শিক্ষার্থী বন্ধুরা, একুশ শতক হলো বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির শতক। একবিংশ শতাব্দীর প্রথমার্ধে বিশ্ব আজ যা অর্জন করেছে, যা উপভোগ করছে এবং যে সপ্ন দেখছে, তা গত দুই দশক পুর্বে কল্পনাও করেনি। আজ বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তিতে ঘটেছে অভাবনীয় সব পরিবর্তন ও সাফল্য। মানুষ তথ্যপ্রযুক্তির মাধ্যমে সময় ও দূরত্বকে জয় করেছে। বাংলাদেশও তথ্যপ্রযুক্তির এ জীয়নকাঠির সংস্পর্শে ধীরে ধীরে জেগে উঠেছে। দেশে তথ্যপ্রযুক্তির উল্লেখযোগ্য বিকাশ ঘটেছে। আর এই তথ্যপ্রযুক্তির মূল হোতা ইন্টারনেট। ছাত্রসমাজ তথা তরুণসমাজ বিশ্বের প্রাণ ও ভবিষ্যৎ। জ্ঞান অর্জন তথা শিক্ষা অর্জনে আজ ইন্টারনেট ব্যবহার অপরিহার্য। পূর্নাঙ্গ জীবন বিকাসে সব ধরণের জ্ঞান অর্জনে ইন্টারনেট এর ভূমিকা তুলুনাহীন। https://mathgr.com/ ওয়েব সাইটটি ইন্টারনেট জগতের একটি ছোট্ট পরিসর, যা গণিত শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। গণিত বিষয়কে সহজবোধ্য করে শিক্ষার্থীর হাতের মুঠোয় পৌঁছানো হলো mathgr.com এর মূল লক্ষ্য। উদাহরণস্বরূপ বাংলাদেশে উচ্চমাধ্যমিক শ্রেণীর সিলেবাসে উল্লেখ্য উচ্চতর গণিতের কথা ধরা যাক। এই পাঠ্যবিষয়ে সারা দেশে কমপক্ষে বিশজন বিজ্ঞ লেখকের বই রয়েছে, যা উচ্চমাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্রদের পড়ানো হয়। একই বিষয়ের বিশটি বই সংরক্ষণে রাখা একজন শিক্ষার্থীর পক্ষে প্রায় অসম্ভব। এই বিশটি পাঠ্যপুস্তকের সকল অধ্যায় একত্রিত করে এবং সহজবোধ্য আকারে শিক্ষার্থীদের হাতের মুঠোয় তুলে দিয়েছে mathgr.com যা গণিত জ্ঞানপিপাসুদের জন্য সহজ লভ্য। প্রাথমিক শিক্ষা হতে উচ্চতর শিক্ষা পর্যন্ত গণিত, একজন শিক্ষার্থীর সামনে দূরবোধ্য বিষয় যা কোনোভাবে এড়াতে পারলে বাঁচে। কিন্তু গনিতকে এড়িয়ে নেস্তার আছে? বিশ্ব জগতে যে শিক্ষাই অর্জন করতে যাক, তার শিক্ষার ঝুলিতে গণিত শিক্ষা অপরিহার্য। প্রাচ্যের অক্সফর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশের স্বনামধন্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট, রুয়েট, চুয়েট ইত্যাদি, এমনকি মেডিক্যাল কলেজগুলিতে ভর্তি পরীক্ষায় গনিতের বিশেষ অবস্থান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলিতে ভর্তির ক্ষেত্রে গণিতজ্ঞ ছাত্রদের অগ্রাধিকার রয়েছে। স্বাভাবিক জীবন যাপনে প্রয়োজন বর্তমান সোনার হরিণ তথা চাকুরী পাওয়ার জীবন-মরন পরীক্ষায় স্থান করে নেয়ার জন্য গণিত শিক্ষা অত্যবশ্যকীয়। সব ক্ষেত্রে মূখ্য ভূমিকা রাখার জন্য mathgr.com প্রতিশ্রুতিবধ্য।
Email: Golzarrahman1966@gmail.com
Visitors online: 000003