ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার-১

image

image

ব্যবহারিক ক্ষেত্রে বিষাক্ত রিয়েজেন্টের পরিবর্তে সাধারণ রিয়েজেন্টকে ব্যবহার করলে বিরূপ প্রতিক্রিয়া ও বর্জ্যের পরিমাণ খুবই কম হয়। যেমন-
\(i.\) ক্লোরোফরমের পরিবর্তে হেক্সেন।
\(ii.\) বেনজিনের পরিবর্তে টলুইন।
\(iii. \ 2-\)বিউটানলের পরিবর্তে \(2-\)মিথাইল প্রপানল
নিচের কোনটি সঠিক?

\(i\)
\(ii\)
\(i\) ও \(ii\)
\(i,\) \(ii\) ও \(iii\)
উপরের কোনটি নয়

Calculator
Ans: \(i\) ও \(ii\)
arrowf1