শিক্ষা বোর্ড কুমিল্লা-2017
উচ্চতর গণিত ( সৃজনশীল )
[ 2017 সালের সিলেবাস অনুযায়ী ]
প্রথম পত্র সৃজনশীল
বিষয় কোডঃ 265
সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট
পূর্ণমান-৫০
[ দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রতিটি বিভাগ হতে কমপক্ষে দুইটি করে প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ]
ক বিভাগ-বীজগণিত ও জ্যামিতি
১। \(A=\begin{bmatrix}\ \ 1 & 2 & -3\\-2 & 1 & \ \ 0\end{bmatrix}, \ B=\begin{bmatrix}-1 & 2 \\-3 & 7 \\ \ \ 5 & 0\end{bmatrix}\), \( C=\begin{bmatrix}5 & \ \ 1 \\1 & -3\end{bmatrix}, \ D=\begin{bmatrix}1 & 1 & -1 \\0 & -2 & \ \ 2\\1 & \ \ 2 & \ \ \ 3\end{bmatrix}\)
ক. \(x\) এর যেসব মানের জন্য \(\begin{bmatrix}x^2 & 2x \\5 & 3\end{bmatrix}\) ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে তা নির্ণয় কর।
খ. \(AB-C^2+2I_{2}\) নির্ণয় কর।
গ. \(D^{-1}\) নির্ণয় কর।

২। \(5x-4y-1=0\) ও \(-8x+7y+1=0\) রেখাদ্বয়ের ছেদবিন্দু স্টেশনমাস্টারের কক্ষে অবস্থিত। \(4x+3y-5=0\)রেখা বরাবর রেল পথের একটি লাইন অবস্থিত।
ক. \((-1, 2)\) এবং \((3, -5)\) বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় কর।
খ. স্টেশনমাস্টারের কক্ষ বিন্দু হতে রেললাইনের উপর অঙ্কিত লম্বের সমীকরণ নির্ণয় কর।
গ. রেললাইনের সাথে \(3x-4y+6=0\) রেখা দ্বারা উৎপন্ন সূক্ষ্ণকোণের সমদ্বিখন্ডকের সমীকরণ নির্ণয় কর।

৩। একটি রিক্সার সামনের চাকা \(x^2+y^2-2x-1=0\)সমীকরণ দ্বারা সূচিত।
ক. মূলবিন্দুগামী যে রেখা \(2x+5y+6=0\) রেখার উপর লম্ব তার সমীকরণ নির্ণয় কর।
খ. প্রমাণ কর যে, রিক্সার চাকার একটি স্পর্শক \(x+y+1=0\)
গ. \(x\)অক্ষের উপর কেন্দ্রবিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা চাকাটির কেন্দ্র ও \((3, 0)\) বিন্দুগামী হবে।

৪। প্রসিদ্ধ পদার্থবিজ্ঞানী Issac Newton ১৭৪২ সালে England এ জন্মগ্রহণ করেন।
ক. \(1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 \) অঙ্কগুলো হতে \(3\) দ্বারা বিভাজ্য নয় এরূপ অঙ্কগুলোর মধ্য হতে \(4\) টি করে অঙ্ক কতভাবে বছাই করা যায়।
খ. দেখাও যে, দৃশ্যকল্পের বিজ্ঞানীর নামের শেষ অংশের বিন্যাস সংখ্যা নামের প্রথম অংশের বিন্যাস সংখ্যার \(6\) গুণ।
গ. দৃশ্যকল্পে বিজ্ঞানীর জন্মভূমির নামের বর্ণগুলি থেকে পাঁচটি বর্ণ নিয়ে কতগুলি বিন্যাস গঠন করা যায়?

খ বিভাগ-ত্রিকোণমিতি ও ক্যালকুলাস
৫। \(A=\frac{2\pi}{15}, \ \alpha +\beta +\gamma=\pi\) এবং \(\cos{\alpha}=\cos{\beta}+\cos{\gamma}\)
ক. প্রমাণ কর যে, \(\cos{2p}=\frac{1-\tan^2{p}}{1+\tan^2{p}}\) এর মাণ বের কর।
খ. উদ্দীপকের আলোকে প্রমাণ কর যে, \(16\cos{A}\cos{2A}\cos{4A}\cos{7A}=1\)
গ. উদ্দীপক থেকে দেখাও যে, \(\tan{\alpha}=\tan{\beta}+\tan{\gamma}\)

৬। দৃশ্যকল্প-১ঃ \(\sin{x}+\sin{y}=a\) এবং \(\cos{x}+\cos{y}=b\) দুইটি ত্রিকোণমিতিক সমীকরণ।
দৃশ্যকল্প-২ঃ \(\triangle{ABC}\) এ \(A+B+C=\pi\)
\(\triangle{ABC}\) এর পরি ব্যসার্ধ \(R\)
ক. যদি \(\triangle{PQR}\) এর তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে \(p, q, r\) এবং \(p^2+q^2-r=\sqrt{2}pq\) হয় তবে \(R\) কোণের মাণ নির্ণয় কর।
খ. দৃশ্যকল্প-১ এর আলোকে \(\cos{(x+y)}\) এর মাণ নির্ণয় কর।
গ. দৃশ্যকল্প-২ হতে প্রমাণ কর যে, \(\sin^2{A}-\sin^2{B}+\sin^2{C}=2\sin{A}\cos{B}\sin{C}\)

৭। \(y=4x(6-x)^2\) এবং \(f(x)=e^{\tan^{-1}x}\)
ক. \[\lim_{x \rightarrow 0}\frac{1-\cos{2x}}{x}\] এর মাণ নির্ণয় কর।
খ. \(y\) এর গরিষ্ঠ মাণ নির্ণয় কর।
গ. প্রমাণ কর যে, \((1+x^2)f^{\prime\prime}(x)+(2x-1)f^{\prime}=0\)

৮। \(u=e^{x}\) এবং \(4x^2+9y^2=36\)
ক. দেখাও যে, \(\int \ln{x}dx=x\ln{x}-x+c\)
খ. \(\int_{0}^{\ln{2}} \frac{u}{1+u}dx\)এর মাণ নির্ণয় কর।
গ. যোগজীকরণের সাহায্যে প্রদত্ত উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় কর।