শিক্ষা বোর্ড ঢাকা-2017
উচ্চতর গণিত ( সৃজনশীল )
[ 2017 সালের সিলেবাস অনুযায়ী ]
প্রথম পত্র সৃজনশীল
বিষয় কোডঃ 265
সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট
পূর্ণমান-৫০
[ দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রতিটি বিভাগ হতে কমপক্ষে দুইটি করে প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ]
ক বিভাগ-বীজগণিত ও জ্যামিতি
১। \( A=\begin{bmatrix}1 & 4 & 2 \\4 & 0 & 3 \\2 & 3 & 2 \end{bmatrix}, B=\begin{bmatrix}x \\y \\z \end{bmatrix}, C=\begin{bmatrix}2 \\5 \\4 \end{bmatrix}\)
ক. \(A\times{C}\) নির্ণয় করে উহার মাত্রা নির্ণয় কর।
খ. \(A^{-1}\) নির্ণয় কর।
গ. \(A\times B=C\) হলে, ক্রামারের নিয়মে সমীকরণ জোটটির সমাধান কর।

২। সম্প্রতি ডিজি অফিস হতে \(PDS\) ফাইল আপ-টু ডেট করার জন্য প্রতিটি কলেজে নির্দেশ দেয়। নির্দেশমতো আমাদের সহকর্মী মি. খান তার ইউজার আইডি \("COMBINATION"\) এবং পাসওয়ার্ড \("10652"\) ব্যবহার করেন।
ক. \(^{n}P_r=54\) এবং \(^{n}C_r=9\) হলে, \(r\)-এর মাণ নির্ণয় কর।
খ. ইউজার আইডি এর বর্ণগুলি হতে প্রতিবার চারটি করে বর্ণ নিয়ে কত উপায়ে সাজানো যাবে?
গ. পাসওয়ার্ডের প্রত্যেক অংককে প্রতি সংখ্যায় কেবল একবার ব্যবহার করে পাঁচ অংকবিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়?

৩। দৃশ্যকল্প-I: \(3x-4y+12=0\)
দৃশ্যকল্প-II: \(8x+15y-12=0\)
ক. \(\overrightarrow{A}=\hat{i}-2\hat{j}-3\hat{k}\) এবং \(\overrightarrow{B}=2\hat{i}+\hat{j}-\hat{k}\) হলে,ভেক্টর দুইটি লম্ব কিনা যাচাই কর।
খ. দৃশ্যকল্প-II নং সরলরেখার সমান্তরাল \(2\) একক দূরবর্তী সরলরেখার মূলবিন্দু হতে লম্ব দূরত্ব নির্ণয় কর।
গ. দৃশ্যকল্প-I এবং দৃশ্যকল্প-II সমীকরণদ্বয়ের মধ্যবর্তী কোণের যে সমদ্বিখন্ডক \(x\) অক্ষের সাথে সূক্ষ্ণকোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় কর।

৪। দৃশ্যকল্প-I:
question
দৃশ্যকল্প-II: \(3x+4y=2\)
ক. \(r=6\cos \theta+4\sin \theta\) বৃত্তটির কেন্দ্র ও ব্যসার্ধ নির্ণয় কর।
খ. দৃশ্যকল্প-I হতে বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
গ. নির্ণেয় বৃত্তের এরূপ দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় কর যারা দৃশ্যকল্প-II-এর রেখার উপর লম্ব হয়।

খ বিভাগ-ত্রিকোণমিতি ও ক্যালকুলাস
৫।
question

ক. বৃত্তকলা \(ABC\)-এর ক্ষেত্রফল নির্ণয় কর।
খ. \(ABCD\)-এর পরিসীমা নির্ণয় কর।
গ. ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় কর।

৬। দৃশ্যকল্প-I:
question
দৃশ্যকল্প-II: \(p=\tan \theta\tan 2\theta \tan \alpha\)
ক. \(\sin 25^{o}+\cos 25^{o}\)-এর মাণ কত?
খ. দৃশ্যকল্প-I হতে \(b\) এবং \(c\)-এর মাণ নির্ণয় কর।
গ. দৃশ্যকল্প-II হতে দেখাও যে \(p=\sqrt{3}\)

৭। দৃশ্যকল্প-I: \(y(x+1)(x+2)-x+4=0\)
দৃশ্যকল্প-II: \(h(x)=2x^3-3x^2-12x+1\)
ক. \(y=\sec x\) হলে, প্রমাণ কর যে, \(y_2=y(2y^2-1)\)
খ. দৃশ্যকল্প-I -এর বক্ররেখাটি যে বিন্দুতে \(x\) অক্ষকে ছেদ করে, ঐ বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় কর।
গ. দৃশ্যকল্প-II -এর ফাংশনের চরমমান নির্ণয় কর।

৮। দৃশ্যকল্প-I: \(f(x)=\frac{x}{(x-1)(x^2+1)}\)
দৃশ্যকল্প-II: \(2x^2+2y^2=64\)
ক. \(\int{\ln{x}dx}\) নির্ণয় কর।
খ. দৃশ্যকল্প-I হতে \(\int f(x)dx\) নির্ণয় কর।
গ. দৃশ্যকল্প-II দ্বারা প্রথম চতুর্ভাগের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর।