শিক্ষা বোর্ড চট্টগ্রাম - 2017
উচ্চতর গণিত ( বহুনির্বাচনি )
[2017 সালের সিলেবাস অনুযায়ী ]
প্রথম পত্র বহুনির্বাচনি
বিষয় কোডঃ 265
সময়-২৫ মিনিট
পূর্ণমান-২৫
[ দ্রষ্টব্যঃ সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমুহ হতে সিঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়ন্ট কলম দ্বারা সম্পুর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মাণ ১। প্রশ্নপত্রে কোন প্রকার দাগ/ চিহ্ন দেওয়া যাবে না। ]
১। \((3, 4)\) কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত \(x\) অক্ষকে স্পর্শ করলে উহার ব্যাসার্ধ কত?
\(3\)
\(5\)
\(4\)
\(7\)
যেহেতু বৃত্তটি \(x\) অক্ষকে স্পর্শ করে। সুতরাং কেন্দ্রের তথা \((3, 4)\) এর \(y\) স্থানাঙ্ক ব্যসার্ধের সমান হবে।
ব্যসার্ধ \(r=4\) একক
উত্তরঃ ( খ )

২। \(\sec{(270^{o}+\theta)}\) এর মাণ কোনটি?
\(-cosec \ {\theta}\)
\(cosec \ {\theta}\)
\(-\sec{\theta}\)
\(\sec{\theta}\)
\(\sec{(270^{o}+\theta)}\)
\(=\sec{(90^{o}\times{3}+\theta)}\)
ইহা চতুর্থ চৌকোণে অবস্থিত যেখানে \(\cos{\theta}\) ও \(\sec{\theta}\) উভয়ে ধনাত্মক।
যেহেতু \(90^{o}\) এর সহগুণক বিজোড় সংখ্যা সুতরাং অনুপাত \(\sec{}\) পরিবর্তীত হয়ে \( cosec{}\) হবে।
\(= \ cosec \ {\theta}\)
উত্তরঃ ( গ )

৩। \(a\) এর মাণ কত হলে \(2\hat{i}-3\hat{j}+a\hat{k}\) ও \(3\hat{i}-4\hat{j}+3\hat{k}\) ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে।
\(-6\)
\(2\)
\(-2\)
\(6\)
\(2\hat{i}-3\hat{j}+a\hat{k}\) ও \(3\hat{i}-4\hat{j}+3\hat{k}\) ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে।
যদি এবং কেবল যাদি \((2\hat{i}-3\hat{j}+a\hat{k}).(3\hat{i}-4\hat{j}+3\hat{k})=0\) হয়।
\(\Rightarrow 2.3+(-3).(-4)+a.3=0\)
\(\Rightarrow 6+12+3a=0\)
\(\Rightarrow 18+3a=0\)
\(\Rightarrow 3a=-18\)
\(\therefore a=-6\)
উত্তরঃ ( ক )

৪। \(A=\begin{bmatrix} \ \ 8 & -5 \\-6 & \ \ 4 \end{bmatrix}\) হলে \(A^{-1}=?\)
\(-\frac{1}{2}\begin{bmatrix}4 & 5 \\6 & 8 \end{bmatrix}\)
\(\frac{1}{2}\begin{bmatrix}4 & 5 \\6 & 8 \end{bmatrix}\)
\(\frac{1}{2}\begin{bmatrix}8 & 5 \\6 & 4 \end{bmatrix}\)
\(\frac{1}{2}\begin{bmatrix} \ \ 8 & -5 \\-6 & \ \ 4 \end{bmatrix}\)
দেওয়া আছে, \(A=\begin{bmatrix} \ \ 8 & -5 \\-6 & \ \ 4 \end{bmatrix}\)
আমরা জানি, \(A^{-1}=\frac{1}{|A|}Adj{A}\)
\(=\frac{1}{\left|\begin{array}{c} \ \ 8 & -5 \\-6 & \ \ 4 \end{array}\right|}\begin{bmatrix} \ \ 4 & 6 \\5 & \ \ 8 \end{bmatrix}^{t}\)
\(=\frac{1}{32-30}\begin{bmatrix} \ \ 4 & 5 \\6 & \ \ 8 \end{bmatrix}\)
\(=\frac{1}{2}\begin{bmatrix} \ \ 4 & 5 \\6 & \ \ 8 \end{bmatrix}\)
উত্তরঃ ( গ )

৫। \(\int{\frac{dx}{\sqrt{36-x^2}}}=\) কত?
\(\sin^{-1}x+c\)
\(\frac{1}{6}\sin^{-1}x+c\)
\(\sin^{-1}\frac{x}{6}+c\)
\(\frac{1}{6}\sin^{-1}\frac{x}{6}+c\)
\(\int{\frac{dx}{\sqrt{36-x^2}}}\)
\(=\int{\frac{dx}{\sqrt{6^2-x^2}}}\)
\(=\sin^{-1}{\left(\frac{x}{6}\right)}+c, \ \because \int{\frac{dx}{\sqrt{a^2-x^2}}}=\sin^{-1}{\left(\frac{x}{a}\right)}+c\)
উত্তরঃ ( খ )

৬। \(\int{e^{-7x}dx}=\) কত?
\(\frac{e^{-7x}}{-7}+c\)
\(-7e^{-7x}+c\)
\(\frac{e^{-7x}}{7}+c\)
\(7e^{-7x}+c\)
\(\int{e^{-7x}dx}\)
\(=\frac{e^{-7x}}{\frac{d}{dx}(-7x)}+c\)
\(=\frac{e^{-7x}}{-7}+c\)
উত্তরঃ ( ক )

৭। \(\frac{d}{dx}(5^x)=\) কত?
\(x5^{x-1}\)
\(5^x\ln{5}\)
\(5^x\ln{5^x}\)
\(x\ln{5^x}\)
\(\frac{d}{dx}(5^x)\)
\(=5^x\ln{5}, \ \because \frac{d}{dx}(a^{x})=a^x\ln{a}\)
উত্তরঃ ( গ )

৮। \[\lim_{x \rightarrow 0}\frac{f\left(\frac{\pi}{2}-3x\right)}{3x}=\] কত?
\(-1\)
\(1\)
\(0\)
\(\infty\)
দেওয়া আছে, \(f(x)=\cos{x}\)
\(\therefore f\left(\frac{\pi}{2}-3x\right)=\cos{\left(\frac{\pi}{2}-3x\right)}\)
\[\lim_{x \rightarrow 0}\frac{f\left(\frac{\pi}{2}-3x\right)}{3x}\]
\[=\lim_{x \rightarrow 0}\frac{\cos{\left(\frac{\pi}{2}-3x\right)}}{3x}\]
\[=\lim_{x \rightarrow 0}\frac{\sin{3x}}{3x}\]
\[=1, \ \because \lim_{\theta \rightarrow 0}\frac{\sin{\theta}}{\theta}=1\]
উত্তরঃ ( গ )

৯। \(f^{\prime\prime\prime}\left(\frac{\pi}{3}\right)=\) কত?
\(-\frac{\sqrt{3}}{2}\)
\(\frac{1}{2}\)
\(-\frac{1}{2}\)
\(\frac{\sqrt{3}}{2}\)
দেওয়া আছে, \(f(x)=\cos{x}\)
\(\Rightarrow f^{\prime}(x)=-\sin{x}\)
\(\Rightarrow f^{\prime\prime}(x)=-\cos{x}\)
\(\Rightarrow f^{\prime\prime\prime}(x)=-(-\sin{x})\)
\(\Rightarrow f^{\prime\prime\prime}(x)=\sin{x}\)
\(\Rightarrow f^{\prime\prime\prime}\left(\frac{\pi}{3}\right)=\sin{\left(\frac{\pi}{3}\right)}\)
\(=\frac{\sqrt{3}}{2}\)
উত্তরঃ ( ঘ )

১০। \(f(x)=\frac{4x-13}{x-5}\) এর রেঞ্জ কোনটি?
\(\mathbb{R}\)
\(\mathbb{R}-\{5\}\)
\(\mathbb{R}-\{4\}\)
\(\mathbb{R}-\{\frac{13}{4}\}\)
ধরি, \(y=f(x)=\frac{4x-13}{x-5}\)
\(\Rightarrow y=\frac{4x-13}{x-5}\)
\(\Rightarrow xy-5y=4x-13\)
\(\Rightarrow xy-4x=5y-13\)
\(\Rightarrow x(y-4)=5y-13\)
\(\Rightarrow x=\frac{5y-13}{y-4}\)
\(\Rightarrow x=\frac{5y-13}{y-4}\in{\mathbb{R}}\) হবে,
যদি এবং কেবল যদি \(y-4\ne{0}\) হয়।
\(\therefore y\ne{4}\)
\(\therefore \) রেঞ্জ \(=\mathbb{R}-\{4\}\)
উত্তরঃ ( খ )

১১। \(f(x)=\frac{1}{\sqrt{8-x}}\) ফাংশনটির ডোমেন কোনটি?
\((\infty, 8]\)
\([\infty, 8)\)
\((-\infty, 8)\)
\((\infty, 8)\)
\(f(x)=\frac{1}{\sqrt{8-x}}\in{\mathbb{R}}\) হবে,
যদি এবং কেবল যদি \(\sqrt{8-x}>0\) হয়।
\(\Rightarrow 8-x>0\)
\(\Rightarrow 8>x\)
\(\therefore \) ডোমেন \(=(-\infty, 8)\)
উত্তরঃ ( খ )

১২। নিচের কোন ফাংশনটি এক-এক ও সার্বিক।
\(f(x)=2x^2\)
\(f(x)=\cos{x}\)
\(f(x)=|2x|\)
\(f(x)=\frac{x+2}{3}\)
\(f(x)=\frac{x+2}{3}\) এর ক্ষেত্রে
\(x\) এর ভিন্ন ভিন্ন মানের জন্য \(f(x)\) এর মান ভিন্ন
\(\therefore \) ফাংশনটি এক-এক
আবার, ফাংশনটি \(x\) এর সকল বাস্তব মান সিদ্ধ করে।
\(\therefore \) ফাংশনটি সার্বিক।
উত্তরঃ ( ঘ )

১৩। \(\tan{\theta}=\frac{5}{13}, \ \cos{\theta}\) ধনাত্মক হলে \(\sin{\theta}\)এর মাণ কত?
\(\frac{-5}{13}\)
\(\frac{-12}{13}\)
\(\frac{5}{13}\)
\(\frac{12}{13}\)
\(\tan{\theta}=\frac{5}{13}, \ \cos{\theta}\) ধনাত্মক
\(\therefore \sin{\theta}\) ধনাত্মক
image
\(\therefore \sin{\theta}=\frac{5}{13}\)
উত্তরঃ ( খ )

১৪। একটি গাড়ির চাকার ব্যাসার্ধ \(25\) সেঃমিঃ। চাকাটি প্রতি সেকেন্ডে \(10\) বার আবর্তিত হলে -
\(i.\) চাকাটির পরিধি \(50\pi\) সে.মি.
\(ii.\) চাকাটি একবার ঘুরে প্রায় \(157\) সে.মি. পথ অতিক্রম করে।
\(iii.\) চাকাটির গতিবেগ \(15.7\) মি./সে.
উপরের তথ্যের আলোকে কোনটি সঠীক?
\(i.\) ও \(ii.\)
\(ii.\) ও \(iii.\)
\(i.\) ও \(iii.\)
\(i.\), \(ii.\) ও \(iii.\)
একটি গাড়ির চাকার ব্যাসার্ধ \(25\) সেঃমিঃ। চাকাটি প্রতি সেকেন্ডে \(10\) বার আবর্তিত হলে,
চাকাটির পরিধি \(=2\pi{r}\) সে.মি.
\(=2\pi\times{25}\) সে.মি.
\(=50\pi\) সে.মি.
\(\therefore (i.)\) নং বাক্যটি সত্য।
চাকাটি একবার ঘুরে অতিক্রম করে প্রায় \(=2\times{3.1416}\times{25}\) সে.মি.
\(=157\) সে.মি.
\(\therefore (ii.)\) নং বাক্যটি সত্য।
চাকাটির গতিবেগ \(=\frac{157.08\times{10}}{100}\) মি./সে.
\(=\frac{1570.8}{100}\) মি./সে.
\(=15.7\) মি./সে.
\(\therefore (iii.)\) নং বাক্যটি সত্য।
উত্তরঃ ( ঘ )

১৫। \(\frac{1}{0!}=\) কত?
\(-\infty\)
\(1\)
\(0\)
\(\infty\)
\(\frac{1}{0!}\)
\(=\frac{1}{1}, \ \because 0!=1\)
\(=1\)
উত্তরঃ ( গ )

১৬। \(6\) জন বালক \(4\) আসনের একটি বেঞ্চে কতভাবে বসতে পারে?
\(6!\)
\(^6C_{4}\)
\(4!\)
\(^6P_{4}\)
\(6\) জন বালক \(4\) আসনের একটি বেঞ্চে বসবার উপায়,
\(=^6P_{4}\)
উত্তরঃ ( ঘ )

১৭। \(Destination\) শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়?
\(\frac{11!}{3!}\)
\(\frac{8!}{2! 2! 2!}\)
\(\frac{11!}{2! 2! 2!}\)
\(\frac{8!}{3!}\)
\(Destination\) শব্দটিতে মোট \(11\) টি অক্ষর আছে।
তার মধ্যে \(2\) টি \(t, \ 2\) টি \(i, \ 2\) টি \(n\) এবং অবশিষ্ট অক্ষরগুলি ভিন্ন।
সবগুলি অক্ষরে সাজানো সংখ্যা \(=\frac{11!}{2! 2! 2!}\)
উত্তরঃ ( খ )

১৮। \(x^2+y^2=100\) বৃত্ত-
\(i.\) এর কেন্দ্র \((0, 0)\)
\(ii.\) এর ব্যাসার্ধ \(10\) একক
\(iii.\) দ্বারা \(x\)-অক্ষের খন্ডিতাংশ \(20\) একক
নিচের কোনটি সঠীক?
\(i.\) ও \(ii.\)
\(ii.\) ও \(iii.\)
\(i.\) ও \(iii.\)
\(i.\), \(ii.\) ও \(iii.\)
\(x^2+y^2=100\)
\(\therefore (x-0)^2+(y-0)^2=10^2\)
এর কেন্দ্র \((0, 0)\)
\(\therefore (i.)\) নং বাক্যটি সত্য।
এর ব্যাসার্ধ \(10\) একক
\(\therefore (ii.)\) নং বাক্যটি সত্য।
\(x\)-অক্ষের খন্ডিতাংশ \(=2\sqrt{g^2-c}\) একক
\(=2\sqrt{0^2-(-100)}\) একক
\(=2\sqrt{100}\) একক
\(=2\times{10}\) একক
\(=20\) একক
\(\therefore (iii.)\) নং বাক্যটি সত্য।
উত্তরঃ ( ঘ )

১৯। \(x+y=6\) এবং \(y-x=2\) সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এবং \(x\)-অক্ষের উপর লম্বরেখার সমীকরণ কোনটি?
\(x=2\)
\(y=2\)
\(x=4\)
\(y=4\)
\(x+y=6 ...(1)\) এবং \(y-x=2\) সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ,
\(x+y-6+k(y-x-2)=0\)
\(\Rightarrow x(1-k)+y(1+k)-6-2k=0\) এর ঢাল \(=-\frac{1-k}{1+k}\)
রেখাটি \(x\)-অক্ষের উপর লম্ব
\(\therefore -\frac{1-k}{1+k}=\frac{1}{0}\)
\(\Rightarrow 1+k=0\)
\(\Rightarrow k=-1\)
\(\therefore \) রেখাটির সমীকরণ, \(x+y-6-1(y-x-2)=0\)
\(\Rightarrow x+y-6-y+x+2=0\)
\(\Rightarrow 2x-4=0\)
\(\Rightarrow x-2=0\)
\(\therefore x=2\)
উত্তরঃ ( ক )

২০। \(3x-2y+6=0\) সরলরেখা দ্বারা \(x\)-অক্ষের খন্ডিতাংশ কত একক?
\(-3\)
\(2\)
\(-2\)
\(3\)
\(3x-2y+6=0\) সরলরেখা দ্বারা \(x\)-অক্ষের খন্ডিতাংশ
\(=-\frac{6}{3}, \ \because x\)-অক্ষের খন্ডিতাংশ \(=-\frac{c}{a}\)
\(=-2\)
উত্তরঃ ( খ )

নিচের উদ্দীপকের আলোকে ২১ এবং২২ নং প্রশ্নের উত্তর দাওঃ
question
২১। \(AB\) সরলরেখার সমীকরণ কোনটি?
\(\sqrt{3}x+y=6\)
\(\sqrt{3}x-y=6\)
\(x+\sqrt{3}y=6\)
\(x-\sqrt{3}y=6\)
চিত্র হতে, \(AB\) সরলরেখার সমীকরণ
\(x\cos{60^{o}}+y\sin{60^{o}}=3\)
\(\Rightarrow x\frac{1}{2}+y\frac{\sqrt{3}}{2}=3\)
\(\therefore x+\sqrt{3}y=6\)
উত্তরঃ ( খ )

২২। \(\triangle{OAC}\) এর ক্ষেত্রফল কোনটি?
\(3\sqrt{3}\) বর্গ একক
\(9\) বর্গ একক
\(\frac{9}{2}\) বর্গ একক
\(\frac{9\sqrt{3}}{2}\) বর্গ একক
\(\triangle{OAC}\) হতে,
\(\tan{60^{o}}=\frac{AC}{OC}\)
\(\Rightarrow \sqrt{3}=\frac{AC}{3}\)
\(\Rightarrow AC=3\sqrt{3}\)
\(\therefore \triangle{OAC}=\frac{1}{2}\times{AC}\times{OC}\)
\(=\frac{9\sqrt{3}}{2}\) বর্গ একক
উত্তরঃ ( ঘ )

২৩। \(P(1, 3, 4)\) ও \(Q(2, -3, 5)\) হলে-
\(i.\) \(Q\) বিন্দুর অবস্থান ভেক্টর \(2\hat{i}-3\hat{j}+5\hat{k}\)
\(ii.\) \(\overrightarrow{OP}\) এর একক ভেক্টর \(\frac{1}{\sqrt{26}}(\hat{i}+3\hat{j}+4\hat{k})\)
\(iii.\) \(\overrightarrow{OP}\) বরাবর \(\overrightarrow{OQ}\) এর অভিক্ষেপ \(=\frac{1}{2}\)
নিচের কোনটি সঠীক?
\(i.\) ও \(ii.\)
\(ii.\) ও \(iii.\)
\(i.\) ও \(iii.\)
\(i.\), \(ii.\) ও \(iii.\)
\(P(1, 3, 4)\) ও \(Q(2, -3, 5)\) হলে-
\(Q\) বিন্দুর অবস্থান ভেক্টর \(=(2-0)\hat{i}+(-3-0)\hat{j}+(5-0)\hat{k}\)
\(=2\hat{i}-3\hat{j}+5\hat{k}\)
\(\therefore (i.)\) নং বাক্যটি সত্য।
\(\overrightarrow{OP}\) এর একক ভেক্টর,
\(=\frac{\overrightarrow{OP}}{|\overrightarrow{OP}|}\)
\(=\frac{(1-0)\hat{i}+(3-0)\hat{j}+(4-0)\hat{k}}{|(1-0)\hat{i}+(3-0)\hat{j}+(4-0)\hat{k}|}\)
\(=\frac{\hat{i}+3\hat{j}+4\hat{k}}{|\hat{i}+3\hat{j}+4\hat{k}|}\)
\(=\frac{\hat{i}+3\hat{j}+4\hat{k}}{\sqrt{1^2+3^2+4^2}}\)
\(=\frac{1}{\sqrt{26}}(\hat{i}+3\hat{j}+4\hat{k})\)
\(\therefore (ii.)\) নং বাক্যটি সত্য।
\(\overrightarrow{OP}\) বরাবর \(\overrightarrow{OQ}\) এর অভিক্ষেপ ,
\(=\frac{(\hat{i}+3\hat{j}+4\hat{k}).(2\hat{i}-3\hat{j}+5\hat{k})}{\sqrt{1^2+3^2+4^2}}\)
\(=\frac{2-9+20}{\sqrt{26}}\)
\(=\frac{13}{\sqrt{26}}\)
\(\therefore (iii.)\) নং বাক্যটি সত্য নয়।
উত্তরঃ ( ক )

২৪। \(a\) এর মাণ কত হলে \(\begin{bmatrix}-4 & 0 & -2\\ \ \ 0 & 5 & \ \ a\\-2 & 4 & \ \ 0 \end{bmatrix}\) ম্যাট্রিক্সটি প্রতিসম হবে?
\(-4\)
\(0\)
\(-2\)
\(4\)
প্রতিসম হবে যদি \(A^{t}=A\) হয়।
\(\Rightarrow \begin{bmatrix}-4 & 0 & -2\\ \ \ 0 & 5 & \ \ a\\-2 & 4 & \ \ 0 \end{bmatrix}^{t}=\begin{bmatrix}-4 & 0 & -2\\ \ \ 0 & 5 & \ \ 4\\-2 & a & \ \ 0 \end{bmatrix}\)
ম্যাট্রিক্সের সমতা অনুসারে, \(a=4\)
উত্তরঃ ( ঘ )

২৫। \(\left|\begin{array}{c}\ \ 1 & -2 & \ \ 3\\ \ \ 0 & \ \ 1 & -2\\-1 & \ \ 0 & \ \ 2\end{array}\right|\) এ \((1, 2)\) তম ভুক্তির সহগুণক কোনটি?
\(-4\)
\(2\)
\(-2\)
\(4\)
\((1, 2)\) তম ভুক্তির সহগুণক
\(=(-1)^{1+2}\left|\begin{array}{c}\ \ 0 & -2\\-1 & \ \ 2\end{array}\right|\)
\(=(-1)^{3}(0-2)\)
\(=-(-2)\)
\(=2\)
উত্তরঃ ( গ )