, দৈব পরীক্ষার নমুনাক্ষেত্র \(S\) এর সাথে সংশ্লিষ্ট দুইটি পরস্পর বর্জনশীল ঘটনা হলো \(A\) ও \(B\)। ঘটনাগুলির অবস্থান ভেনচিত্রে দেখানো হলো।
ধরি, \(S\) নমুনাক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা \(=N\)
\(A\) ঘটনা ঘটার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা \(=N_{1}\)
\(B\) ঘটনা ঘটার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা \(=N_2\)
\(A\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(A)=\frac{N_1}{N}\)
\(B\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(B)=\frac{N_2}{N}\) এখানে, \(A\) ও \(B\) ঘটনাদ্বয় পরস্পর বর্জনশীল, তাই এদের মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই। সুতরাং \(A\) ও \(B\) এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, \(N=N_1+N_2\)
অতএব, \(A\) ও \(B\) এর যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা হবে,
\(P(A \text{বা} B)=\frac{N_1+N_2}{N}=\frac{N_1}{N}+\frac{N_2}{N}=P(A)+P(B)\)
অর্থাৎ \(P(A\cup{B})=P(A)+P(B)\)
(প্রমাণিত)
দুইটির অধিক বর্জনশীল ঘটনার ক্ষেত্রেও উপপাদ্যটি সত্য।
মনে করি, \(A_1, \ A_2, \ A_3, . . . . . . . A_n, \ A\) এর n সংখ্যক পরস্পর বর্জনশীল ঘটনা, তাহলে কমপক্ষে তাদের যে কোনো একটি ঘটনা ঘটনার সম্ভাবনা হবে,
\(P(A_1 \text{বা} A_2 \text{বা} .......... \text{বা} A_n)=P(A_1)+P(A_2)+P(A_3)+........P(A_n)\)
\(\therefore P(A_1\cup{A_2}\cup{A_3}\cup . . . . . . . . \cup{A_n})=P(A_1)+P(A_2)+P( A_2)...... P(A_n)\)
(প্রমাণিত)

\(A\) ঘটনা ঘটার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা \(=N_{1}\)
\(B\) ঘটনা ঘটার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা \(=N_2\)
\(A\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(A)=\frac{N_1}{N}\)
\(B\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(B)=\frac{N_2}{N}\) এখানে, \(A\) ও \(B\) ঘটনাদ্বয় পরস্পর বর্জনশীল, তাই এদের মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই। সুতরাং \(A\) ও \(B\) এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, \(N=N_1+N_2\)
অতএব, \(A\) ও \(B\) এর যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা হবে,
\(P(A \text{বা} B)=\frac{N_1+N_2}{N}=\frac{N_1}{N}+\frac{N_2}{N}=P(A)+P(B)\)
অর্থাৎ \(P(A\cup{B})=P(A)+P(B)\)
(প্রমাণিত)
দুইটির অধিক বর্জনশীল ঘটনার ক্ষেত্রেও উপপাদ্যটি সত্য।
মনে করি, \(A_1, \ A_2, \ A_3, . . . . . . . A_n, \ A\) এর n সংখ্যক পরস্পর বর্জনশীল ঘটনা, তাহলে কমপক্ষে তাদের যে কোনো একটি ঘটনা ঘটনার সম্ভাবনা হবে,
\(P(A_1 \text{বা} A_2 \text{বা} .......... \text{বা} A_n)=P(A_1)+P(A_2)+P(A_3)+........P(A_n)\)
\(\therefore P(A_1\cup{A_2}\cup{A_3}\cup . . . . . . . . \cup{A_n})=P(A_1)+P(A_2)+P( A_2)...... P(A_n)\)
(প্রমাণিত)
তিনটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র
Correlation of probabilities with respect to three exclusionary events
সূত্রঃ তিনটি বর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা তাদের প্রত্যেকটির স্বতন্ত্রভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। অর্থাৎ, \(A, \ B\) ও \(C\) তিনটি পরস্পর বর্জনশীল ঘটনা হলে তাদের যে কোনো একটি ঘটার সম্ভাবনা হবে,
\(P(A \text{বা} B \text{বা} C)=P(A\cup{B}\cup{C})=P(A)+P(B)+P(C).\)
\(P(A \text{বা} B \text{বা} C)=P(A\cup{B}\cup{C})=P(A)+P(B)+P(C).\)
প্রমাণঃ মনে করি, দৈব পরীক্ষার নমুনাক্ষেত্র \(S\) এর সাথে সংশ্লিষ্ট তিনটি পরস্পর বর্জনশীল ঘটনা হলো \(A, \ B\) ও \(C\)। ঘটনাগুলির অবস্থান ভেনচিত্রে দেখানো হলো।
ধরি, \(S\) নমুনাক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা \(=N\)
\(A\) ঘটনা ঘটার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা \(=N_{1}\)
\(B\) ঘটনা ঘটার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা \(=N_2\)
\(C\) ঘটনা ঘটার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা \(=N_3\)
\(A\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(A)=\frac{N_1}{N}\)
\(B\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(B)=\frac{N_2}{N}\)
\(C\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(C)=\frac{N_3}{N}\)
এখানে, \(A, \ B\) ও \(C\) ঘটনাত্রয় পরস্পর বর্জনশীল, তাই এদের মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই। সুতরাং \(A, \ B\) ও \(C\) এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা \(N=N_1+N_2+N_3\)
অতএব, \(A, \ B\) ও \(C\) এর যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা হবে,
\(P(A \text{বা} B \text{বা} C)=\frac{N_1+N_2+N_3}{N}=\frac{N_1}{N}+\frac{N_2}{N}+\frac{N_3}{N}=P(A)+P(B)+P(C)\)
অর্থাৎ \(P(A\cup{B}\cup{C})=P(A)+P(B)+P(C)\)
(প্রমাণিত)

\(A\) ঘটনা ঘটার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা \(=N_{1}\)
\(B\) ঘটনা ঘটার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা \(=N_2\)
\(C\) ঘটনা ঘটার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা \(=N_3\)
\(A\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(A)=\frac{N_1}{N}\)
\(B\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(B)=\frac{N_2}{N}\)
\(C\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(C)=\frac{N_3}{N}\)
এখানে, \(A, \ B\) ও \(C\) ঘটনাত্রয় পরস্পর বর্জনশীল, তাই এদের মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই। সুতরাং \(A, \ B\) ও \(C\) এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা \(N=N_1+N_2+N_3\)
অতএব, \(A, \ B\) ও \(C\) এর যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা হবে,
\(P(A \text{বা} B \text{বা} C)=\frac{N_1+N_2+N_3}{N}=\frac{N_1}{N}+\frac{N_2}{N}+\frac{N_3}{N}=P(A)+P(B)+P(C)\)
অর্থাৎ \(P(A\cup{B}\cup{C})=P(A)+P(B)+P(C)\)
(প্রমাণিত)
\(n\) সংখ্যক বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র
Correlation of probabilities with respect to the number exclusionary events
সূত্রঃ \(n\) সংখ্যক বর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা তাদের প্রত্যেকটির স্বতন্ত্রভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। অর্থাৎ, \(A_1, \ A_2, \ A_3, . . . . . . . A_n,\) \(n\) সংখ্যক পরস্পর বর্জনশীল ঘটনা এবং ঘটনাগুলি ঘটার সম্ভাবনা হবে,
\(P(A_1 \text{বা} A_2 \text{বা} A_3 ..... \text{বা} A_n)\)
\(=P(A_1\cup{A_2}\cup{A_3}.......\cup{A_n})=P(A_1)+P(A_2)\)\(+P(A_3)......+P(A_n)\)
dh:04; r:03; j:04; k:03; c:01; s:11
\(P(A_1 \text{বা} A_2 \text{বা} A_3 ..... \text{বা} A_n)\)
\(=P(A_1\cup{A_2}\cup{A_3}.......\cup{A_n})=P(A_1)+P(A_2)\)\(+P(A_3)......+P(A_n)\)
dh:04; r:03; j:04; k:03; c:01; s:11
প্রমাণঃ মনে করি, দৈব পরীক্ষার নমুনাক্ষেত্র \(S\) এর সাথে সংশ্লিষ্ট \(n\) সংখ্যক পরস্পর বর্জনশীল ঘটনা হলো \(A_1, \ A_2, \ A_3, . . . . . . . A_n\)। ঘটনাগুলির অবস্থান ভেনচিত্রে দেখানো হলো।
ধরি, \(S\) নমুনাক্ষেত্রের মোট উপাদান সংখ্যা \(=n(S)\)
অনুকূল ঘটনা \(A_1\) এর উপাদান সংখ্যা \(=n(A_1)\)
অনুকূল ঘটনা \(A_2\) এর উপাদান সংখ্যা \(=n(A_2)\)
অনুকূল ঘটনা \(A_3\) এর উপাদান সংখ্যা \(=n(A_3)\)
অনুরূপভাবে অগ্রসর হয়ে,
অনুকূল ঘটনা \(A_n\) এর উপাদান সংখ্যা \(=n(A_n)\)
সুতরাং, \(A_1, \ A_2, \ A_3, . . . . . . . A_n\) ঘটনাগুলির ঘটার সম্ভাবনা যথাক্রমে
\(P(A_1)=\frac{n(A_1)}{n(S)}, \ P(A_2)=\frac{n(A_2)}{n(S)}, P(A_3)=\frac{n(A_3)}{n(S)}, ..\)\(...P(A_n)=\frac{n(A_n)}{n(S)}\)
\(A_1, \ A_2, \ A_3, . . . . . . . A_n\) বর্জনশীল ঘটনা
সুতরাং \(A_1\cup{A_2}\cup{A_3}\cup . . . . . . . . \cup{A_n}\) অনুকূল ঘটনার উপাদান সংখ্যা,
\(n(A_1\cup{A_2}\cup{A_3}\cup . . . . . . \cup{A_n})\)\(=n(A_1)+n(A_2)+n(A_3)+......+n(A_n)\)
অতএব, \(A_1 \text{বা} A_2 \text{বা} A_3 ..... \text{বা} A_n\) ঘটনা ঘটার সম্ভাবনা,
\(P(A_1\cup{A_2}\cup{A_3}.......\cup{A_n})=\frac{n(A_1\cup{A_2}\cup{A_3}\cup . . . . . . \cup{A_n})}{n(S)}\)
\(=\frac{n(A_1)+n(A_2)+n(A_3)+......+n(A_n)}{n(S)}\)
\(=\frac{n(A_1)}{n(S)}+\frac{n(A_2)}{n(S)}+\frac{n(A_3)}{n(S)}+ .....+\frac{n(A_n)}{n(S)}\)
\(=P(A_1)+P(A_2)+P(A_3)+ .....+P(A_n)\)
\(\therefore P(A_1\cup{A_2}\cup{A_3}.......\cup{A_n})=P(A_1)+P(A_2)\)\(+P(A_3)+ .....+P(A_n)\)
(প্রমাণিত)

অনুকূল ঘটনা \(A_1\) এর উপাদান সংখ্যা \(=n(A_1)\)
অনুকূল ঘটনা \(A_2\) এর উপাদান সংখ্যা \(=n(A_2)\)
অনুকূল ঘটনা \(A_3\) এর উপাদান সংখ্যা \(=n(A_3)\)
অনুরূপভাবে অগ্রসর হয়ে,
অনুকূল ঘটনা \(A_n\) এর উপাদান সংখ্যা \(=n(A_n)\)
সুতরাং, \(A_1, \ A_2, \ A_3, . . . . . . . A_n\) ঘটনাগুলির ঘটার সম্ভাবনা যথাক্রমে
\(P(A_1)=\frac{n(A_1)}{n(S)}, \ P(A_2)=\frac{n(A_2)}{n(S)}, P(A_3)=\frac{n(A_3)}{n(S)}, ..\)\(...P(A_n)=\frac{n(A_n)}{n(S)}\)
\(A_1, \ A_2, \ A_3, . . . . . . . A_n\) বর্জনশীল ঘটনা
সুতরাং \(A_1\cup{A_2}\cup{A_3}\cup . . . . . . . . \cup{A_n}\) অনুকূল ঘটনার উপাদান সংখ্যা,
\(n(A_1\cup{A_2}\cup{A_3}\cup . . . . . . \cup{A_n})\)\(=n(A_1)+n(A_2)+n(A_3)+......+n(A_n)\)
অতএব, \(A_1 \text{বা} A_2 \text{বা} A_3 ..... \text{বা} A_n\) ঘটনা ঘটার সম্ভাবনা,
\(P(A_1\cup{A_2}\cup{A_3}.......\cup{A_n})=\frac{n(A_1\cup{A_2}\cup{A_3}\cup . . . . . . \cup{A_n})}{n(S)}\)
\(=\frac{n(A_1)+n(A_2)+n(A_3)+......+n(A_n)}{n(S)}\)
\(=\frac{n(A_1)}{n(S)}+\frac{n(A_2)}{n(S)}+\frac{n(A_3)}{n(S)}+ .....+\frac{n(A_n)}{n(S)}\)
\(=P(A_1)+P(A_2)+P(A_3)+ .....+P(A_n)\)
\(\therefore P(A_1\cup{A_2}\cup{A_3}.......\cup{A_n})=P(A_1)+P(A_2)\)\(+P(A_3)+ .....+P(A_n)\)
(প্রমাণিত)
দুইটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র
Correlation of probabilities for two mutually exclusive events
সূত্রঃ দুইটি অবর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা তাদের পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফল হতে ঘটনাগুলির একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগফলের সমান। অর্থাৎ, \(A\) ও \(B\) দুইটি অবর্জনশীল ঘটনা হলে তাদের যে কোনো একটি ঘটার সম্ভাবনা হবে,
\(P(A \text{বা} B)=P(A)+P(B)-P(A \text{এবং} B)\)
অথবা, \(P(A\cup{B})=P(A)+P(B)-P(A\cap{B})\)
ঢাঃ ২০০৭; রাঃ ২০১৩,২০১১; যঃ ২০০৮,২০০৬; কুঃ ২০০৮; চঃ ২০১৬; সিঃ ২০১৪,২০০৯; বঃ ২০১০,২০০৬;
\(P(A \text{বা} B)=P(A)+P(B)-P(A \text{এবং} B)\)
অথবা, \(P(A\cup{B})=P(A)+P(B)-P(A\cap{B})\)
ঢাঃ ২০০৭; রাঃ ২০১৩,২০১১; যঃ ২০০৮,২০০৬; কুঃ ২০০৮; চঃ ২০১৬; সিঃ ২০১৪,২০০৯; বঃ ২০১০,২০০৬;
প্রমাণঃ মনে করি, দৈব পরীক্ষার নমুনাক্ষেত্র \(S\) এর সাথে সংশ্লিষ্ট দুইটি পরস্পর অবর্জনশীল ঘটনা হলো \(A\) ও \(B\)। ঘটনাগুলির অবস্থান ভেনচিত্রে দেখানো হলো।
ধরি, \(S\) নমুনাক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা \(=N\)
\(A\) ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা \(=N_{1}\)
\(B\) ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা \(=N_2\)
\(A\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(A)=\frac{N_1}{N}\)
\(B\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(B)=\frac{N_2}{N}\) \(A\) ও \(B\) এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, \(=M\)
এখানে, \(A\) ও \(B\) ঘটনাদ্বয় পরস্পর অবর্জনশীল, তাই এদের মধ্যে সাধারণ নমুনা বিন্দু \(M\) ধরা হয়েছে যা ভেনচিত্রে ছায়াযুক্ত দেখানো হয়েছে। অতএব, \(A\) ও \(B\) এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, \(N_{1}-M+N_{2}-M+M=N_{1}-N_{2}-M\)
\(A\) ও \(B\) ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, \(P(A\cap{B})=\frac{M}{N}\)
\(A\) ও \(B\) ঘটনা যে কোনো একটি ঘটার সম্ভাবনা, \(P(A \text{বা} B)=\frac{N_1+N_2-M}{N}=\frac{N_1}{N}+\frac{N_2}{N}-\frac{M}{N}\)
\(=P(A)+P(B)-P(A\cap{B})\)
\(\therefore P(A\cup{B})=P(A)+P(B)-P(A\cap{B})\)
(প্রমাণিত)

\(A\) ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা \(=N_{1}\)
\(B\) ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা \(=N_2\)
\(A\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(A)=\frac{N_1}{N}\)
\(B\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(B)=\frac{N_2}{N}\) \(A\) ও \(B\) এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, \(=M\)
এখানে, \(A\) ও \(B\) ঘটনাদ্বয় পরস্পর অবর্জনশীল, তাই এদের মধ্যে সাধারণ নমুনা বিন্দু \(M\) ধরা হয়েছে যা ভেনচিত্রে ছায়াযুক্ত দেখানো হয়েছে। অতএব, \(A\) ও \(B\) এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, \(N_{1}-M+N_{2}-M+M=N_{1}-N_{2}-M\)
\(A\) ও \(B\) ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, \(P(A\cap{B})=\frac{M}{N}\)
\(A\) ও \(B\) ঘটনা যে কোনো একটি ঘটার সম্ভাবনা, \(P(A \text{বা} B)=\frac{N_1+N_2-M}{N}=\frac{N_1}{N}+\frac{N_2}{N}-\frac{M}{N}\)
\(=P(A)+P(B)-P(A\cap{B})\)
\(\therefore P(A\cup{B})=P(A)+P(B)-P(A\cap{B})\)
(প্রমাণিত)
তিনটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র
Correlation of probabilities for three mutually exclusive events
সূত্রঃ তিনটি অবর্জনশীল বা আবিচ্ছিন্য় ঘটনার যেকোনো একটি ঘটনার সম্ভাবনা, এদের প্রত্যেকটির আলাদা আলাদা সম্ভাবনার বোাগফল হতে (১ম, ২য়); (২য়, ৩র); (৩য়, ১ম) ঘটনা একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগকলের সাথে তিনঢি. ঘটনার একত্রে ঘটার সম্ভাবনার যোগফলের সমান । অর্থাৎ, তিনটি ঘটনা \(A, \ B\) ও \(C\) অবর্জনশীল বা অবিচ্ছিন্ন হলে \(A\) বা \(B\) বা \(C\) ঘটনা ঘটার সম্ভাবনা,
\(P(A\cup{B}\cup{C})=P(A)+P(B)+P(C)-P(A\cap{B})\)\(-P(A\cap{C})-P(B\cap{C})+P(A\cap{B}\cap{C})\)
রাঃ ২০১৫,২০১৩,২০১১; যঃ ২০০৮; কুঃ ২০০৮; চঃ ২০০৭; সিঃ ২০০৯;
\(P(A\cup{B}\cup{C})=P(A)+P(B)+P(C)-P(A\cap{B})\)\(-P(A\cap{C})-P(B\cap{C})+P(A\cap{B}\cap{C})\)
রাঃ ২০১৫,২০১৩,২০১১; যঃ ২০০৮; কুঃ ২০০৮; চঃ ২০০৭; সিঃ ২০০৯;
প্রমাণঃ মনে করি, কোনো নমুনাক্ষেত্র \(S\) এর মধ্যে \(A, \ B\) ও \(C\) তিনটি অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনা ।
\(A\) এবং \(B\) দুটি অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনা হলে,
\(P(A\cup{B})=P(A)+P(B)-P(A\cap{B})\)
এখন, যেহেতু \(A, \ B\) ও \(C\) তিনটি অবর্জনশীল ঘটনা।
\(\therefore A\cup{B}\cup{C}\) এর সম্ভাবনা,
\(P(A\cup{B}\cup{C})=P[(A\cup{B})\cup{C}]\)
\(=P(A\cup{B})+P(C)-P\{(A\cup{B})\cap{C}\}\)
\(=P(A)+P(B)-P(A\cap{B})+P(C)-\)\(P\{(A\cap C)\cup(B\cap C)\}\)
\(=P(A)+P(B)-P(A\cap B)+P(C)\)\(-[P(A\cap C)+P(B\cap C)-P\{(A\cap C)\cap(B\cap C)\}]\)
\(=P(A)+P(B)-P(A\cap B)+P(C)-\)\(P(A\cap C)-P(B\cap C)+P(A\cap B\cap C)\)
\(=P(A)+P(B)+P(C)-P(A\cap{B})-\)\(P(A\cap{C})-P(B\cap{C})+P(A\cap{B}\cap{C})\)
সুতরাং,
\(P(A\cup{B}\cup{C})=P(A)+P(B)+P(C)-P(A\cap{B})\)\(-P(A\cap{C})-P(B\cap{C})+P(A\cap{B}\cap{C})\)
(প্রমাণিত)

\(P(A\cup{B})=P(A)+P(B)-P(A\cap{B})\)
এখন, যেহেতু \(A, \ B\) ও \(C\) তিনটি অবর্জনশীল ঘটনা।
\(\therefore A\cup{B}\cup{C}\) এর সম্ভাবনা,
\(P(A\cup{B}\cup{C})=P[(A\cup{B})\cup{C}]\)
\(=P(A\cup{B})+P(C)-P\{(A\cup{B})\cap{C}\}\)
\(=P(A)+P(B)-P(A\cap{B})+P(C)-\)\(P\{(A\cap C)\cup(B\cap C)\}\)
\(=P(A)+P(B)-P(A\cap B)+P(C)\)\(-[P(A\cap C)+P(B\cap C)-P\{(A\cap C)\cap(B\cap C)\}]\)
\(=P(A)+P(B)-P(A\cap B)+P(C)-\)\(P(A\cap C)-P(B\cap C)+P(A\cap B\cap C)\)
\(=P(A)+P(B)+P(C)-P(A\cap{B})-\)\(P(A\cap{C})-P(B\cap{C})+P(A\cap{B}\cap{C})\)
সুতরাং,
\(P(A\cup{B}\cup{C})=P(A)+P(B)+P(C)-P(A\cap{B})\)\(-P(A\cap{C})-P(B\cap{C})+P(A\cap{B}\cap{C})\)
(প্রমাণিত)
শর্তাধীন সম্ভাবনা
Conditional probability
শর্তাধীন সম্ভাবনাঃ দুইটি ঘটনার মধ্যে, একটি ঘটনা পূর্বে ঘটেছে এ শর্ত সাপেকে অপর ঘটনা ঘটার সম্ভাবনা নির্ণয় করা হলে প্রাপ্ত সম্ভাবনাকে শর্তাধীন সম্ভাবনা বলা হয় । মনে করি, \(A\) ও \(B\) দুইটি ঘটনা। \(A\) ঘটনা পূর্বে ঘটেছে এ শর্তে \(B\) ঘটনা ঘটার শর্তাধীন সম্ভাবনা হবে,
\(P(B\mid A) = \frac{P(A\cap{B})}{P( A)};\) এখানে, \(P(A)\gt{0}, \ A\) স্বাধীন ঘটনা এবং \(B\) অধীন ঘটনা।
আবার, \(B\) ঘটনা পূর্বে ঘটেছে এ শর্তে \(A\) ঘটনা ঘটার শর্তাধীন সম্ভাবনা হবে,
\(P(A\mid B)=\frac{P(A\cap{B})}{P(B)};\) এখানে, \(P(B)\gt{0}, \ B\) স্বাধীন ঘটনা এবং \(A\) অধীন ঘটনা।
\(P(B\mid A) = \frac{P(A\cap{B})}{P( A)};\) এখানে, \(P(A)\gt{0}, \ A\) স্বাধীন ঘটনা এবং \(B\) অধীন ঘটনা।
আবার, \(B\) ঘটনা পূর্বে ঘটেছে এ শর্তে \(A\) ঘটনা ঘটার শর্তাধীন সম্ভাবনা হবে,
\(P(A\mid B)=\frac{P(A\cap{B})}{P(B)};\) এখানে, \(P(B)\gt{0}, \ B\) স্বাধীন ঘটনা এবং \(A\) অধীন ঘটনা।
দুইটি অনির্ভরশীল বা স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্র
Probability formula for two independent events
সূত্রঃ দুইটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা তাদের পৃথকভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান।
\(A\) ও \(B\) দুইটি স্বাধীন ঘটনা হলে, তাদের একত্রে ঘটার সম্ভাবনা হবে,
\(P(A \text{এবং} B)=P(A)P(B)\)
\(\Rightarrow P(A\cap{B})=P(A)P(B)\)
রাঃ ২০০৯,২০১২; দিঃ ২০১৬
\(A\) ও \(B\) দুইটি স্বাধীন ঘটনা হলে, তাদের একত্রে ঘটার সম্ভাবনা হবে,
\(P(A \text{এবং} B)=P(A)P(B)\)
\(\Rightarrow P(A\cap{B})=P(A)P(B)\)
রাঃ ২০০৯,২০১২; দিঃ ২০১৬
প্রমাণঃ মনে করি, \(E_{1}\) ও \(E_{2}\) দুইটি স্বাধীন পরীক্ষা। \(E_{1}\) পরীক্ষার নমুনাক্ষেত্র \(S_{1}\) এর সাথে সংশ্লিষ্ট একটি ঘটনা \(A\) এবং \(E_{2}\) পরীক্ষার নমুনাক্ষেত্র \(S_{2}\) এর সাথে সংশ্লিষ্ট একটি ঘটনা \\(B\)। \(A\) ও \(B\) ঘটনাদ্বয় স্বাধীন।
ধরি, \(S_1\) নমুনাক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা \(=N\) এবং \(A\) ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা \(=N_1\) অতএব,\(A\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(A)=\frac{N_1}{N}\) আবার,
\(S_2\) নমুনাক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা \(=M\) এবং \(B\) ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা \(=M_1\) অতএব,\(B\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(B)=\frac{M_1}{M}\)
\(E_{1}\) ও \(E_{2}\) পরীক্ষাদ্বয় স্বাধীন।
তাই এদের সমিলিত নমুনাক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে \(NM\) এবং \(A\) ও \(B\) স্বাধীন ঘটনাদয়ের একত্রে ঘটার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে \(N_1M_1\)।
সুতরাং \(A\) ও \(B\) এর একত্রে ঘটার সম্ভাবনা হবে,
\(P(A \text{এবং} B)=\frac{{N_1M_1}}{NM}\)
\(=\frac{N_1}{N}\cdot\frac{M_1}{M}\)
\(=P(A)\cdot P(B)\)
\(\Rightarrow P(A \text{এবং} B)=P(A)\cdot P(B)\)
\(\therefore P(A\cap{B})=P(A)\cdot P(B)\)
(প্রমাণিত)
দ্রষ্টব্যঃ \(n\) সংখ্যক স্বাধীন ঘটনা \(A_1, \ A_2, \ A_3, . . . . . . . A_n\) এর জন্য \(P(A_1\cap{A_2}\cap{A_3}....\)\(...\cap{A_n})=P(A_1)P(A_2)P(A_3) .....P(A_n)\)ধরি, \(S_1\) নমুনাক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা \(=N\) এবং \(A\) ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা \(=N_1\) অতএব,\(A\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(A)=\frac{N_1}{N}\) আবার,
\(S_2\) নমুনাক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা \(=M\) এবং \(B\) ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা \(=M_1\) অতএব,\(B\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(B)=\frac{M_1}{M}\)
\(E_{1}\) ও \(E_{2}\) পরীক্ষাদ্বয় স্বাধীন।
তাই এদের সমিলিত নমুনাক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে \(NM\) এবং \(A\) ও \(B\) স্বাধীন ঘটনাদয়ের একত্রে ঘটার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে \(N_1M_1\)।
সুতরাং \(A\) ও \(B\) এর একত্রে ঘটার সম্ভাবনা হবে,
\(P(A \text{এবং} B)=\frac{{N_1M_1}}{NM}\)
\(=\frac{N_1}{N}\cdot\frac{M_1}{M}\)
\(=P(A)\cdot P(B)\)
\(\Rightarrow P(A \text{এবং} B)=P(A)\cdot P(B)\)
\(\therefore P(A\cap{B})=P(A)\cdot P(B)\)
(প্রমাণিত)
দুইটি নির্ভরশীল বা অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্র
Probability formula for two dependent events
সূত্রঃ দুইটি অধীন ঘটনা একএে ঘটার সম্ভাবনা তাদের যে কোনো একটি ঘটার সম্ভাবনা এবং এটি ঘটেছে এ শর্তাধীনে অপর ঘটনা ঘটার সম্ভাবনার গুণফলের সমান। \(A\) ও \(B\) দুহটি অধীন ঘটনা হলে তাদের একত্রে ঘটার সম্ভাবনা,
\(P(A\cap{B})=P(A)P(B\mid{A})\)
\(=P(B)P(A\mid{B})\)
চঃ ২০০৫
\(P(A\cap{B})=P(A)P(B\mid{A})\)
\(=P(B)P(A\mid{B})\)
চঃ ২০০৫
প্রমাণঃ মনে করি, একটি দৈব পরীক্ষার নমুনাক্ষেত্র \(S\) এর সংশ্লিষ্ট দুইটি ঘটনা \(A\) ও \(B\)।
\(S\) নমুনাক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা \(=N\)
\(A\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(A)=\frac{N_1}{N}\)
\(B\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(B)=\frac{N_2}{N}\)
\(A\) ঘটনা ঘটেছে এ শর্তে \(B\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(B\mid{A})=\frac{M}{N_1}\)
\(B\) ঘটনা ঘটেছে এ শর্তে \(A\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(A\mid{B})=\frac{M}{N_2}\)
অতএব, \(A\) এবং \(B\) এর একত্রে ঘটার সম্ভাবনা, \(P(A\cap{B})=\frac{M}{N}\)
\(=\frac{M}{N_1}\cdot\frac{N_1}{N}\)
\(=P(B\mid{A})\times P(A)\)
\(\therefore P(A\cap{B})=P(A)P(B\mid{A})\)
(প্রমাণিত)
আবার, \(P(A\cap{B})=\frac{M}{N}\)
\(=\frac{N_2}{N}\cdot \frac {M}{N_2}\)
\(=P(B)P(A\mid{B})\)
(প্রমাণিত)

\(A\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(A)=\frac{N_1}{N}\)
\(B\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(B)=\frac{N_2}{N}\)
\(A\) ঘটনা ঘটেছে এ শর্তে \(B\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(B\mid{A})=\frac{M}{N_1}\)
\(B\) ঘটনা ঘটেছে এ শর্তে \(A\) ঘটনা ঘটার সম্ভাবনা, \(P(A\mid{B})=\frac{M}{N_2}\)
অতএব, \(A\) এবং \(B\) এর একত্রে ঘটার সম্ভাবনা, \(P(A\cap{B})=\frac{M}{N}\)
\(=\frac{M}{N_1}\cdot\frac{N_1}{N}\)
\(=P(B\mid{A})\times P(A)\)
\(\therefore P(A\cap{B})=P(A)P(B\mid{A})\)
(প্রমাণিত)
আবার, \(P(A\cap{B})=\frac{M}{N}\)
\(=\frac{N_2}{N}\cdot \frac {M}{N_2}\)
\(=P(B)P(A\mid{B})\)
(প্রমাণিত)
কতিপয় গুরুত্বপূর্ণ উপপাদ্য
Some important theorems
\(P(A)=1\) ও \(P(A)=0\) এর ব্যাখ্যা
Explanation of \(P(A)=1\) and \(P(A)=0\)
ব্যাখ্যাঃ \(P(A)=1\) এর অর্থ \(A\) একটি নিশ্চিত ঘটনা
এবং \(P(A)=0\) এর অর্থ \(A\) একটি অসম্ভব ঘটনা।
এবং \(P(A)=0\) এর অর্থ \(A\) একটি অসম্ভব ঘটনা।
প্রমাণঃ মনে করি, কোনো দৈব পরীক্ষণে \(S\) একটি নমুনাক্ষেত্র, \(A\) একটি ঘটনা।
\(S\) নমুনাক্ষেত্রের মোট নমুনা বিন্দু \(=n(S)\)
\(A\) এর অনুকূলে মোট নমুনা রিন্দু \(=n(A)\)
সম্ভাবনা অবরোহী সংজ্ঞানুসারে, \(P(A)=\frac{n(A)}{n(S)}\)
\(P(A)=1\) হলে,
\(\Rightarrow \frac{n(A)}{n(S)}=1\)
\(\therefore n(A)=n(S)\)
অর্থাৎ \(A\) ঘটনার আনুকূলে নমুনা বিন্দুর সংখ্যা এবং মোট নমুনা বিন্দুর সংখ্যা সমান।
সুতরাং \(A\) একটি নিশ্চিত ঘটনা।
\(\Rightarrow P(A)=1\) এর অর্থ \(A\) একটি নিশ্চিত ঘটনা।
(প্রমাণিত)
আবার, \(P(A)=0\)
\(\Rightarrow \frac{n(A)}{n(S)}=0\)
\(\therefore n(A)=0\)
অর্থাৎ \(A\) ঘটনার অনুকূলে নমুনা বিন্দু নেই।
সুতরাং \(A\) একটি অসম্ভব ঘটনা।
অতএব, \(P(A)=0\) এর অর্থ \(A\) একটি অসম্ভব ঘটনা।
(প্রমাণিত)
\(S\) নমুনাক্ষেত্রের মোট নমুনা বিন্দু \(=n(S)\)
\(A\) এর অনুকূলে মোট নমুনা রিন্দু \(=n(A)\)

\(P(A)=1\) হলে,
\(\Rightarrow \frac{n(A)}{n(S)}=1\)
\(\therefore n(A)=n(S)\)
অর্থাৎ \(A\) ঘটনার আনুকূলে নমুনা বিন্দুর সংখ্যা এবং মোট নমুনা বিন্দুর সংখ্যা সমান।
সুতরাং \(A\) একটি নিশ্চিত ঘটনা।
\(\Rightarrow P(A)=1\) এর অর্থ \(A\) একটি নিশ্চিত ঘটনা।
(প্রমাণিত)
আবার, \(P(A)=0\)
\(\Rightarrow \frac{n(A)}{n(S)}=0\)
\(\therefore n(A)=0\)
অর্থাৎ \(A\) ঘটনার অনুকূলে নমুনা বিন্দু নেই।
সুতরাং \(A\) একটি অসম্ভব ঘটনা।
অতএব, \(P(A)=0\) এর অর্থ \(A\) একটি অসম্ভব ঘটনা।
(প্রমাণিত)
সম্ভাবনার মান \(0\) থেকে \(1\) এর মধ্যে অবস্থান করে।
The probability value lies between \(0\) to \(1\)
ব্যাখ্যাঃ সম্ভাবনার মান \(0\) থেকে \(1\) এর মধ্যে অবস্থান করে।
অর্থাৎ \(0\le{P(A)}\le{1}\)
অর্থাৎ \(0\le{P(A)}\le{1}\)
প্রমাণঃ মনে করি, কোনো নমুনাক্ষেত্র \(S\)-এর মধ্যে \(A\) একটি ঘটনা।
নমুনাক্ষেএের মোট উপাদান বা ফলাফল সংখ্যা \(=n\)
\(A\) ঘটনার অনুকূল উপাদান বা ফলাফল সংখ্যা \(=m\) \(\therefore A\) ঘটনার সম্ভাবনা, \(P(A)=\frac{A \text{ ঘটনার অনুকূল উপাদান বা ফলাফল সংখ্যা}}{\text{ নমুনাক্ষেত্রের মোট উপাদান বা ফলাফল সংখ্যা}}\)
\(=\frac{m}{n}\)
\(A\) ঘটনাটি এমন হতে পারে যে,
\((1) \ A\)-এর অনুকূলে কোনো উপাদান বা ফলাফল নেই। অর্থাৎ, \(m=0\)
\((2)\) নমুনাক্ষেএের সকল উপাদান বা ফলাফল \(A\)-এর অনুকূলে। অর্থাৎ, \(m=n\)
\((3)\) নমুনাক্ষেএের কিছু উপাদান বা ফলাফল \(A\)-এর অনুকূলে। অর্থাৎ, \(0\lt{m}\lt{n}\)
সুতরাং ইহা স্পষ্ট যে \(m\)-এর মান \(0\) থেকে \(n\)-এর মধ্যে থাকবে।
অর্থাৎ \(0\le{m}\le{n}\)
\(\Rightarrow \frac{0}{n}\le{\frac{m}{n}}\le{\frac{n}{n}}\) ➜ \(n\) ভাগ করে।
\(\Rightarrow 0\le{\frac{m}{n}}\le{1}\)
\(\therefore 0\le{P(A)}\le{1}\) ➜ \(P(A)=\frac{m}{n}\)
অতএব, সম্ভাবনার মান \(0\) থেকে \(1\) এর মধ্যে অবস্থান করে।
(প্রমাণিত)

\(A\) ঘটনার অনুকূল উপাদান বা ফলাফল সংখ্যা \(=m\) \(\therefore A\) ঘটনার সম্ভাবনা, \(P(A)=\frac{A \text{ ঘটনার অনুকূল উপাদান বা ফলাফল সংখ্যা}}{\text{ নমুনাক্ষেত্রের মোট উপাদান বা ফলাফল সংখ্যা}}\)
\(=\frac{m}{n}\)
\(A\) ঘটনাটি এমন হতে পারে যে,
\((1) \ A\)-এর অনুকূলে কোনো উপাদান বা ফলাফল নেই। অর্থাৎ, \(m=0\)
\((2)\) নমুনাক্ষেএের সকল উপাদান বা ফলাফল \(A\)-এর অনুকূলে। অর্থাৎ, \(m=n\)
\((3)\) নমুনাক্ষেএের কিছু উপাদান বা ফলাফল \(A\)-এর অনুকূলে। অর্থাৎ, \(0\lt{m}\lt{n}\)
সুতরাং ইহা স্পষ্ট যে \(m\)-এর মান \(0\) থেকে \(n\)-এর মধ্যে থাকবে।
অর্থাৎ \(0\le{m}\le{n}\)
\(\Rightarrow \frac{0}{n}\le{\frac{m}{n}}\le{\frac{n}{n}}\) ➜ \(n\) ভাগ করে।
\(\Rightarrow 0\le{\frac{m}{n}}\le{1}\)
\(\therefore 0\le{P(A)}\le{1}\) ➜ \(P(A)=\frac{m}{n}\)
অতএব, সম্ভাবনার মান \(0\) থেকে \(1\) এর মধ্যে অবস্থান করে।
(প্রমাণিত)
কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনার সমষ্টি \(1\)
The sum of the probabilities of an event occurring or not occurring \(1\)
ব্যাখ্যাঃ কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনার সমষ্টি \(1\)।
অর্থাৎ \(P(A)+P(\bar{A})=1\)
অথবা, \(p+q=1\)
অর্থাৎ \(P(A)+P(\bar{A})=1\)
অথবা, \(p+q=1\)
প্রমাণঃ মনে করি, কোনো নমুনাক্ষেত্র \(S\)-এর মধ্যে \(A\) একটি ঘটনা।
নমুনাক্ষেএের মোট উপাদান বা ফলাফল সংখ্যা \(n=n(S)\)
\(A\) ঘটনার অনুকূল উপাদান বা ফলাফল সংখ্যা \(m=n(A)\) তাহলে, \(A\) ঘটনার প্রতিনুকূল উপাদান বা ফলাফল সংখ্যা \(n(\bar{A})=n-m\) \(\therefore P(A)=\frac{m}{n}=p\)
এবং \(P(\bar{A})=\frac{n-m}{n}=q\) ➜ \(\because P(\bar{A})=A\) ঘটনা না ঘটার সম্ভাবনা
এখন, \(A\) ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনার সমষ্টি,
\(=P(A)+P(\bar{A})\)
\(=p+q\)
\(=\frac{m}{n}+\frac{n-m}{n}\)
\(=\frac{m+n-m}{n}\)
\(=\frac{n}{n}\)
\(=1\)
সুতরাং কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনার সমষ্টি \(1\)।
অর্থাৎ \(P(A)+P(\bar{A})=1\)
(প্রমাণিত)

\(A\) ঘটনার অনুকূল উপাদান বা ফলাফল সংখ্যা \(m=n(A)\) তাহলে, \(A\) ঘটনার প্রতিনুকূল উপাদান বা ফলাফল সংখ্যা \(n(\bar{A})=n-m\) \(\therefore P(A)=\frac{m}{n}=p\)
এবং \(P(\bar{A})=\frac{n-m}{n}=q\) ➜ \(\because P(\bar{A})=A\) ঘটনা না ঘটার সম্ভাবনা
এখন, \(A\) ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনার সমষ্টি,
\(=P(A)+P(\bar{A})\)
\(=p+q\)
\(=\frac{m}{n}+\frac{n-m}{n}\)
\(=\frac{m+n-m}{n}\)
\(=\frac{n}{n}\)
\(=1\)
সুতরাং কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনার সমষ্টি \(1\)।
অর্থাৎ \(P(A)+P(\bar{A})=1\)
(প্রমাণিত)
দুটি বাস্তব ঘটনা একই সাথে স্বাধীন ও বর্জনশীল হতে পারে না
Two real events cannot be simultaneously independent and exclusive
ব্যাখ্যাঃ দুটি ঘটনা একত্রে বা একই সাথে বা যুগপৎভাবে স্বাধীন ও বর্জনশীল হতে পারে না।
অর্থাৎ \(P(A)\ne{0}, \ P(B)\ne{0}\) এবং \((A\cap{B})=0\) হতে পারে না।
অর্থাৎ \(P(A)\ne{0}, \ P(B)\ne{0}\) এবং \((A\cap{B})=0\) হতে পারে না।
প্রমাণঃ মনে করি, কোনো নমুনাক্ষেত্র \(S\)-এর মধ্যে \(A\) ও \(B\) দুইটি বাস্তব ঘটনা; যেন \(P(A)\ne{0}\) এবং \(P(B)\ne{0}\)।
এখন, \(A\) ও \(B\) বাস্তব ঘটনা দুইটি স্বাধীন হলে, \(P(A\cap{B})=P(A)\times P(B)\) হবে।
যেহেতু, \(P(A)\ne{0}\) এবং \(P(B)\ne{0}\)
\((A\cap{B})\ne{0}.......(i)\)
আবার, (A\) ও \(B\) বাস্তব ঘটনা দুইটি বর্জনশীল হলে, \(A\cap{B}\) এর অনুকূল নমুনা বিন্দু বা ফলাফল শূণ্য।
অর্থাৎ \(A\cap{B}=\phi\)
\(\therefore A\cap{B}=0.......(ii)\)
\((i)\) ও \((ii)\) হতে দেখা যাচ্ছে যে, দুইটি ঘটনা একই সাথে স্বাধীন ও বর্জনশীল হতে পারে না।
(প্রমাণিত)
এখন, \(A\) ও \(B\) বাস্তব ঘটনা দুইটি স্বাধীন হলে, \(P(A\cap{B})=P(A)\times P(B)\) হবে।
যেহেতু, \(P(A)\ne{0}\) এবং \(P(B)\ne{0}\)
\((A\cap{B})\ne{0}.......(i)\)
আবার, (A\) ও \(B\) বাস্তব ঘটনা দুইটি বর্জনশীল হলে, \(A\cap{B}\) এর অনুকূল নমুনা বিন্দু বা ফলাফল শূণ্য।
অর্থাৎ \(A\cap{B}=\phi\)
\(\therefore A\cap{B}=0.......(ii)\)
\((i)\) ও \((ii)\) হতে দেখা যাচ্ছে যে, দুইটি ঘটনা একই সাথে স্বাধীন ও বর্জনশীল হতে পারে না।
(প্রমাণিত)
\(A\) ও \(B\) দুইটি স্বাধীন ঘটনা হলে, \(A\) ও \(\bar{B}\) পরস্পর স্বাধীন
If \(A\) and \(B\) are two independent events, \(A\) and \(\bar{B}\) are mutually independent
ব্যাখ্যাঃ \(A\) ও \(B\) দুইটি স্বাধীন ঘটনা হলে, \(A\) ও \(\bar{B}\) পরস্পর স্বাধীন।
অর্থাৎ \(P(A)\ne{0}\) এবং \(P(B)\ne{0}\) হলে, \(P(A\cap{\bar{B}})=P(A)\times{P(\bar{B})}\)।
অর্থাৎ \(P(A)\ne{0}\) এবং \(P(B)\ne{0}\) হলে, \(P(A\cap{\bar{B}})=P(A)\times{P(\bar{B})}\)।
প্রমাণঃ মনে করি, কোনো নমুনাক্ষেত্র \(S\)-এর মধ্যে \(A\) ও \(B\) দুইটি বাস্তব ঘটনা; যেন \(P(A)\ne{0}\) এবং \(P(B)\ne{0}\)।
এখন, \(A\) ও \(B\) বাস্তব ঘটনা দুইটি স্বাধীন হলে, \(P(A\cap{B})=P(A)\times P(B)\) হবে।
ভেনচিত্র হতে পাই, \(A=(A\cap\bar{B})\cup(A\cap{B})\)
\(\Rightarrow P(A)=P[(A\cap\bar{B})\cup(A\cap{B})]\)
\(\Rightarrow P(A)=P(A\cap\bar{B})+P(A\cap{B})\)
\(\Rightarrow P(A)-P(A\cap{B})=P(A\cap\bar{B})\)
\(\Rightarrow P(A\cap\bar{B})=P(A)-P(A\cap{B})\)
\(=P(A)-P(A)\times{P(B)}\) ➜ \(\because P(A\cap{B})=P(A)\times{P(B)}\)
\(=P(A)[1-P(B)]\)
\(=P(A)\times{P(\bar{B})}\) ➜ \(\because P(B)+P(\bar{B})=1\)
\(\Rightarrow P(\bar{B})=1-P(B)\)
\(\therefore P(A\cap\bar{B})=P(A)\times{P(\bar{B})}\)
অতএব, \(A\) ও \(\bar{B}\) ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন।
(প্রমাণিত)

ভেনচিত্র হতে পাই, \(A=(A\cap\bar{B})\cup(A\cap{B})\)
\(\Rightarrow P(A)=P[(A\cap\bar{B})\cup(A\cap{B})]\)
\(\Rightarrow P(A)=P(A\cap\bar{B})+P(A\cap{B})\)
\(\Rightarrow P(A)-P(A\cap{B})=P(A\cap\bar{B})\)
\(\Rightarrow P(A\cap\bar{B})=P(A)-P(A\cap{B})\)
\(=P(A)-P(A)\times{P(B)}\) ➜ \(\because P(A\cap{B})=P(A)\times{P(B)}\)
\(=P(A)[1-P(B)]\)
\(=P(A)\times{P(\bar{B})}\) ➜ \(\because P(B)+P(\bar{B})=1\)
\(\Rightarrow P(\bar{B})=1-P(B)\)
\(\therefore P(A\cap\bar{B})=P(A)\times{P(\bar{B})}\)
অতএব, \(A\) ও \(\bar{B}\) ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন।
(প্রমাণিত)
\(A\) ও \(B\) দুইটি স্বাধীন ঘটনা হলে, \(A\) ও \(B\) পরস্পর স্বাধীন
If \(A\) and \(B\) are two independent events, \(A\) and \(B\) are mutually independent
ব্যাখ্যাঃ \(A\) ও \(B\) দুইটি স্বাধীন ঘটনা হলে, \(\bar{A}\) ও \(B\) পরস্পর স্বাধীন।
অর্থাৎ \(P(A)\ne{0}\) এবং \(P(B)\ne{0}\) হলে, \(P(\bar{A}\cap{B})=P(\bar{A})\times{P(B)}\)।
অর্থাৎ \(P(A)\ne{0}\) এবং \(P(B)\ne{0}\) হলে, \(P(\bar{A}\cap{B})=P(\bar{A})\times{P(B)}\)।
প্রমাণঃ মনে করি, কোনো নমুনাক্ষেত্র \(S\)-এর মধ্যে \(A\) ও \(B\) দুইটি বাস্তব ঘটনা; যেন \(P(A)\ne{0}\) এবং \(P(B)\ne{0}\)।
এখন, \(A\) ও \(B\) বাস্তব ঘটনা দুইটি স্বাধীন হলে, \(P(A\cap{B})=P(A)\times P(B)\) হবে।
ভেনচিত্র হতে পাই, \(B=(A\cap{B})\cup(\bar{A}\cap{B})\)
\(\Rightarrow P(B)=P[(A\cap{B})\cup(\bar{A}\cap{B})]\)
\(\Rightarrow P(B)=P(A\cap{B})+P(\bar{A}\cap{B})\)
\(\Rightarrow P(B)-P(A\cap{B})=P(\bar{A}\cap{B})\)
\(\Rightarrow P(\bar{A}\cap{B})=P(B)-P(A\cap{B})\)
\(=P(B)-P(A)\times{P(B)}\) ➜ \(\because P(A\cap{B})=P(A)\times{P(B)}\)
\(=P(B)[1-P(A)]\)
\(=P(B)\times{P(\bar{A})}\) ➜ \(\because P(A)+P(\bar{A})=1\)
\(\Rightarrow P(\bar{A})=1-P(A)\)
\(\therefore P(\bar{A}\cap{B})=P(\bar{A})\times{P(B)}\)
অতএব, \(\bar{A}\) ও \(B\) ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন।
(প্রমাণিত)

ভেনচিত্র হতে পাই, \(B=(A\cap{B})\cup(\bar{A}\cap{B})\)
\(\Rightarrow P(B)=P[(A\cap{B})\cup(\bar{A}\cap{B})]\)
\(\Rightarrow P(B)=P(A\cap{B})+P(\bar{A}\cap{B})\)
\(\Rightarrow P(B)-P(A\cap{B})=P(\bar{A}\cap{B})\)
\(\Rightarrow P(\bar{A}\cap{B})=P(B)-P(A\cap{B})\)
\(=P(B)-P(A)\times{P(B)}\) ➜ \(\because P(A\cap{B})=P(A)\times{P(B)}\)
\(=P(B)[1-P(A)]\)
\(=P(B)\times{P(\bar{A})}\) ➜ \(\because P(A)+P(\bar{A})=1\)
\(\Rightarrow P(\bar{A})=1-P(A)\)
\(\therefore P(\bar{A}\cap{B})=P(\bar{A})\times{P(B)}\)
অতএব, \(\bar{A}\) ও \(B\) ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন।
(প্রমাণিত)
প্রয়োজনীয় সূত্রাবলী
Required formulas
\(A=\) স্বাধীন ঘটনা এবং \(B=\) অধীন ঘটনা হলে,
\(P(B|A)=\frac{P(A\cap{B})}{P(A)}\)
\(B=\) স্বাধীন ঘটনা এবং \(A=\) অধীন ঘটনা হলে,
\(P(A|B)=\frac{P(A\cap{B})}{P(B)}\)
\(A\) ঘটনা না ঘটাকে যদি \(A^{\prime}\) দ্বারা চিহ্নিত করা হয়,
\(P(A)+P(A^{\prime})=1\)
\(m=A\) ঘটনার অনুকূল ফলাফল এবং \(N=\) মোট চেষ্টার সংখ্যা,
\[P(A)=\lim_{N \rightarrow \infty}\frac{m}{N}\]
\(A\) ও \(B\) স্বাধীন ঘটনা,
\(P(A\cap{B})=P(A)P(B)\)
\(P(A|B)=P(A)\) যখন \(P(B)\gt{0}\)
\(P(B|A)=P(B)\) যখন \(P(A)\gt{0}\)
\(A\) ও \(B\) দুইটি পরস্পর বর্জনশীল ঘটনা হলে,
\(P(A\cup{B})=P(A)+P(B)\)
\(A, \ B\) ও \(C\) তিনটি পরস্পর বর্জনশীল ঘটনা হলে,
\(P(A\cup{B}\cup{C})=P(A)+P(B)+P(C)\)
\(A_1, \ A_2, \ A_3, . . . . . . . A_n,\) \(n\) সংখ্যক পরস্পর বর্জনশীল ঘটনা হলে,
\(P(A_1\cup{A_2}\cup{A_3}.......\cup{A_n})=P(A_1)+P(A_2)\)\(+P(A_3)......+P(A_n)\)
\(A\) ও \(B\) দুইটি অবর্জনশীল ঘটনা হলে,
\(P(A\cup{B})=P(A)+P(B)-P(A\cap{B})\)
\(A, \ B\) ও \(C\) অবর্জনশীল বা অবিচ্ছিন্ন হলে \(A\) বা \(B\) বা \(C\) ঘটনা ঘটার সম্ভাবনা,
\(P(A\cup{B}\cup{C})=P(A)+P(B)+P(C)-P(A\cap{B})\)\(-P(A\cap{C})-P(B\cap{C})+P(A\cap{B}\cap{C})\)
\(A\) ও \(B\) দুইটি ঘটনা। \(A\) ঘটনা পূর্বে ঘটেছে এ শর্তে \(B\) ঘটনা ঘটার শর্তাধীন সম্ভাবনা হবে,
\(P(B\mid A) = \frac{P(A\cap{B})}{P( A)};\) এখানে, \(P(A)\gt{0}, \ A\) স্বাধীন ঘটনা এবং \(B\) অধীন ঘটনা।
\(A\) ও \(B\) দুইটি ঘটনা। \(B\) ঘটনা পূর্বে ঘটেছে এ শর্তে \(A\) ঘটনা ঘটার শর্তাধীন সম্ভাবনা হবে,
\(P(A\mid B)=\frac{P(A\cap{B})}{P(B)};\) এখানে, \(P(B)\gt{0}, \ B\) স্বাধীন ঘটনা এবং \(A\) অধীন ঘটনা।
\(A\) ও \(B\) দুইটি স্বাধীন ঘটনা হলে, তাদের একত্রে ঘটার সম্ভাবনা হবে,
\(P(A\cap{B})=P(A)P(B)\)
\(A\) ও \(B\) দুহটি অধীন ঘটনা হলে তাদের একত্রে ঘটার সম্ভাবনা,
\(P(A\cap{B})=P(A)P(B\mid{A})\)
\(=P(B)P(A\mid{B})\)
\(A\) একটি নিশ্চিত ঘটনা,
\(P(A)=1\)
\(A\) একটি অসম্ভব ঘটনা।
\(P(A)=0\)
সম্ভাবনার মান \(0\) থেকে \(1\) এর মধ্যে অবস্থান করে
\(0\le{P(A)}\le{1}\)
কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনার সমষ্টি \(1\)
\(P(A)+P(\bar{A})=1\)
\(A\) ও \(B\) দুইটি স্বাধীন ঘটনা, \(P(A)\ne{0}\) এবং \(P(B)\ne{0}\) হলে,
\(P(A\cap{\bar{B}})=P(A)\times{P(\bar{B})}\)
\(P(B|A)=\frac{P(A\cap{B})}{P(A)}\)
\(B=\) স্বাধীন ঘটনা এবং \(A=\) অধীন ঘটনা হলে,
\(P(A|B)=\frac{P(A\cap{B})}{P(B)}\)
\(A\) ঘটনা না ঘটাকে যদি \(A^{\prime}\) দ্বারা চিহ্নিত করা হয়,
\(P(A)+P(A^{\prime})=1\)
\(m=A\) ঘটনার অনুকূল ফলাফল এবং \(N=\) মোট চেষ্টার সংখ্যা,
\[P(A)=\lim_{N \rightarrow \infty}\frac{m}{N}\]
\(A\) ও \(B\) স্বাধীন ঘটনা,
\(P(A\cap{B})=P(A)P(B)\)
\(P(A|B)=P(A)\) যখন \(P(B)\gt{0}\)
\(P(B|A)=P(B)\) যখন \(P(A)\gt{0}\)
\(A\) ও \(B\) দুইটি পরস্পর বর্জনশীল ঘটনা হলে,
\(P(A\cup{B})=P(A)+P(B)\)
\(A, \ B\) ও \(C\) তিনটি পরস্পর বর্জনশীল ঘটনা হলে,
\(P(A\cup{B}\cup{C})=P(A)+P(B)+P(C)\)
\(A_1, \ A_2, \ A_3, . . . . . . . A_n,\) \(n\) সংখ্যক পরস্পর বর্জনশীল ঘটনা হলে,
\(P(A_1\cup{A_2}\cup{A_3}.......\cup{A_n})=P(A_1)+P(A_2)\)\(+P(A_3)......+P(A_n)\)
\(A\) ও \(B\) দুইটি অবর্জনশীল ঘটনা হলে,
\(P(A\cup{B})=P(A)+P(B)-P(A\cap{B})\)
\(A, \ B\) ও \(C\) অবর্জনশীল বা অবিচ্ছিন্ন হলে \(A\) বা \(B\) বা \(C\) ঘটনা ঘটার সম্ভাবনা,
\(P(A\cup{B}\cup{C})=P(A)+P(B)+P(C)-P(A\cap{B})\)\(-P(A\cap{C})-P(B\cap{C})+P(A\cap{B}\cap{C})\)
\(A\) ও \(B\) দুইটি ঘটনা। \(A\) ঘটনা পূর্বে ঘটেছে এ শর্তে \(B\) ঘটনা ঘটার শর্তাধীন সম্ভাবনা হবে,
\(P(B\mid A) = \frac{P(A\cap{B})}{P( A)};\) এখানে, \(P(A)\gt{0}, \ A\) স্বাধীন ঘটনা এবং \(B\) অধীন ঘটনা।
\(A\) ও \(B\) দুইটি ঘটনা। \(B\) ঘটনা পূর্বে ঘটেছে এ শর্তে \(A\) ঘটনা ঘটার শর্তাধীন সম্ভাবনা হবে,
\(P(A\mid B)=\frac{P(A\cap{B})}{P(B)};\) এখানে, \(P(B)\gt{0}, \ B\) স্বাধীন ঘটনা এবং \(A\) অধীন ঘটনা।
\(A\) ও \(B\) দুইটি স্বাধীন ঘটনা হলে, তাদের একত্রে ঘটার সম্ভাবনা হবে,
\(P(A\cap{B})=P(A)P(B)\)
\(A\) ও \(B\) দুহটি অধীন ঘটনা হলে তাদের একত্রে ঘটার সম্ভাবনা,
\(P(A\cap{B})=P(A)P(B\mid{A})\)
\(=P(B)P(A\mid{B})\)
\(A\) একটি নিশ্চিত ঘটনা,
\(P(A)=1\)
\(A\) একটি অসম্ভব ঘটনা।
\(P(A)=0\)
সম্ভাবনার মান \(0\) থেকে \(1\) এর মধ্যে অবস্থান করে
\(0\le{P(A)}\le{1}\)
কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনার সমষ্টি \(1\)
\(P(A)+P(\bar{A})=1\)
\(A\) ও \(B\) দুইটি স্বাধীন ঘটনা, \(P(A)\ne{0}\) এবং \(P(B)\ne{0}\) হলে,
\(P(A\cap{\bar{B}})=P(A)\times{P(\bar{B})}\)
Email: Golzarrahman1966@gmail.com
Visitors online: 000008