শিক্ষা বোর্ড চট্টগ্রাম-2017
উচ্চতর গণিত ( সৃজনশীল )
[ 2017 সালের সিলেবাস অনুযায়ী ]
প্রথম পত্র সৃজনশীল
বিষয় কোডঃ 265
সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট
পূর্ণমান-৫০
[ দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রতিটি বিভাগ হতে কমপক্ষে দুইটি করে প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ]
ক বিভাগ-বীজগণিত ও জ্যামিতি
১। \( A=\begin{bmatrix}2 & 3 & 1 \\1 & 2 & 2 \\1 & 2 & 0 \end{bmatrix}, B=A^t, f(x)=x^2-4x\)
ক. \(g(x)=\frac{1}{2x-3}\) ফাংশনটির রেঞ্জ নির্ণয় কর।
খ. \(f(B)\) নির্ণয় কর।
গ. \(B\)এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় কর।

২। একটি ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য \(21\) জন, যার মধ্যে \(8\) জন মহিলা এবং \(13\) জন পুরুষ।
ক. \(DEPRESSION\) শব্দটির অক্ষরগুলিকে কত প্রকারে সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে।
খ. একজন মহিলা সদস্য সভাপতি হলে সভাপতিকে বাদ দিয়ে \(11\) সদস্যবিশিষ্ট কতগুলো কমিটি গঠন করা যাবে যাতে কমপক্ষে \(4\) জন মহিলা সদস্য অন্তর্ভুক্ত থাকবে?
গ. কার্যনির্বাহী কমিটি হতে দুইজন পুরুষ বাদ দিয়ে অবশিষ্ট সদস্যবৃন্দকে এক সারিতে কতভাবে সাজানো যাবে যাতে দুইজন মহিলা সদস্য একত্রে না থাকে।

৩। দৃশ্যকল্পঃ
question

ক. \((3, 5)\) এবং \((6, 7)\) বিন্দুদ্বয়ের সংযোগ রেখার লম্বদ্বিখন্ডকের ঢাল নির্ণয় কর।
খ. দৃশ্যকল্পের আলোকে \(AB\) রেখা হতে \(3\) একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় কর।
গ. দৃশ্যকল্পের মূলবিন্দু ও \(AB\) রেখাংশের সমত্রিখন্ডক বিন্দুদ্বয় যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় কর।

৪। দৃশ্যকল্পঃ \(x^2+y^2-10x-16y+64=0\) একটি বৃত্ত এবং \(4x+3y+8=0\) একটি রেখা।
ক. \(2x^2+2y^2+4x+6y+8=0\) বৃত্তের কেন্দ্র ও ব্যসার্ধ নির্ণয় কর।
খ. দেখাও যে, দৃশ্যকল্পের বৃত্তটিকে \(3x-4y-8=0\) রেখাটি স্পর্শ করে এবং স্পর্শবিন্দু নির্ণয় কর।
গ. \((0, -1)\) কেন্দ্রবিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা দৃশ্যকল্পের রেখাকে স্পর্শ করে।

খ বিভাগ-ত্রিকোণমিতি ও ক্যালকুলাস
৫। দৃশ্যকল্প-১ঃ
question
দৃশ্যকল্প-২ঃ
question

ক. \(\sin{(A-B+C)}\) কে বিস্তৃত কর।
খ. \(\frac{1}{\sec{A}}=\frac{1}{cosec{C}}-\frac{1}{\sec{B}}\) হলে দৃশ্যকল্প-২ এর কোন কোণটি সমকোণ নির্ণয় কর।
গ. দৃশ্যকল্প-১ এ \(PEF\) একটি বৃত্তকলা হলে, \(EQRF\) এলাকার ক্ষেত্রফল নির্ণয় কর।

৬। দৃশ্যকল্পঃ \(ABC\) ত্রিভুজের পরিসীমা \(2s\)
ক. \(\frac{\cos{75^{o}}+\cos{15^{o}}}{\cos{75^{o}}-\cos{15^{o}}}\)-এর মাণ নির্ণয় কর।
খ. \(\sec{B}=\sec{C}\sec{A}\) হলে দেখাও যে, \(\tan{A}=2\cot{C}\)
গ. দৃশ্যকল্পের আলোকে \(4s(s-b)=3ca\) হলে, \(\angle{B}\) এরমান কত?

৭। দৃশ্যকল্পঃ \(g(x)=x \ cosec^{-1}{\frac{1}{x}}, \ y=\cos{(m\sin^{-1}{P})}\)
ক. \(x\) এর সাপেক্ষে \(\ln{(x+\sqrt{x^2+a^2})}\) এর অন্তরজ নির্ণয় কর।
খ. দৃশ্যকল্পের আলোকে \(x\) এর সাপেক্ষে \(g(x)\) এর যোগজ নির্ণয় কর।
গ. দৃশ্যকল্পের আলোকে প্রমাণ কর যে, \((1-P^2)y_{2}-Py_{1}+m^2y=0\)

৮। দৃশ্যকল্পঃ \(f(p)=e^{-2p}\)
ক. \[\lim_{x \rightarrow 0}(1+3x)^{\frac{5}{x}}\] নির্ণয় কর।
খ. দৃশ্যকল্পের আলোকে \(p\) এর সাপেক্ষে মূল নিয়মে \(f(p)\) এর অন্তরজ নির্ণয় কর।
গ. \(4f(p)+\frac{9}{f(p)}\) এর চরম মাণ নির্ণয় কর।