শিক্ষা বোর্ড যশোর - 2019
উচ্চতর গণিত ( বহুনির্বাচনি )
[2019 সালের সিলেবাস অনুযায়ী ]
দ্বিতীয় পত্র বহুনির্বাচনি
বিষয় কোডঃ 266
সময়-২৫ মিনিট
পূর্ণমান-২৫
[ দ্রষ্টব্যঃ সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমুহ হতে সিঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়ন্ট কলম দ্বারা সম্পুর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মাণ ১। প্রশ্নপত্রে কোন প্রকার দাগ/ চিহ্ন দেওয়া যাবে না। ]
১। একই অনুভূমিক রেখায় \(10\) কেজি ও \(5\) কেজি ওজনের দুইটি বিসদৃশ সমান্তরাল বল দুটি বিন্দুতে ক্রিয়ারত আছে। বৃহত্তর বল থেকে এদের লব্ধির প্রয়োগ বিন্দুর দূরত্ব \(25\) সে.মি. হলে বল দুইটির মধ্যবর্তী দূরত্ব কত?
\(50\) সে.মি.
\(25\) সে.মি.
\(75\) সে.মি.
\(15\) সে.মি.
question
এখানে,
\(AC=25 cm\)
এখন, \(10.AC=5.BC\)
\(\Rightarrow \frac{AC}{BC}=\frac{5}{10}\)
\(\Rightarrow \frac{AC}{BC-AC}=\frac{5}{10-5}\)
\(\Rightarrow \frac{25}{AB}=\frac{5}{5}\)
\(\Rightarrow \frac{25}{AB}=1\)
\(\therefore AB=25\) সে.মি.
উত্তরঃ ( গ )

২।
question
উদ্দীপকের \(Q\) ও \(R\) বলের মধ্যবর্তী কোণ কত?
\(90^{o}-\alpha\)
\(90^{o}+\alpha\)
\(180^{o}-\alpha\)
\(180^{o}+\alpha\)
উদ্দীপকের \(Q\) ও \(R\) বলের মধ্যবর্তী কোণ
\(=90^{o}+90^{o}-\alpha\)
\(=180^{o}-\alpha\)
উত্তরঃ ( খ )

৩।
question
\(P\) ও \(Q\) এর মধ্যবর্তী কোণ \(60^{o}\) হলে, \(R\) হলো-
\(\sqrt{P^2+Q^2+PQ}\)
\(P^2+Q^2+PQ\)
\(\sqrt{P^2+Q^2+2PQ}\)
\(P^2+Q^2+2PQ\)
দেওয়া আছে,
\(P\) ও \(Q\) এর মধ্যবর্তী কোণ \(60^{o}\) হলে,
\(R=\sqrt{P^2+Q^2+2PQ\cos{60^{o}}}\)
\(=\sqrt{P^2+Q^2+2PQ\times\frac{1}{2}}\)
\(=\sqrt{P^2+Q^2+PQ}\)
উত্তরঃ ( ক )

৪। দুইটি ট্রেন একই রেলপথে বিপরীত দিক থেকে একই \(60 \ m/sec\) গতিবেগে পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। \(1200 \ m\) দূরত্বে একে অপরকে দেখতে পেল। মন্দনের সর্বোচ্চ মান নির্ণয় কর যাতে সংঘর্ষ এড়ানো যেতে পারে।
\(2 \ m/sec^{2}\)
\(4 \ m/sec^{2}\)
\(3 \ m/sec^{2}\)
\(5 \ m/sec^{2}\)
এখানে,
\(u=60 \ m/sec, \ s=1200 \ m\)
এবং মন্দন \(f\)
সংঘর্ষ এড়ানোর জন্য \(fs=u^2\)
\(\Rightarrow f\times1200=(60)^2\)
\(\Rightarrow f=\frac{3600}{1200}\)
\(\therefore f=3 m/s^{2}\)
উত্তরঃ ( খ )

৫। একটি বল অনুভূমিকের সাথে \(30^{o}\) কোণে \(\sqrt{8g} \ m/sec\) বেগে প্রক্ষিপ্ত হলে, সর্বোচ্চ উচ্চতা কত মিটার হবে?
\(4 \ m\)
\(1 \ m\)
\(6 \ m\)
\(10 \ m\)
এখানে,
\(\alpha=30^{o}, \ u=\sqrt{8g} \ m/sec\)
সর্বোচ্চ উচ্চতা \(H=\frac{u^2\sin^2{\alpha}}{2g}\)
\(=\frac{(\sqrt{8g})^2\sin^2{30^{o}}}{2g}\)
\(=\frac{8g\times\left(\frac{1}{2}\right)^2}{2g}\)
\(=4\times\frac{1}{4}\)
\(=1 \ m\)
উত্তরঃ ( গ )

৬। একটি কণা \(10 \ m/sec\) বেগে এবং \(30^{o}\) কোণে প্রক্ষিপ্ত হলে-
\(i.\) সর্বাধিক উচ্চতা \(\frac{25}{2g} \ m\)
\(ii.\) উড্ডয়নকাল \(\frac{10}{g} \ sec\)
\(iii.\) অনুভূমিক পাল্লা \(\frac{50}{g} \ m\)
নিচের কোনটি সঠীক?
\(i.\) ও \(ii.\)
\(ii.\) ও \(iii.\)
\(i.\) ও \(iii.\)
\(i.\), \(ii.\) ও \(iii.\)
এখানে,
\(u=10 \ m/sec, \ \alpha=30^{o}\)
সর্বাধিক উচ্চতা \(H=\frac{u^2\sin^2{\alpha}}{2g}\)
\(=\frac{10^2\sin^2{30^{o}}}{2g}\)
\(=\frac{10^2\times\left(\frac{1}{2}\right)^2}{2g}\)
\(=\frac{100\times\frac{1}{4}}{2g}\)
\(=\frac{25}{2g} \ m\)
\(\therefore (i.)\) নং বাক্যটি সত্য।
আবার,
উড্ডয়নকাল \(2T=2\frac{u\sin{\alpha}}{g}\)
\(=2\frac{10\sin{30^{o}}}{g}\)
\(=\frac{20\times\frac{1}{2}}{g}\)
\(=\frac{10}{g} \ sec\)
\(\therefore (ii.)\) নং বাক্যটি সত্য।
আবার,
অনুভূমিক পাল্লা \(R=\frac{u^2\sin{2\alpha}}{g}\)
\(=\frac{10^2\sin{(2\times30^{o})}}{g}\)
\(=\frac{100\sin{60^{o}}}{g}\)
\(=\frac{100\times\frac{\sqrt{3}}{2}}{g}\)
\(=\frac{50\sqrt{3}}{g}\)
\(\therefore (iii.)\) নং বাক্যটি সত্য নয়।
উত্তরঃ ( ক )

৭। \(|x|\ge{3}\) অসমতার সমাধান কোনোটি?
\([3, \infty)\cup{(-\infty, -3]}\)
\([-3, 3]\)
\((-\infty, 3]\)
\([3, \infty)\)
\(|x|\ge{3}\)
\(\Rightarrow x\ge{3}\) অথবা \(x\le{-3}\)
\(\therefore [3, \infty)\cup{(-\infty, -3]}\)
উত্তরঃ ( ক )

৮। \(S=\{x\in{\mathbb{N}}: 5\le{x^2+1}\le{82}\}\) এর সুপ্রিমাম কত?
\(2\)
\(9\)
\(4\)
\(81\)
দেওয়া আছে,
\(5\le{x^2+1}\le{82}\)
\(\Rightarrow 5-1\le{x^2+1-1}\le{82-1}\)
\(\Rightarrow 4\le{x^2}\le{81}\)
\(\Rightarrow \sqrt{4}\le{\sqrt{x^2}}\le{\sqrt{81}}\)
\(\Rightarrow 2\le{x}\le{9}\)
\(\therefore Sup(S)=9\)
উত্তরঃ ( গ )

৯। \(z=-1+i\) হলে, \(\overline{z}\) এর আর্গুমেন্ট কত?
\(-\frac{3\pi}{4}\)
\(\frac{\pi}{4}\)
\(-\frac{5\pi}{4}\)
\(-\frac{\pi}{4}\)
\(z=-1+i\) হলে, \(\overline{z}=-1-i\)
এখানে, \(x=-1 \ y=-1\) বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত।
\(\overline{z}\) এর আর্গুমেন্ট \(=\tan^{-1}\frac{-1}{-1}\)
\(=\tan^{-1}1\)
\(=\pi+\tan^{-1}\tan{\frac{\pi}{4}}\) যেহেতু বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত।
\(=\pi+\frac{\pi}{4}\)
\(=\frac{4\pi+\pi}{4}\)
\(=\frac{5\pi}{4}\)
\(=\frac{5\pi}{4}-2\pi\) বিপরীত ক্রমে।
\(=\frac{5\pi-8\pi}{4}\)
\(=-\frac{3\pi}{4}\)
উত্তরঃ ( ক )

১০। \((2i)^{-\frac{1}{2}}+(-2i)^{-\frac{1}{2}}\) এর মান কত?
\(\frac{1}{2}\)
\(0\)
\(1\)
\(\infty\)
\((2i)^{-\frac{1}{2}}+(-2i)^{-\frac{1}{2}}\)
\(=\frac{1}{(2i)^{\frac{1}{2}}}+\frac{1}{(-2i)^{\frac{1}{2}}}\)
\(=\frac{1}{\sqrt{2i}}+\frac{1}{\sqrt{-2i}}\)
\(=\frac{1}{\sqrt{1+2i-1}}+\frac{1}{\sqrt{1-2i-1}}\)
\(=\frac{1}{\sqrt{1^2+2i+i^2}}+\frac{1}{\sqrt{1^2-2i+i^2}}\)
\(=\frac{1}{\sqrt{(1+i)^2}}+\frac{1}{\sqrt{(1-i)^2}}\)
\(=\frac{1}{1+i}+\frac{1}{1-i}\)
\(=\frac{1-i+1+i}{(1+i)(1-i)}\)
\(=\frac{2}{1^2-i^2}\)
\(=\frac{2}{1+1}\)
\(=\frac{2}{2}\)
\(=1\)
উত্তরঃ ( খ )

নিচের তথ্যের আলোকে ১১ এবং ১২ নং প্রশ্নের উত্তর দাওঃ
\(z=4x+2y\) শর্তঃ \(x+y\le{6}, \ x\ge{4}, \ x\ge{0}, \ y\ge{0},\)
১১। উল্লেখিত শর্তাধীনে সমাধান অঞ্চল কোনটি?
বর্গাকার
ত্রিভুজাকার
আয়তাকার
ট্রাপিজিয়াম
question
চিত্র হতে ইহা স্পষ্ট যে,
উল্লেখিত শর্তাধীনে সমাধান অঞ্চল ত্রিভুজাকার।
উত্তরঃ ( গ )

১২। \(z\) এর সর্বোচ্চ মান কোনটি?
\(24\)
\(20\)
\(16\)
\(14\)
question
চিত্রে \(Q(6, 0)\) বিন্দুতে \(z\) এর মান,
\(z=4\times6+2\times0\)
\(=24+0\)
\(=24\) যা সর্বোচ্চ।
উত্তরঃ ( ক )

১৩। \(ax^2+bx+c=0\) একটি দ্বিঘাত সমীকরণ-
\(i.\) \(c=0\) হলে, একটি মূল শূন্য
\(ii.\) \(b=0\) হলে, মূল দুইটি সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে
\(iii.\) \(c\) ও \(a\) একই চিহ্নবিশীষ্ট হলে মূ্ল দুইটি বাস্তব হবে
নিচের কোনটি সঠীক?
\(i.\) ও \(ii.\)
\(ii.\) ও \(iii.\)
\(i.\) ও \(iii.\)
\(i.\), \(ii.\) ও \(iii.\)
\(ax^2+bx+c=0\) একটি দ্বিঘাত সমীকরণ
\(c=0\) হলে
\(ax^2+bx=0\)
\(\Rightarrow x(ax+b)=0\)
\(\Rightarrow x=0, \ ax+b=0\)
\(\therefore c=0\) হলে, একটি মূল শূন্য
\(\therefore (i.)\) নং বাক্যটি সত্য।
আবার,
\(b=0\) হলে,
\(ax^2+c=0\)
\(\Rightarrow ax^2=-c\)
\(\Rightarrow x^2=-\frac{c}{a}\)
\(\Rightarrow x=\pm\sqrt{-\frac{c}{a}}\)
\(\therefore b=0\) হলে, মূল দুইটি সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে
\(\therefore (ii.)\) নং বাক্যটি সত্য।
আবার,
\(ax^2+bx+c=0\) সমীকরণে \(c\) ও \(a\) একই চিহ্নবিশীষ্ট হলে
মূ্ল দুইটি বাস্তব হবে এটি সঠিক না।
\(\therefore (iii.)\) নং বাক্যটি সত্য নয়।
উত্তরঃ ( ক )

১৪। \(5x^2-12xy+5y^2+22x-26y+29=0\) সমীকরণ সূচীত বক্ররেখাটি কি নির্দেশ কর?
পরাবৃত্ত
অধিবৃত্ত
উপবৃত্ত
বৃত্ত
\(5x^2-12xy+5y^2+22x-26y+29=0\)
এখানে, \(a=b=5, \ 2h=-12 \ 2g=22 \ 2f=-26 \ c=29\)
\(\therefore a=b=5, \ h=-6 \ g=11 \ f=-13 \ c=29\)
\(\Delta=abc+2fgh-af^2-bg^2-ch^2\)
\(=5\times5\times29+2\times-13\times11\times-6-5(-13)^2-5(11)^2-29(-6)^2\)
\(=725+1716-845-605-1044\)
\(=2441-2494\)
\(=-53\)
\(\therefore \Delta\ne{0}\)
আবার, \(ab-h^2=5\times5-(-6)^2=25-36=-11\)
\(\therefore ab-h^2\lt{0}\)
আবার, \(a+b=5+5=10\)
\(\therefore a+b\ne{0}\)
\(\therefore\) প্রদত্ত সমীকরণটি একটি অধিবৃত্ত প্রকাশ করে।
উত্তরঃ ( গ )

১৫। \(\frac{(x+2)^2}{3}+\frac{(y-1)^2}{4}=1\) উপবৃত্তের-
\(i.\) কেন্দ্রের স্থানাঙ্ক \((-2, 1)\)
\(ii.\) ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য \(6\)
\(iii.\) একটি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ \(y=2\)
নিচের কোনটি সঠীক?
\(i.\) ও \(ii.\)
\(ii.\) ও \(iii.\)
\(i.\) ও \(iii.\)
\(i.\), \(ii.\) ও \(iii.\)
\(\frac{(x+2)^2}{3}+\frac{(y-1)^2}{4}=1\) উপবৃত্তের কেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে,
\(x+2=0, \ y-1=0\)
\(\therefore x=-2, \ y=1\)
\(\therefore\) কেন্দ্রের স্থানাঙ্ক \((-2, 1)\)
\(\therefore (i.)\) নং বাক্যটি সত্য।
আবার,
এখানে, \(a=\sqrt{3}, \ b=2\)
ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য \(=2\sqrt{3}\)
\(\therefore (ii.)\) নং বাক্যটি সত্য নয়।
আবার,
এখানে, \(a=\sqrt{3}, \ b=2\)
উৎকেন্দ্রিকতা \(e=\sqrt{1-\frac{a^2}{b^2}}\)
\(=\sqrt{1-\frac{3}{4}}\)
\(=\sqrt{\frac{4-3}{4}}\)
\(=\sqrt{\frac{1}{4}}\)
\(=\frac{1}{2}\)
উপকেন্দ্রিক লম্বের সমীকরণ \(y-1=\pm{be}\)
\(\Rightarrow y-1=\pm{2\times\frac{1}{2}}\)
\(\Rightarrow y-1=\pm{1}\)
\(\Rightarrow y-1=1, \ y-1=-1\)
\(\therefore y=2, \ y=0\)
\(\therefore\) একটি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ \(y=2\)
\(\therefore (iii.)\) নং বাক্যটি সত্য।
উত্তরঃ ( খ )

১৬।
question
উদ্দীপকের পরাবৃত্তের দিকাক্ষের সমীকরণ \(x+y-2=0\) হলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত?
\((2, 0)\)
\((2, 4)\)
\((4, 2)\)
\((0, 2)\)
উদ্দীপকের পরাবৃত্তের দিকাক্ষের সমীকরণ তথা \(MM^{\prime}\) এর সমীকরণ \(x+y-2=0\)
\(\Rightarrow x+y=2\)
\(\therefore \frac{x}{2}+\frac{y}{2}=1\)
চিত্র হতে \(Z(2, 0)\)
\(\therefore SZ\) এর মধ্যবিন্দু \(A\left(\frac{2+6}{2}, \frac{0+4}{2}\right)\)
\(\therefore A(4, 2)\) শীর্ষবিন্দুর স্থানাঙ্ক।
উত্তরঃ ( খ )

১৭। \(10, \ 11\) ও \(12\) এই তথ্যসারির গড় ব্যবধানাংক কত?
\(0.67\)%
\(4.6\)%
\(6.06\)%
\(6.67\)%
\(10, \ 11\) ও \(12\) এই তথ্যসারির গাণিতিক গড় \(\overline{x}=\frac{10+11+12}{3}\)
\(=\frac{33}{3}\)
\(=11\)
গড় ব্যবধান \(MD(\overline{x})=\frac{|10-11|+|11-11|+|12-11|}{3}\)
\(=\frac{1+0+1}{3}\)
\(=\frac{2}{3}\)
তথ্যসারির গড় ব্যবধানাংক \(CMD(\overline{x})=\frac{MD(\overline{x})}{\overline{x}}\times100\) %
\(=\frac{\frac{2}{3}}{11}\times100\) %
\(=\frac{2}{33}\times100\) %
\(=\frac{200}{33}\) %
\(=6.06\) %
উত্তরঃ ( খ )

১৮। \(20\) থেকে \(30\) পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটি দৈব চয়নের মাধ্যমে নিলে সেই সংখ্যাটি \(5\) বা \(7\) এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
\(\frac{3}{11}\)
\(\frac{5}{11}\)
\(\frac{2}{11}\)
\(\frac{7}{11}\)
\(20\) থেকে \(30\) পর্যন্ত সংখ্যা হতে
মোট নমুনা বিন্দু \(S(n)=11\) টি
\(5\) দ্বারা বিভাজ্য \(=3\) টি
\(7\) এর গুণিতক \(=2\) টি
সম্ভাবনা \(=\frac{3}{S(n)}+\frac{2}{S(n)}\)
\(=\frac{3}{11}+\frac{2}{11}\)
\(=\frac{3+2}{11}\)
\(=\frac{5}{11}\)
উত্তরঃ ( গ )

১৯। একটি বাক্সে \(15\) টি লাল ও \(10\) টি কাল মার্বেল আছে। দৈব চয়নে একটির পর আরেটি মোট দুইটি মার্বেল বাক্স হতে তোলা হলো। মার্বেল দুইটি একই রঙের হওয়ার সম্ভাবনা কত?
\(\frac{1}{4}\)
\(\frac{1}{2}\)
\(\frac{3}{4}\)
\(\frac{3}{2}\)
দুইটি মার্বেল লাল হওয়ার সম্ভাবনা \(=\frac{15}{25}\times\frac{14}{24}\)
\(=\frac{3}{5}\times\frac{7}{12}\)
\(=\frac{7}{20}\)
দুইটি মার্বেল কাল হওয়ার সম্ভাবনা \(=\frac{10}{25}\times\frac{9}{24}\)
\(=\frac{2}{5}\times\frac{3}{8}\)
\(=\frac{3}{20}\)
মোট সম্ভাবনা \(=\frac{7}{20}+\frac{3}{20}\)
\(=\frac{7+3}{20}\)
\(=\frac{10}{20}\)
\(=\frac{1}{2}\)
উত্তরঃ ( গ )

২০। \(4x^3+2x^2+3x-6\) কে \(x-1\) দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
\(1\)
\(-11\)
\(3\)
\(0\)
ধরি, \(f(x)=4x^3+2x^2+3x-6\) এবং
\(x-1=0 \Rightarrow x=1\)
ভাগশেষ \(f(1)=4\times1^3+2\times1^2+3\times1-6\)
\(=4+2+3-6\)
\(=9-6\)
\(=3\)
উত্তরঃ ( খ )

২১। \(x^2+x+1=0\) সমীকরণের একটি মূল \(\alpha\) হলে, অন্য মূলটি হবে-
\(-\alpha\)
\(\frac{1}{\alpha}\)
\(\frac{1}{\alpha^2}\)
\(\alpha^2\)
\(x^2+x+1=0\) সমীকরণের একটি মূল \(\alpha\) হলে,
\(\Rightarrow \alpha^2+\alpha+1=0\)
\(\therefore \alpha, \ 1\) এর কাল্পনিক ঘনমূলের একটি
\(\therefore\) অপর মূলটি হবে, \(\alpha^2\)
উত্তরঃ ( ঘ )

নিচের তথ্যের আলোকে ২২ এবং ২৩ নং প্রশ্নের উত্তর দাওঃ
\((1+2x)^{-2}\)
২২। উদ্দীপকের বিস্তৃতিতে \(x^n\) এর সহগ কোনটি?
\((-2)^{n}\)
\((-1)^{n}(n+1)\)
\((-2)^{n}(n+1)\)
\((-1)^{n}n\)
\((1+2x)^{-2}=1-2(2x)+3(2x)^2-4(2x)^3+ ........+(-1)^n(n+1)(2x)^n\)
\(=1-2(2x)+3(2x)^2-4(2x)^3+ ........+(-2)^n(n+1)x^n\)
\(x^n\) এর সহগ \(=(-2)^n(n+1)\)
উত্তরঃ ( খ )

২৩। \(x\) এর কোন মানের জন্য বিস্তৃতিটি বৈধ?
\(|x|\gt{\frac{1}{2}}\)
\(|x|\lt{-\frac{1}{2}}\)
\(|x|\lt{\frac{1}{2}}\)
\(|x|\gt{-\frac{1}{2}}\)
বিস্তৃতিটি বৈধ হবে যদি \(|2x|\lt{1}\) হয়।
\(\therefore |x|\lt{\frac{1}{2}}\) হয়।
উত্তরঃ ( খ )

২৪। \(\sin{x}\cos{x}=\frac{1}{4}\) হলে, \(x\) এর মান কত?
\(\frac{n\pi}{2}+(-1)^n\frac{\pi}{12}\)
\(\frac{n\pi}{2}+(-1)^n\frac{\pi}{6}\)
\(2n\pi+(-1)^n\frac{\pi}{12}\)
\(n\pi+(-1)^n\frac{\pi}{12}\)
\(\sin{x}\cos{x}=\frac{1}{4}\)
\(\Rightarrow 2\sin{x}\cos{x}=\frac{1}{2}\)
\(\Rightarrow \sin{2x}=\frac{1}{2}\)
\(\Rightarrow \sin{2x}=\sin{\frac{\pi}{6}}\)
\(\Rightarrow 2x=n\pi+(-1)^n\frac{\pi}{6}\)
\(\therefore x=\frac{n\pi}{2}+(-1)^n\frac{\pi}{12}\)
উত্তরঃ ( ক )

২৫। \(\frac{1}{2}\sin^{-1}\frac{3}{5}=\) কত?
\(\tan^{-1}\frac{1}{3}\)
\(2\cos^{-1}\frac{4}{5}\)
\(\tan^{-1}2\)
\(\sin^{-1}\frac{1}{10}\)
ধরি, \(a=\frac{1}{2}\sin^{-1}\frac{3}{5}\)
\(\Rightarrow 2a=\sin^{-1}\frac{3}{5}\)
\(\Rightarrow \sin{2a}=\frac{3}{5}\)
\(\Rightarrow \frac{2\tan{a}}{1+\tan^2{a}}=\frac{3}{5}\)
\(\Rightarrow 3+3\tan^2{a}=10\tan{a}\)
\(\Rightarrow 3\tan^2{a}-10\tan{a}+3=0\)
\(\Rightarrow 3\tan^2{a}-9\tan{a}-\tan{a}+3=0\)
\(\Rightarrow 3\tan{a}(\tan{a}-3)-1(\tan{a}-3)=0\)
\(\Rightarrow (\tan{a}-3)(3\tan{a}-1)=0\)
\(\Rightarrow \tan{a}-3=0, \ 3\tan{a}-1=0\)
\(\Rightarrow \tan{a}=3, \ 3\tan{a}=1\)
\(\Rightarrow \tan{a}=\frac{1}{3}\)
\(\Rightarrow a=\tan^{-1}\frac{1}{3}\)
\(\therefore \frac{1}{2}\sin^{-1}\frac{3}{5}=\tan^{-1}\frac{1}{3}\)
উত্তরঃ ( ক )