শিক্ষা বোর্ড সিলেট-2019
উচ্চতর গণিত ( সৃজনশীল )
[ 2019 সালের সিলেবাস অনুযায়ী ]
দ্বিতীয় পত্র সৃজনশীল
বিষয় কোডঃ 266
সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট
পূর্ণমান-৫০
[ দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রতিটি বিভাগ হতে কমপক্ষে দুইটি করে প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ]
ক বিভাগ-বীজগণিত ও ত্রিকোণমিতি
১। \(f(x)=x-2\)
ক. \(-1\le{f(x)}\le{11}\) অসমতাটি পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ কর।
খ. \(\frac{f(x)}{f(x+2)}\gt\frac{f(x+3)}{f(x+4)}\) সমতার সমাধান সেট সংখ্যারেখায় দেখাও।
গ. \(z=p+iq\) হলে, \(|f(z+6)|+|f(z-2)|=10\) দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ নির্ণয় কর।

২। দৃশ্যকল্প-১ঃ \(z=3x+4y\)
শর্তসমূহঃ \(x+y\le{450}, \ 2x+y\le{600}, \ y\le{400}, \ x, y\ge{0}\)
দৃশ্যকল্প-২ঃ \(y^2+y+1=0\)
ক. \(5i\) এর বর্গমূল নির্ণয় কর।
খ. দৃশ্যকল্প-১ হতে লেখচিত্রের সাহায্যে \(z\) এর সর্বোচ্চ মান নির্ণয় কর।
গ. দৃশ্যকল্প-২ এর সমীকরণটির মূলদ্বয় \(p, \ q\) হলে, দেখাও যে,
\(p^{m}+q^{n}=\begin{cases} \ \ 2, \ \text{যখন} \ m \ \text{এর মান } \ 3 \ \text{দ্বারা বিভাজ্য।} \\-1, \ \text{যখন} \ m \ \text{অপর কোনো পূর্ণ সংখ্যা।} \end{cases}\)

৩। \(\phi(x)=lx^2+mx+n.\)
ক. \(x^3+x^2+4x+4=0\) সমীকরণের একটি মূল \(2i\) হলে, সমীকরণটি সমাধান কর।
খ. \(\phi(x)=0\) সমীকরণের মূলদ্বয় \(a, \ b\) হলে, \(nl(x^2+1)+(2nl-m^2)x=0\) সমীকরণের মূলদ্বয়কে \(a, \ b\) এর মাধ্যমে প্রকাশ কর।
গ. \(l=42, \ m=-13, \ n=1\) হলে, \(\{phi(x)\}^{-1}\) এর বিস্তৃতিতে \(x^{99}\) এর সহগ নির্ণয় কর।

৪। \(f(x)=\tan{x}\)
ক. দেখাও যে, \(\tan^{-1}\frac{5}{3}=\frac{\pi}{2}-\cos^{-1}\frac{5}{\sqrt{34}}.\)
খ. প্রম্মাণ কর যে, \(\tan^{-1}\{(2+\sqrt{3})f(x)\}+\tan^{-1}\{(2-\sqrt{3})f(x)\}=\tan^{-1}\{2f(2x)\}.\)
গ. সমাধান করঃ \(f\left(\frac{\pi}{2}-2x\right)=\cos{x}+\sin{x}\)

খ বিভাগ-জ্যামিতি ও বলবিদ্যা
৫।
question

ক. \(\frac{x^2}{9}-\frac{y^2}{25}+1=0\) কণিকের অক্ষদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় কর।
খ. \(O\) কে উপকেন্দ্র এবং \(AB\) কে শীর্ষবিন্দুতে স্পর্শক ধরে অঙ্কিত পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ নির্ণয় কর।
গ. \(O\) কে কেন্দ্র এবং \(AB\) কে নিয়ামক ধরে অঙ্কিত উপবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় কর যার উৎকেন্দ্রিকতা \(\frac{1}{\sqrt{2}}\)

৬। দৃশ্যকল্প-১ঃ
question
\(O\) হলো বৃত্তটির কেন্দ্র।
ক. \(S\) মানের দুইটি সমান বল পরস্পর \(120^{o}\) কোণে ক্রিয়ারত হলে, এদের লব্ধির মান নির্ণয় কর।
খ. \(X, \ Y, \ Z\) বলত্রয় সাম্যাবস্থায় থাকলে দেখাও যে, \(X:Y:Z=a\cos{A}:b\cos{B}:c\cos{C}.\)
গ. যদি \(X, \ Y, \ Z\) মানের বলত্রয় যথাক্রমে \(A, \ B, \ C\) বিন্দুতে সদৃশ সমান্তরালভাবে ক্রিয়া করে, তবে এদের লব্ধি \(O\) বিন্দুগামী হয়। দেখাও যে, \(X \ cosec \ 2A=Y \ cosec \ 2B=Z \ cosec \ 2C.\)

৭। দৃশ্যকল্প-১ঃ আনুভূমিকের সাথে \(\alpha\) কোণে নিক্ষিপ্ত একটি বস্তু নিক্ষেপণ বিন্দু হতে যথাক্রমে \(q\) ও \(p\) দূরত্বে অবস্থিত \(p\) ও \(q\) উচ্চতাবিশিষ্ট দুইটি দেয়াল কোনো রকমে অতিক্রম করে।
দৃশ্যকল্প-২ঃ
question

ক. দেখাও যে, সমমানের দুইটি একবিন্দুগামী বেগের লব্ধি এদের অন্তর্গত কোণকে সমান দুইভাগে বিভক্ত করে।
খ. দৃশ্যকল্প-১ এ বর্ণিত বস্তুটির আনুভূমিক পাল্লা \(R\) হলে, দেখাও যে, \(R(p+q)=p^2+pq+q^2.\)
গ. একখানা রেলগাড়ি \(A\) স্টেশন হতে ছেড়ে \(D\) স্টেশনে গিয়ে থামে। গাড়িখানা \(AB\) অংশ সমত্বরণে, \(CD\) অংশ সমমন্দনে এবং \(BC\) অংশ সমবেগে চলে। প্রমাণ কর যে, উহার গড়বেগ ও সর্বোচ্চ বেগের অনুপাত \(1:\left(1+\frac{1}{m}+\frac{1}{n}\right).\)

৮। \(20\) ওভারের একটি ইনিংসে একটি দলের অভারপ্রতি অর্জিত রান সংখ্যা নিম্নরূপঃ
\(5, \ 3, \ 9, \ 2, \ 1, \ 7, \ 8, \ 5, 11, \ 13, \ 4, \ 7, \ 8, \ 6, \ 13, \ 11, \ 1, \ 7, \ 9, \ 10\)
ক. একটি বাক্সে \(5\) টি নীল ও \(10\) টি কালো মার্বেল আছে। একজন বালক যেমন খুশি টানলে প্রতিবারে দুইটি একই রঙের মার্বেল পাওয়ার সম্ভাব্যতা কত?
খ. উদ্দীপকের সংখ্যাগুলোর গাণিতিক গড় হতে প্রাপ্ত গড় ব্যবধান নির্ণয় কর।
গ. উদ্দীপকের সংখ্যাগুলো হতে দৈবভাবে একটি সংখ্যা বাছাই করলে সংখ্যাটি মৌলিক অথবা \(3\) এর গুণিতক হওয়ার সম্ভাব্যতা নির্ণয় কর।