শিক্ষা বোর্ড কুমিল্লা-2019
উচ্চতর গণিত ( সৃজনশীল )
[ 2019 সালের সিলেবাস অনুযায়ী ]
প্রথম পত্র সৃজনশীল
বিষয় কোডঃ 265
সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট
পূর্ণমান-৫০
[ দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রতিটি বিভাগ হতে কমপক্ষে দুইটি করে প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ]
ক বিভাগ-বীজগণিত ও জ্যামিতি
১। দৃশ্যকল্প-১ঃ \(A=\begin{bmatrix}1 & 2 & -1 \\3 & 8 & \ \ \ 2 \\4 & 9 & -1 \end{bmatrix}, \ X=\begin{bmatrix}x \\y \\z \end{bmatrix}, \ B=\begin{bmatrix}-1 \\ \ \ \ 28 \\14 \end{bmatrix}\)
দৃশ্যকল্প-২ঃ \(P=\begin{bmatrix}3 & -1 \\2 & -2\end{bmatrix}, \ Q=\begin{bmatrix}2 & -1 \\2 & -3\end{bmatrix}\)
ক. \(P-Q\) ম্যাট্রিক্সটির মান কি?
খ. \(AX=B\) সমীকরণ জোট ক্রেমারের নিয়মে সমাধান কর।
গ. বিপরীতকরণযোগ্যতা যাচাই পূর্বক \(A^{-1}\) নির্ণয় কর।

২। দৃশ্যকল্প-১ঃ
question
দৃশ্যকল্প-২ঃ \(RST\) ত্রিভুজে \(\overrightarrow{RS}=-2\hat{i}-5\hat{k}\)
\(\overrightarrow{RT}=\hat{i}-2\hat{j}-\hat{k}\)
ক. \(\angle{RST}\) এর মান নির্ণয় কর।
খ. \(AB\) ও \(AC\) এর অন্তর্ভুক্তকোণের সমদ্বিখন্ডক রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় কর।
গ. \((5, 4)\) বিন্দু হতে \(\triangle{ABC}\) এর পরিবৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় কর।

৩। \(x^2+y^2-8x-6y+16=0 .............(i)\)
\(x^2+y^2=4 .............(ii)\)
ক. \(x^2+y^2-3x=0\) বৃত্তটিকে পোলার সমীকরণে প্রকাশ কর।
খ. উদ্দীপকের বৃত্তদ্বয়ের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
গ. উদ্দীপকের বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল নির্ণয় কর।

৪। \(Practice \ sharpnes \ knowledge\)
ক. একটি পঞ্চভুজের কর্ণের সংখ্যা নির্ণয় কর।
খ. উদ্দীপকের শেষ শব্দটির বর্ণগুলির সাজানো ব্যবস্থায় কতগুলিতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে না।
গ. উদ্দীপকের প্রথম শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে \(4\)টি বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায়?

খ বিভাগ-ত্রিকোণমিতি ও ক্যালকুলাস
৫। দৃশ্যকল্প-১ঃ \(2P=\tan{\frac{x+y}{2}}+\tan{\frac{x-y}{2}}\)
দৃশ্যকল্প-২ঃ \(\sin{x}=a-\sin{y}, \ \cos{x}=b-\cos{y}\)
ক. দেখাও যে, \(P=\frac{\sin{x}}{\cos{x}+\cos{y}}\)
খ. \(y=90^{o}\) হলে \(P\) এর লেখচিত্র অঙ্কন কর।
গ. দৃশ্যকল্প-২ থেকে প্রমাণ কর যে, \(\sin{\frac{1}{2}(x-y)}=\pm\frac{1}{2}\sqrt{4-a^2-b^2}\)

৬। দৃশ্যকল্প-১ঃ
question
দৃশ্যকল্প-২ঃ \(\triangle{PQR}\) এ \(p=2q\) এবং \(P=3Q\)
ক. পৃথিবীর ব্যাসার্ধ \(6371\) কি.মি.। ঢাকা ও দিল্লী পৃথিবীর পৃষ্টে দুটি স্থান। ঢাকা ও দিল্লীর মধ্যবর্তী দূরত্ব \(1882\) কি.মি. হলে, স্থান দুটি পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রী কোণ উৎপন্ন করবে?
খ. \(\angle{A}\) এর সাহায্যে \(\triangle{ABC}\) এর ক্ষেত্রফল নির্ণয় কর।
গ. দৃশ্যকল্প-২ হতে \(R\) কোণের মান নির্ণয় কর।

৭। দৃশ্যকল্প-১ঃ \(f(x)=a^2e^{mx}+b^2e^{-mx}, \ a, \ b, \ m\gt{0}\)
দৃশ্যকল্প-২ঃ \(x^2+y^2-10x-8y+16=0\)
ক. \(y=x^{\frac{1}{x}}\) হলে, \(\frac{dy}{dx}=?\)
খ. \(f(x)\) এর চরম মান নির্ণয় কর।
গ. দৃশ্যকল্প-২ এর বক্ররেখাটির \((10, 4)\) বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় কর।

৮। দৃশ্যকল্প-১ঃ \(f(x)=x+1, \ g(x)=x-1, \ h(x)=x^2+9\)
দৃশ্যকল্প-২ঃ \(y=\cos{x}\)
ক. \(\int_{1}^{2}{x^3e^{x^4}dx}\) এর মান নির্ণয় কর।
খ. \(\int{\left\{\frac{f(x)}{g(x)h(x)}+\sqrt[3]{x}\right\}dx}\) নির্ণয় কর।
গ. দৃশ্যকল্প-২ এ উল্লেখিত ফাংশনটির দ্বারা \(x\) অক্ষের সাথে আবদ্ধ একটি চাপের ক্ষেত্রফল নির্ণয় কর।