শিক্ষা বোর্ড যশোর-2019
উচ্চতর গণিত ( সৃজনশীল )
[ 2019 সালের সিলেবাস অনুযায়ী ]
প্রথম পত্র সৃজনশীল
বিষয় কোডঃ 265
সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট
পূর্ণমান-৫০
[ দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রতিটি বিভাগ হতে কমপক্ষে দুইটি করে প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ]
ক বিভাগ-বীজগণিত ও জ্যামিতি
১। \(A=\begin{bmatrix}3+x & 4 & 2 \\4 & 2+x & 3 \\2 & 3 & 4+x \end{bmatrix}\)
ক. \(B+2I=\begin{bmatrix}4 & 3 \\ 2 & 5 \end{bmatrix}\) হলে, \(B\) নির্ণয় কর।
খ. \(|A|=0\) হলে সমাধান সেট নির্ণয় কর।
গ. \(x=-1\) হলে, \(A^{-1}\) নির্ণয় কর।

২। \((i)\) একটি স্থানে ১টি হলুদ, ২টি সবুজ ও ৩টি লাল পতাকা বিদ্যমান।
\((ii)\) \(f:\mathbb{R}-\left\{\frac{3}{2}\right\}\rightarrow \mathbb{R}\) ফাংশনটি \(f(x)=\frac{x-1}{3x-2}\)
ক. \(p(x)=2x+1, \ g(x)=4\) হলে, \(gop\) নির্ণয় কর।
খ. \(f\) দ্বারা বর্ণিত ফাংশনটি এক-এক এবং সার্বিক কি না নির্ণয় কর।
গ. একটি সংকেত প্রদানের জন্য সারিতে চারটি পতাকা প্রয়োজন হলে, পতাকাগুলি সারিতে ব্যবহার করে কতটি সংকেত প্রদান করা যাবে তা নির্ণয় কর।

৩।
question

ক. \((-1, \sqrt{3})\) বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় কর।
খ. \(AB\) রেখার সমত্রিখন্ডক বিন্দুদ্বয়ের সাথে মূলবিন্দু যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় কর।
গ. দুইটি সরলরেখা \((-1, 2)\) বিন্দুগামী এবং \(AB\) সরলরেখার সাথে \(45^{o}\) কোণ উৎপন্ন করে। রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় কর।

৪। \(x^2+y^2-2x-4y-4=0 ...............(i)\)
\(3x-4y-1=0 .............(ii)\)
ক. \(\hat{i}-2\hat{j}-2\hat{k}\) ভেক্টরটি \(y\) অক্ষের সাথে যে কোণ করে তা নির্ণয় কর।
খ. এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা \((i)\) এ বর্ণিত বৃত্তটির কেন্দ্র ও \((3, 2)\) বিন্দু দিয়ে যায় এবং \(x\) অক্ষকে স্পর্শ করে।
গ. \((i)\) নং বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় কর যা \((ii)\) নং রেখার উপর লম্ব।

খ বিভাগ-ত্রিকোণমিতি ও ক্যালকুলাস
৫। দৃশ্যকল্প-১ঃ \(A\) কলেজ থেকে একজন সাইকেল আরোহী প্রতি মিনিটে \(250\) মিটার বেগে \(B\) কলেজে পৌঁছাল। কলেজ দুইটি পৃথিবীর কেন্দ্রে \(1^{o}5^{\prime}\) কোণ উৎপন্ন করে।
দৃশ্যকল্প-২ঃ \(f(x)=\sin{\frac{x}{4}}\)
ক. \(\tan{\theta}=\frac{5}{12}, \ \pi\lt{\theta}\lt{\frac{3\pi}{2}}\) হলে, \(\sin{(-\theta)}+\cos{\theta}\) এর মান নির্ণয় কর।
খ. পৃথিবীর ব্যাসার্ধ \(6440\) কিমি হলে সাইকেল আরোহীর \(A\) কলেজ থেকে \(B\) কলেজে যেতে কত ঘন্টা সময় লাগবে তা নির্ণয় কর।
গ. \(y=f(8x), \ -\pi\le{x}\le{\pi}\) এর লেখচিত্র অঙ্কন কর।

৬। দৃশ্যকল্প-১ঃ \(\triangle{ABC}\) এর \(A=75^{o}, \ B-C=15^{o}\)
দৃশ্যকল্প-২ঃ
question

ক. \(\cos{30^{o}32^{\prime}}\cos{29^{o}28^{\prime}}-\sin{149^{o}28^{\prime}}\sin{29^{o}28^{\prime}}\) এর মান নির্ণয় কর।
খ. দৃশ্যকল্প-১ অনুযায়ী দেখাও যে, \(\cos{\frac{C}{6}}=\frac{1}{2}\sqrt{2+\sqrt{2+\sqrt{3}}}\)
গ. দৃশ্যকল্প-২ অনুযায়ী ত্রিভুজটির সমাধান কর।

৭। \(f(x)=x^3-6x^2+9x+5 .............(i)\)
\(t=\tan^{-1}\frac{4\sqrt{x}}{1-4x}+x^{\sin^{-1}x} .............(ii)\)
ক. \[\lim_{x \rightarrow 0}\frac{\sqrt{1+7x}-\sqrt{1-5x}}{x}\] এর মান নির্ণয় কর।
খ. \(\frac{dt}{dx}\) নির্ণয় কর।
গ. যে সকল ব্যবধিতে \((i)\) এ বর্ণিত ফাংশনটির মান বৃদ্ধি বা হ্রাস পায় তা নির্ণয় কর।

৮। \(x^2+y^2=36 .............(i)\)
\(f(y)=y-1, \ g(y)=y^2+4 .............(ii)\)
ক. \(\int{\frac{1}{1+\cos{4x}}dx}\) নির্ণয় কর।
খ. \((i)\) এ বর্ণিত বৃত্তের \(x\) অক্ষের উপরের অংশের ক্ষেত্রফল সমাকলন পদ্ধতিতে নির্ণয় কর।
গ. \(\int{\frac{f(y)+1}{f(y)g(y)}dy}\) নির্ণয় কর।