শিক্ষা বোর্ড সিলেট-2023
উচ্চতর গণিত ( সৃজনশীল )
[ 2023 সালের সিলেবাস অনুযায়ী ]
দ্বিতীয় পত্র সৃজনশীল
বিষয় কোডঃ 266
সময়-২ ঘণ্টা ৩৫ মিনিট
পূর্ণমান-৫০
[ দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রতিটি বিভাগ হতে কমপক্ষে দুইটি করে প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ]
ক বিভাগ-বীজগণিত ও ত্রিকোণমিতি
১। \(\blacktriangleright\) \(z=x+iy\) জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা \(\overline{z}\)।
ক. \(\sqrt[4]{-49}\) এর মান নির্ণয় কর।
খ. \(x=2\) এবং \(y=2\) হলে, \(z\) এর বর্গমূল নির্ণয় কর।
গ. \(|z+4|-|\overline{z}-4|=10\) দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ নির্ণয় কর।

২। \(\blacktriangleright\) দৃশ্যকল্প-১ঃ \(3x^2-4x+1=0\) সমীকরণের মূলদ্বয় \(a\) ও \(b\)
দৃশ্যকল্প-২ঃ \(x^2-qx+r=0\) সমীকরণের মূল দুইটি \(\alpha\) ও \(\beta\)
ক. \(9x^2-(k+2)x+4\) রাশিটি পূর্ণবর্গ হলে, \(k\) এর মান নির্ণয় কর।
খ. দৃশ্যকল্প-১ হতে \(a+\frac{1}{b}\) ও \(b+\frac{1}{a}\) মূলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় কর।
গ. দৃশ্যকল্প-২ এর \(\alpha\) ও \(\beta\) ব্যবহার করে \(r(x^2+1)-(q^2-2r)x=0\) সমীকরণের মূলদ্বয়কে \(\alpha\) ও \(\beta\) এর মাধ্যমে প্রকাশ কর।

৩। \(\blacktriangleright\) দৃশ্যকল্প-১ঃ \(5x^3-4x^2+1=0\) সমীকরণের মূলগুলো \(\alpha, \ \beta\) ও \(\gamma\)
দৃশ্যকল্প-২ঃ\(x^3-1=0\) সমীকরণের জটিল মূলদ্বয় \(a\) ও \(b\)
ক. দেখাও যে, \(\sec^2{\left(\cot^{-1}{\frac{1}{2}}\right)}+cosec^2{\left(\tan^{-1}{\frac{1}{3}}\right)}=15.\)
খ. দৃশ্যকল্প-১ হতে \(\sum{\alpha^2\beta}\) এর মান নির্ণয় কর।
গ. দৃশ্যকল্প-২ হতে প্রমাণ কর যে, \(a^n+b^n=2\) অথবা \(-1\) যখন \(n\) এর মান যথাক্রমে \(3\) দ্বারা বিভাজ্য অথবা অন্য কোনো পূর্ণ সংখ্যা।

৪। \(\blacktriangleright\) \(A=\sin^{-1}{\frac{2}{3}}, \ B=\cos^{-1}{\frac{3}{4}}, \ C=\tan^{-1}{\frac{1}{\sqrt{5}}}\) এবং \(f(x)=\sin{x}\)
ক. প্রমাণ কর যে, \(\cos^{-1}{x}=2\cos^{-1}{\frac{\sqrt{1+x}}{2}}\)
খ. প্রমাণ কর যে, \(A-\frac{1}{2}B+C=\tan^{-1}{\left(\frac{\sqrt{35}-1}{\sqrt{7}+\sqrt{5}}\right)}\)
গ. উদ্দীপকের আলোকে \(f(x)+f(2x)+f(3x)=0\) সমীকরণের সমাধান কর, যখন \(0\le{x}\le{\pi}\)

খ বিভাগ-জ্যামিতি ও বলবিদ্যা
৫। \(\blacktriangleright\)
question
চিত্রের পরাবৃত্তটির উপকেন্দ্র \(S,\) শীর্ষ \(A\) এবং \(MZ\) নিয়ামকরেখা।
ক. \(3x^2-4y+6x-5=0\) পরাবৃত্তের নিয়ামকরেখা সমীকরণ নির্ণয় কর।
খ. উদ্দীপকে উল্লেখিত \(A\) ও \(S\) বিন্দুর স্থানাংক যথাক্রমে \(A(2, 3)\) ও \(S(2, 7)\) হলে, পরবৃত্তটির সমীকরণ নির্ণয় কর।
গ. \(A\) বিন্দুর স্থানাংক \((-1, 3)\) এবং \(MZ\) রেখার সমীকরণ \(2x-3y+2=0\) হলে, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় কর।

৬। \(\blacktriangleright\) দৃশ্যকল্প-১ঃ
question
দৃশ্যকল্প-২ঃ\(4x^2-9y^2-16x+54y-101=0\)
ক. \(3x^2+2y^2=1\) উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য নির্ণয় কর।
খ. দৃশ্যকল্প-১ এর উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা \(\frac{1}{3}\) হলে, এর সমীকরণ নির্ণয় কর।
গ. দৃশ্যকল্প-২ এর কণিকটির উপকেন্দ্রের স্থানাংক নির্ণয় কর।

৭। \(\blacktriangleright\)
question
চিত্রে \(O\) ত্রিভুজটির পরিকেন্দ্র
ক. দুইটি সমান বলের লব্ধির বর্গ বল দুইটির গুণফলের তিনগুণের সমান হলে, বল দুইটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় কর।
খ. দৃশ্যকল্প-১ এ \(P, \ Q, \ R\) বল তিনটি সাম্যাবস্থায় থাকলে প্রমাণ কর যে, \(\frac{P}{a^2(b^2+c^2-a^2)}=\frac{Q}{b^2(a^2+c^2-b^2)}=\frac{R}{c^2(a^2+b^2-c^2)}\)
গ. দৃশ্যকল্প-১ এ \(P\) ও \(Q\) বল দুইটিকে \(S\) পরিমাণে বৃদ্ধি করলে যদি লব্ধি \(C\) বিন্দু হতে \(D\) বিন্দুতে স্থানান্তরিত হয়, তবে দেখাও যে, \(CD=\frac{S}{P-Q}AB.\)

৮। \(\blacktriangleright\)
question

ক. \(u\) বেগে এবং আনুভূমিকের সাথে \(\alpha\) কোণে প্রক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে প্রমাণ কর যে, সর্বাধিক উচ্চতা \(H=\frac{u^2\sin^2{\alpha}}{2g}.\)
খ. দৃশ্যকল্প-১ এ সাঁতারুর \(AB\) দূরত্ব অতিক্রম করতে \(t\) সেকেন্ড এবং \(AC\) দূরত্ব অতিক্রম করতে \(t^{\prime}\) সেকেন্ড লাগলে দেখাও যে, \(t:t^{\prime}=\sqrt{u+v}:\sqrt{u-v}\)
গ. দৃশ্যকল্প-২ হতে প্রক্ষিপ্ত বস্তুর আনুভূমিক পাল্লা নির্ণয় কর।