শিক্ষা বোর্ড ঢাকা-2021
উচ্চতর গণিত ( সৃজনশীল )
[ 2021 সালের সিলেবাস অনুযায়ী ]
দ্বিতীয় পত্র সৃজনশীল
বিষয় কোডঃ 266
সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট
পূর্ণমান-৫০
[ দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রতিটি বিভাগ হতে কমপক্ষে দুইটি করে প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ]
ক বিভাগ-বীজগণিত ও ত্রিকোণমিতি
১। \(\blacktriangleright\) \(f(x)=x^2+2px+q, \ g(x)=x^2+mx+l\)
ক. \(m\) এর মান কত হলে \((m^2-3)x^2+3mx+3m+1=0\) সমীকরণের মূল দুইটি পরস্পর গৌণিক বিপরীতক হবে?
খ. \(f(x)=0\) সমীকরণের মূলদ্বয় \(\alpha\) এবং \(\beta\) হলে, \(q(x+1)^2=4p^2x\) সমীকরণের মূল দুইটি \(\alpha\) এবং \(\beta\) এর মাধ্যমে প্রকাশ কর।
গ. \(f(x)=0\) সমীকরণে \(p=\frac{l}{2}\) এবং \(q=m\) আবার, \(f(x)=0\) ও \(g(x)=0\) সমীকরণদ্বয়ের একটি সাধারণ মূল বিদ্যমান হলে দেখাও যে, \(2x^2+(l+m-2)x=(l+m-2)^2\) সমীকরণের মূলদ্বয় \(3\) এবং \(-\frac{3}{2}\)

২। \(\blacktriangleright\) \(\phi(x)=ax^3+bx^2+cx+d, \ \psi(x)=x^2-mx+l\)
ক. \(a\) এর মান কত হলে, \((a-1)x^2-(a+2)x+4=0\) সমীকরণের মূলগুলো বাস্তব ও সমান হবে?
খ. \(\phi(x)=0\) সমীকরণে \(a=4, \ b=-2, \ c=0\) এবং \(d=3\) হলে এবং মূলগুলো \(\alpha, \ \beta, \ \gamma\) হলে, \(\sum{\alpha^2\beta}\) এর মান নির্ণয় কর।
গ. \(\phi(x)=0\) সমীকরণে \(a=0, \ b=1, \ c=-l\) এবং \(d=m\) হলে, \(\phi(x)=0\) এবং \(\psi(x)=0\) সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুবক রাশি হলে প্রমাণ কর যে, \(l+m+4=0\)

৩। \(\blacktriangleright\) \(g(x)=\cos{x}, \ h(x)=\sin{x}\)
ক. \(\cos{2\theta}+\sin{\theta}=1\) এর সাধারণ সমাধান বের কর।
খ. উদ্দীপকের আলোকে \(\sqrt{3}g(\theta)+g\left(\frac{\pi}{2}-\theta\right)=1\) সমীকরণটি সমাধান কর যখন, \(0\lt{\theta}\lt{2\pi}\)
গ. \(g\{\pi h(\theta)\}=h\{\pi g(\theta)\}\) হলে দেখাও যে, \(\theta=\pm\frac{\pi}{4}+\tan^{-1}{\sqrt{7}}\)

৪। \(\blacktriangleright\) \(f(x)=\cos{x}, \ h(x)=\tan^{-1}{x}\)
ক. \(\cot^{-1}{(\tan{2\phi})}+\cot^{-1}{(-\tan{3\phi})}=\phi\) এর মান নির্ণয় কর।
খ. উদ্দীপকের আলকে সমাধান করঃ \((2+\sqrt{3})f(2\theta)=1-f\left(\frac{\pi}{2}-2\theta\right)\)
গ. প্রমাণ কর যে, \(2h\left(\frac{\sqrt{a-b}}{\sqrt{a+b}}\tan{\frac{\theta}{2}}\right)=\cos^{-1}{\frac{b+af(\theta)}{a+bf(\theta)}}\)

খ বিভাগ-জ্যামিতি ও বলবিদ্যা
৫। \(\blacktriangleright\) দৃশ্যকল্প-১ঃ পরাবৃত্তের উপকেন্দ্র \((1, -2)\) এবং \(2x-y+4=0\) রেখাটি শীর্ষবিন্দুতে স্পর্শক।
দৃশ্যকল্প-২ঃ উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় \(S^{\prime}(-2, 0)\) এবং \(S(2, 0)\)
ক. \(\frac{x^2}{9}-\frac{y^2}{16}=1\) অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় কর।
খ. দৃশ্যকল্প-১ এর আলোকে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় কর।
গ. দৃশ্যকল্প-২ এর উপরস্থ কোনো বিন্দু \((4, 0)\) হলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় কর।

৬। \(\blacktriangleright\) দৃশ্যকল্প-১ঃ \(x=ay^2+by+c\)
দৃশ্যকল্প-২ঃ অধিবৃত্তের উপকেন্দ্রদ্বয় \(S^{\prime}(-6, 0)\) এবং \(S(6, 0)\)
ক. \(\frac{x^2}{p}+\frac{y^2}{25}=1\) উপবৃত্তটি \((6, 4)\) বিন্দুগামী হলে উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বের কর।
খ. দৃশ্যকল্প-১ হতে পরাবৃত্তের শীর্ষ \((1, 2)\) এবং পরাবৃত্তটি \((3, -2)\) বিন্দুগামী হলে \(a, \ b, \ c\) এর মান নির্ণয় কর।
গ. দৃশ্যকল্প-২ এর আলোকে অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য \(10\) একক হলে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় কর।

৭। \(\blacktriangleright\)
question

ক. \(2\alpha\) কোণে ক্রিয়ারত দুইটি সমান বলের লব্ধি, \(2\theta\) কোণে ক্রিয়ারত বলদ্বয়ের লব্ধির দ্বিগুণ হলে প্রমাণ কর যে, \(\cos{\alpha}=2\cos{\theta}\)
খ. দৃশ্যকল্প-১ এর আলোকে প্রমাণ কর যে, \(T\tan{\theta}=S\tan{\frac{\alpha}{2}}\)
গ. দৃশ্যকল্প-২ এর আলোকে বলদ্বয়ের লব্ধি \(C\) বিন্দুতে এবং বলদ্বয় পরস্পর স্থান বিনিময় করলে লব্ধি \(D\) বিন্দুতে ক্রিয়াশীল হলে প্রমাণ কর যে, \(P:Q=2:1\)

৮। \(\blacktriangleright\)
question

ক. বলের লম্বাংশের সংজ্ঞা দাও।
খ. দৃশ্যকল্প-১ এর আলোকে \(O, \ ABC\) ত্রিভুজের অন্তঃকেন্দ্র এবং বলত্রয় সাম্যাবস্থায় থাকলে দেখাও যে, \(P_{1}^2:P_{2}^2:P_{3}^2=(1+\cos{A}):(1+\cos{B}):(1+\cos{C})\)
গ. দৃশ্যকল্প-২ এর আলোকে বলদ্বয়ের প্রত্যেকের সাথে সমপরিমাণ কত বল যোগ করলে নতুন লব্ধি পূর্বের লব্ধি থেকে \(8 cm\) দূরে সরে যাবে?