শিক্ষা বোর্ড রাজশাহী-2018
উচ্চতর গণিত ( সৃজনশীল )
[ 2018 সালের সিলেবাস অনুযায়ী ]
প্রথম পত্র সৃজনশীল
বিষয় কোডঃ 265
সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট
পূর্ণমান-৫০
[ দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রতিটি বিভাগ হতে কমপক্ষে দুইটি করে প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ]
ক বিভাগ-বীজগণিত ও জ্যামিতি
১। \(M=\begin{bmatrix} \ 2 & 1 & 1 \\-1 & 2 & 0 \\ \ 3 & 0 & 1 \end{bmatrix}, \ X=\begin{bmatrix}x \\y \\z \end{bmatrix}\)
ক. \(f(x)=\frac{x^2-3}{x-\sqrt{3}}\) ফাংশনের রেঞ্জ নির্ণয় কর।
খ. \(M^{-1}\) নির্ণয় কর।
গ. \(M^{t}X=\begin{bmatrix}-1 \\ \ \ 0 \\ \ \ 2 \end{bmatrix}\) হলে নির্ণায়ক পদ্ধতিতে সমাধান কর।

২। \(3x+2y-6=0\) এবং \(2x+3y-8=0\) দুইটি সরলরেখার সমীকরণ।
ক. \(r\)-এর মাণ কত হলে \(\overrightarrow{A}=2\hat{i}-3\hat{j}+r\hat{k}\) এবং \(\overrightarrow{B}=-\hat{i}+2\hat{j}-3\hat{k}\) ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে।
খ. উদ্দীপকে বর্ণিত রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এবং উভয় অক্ষের ধনাত্মক দিক থেকে সমান অংশ ছেদ করে, এইরূপ রেখার সমীকরণ নির্ণয় কর।
গ. উদ্দীপকে বর্ণিত রেখাদ্বয়ের অন্তর্গত স্থুলকোণের সমদ্বিখন্ডক রেখা \(x\) অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় কর।

৩।
question

ক. \(AC\) জ্যা-এর সমীকরণ নির্ণয় কর।
খ. উদ্দীপকে বর্ণিত বৃত্তের সমীকরণ নির্ণয় কর।
গ. \(C\)বিন্দু হতে \(x^2+y^2-6x-8y+9=0\) বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।

৪। \(THESIS\) শব্দটিতে ছয়টি বর্ণ আছে।
ক. সম্পূরক সমাবেশ ব্যাখ্যা কর।
খ. উদ্দীপকে উল্লেখিত শব্দটির স্বরবর্ণগুলো একত্রে না রেখে কতভাবে সাজানো যায় বের কর।
গ. দেখাও যে, উদ্দীপকের শব্দটি হতে প্রতিবার \(4\) টি করে অক্ষর নিয়ে সমাবেশ সংখ্যা \(11\)

খ বিভাগ-ত্রিকোণমিতি ও ক্যালকুলাস
৫। দৃশ্যকল্প-১: \(f(\theta)=\frac{1+\cos^2{\theta}}{\cos{\theta}}\)
দৃশ্যকল্প-২: \(g(x)=\cos x\)
ক. \(\sin^2{\alpha}-\cos{\alpha}=0\) হলে প্রমাণ কর যে, \(\tan^4{\alpha}-\sec^2{\alpha}=0\)
খ. দৃশ্যকল্প-১: \(f(\theta)=\frac{5}{2}\) হলে দেখাও যে, \(\cos^n \theta+\sec^n \theta=2^n+2^{-n}\)
গ. \(-\frac{\pi}{2}\le x\le \frac{\pi}{2}\) ব্যবধিতে \(g(3x)\)-এর লেখচিত্র অঙ্কন কর।

৬। দৃশ্যকল্প-১: \(\triangle ABC\) এ \(\cos A+\cos B=\sin C\).
দৃশ্যকল্প-২: \(\sqrt{2}\cos A-\cos B=\cos^3 B\) এবং \(\sqrt{2}\sin A+\sin^3 B=\sin B\)
ক. প্রমাণ কর যে, \(\tan{70^{o}}=\tan{20^{o}}+2\tan{50^{o}}\)
খ. দৃশ্যকল্প-১: হতে দেখাও যে, ত্রিভুজটি সমকোণী।
গ. দৃশ্যকল্প-২: হতে প্রমাণ কর যে, \( cosec (A-B)=\pm 3\)

৭। \(g(x)=\sqrt{x}\) একটি বীজগণিতীয় ফাংশন।
ক. \(\theta\)-এর সাপেক্ষে \(\theta^{o}\sin \theta^{o}\)-এর অন্তরজ বের কর।
খ. \(\frac{2\ln{g(x)}}{\{g(x)\}^2}\) ফাংশনের সর্বোচ্চ মাণ বের কর।
গ. প্রমাণ কর যে, \(g(x)+g(y)=g(b)\) বক্ররেখার \((x_{1}, y_{1})\) বিন্দুতে অঙ্কিত স্পর্শক কতৃক অক্ষদ্বয় হতে কর্তিত অংশের যোগফল \(b\)

৮। \(f(x)=x^2 \) একটি কনিকের সমীকরণ।
ক. সমাকলন করঃ \(\int{\ln{x}dx}\)
খ. যোজক নির্ণয় করঃ \(\int \frac{dx}{f(x)\left(\sqrt{f(x)}+1\right)}\)
গ. দেখাও যে, \(f(x)\) এবং \(x-y=0\) রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল \(\frac{1}{6}\) বর্গ একক।