শিক্ষা বোর্ড বরিশাল-2019
উচ্চতর গণিত ( সৃজনশীল )
[ 2019 সালের সিলেবাস অনুযায়ী ]
প্রথম পত্র সৃজনশীল
বিষয় কোডঃ 265
সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট
পূর্ণমান-৫০
[ দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রতিটি বিভাগ হতে কমপক্ষে দুইটি করে প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ]
ক বিভাগ-বীজগণিত ও জ্যামিতি
১। \(x-y+z=2\)
\(2x+z=5\)
\(x+2y-3z=-4\)
ক. ম্যাট্রিক্স ও নির্ণায়কের দুইটি পার্থক্য লিখ।
খ. ক্রেমারের প্রক্রিয়ায় প্রদত্ত সমীকরণ জোট সমাধান কর।
গ. প্রদত্ত সমীকরণ জোটের চলকসমূহের সহগগুলি নিয়ে গঠিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় কর।

২।
question
\(P\) এবং \(Q\) বিন্দু দুইটি \(AB\) কে সমান তিনভাগে ভাগ করে।
ক. \(\overline{a}=2\hat{i}+3\hat{j}+\hat{k}\) এবং \(\overline{b}=\hat{i}+\hat{j}+\hat{k}\) ভেক্টরদ্বয় লম্ব কি-না যাচাই কর।
খ. \(OP\) ও \(OQ\) সরলরেখার সমীকরণসমূহ নির্ণয় কর।
গ. \(PQ\) সরলরেখার সমান্তরাল এবং \(2\frac{2}{5}\) একক দূরবর্তী সরলরেখার সমীকরণ নির্ণয় কর।

৩।
question
\(OA=3\) একক এবং \(OB=5\) একক।
ক. \('MARKET'\) শব্দটির সবগুলি বর্ণ একত্রে নিয়ে কতভাবে সাজানো যায় তা নির্ণয় কর।
খ. চিত্রে প্রদর্শিত বৃত্তটির সমিকরণ নির্ণয় কর।
গ. \(O\) যদি একটি ব্যাসের একটি প্রান্ত বিন্দু হয়, তবে ঐ ব্যাসের অপর প্রান্ত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।

৪। \(g(x)=e^{-x}+e^{x}\) এবং \(f(x)=\frac{5x-3}{2x+1}\)
ক. \(\sin{3x}\) এর পর্যায় নির্ণয় কর।
খ. প্রমাণ কর যে, \(g(2y)+g(2x)=g(x-y)g(x+y).\)
গ. যদি \(A=\mathbb{R}-\left\{-\frac{1}{2}\right\}, \ B=\mathbb{R}-\left\{\frac{1}{2}\right\}\) এবং \(f:A\rightarrow{B}\) তে সংজ্ঞায়িত হয়, তবে দেখাও যে, \(f(x)\) একটি এক-এক ফাংশন এবং \(f^{-1}\) নির্ণয় কর।

খ বিভাগ-ত্রিকোণমিতি ও ক্যালকুলাস
৫। দৃশ্যকল্প-১ঃ
question
দৃশ্যকল্প-২ঃ \(f(x)=\cot{x}\)
ক. \(\cos^2{A}=1-\cos^{4}{A}\) হলে, দেখাও যে,\(\cot^4{A}-\cot^2{A}=1.\)
খ. দৃশ্যকল্প-১ঃ এ প্রদর্শিত বৃত্তের পরিধি \(31.416\) সে.মি. হলে, বৃত্তটির ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় কর।
গ. দৃশ্যকল্প-২ঃ হতে \(f\left(\frac{\pi}{2}-x\right)=y\) এর লেখচিত্র আঁক, যখন \(-\frac{\pi}{2}\lt{x}\lt{\frac{\pi}{2}}\)

৬। \(X=\sin{\alpha}-\cos{\alpha}, \ Y=\cos{\beta}-\sin{\beta},\) যেখানে \(\alpha\ne{\beta}, \ P= cosec \ 20^{o}, \ Q=\sec{20^{o}}\)
ক. \(\theta=\cos^{-1}\frac{1}{3}\) হলে, \(\cos{3\theta}\) এর মান নির্ণয় কর।
খ. \(X=Y\) হলে, দেখাও যে, \(2(\alpha+\beta)=\pi.\)
গ. প্রমাণ কর যে, \(P+\sqrt{3}Q=4\tan{50^{o}}.\)

৭। দৃশ্যকল্প-১ঃ \(g(x)=e^{m\sin^{-1}{2x}}.\)
দৃশ্যকল্প-২ঃ \(f(x)=x^3-2x^2+x-10\)
ক. \[\lim_{x \rightarrow 0}(1+4x)^{\frac{3}{x}}\] এর মান নির্ণয় কর।
খ. দৃশ্যকল্প-১ঃ হতে প্রমাণ কর যে, \((1-4x^2)g^{\prime\prime}(x)-4xg^{\prime}(x)=4m^2g(x).\)
গ. দৃশ্যকল্প-২ঃ এর ফাংশনটির লঘুমান ও গুরুমান নির্ণয় কর।

৮। \(y=2x ......(i)\)
\(x^2+y^2=8x ......(ii)\)
\(f(x)=\cos^4{x}\)
ক. \(\int{\frac{\cos{x}}{\cos{x}+\sin{x}}dx}\) নির্ণয় কর।
খ. \(\int_{0}^{\pi}{xf(x)dx}\) এর মান নির্ণয় কর।
গ. \((i)\) নং ও \((ii)\) নং বক্ররেখাদ্বয়ের সাধারণ অংশের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর।