শিক্ষা বোর্ড সিলেট-2019
উচ্চতর গণিত ( সৃজনশীল )
[ 2019 সালের সিলেবাস অনুযায়ী ]
প্রথম পত্র সৃজনশীল
বিষয় কোডঃ 265
সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট
পূর্ণমান-৫০
[ দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রতিটি বিভাগ হতে কমপক্ষে দুইটি করে প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ]
ক বিভাগ-বীজগণিত ও জ্যামিতি
১। \(A=\begin{bmatrix}2 & \ \ \ 3 & -1 \\2 & \ \ \ 0 & \ \ \ 2 \\1 & -2 & \ \ \ 0 \end{bmatrix}\)
\(f(t)=t^2-3t+2\)
সমীকরণ জোটঃ
\(x+y+z=6\)
\(x-2y+2z=3\)
\(2x+y-z=1\)
ক. বিস্তার না করে প্রমাণ কর যে,
\(\left|\begin{array}{c}xy(x+y) & yz(y+z) & zx(z+x)\\ xy & yz & zx\\ 1 & 1 & 1\end{array}\right|=xyz\left|\begin{array}{c}x+y & y+z & z+x\\ 1 & 1 & 1\\ z & x & y\end{array}\right|\)
খ. \(f(A)\) নির্ণয় কর।
গ. সমীকরণজোটটি বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান কর।

২।
question

ক. \(A(1, 5, 2)\) এবং \(B(2, -3, 4)\) বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় কর।
খ. \(AB\) রেখাংশের সমত্রিখন্ডক বিন্দুদ্বয়ের সাথে মূলবিন্দুর সংযোজক রেখার সমীকরণ নির্ণয় কর।
গ. এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় কর, যার কেন্দ্র \(AB\) রেখার উপর এবং যা মূলবিন্দু ও \(x^2+y^2-4x-8y-5=0\) বৃত্তের কেন্দ্র দিয়ে যায়।

৩। \(NAMITA\) তার ক্লাসে জার্মান পদার্থবিদ \('EINSTEIN'\) এর থিওরি অব রিলেটিভিটি সম্পর্কে আলোচনা করে।
ক. \(^{2n+1}P_{n+1}:^{2n}P_{n+2}=5:2\) হলে, \(n\) এর মান নির্ণয় কর।
খ. উদ্দীপকের দ্বিতীয় নামটির স্বরবর্ণগুলিকে একত্রে না রেখে কত প্রকারে সাজানো যায়?
গ. উদ্দীপকের প্রথম নামটির বর্ণগুলি থেকে প্রতিবার \(4\) টি বর্ণ নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?

৪। দৃশ্যকল্প-১ঃ \(g(x)=\frac{x+2}{5x-1}, \ \left(x\ne{\frac{1}{5}}\right)\)
দৃশ্যকল্প-২ঃ \(f(x)\sqrt{-x^2-6x+16}\)
ক. \(P:\mathbb{R} \rightarrow \mathbb{R}, P(x)=x^2-2x+3 \) এবং \(Q:\mathbb{R} \rightarrow \mathbb{R}, Q(x)=2x-3 \) হলে, \(P_{O}Q(4)\) নির্ণয় কর।
খ. দৃশ্যকল্প-১ এর ক্ষেত্রে, এক-এক ও সার্বিক ফাংশন যাচাইপূর্বক \(g^{-1}(x)\) নির্ণয় কর।
গ. দৃশ্যকল্প-২ এ \(y=f(x)\) বক্ররেখাটির প্রকৃতি নির্ণয়পূর্বক তার স্কেচ অঙ্কন কর।

খ বিভাগ-ত্রিকোণমিতি ও ক্যালকুলাস
৫। দৃশ্যকল্প-১ঃ
question
দৃশ্যকল্প-২ঃ \(f(x)=\cos{x}\)
ক. দেখাও যে, \(\tan{65^{o}}=\tan{25^{o}}+2\tan{40^{o}}\)
খ. দৃশ্যকল্প-১ এ বৃত্তের ক্ষেত্রফল \(49\pi\) হলে, ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় কর।
গ. দৃশ্যকল্প-২ ব্যবহার করে \(0\le{x}\le{\pi}\) ব্যবধিতে \(f(2x)\) এর লেখচিত্র অঙ্কন কর।

৬। \(K=\cos{P}+\cos{R}.\)
ক. প্রমাণ কর যে, \(\frac{\sqrt{3}}{\sin{20^{o}}}-\frac{1}{\cos{20^{o}}}=4\)
খ. \(P+Q+R=\pi\) হলে, দেখাও যে, \(K-1+\cos{Q}=4\sin{\frac{P}{2}}\sin{\frac{Q}{2}}\sin{\frac{R}{2}}\)
গ. \(K=\sin{Q}\) হলে, দেখাও যে, \(PQR\) ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ।

৭। \(f(x)=\cos^{-1}{2x}.\)
ক. \(e^{\sin{\{f(x)\}}}\) এর অন্তরজ নির্ণয় কর।
খ. \(\ln{y}=f(x)\) হলে, প্রমাণ কর যে, \((1-4x^2)y_{2}-4xy_{1}-4y=0\)
গ. \(\int{xf(x)dx}\) নির্ণয় কর।

৮। \(g(x)=\sin{x}, \ f(x, y)=x^2+y^2-16\)
ক. \[\lim_{x \rightarrow 0}\frac{e^{g(x)}-1}{g(x)}\] নির্ণয় কর।
খ. \(\int_{0}^{\frac{\pi}{2}}{\{g(x)\}^5\left\{\sqrt{1-\{g(x)\}^2}\right\}^4dx}\) এর মান নির্ণয় কর।
গ. \(f(x, y)=0\) বক্ররেখা এবং \(x=2\) সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর।