শিক্ষা বোর্ড সিলেট - 2019
উচ্চতর গণিত ( বহুনির্বাচনি )
[2019 সালের সিলেবাস অনুযায়ী ]
দ্বিতীয় পত্র বহুনির্বাচনি
বিষয় কোডঃ 266
সময়-২৫ মিনিট
পূর্ণমান-২৫
[ দ্রষ্টব্যঃ সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমুহ হতে সিঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়ন্ট কলম দ্বারা সম্পুর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মাণ ১। প্রশ্নপত্রে কোন প্রকার দাগ/ চিহ্ন দেওয়া যাবে না। ]
১। \(\cot^2{\left(\sin^{-1}\frac{1}{2}\right)}\) এর মান কত?
\(3\)
\(15\)
\(\frac{1}{15}\)
\(\frac{1}{3}\)
\(\cot^2{\left(\sin^{-1}\frac{1}{2}\right)}\)
এখানে, লম্ব\(=1,\) অতিভুজ \(=2\)
\(\therefore\) ভূমি \(=\sqrt{2^2-1^2}\)
\(=\sqrt{4-1}\)
\(=\sqrt{3}\)
এখন, \(\cot^2{\left(\sin^{-1}\frac{1}{2}\right)}\)
\(=\left\{\cot{\left(\cot^{-1}\frac{\sqrt{3}}{1}\right)}\right\}^2\)
\(=\left\{\sqrt{3}\right\}^2\)
\(=3\)
উত্তরঃ ( ক )

২। \(\cos{x}+\sec{x}=2\) হলে, \(x\)-এর মান কত?
\((2n+1)\pi\)
\(2n\pi\)
\((2n+1)\frac{\pi}{2}\)
\((2n+1)\frac{\pi}{4}\)
\(\cos{x}+\sec{x}=2\)
\(\Rightarrow \cos{x}+\frac{1}{\cos{x}}=2\)
\(\Rightarrow \frac{\cos^2{x}+1}{\cos{x}}=2\)
\(\Rightarrow \cos^2{x}+1=2\cos{x}\)
\(\Rightarrow \cos^2{x}-2\cos{x}+1=0\)
\(\Rightarrow (\cos{x}-1)^2=0\)
\(\Rightarrow \cos{x}-1=0\)
\(\Rightarrow \cos{x}=1\)
\(\therefore x=2n\pi\)
উত্তরঃ ( গ )

৩। \(\sin{(2\tan^{-1}{x})}\) এর সমান কোনটি?
\(\frac{2x}{1-x^2}\)
\(\frac{1+x^2}{1-x^2}\)
\(\frac{1-x^2}{1+x^2}\)
\(\frac{2x}{1+x^2}\)
আমরা জানি, \(\sin{(2A)}=\frac{2\tan{A}}{1+\tan^2{A}}\)
এখন, \(\sin{(2\tan^{-1}{x})}\)
\(=\frac{2\tan(\tan^{-1}{x})}{1+\tan^2{(\tan^{-1}{x})}}\)
\(=\frac{2x}{1+\{\tan{(\tan^{-1}{x})}\}^2}\)
\(=\frac{2x}{1+x^2}\)
উত্তরঃ ( ঘ )

৪। \(3\) একক দূরত্বে \(A\) ও \(B\) বিন্দুতে ক্রিয়ারত \(6\) এবং \(3\) একক মানের সমান্তরাল বলদ্বয়-
\(i.\) সদৃশ হলে, লব্ধির মান \(9\) একক
\(ii.\) বিসদৃশ হলে, লব্ধির মান \(3\) একক
\(iii.\) সদৃশ এবং লব্ধি \(C\) বিন্দুতে ক্রিয়ারত হলে, \(AC=1\) একক
নিচের কোনটি সঠীক?
\(i.\) ও \(ii.\)
\(ii.\) ও \(iii.\)
\(i.\) ও \(iii.\)
\(i.\), \(ii.\) ও \(iii.\)
\(6\) এবং \(3\) একক মানের সমান্তরাল বলদ্বয়
সদৃশ হলে, লব্ধির মান \(=6+3\)
\(=9\) একক
\(\therefore (i.)\) নং বাক্যটি সত্য।
আবার, \(6\) এবং \(3\) একক মানের সমান্তরাল বলদ্বয়
বিসদৃশ হলে, লব্ধির মান \(=6-3\)
\(=3\) একক
\(\therefore (ii.)\) নং বাক্যটি সত্য।
আবার,
\(3\) একক দূরত্বে \(A\) ও \(B\) বিন্দুতে ক্রিয়ারত
\(6\) এবং \(3\) একক মানের সমান্তরাল বলদ্বয়
সদৃশ এবং লব্ধি \(C\) বিন্দুতে ক্রিয়ারত
question
চিত্র হতে,
\(6.AC=3.BC\)
\(\Rightarrow \frac{AC}{BC}=\frac{3}{6}\)
\(\Rightarrow \frac{AC}{BC}=\frac{1}{2}\)
\(\Rightarrow \frac{AC}{AC+BC}=\frac{1}{1+2}\)
\(\Rightarrow \frac{AC}{AB}=\frac{1}{3}\)
\(\Rightarrow \frac{AC}{3}=\frac{1}{3}\)
\(\therefore AC=1\)
\(\therefore (iii.)\) নং বাক্যটি সত্য।
উত্তরঃ ( ঘ )

৫। \(3 N\) ও \(4 N\) মানের দুইটি বল লম্বভাবে ক্রিয়া করলে লব্ধির মান কত?
\(2 N\)
\(5 N\)
\(3 N\)
\(7 N\)
\(3 N\) ও \(4 N\) মানের দুইটি বল লম্বভাবে ক্রিয়া করে
অতএব, লব্ধি \(=\sqrt{3^2+4^2+2\times3\times4\cos{90^{o}}}\)
\(=\sqrt{9+16+24\times0}\)
\(=\sqrt{25+0}\)
\(=\sqrt{25}\)
\(=5 N\)
উত্তরঃ ( গ )

৬। বায়ুশূন্য স্থানে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ একটি-
পরাবৃত্ত
অধিবৃত্ত
উপবৃত্ত
বৃত্ত
বায়ুশূন্য স্থানে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ একটি পরাবৃত্ত
উত্তরঃ ( ক )

৭। একটি কণা সমত্বরণে \(5\) মি./সে. আদিবেগে \(50\) সে.মি. পথ অতিক্রম করে \(10\) মি./সে. গতিবেগ অর্জন করে। কণাটির ত্বরণ কত?
\(-75\) মি./সে.\(^{\text{২}}\)
\(-\frac{3}{4}\) মি./সে.\(^{\text{২}}\)
\(75\) মি./সে.\(^{\text{২}}\)
\(\frac{3}{4}\) মি./সে.\(^{\text{২}}\)
একটি কণা সমত্বরণে \(5\) মি./সে. আদিবেগে \(50\) সে.মি. পথ অতিক্রম করে \(10\) মি./সে. গতিবেগ অর্জন করে।
এখানে, \(u=5\) মি./সে., \(v=10\) মি./সে., \(s=50\) সে.মি. বা, \(s=\frac{1}{2}\) মি.
এখন, \(v^2=u^2+2as\)
\(\Rightarrow 10^2=5^2+2a\times\frac{1}{2}\)
\(\Rightarrow 100=25+a\)
\(\Rightarrow 25+a=100\)
\(\Rightarrow a=100-25\)
\(\therefore a=75\) মি./সে.\(^{\text{২}}\)
উত্তরঃ ( খ )

নিচের তথ্যের আলোকে ৮ এবং ৯ নং প্রশ্নের উত্তর দাওঃ
\(2x^2-2x+1=0\) সমীকরণের মূলদ্বয় \(\frac{1}{p}, \ \frac{1}{q}\)
৮। একটি তাসের প্যাকেট হতে দৈবভাবে একটি তাস টেনে টেক্কা না পাওয়ার সম্ভাবনা কত?
\(\frac{1}{26}\)
\(\frac{25}{26}\)
\(\frac{1}{13}\)
\(\frac{12}{13}\)
টেক্কা পাওয়ার সম্ভাবনা \(=\frac{4}{52}\)
\(=\frac{1}{13}\)
টেক্কা না পাওয়ার সম্ভাবনা \(=1-\frac{1}{13}\)
\(=\frac{13-1}{13}\)
\(=\frac{12}{13}\)
উত্তরঃ ( ঘ )

৯। একটি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যথাক্রমে
\(12, \ 14, \ 16, \ 15\) ও \(18\)
প্রদত্ত নম্বরগুলোর পরিমিত ব্যবধান কত?
\(2\)
\(4\)
\(2\sqrt{5}\)
\(\sqrt{\frac{8}{5}}\)
পরিমিত ব্যবধান \[\sigma=\sqrt{\frac{1}{n}\sum_{i=1}^{n}x_{i}^2-\left(\frac{1}{n}\sum_{i=1}^{n}x_{i}\right)^2}\]
\[=\sqrt{\frac{1}{5}(12^2+14^2+16^2+15^2+18^2)-\left\{\frac{1}{5}(12+14+16+15+18)\right\}^2}\]
\[=\sqrt{\frac{1}{5}(144+196+256+225+324)-\left\{\frac{1}{5}\times75\right\}^2}\]
\[=\sqrt{\frac{1}{5}\times1145-\left\{15\right\}^2}\]
\[=\sqrt{229-225}\]
\[=\sqrt{4}\]
\[=2\]
উত্তরঃ ( ক )

১০। \(2 N, \ 4 N\) এবং \(6 N\) বলত্রয় একটি বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে। \(2 N\) এবং \(6 N\) এর মধ্যবর্তী কোণ কত?
\(0^{o}\)
\(180^{o}\)
\(90^{o}\)
\(270^{o}\)
\(2 N, \ 4 N\) এবং \(6 N\) বলত্রয় একটি বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে।
\(2 N\) এবং \(6 N\) এর মধ্যবর্তী কোণ \(\alpha\) হলে,
\(2^2+6^2+2\times2\times6\cos{\alpha}=4^2\)
\(\Rightarrow 4+36+24\cos{\alpha}=16\)
\(\Rightarrow 40+24\cos{\alpha}=16\)
\(\Rightarrow 24\cos{\alpha}=16-40\)
\(\Rightarrow 24\cos{\alpha}=-24\)
\(\Rightarrow \cos{\alpha}=-1\)
\(\Rightarrow \cos{\alpha}=\cos{180^{o}}\)
\(\therefore \alpha=180^{o}\)
উত্তরঃ ( গ )

১১। বাস্তব সংখ্যার সেট-
\(i.\) বিনিময় বিধি মানে
\(ii.\) সংযোগ বিধি মানে
\(iii.\) বন্টন বিধি মানে
নিচের কোনটি সঠীক?
\(i.\) ও \(ii.\)
\(ii.\) ও \(iii.\)
\(i.\) ও \(iii.\)
\(i.\), \(ii.\) ও \(iii.\)
বাস্তব সংখ্যার সেট-
বিনিময় বিধি মানে
\(\therefore (i.)\) নং বাক্যটি সত্য।
আবার,
বাস্তব সংখ্যার সেট-
সংযোগ বিধি মানে
\(\therefore (ii.)\) নং বাক্যটি সত্য।
আবার,
বাস্তব সংখ্যার সেট-
বন্টন বিধি মানে
\(\therefore (iii.)\) নং বাক্যটি সত্য।
উত্তরঃ ( ঘ )

১২। \(x^2+2x-3\lt{0}\) অসমতাটির সমাধান নিচের কোনটি?
\(1\lt{x}\lt{3}\)
\(-1\lt{x}\lt{3}\)
\(x\lt{-3} \ \text{অথবা} \ x\gt{1}\)
\(-3\lt{x}\lt{1}\)
\(x^2+2x-3\lt{0}\)
\(\Rightarrow x^2+3x-x-3\lt{0}\)
\(\Rightarrow x(x+3)-1(x+3)\lt{0}\)
\(\Rightarrow (x+3)(x-1)\lt{0}\)
\(\therefore -3\lt{x}\lt{1}\)
উত্তরঃ ( ঘ )

১৩। \(X\) এবং \(Y\) দুইটি বাস সমান্তরাল দুইটি রাস্তা বরাবর একই দিকে যথাক্রমে \(20 km/h\) এবং \(10 km/h\) বেগে চলছে। \(Y\) বাসের সাপেক্ষে \(X\) বাসের আপেক্ষিক বেগ কত?
\(0\)
\(20\)
\(10\)
\(30\)
একই দিকে ক্রিয়াশীল হলে,
আপেক্ষিক বেগ \(=V_{A}-V_{B}\)
\(=20-10\) এখানে, \(V_{A}=20, \ V_{B}=10\)
\(=10\)
উত্তরঃ ( খ )

১৪। \(P(A)=\frac{1}{2}, \ P(B)=\frac{1}{5}\) এবং \(A\) ও \(B\) ঘটনাদ্বয় স্বাধীন হলে, \(P(A\cup{B})\) এর মান কত?
\(\frac{3}{5}\)
\(\frac{7}{10}\)
\(\frac{1}{10}\)
\(\frac{4}{5}\)
\(P(A)=\frac{1}{2}, \ P(B)=\frac{1}{5}\) এবং \(A\) ও \(B\) ঘটনাদ্বয় স্বাধীন হলে,
\(P(A\cup{B})=P(A)+P(B)-P(A\cap{B})\)
\(=P(A)+P(B)-P(A).P(B)\)
\(=\frac{1}{2}+\frac{1}{5}-\frac{1}{2}\times\frac{1}{5}\)
\(=\frac{1}{2}+\frac{1}{5}-\frac{1}{10}\)
\(=\frac{5+2-1}{10}\)
\(=\frac{7-1}{10}\)
\(=\frac{6}{10}\)
\(=\frac{3}{5}\)
উত্তরঃ ( ক )

১৫। \(1+i\) জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট কত?
\(2, \ \frac{\pi}{4}\)
\(\sqrt{2}, \ \frac{\pi}{2}\)
\(\sqrt{2}, \ \frac{\pi}{4}\)
\(2, \ \frac{\pi}{2}\)
\(1+i\) জটিল সংখ্যার ক্ষেত্রে,
\(x=1, \ y=1\)
জটিল সংখ্যার মডুলাস \(=\sqrt{x^2+y^2}\)
\(=\sqrt{1^2+1^2}\)
\(=\sqrt{1+1}\)
\(=\sqrt{2}\)
জটিল সংখ্যার আর্গুমেন্ট \(=\tan^{-1}{\frac{y}{x}}\)
\(=\tan^{-1}{\frac{1}{1}}\)
\(=\tan^{-1}{1}\)
\(=\tan^{-1}{\tan{\frac{\pi}{4}}}\)
\(=\frac{\pi}{4}\)
উত্তরঃ ( খ )

১৬। \(2i\) এর বর্গমূল কত?
\(1+i\)
\(\pm(1+i)\)
\(-(1+i)\)
\(\pm(1-i)\)
\(2i\) এর বর্গমূল \(=\pm{\sqrt{2i}}\)
\(=\pm{\sqrt{1+2i-1}}\)
\(=\pm{\sqrt{1^2+2.1.i+i^2}}\)
\(=\pm{\sqrt{(1+i)^2}}\)
\(=\pm{(1+i)}\)
উত্তরঃ ( গ )

১৭। \(x^2-5x+6=0\) সমীকরণের মূলদ্বয় হবে-
বাস্তব ও অসমান
জটিল ও সমান
বাস্তব ও সমান
জটিল ও অসমান
\(x^2-5x+6=0\) সমীকরণের ক্ষেত্রে
\(a=1, \ b=-5, \ c=6\)
এখন, \(D=b^2-4ac\)
\(=(-5)^2-4\times1\times6\)
\(=25-24\)
\(=1\)
\(=1^2\gt{0}\)
\(\therefore D\) ধনাত্মক এবং পূর্ণ বর্গ সংখ্যা।
সমীকরণের মূলদ্বয় হবে বাস্তব ও অসমান
উত্তরঃ ( ক )

নিচের তথ্যের আলোকে ১৮ এবং ১৯ নং প্রশ্নের উত্তর দাওঃ
\(3x^2-4x-k=0\) একটি দ্বিঘাত সমীকরণ।
১৮। সমীকরণের মূলদ্বয়ের গুণফল \(10\) হলে, \(k\) এর মান কোনটি?
\(30\)
\(10\)
\(-10\)
\(-30\)
\(3x^2-4x-k=0\) সমীকরণের ক্ষেত্রে
মূলদ্বয়ের গুণফল \(\frac{-k}{3}=10\)
\(\Rightarrow k=-10\times3\)
\(\therefore k=-30\)
উত্তরঃ ( ঘ )

১৯। সমীকরণটির একটি মূল অপরটির দ্বিগুণ হলে, মূলদ্বয়ের মান কোনটি?
\(-4, -8\)
\(4, 8\)
\(\frac{4}{9}, \frac{8}{9}\)
\(-\frac{4}{9}, -\frac{8}{9}\)
সমীকরণটির একটি মূল \(\alpha\) হলে, অপরটি \(2\alpha\)
\(\alpha+2\alpha=-\frac{-4}{3}\)
\(\Rightarrow 3\alpha=\frac{4}{3}\)
\(\therefore \alpha=\frac{4}{9}\)
মূলদ্বয়ের মান \(\alpha, \ 2\alpha\)
\(\Rightarrow \frac{4}{9}, \ 2\times\frac{4}{9}\)
\(\therefore \frac{4}{9}, \ \frac{8}{9}\)
উত্তরঃ ( খ )

২০। \(\left(2x+\frac{1}{6x}\right)^{10}\) এর বিস্তৃতিতে কত তম পদ \(x\) বর্জিত?
\(5\)
\(6\)
\(10\)
\(11\)
\(\left(ax^p+bx^q\right)^{n}\) এর বিস্তৃতিতে \((r+1)\) তম পদ \(x^m\) সম্বলিত হলে \(r=\frac{np-m}{p-q}\)
এবং \(x^{m}\) এর সহগ \(= \ ^{n}C_{r}a^{n-r}b^r\) যেখানে, \(m, n\in{\mathbb{N}}\)
\(\left(2x+\frac{1}{6x}\right)^{10}=\left(2x^{1}+\frac{1}{6}x^{-1}\right)^{10}\) এর বিস্তৃতিতে \((r+1)\) তম পদ \(x\) বর্জিত হলে,
\(r=\frac{np-m}{p-q}\)
\(=\frac{10\times1-0}{1-(-1)}\)
\(=\frac{10}{1+1}\)
\(=\frac{10}{2}\)
\(\therefore r=5\)
\(\therefore (5+1)\) বা, \(6\) তম পদ \(x\) বর্জিত হলে,
উত্তরঃ ( গ )

নিচের তথ্যের আলোকে ২১ এবং ২২ নং প্রশ্নের উত্তর দাওঃ
\((1-2x)^{11}\) একটি রাশি।
২১। উদ্দীপকের রাশিটির বিস্তৃতিতে মধ্যপদ কোনটি?
\(5\) তম পদ
\(5\) তম পদ ও \(6\) তম পদ
\(6\) তম পদ
\(6\) তম পদ ও \(7\) তম পদ
\((1-2x)^{11}\) এর বিস্তৃতিতে
\(11\) বিজোড় সংখ্যা ফলে মধ্যপদ হবে \(2\) টি
\(\left(\frac{n-1}{2}+1\right)\) তম এবং \(\left(\frac{n+1}{2}+1\right)\) তম।
\(\Rightarrow \left(\frac{11-1}{2}+1\right)\) তম এবং \(\left(\frac{11+1}{2}+1\right)\) তম।
\(\Rightarrow \left(\frac{10}{2}+1\right)\) তম এবং \(\left(\frac{12}{2}+1\right)\) তম।
\(\Rightarrow (5+1)\) তম এবং \((6+1)\) তম।
\(\therefore 6\) তম পদ এবং \(7\) তম পদ।
উত্তরঃ ( ঘ )

২২। উদ্দীপকের রাশিটির বিস্তৃতিতে ৬ষ্ঠ পদের সহগ কত?
\(-14784\)
\(462\)
\(-462\)
\(14784\)
\((1-2x)^{11}\) এর বিস্তৃতিতে ৬ষ্ঠ পদ বা \((5+1)\) তম পদ
\(= \ ^{11}C_{5}(-2x)^5\)
\(=- \ ^{11}C_{5}2^5x^5\)
\(=-14784x^5\)
সহগ \(=-14784\)
উত্তরঃ ( ক )

২৩। \(\frac{x^2}{9}+\frac{y^2}{4}=1\) উপবৃত্তের-
\(i.\) উৎকেন্দ্রিকতা \(\frac{\sqrt{5}}{3}\)
\(ii.\) উপকেন্দ্রের স্থানাঙ্ক \(\left(\pm\sqrt{5}, 0\right)\)
\(iii.\) ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য \(=4\)
নিচের কোনটি সঠীক?
\(i.\) ও \(ii.\)
\(ii.\) ও \(iii.\)
\(i.\) ও \(iii.\)
\(i.\), \(ii.\) ও \(iii.\)
\(\frac{x^2}{9}+\frac{y^2}{4}=1\)
\(\Rightarrow \frac{x^2}{3^2}+\frac{y^2}{2^2}=1\) উপবৃত্তের ক্ষেত্রে
\(a=3, \ b=2\)
উৎকেন্দ্রিকতা \(e=\sqrt{1-\frac{b^2}{a^2}}\)
\(=\sqrt{1-\frac{4}{9}}\)
\(=\sqrt{\frac{9-4}{9}}\)
\(=\sqrt{\frac{5}{9}}\)
\(=\frac{\sqrt{5}}{3}\)
\(\therefore (i.)\) নং বাক্যটি সত্য।
আবার,
উপকেন্দ্রের স্থানাঙ্ক \(\left(\pm{ae}, 0\right)\)
\(\Rightarrow \left(\pm{3\times\frac{\sqrt{5}}{3}}, 0\right)\)
\(\Rightarrow \left(\pm{\sqrt{5}}, 0\right)\)
\(\therefore (ii.)\) নং বাক্যটি সত্য।
আবার,
ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য \(=2b\)
\(=2\times2\)
\(=4\)
\(\therefore (iii.)\) নং বাক্যটি সত্য।
উত্তরঃ ( ঘ )

নিচের তথ্যের আলোকে ২৪ এবং ২৫ নং প্রশ্নের উত্তর দাওঃ
\(y^2-4y-4x+16=0\) একটি প্যারাবোলার সমীকরণ।
২৪। প্যারাবোলার উপকেন্দ্রের স্থানাঙ্ক কত?
\((-4, -2)\)
\((4, 2)\)
\((6, 2)\)
\((2, 4)\)
\(y^2-4y-4x+16=0\) \(\Rightarrow y^2-4y+4-4x+12=0\) \(\Rightarrow (y-2)^2=4x-12\) \(\Rightarrow (y-2)^2=4(x-3)\) \(\Rightarrow Y^2=4X\) যেখানে, \(X=x-3, \ Y=y-2\) এখানে, \(4a=4\)
\(\therefore a=1\)
উপকেন্দ্রের স্থানাঙ্ক \((a, 0)\)
\(\Rightarrow (1, 0)\)
\(\Rightarrow X=1, \ Y=0\)
\(\Rightarrow x-3=1, \ y-2=0\)
\(\Rightarrow x=1+3, \ y=2\)
\(\Rightarrow x=4, \ y=2\)
অতএব, উপকেন্দ্রের স্থানাঙ্ক \((4, 2)\)
উত্তরঃ ( ক )

২৫। অক্ষরেখার সমীকরণ কোনটি?
\(x-3=0\)
\(x=0\)
\(y-2=0\)
\(y=0\)
\(y^2-4y-4x+16=0\) \(\Rightarrow y^2-4y+4-4x+12=0\) \(\Rightarrow (y-2)^2=4x-12\) \(\Rightarrow (y-2)^2=4(x-3)\) \(\Rightarrow Y^2=4X\) যেখানে, \(X=x-3, \ Y=y-2\) অক্ষরেখার সমীকরণ \(Y=0\)
\(\therefore y-2=0\)
উত্তরঃ ( খ )