শিক্ষা বোর্ড দিনাজপুর-2018
উচ্চতর গণিত ( সৃজনশীল )
[ 2018 সালের সিলেবাস অনুযায়ী ]
প্রথম পত্র সৃজনশীল
বিষয় কোডঃ 265
সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট
পূর্ণমান-৫০
[ দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রতিটি বিভাগ হতে কমপক্ষে দুইটি করে প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ]
ক বিভাগ-বীজগণিত ও জ্যামিতি
১। দৃশ্যকল্প-১: \(f(x)=3x^2+5x\)
দৃশ্যকল্প-২: \(B=\begin{bmatrix} \ l & m & n \\l^2 & m^2 & n^2 \\l^3-1 & m^3-1 & n^3-1 \end{bmatrix}\)
ক. যদি \(\left(\begin{array}{c}x & 2\\ x & 2\end{array}\right)\) ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হয় তবে \(x\) এর মাণ নির্ণয় কর।
খ. \(A=\left(\begin{array}{c}2 & 1 & 5 \\-1 & 4 & 3 \\4 & -7 & 5 \end{array}\right)\) হলে, \(f(A)\) নির্ণয় কর।
গ. দৃশ্যকল্প-২ হতে প্রমাণ কর যে, \(|B|=(lmn-1)(l-m)(m-n)(n-l)\)

২।
question

ক. \((-4, -4)\) বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় কর।
খ. \(AB\) রেখার \(4\) একক দূরবর্তী সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় কর।
গ. দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় কর যা \((5, 4)\) বিন্দুগামী এবং \(AB\) সরলরেখার সাথে \(45^{o}\) কোণ উৎপন্ন করে।

৩। দৃশ্যকল্প-১: সাদাত \(0, 3, 4, 5, 6, 9\) অংকগুলি লিখতে পারে।
দৃশ্যকল্প-২: \(A=3\hat{i}+2\hat{j}+6\hat{k}\) এবং \(B=\hat{i}-4\hat{j}-3\hat{k}\)
ক. যদি \(^nP_{2}=3\times{^nC_{3}}\) হয় তবে \(n\) এর মাণ নির্ণয় কর।
খ. \(A\) বরাবর \(B\) এর উপাংশ নির্ণয় কর।
গ. দৃশ্যকল্প-১ হতে, প্রত্যেক অংককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে ছয় অংকবিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায় তা নির্ণয় কর।

৪।
question

ক. একটি বৃত্তের পরামিতিক সমীকরণ \(x^2=1-t^2\) এবং \(y=t\) হলে বৃত্ততির কেন্দ্র নির্ণয় কর।
খ. যদি \(P\) বিন্দু \(EF\)রেখাংশের সমত্রিখন্ডক বিন্দুদ্বয়ের একটি বিন্দু হয় তবে \(OP\) রেখার সমীকরণ নির্ণয় কর।
গ. যদি \(OD=3\sqrt{2}\) হয় তবে বৃত্তটির সমীকরণ নির্ণয় কর।

খ বিভাগ-ত্রিকোণমিতি ও ক্যালকুলাস
৫। দৃশ্যকল্প-১: \(h(x)=\sin{mx}\)
দৃশ্যকল্প-২: question

ক. প্রমাণ কর যে, \(\sin{44^{o}}+\cos{44^{o}}=\sqrt{2}\cos{1^{o}}\)
খ. \(m=4\) হলে \(h(x)\) এর লেখচিত্র অঙ্কন কর যখন \(0^{o}\le{x}\le{180^{o}}\)
গ. \(AB=5\)সে.মি. হলে চিত্রের গাড় অংশের ক্ষেত্রফল নির্ণয় কর।

৬। \(p=\sin{2\alpha}, q=\sin{2\beta}, r=\cos{2\alpha}, s=\cos{2\beta}, t=\sin{2\gamma}\)
ক. প্রমাণ কর যে, \(\sec{\left(\frac{3x}{2}\right)}=\frac{2\sqrt{2}}{\sqrt{4+\sqrt{8+8\cos{6x}}}}\)
খ. যদি \(p+q=c, r+s=d\) হয় তবে দেখাও যে, \(\cos{(2\alpha+2\beta)}=\frac{d^2-c^2}{d^2+c^2}\)
গ. যদি \(\alpha+\beta+\gamma=\pi\) হয় তবে দেখাও যে, \(p^2+q^2+t^2=2-2\cos{2\alpha}\cos{2\beta}\cos{2\gamma}\)

৭। দৃশ্যকল্প-১: \(f(x)=x+6\)
দৃশ্যকল্প-২: \(g(x)=x^2\)
ক. \((-3, 2)\) বিন্দুতে \(x^2-y^2=5\) বক্ররেখার স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
খ. \(\int{\frac{xdx}{f(x)\{g(x)+4\}}}\) মাণ নির্ণয় কর।
গ. \(g(x)\) বক্ররেখা এবং \(f(x)\) সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর।

৮। দৃশ্যকল্প-১: \(f(x)=\tan{px}\)
দৃশ্যকল্প-২: \(g(x)=\sec{px}\)
ক. \[\lim_{x \rightarrow \infty}5^x\sin{\left(\frac{m}{5^{x}}\right)}\] এর মাণ নির্ণয় কর।
খ. \(p=4\) হলে, মূল নিয়মে \(f(x)\) এর মাণ নির্ণয় কর।
গ. \(p=1\) এবং \(y=f(x)+g(x)\) হলে দেখাও যে, \((1-\sin{x})^2\frac{d^2y}{dx^2}-\cos{x}=0\)